Search box..

দারাজকে বোকা বানিয়ে ২০০ টাকা ফ্রি নিয়ে নিন ।

দারাজকে বোকা বানিয়ে ২০০ টাকা ফ্রি নিয়ে নিন ।


দারাজকে বোকা বানিয়ে ২০০ টাকা ফ্রি নিয়ে নিন ।

Posted:

আজকে আপনাদের সাথে একটা নতুন ট্রিক শেয়ার করব। দারাজে সাধারণত বিভিন্ন উৎসব দিনগুলোতে বিভিন্ন ধরনের অফার থাকে এবং এইসব অফারে বিকাশ অফার টা সবসময় থাকে, কখনো ১০ পার্সেন্ট ক্যাশব্যাক বা ১৫% পার্সেন্ট ক্যাশব্যাক পর্যন্ত দিয়ে থাকে। এই অফার কাজে লাগিয়ে আমরা আজ তাদের কাছ থেকে ২০০ টাকা ফ্রিতে নিব। তবে এই টাকা ফ্রি নেয়ার জন্য অবশ্যই তাদের যেকোন ক্যাম্পেইন চলাকালীন সময় নিতে হবে। এখন বৈশাখী ক্যাম্পেইন চলছে, এই সময় আমরা এই ট্রিকটা কাজে লাগাতে পারি। চলুন দেখে নেই কিভাবে।

প্রথমে দারাজে বৈশাখ ক্যাম্পেইন থেকে যে কোন একটি পণ্য কিনতে হবে, (যদিও পন্যটি নিব না) বর্তমানে ১০ পার্সেন্ট বিকাশ ক্যাশব্যাক অফার চলছে, প্রথমে যদি কোন দুই হাজার টাকা মূল্যর প্রোডাক্ট কিনি তাহলে ১০ পার্সেন্ট ক্যাশব্যাক দিলে আমরা ২০০ টাকা পাব এবং বিকাশে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এর বেশি পাওয়া যায় না এই ক্যাম্পেইনে, তাই ২০০০ টাকা সমমূল্যের একটি প্রোডাক্ট দারাজ থেকে কিনবো। যেমনটা আমি করে দেখাচ্ছি, তবে অবশ্যই দারাজের বৈশাখী ক্যাম্পেইন থেকেই পণ্য কিনতে হবে না হলে হবে না।
আমি ২০০০ বা এর বেশি মূল্যর পন্য কিনছি, আপনারা যে কোন একটি কিনতে পারেন। সুবিধার্তে দারাজের বৈশাখী ক্যাম্পেইনে লিংক নিচে দিয়ে দিলাম,
নিচের লিংকে গেলে আপনাকে দারাজের বৈশাখী ক্যাম্পেইনে পেজে নিয়ে যাবে।
দারাজ বৈশাখী ক্যাম্পেইন

প্রথমে ক্যাম্পেইন থেকে পন্যটি বেছে নিয়ে Buy Now ক্লিক করুন এবং Proceed to pay তে ক্লিক করুন।

এবার বিকাশ দিয়ে পেমেন্ট করুন।

ব্যাশ! পন্য কেনা শেষ।
এবার View order এর ক্লিক করুন, এরপর অর্ডারকৃত পণ্য গুলোর লিস্ট আসবে। এবার যেটা অর্ডার করলেন সেটার উপর ক্লিক করুন।

তারপর Cancel এ ক্লিক করে ক্যানসেল করুন।

এরপর আপনার অর্ডারটি ক্যানসেল হয়ে যাবে।

এখন আপনি যখন বিকাশ দিয়ে পেমেন্ট করলেছিলেন তখন সাথে সাথেই আপনার বিকাশ একাউন্টে দশ পার্সেন্ট ক্যাশব্যাক মানে ২০০ টাকা চলে এসেছে এবং আপনি যখন অর্ডারটি ক্যান্সেল করে দিলেন তার ৩-৪ দিন পর দারাজ থেকে আপনাকে রিফান্ড করবে, মানে আপনি যে টাকা দিয়ে পেমেন্ট করেছিলেন সেই টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে। ক্যাশব্যাক এর টাকা কেটে রাখবে না, আপনি যত টাকা পেমেন্ট করেছিলাম তত টাকা ফেরত পাবেন। মাঝখান থেকে আপনি যত টাকা (২০০ টাকা) ক্যাশব্যাক পেলেন সে ক্যাশব্যাক টা আপনার লাভ হল।

তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে বৈশাখীর ক্যাম্পেইন থেকেই পণ্য অর্ডার করতে হবে, না হলে ক্যাশব্যাক কেটে রাখবে। অন্য কোন জায়গা থেকে কিনলে আপনার ক্যাশব্যাক এর টাকাটা রেখে দিবে, এর আগে আমি কয়েকবার এই পদ্ধতিতে দারাজ থেকে টাকা নিয়েছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

The post দারাজকে বোকা বানিয়ে ২০০ টাকা ফ্রি নিয়ে নিন । appeared first on Trickbd.com.

OTP Bypass :কিভাবে মোবাইলের ওটিপি বাইপাস করবেন।সম্পুর্ন টিউটোরিয়াল।

Posted:

আসসালামু আলাইকুম।

আমার গত কার্ডিং টিউটোরিয়ালে অনেক রেস্পন্স পেয়েছি। আপনাদের এই টপিকে আগ্রহ দেখে কার্ডিং এর Advance টিউটোরিয়াল নিয়ে আসবো।আপনারা যদি ভালো রেস্পন্স করতে থাকেন তাহলে আমিও উৎসাহ পাবো এবং নতুন কিছু নিয়ে আসবো।আমার ইউটিউব চ্যানেল subscribe করে রাখতে পারেন। অনেক ভিডিও আপলোড করি যেগুলোর টিউটোরিয়াল লেখা হয় না।

আজ এরই একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে লিখেছি।

আজকের টপিক OTP BYPASS । আগে আমি এডমিন প্যানেল বাইপাস নিয়ে পোস্ট করেছি।কিন্তু আজ এই ওটিপি বাইপাস নিয়ে লিখবো এবং এই টিউটোরিয়াল অবশ্যই পূর্ববর্তী টিউটোরিয়ালের থেকে ভিন্ন।

ওটিপি কি এবং বাইপাস করতে পারলে কি করতে পারেন?
– ওটিপি (one time Password) আমাদের কাছে খুবই পরিচিত একটি বিষয়। ৪/৬ সংখ্যার একটি কোড নাম্বার আমাদের পাসওয়ার্ড রিসেট,লগিন এবং ভেরিফাই প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়।

-আপনার মোবাইলের ওটিপি আমি ব্যবহার করে পেমেন্ট করতে পারি।আপনার অ্যাকাউন্ট এর অ্যাক্সেস নিতে পারি।কোন ওয়েবসাইটে যেকোন নাম্বার দিয়ে রেজিস্ট্রার করতে পারি।এবং অনেক কিছুই সম্ভব।
— এছাড়া আপনি সাদা টুপি হিসেবে এই বাগটি রিপোর্ট করতে পারেন। যদি এই ওয়েবসাইটের বাগ বাউন্টি প্রোগ্রাম থাকে।তাহলে আপনি বাউন্টি পাবেন।প্রোগ্রাম না থাকলে রিপোর্ট করার দরকার নাই।

শুরু করার আগে আমাদের যা লাগবেঃ
১.একটি পিসি
২.Burp Suite (গুগলে সার্চ দিলে পাবেন)
৩.ইন্টারনেট কানেকশন।

স্টেপ বাই স্টেপ শুরু করিঃ
১.প্রথমে আমাদের Burp Suite এবং ব্রাউজার কনফিগার করতে হবে।প্রথমে Burp Suite ওপেন করুন।তারপর মোজিলা ফায়ারফক্স ওপেন করুন।এখন মোজিলা ফায়ারফক্স এর ‘Option’ এ যেতে হবে।জেনারেল সেকশনের একদম নিচে স্ক্রল করলে Network setting অপশন পাবেন। এখানে manual proxy সিলেক্ট করুন।তারপর প্রক্সিতে 127.0.0.1 এবং পোর্ট 8080 দিন।নিচের ছবির মতো।

এখন আমাদের একটি certificate ইন্সটল করতে হবে।নাহলে কোন ওয়েবসাইট চলবে না।burp:8080 এই লিংকে ভিজিট করুন।উপরে ডান পাশে আপনি CA certificate লেখা দেখতে পারবেন।ক্লিক করুন এবং ডাউনলোড করুন।

এখন ইন্সটল করতে হবে।ফায়ারফক্স এর অপশনে প্রবেশ করুন। privacy and security সেকশনে প্রবেশ করুন। View Certificates এ ক্লিক করুন।এখন import এ ক্লিক করুন।তারপর পর ডাউনলোড করা certificate টি সিলেক্ট করে ওপেন বা ডাবল ক্লিক করুন এবং ইন্সটল করুন।


২.এখন আপনার টার্গেট ওয়েবসাইটে প্রবেশ করুন। যে পেজে ওটিপি প্রয়োজন সেই পেজ ভিজিট করুন।আমি ইন্ডিয়ান ওয়েবসাইট টার্গেট করছি।

৩.ফর্মটি সসম্পূর্ণভাবে পূরণ করতে হবে।ইমেইল,ঠিকানা,নাম, মোবাইল নম্বর সব ফিল্ড পূরণ করতে হবে।(এই খানে সব তথ্য র‍্যান্ডম।ইচ্ছামত তথ্য দেয়া।তবে একটি লক্ষ্যনীয় বিষয় মাথায় রাখতে হবে,এটি ইন্ডিয়ান ওয়েবসাইট তাই মোবাইল নম্বর ১০ সংখ্যার হবে)

৪.সব তথ্য দেয়া হলে সাবমিট এ ক্লিক করব।এখন আমাদের সামনে একটি পপ-আপ আসবে যেখানে আমাদেরকে ওটিপি দিতে হবে।এখন র‍্যান্ডম ৪ টি ০০০০ সংখ্যা দিয়ে প্রথমে ট্রাই করি।দেখেন ওটিপি ভুল।ভুল দিলে ভুলই দেখাবে।কিন্তু আমরা এই ভুল ওটিপি দিয়েই সামনে যাবো।


৫.এখন থেকে কাজ শুরু।Burp Suite ওপেন করুন।তারপর intercept on করুন।ব্রাউজারে ফিরে আসুন এবং আবার ০০০০ দিয়ে বা আপনার ইচ্ছামতো নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই অপশনে ক্লিক করুন।

৬.আবার Burp Suite এ ফিরে আসুন।এখন আপনি ওয়েবসাইটের রেসপন্স দেখতে পারবেন। এই রেসপন্স থেকে ওটিপি কোথায় আছে খুজুন।

৭.ওটিপি খুজে পেলে রেসপন্সটি সিলেক্ট করুন।তারপর মাউসের রাইট ক্লিক করুন।তারপর Do intercept > Response this request এ ক্লিক করুন।Forward বাটনে ক্লিক করুন।


৮.এখন আপনি নতুন একটি রেসপন্স দেখতে পাবেন। দেখুন এখানে রেসপন্স এ false দেখা যাচ্ছে। কারণ আমাদের দেওয়া ওটিপি ভুল।এখন আমরা এই false কে এডিট করে
True লিখবো। তারপর আবার forward বাটনে ক্লিক করব।যতক্ষণ না ওয়েবসাইট পরের পেজে প্রবেশ করবে আপনি forward করতে থাকবেন।


৯.এখন দেখুন আর কোন এরর নেই এবং আমরা সঠিকভাবে ফর্মটি সাবমিট করেছি।আমরা ০০০০ এই ভুল ওটিপি দিয়েই কম্পিলিট করেছি।ওটিপি বাইপাস করে ফেলেছি।

এটাই একমাত্র পদ্ধতি না।আপনার ওয়েবসাইটে হয়তো এই রকম না থাকতে পারে। সেই ক্ষেত্রে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে।এই ওটিপি বাইপাস পদ্ধতি পরের পর্বে দেখাবো সাথে নতুন কিছুও।

ভিডিও টিউটোরিয়ালঃ

আমার চ্যানেল Subscribe করতে পারেন।

ধন্যবাদ।

The post OTP Bypass :কিভাবে মোবাইলের ওটিপি বাইপাস করবেন।সম্পুর্ন টিউটোরিয়াল। appeared first on Trickbd.com.

যে সব কারনে রোযা ভাঙ্গে না, মুসলিম সবার জানা উচিৎ।

Posted:

আসসালামুআলাইকুম, । আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,যে সব কারনে রোযা ভাঙ্গে না। সামনে আসছে পবিত্র মাহে রমযান।তাই আমাদের সবার প্রস্তুতি নেয় উচিৎ। আমাদের সবার উচিৎ সব কয়টি রোযা রাখা৷
একটি হাদিসঃ

হযরত সাহ্ল ইবনে সা'দ (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (সা.) এরশাদ করেছেন, বেহেশতের আটটি দরজা রয়েছে। এর মধ্যে একটি দরজার নাম রাইয়ান।
রোযাদার ব্যতিত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (বুখারী, মুসলিম)

রোযার মাসে আমাদের সবার পাচ ওয়াক্ত নামায আদায় করতে হবে এবং এই মাসে আল্লাহর ইবাদত বন্দগী বেশি করতে হবে। এই রমযান মাস থেকে আমাদের শিক্ষা নেয়া উচিৎ।

এমন কিছু কাজ রয়েছে যেটার কারনে রোযা ভাঙ্গে না৷ অনেকে জানে না, আজকে আমি আপনাদের এমন কিছু কাজ জানাব, যে গুলো হয়ে গেলে বা করলে রোযা ভাঙ্গবে না। কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

১) অনিইচ্ছায় পানি পান করলেঃ

রোযা থেকে অনেক সময় অনিচ্ছায় পানি পান করলে রোযা ভাঙ্গবে না। অনেক সময় এটা হয়ে থাকে। তবে ইচ্ছা করে পানি পান করলে রোযা ভাঙ্গবে এতে কোনো সন্দেহ নেই।

২) শরীর ও মাথায় তেল ব্যাবহারঃ

রোযা রেখে মাথায় ও শরীরে তেল ব্যাবহার করলে সাধারণত রোযা ভাঙ্গবে না।

৩) অনিইচ্ছায় মুখের ভিতর ধুলাবালি,মশা,মাছি ঢুকে গেলেঃ

অনেক সময় অনিচ্ছায় মুখের ভিতর মশা,মাছি বা ধোয়া, ধুলাবালি প্রবেশ করলে রোযা ভাঙ্গবে না৷ কারন আপনি তো ইচ্ছা করে করেন নি। তাই অনিচ্ছায় এমন হলে রোযা ভাঙ্গবে না।

৪) সুগন্ধি ব্যাবহার করাঃ

সুগন্ধি ব্যাবহার করলে রোযা ভাঙ্গবে না।সাধারণত আতর ও অন্যান্য সুগন্ধি আছে যেগুলো ব্যাবহার করা সুন্নাত। এগুলো সুগন্ধি ব্যাবহার করলে রোযা ভাঙ্গবে না।

৫) অনিচ্ছায় কানে পানি প্রবেশ করাঃ

অনেক সময় গোসল দেয়ার সময় আপনার অনিচ্ছায় কানে পানি প্রবেশ করে। অনিচ্ছায় কানে পানি ঢুকলে রোযা ভাঙ্গবে না।

৬) ভুলক্রমে আহার করাঃ

অনেক সময় ভুলে সাধারণত অনেকে আহার করে থাকে। এক্ষেত্রে রোযা ভাঙ্গবে না।

৭) চোখে ঔষুধ ব্যাবহার করাঃ

অনেক সময় যাদের চোখে সমস্যা আছে,তাদের চোখে ড্রপ বা ঔষুধ ব্যাবহার করতে হয়। রোযা রেখে চোখে ঔষুধ ব্যাবহার করলে রোযা ভাঙ্গবে না।

৮) মুখের থুথু বা কফ গলাধঃকরনঃ

অনেক সময় মুখের কফ বা থুথু গলাতে চলে যায়,এক্ষেত্রে রোযা ভাঙ্গবে না।

৯) অনিচ্ছায় অল্প বমি করাঃ

অনেক সময় অনিচ্ছায় অল্প পরিমান বমি হয়ে থাকে,এক্ষেত্রে রোযা ভাঙ্গে না।

১০) দাতের ফাকে গোসত আটকে থাকাঃ

অনেক সময় সেহরি খাওয়ার পর, সেহরির সময় শেষ হওয়ার পরে দাতের ফাকে গোসত আটকে থাকলে এটা খেয়ে ফেললে রোযা ভাঙ্গবে না। ( যদি গোসত এর পরিমান কম থাকে)।

১১) মেসওয়াক করার সময় দাত থেকে রক্ত বের হলেঃ

অনেক সময় মেসওয়াক করার সময় দাত এর গোড়া থেকে রক্ত বের হয়৷ যদি রক্ত গলার ভিতর না যায়,তবে রোযা ভাঙ্গবে না।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post যে সব কারনে রোযা ভাঙ্গে না, মুসলিম সবার জানা উচিৎ। appeared first on Trickbd.com.

SANEE V10 PRO Bangla Review | ৫ হাজার টাকার সেরা স্মার্টফোন যেভাবে?

Posted:

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভাল আছেন তো আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রমী এবং সম্পূর্ণ নতুন একটি স্মার্টফোন ব্র্যান্ড এর সঙ্গে পরিচয় করাই দিব।

যেটা মার্কেটে একদম নতুন আশায় কম প্রাইজে অনেক ভালো কনফিগারেশন অফার করছে তাও আবার অফিশিয়ালি, তো চলো দেখি কি ফোন।

তো সম্পত্তি একদম নতুন স্মার্টফোন ব্র্যান্ড *সানি* তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করল যার নাম Sanne V10 pro তো কি আছে এই ফোনে কেন কিনবেন চলুন আলোচনা করি।

তো ফোনটির কেনার সবচাইতে ভালো ব্যাপারটা হচ্ছে ফোনটি অফিশিয়ালি বাংলাদেশের রিলিজ হয়েছে মাত্র ৪,৯৯০ টাকা বা ৫ হাজার এই প্রাইসে যা পাচ্ছেন তা আসলেই অবাক করার মত।


তো চলুন প্রথমে জেনে নেয়া যাক ফোনের সাথে কি কি পাচ্ছেন।
১! পাচ্ছেন একটি ১৫ ওয়ার্ড এর চার্জার,
২! ব্যাক কভার পাবেন ‌।
৩। একটি স্ক্রীন প্রোটেক্টর পাবেন।
৪! এবং আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন এর সাথে।
৫! ১ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

তো চলুন এবার ফোনটির মধ্যে কি আছে নাড়িভুঁড়ি বের করা যাক।

তো শুরুতেই বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক,
এই ফোনটি বাংলাদেশের মার্কেটে দুইটা কালার ভেরিয়েন্ট এ লঞ্চ করা হয়েছে যা হচ্ছে, সানরাইজ, এবং আরেকটি হচ্ছে ব্লু। তবে আমার কাছে ব্লু কালারটা সবথেকে বেশি ভালো মনে হয়েছে।
এবং আমি এটা কিনেছি।


ফোনটা হাতে নিলে খুবই সলিড ফিল আসে ফোনটি ছিল সম্পূর্ণ প্লাস্টিক বিল্ট এর বাট পিছনে যে ম্যাট ফিনিশ টা দেওয়া হয়েছে যা খুবই চমৎকার।
এবং এই ম্যাট ফিনিশ টাই বলা যায় ফোনে প্রিমিয়াম নেস টা বাড়িয়ে তুলেছে মানে বলা যায় ডে টু ডে কাজের ক্ষেত্রে তেমন কোনো দাগ পড়ার সম্ভাবনা নেই।

ফোনটি রাইট সাইডে পাচ্ছি হচ্ছে পাওয়ার বাটনের সঙ্গে ভলিউম রকার পাওয়ার বাটনের ওপর একটু নেট ফিনিশ দেয়া হয়েছে বলা যায়। এবং লেফট সাইডে ট্রিপল স্লট রয়েছে।
যেখানে দুইটা সিম এর সঙ্গে একটি ডেডিকেটেড মাইক্রো এইচডি কার্ড ব্যবহার করা যায়।

ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.২ ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন এইচডি প্লাস।

তো ডিসপ্লের পারফরম্যান্স।
day-to-day ইউজে satisfied' থাকার মত একটা বিষয় সাথে হচ্ছে এতে ইউটিউব ভিডিও প্লে হবে 1080p তে এবং মিডিয়া কন্সুমের ক্ষেত্রে খুবই শারপনেস এবং ডিটেলস এর পরিমান খুবই ভালো পেয়েছি।

ফোনটিতে আছে ৪,৫০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ এর কথা বললেও খুব একটা খারাপ ছিল না বেশ ভালই ব্যাকআপ পাচ্ছিলাম।
মোটামুটি এক দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম তবে প্রবলেম হলো ফোনটা ফুল চার্জ করতে প্রায় ৩ ঘন্টা সময় নিচ্ছিল।

পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটা খুব একটা একুরেট ছিল না।
তো ফোনটির প্রসেসর সেকশনে পাচ্ছেন MediaTek helio P22 যেটা মোটামুটি ভালো একটা প্রসেসর। আবার ভাইবেন না গেমিং প্রসেসর। 🙁

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ ইন্টার্নাল স্টোরেজ সেইসাথে মাইক্রো এইচডি কার্ড ব্যবহার করা যাবে সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত।

ফোনটিতে রান করছে অ্যান্ড্রয়েড ৯ পাই, তবে আমি আশা করছিলাম অ্যান্ড্রয়েড ১০ পাওয়া যাবে, যাহোক আমার আশা কে লাথি মেরে উড়িয়ে দিল সানি 😶

ফোনটিতে থাকতে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের আর বাকিগুলা বললাম না, সামনে সেলফি ক্যামেরা পাচ্ছেন ৮ মেগাপিক্সেল এর।
তো বাজেটের দিকে তাকালে ক্যামেরা ভালো হবে না এটাই স্বাভাবিক তারপর ও মোটামুটি মানের ভিডিও এবং ছবি ক্যাপচার করা যাচ্ছিল তবে আবার আহমরি ভাইবেন না।

তো চলুন এবার প্রাইজের ব্যাপারে কথা বলি, সানি তাদের প্রথম স্মার্ট ফোন লঞ্চ করেছে মাত্র ৪,৯৯০ টাকায় অফিশিয়ালি, যেটা আপনি সানির আউটলেট থেকে কিনতে পারবেন।

পোস্টটি কেমন লাগল কমেন্ট করুন, আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ।

The post SANEE V10 PRO Bangla Review | ৫ হাজার টাকার সেরা স্মার্টফোন যেভাবে? appeared first on Trickbd.com.

45x Hoichoi Premium Account ফ্রীতে নিয়ে নিন

Posted:

*** আসসালামু আলাইকুম ***

প্রিয় ট্রিকবিডিবাসী,সকলে কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।

Proof:

ACCOUNT :

roysanchit@gmail.com:soumen12 | Name = Sanchita Roy | Allowed Screen = 2 | Allowed Devices = 9 | FreeTrial = False | Renewable = True | Sub Type = Annual | Expiry Date = 2022-01-18 | Usable Days = 283 |
akash_chakrabarti@yahoo.com:1qwerty0 | Name = Akash | Allowed Screen = 2 | Allowed Devices = 9 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 1 Year with 2 Simultaneous Streams | Expiry Date = 2021-05-04 | Usable Days = 24 |
anjankroy@yahoo.com:anjan123 | Name = | Allowed Screen = 1 | Allowed Devices = 5 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 1 stream web and app | Expiry Date = 2022-02-09 | Usable Days = 305 |
anwesha.bakshi1992@gmail.com:diya1992 | Name = Anwesha Bakshi | Allowed Screen = 2 | Allowed Devices = 9 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 1 Year | Expiry Date = 2021-08-21 | Usable Days = 133 |
basuin123@rediffmail.com:P@ssw0rd123 | Name = | Allowed Screen = 1 | Allowed Devices = 5 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 1 Year with single Stream | Expiry Date = 2021-07-05 | Usable Days = 86 |
debray.sas@gmail.com:mithu0801 | Name = SASWATA DEBRAY | Allowed Screen = 2 | Allowed Devices = 9 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 1 Year | Expiry Date = 2022-03-03 | Usable Days = 327 |
jaydithya@gmail.com:456789456789 | Name = | Allowed Screen = 1 | Allowed Devices = 5 | FreeTrial = True | Renewable = True | Sub Type = 1 Year Plan ios | Expiry Date = 2021-04-09 | Usable Days = -1 |
mukherjikaustav@gmail.com:mitali172 | Name = | Allowed Screen = 2 | Allowed Devices = 9 | FreeTrial = False | Renewable = True | Sub Type = Annual | Expiry Date = 2022-03-23 | Usable Days = 347 |
pushpalc@gmail.com:bublai13 | Name = | Allowed Screen = 1 | Allowed Devices = 5 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 1 Year | Expiry Date = 2021-12-26 | Usable Days = 260 |
r.datta1971@gmail.com:rd1971 | Name = Rajarshi datta | Allowed Screen = 1 | Allowed Devices = 5 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 1 Year with single Stream | Expiry Date = 2021-10-21 | Usable Days = 194 |
sajinair4@gmail.com:sid23jan | Name = | Allowed Screen = 1 | Allowed Devices = 5 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 1 Year with single Stream | Expiry Date = 2021-05-14 | Usable Days = 34 |
sudipmandal1971@gmail.com:bappa007 | Name = | Allowed Screen = 2 | Allowed Devices = 9 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 1 Year with 2 Simultaneous Streams | Expiry Date = 2021-04-20 | Usable Days = 10 |
vickysb@gmail.com:retina123 | Name = | Allowed Screen = 1 | Allowed Devices = 5 | FreeTrial = True | Renewable = True | Sub Type = 1 Year Plan ios | Expiry Date = 2021-04-10 | Usable Days = 0 |
Ay71288@gmail.com:9818948743 | Name = Abhishek Yadav | Allowed Screen = 2 | Allowed Devices = 8 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 2 Stream web and app | Expiry Date = 2022-03-27 | Usable Days = 351 |
balaprakash.kc@gmail.com:honey123$ | Name = | Allowed Screen = 2 | Allowed Devices = 9 | FreeTrial = False | Renewable = True | Sub Type = Annual | Expiry Date = 2021-08-02 | Usable Days = 114 |
bkchakravorty@gmail.com:17051950 | Name = Barun Kumar Chakravorty | Allowed Screen = 2 | Allowed Devices = 9 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 1 Year with 2 Simultaneous Streams | Expiry Date = 2021-05-26 | Usable Days = 46 |
chakravarty8@gmail.com:dhoom77@ | Name = Biswajit Chakravarty | Allowed Screen = 1 | Allowed Devices = 5 | FreeTrial = False | Renewable = True | Sub Type = 1 Year with single Stream | Expiry Date = 2021-10-21 | Usable Days = 194 |

সবগুলোএকাউন্ট চেক করে দেওয়া হয়েছে।কেউ পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। এর পরবর্তী পোস্টে আরও বেশি একাউন্ট নিয়ে হাজির হবো
এছাড়া আমাদের সাইটে প্রতিদিন প্রিমিয়াম একাউন্ট এর আপডেট দেওয়া হয়।

নিয়মিত যে কোনো প্রিমিয়াম একাউন্ট (nord vpn,canva,express vpn,grammarly etc),পেইড সফটওয়্যার,UDEMY PAID COURSE পেতে শুধু একবার ঘুরে দেখে আসুন।
Premium Box | crack the world
You can also find lots of leaks, tools, software, tutorials, and more. Learn many things here, new friends and have fun with our special features. We will not disappoint you

The post 45x Hoichoi Premium Account ফ্রীতে নিয়ে নিন appeared first on Trickbd.com.

সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3rd Week) 2021 [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি Class 7 এর গণিত অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of Class 7


সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

গণিত অ্যাসাইনমেন্ট এর সমধান
.
download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।

The post সপ্তম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(3rd Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com.

ভার্সিটি ভর্তি পরীক্ষার কিছু টিপস এবং ট্রিকস, সকল ভর্তি পরীক্ষার্থীদের দেখা উচিত (বিজ্ঞান বিভাগ)

Posted:

জুন জুলাই থেকেই শুরু হচ্ছে বিরতিহীন ভর্তি পরীক্ষা। এখন এই সময়ে যে যার যার মত প্রিপারেশন এ লেগে আছে। এই সময়টা সবাই নিজের মত করে কাজে লাগাচ্ছে। যারা সাইন্স গ্রুপে আছ তাদের কষ্ট বলা যায় আলাদা। এই প্রিপারেশন নিয়ে আজকে কিছু কথা বলব। প্রিপারেশন সবাই নিজের মত করেই নেয়, এবং একজন কখনোই অন্যজনের দেয়া রুটিন ফলো করে না বা করতে পারে না, এটি সম্ভব না। (কিছুটা পলির বর্জন নীতির মত) তবে কতগুলো টিপস আমি শেয়ার করতে পারি যা আমার কাজে লাগছে এবং তুমাদের ও আশা করি লাগবে……

Tips And Tricks

  • এবছর থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে সবার জানা আছে এবং এ নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউসন। প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, কোথা থেকে প্রশ্ন হবে, কঠিন হবে নাকি সহজ হবে। এবং এ নিয়ে বাজারে অনেকে ব্যাবসা শুরু করে দিয়েছে হাজার রকমের বই বিক্রির মাধ্যমে। এক শব্দে সোজা বাংলায় এ নিয়ে যা বলা যায় তা হল প্রশ্ন সোজা নাকি কঠিন নির্ভর করে প্রতিটি ব্যাক্তির উপর কিন্তু প্রশ্ন বই থেকেই হবে। প্রতি বছর বই থেকেই প্রশ্ন হয় , এবছর গুচ্ছ হোক বা যাই হোক বই থেকেই প্রশ্ন হবে। তাহলে
    Tips No 1: প্রথমে মেইন বই ফলো করব এবং চ্যাপ্টার ভিত্তিক না পড়ে থিওরি ভিত্তিক পড়ার চেষ্টা করব। যেমন: যদি আমরা গতির চ্যাপ্টার পড়ি তাহলে অনেকেই মনে মনে চিন্তা করে নেই এখানে প্রসের অংক, গাড়ির অংক ইত্যাদি থাকবে। এইভাবে না পড়ে প্রাসের থিওরি, প্রাস থাকলে কিভাবে অংক করতে হয় এতে ঘটনা কি হয় ইত্যাদি ইত্যাদি খুঁটিনাটি ভাবে পড়লে বেশি কাজে দেবে বলে আমি মনে করি কিন্তু যার যার পড়ার স্টাইল আলাদা❤
  • এখন বই পড়া শেষে তুমার প্রস্তুতি জীবনেও কমপ্লিট হবে না যদি না তুমি কোনো প্রশ্ন ব্যাংক পর। ভার্সিটি তে প্রশ্নের প্যাটার্ন ফলো করতে হবে। কারণ Hsc সিলেবাস অনেক বড়। প্রশ্ন যদি আমরা কোথা থেকে হবে কিরকম হতে পারে এই নিয়ে গবেষণা না করি তাহলে জীবনেও ভাল রেজাল্ট আশা করা যায় না বলে আমি মনে করি। কিন্তু এটি কঠিন কোনো কাজ না কারণ আগেই বলেছি সব প্রশ্ন বই থেকে হয় এবং প্রশ্নব্যাংক সমাধান করতে গেলে দেখা যাবে সব বইয়ের ই অংক, কিন্তু মাঝে মাঝে কিছু ব্যতিক্রম দেখা যায়। এখন সমস্যা হয়ে পরে এইসব বেতিক্রম প্রশ্ন দেখে আমাদের মনে হয় এইগুলা পরীক্ষায় আসলে আমি গেছি আমাকে নিয়ে কিছু হবেনা। কিন্তু একটু ভাল করলে লক্ষ্য করলে দেখবে বেতিক্রম আসলে কিছুই না তুমি যা থিওরি পড়েছ সেখান থেকেই দেয়া হয়েছে এইসব প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে পেচিয়ে , যার সমাধান দেখলেই তুমি বলবে আরে এগুলা আমি আগে থেকেই পারি।
    Tips No 2: তাহলে এই দিকে দিয়ে আমি সাজেস্ট করব ইউটিউবকে। তুমি যদি প্রশ্ন ব্যাংক এর দিকে মনোযোগ দিয়ে থাক তাহলে আমি বলব ইউটিউব এ একটি চ্যানেল আছে সেটাকে ফলো করতে। সেখানে প্রতিদিন বুয়েট, কুয়েত, ডাবি ইত্যাদির প্রশ্নব্যাংক থেকে প্রশ্নের সলিউশন দেয়া হয়। এইগুলা দেখলে তুমার প্রিপারেশন অবশ্যই ৩০-৪০ পারসেন্ট বেড়ে যাবে। Youtube Channel Aid Academy
  • সব কিছু করা হলেও মাঝে মাঝে প্রেশারের কারণে বা অন্য কিছু কারণে কিছু প্রশ্নের সলিউশন কোনো ভাবেই আমাদের মাথায় আসে না। আমরা এর সূত্র, থিওরি সব জানি কিন্তু কোনোভাবেই প্রশ্নের সমাধান করা সম্ভব হয়ে থাকে না। এই দুইটি কারণ হতে পারে। প্রথম কারণ হল: মাথায় প্রেসার বেশি এবং ভালভাবে চিন্তা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ২০-৩০ মিনিট মাথা ফ্রেশ করে বিশ্রাম নিয়ে একই কাজ আবার কর দেখবে তুমি পারছ। এটি আমার ক্ষেত্রে হয়েছে। এবং দ্বিতীয় কারণটি হতে পারে যে বিষয়ে কাজ করছ সে বিষয়ে থিওরি সূত্র এই সব তুমার ভালভাবে আয়ত্ত করা হয়নি। তুমার মনে হতে পারে তুমি পার কিন্তু দেখা যাবে তুমি আসলেই কিছু জিনিস পার না। Tips No 3: এই জন্য বলব এই বিষয়ে তুমি আবার পরে নাও। বই যদি পড়া হয়ে থাকে আমি তাহলে আবারো ইউটিউব কে সাজেস্ট করব। ইউটিউব এ অনেক চ্যানেল আছে যেখান থেকে তুমি শিখতে পার তার মধ্যে কিছু হচ্ছে, Aid Academy, Onnorokom Pathshala, 10 Minutes School, Edutubebd, Udvash ইত্যাদি। এবং অনেক দেশী বিদেশী ভিডিও থেকেও তুমি শিখে নিতে পার। আমার কথা যদি বলি আমি আমার কলেজের টিচার এর চেয়ে ১০০ গুন বেশি শিখেছি অনলাইন থেকে ক্লাস করে।
  • সর্বশেষ আমি যা সাজেস্ট করব সেটি হচ্ছে পরীক্ষা। কোনো পরীক্ষা দেয়ার আগে তুমার অবশ্যই পরীক্ষার উপর প্রিপারেশন নেয়া উচিত। নাহয় একবারেই পরীক্ষা দিতে গিয়ে অনেক কিছু ভুল করে চলে আসবে তুমি। এখন অফলাইনে যেহেতু ক্লাস নেই তাই তুমাকে অবশ্যই অনলাইনে এক্সাম দিতে হবে।
    Aid Academy এর পক্ষ থেকে এইরকম একটি এক্সাম প্রগ্রাম এর কথা শুনেছি। তুমরা চাইলে সেখানে ফ্রীতে জয়েন থাকতে পার।
    Aid Academy

Online Problem Solver

আমরা কোনো সাবজেক্ট পড়তে পড়তে কোনো না কোনো সময়ই আমাদের মনে অনেক প্রশ্ন আসে। কিন্তু কোনো টিচার না থাকায় অথবা আশেপাশে কেউ না থাকায় সেটি কাউকে বলা যায় না এবং আমার মন তার উত্তর খুঁজতেই থাকে। এই সমস্যা সমাধানের জন্য তুমরা টেলিগ্রামে গ্রুপে জয়েন হতে পার। সেখানে ৫০০ এর বেশি সাইন্স পরীক্ষার্থী রয়েছে। সেখানে প্রতি ঘণ্টায় অনেক রকম সমস্যা দেয়া হয় এবং আমরা নিজেরা নিজেরাই তার সমাধান করি। এই কারণে একদিকে আমার নিজের সমস্যার সমাধান হচ্ছে এবং অন্যদিকে অনেক কিছু শেখা হচ্ছে। অনলাইনে ফেসবুক গুতাগুতি না করে এখানে জয়েন হলে সবার জন্য ভাল হবে বলে মনে করি আমি। গ্রুপটির এডমিন হিসেবে আছে আমাদের বুয়েটিয়ান ভাইয়া ইরফানুর রহমান।

😍👖😭😚👖😾👖😓😚🤤🤐😍
Group Link:Telegram Group Link

The post ভার্সিটি ভর্তি পরীক্ষার কিছু টিপস এবং ট্রিকস, সকল ভর্তি পরীক্ষার্থীদের দেখা উচিত (বিজ্ঞান বিভাগ) appeared first on Trickbd.com.

আপনার Telegram Post এ React Add করুন “�������� ������” এর সাহায্যে

Posted:

আজকে যে Telegram BOT Review দিতে যচ্ছি তা হল @like BOT। এর বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে
আলোচনা করা হল।

 

বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @like  খুবই উপকারী একটা BOT। এর নাম শুনেই বুজতে পেরেছেন Telegram Post এ React Add করা এর কাজ ।

 

ব্যবহার:- এই BOT এর সাহায্যে আপনি Telegram এ সকল Post এর নিচে React Add করতে পারবেন।
অনেকটা FB Post এর React এর মত।

 

🔰 Telegram BOT টি যেভাবে Run করবেন

1) প্রথমে Telegram App এ Search করুন @like

2. Start এ Click করলে এইরকম message Show করবে

 

3. আপনি যে Question/Textটা দিতে চাচ্ছেন তা Send করুন

4. এবার React Add এর জন্য Keyboard থেকে Emoji Select করুন (😇😥😬…etc)

5. আপনি আপনার ইচ্ছামত Emoji দিয়ে Send Button এ Click করুন, ব্যস Reactসহ আপনার Telegram Post Create হয়ে গেলো

 

7. Publish এ Click করে আপনার Channel এ Send করলেই হয়ে যাবে

 

এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।

 

🦇DEXTER
Signing OFF👾

The post আপনার Telegram Post এ React Add করুন “𝐋𝐢𝐤𝐞 𝐁𝐨𝐭” এর সাহায্যে appeared first on Trickbd.com.

ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে.

Posted:















কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আমরা সবাই জানি যে আজকে থেকে IPL T20 Match শুরু হতে যাচ্ছে, আমাদের অনেকের বাড়িতে টিভি আছে কিন্তু অনেকের বাড়িতে টিভি নেই , অনেকের টিভি থাকা সত্ত্বেও মোবাইলে খেলা দেখতে ভালোবাসে তাদের জন্য আমি একটি অ্যাপ নিয়ে এসেছি , যেই অ্যাপের মাধ্যমে আপনারা ফ্রিতেই IPL T20 Match দেখতে পারবেন Full HD তে । এই এপটির বিশেষত্ব হচ্ছে এই অ্যাপে বাংলাদেশের সব টিভি চ্যানেল আছে , এবং ইন্ডিয়ান সব টিভি চ্যানেল আছে , আপনারা খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে , আইপিএল খেলা দেখতে পারবেন ।


তাহলে IPL Live TV App এর Features দেখা যাক


✪ App Name : HD Streamz


✪ Without Login


✪ All Bangladeshi Tv Channel With Indian All Tv Channel


✪ Adds Remove and HD+ Video Regulation





IPL Live TV Download Form Telegram






IPL Live TV Download Form Google Drive

চলুন কিছু Screenshot দেখে নেই :


















যেকোনো Premium App, Account, Netflix Amazon prime Nord Vpn, Bin, Udemy Course And Other Course লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন



PremiumAppsAccount Free






আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।

The post ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে. appeared first on Trickbd.com.

The Big Bull – স্ট্রক ব্রোকারের জালিয়াতি নিয়ে অসাধারণ মুভি, সাথে ডাউনলোড লিঙ্ক।

Posted:

মুভির নাম: The Big Bull

জনরা: ক্রাইম/ ড্রামা

সাল: ২০২১

পার্সোনাল রেটিং: ৯/১০

*** No Spoiler ***

The Big Bull – হারসাদ মেহতার জীবনী নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। যদিও এর আগে এই একই ব্যক্তিকে নিয়ে SCAM 1992 নামে একটা ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছিল।

এ পর্যন্ত অভিষেক বচ্চন যতগুলো মুভি করেছে তার মধ্যে এটি আমার কাছে বেস্ট লেগেছে।

তবে অনেকেই দেখলাম যারা Scam 1992 দেখার কারণে The Big Bull না দেখেই ব্যাড রেটিং দিচ্ছে।

হারসাদ মেহতা কিভাবে ১৯৮০ সাল থেকে ১৯৯০ সালের ভিতরে তার জীবনে পরিবর্তন এনেছে, সেটাই দেখানো হয়েছে এই মুভিতে। গান গুলো আমার কাছে এভারেজ লাগলেও টাইটেল ট্রাক যথেষ্ট ভাল ছিল।

এর সাথে সুন্দর ডিরেকশন, অভিষেক বচ্চন এর ডায়লগ ডেলিভারি সকল কিছুই আপ টু মার্ক ছিল। যারা ভাবছে Scam 1992 এবং The Big Bull একই তাদের জন্য সমবেদনা। কারণ Scam 1992 এবং The Big Bull এর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে।

সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে যারা ছিল তাদের অভিনয়ও ভালো লেগেছে।

তবে একটাই অনুরোধ, কেউ Scam 1992 এর সাথে The Big Bull এর তুলনা করতে যাবেন না। একটা ওয়েব সিরিজ আরেকটা মুভি – এদের তুলনা করা বোকামি ছাড়া কিছুই না।

Link: Click Here

The post The Big Bull – স্ট্রক ব্রোকারের জালিয়াতি নিয়ে অসাধারণ মুভি, সাথে ডাউনলোড লিঙ্ক। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments