Trickbd এর পক্ষে থেকে Namecheap VPN free দেওয়া হবে |
- Trickbd এর পক্ষে থেকে Namecheap VPN free দেওয়া হবে
- তুমিও জিতবে পিডিএফ বই (আমার দেখা সব থেকে সেরা মোটিভেশনাল বই)
- ফোনের Navigation Bar এ দিন চমৎকার ইফেক্ট,যে দেখবে সে ই তাকিয়ে থাকবে।
- Custom Email Address তৈরী করুন 1 মিনিটেই
- আপনার সন্তান স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে নাতো…? যেভাবে মিলবে ভয়ংকর আসক্তির সমাধান
- TeamTreeHouse Premium Cookies, Coding শিখা এখন আরও সহজ
- [For PC] সাবধান!!! ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে ভাইরাস ডাউনলোড করে ফেলছেন না তো? খুবই জরুরি একটি পোস্ট।
- Free Premium VPN ❤️ একমাসের জন্য
- ৮০০ + স্টাইলিশ বাংলা Front ডাওনলোড করে নিন . আন্ড্রোয়েড/পিছি দুটোতেই ব্যাবহার করতে পারবেন .
Trickbd এর পক্ষে থেকে Namecheap VPN free দেওয়া হবে Posted: GOOD News All TrickBD users- namecheapVPN Giveway trickbd এর পক্ষে থেকে Namecheap vpn free দেওয়া হবে শুধু *GiveMe* কমেন্ট করে TrickBD এর সাথেই থাকুন লটারির মাদ্ধমে ২০ জন কে দেওয়া হবে এই ভিপিএন সময় আজ রাত 10টা পোস্ট ডিলিট করে দেওয়া হবে রাত ১০ টায় তাই জলদি করুন The post Trickbd এর পক্ষে থেকে Namecheap VPN free দেওয়া হবে appeared first on Trickbd.com. | ||||||
তুমিও জিতবে পিডিএফ বই (আমার দেখা সব থেকে সেরা মোটিভেশনাল বই) Posted: ১। অধ্যায়ঃ মনোভাবের গুরুত্ব ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরী করতে হবে, আমরা যদি পজিটিভ দৃষ্টিভঙ্গিতে কোনা খারাপ জিনিসের দিকে তাকাই তা ও ভালো লাগবে।
সাফল্য লাভের গোপন মন্ত্র এই অধ্যায়ে শিখিয়ে দেওয়া হয়েছে। সাফল্য আপনাআপনি ধরা দেয়না, অনেক পরিশ্রমের ফলেই ছিনিয়ে আনতে হয়। এ অধ্যায়টি পড়ে সাফল্য লাভের একটা চমৎকার গল্প পাবেন, এবং আপনার জীবন পরিবর্তন হতে পারে এই অধ্যায়টি পড়ে। ৩। অধ্যায়ঃ কর্মপ্রেরণানিজের প্রচেষ্টার গুরুত্ব অনেক, একটা কাজ করতে গেলে নিজের প্রচেষ্টা না থাকলে কখনোই সেই কাজটিতে সফলতা লাভ করা যাবেনা। এবং অন্যকে কাজ করার জন্য অনুপ্রাণিত করলে নিজের কতোটুকু লাভ তা বিস্তারিত আলোচনা করেছেন।
পৃথিবীতে এমন কোনো লোক নেই যে, সে চায়না নিজেকে অন্যরা সম্মান না করুক। কিভাবে নিজের আত্মসম্মান গঠন করে নিতে হয়, তা নিয়ে আলোচনা করেছেন এ অধ্যায়ে।
আপনি যদি একজন সুস্থ মানুষ হিসেবে বেঁচে থাকতে চান তাহলে আপনাকে হাসিখুশি থাকতে হবে। মনকেও কিন্তু সুস্থ রাখতে হবে, মনের মধ্যে বিরহ বা কষ্ট কিন্তু আপনি সুস্থ থাকবেন না । তাই আপনাকে সবসময় হাসিখুশি থাকতে হবে। এই অধ্যায়ে আনন্দময় ব্যাক্তিত্ব গঠনের গুরুত্ব ও পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
আমরা যে কাজই করিনা কেনো, আমাদের সকল কাজের পেছনেই কিন্তু অবচেতন মন কাজ করে। তাই আমাদেরকে ইতিবাচক অভ্যাস ও চরিত্র গঠন দ্বারা অবচেতন মনের বিকাশ ঘটাতে হবে।
ধরুন আমি ঢাকা যাবো তাই একটা স্টিল বোট ভাড়া করলাম, নদীতে গিয়ে হাল না ধরেই ইন্জিন চালাচ্ছি। এখন কিছু সময় উত্তরে আবার দক্ষিনে অর্থাৎ চারদিকে ঘুরতেছে। এখন আমি কি ঢাকা যেতে পারবো? মোটেই না। আমাকে হাল ধরে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কোন দিকে যাবো সেই দিকেই এগুতো হবে হাল ধরে। আপনি যে কাজই করতে চাচ্ছেননা কেনো কেবল মাত্র লক্ষ্য নির্ধারণ করেই সে কাজে সফলতা লাভ করতে পারবেন ।
প্রত্যেকটি কাজের আগেই আপনাকে সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে, পরিকল্পনা ব্যাতিত কোন কাজ করেই কিন্তু সফল হওয়া যায়না। পরিকল্পনা দ্বারা কাজ বাস্তবায়ন করা নিয়ে আলোচনা করা হয়েছে।
আমি মনে করি লেখক শিব খেরার যতোগুলো বই রয়েছে তার মধ্যে তুমিও জিতবে You Can Win এই বইটিই সবচেয়ে সেরা। বহটির প্রতিটি কথা মিস্টি সিরাপের মতো, মিস্টি সিরাপ যেমন একসাথে খেয়ে ফেলতে ইচ্ছে করে তেমনি বইটিও একদিনেই পড়ে ফেলতে ইচ্ছে করবে।
প্রতিটি অধ্যায় কমপক্ষে ২ দিন সময় নিয়ে অল্প অল্প করে পড়বেন।
বইয়ের লেখকঃ শিব খেরা (Shiv Khera) অনুবাদকঃ শ্রী এ কে সামন্ত। প্রকাশনাঃ অনুরাগ প্রকাশক। পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৭ টি। বইয়ের ধরনঃ মোটিভেশনাল,আত্ম-উন্নয়ন ও মেডিটেশন। পিডিএফ সাইজঃ ৯ মেগাবাইট প্রায়। ডাউনলোডঃ Read Online / Download ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।
The post তুমিও জিতবে পিডিএফ বই (আমার দেখা সব থেকে সেরা মোটিভেশনাল বই) appeared first on Trickbd.com. | ||||||
ফোনের Navigation Bar এ দিন চমৎকার ইফেক্ট,যে দেখবে সে ই তাকিয়ে থাকবে। Posted: আসসালামুআলাইকুম। ও হিন্দু ভাইদের জানাই আদাব। তার পর ওপেন করুন তার পর এখানে ক্লিক দিন তার পর এটা টিক দিয়ে নিন তার পর যেকোন একটা সিলেক্ট দিন যেটা ভাল লাগে বেছে নিন তার পর এখানে ক্লিক দিন দেখুন সেট হয়ে গেছে হোম বাটন বা রিসেন্ট বাটন এ ক্লিক দিলে দেখুন চমৎকার নোটিফিকেশন বন্ধ ও ভালভাবে বোঝার জন্য ভিডিওটি দেখুনঃ আজ এ পযন্ত, টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ফোনের Navigation Bar এ দিন চমৎকার ইফেক্ট,যে দেখবে সে ই তাকিয়ে থাকবে। appeared first on Trickbd.com. | ||||||
Custom Email Address তৈরী করুন 1 মিনিটেই Posted: Custom Email এর বৈশিষ্ঠ হল শুধুমাত্র Unique নাম ছাড়া আর কিছুই না। আপনার ইচ্ছামত @ এরপর Select করতে পারবেন তার জন্য কিছু Option দেয়া হবে।Courtesy:- Team Matrix
How To Create Custom Email:- 1. এই সাইটে প্রবেশ করুন 2. Register Option এ Click করুন
3. Email + @ এরপরের Optionগুলো Select করুন, Password set করুন 4.Register এ Click করুন
6. এই Mail Access এর জন্য Webmail Link পেয়ে যাবেন
7. Username(custom email) আর Password দিয়ে Log in করে নিন
8.এখান থেকেই Mail Access এর ব্যবস্থা হয়ে যাবে।
আমি এই Custom Email Create এর Link Team Matrix FB Group এ পাই, তাই ভাবলাম এটি Share করি। আশাকরি Custom Email তৈরীতে সক্ষম হবেন -:Mail:- The post Custom Email Address তৈরী করুন 1 মিনিটেই appeared first on Trickbd.com. | ||||||
আপনার সন্তান স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে নাতো…? যেভাবে মিলবে ভয়ংকর আসক্তির সমাধান Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । স্মার্টফোন আসক্তএই ডিজিটাল যুগে মানুষ এখন প্রযুক্তির ব্যবহার বেশি বেশি করছে। আজকাল তো মোবাইল ছাড়া দিনের কথা চিন্তাই করা যায়না। কিন্তু এই মোবাইল ফোন যে আমাদের অনেক ক্ষতি করছে তা কিন্তু আমরা টেরও পাইনা। একটু চিন্তা করে দেখেন মোবাইল আমাদের কি পরিমাণ সময় নষ্ট করছে। এখনতো গেইম খেলা শুরু করলে মোবাইলের চার্জ শেষ না হওয়ার পর্যন্ত মোবাইল ছাড়েনা। এখন দিনকে দিন মোবাইলের প্রতি মানুষ আসক্তি হচ্ছে। এসবের মধ্যে অন্যতম একটি হলো- শিশুদের স্মার্টফোন আসক্তি।অনেকের বাবা মা বলে তাদের ছেলে মেয়ে মোবাইল ছাড়া বেশি সময় শান্ত থাকেনা। অনেকে তো ল্যাপটপ, টেলিভিশন বা ট্যাবলেটের সামনেও বসিয়ে রাখতে হয় শিশুকে। আমাদের এই সামান্য ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অতিরিক্ত স্মার্টফোন, ট্যাবলেট ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। এই শিশু গুলোই একটু বড় হলেই কারো সাথে কথা বলেনা। বাইরে খেলাধুলার বদলে ঘরে বসে ভিডিও গেম খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে। আস্তে আস্তে একাকীত্ব পেয়ে বসবে তাদের। এছাড়া স্ক্রিনের সামনে অনেকক্ষণ থাকার কারণে চোখের ও মাথার সমস্যা তীব্র হতে পারে। ওজন বাড়ার পেছনে এই সমস্যা অনেকাংশে দায়ী। শুরু থেকেই একটু সচেতন থাকলে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। ★ দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শিশুকে স্মার্ট ডিভাইসের সামনে থাকার অভ্যাস করুন। এছাড়া শিশু স্মার্টফোনে কী করছে, কী দেখছে তার প্রতিও নজর রাখুন। ★ এখন অনলাইন ক্লাসের সময়। শিশু যদি অনলাইনে ক্লাস করে তাহলে ইন্টারনেট সংযোগ দিয়ে সে কি করছে সেটি খেয়াল রাখুন। এছাড়া না জেনেই তারা যেকোনো আপত্তিকর ওয়েবসাইটে ঢুকে যেতে পারে। ★ সন্তানের হাতে স্মার্ট ডিভাইস তুলে দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন না। প্রয়োজনে একসঙ্গে শিশুর সঙ্গে খেলুন বা ভিডিও দেখুন। এছাড়া বিভিন্ন শিক্ষণীয় ভিডিও শিশুর সঙ্গে বসে দেখতে পারেন। এতে সে একটু বড় হলে এসব ভিডিও দেখতে বেশি আগ্রহী হবে। ★ আপনি যদি খুব বেশি প্রযুক্তিতে আসক্ত হন, তাহলে স্বাভাবিকভাবে আপনার সন্তানও সেটাই করবে। তাই আগে আপনার নিজের আসক্তি দূর করুন। ★ প্রযুক্তি ব্যবহারের সুবিধে অসুবিধা দুটোই আপনার সন্তানকে ভালো করে বুঝিয়ে বলুন। ওর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। যাতে অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার করলে কী বিপদ হতে পারে, সেটা যেন আপনার সন্তান জানতে পারে। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post আপনার সন্তান স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে নাতো…? যেভাবে মিলবে ভয়ংকর আসক্তির সমাধান appeared first on Trickbd.com. | ||||||
TeamTreeHouse Premium Cookies, Coding শিখা এখন আরও সহজ Posted: Howdy Everyone TeamTreeHouse হল সবচেয়ে Best & Easiest Platform Coding Knowledge অর্জন করার জন্য। এই সাইটে আপনি প্রায় সকল ধরনের Coding শিখতে পারবেন সহজেই।
যেসকল Featuresগুলো পাবেন এই Premium Account এ-
TeamTreeHouse Vs FreeCodeCamp Vs Codeacademy Pro
যেভাবে Cookies File ব্যবহার করে 7 দিনের Premium TreeHouse উপভোগ করবেন:- 1. প্রথমে Official Site এ প্রবেশ করুন
2. Cookies Editor এ Click করুন
3. তারপর Delete All এ Click করুন
4. এবার Import এ Click করুন
5. এই Link হতে Codeটি Copy করে Paste করে দিন
6. আবারও “Import” এ Click করুন
7. “Unknown error” Show করাবে Page Reload দিন
9. Enjoy “TeamTreeHouse Premium“
10. এই Account 10March পর্যন্ত, এরপর নতুন আরেকটা Purchase করে Cookies Share করব Bye The post TeamTreeHouse Premium Cookies, Coding শিখা এখন আরও সহজ appeared first on Trickbd.com. | ||||||
Posted: আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।আমরা অনেকেই পিসি ইউজ করার সময় সফটওয়্যার কিনে ব্যবহার করতে চাই না।ফলে আমরা ক্র্যাক ফাইল ডাউনলোড করতে যাই।অনেক সময় pro software ক্র্যাক করে ডাউনলোড করতে সক্ষম ও হই তবে এখানেই থাকতে পারে ভয়ানক একটি হ্যাকিং ফাঁদ! সাধারণত বর্তমানে ক্র্যাক ফাইলের মাধ্যমেই এ ভাইরাস সরবরাহ করা হয়। ক্র্যাক ফাইল ডাউনলোড করে ইনস্টল সাথে সাথে আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে ভাইরাস যা আপনার পিসির সকল গোপনীয়, প্রয়োজনীয় ফাইল নষ্ট করে দিতে পারে। কারণ এই ভাইরাসের সাথে দেয়া থাকে একটি পারমিশন যা আপনার পিসির ফাইল ইনকোডেড বা Encrypt করে দেয়ার ক্ষমতা রাখে। ফলে আপনি চিরতরে হারাতে পারেন আপনার সকল জমিয়ে রাখা ফাইলস।তারা এমন একটি কোড দিয়ে আপনার ফাইল আটকে রাখবে,যা আপনি তাদের দেয়া কোড ছাড়া Decryptবা খুলতে পারবেন না। দুর্ভাগ্যবশত আমার পিসি ও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল ,যা Ransomware নামে পরিচিত। এই ভাইরাসে আক্রান্ত হলে ফাইলের শেষে একটি কোড দেয়া থাকে ।যার কারণে আপনার ফাইল আটকে থাকে এবং তা ওপেন করা যায়না। এ ফাইলগুলো নিম্নলিখিত ফরম্যাটের মতো Encrypted হয়ে থাকে। .shadow, .djvu, .djvur, .djvuu, .udjvu, .uudjvu, .djvuq, .djvus, .djvur, .djvut, .pdff, .tro, .tfude, .tfudet, .tfudeq, .rumba, .adobe, .adobee, .blower, .promos, .promoz, .promorad, .promock, .promok, .promorad2, .kroput, .kroput1, .pulsar1, .kropun1, .charck, .klope, .kropun, .charcl, .doples, .luces, .luceq, .chech, .proden, .drume, .tronas, .trosak, .grovas, .grovat, .roland, .refols, .raldug, .etols, .guvara, .browec, .norvas, .moresa, .vorasto, .hrosas, .kiratos, .todarius, .hofos, .roldat, .dutan, .sarut, .fedasot, .berost, .forasom, .fordan, .codnat, .codnat1, .bufas, .dotmap, .radman, .ferosas, .rectot, .skymap, .mogera, .rezuc, .stone, .redmat, .lanset, .davda, .poret, .pidom, .pidon, .heroset, .boston, .muslat, .gerosan, .vesad, .horon, .neras, .truke, .dalle, .lotep, .nusar, .litar, .besub, .cezor, .lokas, .godes, .budak, .vusad, .herad, .berosuce, .gehad, .gusau, .madek, .darus, .tocue, .lapoi, .todar, .dodoc, .bopador, .novasof, .ntuseg, .ndarod, .access, .format, .nelasod, .mogranos, .cosakos, .nvetud, .lotej, .kovasoh, .prandel, .zatrov, .masok, .brusaf, .londec, .krusop, .mtogas, .nasoh, .nacro, .pedro, .nuksus, .vesrato, .masodas, .cetori, .stare, .carote ইত্যাদি এরকম যদি আপনার ফাইল ইনকোডেড হয়ে যায় এবং আর ওপেন না হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার পিসিটি ভাইরাস আক্রান্ত হয়েছে। আমার ফাইলস যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলো তার শেষে .YGKZ লেখা ছিল।এভাবে সকল ফাইলের শেষে .YGKZ হয়ে সব ফাইল encrypt হয়ে গিয়েছিলো।এরপর আমার হারডডিস্ক ফরম্যাট দিয়ে নতুন করে উইন্ডোজ দেয়া ছাড়া আর উপায় ছিলো না। আর প্রতিটি ফোল্ডারে নিচের মতো একটি txt ফাইল ক্রিয়েট হয়েছিল। এভাবে একটি হ্যাকার গ্রুপ আমার কাছে টাকা চেয়েছিলো কিন্তু কিছু করার ছিলো না। আর ফাইলগুলো নিচের মতো হয়ে গিয়েছিলোঃ দেখুন এভাবে সকল ফাইল YGKZ এ Encrypt হয়ে গিয়েছিলো।যার ফরম্যাট রিমুভ দিয়ে সেইভ করলেও ফাইল ওপেন হবেনা। আর উপরের মেসেজটি তো দেখেছেনই।তারা বলছে যে তারা ফাইল ফিরিয়ে দিবে যদি তাদের নির্দিষ্ট এমাউন্ট ডলার পে করা হয়।কিন্তু সাবধান! কেউ এ ফাঁদে পা দেবেন না। কারণ অতগুলো টাকা পে করলেও তারা কখনো আপনার ফাইল ফিরিয়ে দেবে না। কেউ যদি কোনোভাবে এ ভাইরাসে আক্রান্ত হন তাহলে ফাইল রিকভারি/decrypt করা ছাড়া উপায় নেই। ভাইরাসে আক্রান্ত হলে সবার প্রথম আপনার কাজ হলো ভাইরাস ফাইলগুলো রিমুভ করা।এক্ষেত্রে Malwarebytes এন্টিভাইরাস টি কাজে দেয়। এছাড়া ফাইল রিকভারি করার জন্য Recuva ব্যবহার করতে পারেন।এতে করে কিছু ফাইল ফিরিয়েও আনতে পারেন। আর ফাইল decrypt এর জন্য Emisoft এর Decryption tool কাজে দিতেও পারে। তবে সব ফাইল ফিরিয়ে আনার গ্যারান্টি দিতে পারছি না। সবচেয়ে ভালো হয় নতুন করে উইন্ডোজ দিয়ে ফাইল রিকভারি করলে। কারণ কোনজায়গায় এ ভাইরাস লুকায়িত থাকে তা সব এন্টিভাইরাস ডিটেক্ট করতে পারেনা।তাই নতুন করে উইন্ডোজ ইনস্টল করাই ভালো। এ তো গেল প্রতিকার।এবার প্রতিরোধ জানা যাক।সফটওয়্যার যথাসম্ভব ক্রয় করে ব্যবহার করবেন। প্রো সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে পিসিকে ঝুঁকিতে ফেলতে যাবেন না।তারপরেও যদি ক্র্যাক ফাইল ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে Sadeempc বিশ্বাসযোগ্য।
এখান থেকে ক্র্যাক করা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। আর কখনো পিসির উইন্ডোজের সাথে থাকা এন্টিভাইরাস,ফায়ারওয়্যাল ডিজেবল করবেন না ক্র্যাক ফাইল ডাউনলোড করতে গিয়ে।এভাবে সকল সিকিউরিটি নিশ্চিত করে নিবেন আপনার পিসির। এরপর ও যদি ক্র্যাক ফাইল ইনস্টল দেয়া যায় তাহলে ইনস্টল দিবেন।অন্যথায় নয়। মনে রাখবেন ,আপনার পিসির সিকিউরিটি নিশ্চিত করা আপনার দায়িত্ব। আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। The post [For PC] সাবধান!!! ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে ভাইরাস ডাউনলোড করে ফেলছেন না তো? খুবই জরুরি একটি পোস্ট। appeared first on Trickbd.com. | ||||||
Free Premium VPN ❤️ একমাসের জন্য Posted: কিছু কথা যাদের আজকের এই পোষ্টের উপর আগে থেকেই ধারণা রয়েছে তারা এই পোস্টটিকে ইগনোর করতে পারেন। সবাই কেমন আছেন.? আশা করি ভাল…. ট্রিকবিডির মেম্বার সবসময়ই ভালই থাকে। পোস্ট ছোট হওয়ায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি । আপনাদের রিকুয়েষ্ট এর কারনে প্রিমিয়াম ভিপিএন নিয়ে হাজির হলাম, আরো ভালমানের ভিপিএন পেতে trickbd এর সাথেই থাকুন। Free Premium VPN একমাসের জন্য 1 : Sign-up Here 2 : Redeem this Code : JCJJT-SAJJJ-C6U2PVpn download link https://play.google.com/store/apps/details?id=com.speed.svpn The post Free Premium VPN ❤️ একমাসের জন্য appeared first on Trickbd.com. | ||||||
৮০০ + স্টাইলিশ বাংলা Front ডাওনলোড করে নিন . আন্ড্রোয়েড/পিছি দুটোতেই ব্যাবহার করতে পারবেন . Posted: ৮০০ + স্টাইলিশ বাংলা Fornt ডাওনলোড করে নিন . আন্ড্রোয়েড/পিছি দুটোতেই ব্যাবহার করতে পারবেন
20+bangla front আমার প্রিয়750+ bangla frontঅনেক সময় দেখতে পাই না নানা রকম পোস্ট স্টাইলিশ বাংলা লেখা । সাধাণভাবে পিসি তে আগে সবাই এভাবে কাজ করতো । তবে এখন থেকে আপনি আপনার মোবাইল দিয়েও বাংলা স্টাইলিশ লেখা লিখতে পারেন । Pixelllab অ্যাপস ব্যবহার করে ।কি করতে হবে । Pixelllab ডাউনলোড করে ইনস্টল করুন ।তারপরে ফেইল দুটিকে আনজিপ করুন । তারপর আপনার অ্যাপস ওপেন করে text option A যান সেখান থেকে fornt import করুন একে একে । পিসি যারা ব্যাবহার করেন তাদের মনে হই আর বলতে হবে না কিভাবে ইন্সটল করতে হবে . কোন পিকচার দিতে পারলাম না তার জন্য দুক্ষিত কেও যদি ঠিকভাবে ইন্সটল করতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন পরের পোস্টে কিভাবে ইন্সটাল্ল করতে হয় দেখিয়ে দিব . আশা করি তার আর দরকার পরবে না
যেকোন সমস্যার সমাধানে বা আমার সাথে যোকোনো সমস্যায় যোগাযোগ করতে। নিচে টেলিগ্রাম আইডি দিলাম ।আমি জাহিদুল আছি আপনাদের সাথে। যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন
এই মহামারি করুনার ভিতর সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন The post ৮০০ + স্টাইলিশ বাংলা Front ডাওনলোড করে নিন . আন্ড্রোয়েড/পিছি দুটোতেই ব্যাবহার করতে পারবেন . appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
13 Comments
Thanks for Sharing such an amazing article. Keep working... Your Site is very nice, and it's very helping us.. this post is unique and interesting, thank you for sharing this awesome information Niubi Partition Editor Crack
ReplyDeleteNice information. I’ve bookmarked your site, and I’m adding your RSS feeds to my Google account to get updates instantly. AVG TuneUp Crack
ReplyDeleteYour work is excellent.
ReplyDeleteIt was a great benefit to have this information at my fingertips.
Topaz Video Enhance AI
I honestly feel I was very excited to see Can't believe i spent over 300+ hours for this software. Very fun and interactive software. Recently the software has been giving out lots of free materials. https://cracksys.com/betternet-vpn-crack/
ReplyDeleteReally Good Work Done By You...However, stopping by with great quality writing, it's hard to see any good blog today. IDM Trial Reset Crack
ReplyDeleteHe?lo to every one, it’s really a fastid?ou? for me to go to ?ee th?s website, it include? important Information.
ReplyDeleteUndelete Plus Crack
He?lo to every one, it’s really a fastid?ou? for me to go to ?ee th?s website, it include? important Information.
ReplyDeleteEaseUS Partition Master Crack
good article!
ReplyDeletehttps://windowsactivators.org/windows-11-product-keys/
I really appreciate this Amazing Content that you have provided for us Thankx Alot and I assure
ReplyDeletethis would be beneficial for most of the people.
DiskDigger Crack
DiskDigger Crack Serial Number
After looking through a few blog articles on your website,we sincerely appreciate the way you blogged.We’ve added it to our list of bookmarked web pages and will be checking back in the nearfuture. Please also visit my website and tell us what you think.Great work with hard work you have done I appreciate your work thanks for sharing it.
ReplyDeleteFilmora Pro Crack
Restoro License Key
Windows 11 Crack
He?lo to every one, it’s really a fastid?ou? for me to go to ?ee th?s website, it include? important Information.
ReplyDeleteBreed Animal Farm Crack
Decent data. I've bookmarked your site, and I'm adding your RSS channels to my Google record to get refreshes in a flash.
ReplyDeleterecuva pro crack
avg pc tuneup crack
I really appreciate this Amazing Content that you have provided for us Thank you A lot and I assure
ReplyDeleteyou this would be beneficial for most people.
Kutools For Excel Crack
Kutools For Excel Crack License Key