Search box..

Snapseed Fire Heart Photo Editing | Snapseed Photo Editing Trick | Snapseed Background Colour Chenge

Snapseed Fire Heart Photo Editing | Snapseed Photo Editing Trick | Snapseed Background Colour Chenge


Snapseed Fire Heart Photo Editing | Snapseed Photo Editing Trick | Snapseed Background Colour Chenge

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Snapseed Fire Heart Photo Editing

আজকের এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ যারা ফটো এডিটিং করতে চান। এখানে আপনারা উপরে যে ছবি দুটি দেখতে পারছেন এটি কিন্তু এডিটিং করে এই রকম করা হয়েছে। এডিটিং করে পিছনে Background পরিবর্তন করে Love effect দেওয়া হয়েছে। এতে করে কিন্তু ছবিটি অনেকেটাই সুন্দর হয়েছে।আর পিছনে কিন্তু Love আইকন ব্যবহার করা হয়েছে।

Camera দিয়ে যে ফটো তুলা হয়েছে সেই ফটো এডিটিং করে যে পরিমাণ সুন্দর করা হয়েছে। Camera দিয়ে তুলা ছবিটি না দেখলে মনেই হবেনা ছবিটি এডিটিং করা হয়েছে। মনে হচ্ছে যেন Camera দিয়েই তুলা হয়েছে এমন সুন্দর ছবি। এই ছবি যথেষ্ট পরিমাণে ব্লার হয়েছে। সাথে কিন্তু পিছনে Love দৃশ্য সেট করার জন্য অনেক সুন্দর লাগছে ছবিটি।আপনিও যদি এই রকম করে ফটো এডিটিং করতে চান তাহলে আমাদের পোস্ট গুলো দেখুন।

আপনি চাইলে আপনার সিম্পল ছবিকে এভাবে সুন্দর করে এডিটিং করতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে। আপনি চাইলে Background কে আরো বেশি পরিমাণে সুন্দর করতে পারবেন কেউ কখনো বুঝতে পারেনা যে এটি এডিটিং করা হয়েছে।আপনার বন্ধুদের দেখালে মনে করবে এটা কোন camera দিয়ে এভাবে তুলা হয়েছে।

এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ঠিক এরকম নরমাল ছবিকে ঐরকম স্টাইল করে এডিট করতে পারবেন যেখানে কেউ কখনো বুঝতে পারবেনা কিভাবে আপনি এভাবে ছবি এডিট করবেন জানতে হলে অবশ্যই আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

এখন আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার সিম্পল ছবিকে এতো সুন্দর করে এডিটিং করতে পারবেন এর জন্য আপনাকে দুটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। Snapseed Background

ডাউনলোড করে ওপেন করুন। এবং + চিহ্নের মধ্যে ক্লিক করুন

তারপর Gallery থেকে আপনার ফটো সিলেক্ট করুন

তারপর Edit এ ক্লিক করুন

তারপর Vintage এ ক্লিক করুন

তারপর Saturation ১০০% করে টিকচিহ্ন ক্লিক করুন

তারপর উপরে এখানে ক্লিক করুন

তারপর View Edits এ ক্লিক করুন

তারপর এখানে নিচে ক্লিক করুন

তারপর এখানে নিচে ক্লিক করুন

তারপর মুখ,হাত, পা ঘসে আগের মতো করুন

তারপর এখানে টিকচিহ্ন ক্লিক করুন

তারপর উপরে এখানে ক্লিক করে back করুন

তারপর আবার Edit এ ক্লিক করুন

তারপর Double Exposure এ ক্লিক করুন।

তারপর নিচে এখানে ক্লিক করুন

তারপর Gallery থেকে love আইকনটি সিলেক্ট করুন

তারপর নিচে এখানে ক্লিক করুন

তারপর এখানে Lighten এ ক্লিক করুন

তারপর এখানে টিকচিহ্ন ক্লিক করুন

তারপর এখানে আবার Edit এ ক্লিক করুন।

তারপর Double exposure এ ক্লিক করুন

তারপর এখানে নিচে ক্লিক করুন

তারপর Gallery থেকে ছোট ছোট লাইটের আইকনটি সিলেক্ট করুন।

তারপর এখানে নিচে ক্লিক করুন।

তারপর এখানে Lighten এ ক্লিক করুন।

তারপর এখানে টিকচিহ্ন ক্লিক করুন।

তারপর আবার edit এ ক্লিক করুন

তারপর White balance এ ক্লিক করুন

তারপর Temperature +64 দিয়ে টিকচিহ্ন ক্লিক করুন।

তারপর উপরে এখানে ক্লিক করুন।

তারপর view edits এ ক্লিক করুন।

তারপর এখানে ক্লিক করুন।

তারপর এখানে নিচে ক্লিক করুন

তারপর আবার মুখ,হাত,পা আগের মতো করুন

তারপর এখানে টিকচিহ্ন ক্লিক করুন

তারপর এখানে উপরে ক্লিক করুন

তারপর এখানে ক্লিক করুন।

তারপর Save এ ক্লিক করুন।

তারপর দেখেন Save হয়ে গেছে।

আপনার যদি আর্টিকেলে বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিও দেখতে পারেন

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post Snapseed Fire Heart Photo Editing | Snapseed Photo Editing Trick | Snapseed Background Colour Chenge appeared first on Trickbd.com.

ন্যাচারাল ও বিভিন্ন প্রকার মনের মতো ঝকঝকে ওয়ালপেপার নিয়ে নিন ছোট একটি এপ্সে।

Posted:

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন।

আজকে আপনাদের মাঝে একটু অসাধারণ এপ্স রিভিউ নিয়ে হাজির হলাম।

টাইটেল দেখে অনেকে বুঝে গেছেন।

যারা ওয়ালপেপার প্রেমি তাদের জন্য খুব উপকারী একটি এপ্স।

ন্যাচারাল ও বিভিন্ন প্রকার ওয়ালপেপার পাবেন এই এপ্সটির ভিতরে।

এবং আপনি গ্যালারিতে নিতে পারবেন এবং এপ্স এর ভিতর থেকেই আপনি ওয়ালপেপার সেট করতে পারবেন।

আপনাদের ভাল লাগবে আশা করি।

নিচের ডাউনলোড লিংক থেকে এপ্সটি ডাউনলোড করুনঃ

ডাউনলোড

এপ্সটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন

দেখুন অনেক ক্যাটাগরি

আপনি ঘেটে দেখুন, বিভিন্ন ধরনের ওয়ালপেপার পাবেন

নিচের স্কীনসট গুলো ফলো করুন

আরো অনেক বিভিন্ন প্রকার ওয়ালপেপার পাবেন।

আশা করি আপনাদের ভাল লাগবে।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post ন্যাচারাল ও বিভিন্ন প্রকার মনের মতো ঝকঝকে ওয়ালপেপার নিয়ে নিন ছোট একটি এপ্সে। appeared first on Trickbd.com.

Yandex.disk দিচ্ছে 30GB Cloud Storage ফ্রিতেই For Limited Time

Posted:

Howdy Everyone
Yandex এর অনেক প্রকার Service রয়েছে, তার মধ্যে Cloud Service অন্যতম। সাধারনত Yandex এ Free account Create করলে 10GB Clous Space পাওয়া যায়। কিন্তু Yandex নতুন একটা Service Add করেছে Yandex 360 Mail নামের। যেখানে Subscribe করলেই পাচ্ছেন Total 30GB Cloud Storage Permanently

যেভাবে 30GB Achieve করবেন
1.প্রথমে এই
Site এ প্রবেশ করে Get Started এ Click করুন

 

2.Simply Register করে নিন যথাযথ Information দিয়ে, কোন Mail Address লাগবে না। Mobile Number Option এ “I don’t Have a mobile number” Click করুন। একটা Security Question Choose করে ঐটার Answer দিয়ে দিন

 

3.” Accept” Option এ Click করার পর Disk Page Load হবে এবং 10GB Cloud Storage পাবেন।

 

4.এবার অরেকটা Tab এ  এই Link Open করুন এবং উপরের Drawer এর “Disk” Option এ Click করুন

 

5.এরকম PopUp Message Show করবে। Got It এ Click করুন

 

6.এবার Storage Option এ Click করুন

 

7.নতুন Load হওয়া Page Scroll Down করলে দেখতে পাবেন Total 30GB Permanent Storage

 

8. এবার disk.yandex.com page Check করে দেখুন 30GB Add হয়ে গিয়েছে। Enjoy🎁

 

 

🎥 Tutorial

 

🧏‍♂ Terms Of Service
অফারটি Limited-Time এর জন্য
Storageগুলো Permanently থাকবে নিশ্চিত

 

Bye
Contact Me On Telegram– @sakib0152

The post Yandex.disk দিচ্ছে 30GB Cloud Storage ফ্রিতেই For Limited Time appeared first on Trickbd.com.

প্রতিটা ডেভেলপার দের জানা এবং ব্যবহার করা উচিত এগুলো

Posted:

আমি আশা করি আপনার ওয়েব ডেভেলপার যাত্রাটি অনেক ভালই যাচ্ছে।

আচ্ছা যদি হ্যাঁ হয়, তবে আমার কাছে এমন কিছু আছে যা দুর্দান্ত উপকার করতে পারে এবং,
যদি না হয় তবে লোকেরা চিন্তা করবেন না যে এই  টুলসগুল এটি ভাল করে দেবে।

আমার কাছে কিছু চমতকার ক্রোম এক্সটেনশান এবং ওয়েবসাইট রয়েছে যা ওয়েব ডেভেলপার হিসাবে আপনার জীবনযাত্রাকে সহজ করে তুলতে পারে। আমি এই সরঞ্জামগুলি ব্যবহার করি এবং সেগুলি আশ্চর্যজনক, সুরক্ষিত এবং সময় সাশ্রয়ী। আশাকরি আপনাদের সবার কাজে দিবে।

দ্রষ্টব্য: আমি আপনাকে প্রথমে বেসিকগুলি (এইচটিএমএল, সিএসএস, জেএস) শেখার জন্য অনুরধ করবো, তারপরে এই টুলস ব্যবহার করার দিকে এগিয়ে যান।

ওয়েব সাইট –

  • Uxwing: (পি এন জি এবং এস ভি জি আইকন ফ্রী তে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আপনার প্রোজেক্ট এর জন্য। )
  • Unsplash: (ওয়েলপেপার এবং ইমেজ এর জন্য ব্যবহার করতে পারেন, এখানে আলাদা আলাদা সাইজ এর জন্য ছবি নিতে পারবেন। )
  • Jsonplaceholder(JSON ফ্রী API এর জন্য ব্যবহার করতে পারেন)।
  • lighthouse: (Lighthouse হলো ওয়েব পেইজের মান উন্নত করার জন্য একটি ওপেন সোর্স, স্বয়ংক্রিয় সরঞ্জাম। আপনি এটিকে যে কোনও ওয়েব পেইজ, সর্বজনীন বা প্রমাণীকরণের প্রয়োজনের বিরুদ্ধে চালাতে পারেন। এটিতে পারফরম্যান্স, অ্যাক্সেসযোগ্যতা, প্রগতিশীল ওয়েব অ্যাপস, এসইও এবং আরও অনেক কিছুর জন্য অডিট রয়েছে। )
  • Css-tricks: (Name suggests what it does 🙂 fantastic css articles)
  • css-box-shadow: (box shadows করার জন্য এটা ব্যবহার করা হয়)
  • css-gradient: (গ্রেডিয়েন্ট করুন দ্রুত এবং সহজে। )
  • Sharingbuttons.io: (সুপার দ্রুত এবং সহজ সোশ্যাল মিডিয়া শেয়ারিং বোতাম। কোণো জাভাস্ক্রিপ্ট জামেলা নেই। কোন ট্র্যাকিং নাই. সুপার সহায়ক। )
  • convert CSS to JS: (কনভার্ট CSS to JS and VICE VERSA)

Extensions –

  • Wappalyzer: Wappalyzer  এমন একটি প্রযুক্তি প্রোফাইল যা আপনাকে দেখায় যে কোন ওয়েবসাইটগুলি অন্তর্নির্মিত। কোন ওয়েবসাইটে কী সিএমএস ব্যবহার করছে, পাশাপাশি কোনও কাঠামো, ইকমার্স প্ল্যাটফর্ম, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি এবং আরও অনেক কিছু।
  • Adblock: Enough of Cringy and attention deflecting ads.
  • WhatFont: এটার  মাধ্যমে আপনি যেকোনো  ওয়েব পেজ এর ফন্ট এর নাম বের করে ফেলতে পারবেন।
  • ColorZilla: অ্যাডভান্সড আইড্রোপার, কালার পিকার, গ্রেডিয়েন্ট জেনারেটর এবং অন্যান্য রঙিন কাজে ব্যবহার করা হয়। 
  • Imageye – Image downloader: ওয়েব পেজের সমস্ত ইমেজ খুঁজে বের করে এবং ডাউনলোড করতে সাহায্য করে। অনুশীলনের জন্য যে কোনও ওয়েবসাইটের ক্লোনিং করার সময় আমি ব্যবহার করি।

আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে গিয়ে আর কোনো টুলস ব্যবহার করেন তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন আমাদের এই টিউনে।

ধন্যবাদ – আমাদের সাথে থাকার জন্য – TechTund BD

Video Link :

 

The post প্রতিটা ডেভেলপার দের জানা এবং ব্যবহার করা উচিত এগুলো appeared first on Trickbd.com.

যে ওয়েবসাইটগুলো হতে Copyright-Free এবং High-Quality-র ছবি Download করতে পারবেন

Posted:

আস-সালামু ‘আলায়কুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পোস্টে অনেক ভালো ভালো Copyright-Free ছবি Download করা যায় এমন ৭টা সাইটের কথা বলবো। তো চলুন, আসল প্রসঙ্গে আসা যাক।

 

Copyright-Free ছবি কী?

সহজ কথায়, যে ছবিতে Copyright নেই সেগুলোই Copyright-Free ছবি। আর বিস্তারিতভাবে বললে, যে ছবির উপর Copyright License না করে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেগুলো Copyright-Free। আজকে আমি যেসব Website-এর কথা বলবো এগুলো সবই CC0 বা Non-Copyright Reserved License-এর আওতাভুক্ত। অর্থাৎ, এই সাইটগুলো হতে Download করা ছবি আপনি আপনার ইচ্ছেমতো যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন, Edit করতে পারবেন এমনকি Author-কে Attribute করারও কোনো প্রয়োজন নেই। তবে এগুলো অন্য কোনো স্থানে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।

 

Copyright-Free ছবির কোনো দরকার আছে?

আপনি Internet-এ একটা ছবি পেয়ে সেটা যেকোনো কাজে চালিয়ে দিতে পারেন না, বিশেষ করে এমন কোনো কাজে যেটা আপনি অন্যদেরকে Internet-এ দেখবেন। যদি ছবিটার Copyrigjt করানো থাকে তাহলে সেই ছবির আসল Author আপনার বিরূদ্ধে DMCA আইনে মামলা করতে পারে। কাজে আপনার অর্থদণ্ড হতে পারে। তবে সত্যি বলতে, এগুলো এখন গালগল্প হয়ে গেছে। সবাই অহরহ Copyrighted ছবি বা অন্য যেকোনো Content ব্যবহার করে, কিন্তু এগুলো ব্যাপারে তেমন ব্যবস্থা নেওয়া হয় না। যাই হোক, বিশেষ করে আলনার Website-এ কখনো Copyrighted ছবি ব্যবহার করবেন না। কারণ আপনি যদি Google AdSense-এর জন্য আবেদন করতে যান, তাহলে Google এই Copyrighted ছবির জন্য Approve দিবে না। আর এই ভুলেই অধিকাংশ মানুষ AdSense না পেয়ে হাহুতাশ করেন।

 

কোথায় Non-Copyrighted ছবি পাবেন?

ইন্টারনেটে প্রায় ৪০-এরও বেশি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি এরকম Copyright-Free ছবি পাবেন, যেগুলো আপনি Commercial বা Non-Commercial -যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এছাড়াও সেগুলো Edit বা Modify-এর জন্য উন্মুক্ত এবং Author-এর নাম উল্লেখের কোনো প্রয়োজন নেই। যদি এগুলোর মধ্যে সবথেকে বেশি সমৃদ্ধ সাইট চান, তাহলে Pexels, Pixabay, Unsplash হচ্ছে Non-Copyright ছবির বিশাল ভান্ডার, যেখানে মিলিয়ন মিলিয়ন ছবি আপনি পাবেন। । এদের মধ্যে Pexels আপনাকে ছবির পাশাপাশি Video-ও দিয়ে থাকে এবং Pixabay ছবি, ভিডিও, ভেক্টর, ইলাস্ট্রেশন সব দিয়ে থাকে। এগুলোর থেকে একটু কম সমৃদ্ধ বলতে গেলে (কম বলতে তেমনও কম না) Burst, Canva Free Photos, StockSanp, FreeStocks.org অন্যতম। একেক জায়গায় একেক রকম সুন্দর ছবি পাবেন। কাজেই আপনি যেটা খুঁজছেন সেটা সবগুলোতেই একটু ঘাঁটাঘাঁটি করে দেখে পছন্দের ছবিগুলো Download করে নিতে পারেন। আর যদি Resolution নিয়ে চিন্তা করেন, তাহলে বলবো চোখ বন্ধ করে Download করতে পারবেন। প্রত্যেকটা ছবিই সর্বোচ্চ 4k-এর আশেপাশে বা তার থেকেও বড় Resolution-এ পাবেন। আমার দেখা আজ পর্যন্ত সবচেয়ে বড় Resolution 9k।

 

আশা করি এই পোস্টটা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন, যদিও একটু বেশি বক বক করেছি। সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি এরকম আরও কিছু Tech Related পোষ্ট চান, তাহলে নিচে ক্লিক করে আমার Website টা Visit করে আসতে পারেন।

 

 

আস-সালামু ‘আলায়কুম।

The post যে ওয়েবসাইটগুলো হতে Copyright-Free এবং High-Quality-র ছবি Download করতে পারবেন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments