কিভাবে TrickBD তে পোস্ট Delete করবেন |
- কিভাবে TrickBD তে পোস্ট Delete করবেন
- নিয়ে নিন ফ্রিল্যান্সার নাসিম এর লেখা ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয় pdf book এবং আমাকে একটু হেল্প করার লাগবে।
- ⚡️ [Movie Review] দেখে নিন ২০২০ সালের সেরা থ্রিলার কোরিয়ান মুভি The Call (2020) ডুয়াল অডিও (হিন্দি ডাবিং) এ! ⭐️
- Unlimited Vyper VPN Premium Account Giveaway, শুধুমাত্র 30 দিনের জন্য
- Namecheap VPN Giveaway (ড্র রেজাল্ট)
- 30 Keyboard Shortcuts, Youtube এর জন্য
- ঘুমানোর আগে কি আপনি স্মার্টফোন ব্যবহার করেন….? নিজের অজান্তেই বিপদ ডেকে আনছে নাতো
কিভাবে TrickBD তে পোস্ট Delete করবেন Posted:
তারপর একটু নিচে Scroll করে Visibility নামে একটি অপশেন পাবেন। সেটিতে Click করে Public থেকে Private করে Publish করে দেন।
হয়ে গেল পোস্ট ডিলিট
Connect with me- Telegram– @troutline1 Bye!
The post কিভাবে TrickBD তে পোস্ট Delete করবেন 😐 appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Posted: আসসালামু আলাইকুম। আজকে একটা বইয়ের সংক্ষিপ্ত রিভিউ লিখবো সাথে বইটির পিডিএফ ডাউনলোড লিংকটিও দিয়ে দিবো। The post নিয়ে নিন ফ্রিল্যান্সার নাসিম এর লেখা ফ্রিল্যান্সিং ইন্টারনেট থেকে আয় pdf book এবং আমাকে একটু হেল্প করার লাগবে। appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Posted: আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি কোরিয়ান থ্রিলার মুভি ,যা ২০২০ সালে অনেক আলোচিত হয়েছিল। অত্যন্ত ভিন্নধর্মী এ মুভিটির রিভিউ এবং ডাউনলোড লিংক নিয়েই আজকের পোস্ট। তো চলুন শুরু করা যাক। Movie name – THE CALL Date aired -27,November, 2020 Genre- Thriller,Fantasy IMDB:7.1/10 Personal: 9/10 Country – South Korea. Cast- Park-Shin Hye, Jeon Jong Seo, Le EI, Oh Jung-Se Etc. Runtime -1h 52m *হালকা স্পয়লার* ধরুন আপনি আজ কাউকে ফোন দিতে গিয়ে ভুলে রং নাম্বারে কলটা চলে গিয়েছে আর দেখতে পেলেন যে আপনি যাকে ফোন দিয়েছেন সে ২০২০ সালে নয় বরং ২০৪০ সাল থেকে বলতেছে,এর মানে কলটা ২০ বছর পরের কারো কাছে চলে গিয়েছে। কি অদ্ভুত লাগছে না ব্যাপারটা! আসলে ঠিক এমনি এক অদ্ভুত ধরনের কাহিনী নিয়েই এই মুভি। ২৮ বছর বয়সী ‘সি-ইয়ন ( PARK SHIN HVE) শহর থেকে দূরে তার গ্রামের বাড়িতে আসলে ‘ইয়ন সুক ‘ নামের এক মহিলা থেকে একটি কল পায় যাকে তার মা রুমে বন্দী করে রাখে। সি ইয়ন রং নাম্বার ভেবে কলটি কেটে দিতে চাইলে সে বুঝতে পারে কলটি একই বাসা থেকে এসেছে কিন্তু সময়কাল ২০ বছর পূর্বের। মানে সি-ইয়ন আছে বর্তমানে আর কলটি এসেছে ১৯৯৯ সাল থেকে। দুটো আলাদা মানুষ, দুটো ভিন্ন সময়ে কিন্তু একটা ফোনের মাধ্যমে কানেক্টেড বলে রাখা ভালো,সি ইয়নের বাবা অনেক আগেই মারা গিয়েছিলো। কথা বলার এক পর্যায়ে,সি ইয়ন,ইয়ন সুককে তার বাবার কথা জানায় যে কিনা ১৯৯৯ সালে ইয়ং সুকের বাড়িতে গিয়েছিলো। ইয়ং সুকের মাধ্যমে সি-ইয়ন নিজের বাবার কথা শোনে।ইয়ং সুক চেষ্টা করে সি ইয়নের বাবার মৃত্যু যেন না হয় সে ব্যবস্থা করতে।তারপর আর লিখবো না! দুইজনের হঠাৎ বন্ধুত্বের পরিণতি কি হতে যাচ্ছে? ইয়ন সুকের চেষ্টা কি সফল হয়েছিলো? শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে পুরো মুভিটি দেখতে হবে। মুভিটি শেষ পর্যন্ত সাসপেন্স ধরে রেখেছিলো যা এই মুভির শক্তিশালী দিক। থ্রিলার লাভারদের উচিত এই মুভি গরম গরম হজম করা। কোরিয়ান থ্রিলার মুভিগুলো সম্পর্কে নতুন করে কোনো কিছু বলতে হয় না। কোরিয়ান থ্রিলারগুলা সবসময়ই অনেক জোস হয়। তেমনি গত বছর নেটফ্লিক্স এ মুক্তিপ্রাপ্ত কোরিয়ান থ্রিলার “The Call”।মুভির কাহিনীটা অবাস্তব হলেও মুভিটি দেখার সময় আপনি এক মুহূর্তের জন্যও বোর ফিল করবেন না।পুরো মুভি জুড়েই ভরপুর থ্রিল অপেক্ষা করছে আপনার জন্য।
ট্রেইলারঃ
এবার ডাউনলোড করার পালা।নিচে আমি ডুয়াল অডিও(হিন্দি ডাবিং সহ) লিংক দিয়ে দিচ্ছি।গুগল একাউন্টে লগ ইন করে ড্রাইভ থেকে ডাউনলোড করে নিবেন। 480p Link : Download Link Here 720p Link: Download Link Here 720p HEVC Link : Download Link Here 1080p Link : Download Link Here তো আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। The post ⚡️ [Movie Review] দেখে নিন ২০২০ সালের সেরা থ্রিলার কোরিয়ান মুভি The Call (2020) ডুয়াল অডিও (হিন্দি ডাবিং) এ! ⭐️ appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Unlimited Vyper VPN Premium Account Giveaway, শুধুমাত্র 30 দিনের জন্য Posted: ➤Vyper VPN নিয়ে কিছু কথা-
Vyper VPN Premium Subscription এর জন্য Monthly 1.66 USD ডলার গুনতে হয়
Total 20টি Account Purchase করে রাখছি আপাদত, যদি Account Req. আরও বেশি হয় তবে আরও Create করা হবে !
এইখানে Just Demo হিসেবে 5টা Account তুলে ধরলাম।
যদি Personaly Account এর প্রয়োজন হয় তবে নিচে comment section এ আপনার Gmail ID অথবা Telegram ID দিবেন, 1 কর্মদিবসের মধ্যে Personal Account পেয়ে যাবেন যার Password + Mail Address আপনি Change করে Use করতে পারবেন।
Attention:- যতজন req. করবেন তত জনই Account পাবেন, তবে 9 মার্চ থেকে কেউ Vyper VPN এ জন্য
Bye The post Unlimited Vyper VPN Premium Account Giveaway, শুধুমাত্র 30 দিনের জন্য appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Namecheap VPN Giveaway (ড্র রেজাল্ট) Posted: Namecheap VPN এর একটি Giveaway তার ড্র রেজাল্ট সময়ের অভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট করা হয়ে ওঠেনা উইনার প্রোফাইল : অনুগ্রহ করে আপনাদের প্রোফাইল এ ফেইসবুক আইডি লিংক করুন . কারণ খুব শীগ্রই এর থেকেও ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্যে https://trickbd.com/author/saad1122 https://trickbd.com/?author=90083 Done* https://trickbd.com/?author=81602 হেটার্স রা বুজবেনা যে কতটা পরিশ্রম করতে হয়েছে, তবে হ্যা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাকে সবাই স্কিপ করতে পারেন যদি ভালো নালাগে বিঃ দ্রঃ নেক্সট টাইম যদি আপনারা Giveaway পোস্ট দেখতে চান তাহলে অবসসই কমেন্ট করে জানাবেন The post Namecheap VPN Giveaway (ড্র রেজাল্ট) appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
30 Keyboard Shortcuts, Youtube এর জন্য Posted: Youtube এর অনেক ফাংশনই Mouse দিয়ে Click না করে Keyboard এর সাহায্যে খুব দ্রুতই Functionগুলো Access করা যায়। নিচে 30 টি Keyboard Shortcuts শেয়ার করলাম :-
(Source: hongkiat) ট্রিকবিডিতে Table tag এ Problem face করছি, Shortcut গুলো Clearly দেখতে Visit Here
Youtube TV Mode এ এই Shortcut গুলো আরও দ্রুত কার্যকরী। উপরের ঐ Shortcut গুলোর মধ্যে খুব সম্ভবত Spacebar এবং arrow keys বেশি পরিমানে ব্যবহৃত হয়। -:Mail:- The post 30 Keyboard Shortcuts, Youtube এর জন্য appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘুমানোর আগে কি আপনি স্মার্টফোন ব্যবহার করেন….? নিজের অজান্তেই বিপদ ডেকে আনছে নাতো Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । ঘুমানোর আগে স্মার্টফোন ব্যবহার করলে মহাবিপদআমরা স্মার্টফোন ব্যবহার করি। আমরা সবাই জানি যে মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করলে আমাদের চোখের, মাথায় সমস্যা হয়।শুধু মোবাইল নয় অতিরিক্ত কোন কিছুই ভালো নয় এই কথাটা তো আমরা সবাই জানি। আমরা অনেকেই আছি রাতে ঘুমাতে যাওয়ার আগে বা শুয়ে শুয়ে অনেকক্ষন মোবাইল ফোন ব্যবহার করি। এটি কি কিন্তু আমাদের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন ব্যবহারের ফলে যেমন নেতিবাচক প্রভাব রয়েছে তেমনি মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। একদল গবেষক তাদের গবেষণার জানিয়েছেন → প্রতি দশজনের মধ্যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী স্মার্টফোনের প্রতি আসক্ত। আর এই স্মার্টফোন আসক্তির কারণে তাদের রাতের বেলায় ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। বর্তমানে এই স্মার্টফোনের আসক্তি বাচ্চাদের আর শিক্ষার্থীদের সবচেয়ে বেশি। বাচ্চাদের মা বাবাতো তাদের শান্ত রাখার জন্য সবসময় মোবাইল ফোন দিয়ে রাখে। আর শিক্ষার্থীদের খেয়ে ফেলেছে সোশাল মিডিয়ার। এমনো অনেক শিক্ষার্থী আছে যায়া অনলাইনে পড়াশোনার নাম করে সারাদিন স্মার্টফোন অশ্লীল ভিডিও বা গেইম খেলে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। তাদের মা বাবা এই সব বিষয় সম্পর্কে জানেনা। লন্ডনের কিংস কলেজের ১০৪৩ জন শিক্ষার্থীর ওপর জরিপ করে ৪০৬ শিক্ষার্থীর মধ্যে স্মার্টফোনে আসক্তি দেখা গেছে।এদের দুই-তৃতীয়াংশ ঘুমজনিত সমস্যায় ভুগছে। যারা মধ্যে রাতে অথবা দিনে চার ঘন্টা স্মার্টফোন ব্যবহার করে তাদের মধ্যে এ আসক্তি দেখা গেছে।তারা এটাও দেখেছেন আসক্তদের যদি স্মার্টফোন ব্যবহার করতে না দেওয়া হয় তাহলে তারা অবসাদে ভোগেন অথবা অন্যকে উপেক্ষা করেন।আর এই স্মার্টফোন ব্যবহার করার কারণে জীবনের অনেক উপভোগ্য ঘটনা থেকে বঞ্চিত হন। স্মাটফোন আসক্ত বেশির ভাগ এশিয়ান বংশোদ্ভূত। এ সংখ্যা অংশগ্রহণকারীদের প্রায় ৪৬ ভাগ, কৃষ্ণাঙ্গদের সংখ্যা ৪২ এবং অন্যান্যরা ৩৮ ভাগ।ফ্রন্টিয়ার্স ইন সাইকিয়াট্রি জার্নালে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। ডা. বারনাকা ইউবিকা বলেন→ ঘুমানোর কিছুক্ষণ আগে স্মার্টফোন ব্যবহার বন্ধ করে তাদেরও ঘুমের প্রভাব ফেলে। আমাদের স্বাস্থ্যের জন্য এই অভ্যাস অনেক ক্ষতিকর। তরুণদের ঘুমের প্রতি মনযোগী হতে বলেছেন। আসলে ঘুম ছাড়া একজন মানুষের ক্লান্তি দূর হয়না তাই সঠিকভাবে ঘুমানোর প্রয়োজন আছে। আর একজন মানুষের যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে তো আমরা জানি দিনের কাজকর্ম, পড়াশোনা করতে ভালো লাগেনা। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়ার কারণে অনেকের মেজাজ আবার খিটখিটে হয়ে যায়। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post ঘুমানোর আগে কি আপনি স্মার্টফোন ব্যবহার করেন….? নিজের অজান্তেই বিপদ ডেকে আনছে নাতো appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments