Search box..

অনলাইন থেকে ইনকাম করার সহজ ও জনপ্রিয় উপায় সমূহ 2021।

অনলাইন থেকে ইনকাম করার সহজ ও জনপ্রিয় উপায় সমূহ 2021।


অনলাইন থেকে ইনকাম করার সহজ ও জনপ্রিয় উপায় সমূহ 2021।

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনলাইন থেকে ইনকাম করার নানা রকম উপায় রয়েছে। এই উপায়গুলো কাজে লাগিয়ে অনেকেই অনলাইন থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করছে। আপনিও চাইলে অনলাইন থেকে এই মাধ্যম গুলো কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন।

অনলাইন থেকে ইনকাম করার উপায় সমূহ 2021

বর্তমান সময়ে অনলাইন থেকে ইনকাম করার নানা রকম উপায় রয়েছে। আপনি চাইলে যে কোন মাধ্যম সঠিকভাবে কাজে লাগিয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। এমন কিছু অনলাইন থেকে ইনকাম করার উপায় নিয়ে আজকে আমি আলোচনা করব। যদি আপনি অনলাইন থেকে ইনকাম করার উপায় গুলো সম্পর্কে জানতে চান। তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে থাকুন। আশা
করি অনলাইন থেকে ইনকাম করার কিছু উপায় সমূহ সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত।

ইউটিউব থেকে টাকা ইনকাম?

ইউটিউব থেকে ইনকাম: ইউটিউব হল সারা বিশ্বের বড় প্ল্যাটফর্মের একটি। ইউটিউবে নানা রকম ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কিন্তু আপনি কি জানেন? ইউটিউব এর এই ভিডিও গুলো কোথা থেকে আসে? ইউটিউব এর এতরকম সব ভিডিও আপনার আমার মত লোকেরাই ইউটিউবে আপলোড করে।

আপলোড করে তাদের লাভ কি হয় সেটা জানেন কি? ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করা যায়? হ্যাঁ ভাই আপনি ঠিকই ধরেছেন! ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। এমনকি যে সমস্ত ভিডিও ইউটিউবে রয়েছে সেই ভিডিওগুলো থেকেও অনেক লোকেরা টাকা ইনকাম করে।

তাই আপনিও চাইলে ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারেন ইউটিউব থেকে। ইউটিউবে কাজ করার জন্য আপনার ভিতর থাকতে হবে, পরিশ্রম, ধৈর্য, সহ্য, নিত্যনতুন, ডেডিকেশন ইত্যাদি। এই গুণগুলো আপনার ভিতরে থাকলে অবশ্যই আপনি ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবেন।

ইউটিউব থেকে কিভাবে ইনকাম শুরু করবেন: ইউটিউব থেকে আয় করার জন্য,আপনাকে সর্বপ্রথম ইউটিউবে একটি চ্যানেল তৈরি করতে হবে। তারপর ওই চ্যানেলে মানুষের উপকারী বা শেখানো বা প্রয়োজনীয় বা দরকারি এই ধরনের ভিডিও আপলোড করতে হবে। যেন আপনার তৈরীকৃত ভিডিও মানুষ দেখে।

যখন আপনার ইউটিউব চ্যানেলে গত 12 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। তখন আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে পারবেন। মনিটাইজেশন হল অনুমোদন নেওয়া। ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হওয়া। আপনার ইউটিউব চ্যানেল আবেদন পাঠালে তারা রিভিউ করে দেখবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে অনুমোদন দিয়ে দিবে।

ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর অনুমোদন পেয়ে গেলে আপনি ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারবেন। তবে ইউটিউবে কাজ করার জন্য বিভিন্ন নিয়ম নীতি এবং গাইডলাইন রয়েছে। এই গাইডলাইন গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার ইনকাম করার জন্য ইউটিউব থেকে। তাদের নিয়মকানুন না মেনে কাজ করলে আপনার একাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে।

সর্বোপরি অবশ্যই ইউটিউব থেকে ইনকাম করতে হলে তাদের নিয়ম নীতি ও গাইডলাইন মেনে কাজ করতে হবে। তাহলে আপনি ইউটিউব থেকে সহজেই অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন।

ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে আয়?

ফ্রিল্যান্সিং করে আয়: আপনারা হয়তো ফ্রিল্যান্সার এই নামটি শুনে থাকবেন। এক সময় বাংলাদেশকে কেউ চিনত না। বর্তমান ডিজিটাল বাংলাদেশ হওয়ার অন্যতম ভূমিকা পালন করেছে ফ্রিল্যান্সাররা। এমনকি ফ্রিল্যান্সিং করে বাংলাদেশকে এখন প্রায় সকল দেশের লোকেরা চেনে। বাংলাদেশি অনেক ফ্রিল্যান্সাররা প্রতি মাসে প্রায় লক্ষ টাকা এর উপরে টাকা ইনকাম করছে। আপনিও চাইলে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করতে।

ফ্রিল্যান্সিং করতে হলে আপনার যে দক্ষ গুলো অর্জন করতে হবে: গ্রাফিক্স ডিজাইনিং (Graphics Design), হতে পারে ফটো এডিটিং (Photo Editing), হতে পারে ওয়েব ডিজাইনিং (Web Design), ওয়েব সাইট মেকিং (Website Making), কপি রাইটিং (Copywriting), কন্টেন্ট রাইটিং (Content Writing), লোগো ডিজাইন (Logo Design), ইত্যাদি। এগুলোর যেকোনো একটি দক্ষতা অর্জন করে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।

গুগোল এ প্রায় অসংখ্য ওয়েবসাইট রয়েছে ফ্রিল্যান্সারদের জন্য। তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট গুলো হল freelancer.com, upwork.com, fiverr.com এই ওয়েবসাইট গুলোতে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। যদিও প্রথম দিকে আপনাকে অনেকটা কষ্ট করতে হবে।

আপনি যদি না পারেন তাহলে বারবার চেষ্টা করতে থাকবেন। দেখবেন যে এক সময় আপনি সফলতা অর্জন করতে পারবেন ফ্রিল্যান্সিং করে। আপনারা চাইলে খুব সহজেই ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে ইনকাম করতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম?

আফিলিয়েট মার্কেটিং: আপনারা হয়তো জানেন যে অনলাইন থেকে প্রায় সব রকমই পণ্য অর্ডার দেওয়া হয়।অনলাইন থেকে ইনকাম করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার কোন বিকল্প নেই।আপনারা যদি চান তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং হল: তাদের কোম্পানির প্রোডাক্ট গুলি বিক্রি করে দেওয়া অন্যদের কাছে। আপনি ফেসবুকে অথবা যে কোন সোশ্যাল মিডিয়াতে বড় একটি গ্রুপ খুলে সেখানে এই কাজটি করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার প্রায় হাজার হাজার প্ল্যাটফর্ম রয়েছে।

সেখানে যুক্ত হয়ে আপনারা চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে দিতে পারেন আজ থেকেই। অনলাইনে ইনকাম করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম। তারা যে প্রোডাক্ট গুলো বিক্রি করতে চাই তার জন্য আপনাকে শর্টকাট দিবে এই লিঙ্কে ক্লিক করে শত লোক পণ্য অর্ডার করবে ততো আপনার কমিশন আসবে।

এক এক রকম পণ্যের জন্য এক একরকম কমিশন আপনার একাউন্টে যোগ হবে।নির্দিষ্ট পরিমাণে এমাউন্ট হলে ওই অ্যাকাউন্ট থেকে আপনার টাকা উত্তোলন করে নিতে পারবেন খুব সহজেই। অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম এই মাধ্যমটা বেছে নিতে পারেন।

অ্যাপ্লিকেশন ডেভেলপার হয়ে ইনকাম?

অ্যাপ্লিকেশন ডেভলপার: প্লে স্টোরে হাজার ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। আপনি যদি গেম খেলতে পছন্দ করেন তাহলে হয়তো প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করেন। অথবা আপনার প্রয়োজনীয় একটি অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করেন কি তাইনা?হ্যাঁ ভাই আমি নিজেও প্লে স্টোর থেকে নানা ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করি আমার প্রয়োজনে।

প্লে স্টোরে আপনি যেকোন ধরনের অ্যাপ্লিকেশন প্রায় সব পেয়ে যাবেন। আপনি কি জানেন এই অ্যাপ্লিকেশন কোথা থেকে আসে? আপনার আমার মত লোকেরাই অ্যাপ্লিকেশন ডেভেলপ করে প্লে স্টোরে পাবলিশ করে। প্রশ্ন আশায় স্বাভাবিক প্লে স্টোরে পাবলিশ করে কি লাভ? প্লে স্টোরে পাবলিশ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন?

হ্যাঁ ভাই আপনি ঠিক শুনেছেন প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পাবলিশ করে ইনকাম করা যায়।তার জন্য আপনাকে ডেভলপার দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি একবার ডেভলপার হয়ে যেতে পারেন তাহলে আপনার আর দেখে কে। মানুষের প্রয়োজন অনুযায়ী এবং দরকারি অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে পাবলিশ করে খুব সহজেই প্লে স্টোর থেকে ইনকাম করতে পারেন।

প্লে স্টোরে আপনি পেড মেম্বারশিপ নিয়ে আপনার অ্যাপ্লিকেশনগুলো পেইড আকারে প্লে স্টোরে দিয়ে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। আপনারাতো জানেনই প্লে স্টোরে কত রকম অ্যাপ্লিকেশন রয়েছে। যেগুলো আপনার আমার প্রয়োজন নেই প্লে স্টোরে রয়েছে। তাহলে ভাবুন তো কত লোক প্লে স্টোরে কাজ করে অনলাইনে ইনকামের জন্য। তাই আপনিও চাইলে প্লে স্টোরে অ্যাপ্লিকেশন ছেড়ে অনলাইন থেকে আয় করতে পারেন খুব সহজেই।

ফেসবুক থেকে অনলাইনে ইনকাম?

ফেসবুক থেকে আয: আপনার-আমার অনলাইনের সময় হয়তো ফেসবুকে বেশি হয়ে থাকে। ফেসবুক হল সারা বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম। আমরা চাইলে ফেসবুকে সারাবিশ্বের খোঁজখবর সহ তাদের সাথে কথা বলতে পারি ইচ্ছামত। ফেসবুকে হয়তো আপনি নানারকম গ্রুপ অথবা নানারকম পেজ দেখেছেন।

এককথায় ফেসবুকে আপনি ইউটিউব এর মত হাজার রকমের ভিডিও হয়তো বা দেখেছেন। আরে ভাই আমি নিজেও দেখেছি। আপনি কি জানেন এই ভিডিও আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম সম্ভব। এবং বর্তমানে খুব সহজে আপনি ফেসবুকে একটি পেজ তৈরি করার পর ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন।

পেজ থেকে ইনকাম শুরু কখন: ফেসবুক থেকে পেজের মাধ্যমে ইনকাম করার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করা যায়। এক হল ফেসবুক পেজ তৈরি করে সেখানে ইনস্ট্যান্ট আর্টিকেল লিখে আয় করা। দ্বিতীয় হল ফেসবুকের পেজে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার মাধ্যমে আয় করা। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ হিসেবে ভিডিও আপলোড করে আয় করা খুবই জনপ্রিয়।

আর চাইলে আপনিও ফেসবুকে ভালোভাবে একটা পেজ তৈরি করার পর সেখানে নিজের ভিডিও মানুষের উপকারী দরকারি আপলোড করে আয় করতে পারবেন। ফেসবুকে পেজ তৈরি করার পর যখন আপনার ফেসবুক পেজে 10 হাজার ফলোয়ার হবে বা আপনার ভিডিও দেখতে চাইবে তখন আপনি ইনকাম করতে পারবেন। পেজ থেকে ইনকাম করার শর্তাবলী:

আপনি যদি পেজ থেকে ইনকাম শুরু করতে চান তাহলে ফেসবুকের কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো পূরণ করে আপনি আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম শুরু করতে পারেন।
যেমন

১: গত দুই মাসের ভিতরে 10 হাজার ফলোয়ার।

২: 30 হাজার ঘন্টা ওয়াচ টাইম।

৩: প্রত্যেকটা ভিডিও তিন মিনিটের উপরে।

সাধারণত এই শর্তগুলো পূরণ করে আপনি খুব সহজেই ফেসবুক পেজ থেকে অনুমোদন নিতে পারবেন। অর্থাৎ মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে পারবেন। আপনার পেজটি মনিটাইজেশন হলেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে।তবে অবশ্যই পেজ থেকে ইনকাম করার পূর্বে তাদের নিয়মিত গাইডলাইন সম্পর্কে জেনে কাজ শুরু করবেন।

ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য তাদের শর্তাবলী ও নিয়ম-নীতি গাইডলাইন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা তাদের নিয়মিত গাইডলাইন মেনে কাজ করলে আপনি এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। তাই আপনি ফেসবুক থেকে চাইলেও অনলাইনে আয় করতে পারেন।

তাই বলে ভাববেন না ফেসবুক থেকে শুধু ভিডিও আপলোড করে ইনকাম করা যায়।ফেসবুক থেকে আরো নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে আয় করা যায় ঠিক আছে। আপনার ইচ্ছানুযায়ী আপনি ফেসবুক থেকে অনলাইনে আয় করতে পারেন।

ওয়েবসাইট তৈরি করে অনলাইনে ইনকাম

ওয়েবসাইট তৈরি করে ইনকাম: আপনারা হয়তো আমার এই আর্টিকেলটি একটা ওয়েবসাইটে দেখতে পারছেন। আপনি কি জানেন এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম সম্ভব। এমনকি আপনি চাইলেও একটি ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারেন।

বর্তমান সময়ে ওয়েবসাইট তৈরি করে ইনকাম পুরাতন হলেও অনেকটাই জনপ্রিয়। ওয়েবসাইট তৈরি করে প্রায় মাসে মাসে লাখ টাকার উপরে ও ইনকাম সম্ভব। এমনকি আপনি জেনে অবাক হতে পারেন যে, বর্তমানে একটি ওয়েবসাইট ফ্রিতে খুলে নিতে পারেন খুব সহজে। আপনি চাইলে ফ্রিতে ব্লগস্পট থেকে খুব সহজে ফ্রিতে একটি ওয়েবসাইট খুলে নিতে পারেন।

সেখানে আপনি আপনার ইচ্ছামত মানুষের দরকারি ও প্রয়োজনীয় কিছু ওয়েবসাইটে প্রতিনিয়ত দিবেন। যাতে প্রতিনিয়ত আপনার ওয়েবসাইট অন্যরা ভিজিট করে। তাহলে আপনি এই ওয়েবসাইট থেকে ইনকাম শুরু করতে পারবেন।

সাধারণত ওয়েবসাইট থেকে একভাবে ইনকাম করেনা। ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে। যেমন অন্যের বিজ্ঞাপন দেখে নিজের ইনকাম। অথবা আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারেন। তাছাড়া দেখবেন আমাদের বাংলাদেশের হাজার রকমের ওয়েবসাইট রয়েছে।

ওই ওয়েবসাইটে প্রতিনিয়ত লক্ষাধিক মানুষ ভিজিট করে। কেন তারা ওই সাইটে ভিজিট করে? তাদের দরকারি হয়তো প্রয়োজন বা ভালো লাগে তাই। তাই তারা প্রতিনিয়ত ঐসকল ওয়েবসাইটের আসে। আপনার একটি পরিকল্পনা করে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে। মানুষের উপকারের কথা ভেবে বা মানুষের দরকারি এই কথা ভেবে একটি ওয়েবসাইট এখনি খুলে নিন।

এবং ওয়েবসাইট থেকে ইনকাম শুরু করে দিন। ওয়েবসাইট থেকে ইনকাম শুরুটা অনেক কঠিন হতে পারে। না পারলে চেষ্টা করতে থাকুন দেখবেন এক সময় হয়ে যাবে। এক সময় আপনি সফল হয়ে যেতে পারেন ওয়েবসাইট তৈরি করেই। তাই আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারেন।

সর্বোপরি বন্ধুরা, আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। আর্টিকেলটি কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি! আর আমার আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি,,, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু।

The post অনলাইন থেকে ইনকাম করার সহজ ও জনপ্রিয় উপায় সমূহ 2021। appeared first on Trickbd.com.

ssc 21 এর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(7 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2021 এর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2021

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এর ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এর সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। KalerTech.com

Read More

36 gb bnglaink new offer

খোদা হফেজ।

The post ssc 21 এর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(7 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

VSCode দিয়ে যেকোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ রান করবেন যেভাবে

Posted:

VSCode কি?

VSCode অনেক পাওয়ারফুল একটা কোড এডিটর, এটার যে এক্সটেনশনগুলো আছে ঐগুলাই মূলত এটাকে আরো বেশি পাওয়ারফুল বানিয়েছে।

আজকের পোস্ট থেকে যা যা শিখতে পারবেন

তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি VSCode দিয়েই C, C++, Java, JS, PHP, Python, Perl, Ruby, Go, Lua, Groovy, PowerShell, CMD, BASH, F#, C#, VBScript, TypeScript, CoffeeScript, Scala, Swift, Julia, Crystal, OCaml, R, AppleScript, Elixir, VB.NET, Clojure, Haxe, Obj-C, Rust, Racket, Scheme, AutoHotkey, AutoIt, Kotlin, Dart, Pascal, Haskell, Nim সহ আরো অনেক প্রোগ্রামিং ল্যাংগুয়েজ রান করতে পারবেন।

যেভাবে VSCode দিয়ে যেকোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ রান করবেন

প্রথমেই VSCode এ Code Runner এক্সটেনশনটি এড করে নিবেন

তারপর, সেটিং থেকে Coderunner Terminal লিখে সার্চ দিয়ে Run in Terminal অপশনে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন।

[বিঃ দ্রঃ] যদি টিক মার্ক না দেন তাহলে কোড রান করার পর ইনপুট দিতে পারবেন না। আর এই সেটিংসটা করার পর একবার VSCode রিস্টার্ট দিয়ে নিবেন।

তাহলেই আপনি যেকোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ফাইল তৈরি করে রান করাতে পারবেন।

বুঝার সুবিধার্থে ভিডিও টিউটোরিয়াল

Newbie অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হবে এজন্য আমি একটা ভিডিও বানিয়েছি এ বিষয়ে, নিচ থেকে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওতে আমি কোড রান করে, ইনপুট নিয়ে দেখিয়েছি। পোস্টে ঐভাবে দেখানো অনেক সময়ের ব্যাপার।

পোস্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি এখনো কারো কোন সমস্যা থেকে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা নিচ থেকে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে যোগাযোগ করতে পারেন

 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★[Giveaway] নিয়ে নিন আজীবনের জন্য ক্যানভা প্রিমিয়াম (Edu) ফ্রিতেই!

★★নিয়ে নিন ১ মাসের জন্য SkillShare প্রিমিয়াম একদম ফ্রিতেই!

The post VSCode দিয়ে যেকোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ রান করবেন যেভাবে appeared first on Trickbd.com.

[HOT] ফেসবুকে যেকোনো সেলিব্রেটির পেজে আপনার পোষ্ট শো করান�� | How to Show Your Post On Celebrity Pages 2021��

Posted:

আজকের টপিকঃ যেকোনো সেলিব্রেটির ফেসবুক পেজে আপনার ফেসবুক পোষ্ট শো করানো। সো আর দেড়ি না করে চলুন শুরু করা যাক…

 

স্টেপ – ১

প্রথমেই FACEBOOK এ ডুকে যেকোনো প্রোফাইল টাইপ পেজ খুজে বের করুন। যেকোনো সেলেব্রেটির প্রোফাইল টাইপ পেজে আপনি আপনার পোষ্ট শো করাতে পারবেন। তবে ক্লাসিক লেআউটের পেজে শো করবেনা।

 

স্টেপ – ২

তারপর আপনার পেজ অপেন করুন। আপনার পেজটি নতুন হোক বা পুরাতন হোক, লাইক থাকুক বা না থাকুক, পেজ ক্লাসিক হোক বা প্রোফাইল টাইপ কোনো প্রবলেম নাই। আপনার পেজে ডুকে যেকোনো একটি পিক এডড করে যে সেলেব্রেটির পেজে পোষ্টটি শো করাবেন তাকে জাস্ট ম্যানশন/ট্যাগ করে দিন। [ @username or @[pagecode:] or Pic থেকে ট্যাগ করে নিন ]

 

স্টেপ – ৩

পোষ্ট হয়ে গেলে যেকোনো একটি ব্রাউজার অপেন করে ডেক্সটপ মোড অন করে আপনার ফেসবুক পেজে যান। তারপর আপনার করা পোষ্টটির তারিখ বা সময় ইডিট করে দিন। যেমনঃ আপনি যদি পোষ্ট করে থাকেন ৩১ আগষ্ট, তাহলে ইডিট করে সেটা ৩০ আগষ্ট করে দিন অথবা যদি পোষ্ট করে থাকেন দুপুর ১টায় তাহলে ইডিট করে সেটা সকাল ১০টা করে দিন।

 

স্টেপ – ৪ {প্রুভ}

যেহেতু আমি Shah Rukh Khan কে ট্যাগ করেছি সেহেতু তার পেজে আমার পোষ্টটটি শো করছে। বিলিব না হলে নিজে চ্যাক করে নিতে পারেন বা ভিডিও প্রুভ তো আছেই✌

 

বি.দ্রঃ অনেকের এটা জানা আছে আবার অনেকের জানা নাই, সাইটেও এইটা নিয়ে পোষ্ট নাই সেহেতু পোষ্টটা করা হয়েছে। কারো ভালো না লাগলে ইগনোর করতে পারেন, আর এটা কতোদিন কাজ করবে তারও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই😪


তো এই ছিলো আজকের পোষ্ট। যদি কেউ বুঝতে না পারেন তাহলে নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।

ভিডিও টিউটোরিয়াল

যোগাযোগঃ

The post [HOT] ফেসবুকে যেকোনো সেলিব্রেটির পেজে আপনার পোষ্ট শো করান💥 | How to Show Your Post On Celebrity Pages 2021🔥 appeared first on Trickbd.com.

কোরআন শরীফ শেখার সেরা অ্যাপ্লিকেশন? (উচ্চারণসহ অফলাইনে)

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কোরআন শরীফ শিখতে চাই প্রত্যেক মুমিন ব্যক্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন শরীফের গুরুত্ব অনেক। এ কুরআন শরীফ মানুষের জীবন পাল্টে দেয়। কুরআন শরীফ মানুষের আলোর পথ দেখায়। যারা মূলত কোরআন শরীফ শেখার জন্য ছোটাছুটি করছেন? কিন্তু সঠিক ভাবে শিখতে পারছেন না তাদের জন্য আমার আজকের আর্টিকেলটি। আশাকরি আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়বেন। এই আর্টিকেলে সাধারণত আমি একটি এপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এই অ্যাপ্লিকেশনে আপনারা কোরআন শরীফ পড়ার সকল টেকনিক্যাল পদ্ধতি পেয়ে যাবেন। কোরআন শরীফ পড়ার জন্য নানারকম নীতিমালা ও গাইড লাইন রয়েছে। আজকে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করতে যাচ্ছে অ্যাপ্লিকেশনে কোরআন শরীফ শেখার নিয়ম নীতি গুলো খুব সহজেই আপনি পেয়ে যাবেন। তো চলুন জেনে নেয়া যাক এই সম্পর্কে বিস্তারিত।

কোরআন শরীফ শেখার জন্য সেরা অ্যাপ্লিকেশন?

বর্তমানে এ অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয় তা লাভ করেছে। অ্যাপ্লিকেশনটির সবচেয়ে চমৎকার দিক হল উচ্চারণ সহ অফলাইনে অক্ষর গুলি দিয়ে রাখা হয়েছে। যেটা সত্যিকার অর্থে খুব চমৎকার একটি ব্যাপার।এমনকি এই অ্যাপ্লিকেশনটি আপনি সম্পূর্ণ অফলাইনে ব্যবহার করতে পারবেন।

অ্যাপ্লিকেশনটির নাম কি এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন?

যদিও আমি আগেই বলেছি অ্যাপ্লিকেশন খুবই জনপ্রিয় লাভ করছে। তাই আপনি যেকোনো জায়গাতেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। যেমন প্লে স্টোর থেকে এবং গুগল থেকে। যাইহোক অ্যাপ্লিকেশনটির নাম কি? এটা হয়তো জানার ইচ্ছা হচ্ছে তাই না!! অ্যাপ্লিকেশন টির নাম হল:: আরবি শিখি।

কোরআন শিখি এই অ্যাপ্লিকেশনটি সরাসরি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি চেনার জন্য নিজের ফটোটি দেখুন।

আশাকরি উপরের ফটো দেখে আপনি সহজেই চিনতে পারবেন অ্যাপ্লিকেশন টি। আর আপনারা যদি চান সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে তাহলে নিচের লিংকে ক্লিক করলেই সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

কোরআন শিখি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড

এই অ্যাপ্লিকেশনটি হোম পেজ টি নিচের ছবির মত দেখতে পারবেন।

কোরআন শরীফ শেখার নিয়ম নীতি গুলো খুব সহজেই এই অ্যাপ্লিকেশনে সাজানো রয়েছে চ্যাপ্টার হিসেবে।আপনি যদি প্রথম অধ্যায় ক্লিক করেন তাহলে নিচের ছবির মত দেখতে পারবেন।

প্রথম অধ্যায়ঃ আরবি অক্ষর গুলো খুব সুন্দর ভাবে দেওয়া রয়েছে।এবং আপনি যদি এই আরবি অক্ষরের উপরে ক্লিক করেন তাহলে, আরবি অক্ষরের উচ্চারণ হবে।সম্পূর্ণ অফলাইনে তার জন্য কোন ইন্টারনেট সংযোগ লাগবেনা। আপনারা চাইলে প্রতিটা অক্ষর এ ক্লিক করে উচ্চারণ শুনতে পারবেন।

তাছাড়া এই অ্যাপ্লিকেশনের আরো কিছু অধ্যায় রয়েছে কোরআন শরীফ শেখার জন্য। তারমধ্যে ফিচার ফটোর স্ক্রিনশটগুলো আমি নিচে দিয়ে দিলাম। ভালোভাবে লক্ষ্য করে দেখুন।






আশাকরি উপরের ফটোগুলো দেখে বুঝতে পেরেছেন অ্যাপ্লিকেশনটির ভিতরে কি কি রয়েছে। আগেই বলি আমি সবগুলোর অধ্যায় বা চ্যাপ্টার এর স্ক্রিনশট আপনাদের কাছে উপস্থাপন করিনি। তবে কিছু কিছু অধ্যায়ের স্ক্রীনশট আমি উপরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি।

সঠিকভাবে কুরআন শরীফ পড়ার বিধান!

আজকে আমি যে এপ্লিকেশনটি শেয়ার করলাম সেটা খুবই দারুণ কোরআন শরীফ শেখার জন্য। তবে আপনারা কেউই 100% অ্যাপ্লিকেশন এর উপর নির্ভর করবেন না। সহি ও সঠিক ও শুদ্ধ ভাবে কুরআন শরীফ পড়া উত্তম। তাই আপনারা আপনার বাড়ির পাশে অথবা মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে সহীহ শুদ্ধভাবে কোরআন পড়া শিখবেন।

অ্যাপ্লিকেশন থেকে আপনি কোরআন শরীফের নিয়ম নীতি ও গাইডলাইন পেয়ে যাবেন। নিয়ম-নীতিগুলো আপনারা অ্যাপ্লিকেশন থেকে পড়তে পারেন। তবে সহি ভাবে কোরআন শরীফ শেখার জন্য ইমাম যথেষ্ট। আপনি অ্যাপ্লিকেশন থেকে শেখার পরে ইমামের কাছে জেনে নিবেন শুদ্ধ ও সঠিক হয়েছে কিনা? তাহলে আশা করি আপনারা সহীহ শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে পারবেন খুব সহজে।

শেষ কথা!

সর্বোপরি বন্ধুরা আজকের আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না।আর আপনারা যদি কোরান শরীফ শুদ্ধ ভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনার পাড়ার অথবা মসজিদের ইমামের সহযোগিতা নিবেন। যাতে করে আপনার কোরআন শরীফ ভুল অথবা অশুদ্ধ না হয়। আজকের আর্টিকেলটি এই পর্যন্তই। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং কোরআন শরীফ শিখুন আল্লাহ হাফেজ।

The post কোরআন শরীফ শেখার সেরা অ্যাপ্লিকেশন? (উচ্চারণসহ অফলাইনে) appeared first on Trickbd.com.

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের “৬ষ্ঠ সপ্তাহের” অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন!!

Posted:

২০২১ খ্রিষ্টাব্দেরর এইচএসসি পরীক্ষার্থীদের "৬ষ্ঠ সপ্তাহের" অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৬ষ্ঠ সপ্তাহের জন্য, ১৬ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

রবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন

ধন্যবাদ

The post ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের "৬ষ্ঠ সপ্তাহের" অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন!! appeared first on Trickbd.com.

রোড টু সাক্‌সেস pdf বই download | Road to Success Bangla pdf

Posted:

সাহসীরা বলে Do or Die মানে হলো হলো হয়তো জীবনে বেচেঁ থাকতে হলে করো নয়তো মরে যাও, কিন্তু রোড টু সাকসেস বইয়ের লেখক সত্যজিৎ চক্রবর্তী আরো একধাপ এগিয়ে বলেন Do Before Die মানে মরার আগে করো। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত, আমরা কেউ ই সফলতা নিয়ে জন্মগ্রহণ করিনি। আজ যারা সফল, আমরা যাকে সফল ব্যাক্তি হিসেবে চিনি তারা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছে, তারা তাদের শ্রমের দ্বারা সফলতাকে ছিনিয়ে নিতে পেরেছেন। একারণেই লেখক বলেছেন মরতে তো হবেই, তার আগে তোমার নিজ কর্মে মনোযোগ দাও তাহলেই সফল হবে।

কোনো কাজ করতে গিয়ে যেসময় বাধার সম্মুখীন হন তখন, মন খারাপ করে বসে থাকেন, হতাশাগ্রস্ত হয়ে না খাওয়া ভুলে যান, রাতে ঘুমাতে গিয়ে কেদে বালিশ ভিজান তখন নিজেকেই সবচেয়ে বেশী দুঃখী লোক মনে হয় নিজের কাছে। আপনার মনে হতে পারে এ পৃথিবীতে একমাত্র আপনিই একমাত্র দুঃখী, আপনি দুঃখে আছেন আপনার চিন্তার কারনে, আপনার কর্মের কারনে। আজ যে অবস্থানে আছেন সেটা অতীতের কর্মের ফল, আপনি এখন থেকে মাত্র ৩ মাস কাজে ভালো করে মনোযোগ দিন এরপরে নিজের উন্নতি নিজেই টের পাবেন। অতীত আপনার হাতে নেই, কিন্তু ভবিষ্যৎ রয়েছে, এখন যেরকম শ্রম দিবেন কাজের প্রতি ঠিক সেরকম আউটপুটই পাবেন ভবিস্যতে।

আপনি যখন কোনো কাজ করেন তখন কেউ যদি এসে বলে তোমাকে দিয়ে এ কাজ হবেনা, তখন আপনি মনে করেন ঠিকই আমি এটা পারবোনা; আপনি মানসিকভাবে ভেঙে পড়েন আর তখন কাজটি আর আপনার দ্বারা হয় ও না। আপনি যখনই কোনো কাজে নামবেন তখনই একদল নেগেটিভ লোকেরা এসে নানারকম মন্তাব্যে করবে এটাই স্বাভাবিক। যারা লোকদের নিয়ে নেগেটিভ মন্তাব্যে করে তাদেরকে কবি বলেছেন নিন্দুক, আপনি কোনো কাজ করতে গেলেই যদি নিন্দুকদের মন্তাব্যে শুনে কাজে মন বসাতে না পারেন বা মানসিক ভাবে ভেঙে হতাশ হন তাহলে আপনি রোড টু সাকসেস pdf বইটি পড়ুন।

এ বইয়ে লেখক দেখিয়েছেন স্বপ্ন কিভাবে বুনতে হয়, কিভাবে স্বপ্নের পথে দৌড়াতে হয়, আপনার বন্ধুদের মধ্যে যারা বিভিন্ন নেশাগ্রস্ত তাদের কিভাবে প্রটেক্ট করবেন, সেই টেকনিক। সর্বশেষ ক্যারিয়ার নিয়ে কিছু কথা, ক্যারিয়ার প্লানিং, আত্মসমালোচনা, এবং সিভি সংক্রান্ত কিছু তথ্য উপস্থাপন করেছেন। চমৎকার একটি মোটিভেশনাল pdf বই।

বইয়ের নামঃ রোড টু সাক্‌সেস
বইয়ের লেখকঃ সত্যজিৎ চক্রবর্ত্তী
পৃষ্ঠা সংখ্যাঃ ১০৩ টি।
বইয়ের ধরনঃ ক্যারিয়ার উন্নয়ন
পিডিএফ সাইজঃ ৮ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download

আরো পড়ুনঃ 👇

১। টেন মিনিট স্কুলের all pdf বই download | 10 minute school All Pdf Book Free Download

২। Professors Current Affairs 2021 All Month Pdf Download | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স all pdf 2021

The post রোড টু সাক্‌সেস pdf বই download | Road to Success Bangla pdf appeared first on Trickbd.com.

যে ৩ টি কাজের জন্য আমাদের ঘরে বরকত আসে না ।

Posted:

আসসালামু ওয়ালাইকুম ।

প্রিয় Trickbd ভিজিটরগন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে এমন ৩ টি কাজ শেয়ার করবো এ ৩ টি কাজ যে ঘরে হয় সেই ঘরে কখনোই বরকত আসে না । অনেকেই বলে আমার ঘরে বরকত নাই , আয় রোজগার ভালো হয় না , হাজার হাজার টাকা উপার্জন করে কিন্তু কোনো না কোনো বিপদ লেগেই আছে । হয় কোনো মাসে বাচ্চাদের রোগব্যাধি বা কোনো মাসে দূর্ঘটনা না হয় বড় ধরনের ঝণের বোঝা লেগেই আছে । এমন কোনো সপ্তাহ নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না । আর এইসব কারণে ভালো আয় রোজগার এর পরেও মাস শেষে সংসারে অভাব অনাটন লেগেই থাকে ।

প্রিয় ভাই ও বোনেরা , আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায় । তাই আমরা সেইসব কাজ করে বসি যার ফলে আমাদের ঘরের বরকত থাকে না । তাই আমি আপনাদেরকে এমন ৩ টি কাজের বিষয়ে বলবো যে কাজের ফলে আমাদের ঘরসমূহের বরকত চলে যায় আর ফেরত আসে না । সেইসব কাজ হলোঃ

যে ৩ টি কাজের জন্য আমাদের ঘরে বরকত আসে না ।

১. মিথ্যা কথা বলা

যে ঘরের লোকজন মিথ্যাবাদী সেই ঘরের বরকত দূর হয়ে যায় । আর মিথ্যা এমন একটি অপরাধ যে মিথ্যা বলে সে নানান অপকর্মে লিপ্ত হতে পারে অনায়াসেই । আর এইসব গুনাহ এবং অপরাধের কারণে তার ঘর এবং জীবন থেকে বরকত চলে যায় ।

এক ব্যক্তি নবী করিম (সা) এর নিকট এসে আরোজ করলো , ইয়া রাসূলাল্লাহ আমি অনেক অনেক গুনাহ ছাড়তে চাই কিন্তু পারিনা । তখন নবী করিম (সা.) বললেন, তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও| তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে |

সে যখন মিথ্যা বলা ছেড়ে দিলো তখন আস্তে আস্তে তার সব কুঅভ্যাস তার থেকে বিদায় নিলো । সুতরাং মিথ্যা হলো সকল অপরাধের প্রথম পদক্ষেপ । তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে আপনি অনেক গুনাহ থেকে বেঁচে যাবেন এবং এরফলে আল্লাহ রাব্বুল আলামীন আপনার ঘরে অধের বরকত এবং রহমত নাজিল করবেন । সুবাহানাল্লাহ

২. আল্লাহ প্রদত্ত নেয়ামত এবং রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না ।

এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহর নেয়ামত তথা রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে ? বেয়াদবি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে এবং এই অপচয় যারা করেন তাদের ঘর থেকে বরকত চলে যায় । আজকাল এমন হাড়ে অপচয় বৃদ্ধি পেয়েছে যে যা ভাষায় প্রকাশ করা যাবে না । প্রয়োজন নেই তারপরেও স্বামীর উপরে একপ্রকার পেশার তৈরি করে অনেক বনেরাই প্রয়োজনের চেয়ে অনেক ড্রেস কিনে ঘর ভরিয়ে ফেলছে । এছাড়াও গৃহস্থালির খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার রান্না করা , অতএবপর তা বাসি পচে গেলে ফেলে দেয়া এছাড়াও অতিরিক্ত খরচ বাড়িয়ে দেয়া এগুলো অন্তত রকমের ভারি কুঅভ্যাস । আর এই কুঅভ্যাস এর কারণে ঘর থেকে আস্তে আস্তে বরকত উঠে যায় । তাই আমাদের প্রত্যেকের ঘর থেকে এই কুঅভ্যাস গুলো দূর করতে হবে । বিশেষ করে বিয়ে বাড়ীতে খাওয়ার পরে প্রত্যেকের প্লেটে রয়ে যায় অতিরিক্ত খাবার যার স্থান হয় নালা নরদ্ধমায় , অথচ কত মানুষ অভুক্ত আছে , আয়োজন হয় বেশি কিন্তু খাওয়া হয় কম আর অপচয় হয় বেহিসেবি । চাইলেই এই খাবার গুলো নষ্ট না করে , খাবার গুলো প্যাকেট করে পাঠিয়ে দেয়া যায় গরীবদের মাঝে । সেই উদ্দ্যাগও আমাদের দেশে দেখা যায় না । তার ফলে আমাদের ঘর থেকে বরকত উঠে যায় । আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকল ভাই ও বোনদের এই বিষয়গুলো এড়িয়ে চলার তৌফিক দান করুক আমীন ।

৩. নামাযে অবহেলা করা ।

যারা নামায না পড়ে আয়রোজগার কামনা করে তারা মূলত বোকার সাম্রাজ্য বাস করছে । যে ঘরে নামায নাই সেই ঘরে যতই আয়রোজগার করোনা কেন বরকত থাকবে না ।

রাসূলে পাক ( সা. ) বলেছেন , ফজরের নামাজ মানুষের আয় উপার্জনের বরকত দান করে ||

অন্য একটি হাদিসে আছে ,

পাঁচ ওয়াক্তে নাজাযে পাঁচটি ফজিলত
১. ফজরের নামায না পড়লে চেহারার উজ্জলতা নষ্ট হয়ে যায় ।
২. জোহরের নামায না পড়লে রুজির বরকত কমে যায় ।
৩. আসরের নামায না পড়লে শরীরের শক্তি কমে আসবে ।
৪. মাগরিবের নামায না পড়লে সন্তানদি কোনো উপকারে আসবে না ।
৫. এশারের নামায না পড়লে নিদ্রায় পরিতৃপ্তি হবে না ।

আল্লাহ রাব্বুল আলামীন নামাযের মাধ্যমে আমাদের ঘরে বরকত আনার তৌফিক দান করুন । অবশেষে আমরা ঘরের বরকত ধরে রাখতে মিথ্যা পরিত্যাগ করি । আল্লাহ আমাদের নামায পড়ার তৌফিক দান করুন এবং খাবার অপচয় থেকে আমাদের রক্ষা করুন । আমিন ।

পোস্ট টি প্রথম প্রকাশিত হয় DeshTunes

আরো পড়ুনঃ

Instant index Api Key Setup in Bangla

5 Best Pink Gaming Chairs of 2021

The post যে ৩ টি কাজের জন্য আমাদের ঘরে বরকত আসে না । appeared first on Trickbd.com.

এক অ্যাপ এই খেলুন একসাথে ১৮ টি গেমস।আলাদা করে ১৮ টি গেম ইন্সটল করতে হবেনা আর।

Posted:

 

 

আসসালামু আলাইকুম, কেমন আছেন ? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি "একের ভিতর আঠার গেম রিভিউ। 18 in One game review . এর রিভিউ দিবো ।
প্রথমে জেনে নিই যে এক অ্যাপের ভিতর কি কি গেম থাকবেঃ

  • Bubble Pop
  • Call Break
    Carrom
    Chatai
    Color Sort
    Dot and Box
    Drop Balls
    Hazari
    Huntsman
    Ludu
    Nine Cards
    Park Hero
    Poker
    Rummy
    Sholo Guti
    Teen Patti
    Tic Tac Toe
    Twenty Nine

এবার জেনে নিন যে গেম কথা থেকে ডাউনলোড করবেনঃ

〉প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন "Adda : Rummy , 29 card game , 3 Patti , CallBreak" লিখে প্রথমে যেটি পাবেন সেটি ডাউনলোড করবেন অথবা পাশে থাকা ডাউনলোড এ ক্লিক দিন ⇒Download

এবার রিভিউ শুরু করা যাকঃ


1.Bubble Pop


এই গেম টি আপনি প্লে-স্টোরে Bubble Shooter নামে আলাদা ভাবে আছে । এই অ্যাপ ব্যবহার করলে আর আলাদা ভাবে Bubble Shooter গেমটি ইন্সটল করা লাগবে না।

2. Call Break

এটি একটি জনপ্রিয় গেম । Callbreak Multiplayer নামে প্লে-স্টোরে পাবেন ।

3. Carrom


এটিও একটি জনপ্রিয় গেম । সাধারণত আপানরা এই গেমটি সরাসরি খেলে থাকেন আবার প্লে-স্টোর থেকেও আলাদা ভাবে ইন্সটল করে খেলেন। এই অ্যাপ ব্যবহার করলে আর আলাদা ভাবে Bubble Shooter গেমটি ইন্সটল করা লাগবে না।

4. Chatai

5. Color Sort
এই গেম টি প্লে-স্টোরে Water Sort Puzzle নামে পাবেন।

6. Dot And Box
এই গেমটি আপনারা অনেকেই খাতায় ঘর কেটে খেলেছেন, এখন থেকে Adda অ্যাপের মাধ্যমে খেলতে পাবেন।

7. Drop Balls
এই গেম সম্পর্কে তেমন ধারণা নাই , আপনারা খেলে দেখতে পারেন।

8. Hazari

9.Huntsman

 

 

10. Ludu
লুডু একটি জনপ্রিয় গেম। এটার খেলার জন্য আপনারা আলাদা গেম ডাউনলোড করেন , এই অ্যাপ ব্যবহার করলে তো আর আলাদা গেম ডাউনলোড করার দরকার নাই।

11. Nine Card

12. Park Hero
এটি গাড়ি পার্ক করা গেম

13.Poker

 

14. Rummy

15. Sholo Guti
দারুন একটা গেম

16. Teen Patti
অনেকেই টাকা দিয়ে এই গেমটি খেলে থাকেন।

17. Tic Tac Toe
এটিও একটি মজাদার গেম। অনেকে খাতায় দাগ টেনে খেলে থাকেন।

18. Twenty Nine

এই ১৮ টা গেমের মধ্যে কিছু গেম সম্পর্কে ধারণা কম থাকায় তেমন ভালো রিভিউ দিতে পারলাম না, আপনারা খেলে দেইখেন আর পারলে কমেন্টে রিভিউ দিয়েন আমি পোস্টে অ্যাড করে দিবোনি।

সবরকম ট্রিক পেতে ঘুরে আসুন আমাদের সাইটে

ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

The post এক অ্যাপ এই খেলুন একসাথে ১৮ টি গেমস।আলাদা করে ১৮ টি গেম ইন্সটল করতে হবেনা আর। appeared first on Trickbd.com.

ssc 22 এর রসায়ন অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ssc 2022 এর রসায়ন ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of ssc 2022

রসায়ন এর ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

রসায়ন এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

এই সাইটে প্রতিদিন বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড যেমন(Gp Internet Offer, Banglalink Internet Offer, Robi and Airtel Offer, App Review, Android Trick, Tech News and Education Guidelines) দেয়া হয়। চাইলে ভিজিট করতে পারেন। bdtechtuner.com

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রচনা

খোদা হফেজ।

The post ssc 22 এর রসায়ন অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(6th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments