আপনি কি HSC তে পড়েন? তাহলে এই পোস্টটা আপনার জন্যই । higher math 1st paper all math solving class(youtube) |
- আপনি কি HSC তে পড়েন? তাহলে এই পোস্টটা আপনার জন্যই । higher math 1st paper all math solving class(youtube)
- মোবাইল অপারেটরগুলি থেকে আসা বিরক্তিকর ম্যাসেজ বা বার্তা বন্ধ করুন!
- ডাউনলোড করে নিন সদ্য রিলিজ হওয়া বাংলাদেশি ওয়েব ফিল্ম ইউটিউমার (2021) [গুগল ড্রাইভ লিংক]
- (last part)খুব সহজে বানিয়ে ফেলুন নিজের টেলিগ্রাম মিরর বট।
- টেলিগ্রাম Bot তৈরির টিউটোরিয়াল Basic to Advanced.. পার্ট-৪ ( Repo কি এবং Repo কোথায় খুঁজে পাবো…?)
- গুগল ক্রোম আপনার অজান্তেই এম্বি কেটে নিচ্ছে না তো? আজই বন্ধ করুন google chrome এর অটো আপডেট,হিডেন সেটিংস এর মাধ্যমে।আর গোপনে আপনার এম্বি কেটে নেওয়া থেকে বাচুন।
Posted:
link গুলো মূলত youtube এর blackbord channel এর l যারা hsc তে আছেন, তাদের জন্য এই পোস্টটা হয়তো কাজে দিবে l এইখানে বইয়ের প্রতিটা math করে দেওয়া আছে l (not updated for new edition) তাহলে চলুন দেখে নেওয়া যাক link গুলা. অধ্যায় ১ ম্যাট্রিক ও নির্ণায়ক অধ্যায় ২ ভেক্টর ২.১ download ৩.১ download অধ্যায় ৪ বৃত্ত ৪.১ download ৭.৩ download ৭.৭ download download ৯.৯ download অধ্যায় ১০ যোগজীকরণ তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ । The post আপনি কি HSC তে পড়েন? তাহলে এই পোস্টটা আপনার জন্যই । higher math 1st paper all math solving class(youtube) appeared first on Trickbd.com. |
মোবাইল অপারেটরগুলি থেকে আসা বিরক্তিকর ম্যাসেজ বা বার্তা বন্ধ করুন! Posted: বর্তমান সময়ে আমরা সকলেই মোবাইল ফোন এর মাধ্যমে যোগাযোগের একক হিসেবে বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করে থাকি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে, সিম কোম্পানিগুলি প্রতিনিয়ত তাদের বিভিন্ন ধরনের অফারের বার্তা বা ম্যাসেজ পাঠিয়ে থাকে। এইসব ম্যাসেজ এর অধিকাংশই বিশেষ কোনো কাজের নয়। যেগুলোকে আসলে প্রমোশনাল ম্যাসেজ বলা হয়। যার ফলে আমাদের ম্যাসেজ রুমটি বা মেমোরি স্পেসটি ভরে যায়। এছাড়াও অনেকের কাছেই তাদের পাঠানো বার্তাগুলি বিরক্তিকর লাগে। তো আপনি যদি এইগুলি থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই মুক্তি পাওয়ার রাস্তা রয়েছে। এর জন্য আপনাকে ‘ডু নট ডিস্টার্ব’ বা ডিএনডি সেবা চালু করতে হবে। তবে আগেই বলে রাখি হয়তো অনেকে এই বিষয়ে অবগত রয়েছেন। কারণ এই বিষয় নিয়ে সিম কোম্পানিগুলি ম্যাসেজ দিয়ে থাকে। তাই যারা জানেন না তাদের জন্যই এই পোস্ট। অতএব যারা বিষয়টি আগে থেকেই জেনে থাকেন তারা উক্ত পোস্টটিই এড়িয়ে যেতে পারেন। কোনো বাজে মন্তব্য না করাই শ্রেয়। এইবার মূল পোস্টে আসি। আপনি যদি আপনার সিম কোম্পানির বিরক্তিকর বার্তা বা প্রমোশনাল ম্যাসেজ বন্ধ করতে চান। তাহলে নিচের স্ক্রিনশট এবং লেখা অনুযায়ী কাজ করুন। প্রথমত আমরা রবি এবং এয়ারটেল সিম নিয়ে আলোচনা করব। আপনার যদি রবি বা এয়ারটেল সিম হয় তাহলে মোবাইল এর ডায়াল অপশনে গিয়ে *৭# ডায়াল করুন। ডায়াল করার পর ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে বর্তমানে আপনার প্রমোশনাল ম্যাসেজ অপশনটি চালু নাকি বন্ধ রয়েছে তা যদি দেখতে চান, তাহলে 1 লিখে Send বাটনে ক্লিক করুন। আর যদি সার্ভিসটি বন্ধ করতে চান তাহলে 2 লিখে Send বাটনে ক্লিক করুন। আর যদি এই সার্ভিসটি আগে থেকে বন্ধ করা থাকে। কিন্তু এখন আপনি চালু করতে চাচ্ছেন। তাহলে 3 লিখে Send বাটনে ক্লিক করুন। দ্বিতীয়ত আমরা গ্রামীণফোন এর সিম নিয়ে আলোচনা করব। আপনার গ্রামীণফোন সিম হয়। তাহলে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১২১*১১০১# ডায়াল করুন। ডায়াল করার পর উপরের স্ক্রিনশটের মত ফিরতি বার্তা বা ম্যাসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আগামী ৭২ ঘণ্টার মধ্যে উক্ত প্রমোশনাল ম্যাসেজ সার্ভিসটি বন্ধ করে দেওয়া হবে এবং প্রমোশনাল ম্যাসেজ সার্ভিসটি যদি পুনরায় চালু করতে চান, তাহলে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১২১*১১০২# ডায়াল করুন। তাহলেই পুনরায় আবার সার্ভিসটি চালু হয়ে যাবে। তৃতীয়ত আমরা বাংলালিংক সিম নিয়ে আলোচনা করব। আপনার যদি বাংলালিংক সিম হয়। তাহলে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১২১*৭*১*২*১# ডায়াল করুন। ডায়াল করার পর ঠিক উপরের স্ক্রিনশটের মত আপনার সকল সার্ভিস বন্ধ করা হয়েছে এই মর্মে একটি ফিরতি বার্তা আসবে। আপনি যদি সার্ভিসটি পুনরায় চালু করতে চান, তাহলে *১২১*৭*১*৩# ডায়াল করে নিন। চতুর্থত আমরা টেলিটক সিম নিয়ে আলোচনা করব। আসলে উক্ত সিম নিয়ে আর কি আলোচনা করব। যেহেতু এইটা বাংলাদেশ সরকারের আওতাধীন একটি প্রতিষ্ঠান। তাই তাদের ক্ষেত্রে এই ডু নট ডিস্টার্ব সেবাটি চালু করতে পারবেন না। কারণ তারা এইরকম কোনো অপশন রাখে নাই। এছাড়াও বলে রাখি যারা সিম কোম্পানির সর্বশেষ অফারের বা তাদের হালনাগাদ (আপডেট) তথ্য সম্পর্কে জানতে চান, তারা কিন্তু অবশ্যই এই ডু নট ডিস্টার্ব সেবা চালু করা থেকে বিরত থাকুন। তা না হলে সিম কোম্পানিগুলি কখন কি সার্ভিস বা অফার নিয়ে আসতেছে তা কিন্তু আপনি জানতে পারবেন না। The post মোবাইল অপারেটরগুলি থেকে আসা বিরক্তিকর ম্যাসেজ বা বার্তা বন্ধ করুন! appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন সদ্য রিলিজ হওয়া বাংলাদেশি ওয়েব ফিল্ম ইউটিউমার (2021) [গুগল ড্রাইভ লিংক] Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।সদ্য রিলিজ হলো বাংলাদেশী ওয়েব ফিল্ম “Youtumor” । আমি আজকে আপনাদের জন্য এই ওয়েব ফিল্মের ডাউনলোড লিংক ও রিভিউ নিয়ে হাজির হয়েছি।শুরুতেই বলে রাখি এইসব হাইপ তোলা ওয়েব ফিল্মের ডাউনলোড লিংক ডেড হয়ে যাওয়ার প্রবণতা খুবই বেশি। তাই আমি প্রতিটি ফাইলের গুগল ড্রাইভের ৪ টি করে সার্ভার ও দুটি করে ডিরেক্ট ডাউনলোড লিংক দিয়েছি। ডিরেক্ট ডাউনলোড লিংক কাজ না করলে অন্য সার্ভার গুলো ট্রাই করে দেখবেন। Web Film: Youtumor (2021)
Genre: Drama, Comedy নির্মাতাঃ আদনান আল রাজীব।
খুব আগ্রহের সাথে “ইউটিউমার” দেখা শুরু করেছিলাম। কারণ আজকালের কন্টেন্ট গুলোতে তেমন পিওর কমেডি খুঁজেই পাওয়া যায় না। আর ওয়েব কন্টেন্ট মানেই সবাই যেমন মনে করে ডার্ক থ্রিলার এটা ছিলো উল্টো মানে পুরাই ডার্ক কমেডি। আর কমেডি মানেই পলাশ। যা মানানসই। পুরো ফিল্মটা দেখলাম, হাসলামও প্রচুর। পলাশ, প্রীতমের দুর্দান্ত অভিনয়। ডায়লগগুলো ফানি ছিলো। পাশাপাশি অন্য চরিত্র গুলো ভালো করেছে খুব। কমেডির ছলে আমাদের জন্য ছিলো কিছু গুরুত্বপূর্ণ মেসেজ। যা আমাদেরকে ভাবতে শিখিয়েছে সব ইউটিউবারই কি আমাদের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক। ইউটিউবারের নামে এখন তৈরি হচ্ছে ইউটিউবার রূপী কিছু ইউটিউমার যা ধংস করছে তরুণ সমাজকে। এরকম একটা কন্টেন্ট আমাদের তরুণদের জন্য বানানোর দরকার ছিলো আরো আগেই যেটা আদনান আল রাজীব বানিয়ে দেখিয়েছেন। সকল তরুনদেরই এই কন্টেন্টটা দেখার প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ নির্মাতাকে এরকম একটা সময়োপযোগী কন্টেন্ট নির্মাণের জন্য। মুলত এই সিনেমাটা সবার জন্য না। যারা মেসেজ পাবে না তাদের কাছে তেমন একটা ভালো নাও লাগতে পারে কারন গতানুগতিক ভাবে বানানো হয় নি। অন্য লেভেল এর সিনেমেটোগ্রাফি ছিল। স্টোরি কমপ্লিট ছিল এবং প্লট অনুযায়ী ঠিক ছিল। এখন আপনি যদি বাংলাদেশের একজন ভাইরাল স্টার এর জীবনে কাহিনিতে তামিল সিনেমার মত থ্রিল এবং সাসপেন্স চান তাহলে ভালো নাও লাগতে পারে। মূলত আমি মনে করি এই সিনেমা দ্বারা কিছু মানুষের গালে ইন্ডাইরেক্টলি চড় মারা হয়েছে। ১.যারা এই সকল মানুষকে বিনা কারনে ইমোশন দেখে জাস্ট স্টার বানায় এবং একই সাথে আবার কিছু মানুষ যারা কোন কিছু ঠিক ভাবে না জেনেই কনসিকুইনসেন্স না ভেবে মানুষকে ট্রল করে। ২. সেই সকল ব্র্যান্ড এবং প্রোডাকশন হাউজ যারা রিয়েল টেলেন্টেড অভিনয় শিল্পীদের না নিয়ে এইসব ভাইরালদের, হুজুগে বাঙালিদের আকর্ষনের জন্য কাজ দিচ্ছে। ৩.কী-বোর্ড যোদ্ধাদের, যারা শুধু মাত্র ইভেন্ট পর্যন্ত সীমাবদ্ধ। মূলত বর্তমআনে সামাজিক অবক্ষয় ঠেকানোর জন্য এই টাইপ কন্টেন্ট এর দরকার আছে, যাতে যারা এখনো বুঝ হবার আগেই ফেমাস হতে চাচ্ছে তারা যেন “খ্যাতির বিড়ম্বনা” বিষয়টা সম্পর্কে বুঝতে পারে। আর এই রকম কোয়ালিটি ফুল কন্টেন্ট আরো হোক। বাংলাদেশর সিনেমা অন্য লেভেলে যাক এই আশা করছি।
Trailer:
Screenshots:
Download Links480p (308 MB) : 720p (1.2 GB) : 1080p (2.7 GB): [আবারো বলে রাখছি, Direct Download Link 1, 2 কাজ না করলে ডাউনলোড করার জন্য Google Drive-1, 2, 3 , 4 সার্ভার গুলো ট্রাই করে দেখবেন । ডাউনলোড লিংকে যাওয়ার পর অন্য পেইজে নিয়ে গেলে পুনরায় আগের পেইজে ফিরে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন।] ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন। এরপর গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা এই লিংকে ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন। আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি। কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না।
[Links Credit: Mlsbd, Freedrivemovies]
আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। The post ডাউনলোড করে নিন সদ্য রিলিজ হওয়া বাংলাদেশি ওয়েব ফিল্ম ইউটিউমার (2021) [গুগল ড্রাইভ লিংক] appeared first on Trickbd.com. |
(last part)খুব সহজে বানিয়ে ফেলুন নিজের টেলিগ্রাম মিরর বট। Posted: ঈদ মুবারাক। আজকে টেলিগ্রাম মিরর bot এর শেষ পর্ব। পার্ট 1=https://trickbd.com/hacking-tutorials/726037 আগের পর্ব থেকে আমাদের যা যা লাগবে: 1.এই লিঙ্ক থেকে এই git repository টি fork করুন। ( slam মিরর বট repository ব্যাবহার করছি। আপনি চাইলে আপনার জানা অন্যকোনো repo ব্যাবহার করতে পারেন। 2. এই বট টিতে=@TokenPickle_Bot credentials.json ফাইল টি আপলোড এবং google auth token টা দিন| সে আপনাকে token.pickel ফাইল টি দিবে | 3. token .pickel ফাইল টি আপনার forked রেপোতে আপলোড /add file করুন ।
4. Heroku তে একটা একাউন্ট করে নিন। 5.এরপর আপনার github ড্যাশবোর্ড থেকে fork করা repo তে গিয়ে স্ক্রীনশট এর মত নিচের deploy on heroku বাটন এ ক্লিক করুন। 6. Heroku তে এমন একটা value ইনপুট ফিল্ড এর পেজ আসবে। সেখানে আমাদের বট configure করে নিতে হবে।
GDRIVE_FOLDER_ID Required= drive folder id that you copied earlier ehile creating index
TELEGRAM_HASH Required=get from my.telegram.org>app development 5। সেভ অ্যান্ড deploy এ ক্লিক করুন। প্রসেসটা complete হতে ৫ থেকে ১০ মিন টাইম লাগবে। 6. Deploy করা কমপ্লিট হলে গেলে manage app এ ক্লিক > resource> স্ক্রীনশট এর মত এডিট> ওই বাটন টা অফ থাকলে অন করে দিন। না থাকলে অফ করে অন করে সেভ করে দিন। 7. তারপর মেনু থেকে log এ যান আর ওখানে আপনার bot এর log দেখতে পারবেন। Log এ bot started লেখা থাকলে বট successfully created । 8. এরপর আপনারা টেলিগ্রাম এ যান @botfather থেকে বট এর লিঙ্ক নেন। তারপর আপনার বট রেডী।
Live সাপোর্ট এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ এ join করুন video tutorial: NB : *. প্রথম পোস্ট এ নতুন গুগল, heroku একাউন্ট করতে বলেছিলাম কারণ অনেক কিছুর অ্যাকসেস শহরে করতে হলো। * Hackgence এর privacy policy : https://hackgence.com/d/42-get-free-private-organizational-shared-drives * “Dont cry if your data/team-drive gets deleted (you do have to understand that this project is experimental and is for educational purpose)” source:https://hackgence.com/d/42-get-free-private-organizational-shared-drives
আরেকটি request বট টি কোনো খারাপ ফাইল মিরর করতে বা খারাপ কাজে ব্যাবহার করবেন না। The post 🔥(last part)খুব সহজে বানিয়ে ফেলুন নিজের টেলিগ্রাম মিরর বট। appeared first on Trickbd.com. |
টেলিগ্রাম Bot তৈরির টিউটোরিয়াল Basic to Advanced.. পার্ট-৪ ( Repo কি এবং Repo কোথায় খুঁজে পাবো…?) Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেনআজকের বিষয় Repo কি এবং কোথায় Telegram Bot Repo পাবো…?1 ➜ Repo কি…? |
0 Comments