Google Search কিভাবে কাজ করে…..? How Google Search Works |
- Google Search কিভাবে কাজ করে…..? How Google Search Works
- সফল হতে সময়ের অপচয় বন্ধ করুন এখনই। এবার সময়কে বশে আনুন
- FREE FIRE | CALL BACK EVENT নিয়ে সমস্যা ও তার সমাধান
- প্রতিটি এয়ারটেল সিমে 1 জিবি ফ্রি
- blast boyyah app trick: মাত্র 15 mb খরচে boyyah তে 30 min+ time stream দেখে আপনার মিশন complete korun. MB বাঁচানোর এক দারুণ উপায়
- FREE FIRE GG SCRIPT | ফ্রি ফায়ার হ্যাক মেনু GHOST / STONE HACK | RANK WORKING
- [Hot] নিজেই নতুন Bkash Account খুলে নিয়ে নিন, ১৫০ টাকা পর্যন্ত বোনাস (শর্তাবলী প্রযোজ্য)
- ফেসবুকে কোন ক্ষতি ছাড়াই অটো ফলোয়ার বাড়ান [১০০% কাজ করে]
- Mirror The Torrent Server Files And Download At High Speed! ( টরেন্ট বা অন্যান্য সার্ভার থেকে যেকোনো ফাইল মিরর করে দ্রুতগতিতে ডাউনলোড করুন)
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের অর্থনীতি এ্যাসাইনমেন্ট | Hsc Accounting Assignment 2021 2nd Week Answer
Google Search কিভাবে কাজ করে…..? How Google Search Works Posted:
কারণ আপনি জানেন গুগল সমস্ত প্রশ্নের উত্তর জানেন কিন্তু কিভাবে গুগল সমস্ত প্রশ্নের উত্তর জেনে যায়। google.com নিজেও একটা ওয়েবসাইট তা সত্ত্বেও এর মধ্যে আমরা সমস্ত ওয়েবসাইটের ইনফর্মেশন খুব ইজিলি পেয়ে যায়।তাই একবারও কি আপনার মনে হয় না যে এই গুগল কিভাবে কাজ করে..? কিভাবে এই গুগল সমস্ত ওয়েবসাইটের ইনফর্মেশন একত্রিত করে এবং তাদের বিভিন্ন রেংক দিয়ে পেজের পর পেজ হিসেবে সাজিয়ে রাখে যাতে আপনার সুবিধা হয়। তো চলুন আজকের আর্টিকেলে আমরা জেনে নিই গুগল কিভাবে কাজ করে। গুগল নিজের একটা ওয়েবসাইট কিন্তু আপনার যদি কোন ওয়েবসাইট কে সার্চ করতে হয় তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করেন তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে,সমস্ত ওয়েবসাইটের ইনফর্মেশন কিন্তু গুগলের কাছে থাকেনা। ধরুন যদি আজকে আমি একটা ওয়েবসাইট বানাই তবে সেই ওয়েবসাইট থেকে কিন্তু গুগলের মধ্যে আসতে প্রায় তিন দিন থেকে এক সপ্তাহের মত সময় লেগে যেতে পারে। কারন গুগল নিজের অ্যালগরিদম রান করবে এবং পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সেগুলোতে ভিজিট করতে থাকবে এবং তার ডেটা কালেক্ট করতে থাকবে। এবং এই প্রক্রিয়ার জন্য তার একটু সময় লেগে যেতে পারে। এই কারণে নতুন ওয়েবসাইট গুগলের রেংকিংয়ে আসতে মোটামুটি তিন থেকে পাঁচ দিন বা এক সপ্তাহের মত সময় লেগে যেতে পারে এবার যখন আমরা কোনো কিছু গুগলের সার্চ করব তখন গুগোল যে সমস্ত ওয়েবসাইটগুলোকে দেখে রেখেছে এবং সেই ওয়েবসাইটগুলোর ডেটাকে এক জায়গায় স্টোর করে রেখেছে এবং সেই ওয়েবসাইটগুলোকে যে ইন্ডেক্স এসে সাজিয়ে রেখেছে সেই ওয়েবসাইটগুলোর আমরা দেখতে পাব। তুমি গুগোল তো কোন ভগবান নয় যে প্রত্যেক দিন রিয়েল-টাইমে পৃথিবীতে যে সমস্ত ওয়েবসাইটগুলো কন্টিনুওসলি তৈরি হচ্ছে তাদের সমস্ত ডাটা ইন্সট্যান্টলি দেখাতে পারে।এভার তাহলে প্রশ্ন হল যে গুগলের কাছে যে আলাদা ওয়েবসাইট লিস্ট আছে এগুলো কিভাবে তৈরি করে।মানে এই লিস্টটা কিভাবে তৈরি করে। কারণ গুগলের কাছে এরকম তো কোনো অলৌকিক শক্তি নেই যে যে ওয়েবসাইট তৈরি হবে তাদের ডেটাগুলো অটোমেটিক্যালি গুগলের কাছে চলে আসবে এই কাজের জন্য গুগল একটা Botকে ইউজ করে থাকে যাকে অনেকে গুগলের স্পাইডার বলে থাকে মানে ধরুন কোন ওয়েবসাইটে গুগলের এই স্পাইডার গেল। স্পাইডার মানে একেবারে সত্যি কারের মাকোসা ভেবে নেবে না। এটা একটা কোড একটা বট যখন কোন ওয়েবসাইটে যায় তখন সেই স্পাইডার ওয়েবসাইট থেকে সার্চ করতে থাকে যে ওই ওয়েবসাইটের মধ্যে আর অন্য কোন হাইপারলিংক আছে কিনা। হাইপারলিংক মানে ওই ওয়েবসাইটের মধ্যে এমন কোন লিংক যেটা অন্য কোন পেজেতে যেতে বা অন্য কোন ওয়েবসাইট লিংক করে এবার যখন ঐ স্পাইডার অন্য সমস্ত হাইপারলিংক গুলোকে খুজে নেবে। তখন রোবটটা ওই হাইপারলিংক গুলো কি ইউজ করে আর যে সমস্ত ওয়েবসাইট কানেক্টেড আছে তাদের মধ্যেও চলে যাবে এবং সেখানে কেউ সার্চ করতে থাকবে অন্য কোন হাইপারলিংক আছে কিনা এইভাবে যত হাইপারলিংক পাবে সেই গুলোতেই কন্টিনুওসলি এই Bot সার্চ করতে থাকবে এবং ডাটা কালেক্ট করতে থাকবে।এবার এরকম করতে করতে ইস্পাইডার ওয়েবসাইটের একটা জাল তৈরি করে। এই কারণের জন্যই হয়তো গুগলের ওই বটটাকে স্পাইডার বলা হয় তার সাথে সাথে যে যে ওয়েবসাইটকে এই স্পাইডার স্ক্যান করতে থাকবে তাদের মধ্যে থাকা ইউ আর এর টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ডগুলোকে সার্চ করতে থাকবে এবং যে ডেটা পাবে সে গুলোকে ব্যবহার করে নিজের ইন্ডেক্স বানাবে।সারা ইন্টারনেটজুড়ে গুগলের এই স্পাইডার বা কোডিং বা Bot চারিদিকে ছড়িয়ে আছে আর কন্টিনিউয়াসলি ছাড়া ইন্টারনেট কেন স্কেন করে চলেছি নতুন নতুন ডিটার জন্য এবং নতুন নতুন আপডেটের জন্য। মানে ধরুন যদি কোনো পুরোনো ওয়েবসাইট আপডেট হয় তবে তার আপডেট কেউ গুগোল কালেক্ট করে নিজের ডেটাবেসে স্টোর করে রাখে। মানে একটা কন্টিনুওস প্রসেস মানে কন্টিনিউয়াসলি গুগোল এই কাজটা করে চলেছে। এরকম মোটেই নয় যে গুগোল পুরো ইন্টারনেটের ডেটা একসাথে কানেক্ট করে তারপর তার সার্চ ইঞ্জিনে আমাদেরকে দেখাতে থাকে। এই রোবটগুলো কন্টিনুওসলি কাজ করতে থাকে এবং কন্টিনিউয়াসলি ডেটাবেজ কি আপডেট করতে থাকে এবং ব্যাপার হলো গুগোল যদি এত ডাটা কালেক্ট করে তবে সেগুলোকে স্টোর করার জন্য অনেক বড় বড় সার্ভার এর দরকার হয় তাই সারা পৃথিবীতে গুগলের অনেক বড় বড় সার্ভার চারিদিকে ছড়িয়ে আছে। এবার এটা তো হয়ে গেল গুগলের back-end মানে গুগল কিভাবে ডাটা কালেক্ট করে তবে আমরা যখন কোন কিছু গুগলে সার্চ করি তখন সেই প্রসেসটা কিভাবে কাজ করে। এবার ধরুন আপনি সার্চ করেছেন গুগোল বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয় কিংবা ধরুন হাউ টু মেক চিকেন বিরিয়ানি। এবার চিকেন বিরিয়ানি যে যে ওয়েব সাইটের টাইটেল থাকবে কিংবা ডেসক্রিপশনে থাকবে সেই ওয়েবসাইটগুলোকে গুগল নিজের সার্ভারে খুজবে এবং যে ওয়েবসাইটগুলোকে অথেন্টিক মনে হবে এবং মনে হবে যে অনেক লোকের মধ্যে ভিজিট করে এবং অনেক টাইম কাটায় সে গুলোকে রেংকিং এর মাধ্যমে উপরের দিকে রাখবে তারপর ওই ওয়েবসাইটগুলোকে গুগোল আবার স্ক্যান করবে এবং কয়েকটা পার্টিকুলার কোশ্চেন করবে। যেমন ধরুন চিকেন বিরিয়ানি কি ওই ওয়েবসাইটের টাইটেলে আছে কিংবা ধরুন চিকেন বিরিয়ানি কি ওর ডেসক্রিপশনে আছে অথবা ওয়েবসাইটের মধ্যে এমন কি কোন জিনিস আছে যেটা এই কী-ওয়ার্ড এর সঙ্গে ম্যাচ করে। এছাড়াও ধরুন ঐ ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত হাইপারলিংক আছে সেগুলো অ্যাক্টিভ কিনা কিংবা অথেন্টিক কিনা সেগুলোও গুগোল বারবার চেক করে দেখে আর সেই হিসেবে গুগল নিজের সার্চ এর রেজাল্ট তৈরি করে এবং আমাদেরকে দেখার। যাতে আমরা খুব ইজিলি অথেন্টিক ওয়েবসাইটের মধ্যে যেতে পারি এবং বিনা ঝনঝটে আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যায়। তবে গুগল সার্চের মধ্যে যে রেজাল্ট আমরা দেখি সেটা কন্টিনুওসলি একই থাকেনা বিভিন্ন ধরনের ফ্যাক্টর আছে যার জন্য গুগল সার্চের রেজাল্ট অপ ডাউন হতে থাকে এবং তার সাথে চেঞ্জ হতে থাকে নানান ধরনের ওয়েবসাইট এর রেংকও। তার সাথে আরও একটা জিনিস ডিপেন্ড করে সেটা হল সিটিআর অর্থাৎ Click Through Rate মানে ধরুন কোনো কিছুকে আপনি গুগলের সার্চ করেছেন এবার বলুন মানুষ সার্চ রেজাল্ট এর মধ্যে থেকে কোন একটা ওয়েবসাইট কে বারবার ধরে ভিজিট করছে এবং সেই ওয়েবসাইটের মধ্যে কিছু টাইম কাটাচ্ছি। তখন গুগোল মনে করবে যে এই ওয়েবসাইটের সিটিআর অর্থাৎ Click Through Rate হাই তখন সাথে সাথে ওই ওয়েবসাইটের রেংকিং একটু বেড়ে যেতে পারে তার সাথে এটাও ভ্যারি করে যেকোনো ওয়েবসাইটের ট্রাফিক কতটা বেশি জেনারেট হয়। এরকম ধরনের বিভিন্ন কারণের জন্য কোন ওয়েবসাইটে রেংকিং ডিপেন্ড করে এর সাথে গুগোল আরো একটা জিনিস আমাদের বলে সেটা হল গুগল সার্চ রেজাল্টে যে রেংকিং আমরা দেখি তার জন্য গুগল কোন ওয়েবসাইটের কাছে কোন টাকা চার্জ করেনা। মানে ধরুন যদি কোন ওয়েবসাইট মনে করে যে আমি গুগল এ টাকা দিয়ে আমার ওয়েবসাইটে রেংকিং বাড়াবো তবে গুগোল সেটা কিন্তু কোনভাবেই করবে না। তবে হ্যাঁ গুগল বিভিন্নতা keyword এর জন্য তার সার্চ রেজাল্টে এডভারটাইজমেন্ট দেখার আর সেই এড থেকে গুগোল একটা ভালো টাকা ইনকাম করে। এইজে ফ্রিতে গুগল আপনাকে সার্চ রেজাল্ট দেখাচ্ছে।বিভিন্ন ওয়েবসাইটে স্পাইডার পাঠিয়ে তাদের ডাটা কালেক্ট করছে এবং রেংকিং এর মাধ্যমে সাজাচ্ছে। এই সবকিছু গুগোল ফ্রিতেই করে কিন্তু এসব কিছু করার জন্য বিভিন্ন এডভারটাইজমেন্ট থেকে টাকা ইনকাম করে। সেটা সার্চ রেজাল্টে হতে পারে বিভিন্ন ব্লগেও হতে পারে এমনকি ইউটিউব ভিডিওর অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমেও। মানে গুগোল আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে এবং সেখান থেকে টাকা কামিয়ে গুগোলের বিভিন্ন ফিচারস কে আমাদের ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। যেমন ধরুন গুগোল সার্চ, গুগোল ফটোস, গুগোল ড্রাইভ, ইউটিউব, গুগোল ডকস এর মত এরকম ভালো ভালো ভালো সার্ভিসেস যেগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারি। ধরুন আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন কিন্তু আপনি চান যে গুগলের রোবট আপনার ওয়েবসাইটে যাতে না ঢুকে সেটাও করা যায় এর জন্য গুগোল নিজেই একটা প্রোগ্রাম বা একটা কোডিং বানিয়ে রেখেছে আর আপনি যদি আপনার ওয়েবসাইটে Robots.txt বলে একটা ফাইল তৈরি করে তার মধ্যে গুগলের ওই কোডটি লিখে দেন। তবে গুগলের স্পাইডার আপনার ওয়েবসাইটে ঢুকবে না। তবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে এর জন্য কিন্তু আপনার ওয়েবসাইট গুগলের সার্চ রেজাল্টে ও আসবেনা। যখন গুগলের স্পাইডার আপনার ওয়েবসাইটে ঢুকবে এবং দেখবে যে ওই robots.txt ফাইল টা আছে এবং এর মধ্যে প্রোগ্রাম লেখা আছে তখনও স্পাইডার আর আপনার ওয়েবসাইটের মধ্যে থেকে কোন ডাটা কালেক্ট করবেনা। কিন্তু প্রবলেম ওটাই আপনার ওয়েবসাইট গুগলের সার্চ রেজাল্টে আসবে না। যার ফলে আপনার ওয়েবসাইটের রিচ কমে যাবে। কারণ এখন মোটামুটি সবাই গুগোল এই সবকিছু সার্চ করে আর গুগল সার্চের মধ্যে যদি আপনার ওয়েবসাইট না আসে তবে বুঝতেই পারছেন যে আপনার ওয়েবসাইটের ট্রাফিকও বেশি জেনারেট হবে না। তবে বর্তমানে গুগোল আগের থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। এমন কিছু জিনিস আছে যার জন্য গুগল চাই যে আপনাকে কোন ওয়েবসাইটে ঢুকতেই না হয় তার রেজাল্টা আপনি গুগলের সার্চ এর মধ্যেই সাথে পেয়ে যান। ধরুন আপনি সার্চ করলেন প্রেসিডেন্ট অফ আমেরিকা তখন গুগলের সার্চ রেজাল্টে আপনি দেখতে পাবেন যে জো বাইডেন হল প্রেসিডেন্ট অফ আমেরিকা। আর এই ইনফর্মেশন থেকে জানার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে যেতে হলোনা গুগল নিজের সার্চ এর মধ্যেই এর রেজাল্ট আগে আপনাকে দেখিয়ে দিলো। কিংবা ধরুন যদি আপনি গুগলের মধ্যে লেখেন ক্যালকুলেটর তাহলে একটা ক্যালকুলেটর গুগল সার্চের মধ্যে চলে আসে। গুগলের সার্চ ইঞ্জিন কন্টিনিউয়াসলি আমাদের অর্থাৎ যারা গুগলে সার্চ ইঞ্জিন কে ব্যবহার করে তাদের বিহেভিয়ার মানে তারা কিরকম ভাবে সার্চ করে কিভাবে রেজাল্ট কি জানতে চাই এই গুলোকে ধীরে ধীরে নিজেই বুঝতে পারছে এবং কন্টিনিউয়াসলি নিজেকে আপডেট করছে সুতরাং একটা টাইম ছিল যখন আমরা গুগলকে চালাতাম। তবে বর্তমানে গুগোল আমাদের চালাচ্ছে। মানে ধরুন আপনি যদি কোনোকিছুকে সার্চ করেন তবে গুগলের প্রথম পেজ এর মধ্যে যে কটা রেজাল্ট তাকে মস্ট প্রবাবলি আপনি ওই রেজাল্ট গুলোর মধ্যে একটাতে ক্লিক করে। মানে গুগোল আমাদের বলে দিচ্ছে যে কোনটাতে ক্লিক করতে হবে। আপনি যদি কোন রাস্তা না জানেন গুগল আপনাকে রাস্তা দেখিয়ে দেবে সেখানে যাওয়ার জন্য। আপনি কি কিনবেন কী পড়বেন সবকিছুর জন্য গুগোল আমাদেরকে কোনো না কোনোভাবে কন্টিনিউয়াসলি ইনফ্লুয়েন্স করে চলেছে। এই কারণে যখন আপনার চিকেন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলো তখন সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা জানার জন্য আপনি নিজের মায়ের কাছে না গিয়ে আগে গুগলের কাছে চলে যান। আর গুগোল যেভাবে করে সেইভাবেই আমরা রান্না করে ফেলে The post Google Search কিভাবে কাজ করে…..? How Google Search Works appeared first on Trickbd.com. |
সফল হতে সময়ের অপচয় বন্ধ করুন এখনই। এবার সময়কে বশে আনুন Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । সফল হতে সময়ের অপচয় বন্ধ করুন এখনইএকটু ভেবে দেখুন তো আপনি হয়তো কিছুই না করি অলস ভাবে বসে আছেন। এত সময় পরেও আপনার লক্ষ্যের দিকে এখনও এগিয়ে যেতে পারেননি। আপনি কোন উন্নতি করতে পারেননি। এটা নিয়ে আপনার চিন্তা করা উচিত এখনই উঠুন এবং আপনার কাজটি শুরু করুন। বিজ্ঞানীরা থিওফ্রাস্টাস বলেন → “সবচেয়ে বড় অপচয় হলো সময় অপচয়” সময় কারো জন্য অপেক্ষা করেনা। তাই আপনার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। আপনার সময়কে সঠিকভাবে কাজে লাগান। আপনি যে আইডিয়া নিয়ে ভাবছেন তা নিজে নিজে সফল হবেনা যে বইটি আপনি লিখতে চাইছেন তা নিজের নিজের লেখা হয়ে যাবে না। এটা আপনারই করতে হবে এবং এখনই করতে হবে আপনি আর কত সময় অপেক্ষা করবেন আরো 30 সেকেন্ড আরও এক মিনিট নাকি আপনি আরও এক ঘণ্টা অপেক্ষা করবেন হয়তো ভাবছেন আরো কয়েক ঘন্টা পর কাজটা শুরু করি আচ্ছা কেমন হয় যদি আমি আগামীকাল কাজটা শুরু করি। আপনি কি সত্যিই আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন। আপনি কি আরো এক সপ্তাহ অপেক্ষা করবেন। কিংবা আরো একমাস। আপনি আর কত সময় অপেক্ষা করবেন। আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে বুঝতে হবে আপনার জীবনে আপনার কাজ আর সময়ের গুরুত্ব কতটুকু। আপনাকে বুঝতে হবে যে একদিনে আছে মাত্র 86400 সেকেন্ড এবং আপনাকে শুধু এই সময়ের মধ্যে কাজ করলে হবেনা। আপনাকে অনেক দ্রুত কাজ করতে হবে। কিন্তু কেন কারণ কেউ একজন আছে যে একই পথে হাঁটছে যে পথে আপনি হাঁটছেন। কেউ একজন আছে যে আপনি যা আইডিয়া নিয়ে ভাবছেন সেও একই আইডিয়া নিয়ে ভাবছে। কেউ একজন আছে যে আপনার মতোই কাজটি করার চেষ্টা করছে এবং তারাও সেভাবে কঠোর পরিশ্রম করছে যেভাবে আপনি করছেন। তারা তাদের কাজে সফল হওয়ার জন্য একই পরিমাণ গাম চোখের পানি এবং রক্ত ঝরাচ্ছে। কিন্তু আপনি কি করছেন…?আপনাকে তাদের থেকে আরও দ্রুত কাজ করতে হবে। আপনি যদি এ সকাল 6 টায় ঘুম থেকে ওঠেন আপনি আমার থেকে বেশি স্মার্ট হতে পারে আপনি আমার থেকে বেশি সুবিধা পেতে পারেন আপনার কাছে আমার থেকে বেশি সম্পদ থাকতে পারে। কিন্তু আমি আপনার থেকে আরো আগে উঠব এবং আমি আমার কাজ আপনার থেকে আরও দ্রুত করবো। আপনি যে সময় আপনার সকল জিনিস সুবিধা এবং সম্পদ নিয়ে উঠবেন তার আগেই আমি আমার কাজ শেষ করে ফেলব। একজন এভারেজ পারফরমার একই কথা বলতে পারে, এ কি বই পড়তে পারে, আবার তার একই সিডিউল থাকতে পারে এমনকি যে মানুষটা সারাদিন অনেক ব্যস্ত থাকে সেই দিন শেষে বা সপ্তাহ শেষে বা মাস শেষে বা বছর শেষে সর্বোপরি জীবনের রেসে জয়ী হতে পারে। বর্তমানে এটি উপহার এবং আমাদের এটিকে উপহার হিসেবে ব্যবহার করা উচিত। আপনি অনেক ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন আপনি অনেক ধীর গতিতে কাজ করছেন। যদি আপনি নির্দিষ্ট সময়ে শেষ করতে চান তাহলে আপনাকে কেবল কাজটা শেষ করলে হবেনা আপনাকে অনেক দ্রুত কাজটা শেষ করতে হবে। যে পরিমাণ সময় আপনার আছে বলে আপনি মনে করেন আসলে সেই পরিমাণ সময় আপনার নেই। তাই আর অপেক্ষা করবেন না আর চিন্তা করবেন না আর পরিকল্পনা করবেন না আর কোন অজুহাত দেবেন না। এখনই ঝুঁকি নিন আপনার লক্ষ্যের দিকে প্রথম ধাপটি আজ নিন। এখনি আপনার কাজটি শুরু করুন আর স্বপ্ন দেখা নয় স্বপ্ন দেখার সময় শেষ। এখন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার সময় আপনাকে নির্দিষ্ট পরিকল্পনা সাথেই হতে হবে। এখনই সময় আপনার সমস্যাগুলো সমাধান করার আপনাকে অনেক দ্রুত কাজ করতে হবে। সময় চলে যাচ্ছে দিনের 86400 সেকেন্ড কি আপনি কিভাবে ব্যবহার করছেন তা অন্যদের সাথে আপনার হার-জিতের পার্থক্য নির্ধারণ করবে। তাই আপনার মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন। আর অপেক্ষা করবেন না আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান আর কোনো সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না। আর একটা দিন নষ্ট করবেন না। আপনার সময়টি বিশুদ্ধতার সাথে ব্যয় করুন কারণ সময় সত্যিই অনেক মূল্যবান। বর্তমানকে কাজে লাগান দিনের প্রত্যেকটা মুহূর্তে আপনার স্বপ্ন পূরণের জন্য ব্যয় করুন। আপনার সময় এবং কাজের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। কারণ আমাদের জীবন অনিশ্চিত এটার কোন গ্যারান্টি নেই আপনার অপেক্ষা করে কোন লাভ নেই। হয় আপনি আপনার সময়কে নিয়ন্ত্রণ করুন নাহলে আপনার সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post সফল হতে সময়ের অপচয় বন্ধ করুন এখনই। এবার সময়কে বশে আনুন appeared first on Trickbd.com. |
FREE FIRE | CALL BACK EVENT নিয়ে সমস্যা ও তার সমাধান Posted: আসসালামু আলাইকুম |
প্রতিটি এয়ারটেল সিমে 1 জিবি ফ্রি Posted: আসসালামু আলাইকুমসবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন, তো আজকের এই পোস্টের মধ্যে আমি আপনার সঙ্গে চমৎকার একটা ট্রিকস শেয়ার করতে যাচ্ছি, আমি নিজেও এখান থেকে প্রায় 1 জিবি বোনাস পেয়ে গেছি, তো রেফার বিষয়টা আহামরি কিছুই না,আপনি নিজেও করতে পারবেন, যেমন আপনি মেসেঞ্জারে মাধ্যমে তিন জনকে শেয়ার করে দিবেন তিনজন যদি আপনার দেয়া লিংক থেকে অপেন করে এবং গেমটি একবার প্লে করে আপনি জিতে জাবেন ১জিবি, না বুজলে সরাসরি এই পোস্টটা যদি আপনাদের অনেক ভালো লাগে এমনকি Helpfull হয়ে থাকে, তাহলে তাহলে আপনার কাছ থেকে একটা লাইক চাই, আজ এই পযন্তই ইনশাআল্লাহ আসছি নতুন কিছু নিয়ে,ভালো থাকুন সুস্থ থাকুন The post প্রতিটি এয়ারটেল সিমে 1 জিবি ফ্রি appeared first on Trickbd.com. |
Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেক উৎসাহ নিয়ে আজকে পোস্ট লিখতে বসলাম। কারন পোষ্টটা হবে ধামাকাদার। চলুন শুরু করা যাক। তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দেখাবো কিভাবে boyyah! এপ এ কম এমবিতে লাইভ স্ট্রিম দেখবেন। এক্ষেত্রে ৩০ মিনিট লাইভ দেখলে ১৫ এমবির মতো খরচ হবে আপনার যেখানে খরচ হবার কথা ১৫০+ এমবি। চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই। free fire এর নানারকম ইভেন্ট boyyah এপস এ আমরা দেখি। আর এর মাঝে সবচেয়ে প্রচলিত হলো লাইভ স্ট্রিম দেখা। কিন্তু স্ট্রিম দেখতে গেলে রাক্ষসের মতো এমবি কাটে বলৈ আমরা অনেকেই দেখিনা। আজ আমি এই সমস্যার সমাধান দেব। এক্ষেত্রে ৩০ মিনিট লাইভ দেখলে ১৫ এমবির মতো খরচ হবে আপনার যেখানে খরচ হবার কথা ১৫০+ এমবি। এজন্য আপনাকে যা করতে হবে—— তারপর এখান থেকে যেকোন একটা স্ট্রিম চালু করে নিন। এরপরে আপনার ফোনের ডাটা অফ করে দিন। এইবার এইরকম relinking network দেখাবে। কিছুক্ষন পরে দেখবেন ভিডিও চলে গেছে, এবং video player error দেখাচ্ছে। এবার আপনার ফোনের ডাটা আবার চালু করে দিন। এবংেআপনি দেখতে পারবেণ ভিডিও দেখাচ্ছে না কিন্তু লাইভ chat দেখাচ্ছে। ***(((এখন সবচেয়ে গুরুত্বর্পূন কথা হলো কিছুক্ষন পর পর আপনার ফোনের স্ক্রিন নিভে যেতে চাইবে, কিন্তু আপনাকে সেটা হতে দিলে চলবেনা। যখনই স্ক্রিন অফ হয়ে যেতে চাইবে তখনই আপনি আপনার মোবাইলের যেকোন যায়গায় ক্লিক করবেন। ফলে আবার কিছুক্ষন লাইট অন থাকবে।))) এভাবে দেখতে থাকলে আপনার মিশন কমপ্লিট হতে থাকবে। দেখুন আমি আমার মিশন কমপ্লিট করেছি। এইবার পোষ্টের প্রমাণ দেখাচ্ছি, দেখুন ৩৬ মিনিট লাইভ দেখার পরে আমার মাত্র ১৬.৬ এমবি ফুরিয়েছে। তাহলে এটাই ছিলো garena কে বোকা বানিয়ে আপনার মিশন কমপ্লিট করার ট্রিক। তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোষ্টটা আপনাদের কাজে দিবে। মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন। কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান। তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ । The post blast💥 boyyah app trick: মাত্র 15 mb খরচে boyyah তে 30 min+ time stream দেখে আপনার মিশন complete korun. MB বাঁচানোর এক দারুণ উপায়😁 appeared first on Trickbd.com. |
FREE FIRE GG SCRIPT | ফ্রি ফায়ার হ্যাক মেনু GHOST / STONE HACK | RANK WORKING Posted: আসসালামু আলাইকুম |
[Hot] নিজেই নতুন Bkash Account খুলে নিয়ে নিন, ১৫০ টাকা পর্যন্ত বোনাস (শর্তাবলী প্রযোজ্য) Posted:
বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খুলে লগ ইন করলেই সাথে সাথে পাবেন ২৫ টাকা বোনাস। তিনবার ২৫ টাকা করে মোবাইল রিচার্জ বিকাশ করলে মোট ৭৫ টাকা পর্যন্ত বোনাস। দুইবার ডেবিট কার্ড থেকে ১,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলে ৫০ টাকা পর্যন্ত বোনাস নতুন বিকাশ একাউন্ট খুলার নিয়ম জানতে এখানে ঢুকুনঅফারের বিস্তারিতঃ
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post [Hot] নিজেই নতুন Bkash Account খুলে নিয়ে নিন, ১৫০ টাকা পর্যন্ত বোনাস (শর্তাবলী প্রযোজ্য) appeared first on Trickbd.com. |
ফেসবুকে কোন ক্ষতি ছাড়াই অটো ফলোয়ার বাড়ান [১০০% কাজ করে] Posted: 25 Jun 2021 07:33 PM PDT আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি এপ যার মাধ্যম আপনারা আপনার আইডিতে যত চান ফলোয়ার বাড়াতে পারবেন। তো শুরু করা যাক…. আর এই সামান্য কিছু ফেসবুক অটো লাইক, ফেসবুক অটো ফ্রেন্ড রিকুয়েস্ট, ফেসবুকে অটো কমেন্ট, ফেসবুক পেজে অটো লাইক কিংবা অটো ফলোয়ার নিতে অনেকেই আবার নিজের স্বাধের ফেসবুক আইডিটি তুলে দেয় থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হাতে। তো আপনার আইডিতে ফলোয়ার নিতে চাইলে আপনাদের অবশ্যই একটি ফেইসবুক ফেক আইডি আর একটি এপ লাগবে। এপের নাম Raje Liker. এপ লিংকঃঃ তো এপ ডাউনলোড করা হয়ে গেলে অব্যশই ফেইসবুক ফেক আইডি দিয়ে লগ ইন করাতে হবে। The post ফেসবুকে কোন ক্ষতি ছাড়াই অটো ফলোয়ার বাড়ান [১০০% কাজ করে] appeared first on Trickbd.com. |
Posted: 25 Jun 2021 06:38 PM PDT আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? পোস্ট টপিকঃ কিভাবে টরেন্ট বা অন্যান্য যেকোন সার্ভার থেকে কম গতিতে ডাউনলোড হওয়া ফাইল-গুলো মিরর করে দ্রুত গতিতে ডাউনলোড করবেন! বিশেষ করে বেশিরভাগ টরেন্ট সার্ভারেই বাংলাদেশে স্পিড কম পাওয়া যায়, খুব বড় ফাইল ডাউনলোড করতে গিয়ে অনেক বিরক্ত হয়ে যেতে হয়। বেশিরভাগ টরেন্ট সার্ভারে আবার (200-300kb) প্রতি সেকেন্ডে ডাউনলোড হয় যেটা অনেক বড় ফাইল ডাউনলোডের ক্ষেত্রে অনেক বিরক্তিকর। তাছাড়া (Pause-Resume) লিংক এক্সপায়ার হয়ে যাওয়া নতুন করে লিঙ্ক জেনারেট করা এগুলো অনেকটা বিরক্তিকর কাজ। সে ক্ষেত্রে অন্যান্য সার্ভার যেমন Google, MegaNZ, OneDrive এসব সার্ভারে ফাইল মিরর করে ডাউনলোড করলে অনেক স্পিড পাওয়া যায়। আর বাংলাদেশে গুগলের সার্ভার থাকার কারণে ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে গুগলের সার্ভার অনেক ফাস্ট। আচ্ছা আজাইরা বকবক বাদ দিয়ে পোস্টে চলে যাই। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে খুব সহজে যেকোনো ফাইল মিরর করবেন। সর্বপ্রথম পিসিতে অথবা স্মার্টফোনে আপনাদের টেলিগ্রাম ইন্সটল এবং টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন কারন আমরা টেলিগ্রামে গ্রুপ এর মাধ্যমে মিরর করবো । বিদ্র: আমি এখানে কোন টেলিগ্রাম গ্রুপের প্রমোশন করাচ্ছি না! Telegram Group Link: https://t.me/GdriveMirrorCloud আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন, এই যে নিচের যে গ্রুপ টা দেখছেন এটাই। মূলত এটা একটা গ্রুপ আর গ্রুপের ভিতর একটি বট এড দেয়া আছে! জয়েন এ ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যান সিম্পল! তারপর নিচের ছবির মত টাইপের জায়গায় স্লেস অথবা শর্টকাট থেকে স্লেস এ ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মত একটি লিস্ট দেখতে পাবেন, লিষ্টে কমান্ড সহ কেমন টাইপের ফাইল মিরর করতে পারবেন এবং জিপ কে আনজিপ (Zip to Unzip) করেও আপনারা ডাউনলোড করতে পারবেন।
নিচের ছবিতে কমান্ড গুলো দেখে নিন। ধরেন এখন আমি একটি গেম টরেন্ট সাইট থেকে ডাউনলোড করব। নিচের মত টরেন্ট সাইটে গিয়ে যে ফাইলটি ডাউনলোড করবেন তার ম্যাগনেট লিংক অ্যাড্রেস কপি করে নিন। কপি করার পর টেলিগ্রাম গ্রুপে চলে যান এবং type এ গিয়ে /mirror <space> আপনার ফাইল এর লিঙ্ক পেস্ট করুন। আপনার ফাইল এর লিঙ্ক নিচের ছবির মত পেস্ট করুন। তারপর সেন্ড বাটনে ক্লিক করুন। সেন্ড করার পর কিছুক্ষণের মধ্যে ফাইলটি তাদের ভার্চুয়াল সার্ভারে ডাউনলোড হবে এবং কিছুক্ষণের মধ্যে গুগোল ড্রাইভ এ আপলোড হয়ে যাবে। তারপর ফাইলটি মিরর হয়ে গেলে বট আপনাকে মেনসন করে দিবে। তারপর আপনি ইচ্ছামত ড্রাইভ লিনক অথবা ইন্ডেক্স লিংকে ক্লিক করে হাই স্পিডে ডাউনলোড করে নিতে পারবেন কোন বাড়তি ঝামেলা ছাড়াই। √ আশাকরি কিছু না কিছু হলেও উপকৃত হবেন, বুঝতে না পারলে কমেন্ট করে জানান সাহায্য করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন সেই কামনা করি। আসসালামু আলাইকুম। The post Mirror The Torrent Server Files And Download At High Speed! ( টরেন্ট বা অন্যান্য সার্ভার থেকে যেকোনো ফাইল মিরর করে দ্রুতগতিতে ডাউনলোড করুন) appeared first on Trickbd.com. |
Posted:
★যে প্রশ্নটি দেওয়া হয়েছেঃ “প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE ★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}} The post ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের অর্থনীতি এ্যাসাইনমেন্ট | Hsc Accounting Assignment 2021 2nd Week Answer appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments