Search box..

Walton Primo RX8 Mini অল্প দামে কিলার ফোন।

Walton Primo RX8 Mini অল্প দামে কিলার ফোন।


Walton Primo RX8 Mini অল্প দামে কিলার ফোন।

Posted:

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আশা করি সকলেই ভালো।আজ আমি এমন একটি ফোন নিয়ে রিভিউ দিবো যা কিছু দিন আগেই বাংলাদেশে launch হয়েছে।চলুন শুরু করা যাক।

Official Price:৳10,999

Highlights:

ওয়ালটন প্রিমো আরএক্স ৮ মিনি ৬.৩ ইঞ্চি ফুল এইচডি + আইপিএস স্ক্রিন সহ আসে। এটিতে একটি সম্পূর্ণ দর্শনীয় ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি পিডিএএফ, গভীরতা সেন্সর, এলইডি ফ্ল্যাশ, এফ / ১.৮ অ্যাপারচার, সনি আইএমএক্স ৪৮৬, সেন্সর, ১ / ২.৮৬ ″ বৃহত সেন্সর ইত্যাদির বৈশিষ্ট্য এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল ১২ + ৮ + ৫ এমপি এর। সামনের ক্যামেরাটি 13 এমপিের। প্রিমো আরএক্স ৮ মিনি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ ৩৬০০ এমএএইচ ব্যাটারি সহ আসে with তবে বাক্সটিতে একটি ১০ ওয়াট চার্জার অন্তর্ভুক্ত রয়েছে। এতে ৪ জিবি র‌্যাম,২.২ গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং অ্যাড্রেনো ৫১২ জিপিইউ রয়েছে। এটি ১৪ এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ভাগ করা মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Walton Primo RX8 Mini Full Specifications:

First Release:June 2021

Colors:Black 

Connectivity

Network:2G, 3G, 4G (VoLTE)

SIM:Hybrid Dual Nano SIM

WLAN:✅ Wi-Fi hotspot

Bluetooth:✅ v5.0

GPS:✅ A-GPS

Radio:✅ FM

USB:v2.0

OTG:✅

USB Type-C:✅

Body:

Style:Minimal Notch

Material:Gorilla Glass front, glossy glass back, plastic frame

Water Resistance:✖

Dimensions:158.9 x 75.5 x 8.4 millimeters

Weight:178 grams

Display:

Size:6.3 inches

Resolution:Full HD+ 2340 x 1080 pixels

Technology:IPS Touchscreen

Protection:✅ Corning Gorilla Glass

Features:Multitouch, 2.5D curved glass

Back Camera:

Resolution:Triple 12+8+5 Megapixel

Features:PDAF, LED flash, f/1.8, 1/2.86″, 120º ultrawide, depth, HDR & more

Video Recording:Full HD (1080p), EIS

Front Camera:

Resolution:13 Megapixel

Features:PDAF, f/2.2, HDR & more

Video Recording:Full HD (1080p)

Battery:

Type and Capacity:Lithium-polymer 3600 mAh (non-removable)

Fast Charging:✅ 18W Fast Charging (10W charger included in the box)

Performance:

Operating System:Android 10

Chipset:Qualcomm Snapdragon 660 (14 nm)

RAM:4 GB

Processor:Octa core, up to 2.84 GHz

GPU:Octa-core, up to 2.2 GHz

ROM :64 GB

Sound:

3.5mm Jack:✅

Features:Loudspeaker

Security:

Fingerprint:✅ On the back

Face Unlock:✅ 

Others:

Notification Light:✅ 

Sensors:Fingerprint, Accelerometer (3D), Proximity, Gyroscope, E-Compass

Manufactured by:Walton

Made in:Bangladesh

ব্যক্তিগত মতামত:ফোনটি অবশ্যই একটি চমৎকার ফোন।যার Display,Ram,RomCamera,Charging system,Chipset সব কিছুই ভালো।কিন্তু ফোনটির Battery দেওয়া আছে মাত্র 3600 mAh যা খুব একটা খারাপ না।তবে ব্যাটারি আর একটু ভালো হতে পারতো।

আশা করছি পোস্টটি আপনাদের ভালোই লেগেছে।পোস্টে যদি কোন ভুল-ভ্রান্তি থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।সকলেই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।শীঘ্রই আপনাদের মাঝে পরবর্তী পোস্ট নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।

ফেসবুকে আমি:For any problem

The post Walton Primo RX8 Mini অল্প দামে কিলার ফোন। appeared first on Trickbd.com.

6 হাজার 500 টাকায় এটাই সেরা Smart HD

Posted:

Shakil Ahmed Ovi

হাইলাইটস

INFINIX SMART HD 2021 6.1 ইঞ্চি এইচডি + স্ক্রিন সহ এসেছে। । ডুয়াল-এলইডি ফ্ল্যাশ, এফ / ২.০ অ্যাপারচার, এইচডিআর ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ব্যাক ক্যামেরাটি ডুয়াল 8 + 8 মেগাপিক্সেল এর। সামনের ক্যামেরাটি 5 এমপিের।  infinix smart HD 5000 এমএএইচ বড় ব্যাটারি সহ লাঞ্চ হয়েছে। এতে 2 জিবি র‌্যাম, 1.8 গিগাহার্টজ কোয়াড কোর সিপিইউ এবং পাওয়ারভিআর জিই 8320 জিপিইউ রয়েছে। এটি 12 এনএম MediaTek helio a20 চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 32 অভ্যন্তরীণ স্টোরেজ এবং dedicated মাইক্রোএসডি স্লট সহ এসেছে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Infinix Smart HD 2021 Full Specifications

Colors

Topaz Blue, Obsidian Black, Quartz Green

Connectivity

Network 2G, 3G, 4G
SIM Dual Nano SIM

Body

Style Minimal Notch
Material Glass front, plastic body
Water Resistance ✖
Dimensions 158.3 x 75.2 x 9.8 millimeters
Weight 195 grams

Display

Size 6.1 inches
Resolution HD+ 720 x 1560 pixels (282 ppi)
Technology TFT Touchscreen

Back Camera

Resolution Dual 8+8 Megapixel
Features Dual LED-Flash, f/2.0, HDR, panorama & more
Video Recording Full HD (1080p)

Front Camera

Resolution 5 Megapixel
Features Dual LED-Flash, f/2.0, HDR
Video Recording Full HD (1080p)

BatteryType and Capacity

Type and Capacity Lithium-polymer 5000 mAh (non-removable)

Performance

Operating System Android 10 (Go Edition), XOS 6.2 UI
Chipset MediaTek Helio A20 (12 nm)

Ram & Processor

RAM 2 GB
Processor Quad-core, 1.8 GHz
GPU PowerVR GE8320

Storage

ROM 32 GB (eMMC 5.1)
MicroSD Slot ✅ up to 256 GB (dedicated slot)

Security

Fingerprint ✅ On the back
Face Unlock ✅

Other Features

MicroSD Slot✅ Dedicated slot  Sound3.5mm Jack✅FeaturesLoudspeaker  SecurityFingerprint✅ On the backFace Unlock✅  OthersNotification LightSensorsFingerprint, Accelerometer, Proximity, Water Resistance✖
SIMWLAN✅ dual-band, Wi-Fi direct, WiFi hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅, A-GPSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C TouchscreenProtection,
Multitouch 

ব্যক্তিগত মতামত:

মোবাইলটা সর্বপ্রথম চমক হচ্ছে মোবাইলের পিছনে দুইটা ক্যামেরার ব্যবহার করেছে এবং দুইটাই 8+8 16 মেগাপিক্সেল যা এই বাজেটে খুবই বড় একটা চমক।ফোনটিতে 2gb রেম এবং 32gb রম এর সাথে 5000 এম্পিয়ার এর বড় একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন যা দিয়ে স্বাভাবিকভাবে ব্যবহারে দুই দিনের মত ব্যাকআপ পেয়েছি।তাছাড়া ফোনটিতে যে ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে তার সচরাচর ৯-১০ হাজার টাকা দামের ফোনে দেখা যায়।
কোন মানুষ যেমন পারফেক্ট হয় না ঠিক এই ফোনটির পারফেক্ট না কেন বললাম এতে 1.8 গিগাহার্টজ কোয়াড কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে যা দিয়ে একটু কম পারফরম্যান্স পাওয়া যাবে । তবে বলব এই সাড়ে 6 হাজার টাকা বাজেটে এই ফোনটি একেবারে পারফেক্ট হতে চলেছে ।

এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ

The post 6 হাজার 500 টাকায় এটাই সেরা Smart HD appeared first on Trickbd.com.

নিজে লিংক ইডিট করে ফেসবুক লক আইডি আনলক করুন!!

Posted: 09 Jun 2021 08:15 PM PDT

আজকে দেখাবো ফেসবুক লক আইডি আনলক করার ২টি ম্যাজিক ট্রিকস । তো চলেন শুরু করি!

“১ নাম্বার ট্রিকস কিভাবে এক মিনিটে Learn More থেকে Get Started আনবেন”

প্রথম ধাপ: প্রথমে আপনি আপনার লক আইডি ওপেন করবেন। তারপর দেখবেন উপরে যে URL আছে। ঐটা সম্পূর্ণ কপি করে নিবেন।

দ্বিতীয় ধাপঃ তারপর লিংকটা নোট প্যাডে গিয়ে ইডিট করতে হবে। স্কিনশোটে দেখেন আমি কোথায় থেকে কতোটুকু অংশ কপি করেছি। ঠিক তেমনি আপনি ও আপনার লিংক এতোটুকু কপি করে নিবেন।

 

তৃতীয় ধাপঃ তারপর আপনি যে লিংক কপি করলেন। সেটি নিচে দেওয়া লিংকের Token=পাশে Paste করে দিবেন

লিংকঃ https://m.facebook.com/x/checkpoint/828281030927956/intro/?token=(Paste) &_rdr#_=_

এবার সম্পূর্ণ লিংক কপি করে নিবেন। আগের URL মুছে নতুন Link টা Paste করে দিবেন।

 

তারপর Go তে ক্লিক করবেন। তারপর Learn More থেকে Get Started চলে এসেছে।

 

নোটঃ যদি প্রথম বারে না আসে। তাহলে অন্য ব্রাউজার দিয়ে একই ভাবে বার বার ট্রাই করবেন।

 

 

“২ নাম্বার ট্রিকস, কিভাবে কোনো প্রকার Get Started না এনেই সরাসরি Identify Name Of Friends অপশন আনবেন।

 

প্রথম ধাপঃ আপনার আইডি Learn More অবস্থায় রাখবেন। তারপর উপরের লিংকটা ইডিট করতে হবে। দেখেন %2F….. লিখা আছে। এখন আপনি % পাশে  আরেক % নিবেন। এখন দুই % মাঝে লিখবেন %2Ffpc% তার বাকি অংশ যেমন থাকবে তেমনই রাখবেন।

 

  • দ্বিতীয় ধাপঃ তারপর Go তে ক্লিক করলেন Identify Name Of Friends অপশন চলে আসবে। তারপর Continue তে ক্লিক করে ৫টা ছবি নামের সাথে মিল রেখে আইডি আনলক করে নিবেন।

 

নোটঃ যাদের আইডি Identify name of friends মাধ্যমে আইডি আনলক করা Available তাদেরই শুধু Continue বাটুমে ক্লিক করলে কাজ করবে।

 

আজ এইটুকু। আপনারা বুঝতে না পারলে কমমেন্ট করবেন অথবা আমার ভিডিওটি দেখে আসতে পারেন। এছাড়াও কিভাবে বার্থডে অথবা নাম্বারের মাধ্যমে আইডি আনলক করবেন সেটাও আমার ইউটিউব চ্যালেনে দেখে আসতে পারেন।

ধন্যবাদ প্রিয় ট্রিকবিডি লাভারদের।

 

The post নিজে লিংক ইডিট করে ফেসবুক লক আইডি আনলক করুন!! appeared first on Trickbd.com.

Class 9 accounting assignment 2021 6th week | নবম শ্রেণির হিসাববিজ্ঞান এ্যাসাইনমেন্ট

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে নবম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের হিসাববিজ্ঞান এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা নবম শ্রেণির স্টুডেন্ট তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি ঠিকভাবে খাতায় লিখলে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।

এ্যাসাইনমেন্ট শিরোনামঃ হিসাববিজ্ঞান পরিচিতি।

★যে প্রশ্ন দেওয়া হয়েছে দেখুন

★এবার উত্তরপত্র দেখেনিন












আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন । ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post Class 9 accounting assignment 2021 6th week | নবম শ্রেণির হিসাববিজ্ঞান এ্যাসাইনমেন্ট appeared first on Trickbd.com.

মানসিক রোগ ও সাইকোথেরাপি : ডা. দেওয়ান ওয়াহিদুন pdf book

Posted:

মানসিক রোগ ও সাইকোথেরাপি বইটি কাদের জন্য?
যাদের প্রায়ই মন খরাপ হয় এবং মনের ব্যাধি দূর করতে চান।
যারা সম্মোহন  (হিপ্নোসিস) সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং শেখার আগ্রহ রয়েছে। 

সম্মোহন নিয়ে আমাদের মাঝে অনেক বিতর্ক, ভুল বোঝাবুঝি রয়েছে। আসলে একজন রোগীকে সম্মোহন করে তার ভিতরের কথাগুলো জানা সম্ভব শুধু তাই নয় সম্মোহনের দ্বারা ডাক্তাররা দন্ত রোগীদের দাত তুলে এবং অনেক রোগীদের অপারেশন ও করে থাকেন ডাক্তাররা।

কোনো ব্যাক্তিকে সম্মোহন করার পর তার ব্যাথা অনুভব করতে পারেনা, তাই তার শরিরের অপারেশন, দন্ত তোলা ইত্যাদি ইত্যাদি খুব সহজেই করা যায়। 

অনেকেই মনে করেন কোনো ব্যাক্তি সম্মোহন কারীর দ্বারা সম্মোহিত হয়েছে বলে তার সৃতিশক্তি দুর্বল। তারা মনে করেন অন্যের নির্দেশে নিজে সম্মোহিত হয়ে নিজের মনের কথা বা অতীতের কথা বলে দেওয়া দূর্বল লোকের কাজ। আসলে নিজেকে পুরোপুরি সম্মোহিত করতে পারাটা ও অনেক বড় ব্যাপার এখানে দুর্বল বলে কোনো কথা হয়না। ১০০ লোকের মধ্যে স্বাভাবিকভাবে ২০ জন ব্যাক্তি সম্মোহিত হয়ে থাকেন। কারো ভিতরে যদি কোন বদঅভ্যাস থাকে যেমনঃ ধুমপান করা, দাত দিয়ে নক কাট ইত্যাদি ইত্যাদি তা সম্মোহন দ্বারা দূর করা সম্ভব। আমি শুধুমাত্র একটি অধ্যায় বা একটি টপিক নিয়েই একটু বললাম, আপনারা পিডিএফ বা হার্ডকপিটি পড়বেন খুবই ভালো লাগার মতো একটি বই।

বইটির সূচিপত্রঃ 


বইয়ের নামঃ মানসিক রোগ ও সাইকোথেরাপি
বইয়ের লেখকঃ ডা. দেওয়ান ওয়াহিদুন
পৃষ্ঠা সংখ্যাঃ  ১২৪টি।
বইয়ের ধরনঃ সাইকোলজিক্যাল
পিডিএফ সাইজঃ ৫ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download

The post মানসিক রোগ ও সাইকোথেরাপি : ডা. দেওয়ান ওয়াহিদুন pdf book appeared first on Trickbd.com.

Class 9 ict assignment 2021 6th week | নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট ২০২১

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে নবম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা নবম শ্রেণির স্টুডেন্ট তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি ঠিকভাবে খাতায় লিখলে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।

এ্যাসাইনমেন্ট শিরোনামঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ।

★যে প্রশ্ন দেওয়া হয়েছে দেখুন

উত্তরঃ বর্তমানে কোভিট ১৯ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখার ক্ষেত্রে ই-লার্নি এর ভূমিকা বিষয়ক ২৫০ শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করে নিম্নে উপস্থাপন করা হলো।

ভূমিকা:

শিক্ষা এবং জ্ঞান হলাে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। এই মহামূল্যবান সম্পদ ভিন্ন কোনাে মানুষই জীবনে সম্পূর্ণতা লাভ করতে

পারে না। শিক্ষা শুধুমাত্র বইয়ের পাতায় কিংবা চার দেওয়ালের বন্ধনীতে আবদ্ধ নয়। শিক্ষার প্রকৃত রূপ হল ব্যাপক। কিন্তু সাবেকি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার এই ব্যাপক রূপের উন্মেষ ঘটতে পারে না।

সেই কারণেই আধুনিক যুগের সূচনা কাল থেকে বিভিন্ন শিক্ষাবিদরা শিক্ষার পাঠ্যক্রমগত এবং পদ্ধতিগত উন্নয়নের কথা বলেছেন। সেই সঙ্গে

আরও জোরদার হযেছে সমাজের সর্বস্তরে শিক্ষার ব্যাপক প্রসার এর প্রযােজনীযতার দাবী। এমতাবস্থায় তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ব্যাপক

প্রসারকে কাজে লাগিযে শিক্ষাব্যবস্থার রঙ্গমঞ্চে আবির্ভাব ঘটেছে ই-লার্নিং পদ্ধতির।

এই পদ্ধতিকে কাজে লাগিয়ে অভিনব উপায়ে সৃজনশীল পদ্ধতির দ্বারা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অন্য যেকোন প্রান্তে বিশ্বমানের শিক্ষার

প্রচার ও প্রসার সম্ভব। এই ধরনের শিক্ষার মাধ্যমে একদিকে শিক্ষার্থীদের সৃজনমূলক প্রতিভার যেমন বিকাশ ঘটে,আবার অন্যদিকে শিক্ষার পথে সকল বাধাকে অতিক্রম করে অত্যন্ত সহজে যেকোনাে জাযগায়,যে কোন সমযে, যেকোনাে মানুষের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়া যায়। সেকারণে একবিংশ শতকে শিক্ষার প্রচার এবং প্রসারের আধুনিকতম মাধ্যম হিসেবে সংযােজিত হযেছে ই লার্নিং পদ্ধতি।

করােনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা:

পৃথিবীর ইতিহাসে ২০২০ একটি চিরস্মরণীয় বছর হযে থাকবে। এই বছর করােনা নামক এক ভয়ঙ্কর ভাইরাসের থাবা প্রাণ কেড়ে নিযেছে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের। এই ভাইরাস এতটাই সংক্রামক যে মুহুর্তের মধ্যে মানুষ থেকে মানুষে রােগ ছড়িয়ে পড়ছে। সেজন্যেই বিশ্বব্যাপী

ঘােষিত হযেছে অনির্দিষ্টকালের জন্য লকডাউন।

সামাজিক দূরত্ববিধি না মেনে এই ভাইরাসঘটিত রােগ থেকে রক্ষা পাওয়ার আপাতত আর কোন উপায় নেই। পৃথিবীজুড়ে সমস্ত প্রকার শিক্ষা প্রতিষ্ঠান এই সময় বন্ধ হয়ে গিযেছে। করােনা ভাইরাসের প্রকোপ খানিকটা কমলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে আবার আগের মতন করে

চালানাের ঝুঁকি নেওযা যায় নি। কারণ এই সকল শিক্ষাপ্রতিষ্ঠান গুলি পূর্বের মতন চালু থাকলে শারীরিক দূরত্ববিধি বজায় রাখা আদৌ সম্ভবপর হবে না। আর ছাত্র-ছাত্রীরা হল পৃথিবীর ভবিষ্যৎ

এই মারণ ভাইরাসের প্রকোপকালে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে পুনরায় ছাত্র-ছাত্রীদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু রাখার ঝুঁকি নেওযার অর্থ হলাে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য তথা ভবিষ্যতকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া। সে কারণে এমতাবস্থায় স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পুনর্বহাল

করার মতন ঝুঁকি নেওযা একেবারেই যুক্তিযুক্ত হতে পারে না।

ই লার্নিং এর ধারণা:

শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ হয়ে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য অস্থায়ীভাবে স্তব্ধ হয়ে গেলেও শিক্ষার প্রচার এবং প্রসারকে থেমে

থাকতে দেওযা যায় না। এইরকম সমযেই ঘরে ঘরে বিশ্বমানের শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উঠে এসেছে ই-লার্নিং এর ধারণা। তবে ই লার্নিং

এর এই ধারণা পুরােপুরি মহামারী পরিস্থিতি থেকে উদ্ভূত ফল নয়। এই মহামারীর বহু আগে থেকেই দূরবর্তী শিক্ষা, মুক্ত শিক্ষাব্যবস্থা,সৃজনমূলক শিক্ষা তথা শ্রেণী কার্যক্রমের সমান্তরাল কোচিং ক্লাস ইত্যাদি ক্ষেত্রে আধুনিক তথ্য ও যােগাযােগ প্রযুক্তিকে কাজে লাগিযে ই-লার্নিং এর ব্যবহার প্রচলিত ছিল। এই মহামারীর কালে ই লার্নিং এর প্রয়োজনীয়তার ব্যাপকতা অনুভূত হয়েছে মাত্র। 

ই লার্নিং এর সুবিধাসমূহ:

ই-লার্নিং পদ্ধতির অসংখ্য সুবিধাগত দিক রয়েছে। সেইসব দিকগুলির কথা ইতিপূর্বে প্রচলিত থাকলেও তা অত্যন্ত সীমিত পরিসরে আবদ্ধ ছিল।

বর্তমানে ই লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং ব্যবস্থার ব্যাপক প্রসারের ফলে

সমাজের সর্বস্তরে এর সুবিধাগুলি বিশেষভাবে অনুভূত হচ্ছে। তেমনি বিশেষ কয়েকটি সুবিধার কথা নিম্নে উল্লেখ করা হলাে।

১)ই লার্নিং পদ্ধতিতে যেকোনাে স্থানে বসে ইন্টারনেট সংযােগ ব্যবহার করে পাঠ গ্রহণ করা যায়। অর্থাৎ দূরত্ব শিক্ষা গ্রহণে বাধা হযে দাঁড়াতে

পারে না।

২)এই পদ্ধতিতে একজন দক্ষ শিক্ষক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত বিস্তারিতভাবে কোন বিষযকে অডিওভিজুয়াল-এর মাধ্যমে ব্যাখ্যা

করতে পারেন।

৩)একসাথে সামাজিকভাবে সমবেত হওয়ার প্রযােজনীযতা না থাকায় বয়সও শিক্ষা গ্রহণের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে না।

৪) ই লার্নিং পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করবার খরচ তুলনামূলক ভাবে কম হওয়ায় সমাজের সর্বস্তরে এই পদ্ধতিকে প্রযােগ করে শিক্ষাবিস্তার

সম্ভব। এই পদ্ধতিকে ব্যবহার করে সামাজিকভাবে সমবেত হওযার প্রয়োজনীয়তা ফুরানাের ফলে কোভিড-১৯ এর মতন যে কোনাে সংক্রামক ব্যাধি এড়ানাে সম্ভব।

ই লার্নিং এর বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমুহ:

যেকোনাে নতুন ধরনের আধুনিক ব্যবস্থা বাস্তবায়নের পথে বিভিন্ন ধরনের প্রতিকূলতা কাজ করে। ই-লার্নিং পদ্ধতিও তার ব্যাতিক্রম নয়।

ইতিপূর্বে সীমিত কিছু স্তরে এই পদ্ধতি প্রচলিত থাকলেও শিক্ষার ক্ষেত্রে ব্যাপকভাবে এই পদ্ধতির প্রযােগ বর্তমান মহামারীর কালেই প্রথম।

সুবিধাজনক এই পদ্ধতিটিকে বাস্তবে রূপদান করতে গিযে সমাজকে বেশকিছু চ্যালেঞ্জের মুখােমুখি দাঁড়াতে হয়েছে। তেমনি কয়েকটি হলাে:-

১)ই লার্নিং পদ্ধতি সমাজের অধিকাংশ মানুষের কাছেই একেবারে নতুন ধরনের হবার ফলে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই এই পদ্ধতির সাথে মানিয়ে নেওয়ার জন্য বেশ বেগ পেতে হচ্ছে।

এখনাে অবধি তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশে সর্বস্তরে ইন্টারনেট সংযােগ না পৌঁছনাে প্রান্তিক অঞ্চলের সেইসব মানুষের পক্ষে ই-লার্নিং এর সুবিধা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

২)তাছাড়া বিশেষত তৃতীয় বিশ্বের বহু মানুষ আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ার কারণে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা গ্রহণ এখনাে তাদের কাছে বিলাসিতাস্বরূপ।

ই লার্নিং এর মাধ্যমে কাঙ্খিত দক্ষতা অর্জন:

বর্তমানে শিক্ষার মূল লক্ষ্য হলাে নির্দিষ্ট ক্ষেত্রে নির্ধারিত পাঠ্যক্রমের মাধ্যমে বিশেষ দক্ষতা অর্জন করা যা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ-এর

পথকে প্রশস্ত ও মসৃণ করবে। ই লার্নিং পদ্ধতির প্রযােগের প্রথম দিকে মনে করা হতাে শিক্ষক এবং শিক্ষার্থীর মুখােমুখি মিথস্ক্রিয়া না হওয়ার

দরুণ এই পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট ক্ষেত্রে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করা সম্ভব নয়।

তবে এই ব্যবস্থা যত প্রসারিত হযেছে ততই ই লার্নিং সম্বন্ধে ভুল ধারণা মানুষের মন থেকে অপসারিত হয়েছে। বর্তমানে প্রমাণ হয়ে গেছে

মুখােমুখি মিথস্ক্রিযার না হওয়া সত্ত্বেও ই লার্নিং পদ্ধতিতে অডিও-ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে প্রথাগত শিক্ষা পদ্ধতির থেকে আরাে ভালাে ভাবে কোন বিষযকে উপস্থাপন করা যায়। ফলে ই লার্নিং পদ্ধতি সংশ্লিষ্ট বিষয়ে কোনাে ব্যক্তির কাঙ্খিত দক্ষতা

অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। বরং সুবিধা অনুযায়ীরেকর্ডেড ক্লাস,শিক্ষাগত উপাদান-এর সহজলভ্যতা,শিক্ষার বহুমুখী

রূপের প্রসার ইত্যাদির দ্বারা এই পদ্ধতিতে মানুষের ব্যক্তিগত দক্ষতায পূর্বের তুলনায় আরও বেশি বৃদ্ধি ঘটানাে যায়।

স্বাভাবিক সময়ে শিক্ষা সহায়তা হিসেবে ই-লার্নিং এর সম্ভাবনা:

ই লার্নিং পদ্ধতিকে এই করােনা মহামারী কালে বিশেষভাবে ব্যবহার করা হলেও এই পদ্ধতি স্বাভাবিক সমযেও শিক্ষার প্রসারে এবং

কার্যকারিতা বৃদ্ধিতে বিশেষ ভাবে ফলপ্রসূ হতে পারে। এই পদ্ধতিকে ব্যবহার করে তৃতীয় বিশ্বের দেশ গুলি স্বল্প খরচে দেশের প্রান্তিক

অঞ্চলেও শিক্ষার বিকাশ ঘটাতে পারে।

তাছাড়া এই পদ্ধতি অবলম্বন করে শিক্ষাগত বিষয়বস্তুর আকর্ষণীয় উপস্থাপনা শিক্ষার্থীদের কাছেও কোন কঠিন বিষয়কে সহজভাবে

উপস্থাপিত করতে সাহায্য করছে। এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালযগুলি ই-লার্নিং পদ্ধতিকে প্রযােগ করে দূরবর্তী স্থানে

বিশ্বমানের শিক্ষা প্রদান করতে পারে। বর্তমানকালে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযােগের ব্যাপক প্রসার ভবিষ্যতে ই লার্নিং পদ্ধতির

সম্ভাবনাময় বিস্তারের ইঙ্গিতই বহন করে।

উপসংহার:

ই-লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং পদ্ধতি হলাে ভবিষ্যতের জন্য অনন্ত সম্ভাবনাময় একটি শিক্ষা ব্যবস্থা। একথা সত্য যে এই ব্যবস্থাকে

বাস্তবায়নের পথে অসংখ্য বাধা এবং বিপত্তি রযেছে এবং আরাে উদ্ভূত হবে। কিন্তু সেই বাধা-বিপত্তিগুলিকে দূর করে ই-লার্নিং-এর চূড়ান্ত

সুবিধাগত দিকগুলি সকলের মধ্যে প্রসারিত হলে তবেই সমাজ শিক্ষা বিস্তারের সার্থক আলােয় আলােকিত হবে।

আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন । ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post Class 9 ict assignment 2021 6th week | নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট ২০২১ appeared first on Trickbd.com.

বাংলাদেশের বাজারে আসতে চলেছে Realme GT 5G

Posted:

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আশা করি সকলেই ভালো।আজ আপনাদের মাঝে চমৎকার একটা ফোন রিভিউ নিয়ে হাযির হলাম।চলুন শুরু করা যাক।

Highlights:

রিয়েলমে জিটি ৫ জি ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি + সুপার অ্যামোলেড স্ক্রিন সহ আসে। এটিতে একটি পূর্ণদর্শন বাম পাঞ্চ-গর্ত নকশা রয়েছে। পিছনের ক্যামেরাটি পিডিএএফ, ডুয়াল_এলইডি ফ্ল্যাশ, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা, গভীরতা সেন্সর, আল্ট্রাওয়াইড লেন্স ইত্যাদি এবং ৪ কে ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল ৬৪+ ৮+ ২ এমপির। সামনের ক্যামেরাটি ১৬ এমপির। রিয়েলমে জিটি ৫ জি ৪৫০০ এমএএইচ ব্যাটারি সহ ৬৫ ওয়াট চার্জিং সহ আসে। এটিতে ৮ বা ১২ জিবি র‌্যাম রয়েছে, ২.৮৪ গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ পর্যন্ত রয়েছে। এটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫ জি (৫ এনএম) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি ১২৮ বা ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং মাইক্রোএসডি স্লট সহ আসে না। এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়াল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি ইত্যাদি

Realme GT 5G Full Specifications:

First Release:March 10, 2021

Colors:Gold/Black, Blue, Silver 

Connectivity

Network:2G, 3G, 4G, 5G

SIM:Dual Nano SIM

WLAN:✅ dual-band, Wi-Fi Direct, hotspot

Bluetooth:✅ v5.2, A2DP, LE, aptX HD

GPS:✅ dual-band A-GPS, GLONASS, BDS, Galileo

Radio:✖

USB:v2.0

OTG:✅

USB Type-C:✅

NFC:✅ 

Body:

Style:Punch-hole

Material:Glass front, plastic body

Water Resistance:✖

Dimensions:158.5 x 73.3 x 8.4 millimeters

Weight:186 grams 

Display:

Size:6.43 inches

Resolution:Full HD+ 1080 x 2400 pixels (409 ppi)

Technology:Super AMOLED Touchscreen

Protection:Unspecified

Features:120Hz refresh rate 

Back Camera:

Resolution:Triple 64+8+2 Megapixel

Features:PDAF, dual-LED flash, f/1.8, 119º ultrawide, macro, depth & more

Video Recording:4K Ultra HD (2160p), gyro-EIS 

Front Camera:

Resolution:16 Megapixel

Features:F/2.5 aperture, 1/3.0″, 1.0µm, HDR & more

Video Recording:Full HD (1080p) 

Battery:

Type and Capacity:Lithium-polymer 4500 mAh (non-removable)

Fast Charging:✅ 65W Fast Charging (100% in 35 minutes) 

Performance:

Operating System:Android 11 (Realme UI 2.0)

Chipset:Qualcomm Snapdragon 888 5G (5 nm)

RAM:8 / 12 GB

Processor:Octa core, up to 2.84 GHz

GPU:Adreno 660  StorageROM128 / 256 GB (UFS 3.1)

MicroSD Slot:✖ 

Sound:

3.5mm Jack:✅

Features:Loudspeaker (stereo speakers), 24-bit/192kHz audio 

Security:

Fingerprint:✅ In-display (optical)

Face Unlock:✅ 

Others:

Sensors:Fingerprint, Accelerometer, Gyroscope, Proximity, E-Compass

Manufactured by:Realme

Made in:Bangladesh

ব্যক্তিগত মতামত:ফোনটি অবশ্যই একটি চমৎকার ফোন।ফোনটি অবশ্যই একটি গেমিং ফোন।যাতে রয়েছে [Qualcomm Snapdragon 888 5G (5 nm)]। যার ফলে ফোনটি গেমিং এর সময় একটকুও গরম হবে।সুতরাং গেম প্রিয়দের জন্য এটি অবশ্যই একটি দারুন ফোন।ফোনটি ফটোগ্রাফির জন্য অনেক ভালো হবে।মোট কথা মিলে ফোনটি খুবই মারাত্মক হতে যাচ্ছে।শুধু অপেক্ষা এর দামটা প্রকাশ হওয়ার।

আশা করছি পোস্টটি আপনাদের ভালোই লেগেছে।পোস্টে যদি কোন ভুল-ভ্রান্তি থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।সকলেই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।শীঘ্রই আপনাদের মাঝে পরবর্তী পোস্ট নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।

ফেসবুকে আমি:For any problem

The post বাংলাদেশের বাজারে আসতে চলেছে Realme GT 5G appeared first on Trickbd.com.

FREE FIRE LAG FIX | ৯৯% এন্টিব্যান ল্যাগ ফিক্স CONFIG FOR LOW DEVICE

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক

Free Fire!!


আজ দেখাবো কি ভাবে আপনারা লো ডিভাইসে Free Fire কোন ল্যাগ হ্যাং ছাড়া স্মুথ গ্রাফিক্সে খেলতে পারবেন। এটা করতে একটা কনফিগ ফাইল ব্যাবহার করবো। যা ৯৯% এন্টিব্যান রিয়াল আইডিতে ব্যাবহার করা যাবে।


তারপরও কোন ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ি থাকবো নাহ🙂🙂

1gb/2gb Phone Lag/Hang Solve?

Let’s Start

প্রথমে Config File Download করে নিন🤘

➤ Download File ✔
[h2]Click Here To Download

➤ওকে এবার আপনার ফোন মেমোরিতে প্রবেশ করে।

com.dts.freefireth

এ ফোল্ডার টি ডিলেট করে দেন।

১/ এবার ডাউনলোড করা ফাইল টায় ক্লিক করেন

২/view ক্লিক করেন

৩/

com.dts.freefireth

এ Long Click করে Copy করেন

৪/ফোন মেমোরি

Android

Folder এ প্রবেশ করেন

৫/

data

Folder এ প্রবেশ করেন

৬/এখানে ক্লিক দিয়ে Past করেন

Done

আর হ্যা এটা আপনার গেম ব্যাকগ্রাউন্ড / এনিমেশন সব অফ করে দিবে। এমন কি গেমের মধ্যের এক্সট্রা স্কিন সব ব্লার করবে।

তাই কোন স্কিন ডাউনলোড দিয়েন নাহ!

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

Happy Gaming

❤

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

Express Vpn Premium Download

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

___________________________________________

গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group

Tech Gaming BD

————————————————————————-
আল্লাহ হাফিজ

The post FREE FIRE LAG FIX | ৯৯% এন্টিব্যান ল্যাগ ফিক্স CONFIG FOR LOW DEVICE appeared first on Trickbd.com.

জাভা ফোনের মেইন অপেরা মিনিতে নিজের ছবি সেট করুন । অর্থাৎ অপেরা মিনিতে ঢুকলেই প্রথমেই আপনার ছবি ভেসে উঠবে����

Posted:

আসসালামু আলাইকুম ।
আশা করি ভালো আছেন ।

আজকে আলোচনা করব কিভাবে জাভা ফোনের মেইন অপেরা মিনিতে নিজের ছবি সেট করবেন । অর্থাৎ আপনার ফোনের মেইন অপেরা মিনিতে ঢুকলেই আপনার ছবি ভেসে উঠবে । আমি কিন্তু অপেরার লগোর কথা বলতেছি না ।
চলুন শুরু করা যাক ।

যা যা লাগবেঃ
১. মোবি এক্সপ্লোরার (Moby explorer) না থাকলে এই লিংক থেকে ডাউনলোড করে নিন

২. একটা ছবি.. এখানে যেকোনো সাইজের ছবি হলেই হবে.. তবে আমি সাজেস্ট করবো আপনারা 240×320 পিক্সেল এর ছবি ব্যবহার করবেন.. কারণ 240×320 px এর ছবিটা দেখতে সবচেয়ে সুন্দর লাগে ।

যারা ছবি রিসাইজ করতে পারেন না তারা আমায় ফেসবুকে নক দিয়ে আপনার ছবিটি পাঠিয়ে দিতে পারেন, আমি রিসাইজ করে দেওয়ার চেস্টা করবো ইনশাআল্লাহ ।

My Facebook profile : Lipon Islam
.

কার্যপদ্ধতিঃ

১. যে ছবি টি সেট করতে চান সেই ছবিটির একটি ছোট নাম দিন । যেমনঃ picture.png । আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিব । তো আপনারা চাইলে আমার উদাহরণের নামটিও ব্যবহার করে অনুসরণ করতে পারেন । এতে আপনাদের বুঝতে সুবিধা হবে আশা করি ।

নিচে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি

২. যে ছবিটি অপেরা মিনিতে সেট করতে চান সেই ছবিটির নাম image.png দিয়ে সেভ করুন

3. এবার ছবিটি কপি করে ফোনের OperaMiniCustom > mini4 এর ভিতরে গিয়ে পেস্ট করে দিন । (যাদের ফোনে OperaMiniCustom এই নামটির বদলে অন্য নাম আছে তারা একটু মিলিয়ে নিবেন)

৩. এবার moby exploer অ্যাপটি ওপেন করুন । নিচে দেখুন আমি আমার ছবিটি উপরে বর্ণিত ফোল্ডারে পেস্ট করে দিয়েছি ।

৪. এবার দেখুন ওখানে reksio.ini নামে একটা ফাইল আছে ।

আপনারা ফাইলটিতে ৪,৫ বার ক্লিক করে ফাইলটি ওপেন করবেন । ফাইলটি ওপেন করলে নিচের মতো একটি ইন্টারফেস শো হবে ।

৫.এখানে PngFile=p*?:splash.png নামে একটা লেখা আছে । তো আমাদের এই লেখাটি পরিবর্তন করে অন্য আরেকটি লেখা বসিয়ে দিতে হবে

এবার Menu তে ক্লিক করুন তারপর Edit এ ক্লিক করুন ।

এবার আপনারা ওই PngFile=p*?:splash.png লেখাটির p*?:splash.png লেখাটি মুছে
s*?:image.png
এই লেখাটি বসিয়ে দিন । তাহলে পুরো লেখাটি দেখতে হবে এ রকম PngFile=s*?:image.png । না বুঝলে নিচের স্ক্রিনশটটি দেখুন

এবার Menu তে ক্লিক করে Save এ ক্লিক করে ফাইলটি সেভ করে দিন এবং back এ আসুন ।

এবার দেখুন নিচে reksio.ini.BAK নামে একটা নতুন ফাইল তৈরি হয়েছে ।

ফাইলটাতে গিয়ে Menu > Action > Delete এ ক্লিক করে ফাইলটি ডিলিট করে দিন ।

এবার আপনার ফোনের অপেরা মিনিতে ঢুকলেই দেখবেন আপনার ছবি ভেসে উঠছে । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

আর যদি আপনার মন চায়, তাহলে আমার সাইট টি ভিজিট করতে পারেন ।
লিংকঃ mobiplus.wapkiz.com
আল্লাহ হাফেজ

The post জাভা ফোনের মেইন অপেরা মিনিতে নিজের ছবি সেট করুন । অর্থাৎ অপেরা মিনিতে ঢুকলেই প্রথমেই আপনার ছবি ভেসে উঠবে💥💥 appeared first on Trickbd.com.

কি কি ভুলের কারনে আমাদের শরীরে দ্রুত বয়সের ছাপ ডেকে আনে, জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো, কি কি ভুলের কারনে আমাদের শরীরে দ্রুত বয়সের ছাপ ডেকে আনে। আমাদের মাঝে অনেকের দেখা যায় বয়স না হওয়ার আগেই বয়সের চাপ পড়ে যায়।এমন কিছু কারন ও ভুল করার কারনে দ্রুত আমাদের শরীরর বয়সের চাপ পড়ে যায়। আজকে এ ভুল গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমরা জানি বয়স বাড়ার সাথে সাথে শরীরের চামড়া ঢিলা হয়ে যায় ও বয়সের চাপ আমাদের শরীরে পড়ে।আজকের পোস্ট ফলো করে আমাদের সবার সতর্ক হওয়া চলা উচিৎ , যাতে অল্প বয়সে আমাদের শরীরে দ্রুত বয়সের ছাপ না পড়ে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, যে যে ভুলের কারনে আমাদের শরীরে দ্রুত বয়সের ছাপ ডেকে আনেঃ

১) মানসিক চাপঃ

অতিরিক্ত মানসিক চাপের ফলে শরীরে বয়স এর ছাপ পড়ে যায়। অতিরিক্ত মানসিক চাপের ফলে, রক্ত চাপ অনেক বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ আমাদের শরীরের উপর প্রভাব ফেলে,যার ফলে বয়স এর ছাপ পড়ে যায়।তাই আমাদের মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে।

২) অতিরিক্ত মেকাপঃ

অনেক মেয়ে আছে যারা অতিরিক্ত মেকাপ করে থাকে৷ প্রতিদিন অনেক বেশি অতিরিক্ত মেকাপ করলে ত্বকের অনেক ক্ষতি হয়ে থাকে।মেকাপে আছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যা ত্বককে সুস্ক করে দেয়। অতিরিক্ত মেকাপ করলে ত্বকে বয়সের চাপ পড়ে যায়।

৩) অতিরিক্ত ধুমপান,মদ্যপানঃ

অতিরিক্ত ধুমপান ও মদ্যপান সরাসরি ত্বকের উপর প্রভাব ফেলে৷ অতিরিক্ত ধুমপান করলে ও মদ্যপান করলে ত্বকের আর্দতা শুষে নেয়,যার ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে। তাই এগুলো পরিহার করতে হবে।

৪) পর্যাপ্ত ঘুমের অভাবঃ

আমরা যখন ঘুমায়,তখন ত্বক নতুন কোষ সৃষ্টি করে থাকে৷ ত্বকের ক্লান্তি দূর হয় ঘুমের মাধ্যামে। ঘুমের অভাব হলে প্রভাব পড়ে ত্বকের উপরে।ঘুমের অভাবে আমাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যায়।

৫) গরম বা ঠান্ডা তাপমাত্রাঃ

অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রা সরাসরি আমাদের ত্বকের উপর প্রভাব পড়ে।অনেক সময় এই অতিরিক্ত গরম বা ঠান্ডা তাপমাত্রার ফলে আমাদের ত্বকে বয়সের ছাপ ডেকে আনে।

৬) দীর্ঘসময় রোদে থাকাঃ

সুর্যের তাপ শরীরে পড়লে ত্বকের অনেক ক্ষতি হয়ে থাকে। রোদে বেশি থাকলে ত্বক এর চামড়া পুড়ে তামাটে হয়ে যায়। যার ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে যায়।

রিংআইডি তে ইনভেস্ট করে ভাল পরিমান ইনকাম করুন,বিস্তারিত জেনে নিন। ( Update

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post কি কি ভুলের কারনে আমাদের শরীরে দ্রুত বয়সের ছাপ ডেকে আনে, জেনে নিন। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments