Search box..

ওয়াস ওয়াসা /OCD রোগ।

ওয়াস ওয়াসা /OCD রোগ।


ওয়াস ওয়াসা /OCD রোগ।

Posted:

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আজকে একটি গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে
পোস্ট টি লিখছি ইং শা আল্লাহ।
অনেকেই হয়ত বিষয়টির সাথে অবগত আছেন।

ওয়াস ওয়াসা রোগ- কুমত্রণা রোগ।
OCD- Obsessive Compulsive Disorder.
বাংলায় শুচিবায়ু নামে পরিচিত।
এটি একটি psychological disorder.

এটি শরীরের অন্যান্য অংগের মত রোগ নয়।
এটা একটি মানুষিক রোগ।

এই রোগটির অনেক কমন লক্ষন আছে;
যেমন,

১। হঠাৎ করে মানুষিক পরিবর্তন – এমন বিষয় নিয়ে চিন্তা করা
যা অনিচ্ছায় হচ্ছে। আমি চাচ্ছি না তবে সেই চিন্তা বার বার অন্তরে নাড়া দেয়।
২। এককাজ বার বার করা।
৩। মনের ভিতর সন্ধেহ সৃষ্টি হওয়া
৪।উযু ঠিক মত হচ্ছে কিনা ভেবে অনেক সময় লাগানো।
৫। মারাত্বক রোগ হয়েছে কিনা এমন বার বার ভাবা।
৬।অনিচ্ছায় কাউকে দেখলেই মনে গালি চলে আসা।
৭।অনিচ্ছায় মনে মনে গালি চলতে থাকা।
৮।গেট লাগিয়েছি কিনা এমন চিন্তা বার বার হওয়।
৯। আল্লাহ সম্পর্কে অনিচ্ছায় এমন চিন্তা আসা যা সে কখনো
বলবেনা যদিও তাকে আগুনে ফেলা হয়।
১০। নামাজে কুমন্ত্রনা বোধ করা। রাকাত সংখ্যা বার বার ভুলে যায়।
১১।অনিচ্ছায় কোন বিপরিত জেন্ডারকে দেখে
অশ্লীল চিন্তা, অশ্লীল চিত্র নিজের চোখে ভাসা যদিও তারা
আপন মা, চাচি বা আত্নীয় হয়।
১২।এমন মানুষিক পরিবর্তনের কারণে পড়াশোনা করতে
না পারা।
১১।অনিচ্ছায় কারো উপর অভিশাপ আসা।
১২। অনিচ্ছায় কোনো মুসলিমকে কাফির মনে করা।
১৩।ইসলামিক বিষয়ে অনিচ্ছায় অন্তরে কুমন্ত্রণা আসা।
১৪।এসব কুমন্ত্রণা আসার কারণে মানুষিকভাবে ভেঙে পড়া।
১৫।সাহাবিদের বিষয়েও খারাপ চিন্তা অনিচ্ছায় আসা।
১৬।ভাল হয়ে যাওয়ার পর- কোনো গানের কলি অনিচ্ছায় বার বার মনে হওয়া।
১৭।বাথ্রুমে অনিচ্ছায় কুর আনের আয়াত মনে হওয়া।
১৮।কুরআনকে অবমাননা মুলক, খারাপ চিন্তা মনে
আসা।
১৯।অনিচ্ছায় ছেলে-ছেলের প্রতি আকর্ষন আসতে পারে।
২০।নিজেকে তুচ্ছ মনে করা।
২১। নিজেকে কাফির মনে করা, বা, নিজে বাদে সবাইকে খারাপ মনে করা।
আরও, লক্ষণ থাকতে পারে ব্যাক্তিভেদে।যেকেউ যেকোন বয়সেই এ রোগ হতে পারে।

যখন কেউ হঠাৎ করে এই ফেস করে তখন সে
খুবই এলোমেলো হয়ে যায়।তার জানা থাকে না কি করা
যায়, এর সমাধান কি?
এক কুমন্ত্রণা নিয়ে ভাবলে আরেক কুমন্ত্রণা আসে।
শুধু ঘুমের সময়টাই মুক্ত থাকে।
আর এইরকম ভয়াবহ কুমন্ত্রণা আসার কারণে অনেকে
পিতা মাতাকে জানাতেও চায় না বা পারে না।

এর কারণ:
১।শয়তানের আছরের কারণে হতে পারে।
২।ক্বারিন জিন- সহচর শয়তান শক্তিশালী প্রভাব বিস্তার এর কারণে।
৩।মানুষিক কিছু সমস্যার কারণেও হতে পারে।
তবে, প্রধান কারণ হলো শয়তান।
মহান আল্লাহ কুরআনে বহুবার বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
তাই, আমরা মানুষের সাথে শত্রুতা থাকলে তাকে হত্যাও করতে রাজি থাকি।
তবে, আসল শত্রুর কথা কি মনে আছে? আমাদের মনে না
থাকলেও শয়তান আমাদেরকে শত্রুর মতই দেখছে
তার উদ্দেশ্য, সে জাহান্নামী তাই সে মানুষকেও জাহান্নামে
নিতে চায়।যার কারণে, সে মানুষের মনে কুমন্ত্রনা আল্লাহ বিষয়ে
ইসলাম বিষয়ে, নাস্তিকতামুলক চিন্তা ঢালে যাতে সে ইমান হারিয়ে ফেলে।

এটা কিছুটা ব্রুট ফোর্স এটাকের মত
যেখানে দুর্বলতা সেখানেই আঘাত করে শয়তান।
তবে, শয়তানের কায়দা অবশ্যই দুর্বল।

শয়তান এই রোগীদের কতভাবে নির্যাতন করছে। তবে তাদের
জন্য সুসংবাদ আছে” যদি কেউ আল্লাহ বিষয়ে এমন
কিছু চিন্তা আসে যদি তাকে আগুনে ফেলা হয় তবুও
সে বলবে না ” তার ইমান আছে এটাই তার সুস্পষ্ট প্রমাণ।

তাদের এমন হচ্ছে বলে তারা খারাপ, সে ওয়াস ওয়াসায়
আক্রান্ত বলে সব শেষ এগুলো মনে করার কোনো
সুযোগ নেই। কারণ, সে এগুলো ইচ্ছায় করছে না,
এগুলোতে তার কস্ট হচ্ছে যা ইমানের বহি:প্রকাশ।
সে প্রকৃতভাবে শয়তান+ নফসের সাথে জিহাদ করে যাচ্ছে
তার চেষ্টার দরুন আল্লাহ তার ইমান বাড়িয়ে দিতে পারেন।
তার জন্য পরহেজগার হওয়া সহজ হচ্ছে,
কারণ, সে বুঝতে পারছে শয়তান কি জিনিস।আল্লাহ যা বলেছে, রসুল (স:)
যা বলেছেন সে সব মিল পাচ্ছে – শয়তান এই এই করে,
কোনো প্রানী দেখলে তার মনে শয়তান ঢালে
যে, এত সুন্দর প্রানী কে সৃষ্টি করল? আল্লাহ।

এবার শয়তান বলবে, আল্লাহকে কে…
নাউযুবিল্লাহ- এ কথায় একমত হলেই ইমান চলে যাবে।
সে জানতে পারল, হাদিসে যেটা রয়েছে সেটা তার সাথে
হচ্ছে তখন তার ইমান আরো বেড়ে যাই
তার সন্দেহ থাকে না। ইসলামটাই সঠিক ধর্ম এটা
সে অনুধাবন করার সুযোগ পায়। না হয়, তার মনে সারাদিন
জাহান্নামে যাওয়ার মত কথা কেন পুশ করবে?
সে শয়তানের পথ ছেড়ে দেয়।

# শয়তানের জবাব:
Create সৃষ্টি করা।
Created সৃষ্ট/যাকে সৃষ্টি করা হয়েছে।
Creator যিনি সৃষ্টি করেছেন।
হ্যা, আমরা তাকেই সৃষ্টি কর্তা মানি যিনি সৃষ্টি করেছেন।
Created: সৃষ্ট যাকে সৃষ্টি করা হয়েছে সে তো সৃষ্টি কর্তা হতেই পারে না।
তাহলে, প্রমানিত, যিনি Creator হন তিনি সৃষ্ট নন।তিনিই সৃষ্টি করেন।

তাই তাদেরকে নিয়ে হাসি তামাশা করা চরম ঘৃনিত কাজ।
“অন্য মুসলিমের এমন কস্টে তামাশা করার জন্য
তামাশাকারী ব্যাক্তিও তো আক্রান্ত হতে পারে।”

হতাশার কিছু নেই এই রোগটির সহজ সমাধান রয়েছে যা আগামী পোস্টে আলোচনা
করা হবে ইং শা আল্লাহ।

The post ওয়াস ওয়াসা /OCD রোগ। appeared first on Trickbd.com.

DropBox Business Pack 30দিনের জন্য ফ্রিতেই, কোন Credit card Add করা ছাড়াই

Posted:

Howdy Everyone,
DropBox একটি Cloud Platform.এটির অনেক ধরনের Pack রয়েছে। তন্মধ্যে Business Packটি 30দিনের জন্য Trial দিচ্ছে যা কিনা কোন Payment Info. Add করা ছাড়াই এই Business Pack Claim করতে পারবেন।

 

×যা যা থাকছে এই Business Pack এ:-
┌5 TB (5,000 GB) of space
├Advanced sharing and sync
├Team collaboration
├Team admin controls
└Can Connect 3 people (Shared Drive)

Claim Process জানতে Instruction Follow করুন

✅Instruction✅

1.প্রথমে এই Site এ প্রবেশ করুন

 

2.তারপর First Name, Last name, Username, Email দিন

 

 

3.” standard” Plan Choose করুন এবং Term & Policy Accept করুন “Start Free Trial” এ Click করুন

 

 

4. Simply আপনার Mail Verify করে নিন

 

 

5. এইবার 3টা Step এ কিছু Question Ask করবে তার ইচ্ছামত Answer দিয়ে দিন

 

 

6. Enjoy 5TB Storage, তাছাড়া আর অনেক Features Included. (Check Tutorial Video)

 

 

 

⚡Tutorial:-

🔥Video Description দেখতে Visit করুন:- https://t.me/sakib0152/298

 

Bye☑
Contact Me On Telegram
[Telekit] [Discuss With Me]

The post DropBox Business Pack 30দিনের জন্য ফ্রিতেই, কোন Credit card Add করা ছাড়াই appeared first on Trickbd.com.

তুমি কি Web Development sector এ একজন নবজাতক শিশু অথবা কিছু কিছু জানো তাহলে এই পোস্টটি তোমার জন্য (Expert রা এই পোস্ট দেখে সময় নস্ট না করে ওই সময়টা Code করে হাত ময়লা করো)

Posted:

প্রথমে জেনে নাও Web কি?

ওয়েবপেজ হলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত বিভিন্ন সার্ভারে (বড় ক্ষমতা সম্পন্ন কম্পিউটার) রক্ষিত ফাইল, যা হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজের (HTML) ওপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্ট। Source: Facebook
Online এ দেশ বিদেশের মানুষের সাথে যোগাযোগ, নিজের Company এর সেবা Internet এর মাধ্যমে বিশ্বব্যাপি ছড়ানো, Idea কে Online ভিত্তিক Business এ পরিণত করা সহ লক্ষ লক্ষ কারনে web এর প্রয়োজন হয়ে থাকে।
কিছু জনপ্রিয় Website : Facebook, Google, Youtube, Twitter

তুমি যে জনপ্রিয় website গুলোর নাম দেখছ, এগুলো একদল Developer বছরের পর বছর কাজ করে নির্মাণ করেছে।
Website এর যে সুন্দর চেহারা টা আমরা দেখতে পাই এই অংশের কাজ যারা করে তারা Web Designer. Web design টা static part. ধরতে গেলে এক ধরনের কাঠের পুতুলের মতো, যে কোনো activity দেখাতে পারে না।
এই কাঠের পুতুল কে প্রানবন্ত করতে অর্থাৎ Interactive website নির্মান করার জন্য একদল Developer কাজ করে যাকে Front-End developer বলে।

শুধু প্রাণ দিয়ে কি লাভ যদি ভালোবাসার মানুষের সাথে মনের কথা গুলো পৌছাতে না পারে, আর এই ভালোবাসার কথা একজন থেকে আরেকজন এ পৌছানোর দায়িত্বে আছে Backend Developer. আসলে, Backend developer এর কাজ user যে data create করবে তা সংরক্ষন করা, অন্যের কাছে পৌছানো, যখন যার ওই data এর প্রয়োজন হবে তাকে তা দিয়ে দেয়া।
উপরে যে Designer and Developer দের Category নিয়ে কথা বললাম এগুলোর সব sector এ যে অবদান রাখে তাকে Full-Stack developer বলে।
এবার কিছুক্ষন চোখ বন্ধ করে, কোম্বলের নিচে মাথা দিয়ে সিদ্ধান্ত নেন আপনি কোন category এর Designer হতে চান অথবা Developer হতে চান।
Designer হোন আর Developer হোন এই কয়টা বিষয় সমন্ধে ভালো ধারনা না থাকলে designer and developer কোনোটাই হইতে পারবেন না।

অবশ্যই জানতে হবেঃ Html, Css, Javascript
প্রত্যেকটা sector এর developer দের জন্য ভিন্ন ভিন্ন Technology Stack রয়েছে, আপনার পছন্দের Sector এর Technology গুলো শিখতে থাকুন।
• Designer: Html, Css, Bootstrap, Material-UI, Sass, Javascript
• Front-End developer: Javascript, JQuery, ReactJs (any js framework), Typescript, NextJs, ReduxJs, Html, Css, Sass, Bootstrap, Material-UI
• Backend developer: Javascript, NodeJs, Expressjs, MongoDB, Mongoose, Firebase
• Full-Stack Developer: All of these

এগুলো Minimum recommendation এগুলো লাগবেই, এর বাহিরে Project এর Need অনুযায়ী এমন ১০০ Technology ও লাগতে পারে। সেগুলো যখন লাগবে তখন শিখে নিলেই চলবে। আপাতত শুরুটা করো।
এখানে যে Technology গুলো share করা হয়েছে এমন অনেক Technology রয়েছে যেগুলো similar কাজের জন্য এসেছে। নিজ নিজ পছন্দ অনুযায়ী সেগুলো choose করতে পারো অথবা আমার recommendation follow করতে পারো
সব তো বুঝলেন এখন কোথায় থেকে শিখবেনঃ
W3schools – Beginner রা এখান থেকে শুরু করতে পারেন অনেক সহজে Explain করা
Mozilla Developer Network – একটু Advance learner দের জন্য
Free Code Camp – Free তে course করে certificate পাবার সুযোগ ও আছে এখানে
এমন হাজারো website আছে যেখান থেকে আপনি Web Development শিখতে পারবেন।

কি মজা Web development শিখছি আবার সেটা Website থেকে😀
আমার page Dev Station 360

Development এর সময় আপনি অনেক অনেক সমস্যার সম্মুখীন হবেন মানে Error বাবাজি আপনার সঙ্গী হবে। তখন নিজে নিজে সমাধান করার জন্য সর্বোচ্চ Effort দেন। সমাধান করতে না পারলে Google এর দরবারে চলে যান সে একটা উপায় বের করে দিবেই।
একটা Problem কে ভিন্ন ভিন্নভাবে search করুন যতক্ষন না আপনার সমস্যার সমাধান পাচ্ছেন।
তারপর ও যদি কোনো উপায় খুজে না পান তাহলে Stackoverflow তে গিয়ে প্রশ্ন করেন। সেখানে অনেক ভালো ভালো developer আপনাকে help করার জন্য বসে আছে, শুধু সমস্যাটা তাদের সুন্দর করে Explain করেন।

🙂 ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন (Like, Comment, Share)

আমার সম্পর্কে একটু বলি
Development শেখা শুরু করি অনেক আগেই, তবেই সেভাবে লেগে থাকতে পারিনি তখন। তবে ২০১৯ সাল থেকে একাধারে একটা বিষয় নিয়েই কাজ করে গেছি।
২০২১ এর শুরুতে India তে Job Front End Developer হিসেবে Intern করেছি ৩ মাস।
এখন বর্তমানে Micple (Dhaka, Khilkhet) নামে একটা Company তে Backend Developer হিসেবে কাজ করছি।

সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন

অন্যান্যঃ
——-
Ringid তে Invest করে মাসে ১৫০০০ টাকা Income করুন, আর এটি কি নিরাপদ?

RingId তে কাজ করতে Join করুন Whatsapp এ

The post তুমি কি Web Development sector এ একজন নবজাতক শিশু অথবা কিছু কিছু জানো তাহলে এই পোস্টটি তোমার জন্য (Expert রা এই পোস্ট দেখে সময় নস্ট না করে ওই সময়টা Code করে হাত ময়লা করো) appeared first on Trickbd.com.

অষ্টম শ্রেণির ইংরেজি এ্যাসাইনমেন্ট ২০২১ | Class 8 English Assignment 2021 6th Week

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে অষ্টম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের ইংরেজি এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা অষ্টম শ্রেণির স্টুডেন্ট তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি ঠিকভাবে খাতায় লিখলে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।

এ্যাসাইনমেন্ট শিরোনামঃ Unit 2- Food And Nutrition.

★যে প্রশ্ন দেওয়া হয়েছে দেখুন

★এবার উত্তরপত্র দেখেনিন







আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন । ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post অষ্টম শ্রেণির ইংরেজি এ্যাসাইনমেন্ট ২০২১ | Class 8 English Assignment 2021 6th Week appeared first on Trickbd.com.

মোবাইল দিয়ে টাইপিং ছাড়া বাংলা সহ বা যেকোন ভাষা লিখুন 2021

Posted:

আসসালামু আলাইকুম,

গত পোষ্টে দেখিয়েছিলাম কিভাবে আপনি ল্যাপটপ বা পিসি থেকে টাইপিং ছাড়া বাংলা লিখবেন ।আজ দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে টাইপিং ছাড়া বাংলা সহ যে কোন ভাষা লিখবেন। 

 Full Post টা পড়বেন । আপনাদের সুবিধার জন্য 2:00 মিনিটের একটা  ভিডিও দিলাম, বুঝতে না পারলে ভিডিও টি দেখবেন।

তাহলে চলুন শুরু করা যাক,

প্রয়োজনীয়তা:

  1. Voice to Text App Download
  2. Internet

এখন,

1. প্রথমে এখানে ক্লিক করে আপনার ভাষাটা সিলেক্ট করে নিন।

 

 

2. এখন আপনি যে ভাষায় কথা বলবেন সে ভাষাটা সিলেক্ট করে নিন যদি ইংলিশে কথা বলেন ইংলিশে সিলেট করে নি যদি বাংলায় কথা বলেন বাংলা সিলেক্ট করে নিন যদি হিন্দিতে কথা বলেন হিন্দি সিলেক্ট করে নিন ।আমি বাংলায় কথা বলবো তাই  বাংলাটা সেট করে নিলাম ।

 

3. স্ক্রিনশটে দেখানো ক্লিক করার সাথে সাথে মাইক্রোফোন অন হবে আবার দ্বিতীয়বার ক্লিক করলে মাইক্রোফোন অফ হবে।

 

4. এখন কথা বলা শুরু করুন দেখবেন সাথে সাথে আপনার কথাটা টাইপ হয়ে যাবে

 

Help Menu:

Contact me on Facebook

Contact me on YouTube

ধন্যবাদ।

The post মোবাইল দিয়ে টাইপিং ছাড়া বাংলা সহ বা যেকোন ভাষা লিখুন 2021 appeared first on Trickbd.com.

Class 8 Agriculture assignment 2021 6th week | অষ্টম শ্রেণির কৃষিশিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২১

Posted:


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের মাঝে অষ্টম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের কৃষিশিক্ষা এ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেয়ার করতে করতে যাচ্ছি। যারা অষ্টম শ্রেণির স্টুডেন্ট তারা পোষ্টটি সম্পূর্ণ পড়ুন কেননা ১০০% নির্ভুলসহকারে সমাধান দেওয়া হয়েছে। তাই আপনি ঠিকভাবে খাতায় লিখলে সম্পূর্ণ মার্কসটিই পাবেন।

এ্যাসাইনমেন্ট শিরোনামঃ দ্বিতীয় অধ্যায়: কৃষি প্রযুক্তি।

★যে প্রশ্ন দেওয়া হয়েছে দেখুন

★এবার উত্তরপত্র দেখেনিন




আশাকরি এ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে গেছেন । ভালোভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সকল শ্রেণির এ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে হলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল SK TECH VOICE
★ইউটিউবে গিয়ে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন।”

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE

সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post Class 8 Agriculture assignment 2021 6th week | অষ্টম শ্রেণির কৃষিশিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২১ appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments