৩য় সপ্তাহের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর গনিত অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান নিয়ে নিন PDF File.! |
- ৩য় সপ্তাহের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর গনিত অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান নিয়ে নিন PDF File.!
- নবম শ্রেণির ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(2nd Week) 2021 [Java User Must See]
- লাউ শাক কেন খাবেন? লাউ শাক এর পুস্টিগুন গুলো জেনে নিন।
- Andaman pro WordPress theme free download | ক্রিয়েটিভ ডিজাইনের ওয়ার্ডপ্রেস থিম
- ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
- Godzilla vs Kong Dual Audio Movie Download Link Gdrive Link ↓ 480p.720p
- ডাউনলোড করে নিন VyprVpn Premium Mod লেটেস্ট ভার্সন Without Login. 100% Connect
- ⚡️ সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি Godzilla Vs. Kong (2021) মুভি ডাউনলোড করে নিন ডুয়াল অডিও (হিন্দি ডাবিং) সহ 480p, 720p, 1080p এবং 4K রেজুলেশনে !এবং আরো নিয়ে নিন এই সিরিজের অন্যান্য মুভির ডাউনলোড লিংক। [গুগল ড্রাইভ লিংক]
- শাওমি Miui রম এর মধ্যে জনপ্রিয় গেইম Cyberpunk এর কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে
- শাওমি Miui রমের মধ্যে কাস্টম থিম ইনস্টল করুন একদম সহজে (mtz ফরমেট)
৩য় সপ্তাহের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর গনিত অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান নিয়ে নিন PDF File.! Posted: আবার নতুন করে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে গতবছরের মত এ বছরও মূল্যায়ন করা হবে। আছকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর গনিত অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন! ৬ষ্ঠ শ্রেণির গনিত অ্যাসাইনমেন্ট![]()
৭ম শ্রেণির গনিত অ্যাসাইনমেন্ট |
নবম শ্রেণির ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(2nd Week) 2021 [Java User Must See] Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির। Answer Of 1 Subjects Of Class 9নবম শ্রেণির ইংলিশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন। নিচে অ্যাসাইনমেন্ট এর সমাধানের .txt ফাইল দেয়া হলো.. . ইংলিশ অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . The post নবম শ্রেণির ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(2nd Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com. |
লাউ শাক কেন খাবেন? লাউ শাক এর পুস্টিগুন গুলো জেনে নিন। Posted: আসসালামুআলাইকুম, ও হিন্দু ভাইদের আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,লাউ শাক এর পুস্টিগুন গুলো আপনাদের মাঝে তুলে ধরব। বিভিন্ন ধরনের শাক এর মধ্য সহজলভ্য হলো লাউ শাক। যা ঘরে, বারান্দায়,উঠোনে খুব সহজে লাউ গাছ লাগানো যায়।লাউ গাছ একটু যত্ন পেলেই খুব তাড়াতাড়ি বাড়তে থাকে।লাউ শাক সাধারণত সারাবছরই পাওয়া যায়।তবে শীতকালে বেশি ফলন হয়।লাউ শাক যেমন অনেক সুস্বাদু তেমনি অনেক ভিটামিন ও পুস্টিগুন রয়েছে। লাউ শাক ভর্তা,ঝোল, ও মাছের সাথে রান্না করে খেলে অনেক মজা। লাউ শাকে রয়েছে ক্যালসিয়াম, ফলিক এসিড,আয়রন,পটাশিয়াম,ভিটামিন সি।লাউ শাকে রয়েছে প্রচুর পরিমান আশ।যা আমাদের শরীর ও স্বাস্থ এর জন্য অনেক উপকারী। এজন্য আমাদের খাবার তালিকায় লাউ শাক রাখা উচিৎ। তবে গ্রাম অঞ্চলে এই লাউগাছ বেশি চাষ হয়ে থাকে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, লাউ শাক এর পুস্টিগুন গুলোঃ ![]() ১) লাউ শাক হলো কোলেস্টেরল ও ফ্যাটমুক্ত।ওজন কমানোর জন্য লাউ শাক অনেক কার্যকারী কারন লাউ শাকে ক্যালরি কম আছে।কিন্তু পুস্টিউপাদান রয়েছে অনেক।পটাশিয়াম থাকায় লাউ শাক রক্ত চাপ স্বাভাবিক রাখে। ২) লাউ শাক খেলে হাড় শক্ত হয় ও হাড়কে মজবুত করে। লাউ শাকে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম।অন্যান্য ক্যালসিয়াম এর অভাব জনিত রোগের ঝুকি কমায় এই লাউ এর শাক। ৩) লাউ এর শাকে বিভিন্ন পুস্টিউপাদান থাকায়, এটি দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রন করে ও লাউ শাক খেলে মস্তিষ্ককে ঠান্ডা রাখবে।এবং ঘুম হবে ঠিক ভাবে। ৪) লাউ শাকে রয়েছে লুটেন, বিটা- ক্যারোটিন। বিটা-ক্যারোটিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ও লুটেন চোখের নানা সমস্যার ভাল কাজ করে। ৫) কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রচুর ভুমিকা রাখে এই লাউ শাক, কারন লাউ শাকে রয়েছে প্রচুর আশ। এই আশ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া ও যাদের পাইলস আছে তাদের এই পাইলস ও প্রতিরোধ করতে সাহায্য করে এই লাউ শাক। ৬) লাউ শাকে রয়েছে ভিটামিন-সি। যা আমাদের বিভিন্ন ধরনের সক্রামক রোগ ও ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে। তাই আমাদের উচিৎ লাউ শাক খাওয়া। ৭) লাউ শাক রক্তের হিমোগ্লোবিন এর মাত্রা ও লোহিত কনিকার মাত্রা বাড়িয়ে রক্ত তৈরীতে সাহায্য করে, কারন লাউ শাকে রয়েছে আয়রন। জানলেন লাউ শাক এর পুস্টিগুন ও পুস্টিউপাদান গুলো। তাই আমাদের সবার উচিৎ খাবার তালিকায় এই লাউ শাক রাখা। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post লাউ শাক কেন খাবেন? লাউ শাক এর পুস্টিগুন গুলো জেনে নিন। appeared first on Trickbd.com. |
Andaman pro WordPress theme free download | ক্রিয়েটিভ ডিজাইনের ওয়ার্ডপ্রেস থিম Posted: Andaman – Creative & Business WordPress Theme is a modern, minimalist, easy-to-use, and fast-loading WordPress theme for building a simple and beautiful business or personal website. Made for developers, designers, bloggers and creative people. Andaman – Creative & Business Pro WordPress Theme Features:Designer/Coder friendlyWell documented – documentation included Clean design focused on good readability Use for Any Website Modern filterable portfolio Fully responsive design – easily and efficiently scales your project with one code base, from phones to tablets to desktops. Working, user-friendly PHP contact form MailChimp friendly newsletter signup form with step by step setup instructions included in the docs. Support latest Bootstrap and jQuery Clean design focused on good readability Seo optimized, clean and light weight code based on Bootstrap Great free support Lifetime free updates CSS Animation Google Maps section with a custom Google Maps skin and easy to edit custom PNG map marker আপনি যদি একটি ক্রিয়েটিভ ডিজাইনের যেকোনো সাইট তৈরী করতে চান, তাহলে এই থিমটি আপনার জন্য। এছাড়াও এই থিমটি দিয়ে আপনি খুব সুন্দর করে বিজনেস সাইট তৈরী করতে পারবেন। এছাড়াও আপনি এ থিমটি দিয়ে পোর্টফোলিও সাইট তৈরী করতে পারবেন। মজার একটা বিষয় হলো, থিমটিতে ৯ টি রেডি ডিজাইন রয়েছে। একটি রেডি ডেমো সাইটের কিছু স্কিনসট দেখুনঃ The post Andaman pro WordPress theme free download | ক্রিয়েটিভ ডিজাইনের ওয়ার্ডপ্রেস থিম appeared first on Trickbd.com. |
৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ Posted: ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার (৩১ মার্চ) তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। গতবছরের মত এ বছরও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। গত ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। এ পরিস্থিতিতে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করলো শিক্ষা অধিদপ্তর। পাঠকদের জন্য ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তুলে ধরা হলো। অ্যাসাইনমেন্ট দেখতে ক্লিক করুন : জানা গেছে, গতবছরের মতই ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ দেয়া হচ্ছে। প্রতি সপ্তাহ শুরুর আগেই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুর্নবিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। জানা গেছে, অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। কোন শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের মুখে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোন ধরণের পরীক্ষা বা বাড়ীর কাজ শিক্ষার্থীদের দেয়া যাবে না। শিক্ষার্থীদের অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন ইত্যাদির মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলোর শাব্দিক মূল্যায়ন করতে বলা হয়েছে শিক্ষকদের। এছাড়া শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করে তা লিপিবিদ্ধ করতে বলা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করেছে অধিদপ্তর। নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। The post ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ appeared first on Trickbd.com. |
Godzilla vs Kong Dual Audio Movie Download Link Gdrive Link ↓ 480p.720p Posted: আস্সালামু আলাইকুম।বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি ভালো আছেন। মুভিটা ডাউনলোড করার আগে নিচে কিছু স্ক্রিনশট দেখে নিন। মুভিটির ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো। ↓ *Godzilla vs Kong Movie Dual Audio [Hindi+English] 720p 1.05GB Gdrive Download Link ডাউনলোড করতে কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে নক দিন। The post Godzilla vs Kong Dual Audio Movie Download Link Gdrive Link ↓ 480p.720p appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন VyprVpn Premium Mod লেটেস্ট ভার্সন Without Login. 100% Connect Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App এর Mod Version শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা অনেকেই Vypr Vpn সম্পর্কে জানি আবার অনেকেই ব্যবহার করে থাকি এটি একটি জনপ্রিয় Vpn , আমারা জানি যে এই Vpn টি Fast Secure অনেক শক্তিশালী এই Vpn এ অনেক Features আছে কিন্তু আমরা Features গুলো ব্যবহার করতে পারিনা Premium Subscription এর অভাবে । আর এই VyprVpn অনেক জায়গা থেকে Mod Version গুলো ডাউনলোড করেছি কিন্তু এই এপ এগুলো একটি ও কাজ করে না । তাই আমি আপনাদের জন্য VyprVpn Premium Mod এপটি নিয়ে এসেছি Without Login And Without Any Account । আমি মনে করি এটি প্রথম VyprVpn Mod Version , অনলাইনে খুঁজলে অনেক পাওয়া যাবে , কিন্তু একটাও কাজ করবে না । |
Posted: আসসালামু আলাইকুম।আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি।আমরা মুভি লাভাররা জানি যে সদ্য মুক্তি পেয়েছে একটি সেরা হাইপ তোলা মুভি Godzilla Vs. Kong (2021) । যারা এখনো ডাউনলোড লিংক পাননি তাদের জন্য ডুয়াল অডিও ও বাংলা সাবটাইটেলের ডাউনলোড লিংক এবং হালকা রিভিউ নিয়ে আমার আজকের এ পোস্ট। তো চলুন শুরু করা যাক। Movie Name: Godzilla Vs. Kong (2021)Genre: Action, Monster, Science Fiction, Fantasy Cast : Millie Bobby Brown, Alexander Skarsgard, Jullian Denninson, Kyle Chandler Etc. Directors: Adam Wingard Imdb Rating: 7.4/10 Personal Rating: 9/10 ***নো স্পয়লার***আপনি যদি ৯০ দশকের অর্থাৎ ক্লাসিক যুগের জন্ম নেয়া কেউ হন তবে অবশ্যই বেশ কিছু ক্লাসিক সিরিজ, মুভি ক্যারেক্টার আপনি অবশ্যই দেখে থাকবেন আর মনেও গেঁথে রাখবেন। সেটা হোক কোন ফ্যান্টাসি অথবা সুপারহিরো অথবা মনস্টার অথবা হিরো। ঠিক তেমনি এক মনস্টার এর কথা যদি বলি সে সময়ের অনেকেই এর খুব ভক্ত ছিলেন, সব মিস হলেও বিকেলে মিস হতো না সেই মনস্টার এর সিরিজ দেখা, যেই মনস্টার এর নাম গডজিলা।
নিক এর দলের সাথে একের পর এক খারাপ মনস্টারকে বিট করে ফাইট করে পৃথিবী কে রক্ষা করা মানুষ জাতি কে রক্ষা করা সেই কাহিনী হয়তো অনেকেই ভুলতে পারেনি। অপরদিকে অনেকেই আমরা কংকে নিয়েও সিনেমা দেখেছি গল্প শুনেছি। আকৃতি তে দৈত্যাকার এই প্রাণীটিও মানুষের বন্ধু হিসেবেই তুলে ধরা হয়েছে বেশ কিছু সিনেমাতে। কিন্তু যখন শোনা গেল এমনই একটা মুভি আসতে যাচ্ছে, গডজিলা Vs কং। ইভেন সেখানে কেউ হয়তোবা ভিলেন এমনকি গডজিলা এর কথা বলা হচ্ছে আবার ডিরেক্টর এর স্বয়ং উক্তি ওয়ান উইল ফেইল & ওয়ান ব্যাটেল উইল উইন।আপনি মনের এক বাসনা নিয়ে তৃপ্ততা নিয়ে দেখতে বসবেন, অবশ্যই তৃপ্তির ঢেকুর গিলেই উঠবেন। মুভিটিতে কিছু সাইন্স এর মার প্যাঁচ পাবেন। যেহেতু থ্রিডি দেখেছি অতএব নয়নাভিরাম কিছু দৃশ্যায়ন তোঁ অবশ্যই পেয়েছি। চোখ জুড়ানো কিছু ফাইট সিন মাস্ট ওয়াচ। এটা বলতে পারি এমন কিছুই পাবেন যা আপনি ওই ভাবে গেস করেন নি। আর যেটা পাবেন সেটা একটু ভিন্ন মাত্রায় পাবেন।
যেহেতু WB এর Monsterverse এর কাজ তাই এ তিনটা দেখে নেওয়াই ভালো। তাও কিছু ফ্ল্যাশব্যাক করছি কারন WB Monsterverse না দেখা অনেকের এ ফিল্ম দেখতে গেলে মাথায় প্রশ্ন আসতে পারে গডজিলা vs কং কেন এবং এদের মাঝে কোনো সম্পর্ক ছিলো নাকি? এখানে গডজিলাকে নিয়ে কাজ হয়েছে দুইটি। প্রথম গডজিলাটা যদিও আমার কাছে পুরো গার্বেজ মনে হয়েছে। স্বয়ং গডজিলা পায়নি ১০-১৫ মিনিটের বেশি রানিং টাইম। দ্বিতীয়টায় গডজিলাকে দেখা যায় মনস্টারদের সাথে লড়ে পৃথিবীকে সেভ করতে। অর্থাৎ গডজিলা তার কাজ করে নেয় যখন লোকারণ্যে কোনো মনস্টার এসে হানা দেয়৷ এই Monsterverse এ গডজিলা ইতিবাচক চরিত্র এটা যে কেউ জানে।
এবার Kong এ আসি। কং কে কেউ আবার পিটার জ্যাকসনের বানানো King Kong এর সাথে জুড়ে দিবেন না। ওটা আলাদা কাজ, এই Monsterverse এর না। তিন ঘন্টা মানে পিটার জ্যাকসন তার ফ্লেভারে মুভি বানাতে গিয়ে মাত্রাতিরিক্ত বড় করার পাশাপাশি শেষটা বাজে করে ফেলেছে এটা ঠিক, কিন্তু এসব ধারণা নিয়ে মুভি দেখতে বসলে হতাশ হবেন। শুধুমাত্র Skull island নিয়ে কথা হবে। যেখানে এক দ্বীপের খোঁজে যাওয়া মানুষদের সাথে কং এর দেখা হয়। কংকে দেখা যায় দ্বীপকে রক্ষা করতে। অর্থাৎ নিজের দ্বীপের ভালোর জন্যেই যা করার করে। যেখানে মানুষদের করা আক্রমণে জেগে উঠে ভয়ানক সরীসৃপ। যাদের সামাল দেয় কং। আরেকটা পয়েন্ট খেয়াল রাখবেন, কং কিন্তু সময় যত গড়াবে তত লম্বা হতে থাকবে এটা Skull island এ বলা ছিলো। এটা কং কেনো এতো বড় এই প্রশ্নের উত্তর।
এখন তাহলে বুঝতে পারছেন যে আগে গডজিলা আর কং এর মাঝে কোনো সম্পর্ক ছিলো না। সম্পূর্ণ নতুনভাবে তৈরি ফিল্ম। গল্পের শুরুতেই দেখা যায় আক্রমণাত্মক গডজিলাকে। খবরে প্রচার হয় গডজিলা এখন আর উদ্ধারকর্তা নয়। তার কারনে মারা গেছে ৮ জন, হয়েছে বেশ ক্ষতি। এদিকে আনা হয় কংকে। শুরু হয় গল্পের নতুন মোড়। এটা এ বছরের এখন পর্যন্ত তোলা হাইপের মধ্যে অন্যতম একটা ছিলো। তাই হতাশ করে কিনা এ চিন্তা কাজ করছিলো কারন এতো এক্সাইটেড ছিলাম যে হতাশ করলে এর রেশ থেকে যেতো। তবে শেষ অবধি দারুন করেছে। গল্পকে অবশ্যই এক সাইডে রাখতে হবে। এটা ক্রাইম থ্রিলার বা ফ্যামিলি ড্রামা নয়, মাথায় রাখতে হবে এটা।
ভিজুয়াল ইফেক্টের এতো অসাধারণ হয়েছে যে আমার কাছে সিরিয়াসলি এ বছরের এখন পর্যন্ত বেস্ট মনে হয়েছে। Goosebumps এর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এনাফ। আর সেই সাথে দারুণ ফাইট যেটার অপেক্ষায় ছিলাম। আমি কোন টিমে ছিলাম সেটাও প্রভাব ফেলেনি। তবে সময়টা ভালো কাটছিলো, ফিল্মের লেন্থ আরো বাড়ালে খারাপ হতোনা। পরিশেষে একটা কথাই বলব হ্যাপি ওয়াচিং এন্ড।
এবার ডাউনলোড করার পালা। আমি নিচে ডাউনলোড করার লিংক দিয়ে দিচ্ছি।আপনারা গুগল একাউন্টে লগিন করে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিবেন। ফাইলে ডুয়াল অডিও রয়েছে।মুভি পুরো (ফুল)এইচডি। ইংলিশ অডিও পুরো ক্লিয়ার এবং হিন্দি ডাবিং অডিও হল প্রিন্ট।তারপরেও ক্লিয়ার রয়েছে এবং স্পষ্ট বুঝতে পারবেন। আর যাদের হল প্রিন্ট অডিও তে সমস্যা তারা ইংলিশ অডিও তে দেখতে পারেন। ক্লিয়ার হিন্দি ডাবিং আসলে আমি লিংক এখানে আপডেট করে দেব।আর বাংলা সাবটাইটেল এভেইলেবল হলে তাও এড করে দিবো। Godzilla Vs Kong (2021) 480p Link: Google Drive Server 1 Google Drive Server 2 720p Link: Google Drive Server 1 Google Drive Server 2 1080p Link: Google Drive Server 1 Google Drive Server 2 4K Link (English Only): Google Drive Server 1 Google Drive Server 2
এই সিরিজের আগের মুভিগুলোর ডাউনলোড লিংকঃ
Godzilla (2014) 480p Link: Download Link Here 720p Link: Download Link Here 1080p Link: Download Link Here Bangla Subtitle: Sub 1 / Sub 2
Kong: Skull Island (2017) 480p Link: Download Link Here 720p Link: Download Link Here 1080p Link: Download Link Here 4K Link: Download Link Here Bangla Subtitle: Click Here
Godzilla: King of The Monsters (2019) 480p Link: Download Link Here 720p Link: Download Link Here 1080p Link: Download Link Here 4k Link: Download Link Here Bangla Subtitle: Click Here [ 1080p ফাইল গুলো ডাউনলোড করার পূর্বে আপনার গুগল একাউন্টে ব্রাউজার আগে থেকে লগিন করে নিবেন] আর আমি ধন্যবাদ জানাতে চাই Filmybro মুভি সাইটের অথর কে, প্রায় সকল মুভির 4K কোয়ালিটি আপলোড দেয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই।পোস্টে কোনো ত্রুটি বা আপনাদের কিছু জানার থাকলে বা পোস্টটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো মুভির রিভিউ ও লিংক রিকুয়েস্ট থাকলে অবশ্যই জানাবেন।
আমার অন্যান্য পোস্টঃ
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। The post ⚡️💐 সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি Godzilla Vs. Kong (2021) মুভি ডাউনলোড করে নিন ডুয়াল অডিও (হিন্দি ডাবিং) সহ 480p, 720p, 1080p এবং 4K রেজুলেশনে !এবং আরো নিয়ে নিন এই সিরিজের অন্যান্য মুভির ডাউনলোড লিংক। [গুগল ড্রাইভ লিংক] 💐🔥 appeared first on Trickbd.com. |
শাওমি Miui রম এর মধ্যে জনপ্রিয় গেইম Cyberpunk এর কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে Posted: জনপ্রিয় গেইম সাইবার পাংক এর কাস্টম থিম নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mODe এবং লাইট মোড এও এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন এবং এটির নিজস্ব বুট এনিমেশন ও রয়েছে। Tested DeviceDevice: Poco x3 Download LinkScreenshotsInstallationThe post শাওমি Miui রম এর মধ্যে জনপ্রিয় গেইম Cyberpunk এর কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে appeared first on Trickbd.com. |
শাওমি Miui রমের মধ্যে কাস্টম থিম ইনস্টল করুন একদম সহজে (mtz ফরমেট) Posted: Miui ব্যাবহারের একটি সুবিধা হল এতে অনেক থিম ব্যাবহার করা যায়। যার মাধ্যমে বুট এনিমেশন, ইউয়াই থেকে শুরু করে সব কিছু কাস্টোমাইজ করার সুযোগ থাকে। এর ইনবিল্ট থিম স্টোরে হাজার হাজার থিম থাকলেও থার্ট পার্টি থিম ইউস করার মজাই আলাদা কারণ এতে থাকে হাজার রকমের কাস্টোমাইজ করার সুযোগ। এই কাস্টম থিম গুলা mtz ফরমেটে থাকে। তাই যারা এই ফাইল ইনস্টল করতে পারেন না তারা এই টিউটোরিয়াল ফলো করেন। DownloadSteps১.প্রথমে এপ্লিকেশন টি ওপেন করুন এবং ব্রাউজ এ ক্লিক করে আপনার ফোল্ডার লোকেশন থেকে পছন্দের mtz ফর্মেট এর ফাইলটি খুঁজে বের করুন। আজ এই পর্যন্তই সামনে বেশ কিছু কাস্টম থিম নিয়ে পোস্ট করব তাই এর ইনস্টলেশন পদ্ধতিটি শেয়ার করলাম। The post শাওমি Miui রমের মধ্যে কাস্টম থিম ইনস্টল করুন একদম সহজে (mtz ফরমেট) appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments