Search box..

এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের “যুক্তিবিদ্যা” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!

এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের “যুক্তিবিদ্যা” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!


এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের “যুক্তিবিদ্যা” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!!

Posted:

চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ১৭ এ আগস্ট এ।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৪র্থ সপ্তাহের জন্য ১৪ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

আছকে "যুক্তিবিদ্যা" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

যুক্তিবিদ্যা এসাইনমেন্ট এর উত্তর


যুক্তিবিদ্যা ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট PDF

 

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি তে 1GB নিয়ে নিন

ধন্যবাদ

The post এইচএসসি পরীক্ষার্থীদের ৪র্থ সপ্তাহের "যুক্তিবিদ্যা" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!! appeared first on Trickbd.com.

কোন প্রকার বাড়তি অ্যাপ ছাড়া মেসেঞ্জার দিয়েই বন্ধুর সাথে মোবাইল অথবা পিসির স্ক্রিন শেয়ার করুন

Posted:

আপনি যদি আপনার মোবাইলের স্ক্রিন অন্য কোন মোবাইলের অথবা কোন কম্পিউটারে ভয়েজ সহ শেয়ার করতে চান তাহলে আপনাকে আর বাড়তি কোন এপ ডাউনলোড করতে হবেনা। আপনি আপনার মোবাইলে থাকা মেসেঞ্জার এপ দিয়েই আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারবেন তাও আপনার ভয়েস সহ ।

[বিঃ দ্রঃ] এটা মেসেঞ্জারের কোন নিউ ফিচার না আরো ১ বছর আগে থেকেই আছে এই ফিচার । তারপরও দেখা যায় আমরা অনেকে জানিনা বা জেনেও ইউজ করতে ভুলে যাই তাদের জন্যই আজকের এই পোস্ট ।

মেসেঞ্জার দিয়ে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে

প্রথমে যার সাথে আপনার স্ক্রিন শেয়ার করতে চান তাকে মেসেঞ্জার থেকে কল দিন

তারপর, একটু নিচের দিকে স্ক্রল করলেই Share your screen অপশনটা দেখতে পারবেন ।
ঐটায় ক্লিক করলে Start Now পপআপ আসবে ঐটায় ক্লিক করলেই স্ক্রিন শেয়ার শুরু হবে আবার আপনি যদি স্ক্রিনশেয়ার অফ করতে চান তাহলে Stop Sharing বাটন পাবেন ঐখানে ঐটায় ক্লিক করলেই স্ক্রিন শেয়ারিং অফ হয়ে যাবে ।

সেমভাবে আপনারা কম্পিউটারের স্ক্রিনও শেয়ার করতে পারবেন ।

তো এরপর থেকে মোবাইলে অথবা পিসিতে কোন সমস্যা হলে এভাবেই স্ক্রিন শেয়ার করে আপনার ফ্রেন্ড থেকে হেল্প নিতে পারবেন 😀

 

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

The post কোন প্রকার বাড়তি অ্যাপ ছাড়া মেসেঞ্জার দিয়েই বন্ধুর সাথে মোবাইল অথবা পিসির স্ক্রিন শেয়ার করুন appeared first on Trickbd.com.

দ্য পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড pdf download | The Power of your Subconscious Mind Bangla pdf

Posted:

দ্যা পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড pdf বইয়ের লেখকঃ জোসেফ মারফি,  অনীশ দাস অপু (অনুবাদক) – পৃষ্ঠাঃ ২১৬ টি – pdf size: 13 mb.

দ্যা পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড বই রিভিউঃ

অনেকদিন যাবৎ ভাবছিলাম জোসেফ মারফি'র লেখা 'দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড' বইটি পড়বো। এই বইয়ের কথা আমি বেশ কয়েকজনের কাছে শুনেছি এবং কিছু ব্লগেও এটা নিয়ে পড়েছি কিন্তু কেন জানি বইটা পড়া হয়ে উঠছিল না। অবশেষে, যখন থেকে আমি বইটা পড়া শুরু করলাম- বার বার আমার একটা কথাই মনে হতে লাগল- আমি কেন এতদিন এই বইটি পড়িনি। আমার এটা আরও আগে পড়া উচিত ছিল এবং আমি শিওর; যে এই বইটি পড়া শুরু করবে তারও এই একই কথা মনে হবে।

বইটা অবচেতন মন নিয়ে লিখা। আমাদের অবচেতন মন কিভাবে কাজ করে আর অবচেতন মনের চিন্তাগুলো কিভাবে আমাদের সচেতন মনে নিয়ে আসতে হয়। এই বই কিন্তু এক বছর , দুই বছরে লিখা না। এটা তাঁর দীর্ঘ গবেষনার ফসল। বছরের পর বছর তিনি বিভিন্ন দেশ ঘুরেছেন , অনেক বছর ইন্ডিয়াতে ছিলেন- এখানকার ইস্টার্ন ধর্মগুলোর একদম গভীরে গিয়ে দেখেছেন।

উনার বিশ্বাস উনি এমন কিছু গোপন বিষয় সম্পর্কে জেনেছেন , যা আমাদের অবচেতন মনকে ধরতে সহায়তা করে। মারফি দেখেছেন আমাদের অবচেতন মনটা হল ডার্ক রুমের মত- এখান থেকেই বাস্তব জীবনের সবকিছু তৈরী হয়ে আসে। অবচেতন মন হল নীতিগতভাবে একটা নিরপেক্ষ জায়গা, যা আমাদের দৈন্দিন অভ্যাসগুলোকে তৈরী করে দেয়।

সেটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। অবচেতন মন নিয়ে আরও গভীরে জানতে হলে, কিভাবে একজন মানুষ তাঁর বিশ্বাস পরিবর্তন করবে, কিভাবে চিন্তাগুলো নিয়ন্ত্রণ করবে, কিভাবে নেগিটিভিটি দূর করবে- এসব জানতে হলে অবশ্যই এই বইটা পড়তে হবে।

যারা এই বইটি পড়েছেন তাদের মত করে আমিও একই কথাই বলতে চাই- এই বইটা পড়া শেষ হলে আপনি আর আগের মানুষটা থাকবেন না। এটা চিন্তার জগতে কিছু পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। অবচেতন মনের যে কত ক্ষমতা!! তা অনেকাংশেই জানা যাবে। এরপর শুধু চর্চা করে যাওয়া।

বইয়ের নামঃ দ্য পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড
বইয়ের লেখকঃ জোসেফ মারফি ,  অনীশ দাস অপু (অনুবাদক)
পৃষ্ঠা সংখ্যাঃ ২১৬ টি।
বইয়ের ধরনঃ আত্ম উন্নয়ন, মোটিভেশনাল
পিডিএফ সাইজঃ ১৩ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ দ্য পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড pdf

The post দ্য পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড pdf download | The Power of your Subconscious Mind Bangla pdf appeared first on Trickbd.com.

তালেবানের উত্থান। আফগানিস্তানের ভবিষ্যৎ। বাংলাদেশ সহ সারা বিশ্বে এর প্রতিক্রিয়া।

Posted:

তালেবানের উত্থান। আফগানিস্তানের ভবিষ্যৎ এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে এর প্রতিক্রিয়া। 
তালেবান কি? তালেবান কারা? তালেবানের লক্ষ্য কি? তালেবানের ইতিহাস এসব তো এযাবৎ কালে অনেক শুনে এসেছি। এখন একটু দেখি তালেবানের এই উত্থানে সারাবিশ্বে কি রকম প্রভাব পড়বে। 

Taliban's Photo

১৫ তারিখ, তালেবান সৈন্যদের কাবুল দখল করা দিয়ে তারা এখন পুরো আফগানিস্তান নিজেদের দখলে নিয়ে নেয়। খুবই গরম খবর। গরম তো হওয়ারই কথা ভাই। ইউএস পুরা বিশ বছর সময় দিয়ে, ৮৮ বিলিয়ন ডলার খরচ করে, আফগান মিলিটারীকে ট্রেনিং এবং ইকুইপমেন্ট দিয়েও তালেবান কে রুখাতে পারলো না। আফগানিস্তানের সরকারের পতন ঠেকাতে পারলো না। তাদের লিডার আশ্রাফ গনি দেশ ছেড়ে উধাও। কিন্তু কীভাবে সম্ভব হলো? কীভাবে? এমনকি আফগান সৈন্যরা নতুন বউয়ের মতন চুপ করে ছিল। কোথাও কোনো রেজিসটেন্সই দেখা গেল না।  বাইডেন তো খুব জোর কন্ঠে বললো আফগান সেনারা অনেক শক্তিশালী, তারা নিজেদের সুরক্ষা করতে পারবে, তাদের এয়ারফোর্স এই সেই, তালেবানের মাত্র পঁচাশি হাজার সৈন্য আফগানের তিন লাখ সৈন্য। কিন্তু শেষমেষ এক সপ্তাহের মাথায় তালেবানরা কাবুল দখল করে পার্কে গিয়ে খেলতেছে, বিভিন্ন রাইডে চড়তেছে, জিমে গিয়ে কসরত করছে।মানে এটা ইউএস এর অনেক বড় ব্যর্থতা অথবা তারা এটাই চেয়েছিল। এসব ব্যাপার অনেক কম্পলেক্স।তবে একটা বিষয় এখানে দেখার মতো , সেটা হলো একটা সময় ছিল যখন যেই রাজার সৈন্য বেশি, যাদের কাছে পয়সা বেশি তারাই শক্তিশালী। কিন্তু এখন আর সেই যুগ নেই । তালেবান সেনারা নিজেদের একটা সু-নির্দিষ্ট ট্র‍্যাজিটি তৈরি করলো,আর এখানে কিছুটা সাহায্য করেছে ট্রাম্পের আমলে তালেবান আর ইউএসের হওয়া সমঝোতা। তারা প্রপাগান্ডা ছড়ায়,তারা বিভিন্ন গোষ্ঠীর এল্ডারদের সাথে কথা বলে আর ধর্ম ব্যাবহার তো আছেই। এরা এটা দেখে নি যে আমাদের মাত্র এক লাখ অন্যদিকে তিন লাখ। মানে এদিকে আফগান-ইউএস সেনারা নিজেদের আইসোলেটেড সিটিজেন নিয়ে গ্রীন জোনে বসে ছিলো অন্যদিকে তালেবান কান্ট্রিসাইড নিজেদের কবজায় নিতে শুরু করে। আর যখন আফগান সেনাদের নাকে গন্ধ আসলো তখনই তালেবান তাদের দরজায় মারলো লাথি। বোধহয় বুঝতে পারে নি এই নম্বর নম্বর খেলা দিয়ে যুদ্ধ জয় করা যায় না। আর আফগানিস্তানের বেলায় তো এটা সর্বদাই সত্য।আপনারা রাশিয়াকে জিজ্ঞেস করুন, আপনারা ব্রিটিশদেরকে জিজ্ঞেস করুন। তবে এসব নিয়ে কথা বলব না৷ তালেবানদের ইতিহাস তালেবানের উত্থান কীভাবে হলো এসব লিখলে বই হয়ে যাবে। মাত্র ১ সপ্তাহে কীভাবে তালেবানরা কাবুল দখল করে ফেলল এটা নিয়েও অনেকেই অনেক কথা বলছেন। এসব বাদ দেই। অনেকেই বলছে সরকারের করাপশন, দুর্বল লিডারশীপ,অনেক রিপোর্টে উঠে আসছে আফগান সেনাদের হুমকি দিয়েছে তালেবান ইত্যাদি ইত্যাদি।এসব ফেলে দেওয়ার পয়েন্ট নয়। তবে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে।

 

কথা হচ্ছে এই যে তালেবানের আবার উত্থান হলো, তারা ক্ষমতায় আসলো, ইউএস চলে গেল, দেশের লিডার দেশ ছেড়ে পালালো, আফগান সেনা নিজেদের মাথা ঝুকালো এসবের পর দেশটিতে কী হবে? দেশের ইকোনমিতে কেমন প্রভাব ফেলবে?সাধারণ জনতার কী হবে, স্পেশালি মহিলাদের। বিশ্বরাজনীতিতে এবং বাংলাদেশে এর কি প্রভাব পড়বে?  আজকে এসব নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। 

প্রথমত সাধারণ জনতার কি হবে?

আমরা ইতিমধ্যেই বেশ কিছু নিউজ রিপোর্ট, ভিডিও, সোস্যাল মিডিয়ায় দেখছি কীভাবে দেশের মধ্যে, দেশের মানুষের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। মানুষ এয়ারপোর্টে বিমানের পিছনে ছুটছে যেমন আমরা লোকাল বাসের পিছনে দৌড়াই। একজন মহিলাকে তো দেখলাম বর্ডারের উপর দিয়ে নিজের ছেলেকে ছুড়ে মারছেন।একটা ধর্মীয় কট্টরপন্থী গোষ্ঠী যদি দেশের দখল পায় এবং যেখানে তাদের অতীতের হিস্টোরি থাকে, তখন দেশের মানুষতো আতঙ্কগ্রস্থ হবেই। তাছাড়া বেশ কিছু জায়গায় এমন দেখা যাচ্ছে যে, তালেবানরা যুবকদের জোর করছে তালেবানে যোগ দিতে, মহিলাদেরকে ফোর্স করছে তালেবান কর্মীদের ব্রাইড হওয়ার,ঘরে ঘরে ঢুকে তল্লাশি নিচ্ছে, মানুষের ফোন চেক করছে এমনকি সরকারি অফিসিয়ালদের অনেককে মারছে, পদ থেকে সড়িয়ে দিচ্ছে। যদিও তালেবান নেতারা ইদানীং “প্রেস ব্রিফিং”-এ বলতেছে তারা এখন আর আগের তালেবান নেই। তারা মেয়েদেরকে স্কুলে যেতে দিবে,তাদেরকেও সমান অধিকার দিবে তারা আগে যেসব নিয়ম কানুন দিয়েছিলো তেমন থাকবে না।তালেবানের স্পক পার্সন বিসিবিকে দেওয়া এক ইন্টার্ভ্যুতে বলে তারা এখন মেয়েদের বোরখা কম্বলসারি করবে না, হিজাব পড়লেই চলবে। যদিও এসব কথা তালেবান বলছে ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাওয়ার জন্য এটা সবার কাছেই স্পষ্ট। সর্বপরি আফিগানিস্তানের সাধারণ জনতাদের জীবন যে অন্ধকার হতে যাচ্ছে তা স্পষ্ট। এসবের পরে দেশের ইকোনমি আরো ডুববে। Ak47 চালানো আর দেশ চালানো তো এক কথা না। 

জিওপলিটিক্স এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এর প্রভাব কি হবে?

আফগানরা দেশ দখল করার পর জার্মানি, সুইজারল্যান্ড, ডেনমার্ক সহ অনেকগুলো দেশ তাদের এম্বাসি শাট ডাউন করে দিয়েছে। তবে একদিকে যেমন ইউরোপীয় দেশগুলো তালেবানকে স্বীকৃতি দিবে না বলে জানিয়েছে অন্যদিকে এশিয়ার দুই সুপারপাওয়ার চীন আর রাশিয়া আফগানিস্তানের সম্পর্কে নরম সুরে কথা বলতেছে। চীন অবশ্য তাদের নিজদের ইকোনমিকর কথায় ভাবছে। ওয়ান বেক্ট প্রজেক্টের কথা। ইউএস তাদের এম্বাসি ইভেকুয়েট করে দিয়েছে। এখন এগুলাই চোখে পড়ছে পত্রপত্রিকা,নিউজ চ্যানেলের মধ্যে।পাকিস্তান তো তালেবানকে সাপোর্ট করেই আসছে আর সবচেয়ে বিপাকে রয়েছে ইন্ডিয়া। বেচারারা কি করবে বুঝতে পারছে না।তালেবান ক্ষমতায় আসায় পাকিস্তান ইন্ডিয়ার উপর চড়াও হবে এটা সাফ কথা।তবে একটা না একটা সময় জিওলজিকাল প্লেয়াররা শেষমেশ নিজেদের স্বার্থে তালেবানকে ডিরেক্টলি হোক বা ইন্ডিরেক্টলি সাপোর্ট দিবেই।

একটা সময় ছিল যখন ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে একটা কিছু ছিল। ইন্টারন্যাশনাল ফোর্স ছিল। যদি কোনো দেশ উলটা পালটা কিছু করত তবে তারা আপনার উপর প্রেশার তৈরি করত। কিন্তু ইদানীং যেসব দেখা যাচ্ছে, তাতে মনে হয় না এখন আর কোনো দেশ বিশেষ করে কোনো পশ্চিমা শক্তি অন্য দেশে এসে নাক গলাবে না। কোনো পশ্চিমা শক্তিশালী ডেমোক্রেটিক দেশ অন্যদেশের ডেমোক্রেসিকে বাচাতে আসবে না।এখানে একটা বিষয় পরিষ্কার  যে প্রতিবারই যখন এমন হয়েছে হয়ত বিশ্ব ইয়াকে কি হয়েছে তা দেখেছে, আর কাবুলে তো গত বিশ বছরে দেখা গেল। শুধু এই নাক গলানোর জন্যই আইএস, তালেবানের মতো গোষ্ঠীর উত্থান হয়েছে। তালেবানের মতো গোষ্ঠী এত শক্তিশালী হয়েছে। এখন এটা ধরে নেন এখনকার দিনে যেসব “ডেমোক্রেসি” রয়েছে এরা নিজেদেরকেই নিজেরা বাচাতে হবে৷ কোনো মেগা ফোর্স এখন হয়ত এখন আর সুপারম্যানের মতো আসবে না কোনো টেররিজম কে ঠেকাতে, কোনো ডিক্টেটরশিপকে ঠেকাতে। নিজদের লড়াই নিজেদেরই লড়তে হবে। তাছাড়া ইউএস এর নিজেদের ডেমোক্রেসির অবস্থায় তো খারাপ, ইউকে ব্রেকসিটের পরে তাদের অবস্থাও পাতলা। নিজেদের আন্দোলন নিজেরাই করতে হবে৷ অবশ্য এটাই কাম্য।

বাংলাদেশে এর প্রভাব এবং বাংলাদেশের করনীয় কি?

যেহেতু আমাদের দেশ এই অঞ্চলের একটি অংশ।ইরাকের রক্তারক্তি ছিটা মধ্যপ্রাচ্যের থেকে আমাদের দেশেও এসেছে। আফগান সমস্যাও আমাদের দেশের উপরও এর প্রভাব পড়বে। ইতিমধ্যেই দেখলাম আফগানিস্তানের নিরাপত্তাহীন মানুষজনের কিছু অংশ সাময়িক ভাবে আমাদের দেশে ঠুসানোর প্রস্তাব দিয়েছিল ইউএস। তবে সেই প্রস্তাবকে নাকোচ করে দেয় পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিমা দেশগুলো চাইল *মানে ভাই রোহিঙ্গাদের ঢুকালাম এখন বলতেছো আফগানদেরকেও?*

 

তালেবানের প্রভাব আমাদের দেশের জঙ্গি গোষ্ঠীরদের উপর পড়বে এটা পানির মতো স্বচ্ছ । অতীতের বিভিন্ন টেরোরিস্ট কন্ডাক্ট গুলো ঘাটলে দেখবেন সেখানে তালেবানেরও কিছু সেনা রয়েছে। যদিও আমাদের সরকার বাংলাদেশকে টেরোরিস্ট মুক্ত হিসেবে ঘোষণা দিয়েছে তবুও তালেবানদের উত্থান এই অঞ্চলের টেরোরিস্ট গ্রুপকে আবার শক্তিশালী হতে সহায়তা করবে। বাংলাদেশেও এর প্রভাব ভারি মাত্রায় পড়বে। তাই পরিস্থিতি খারাপ হওয়ার আগেই এই বিষয়ে সরকারের নজরদারি বাড়াতে হবে। বাংলাদেশের সাথে আফগানিস্তানের তেমন কোনো বানিজ্যিক সম্পর্ক নেই। তবে বাংলাদেশের যেসব পন্য আফগানিস্তানে রপ্তানি হয় বিশেষ করে ঔষধ, সেই সব কিছু দিক বিবেচনা করে ফরেন পলিসি নির্ধারণ করা যেতে পারে। ঐ দেশে বাংলাদেশের যেসব কর্মী, রিফিউজি রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আফগানিস্তান সমস্যায় অন্যান্য দেশ কোন দিকে মোর নেয় তা নজরে এনে সঠিক সিন্ধান্ত গ্রহন করতে হবে৷ যেহেতু তালেবান ক্ষমতায় আসছে সেহেতু তাদের সাথে একদিন না একদিন কথা বলতে হবেই। তাই সব কিছু বিবেচনা করে এমন সিন্ধান্ত গ্রহন করতে হবে যাতে এই ভূ রাজনৈতিক সমস্যা থেকে উলটো বাংলাদেশ কিছু সুবিধা পায়। 

সর্বশেষ কিছু কথা:

এই সমস্যা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।কেননা শিখতে হলে এক হয়ত নিজেরা ভুল করতে হবে, নয়ত অন্যর ভুল দেখে নিজেরা শিখতে হবে। আফগানিস্তানের অবস্থার জন্য কিছুটা হলেও সেই দেশের সরকারও দায়ী। অনেক তথ্য মতে ইউএস দুই ট্রিলিয়ন ডলার খরচ করেছে যার ৮৮ বিলিয়ন না হয় সাময়িক বাহিনীতে গেল। বাকি মোটা অংকের টাকা, সাথে ইন্টারন্যাশনাল এইড সব কোথায় গিয়েছে?আফগানিস্তানের সাধারণ মানুষ তো পায় নি। এসবই গিয়েছে দুর্নীতির কালো হাতে। যার ফলে মানুষ জন কিছুটা হলেও দেশের সরকারের উপর ক্ষুব্ধ ছিল। আরে ভাই করাপ্ট গভার্মেন্টের থেকে রাইফেল ওয়ালা গভারমেন্টই ভালো। এই ধরনের ধারনা নিয়েই অনেক আফগান জনতা তালেবানকে সাপোর্ট করেছে। তাই দুর্নীতি মুক্ত দেশ গঠন মানুষকে সঠিক সিন্ধান্ত প্রহণে কিছুটা সহায়তা করে। আরেকটা বিষয় শিক্ষনীয় সেটি হচ্ছে ধর্ম পালন করার বিষয়।ধর্ম পবিত্র শব্দ। তবে ধর্মীয় আইডিওলজি যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় তখন শুরু হয় দাংগা। আমাদের বুঝতে ধর্মতো কেবল নেতাদের জন্য একটা মুখোশ। এই মুখোশ পরে ধর্মীয় মানুষের আস্থা অর্জন করতে চায়। মূলত দিন শেষে সবাই ক্ষমতার লোভেই থাকে। ঐ গদিটাকেই চোখে দেখে। আফগানিস্তানের পরিস্থিতি এখন জগাখিচুরি। ধর্ম, রাজনীতি,ন্যাশনালিজম সব একসাথে মিলে জগাখিচুড়ি হয়ে গিয়েছে। এই জগাখিচুরি ভবিষ্যতে কিসে পরিনত হয় তা-ই দেখার বিষয়। 

একরাম আহমেদ শিশির

২৩/০৮/২০২১


The post তালেবানের উত্থান। আফগানিস্তানের ভবিষ্যৎ। বাংলাদেশ সহ সারা বিশ্বে এর প্রতিক্রিয়া। appeared first on Trickbd.com.

ssc 22 এর পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2022 এর পৌরনীতি ও নাগরিকতা এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2022

পৌরনীতি ও নাগরিকতা এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

পৌরনীতি ও নাগরিকতা এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। KalerTech.com

Read More

নিয়ে নিন বাংলালিংক থেকে ১ জিবি সবাই পাবেন।

খোদা হফেজ।

The post ssc 22 এর পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

ডাউনলোড করুন Windows 11 Official Iso File, Microsoft Website থেকেই

Posted:

Howdy Everyone,
বিভিন্ন Platform এ এখন Windows 11 Iso File Avaiable দেখা যাচ্ছে, এতে কিছু কিছু File এ Virus Inject এর আশংঙ্খা থাকে। তাই Microsoft নিজেই এখন Officiall ভাবে Iso File Provide করে দিয়েছে, যেন Userরা Third Party Website থেকে Virusযুক্ত Iso File না Download করে।

▲ File Size:- 5.1GB
▼ Download Link:- Microsoft

 

এই File এর Download Processটা একটু ঝামেলা সম্পর্ণ, তাই নিচে Instruction এ যথাযথভাবে বুঝিয়ে দেয়া হল কীভাবে
Windows 11 Iso File Download করবেন Microsoft Site থেকে ।

⁙⁘Instruction⁘⁙

1. প্রথমে এই Link এ প্রবেশ করুন

2. তারপর Sign In এ Click করে Microsoft Accountটি Sign in করে নিন

 

### আপনি যদি Insider programme এ Join না হওন তবে Simply আগে Join হয়ে নিন ###

 

3.Insider Programme এ Join হওয়ার পর  প্রথম Pageটি আবার Visit করুন , তখন Scroll Down করে Select Edition এ Choose করুন

4.এখন Select Edition Menu থেকে Windows 11 Insider Preview (Dev Channel) বা Windows 11 Insider Preview (Beta Channel) Select করুন। আমি Dev Channel Version Use করছি তবে Beta Channelটা অনেক Stable Version Dev channel
এর তুলনায়

 

5. আবার Scroll Down করে Select Product Language এ English (United Kingdom) Select করুন

 

 

6. “Get 64 Bit Download” এ Click করলেই File Download Start হয়ে যাবে

 

 

 

অনেকের এই লম্বা Process পছন্দ না হতে পারে, তবে এইটাই Genuine Method। তবুও কষ্ট করতে ইচ্ছা না করলে আমার Drive থেকে Iso File Download করতে পারেন। আমি Microsoft Website থেকে File গুলো Download করেই Drive এ Upload করেছি। আপনি আপনার পছন্দের version Choose করে Download করতে পারবেন।

•Download Beta Version:-  Google Drive
•Download Dev Version:-  Google Drive

(Beta Version Recommanded)

 

 

⁙⁘Conclusion⁘⁙

এই Iso Provider হল Officially Microsoft, তাই Virus এর প্রশ্নই আসে না। অনেকের system tpm Chip 2.0 v না থাকলে হয়তো বা Install এর জন্য ঝামেলা Face করবেন তবে তা Bypass করা Possible. এ নিয়ে পরে আলোচনা করা হবে।

 

 

Bye✌
Keep In Touch With Me Through
Telegram // Youtube

The post ডাউনলোড করুন Windows 11 Official Iso File, Microsoft Website থেকেই appeared first on Trickbd.com.

ssc 21 এর ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2021এর ব্যবসায় উদ্যোগ এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2021

ব্যবসায় উদ্যোগ এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

ব্যবসায় উদ্যোগ এর ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। bdtechtuner.com

খোদা হফেজ।

The post ssc 21 এর ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(5th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

Telegram সম্পর্কে কিছু interesting facts #04 [ Admins_limit & Channel_Bot_Limitation ]

Posted:

scientronid, a blog on Tumblr. Never miss a post from scientronid Make gifs, join group chats, find your community. Only in the app. Get the app No thanks 1.5M ratings 277k ratings See, that's what the app is perfect for. Sounds perfect Wahhhh, I don't wanna ...বর্তমানে অনেকেই Telegram Use করছেন, এই Telegram এর বিভিন্ন BOT নিয়ে আলোচনা করে থাকি সবসময়। আজকে
Telegram সম্পর্কে কিছু অদভূত ব্যাপার Share করব।

 

🔰 প্রথমত যে factটি নিয়ে আলোচনা করব তা হল “Admins_limit🔰

How to promote a member or a bot to become a Telegram group administrator. - TeleMe

Telegram এ অনেক Community যখন Grow করে তখন আর ঐ Group এ Admin একা থাকেন না, আর কিছু Admin নিযুক্ত করেন। তবে এই Admin যুক্ত করণে কিছু Limit রয়েছে, যা অনেকেই জানি না। তা হল একটা Telegram Group-এ 50জন Admin নিযুক্ত করা যাবে শুধুমাত্র

 

 

 

🔰 দ্বিতীয়ত যে factটি নিয়ে আলোচনা করব তা হল “Channel_Bot_Limitation” নিয়ে 🔰

2021) Telegram Bot List, 5 Examples Ideas to Boost Your Channel

Telegram Group এ যেমন Admin Limitation আছে তেমনি রয়েছে Bot Limitation। অর্থাৎ আপনি যতরতত্রভাবে BOT Add করতে পারবেন না একটা Group এ। Telegram Group এ BOT Add করার Limit হল একটা Group এ Maximum 20টি BOT Add করা যাবে

 

Next Time আরও এরকম কিছু Telegram Facts নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত Telegram-এর বিভিন্ন BOT Review দেখতে Visit করতে পারেন আমার Profileটি

 

DEXTER
Signing OFF

The post Telegram সম্পর্কে কিছু interesting facts #04 [ Admins_limit & Channel_Bot_Limitation ] appeared first on Trickbd.com.

রেগুলার ক্লিনিং এবং ডিপ ক্লিনিং বলতে কি বুঝায়? বিস্তারিত জানুন

Posted:

পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের জীবনের অপরিহার্য্য একটি অংশ। নোংরা পরিবেশ থেকে নানা রকম রোগ জীবানুর উৎপত্তি হয়ে থাকে। তাই, নিয়মিত ঘর-বাড়ী , পড়ার রুম বা অফিস পরিষ্কার রাখা অত্যন্ত জরুরী। এতে যেকোন কাজ করা যায় উৎফুল্লভাবে। তবে করোনাভাইরাস এসে আমাদেরকে নতুনভাবে পরিচ্ছন্নতা শিখিয়েছে।

ক্লিনিং সাধারনত দুইভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমত, রেগুলার ক্লিনিং; দ্বিতিয়ত, ডিপ ক্লিনিং। নিচে এগুলো নিয়ে বিস্তারিত দেওয়া হলো।

রেগুলার ক্লিনিং

সাধারনত প্রতিদিনই আমরা আমাদের বাড়িঘর ক্লিনিং করে থাকি। যেমনঃ বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, ফ্লোর ক্লিনিং, কিচেন ক্লিনিং। অর্থাৎ, নিত্যপ্রয়োজনীয় যেসব জিনিস ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো নিয়মিত আমাদেরকে পরিষ্কার করার প্রয়োজন হয়ে থাকে। তবে, প্রতিদিন যে কাজগুলো করা অতীব গুরুত্বপূর্ন সেগুলো সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।

বিছানা ক্লিনিং

সাধারনত ঘুম থেকে উঠেই প্রথমেই আমাদের বিছানা পরিষ্কার করে থাকি। চটপট এই কাজটা করে ফেললে সারাদিন আর করার প্রয়োজন হয়না।

ফ্লোর ক্লিনিং

আপনার বাসা টাইলস্‌ করা থাকুক আর না থাকুক ফ্লোর ক্লিনিং প্রতিদিনই করতে হয়। অন্যথায় কোথাও পা রাখলেই ময়লা লেগে যায় পায়ে। ফ্লোর ক্লিন করার জন্যে ঝাড়ু দেওয়া ও পানি দিয়ে পরিষ্কার করাই যথেষ্ট হয়।

কিচেন ক্লিনিং

প্রতিদিন সবচেয়ে বেশি ময়লা হয়ে থাকে একটি বাসার কিচেন। যেহেতু প্রতিদিনই রান্নার কাজ করা হয়ে থাকে, তাই এটি নোংরাও হয়ে থাকে বেশি। কিচেন সিঙ্ক ও বেসিনের আশপাশ, স্টোভ ও তার পাশের জায়গা নিয়মিত পরিষ্কার না করলে এটি দ্রুত ময়লা হয়ে থাকে।

ডিপ ক্লিনিং

ডিপ ক্লিনিং সাধারনত সাপ্তাহে অথবা মাসে ১ বার করে থাকি। এছাড়া বাসায় মেহমান আসলে বা বাসায় কোন অনুষ্ঠান হলে ডিপ ক্লিনিং করার প্রয়োজন হয়। তবে সপ্তাহে ১ দিন ডিপ ক্লিনিং করলে ময়লা/নোংরার হাত থেকে সহজেই পরিষ্কার থাকা যায়।

দরজা, জানালা পরিষ্কার, ডেস্কের নিচে জমে থাকা ময়লা, ওয়াশরুম, থাই গ্লাস, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, সিড়ি বা ছাদের কমন স্পেস পরিষ্কার, কার্পেট পরিষ্কার ইত্যাদি ডিপ ক্লিনিং এর অন্তর্ভুক্ত রাখতে পারেন। ঘরের কোণায় থাকা ধুলিবালি পরিষ্কার রাখার জন্যে নিয়মিত ডিপ ক্লিনিং করতে হয়।

টিপস্‌: রেগুলার ক্লিনিং নিয়মিত করলে ডিপ ক্লিনিং এর উপর প্রেশার কম পরে। তাই, চেষ্টা করুন রেগুলার ক্লিনিংগুলো সময়মত করতে।

তবে আপনি যদি ডিপ ক্লিনিং এর জন্যে প্রফেশনাল কোন কোম্পানির সাহাজ্য নিতে চান তাহলে অবশ্যই চেক করে নিবেন তারা কি কি সার্ভিস দিবে।

নিজের ও ফ্যামিলির সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে পরিষ্কার থাকার গুরুত্ব খুবই। তাই, নিয়মিত পরিষ্কার অভিযান চালান।

Alshrakane United

The post রেগুলার ক্লিনিং এবং ডিপ ক্লিনিং বলতে কি বুঝায়? বিস্তারিত জানুন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments