জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি রানার গেম এই গেমটি একবার খেললে বারবার খেলতে চাইবেন |
- জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি রানার গেম এই গেমটি একবার খেললে বারবার খেলতে চাইবেন
- কিয়ামত কিভাবে সংঘটিত হবে?
- এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের “পৌরনীতি ও সুশাসন” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File!
- পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বের ঘটনা সমূহ?
- SSC এর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See]
- হাতে কলমে HTML। একদম নতুনদের জন্যে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পুর্ন ফ্রি।
- কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড তৈরি করলেন রক্তিম আশরাফুল
- আপনার জীবনে এই পাঁচটি অভ্যাস প্রয়োগ করে জীবনকে বদলে ফেলুন
- IObit MacBooster 8 PRO , 6 মাসের জন্য Free License
- Paid course ফ্রতে নিয়ে নিন [ expire soon]
জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি রানার গেম এই গেমটি একবার খেললে বারবার খেলতে চাইবেন Posted: আস্সালামু আলাইকুম প্রিও trickbd বাসি আপনারা সবাইকেমন আছে। জাভাতে খেলুন দারুন একটি অ্যাকশন গেম গেমটি একবার খেললে বার বার খেলতে চাইবেন। The post জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি রানার গেম এই গেমটি একবার খেললে বারবার খেলতে চাইবেন appeared first on Trickbd.com. |
Posted: আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই পৃথিবী চিরদিনের জন্য নয়।এই পৃথিবী পরীক্ষাস্বরূপ মহান আল্লাহ রাব্বুল আলামীন বানিয়েছেন।মানুষ যেমন মরণশীল প্রত্যেক প্রাণী যেমন মরণশীল ঠিক তেমনি পৃথিবীও মরণশীল। সুন্দর এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে এক সময়। এই সময়টা শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভাল জানেন কখন পৃথিবী ধ্বংস হবে। কিয়ামত সংঘটিত হবে তখন যখন কোন লোক আল্লাহর ইবাদত করবে না। আল্লাহ নাম বলার কোন লোক খুঁজে পাওয়া যাবে না। তখন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত কিভাবে শুরু হবে?![]() মানুষ সহ প্রত্যেক প্রাণীই যেমন মরণশীল ঠিক তেমনিভাবেই পৃথিবীও মরণশীল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন সবকিছু সৃষ্টি করেছেন ঠিক তেমনি ভাবে একদিন ধ্বংস করে দিবেন।তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউই জানেনা কিয়ামত কখন সংঘটিত হবে। হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা শিংগায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহর আদেশে বসে আছে।মহান আল্লাহ রাব্বুল আলামীনের আদেশ পাওয়া মাত্রই শিংগায় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন : কেয়ামত যখন শুরু হবে তখন কেউ যদি খাওয়া দাওয়ার জন্য তৈরি হয় তখন সে খাওয়া-দাওয়া শেষ করতে পারবে না। কেউ যদি দুধ দোহন করে সে দুধ পান করার আগেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে সে দুধ পান করতে পারবে না। কেউ যদি কোন কাজ শুরু করে সে কাজ শেষ হওয়ার আগেই কেয়ামত শুরু হয়ে যাবে। আমরা কেউই জানিনা কিয়ামত কখন হবে। এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি জানতেন না কিয়ামত কখন হবে। তবে কোন এক জুমার দিন মহান আল্লাহ রাব্বুল আলামীনের আদেশ পাওয়া মাত্রই ইসরাফিল আলাইহি সালাম শিংগায় ফুৎকার দিবেন। কোন এক শুক্রবারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদেশ দিবেন। ইসরাফিল আলাইহি সালাম প্রথম চিৎকার দিলে কোন এক লোক প্রথমে শুনতে পারবে। শোনার জন্য আরো বেশি শুনতে চাইবে শোনার সাথে সাথে সে বেহুঁশ হয়ে যাবে। অতঃপর সকল মানুষই কিয়ামতের ফুৎকার শুনতে গিয়ে বেহুঁশ হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামীন শিশিরের ন্যায় বৃষ্টি বর্ষণ করবেন। অতঃপর সকল মানুষই জ্ঞান ফিরে পাবে। তারপর ইসরাফিল আলাইহি সালাম আবার ফুৎকারে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে বলেন: শিঙ্গায় ফু দেওয়া হবে অতঃপর আসমান ও জমিনে সকলে বেহুঁশ হয়ে যাবে। তবে আল্লাহ যাকে ইচ্ছা করবেন সে ব্যতীত। অতঃপর আবার সিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে। তখন তাঁরার দন্ডায়মান হয়ে দেখতে থাকবে। এই আয়াতটি রয়েছে সূরা আয-যুমার 68 নম্বর আয়াতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : আমি কীভাবে শান্তিতে থাকবো। ইসরাফিল আলাইহি সাল্লাম ফেরেশতা সিঙ্গায় মুখে নিয়ে কান পেতে আল্লাহর আদেশের অপেক্ষা করছে। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই মাত্রই শিঙ্গায় ফুৎকার দিবেন এবং কিয়ামত শুরু হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেছেনঃ কেয়ামত খুবই কঠিন ও ভয়ঙ্কর। ক্বিয়ামত সংঘটিত হলে আসমান ও জমিনের সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আল্লাহর নাম বলার কোন লোক পাওয়া যাবেনা। কেয়ামত সংঘটিত হবে শুক্রবারে অর্থাৎ জুমার দিন। মৃত্যুর ফেরেশতা আল্লাহর কাছে এসে বলবে হে আল্লাহ পৃথিবীর সকলেই মরে গেছে। আল্লাহ তাআলা বলবেন অবশিষ্ট আর কে আছে। আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন তাদের কেউ মৃত্যুবরণ করতে হবে। তারা সকলেই মারা যাবেন। মৃত্যুর ফেরেশতা আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ তারা সকলে মারা গেছে।আল্লাহতালা আবার জিজ্ঞাসা করবেন অবশ্য কেউ আছে কি আর। তখন ফেরেশতা বলবেন আমি বাকি আছি। আল্লাহ তাআলা বলবেন তুমি তোমার মাখলুকাত তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তখন মৃত্যুর ফেরেশতা ও সহ সকল ফেরেশতারা যাবেন। আসমান জমিনে কোন কিছুই অবশিষ্ট থাকবে না একমাত্র মহান আল্লাহ্ রাব্বুল আলামিন ব্যতীত। যখন সবকিছু ধ্বংস এবং সবকিছু শেষ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও যমীনকে নিজ হাতে গুটিয়ে নিবেন। এবং বলবেন দুনিয়ার রাজা বাদশারা কোথায়। কি কথা তিনি তিনবার বলবেন জবাব দেওয়ার কোন লোক থাকবে না তিনি উত্তরে বলবেনঃ আমি প্রতাপশালী আমি অহংকারী। The post কিয়ামত কিভাবে সংঘটিত হবে? appeared first on Trickbd.com. |
এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের “পৌরনীতি ও সুশাসন” অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File! Posted: চলতি বছরের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ ০৯ সেপ্টেম্বর ২০২১ ইং। ২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে ৭ম সপ্তাহের জন্য বাংলা ও ইংরেজি ভার্সন মিলে ২৪ টি বিষয় এর অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে। (বাংলা ভার্সন ১৪ টি বিষয় এবং ইংরেজি ভার্সন ১০ টি বিষয়) আছকে বাংলা ভার্সন এর "পৌরনীতি ও সুশাসন" অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন! পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট এর উত্তরপৌরনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্ট এর সমাধান PDF
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিনAirtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিনরবি সিমে ফ্রি 1GB নিয়ে নিন
টেকনিক্যাল বিষয়ে যে কোনো কিছু জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলধন্যবাদThe post এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম সপ্তাহের "পৌরনীতি ও সুশাসন" অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন Pdf File! appeared first on Trickbd.com. |
পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বের ঘটনা সমূহ? Posted: আসসালামুআলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ । কেয়ামত কবে হবে সেটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভাল জানেন। এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেও জানতেন না কিয়ামত কবে হবে। তবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে কিয়ামত আসার আগে কি কি আলামত দেখা যাবে। আজকেরে আর্টিকেলে আমরা কেয়ামত আসার আগে কি কি ঘটনা পৃথিবীতে ঘটবে এ বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ হাদিস এবং কুরআন অনুযায়ী আমরা আর্টিকেলটি শুরু এবং শেষ করতে চাই। তাই আর্টিকেলের শুরুতেই মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল। লোকেরা চুল রং করবে কাল রং দিয়ে। কিয়ামতের অন্যতম আলামত হিসেবে ধরা হয়েছে এই আলামত টি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: যতক্ষণ না লোকেরা তাদের চুল কালো রঙের পরিবর্তন করবে ততক্ষণ কিয়ামত হবে না। মেহেদী অথবা লাল জাতীয় রং দিয়ে চুল রাঙানো সুন্নত। কিন্তু কিয়ামতের পূর্বে লোকেরা নিজেদের চুল কালো রং দিয়ে রাঙাবে। এখন আপনি নিজেই বলুন এই আলামত টি বর্তমান সমাজে দেখা যায় কিনা? এই আলামত টি আমাদের নবী ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রায় ১৫০০ বছর আগে। যেটা আমরা বর্তমানে প্রকাশ হচ্ছে সেটা দেখতে পারছি। এই হাদীস দ্বারা প্রমাণিত হয় কেয়ামত নিকটবর্তী। এ হাদীসটি আপনারা পাবেন: বুখারী শরীফে এবং আবু দাউদ হাদিসে। ভূমিকম্প বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: কিয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প দুনিয়াতে দেখা দিবে। যতক্ষণ না ভূমিকম্প বৃদ্ধি পাবে ততক্ষণ কেয়ামত সংঘটিত হবে না। বর্তমানে আমরা যেখানে সেখানে এই ভূমিকম্পের কথা শুনে থাকি। তাছাড়া 2004 অথবা পাঁচ সালের ভিতর কোন কোন অঞ্চলে সুনামির ভূমিকম্প হয়েছিল। সারা বিশ্বের ভিতরে এটি ভাইরাল হয়ে রয়েছে। আপনারা চাইলে এই ঘটনা বিস্তারিত ইউটিউবে পেয়ে যাবেন সার্চ দিলেই। কিয়ামতের নিকটবর্তী হওয়ার পূর্বে অবশ্যই ভূমিকম্প বৃদ্ধি পাবে। এ হাদীসটি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। এই হাদীসটি আপনারা পাবেন সহি বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে। ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার দিকে ব্যবসা-বাণিজ্য ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। অর্থাৎ স্বামীর ব্যবসা-বাণিজ্য স্ত্রীলোকেরা ও সামলাবে। বর্তমানে আমরা দেখতে পাই গ্রাম অঞ্চল অথবা শহর এলাকায় মহিলাদের কাজকর্ম। যেকোনো জায়গায় মহিলারা নিজের স্বামীর সহযোগিতার জন্য ব্যবসা-বাণিজ্যে যোগদান করে। এমনকি একে অপরের সাথে প্রতিযোগিতা করে ব্যবসা-বাণিজ্যে নারীদের কর্মকাণ্ড। নবী স্পষ্টভাবে বলেছেন সেই জামানার এর লোকেরা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। যতদিন না তার সংগঠন হবে ততদিন কিয়ামত হবে না। এই আলামত দ্বারা আমরা বুঝতে পারি কিয়ামত অনেক নিকটে আমাদের কিন্তু আমরা বুঝতে পারছি না। দুনিয়ার লোভ-লালসা এবং মায়াজাল আমাদেরকে ঘিরে রেখেছে। কৃপণতা বৃদ্ধি পাবে। আলামতটি কিয়ামতের অন্যতম আলামত হিসেবে ধরা হয়েছে। নবী বলেন কিয়ামতের পূর্বে অবশ্যই কৃপণতা বৃদ্ধি পাবে। দুনিয়াতে কৃপণতা বৃদ্ধি না পেলে কেয়ামত হবে না। এই আলামত টি বিশ্বের সব জায়গায় দেখা যায়। একবার চিন্তা করুন তো আমাদের নবী এই হাদীসগুলো চৌদ্দশ বছর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন। যেটা বর্তমান সময়ে সকল ভবিষ্যৎ বাণী গুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। এই নবীর সুন্নত এবং আদেশ-নির্দেশ গুলো আমরা মানতে চায় না। আমাদের জন্য আমাদের নবী তার নিজের চিন্তা বাদ দিয়ে আমাদের কথা ভাবতেন সব সময়। তাই আসুন আমরা এই নবীর আদর্শ অনুযায়ী জীবনটা কাটিয়ে দিই। সুন্নতি আমল পালন করবে না। আমাদের নবী বলেছেন তোমরা যখন মসজিদে যাব তখন বসার পুর্বে অবশ্যই দুই রাকাত নামাজ পড়বে। এই নির্দেশটি নবী সল্লালাহ সালাম দিয়েছেন আমাদের সুন্নত হিসেবে। আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব এই আমলটি। নবী সাল্লাল্লাহু ইসলাম আরও বলেন,,, কিয়ামতের পূর্বে সুন্নতি আমল কিছু লোক ছাড়া কেউ করবে না। খুব কম সংখ্যক লোক নবীর সুন্নত পালন করবে এবং বেশিরভাগ লোকই নবীর সুন্নত পালন করবে না। এই আলামত টি বর্তমান সময়ে দেখতে পারছি। কিয়ামতের আলামত হিসেবে এই আলামত টি অন্যতম একটি আলামত। এই হাদীসটি আপনারা পাবেন,,, মুসলিম শরীফের মুফাসসিরের নামাজ অধ্যায়ে। আরব দেশে নদী-নালা গাছপালা বৃদ্ধি পাবে। এ আলামত সম্পর্কে নবী বলেন,,, কিয়ামতের পূর্বে অবশ্যই আরব দেশে নদী-নালা গাছপালা দেখা মিলবে। যতক্ষণ না এ আলামত টি প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। বর্তমান আরব দেশে খুব কম পরিমাণ গাছপালা রয়েছে, যেটা কিয়ামতের পূর্বে অবশ্যই নদী-নালা গাছপালা সহ সব কিছুতেই ভরপুর হয়ে যাবে। এ হাদীসটি আপনারা পাবেন মুসলিম শরীফের কিতাবুয যাকাত অধ্যায়ে। আর্টিকেল এর শেষ কথা The post পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বের ঘটনা সমূহ? appeared first on Trickbd.com. |
SSC এর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See] Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির। Answer Of 1 Subject Of SSC 2021 ভূগোল ও পরিবেশ এর ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান ভূগোল ও পরিবেশ এর সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন। এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। . আমাদের সাইটে প্রতিনিয়ত নানা রকম tips নিয়ে পোস্ট করা হয়।আশা করি সবাই আমাদের সাইট টি ভিসিট করুন। Downloadaep.com আরো পড়ুনYouTube এ আপনি কি নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন দেখে নিন কিভাবে কাজ করলে আপনিও সফল হবেন। কেনো আপনি ভালো ইন্টারনেট গতি পান না?? দেখে নিন কিভাবে বাড়াবেন আপনার ইন্টারনেট গতি!! তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ। খোদা হফেজ। The post SSC এর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(8 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com. |
হাতে কলমে HTML। একদম নতুনদের জন্যে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পুর্ন ফ্রি। Posted: what is HTML পোস্ট শুরু করার আগে বলে রাখি, এই পোষ্ট টি শুধুমাত্র নতুনদের জন্যে। অতএব, আপনি যদি এইচটিএমএল সম্পর্কে আগে থেকেই জেনে থাকেন, তাহলে এই পোষ্ট আপনার জন্যে নয়। এখন আসি এইচটিএমএল শিখা নিয়ে। এইচটিএমএল মূলত অনেক গুলো ট্যাগের সমষ্টি। আপনি যদি এইচটিএমএল এরtag গুলো ভালোভাবে জানেন, তাহলে আপনার এইচটিএমএল শিখা সম্পন্ন হয়ে যাবে। what i need to learn htnlএইচটিএমএল শিখতে প্রথমত আপনার প্রয়োজন প্রবল ইচ্ছা শক্তি এবং অধ্যবসায়। কারণ, ইচ্ছা না থাকলে আপনি শিখতে পারবেন না। আর অধ্যবসায়ী না হলে আপনাকে হতাশা গ্রাস করে নিবে। এর কারন হলো, আপনি যখন কোড লিখবেন তখন আপনার শতশত ভূল হতে পারে। ঐসময় আপনি যদি ভেঙ্গে পড়েন তাহলে আর শেখা হয়ে উঠবে না। অতএব, আপনাকে অবশ্যই প্রবল ইচ্ছা শক্তির অধিকারী হতে হবে এবং সাথে অধ্যবসায়ী ও। How to learn html আপনি বিভিন্ন ভাবে এইচটিএমএল শিখতে পারেন। আপনি এখন খুব সহজেই YouTube থেকে এইচটিএমএল শিখতে পারবেন। সত্যি কথা বলতে বর্তমানে এমন কোন ভিডিও নেই যেগুলো আপনি ইউটিউবে পাবেন না। তার পাশাপাশি রয়েছে গুগল। যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কোড গুলো জেনে নিতে পারবেন এবং সুবিধা ভোগ করতে পারবেন। helpful sourceআপনি w3schools থেকে একদম শূণ্য থেকে এডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। এখানে সবকিছু ধারাবাহিকভাবে উল্লেখ করা আছে। এছাড়াও, sololean ও খুব কার্যকরী। আপনি চাইলে আমাদের মাতৃভাষায় ও শিখতে পারেন এইচটিএমএল। free support for beginerউপরের টিপসগুলো ফলো করলে আপনারা খুব সহজেই এইচটিএমএল শিখতে পারবেন। এছাড়াও আপনাকে সাহায্য করার জন্য আছে ইউটিউব এবং গুগল। তার পরেও যারা জানেন না কিভাবে শুরু করবেন,কোথা থেকে শুরু করবেন এবং একেবারেই যারা নতুন তাদের জন্যে রয়েছে একটি what’s app group. যেখানে আমি নিজে হাতে কলমে ধরে ধরে শিখানোর চেষ্টা করে থাকি। আবার ও বলছি, গ্রুপটা মূলত একেবারে যারা নতুন আছেন তাদের জন্য। গ্রুপে প্রথমত এইচটিএমএল এবং পরে সিএসএস শেখানো হবে। ইনশাআল্লাহ্। অতএব, আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে যুক্ত হতে পারেন। ধন্যবাদ। লিঙ্ক কাজ না করলে, The post হাতে কলমে HTML। একদম নতুনদের জন্যে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পুর্ন ফ্রি। appeared first on Trickbd.com. |
কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড তৈরি করলেন রক্তিম আশরাফুল Posted: কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড "অক্ষর"কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড অ্যাপ অক্ষর (Okkhor) তৈরি করলেন রাজশাহীর ছেলে রক্তিম আশরাফুল, যার সাহায্যে আপনি যেকোনো জায়গায় বাংলা ভয়েস টাইপিং করতে পারবেন। কম্পিউটারের যেখানে টাইপ করা প্রয়োজন সেখানে কার্সর রেখে মুখে বললেই টাইপ হয়ে যায় বাংলা অক্ষর। কে এই রক্তিম আশরাফুল?রক্তিম আশরাফুল বর্তমানে রাজশাহী পলিটেকনিকের কম্পিউটার ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারে পড়াশোনা করছেন। নিজেকে দক্ষ করেছেন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে এবং এই দক্ষতা ব্যাবহার করে শখের বসে তৈরি করছেন নানা প্রজেক্ট। যেভাবে অক্ষর এপটি ডাউনলোড করবেনঅক্ষর অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমেই চলে যান এই লিংকে=> https://okkhor.roktimashraful.com/ তারপর Download Now বাটনে ক্লিক করার ৫ সেকেন্ডের মধ্যে এপটি ডাউনলোড হতে শুরু করবে যেভাবে অক্ষর অ্যাপটি ব্যাবহার করবেনঅক্ষর অ্যাপটি কিভাবে ব্যাবহার করবেন এ বিষয়ে Tech Help BD এর ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ টিউটোরিয়াল দেয়া আছে। নিচ থেকে ভিডিওটি দেখে আপনারা এপটি Perfectly ইউজ করতে পারবেন পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com ওয়েবসাইটে ★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ★★নিয়ে নিন FootStep কাউন্ট করার জন্য সেরা অফলাইন অ্যাপ! The post কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড তৈরি করলেন রক্তিম আশরাফুল appeared first on Trickbd.com. |
আপনার জীবনে এই পাঁচটি অভ্যাস প্রয়োগ করে জীবনকে বদলে ফেলুন Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । পাঁচটি অভ্যাসে জীবনকে বদলে ফেলুন![]() আমাদের জীবনে যা যা ঘটে তার পেছনে একটা কারণ আছে। আর সেই জন্যেই আমাদের সাথে ভালো মন্দ ঘটনা ঘটে। আর যে কারণে ঘটে সেটা আর কিছুই নয় বরং আমাদের অভ্যাস। এই অভ্যাস টাই আমাদের লাইফে সাকসেস এবং ফেইলর এনে দেয় খুব কমই মানুষ আছে যারা জীবনে সফল হতে পারে। কারণ তাদের অভ্যাস থাকে বেশ গুরুত্ব দেয়। আজ আমি লাইফে সাকসেস এনে দিতে পারে এমন পাঁচটি অভ্যাসের কথা আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো ব্রায়ান ট্রেসি তার লেখা বিখ্যাত বই Million Dollar Habits এ বিস্তারিতভাবে বলেছেন। Habit-1: High Self Concept…. কেউ আপনাকে আশীর্বাদ বা সাবাস দিলে আপনার কনফিডেন্স যেমন বেড়ে যায় তেমনি কেউ আপনাকে একটা খারাপ কথা বললে বা রিঅ্যাকশন দিলে আপনার কনফিডেন্স কমে হয়ে যাবে এটাই স্বাভাবিক। জীবনে পজিটিব এবং নেগেটিভ দুটি প্রভাব পড়ছে।ধরা যাক আমাদের ব্রেইনের কম্পিউটার এবং self-concept এর মাস্টার প্রোগ্রাম যা ব্রেনের অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে। Self Concept এ আমাদের কাজ ভাবনা এবং অর্জন গুলো নির্ভর করে। কারণ জীবনে ততটুকু অর্জন করতে পারবেন যত টুকু self-concept সে ব্যাপারে আপনার ব্রেইন কে সাপোর্ট করবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি যদি কোনো স্টেজে বক্তৃতা দিতে সাহস না পায় তার মানে আপনার Self কনসেপ্ট আপনাকে পারবেনা বলে ভয় দেখাচ্ছে। কিন্তু আপনি যদি নিজে একবার সাহস করে ফেলেন তবে দেখবেন সেটা আপনার self-concept গ্রহণ করছে এবং আপনি পাচ্ছেন। আপনি যদিও এই ব্যাপারে অভ্যস্ত নন। তাই নিজের ধারণাকে হাই রাখতে হবে এবং এতে করে কঠিন কাজ সহজ হয়ে যাবে। Habit-2: Self Discipline…. ডিসিপ্লিন নিয়ে সব সময় সবার নেগেটিভ ধারণা থাকে। কারণ ছোটবেলা থেকে বেশির ভাগ ডিসিপ্লিন জোর করে শিখানো হয়। তবে সত্যিকার অর্থে পৃথিবীতে যেন অনেক কিছু অর্জন করেছেন তারা ডিসিপ্লিন মানতেন। Self Discipline কেন প্রয়োজন তার ব্যাখ্যা হলো self discipline এমন একটি শক্তি সামর্থ্য যা তোমার কি করা দরকার কখন করা উচিত তোমাকে সেটা করতে সাহায্য করে। যদিও সেই কাজ করতে তোমার মন চায় বা না চায় এতে কিছু আসে যায় না। ধরা যাক আমি প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করব বলে ভাবছি কিন্তু করছি না। এর জন্য যতই মোটিভেশনাল ভিডিও বা আর্টিকেল পড়ি তার চেয়ে বেশি কাজ করবে Self Discipline.. কারণ মোটিভেশন দেখে একদিন এক সপ্তাহ ঠিক ব্যায়াম করব। কিন্তু তারপর যা ছিল তাই। কিন্তু Self Discipline আমাকে সারাজীবন কাজ করতে সাহায্য করবে। এতে করে সেলফ কনফিডেন্স বেড়ে যাবে। তাই Self Discipline আমাদের সকল কাজ করতে সাহায্য করে এবং আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। তাই সবার নিজস্ব নিয়মে তৈরি করে চলা প্রয়োজন। Habit-3: Feel Mind With Mental Protein… আমাদের স্বাস্থ্যের মতো আমাদের মনের ও প্রোটিন প্রয়োজন। তবে এই প্রোটিন খাবার প্রোটিন নয় বরং এমন একটা জিনিস যা মন দিন রাত নিতে থাকে। অবশ্য এটাকে নরমালি ইনফর্মেশন অথবা নলেজ বলে। এই নলেজ এবং ইনফরমেশন সব সময় পজিটিভ দেওয়া উচিত নাকি নেগেটিভ। যদি আপনি আপনার মনকে পজেটিভ ইনফরমেশন দেন তবে আপনার মন আপনাকে সকল কাজে পজিটিভলি সাহায্য করবে। আর যদি বিভিন্ন আনঅফিসিয়াল মিডিয়ার মত নেগেটিভ ইনফরমেশন দেন তবে আপনার কি হবে ভাবুন। যেমন আপনি এই মুহূর্তে এই আর্টিকেলটি পড়ছেন আপনার পজেটিভ ইনফর্মেশন গেইন করার জন্য আবার অন্যদিকে অন্য কেউ এই আর্টিকেল বাদ দিয়ে অন্য একটি অপ্রয়োজনীয়’ আর্টিকেল পড়ছে যেটা কখনো তার কাজে আসবে না এবং সেটা সে দেখছে কন্টিনিয়াসলি আসে তার মনকে নেগেটিভ ইনফর্মেশন দিচ্ছে। এবার আপনি ভাবুন কোনটা বেটার। তাই সাকসেসফুল হতে হলে মারকেটিং ইনফর্মেশন মানে প্রোটিন নিতে হবে। Habit-4: Daily Goal Setting… আমাদের জীবনের সময় খুব গুরুত্বপূর্ণ। যদিও আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করিনা। তবে জীবনে সাকসেস করতে হলে অবশ্যই সময়কে মূল্য দিতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরপর দিন কি কি করতে হবে তা সব গুলো লিখে রাখুন। এবং সকাল হওয়ার পর আপনি সেটা দেখে নিন।তবেই আপনার সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন। আর এটাই আপনার জীবনের সাকসেস এনে দিবে। Habit-5: Health Orientation… সাকসেসফুল এবং আনসাকসেসফুল মানুষের মধ্যে একটা বড় পার্থক্য এটাই যে, সাকসেসফুল মানুষ সব সময় তার শাস্তির খেয়াল রাখে। অন্যদিকে আনসাকসেসফুল মানুষ তার স্বার্থের কোন খেয়াল রাখে না। সাকসেসফুল মানুষ নিয়মিত ব্যায়াম, ইয়োগা, মেডিটেশন এগুলো করে। কিন্তু আনসাকসেসফুল মানুষে গুলো করার সময় পায়না। কারণ তার সময় বেশিরভাগ আজেবাজে কাজে ব্যস্ত থাকে। এর ফলে এরা বেশির ভাগ সময় বিভিন্ন সমস্যায় ভোগেন ডাক্তারের কাছে সময় ব্যয় ও বহু টাকা নষ্ট করেন। স্বাস্থ্য যদি ঠিক না থাকে তবে ইনকাম আসবে কিভাবে। তাই সব কাজের সাথে সাথে স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। সময়মতো পুষ্টিকর খাবার খাওয়া পর্যাপ্ত ঘুম এবং ব্যায়াম করা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন এতে যেমন সুস্থ থাকা যাবে অন্যদিকে জীবনের সফলতা এনে দেবে। এই পাঁচটি অভ্যাস গড়ে তুললে আপনি অবশ্যই জীবনে সাকসেস হতে পারবেন। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি ভালো লাগলে আমার সাইটের পোস্ট গুলি দেখে আসতে পারেন এখানে আমি প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি আজকের আপডেট আপনার ল্যাপটপের চার্জ হচ্ছে না…? সমাধান নিন এবং Joker Virus সম্পর্কে জানুন এবং ৮টি অ্যাপ ডিলিট করুন।![]() The post আপনার জীবনে এই পাঁচটি অভ্যাস প্রয়োগ করে জীবনকে বদলে ফেলুন appeared first on Trickbd.com. |
IObit MacBooster 8 PRO , 6 মাসের জন্য Free License Posted: আপনার Mac Device যদি Slow বা Risky Situation এ থাকে তবে Iobit এর এই Softwareটি উপকারে আসবে। TrickBD তে অনেকেই Pc/Android Paid Software Share করে তাই ভাবলাম mac Device এ এই Premium Software এর License Key Share করি আপনাদের সাথে। এই Software এর Key Featureগুলো হল-
যেভাবে 06 মাসের জন্য Activate করবেন-
এই Software License Code নিয়ে কিছু নির্দেশনা-
আপনার Mac Device fast + Smooth করতে এই Software গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশা ব্যক্ত করছি পরবর্তীতে নতুন Tech news নিয়ে হাজির হব, সাথেই থাকুন
Sincerely; The post IObit MacBooster 8 PRO , 6 মাসের জন্য Free License appeared first on Trickbd.com. |
Paid course ফ্রতে নিয়ে নিন [ expire soon] Posted:
Link গুলো থেকে ডাওনলোড করতে সমস্যা হলে টেলিগ্রাম জয়েন হয়ে নিবেন,ওখানে সব সেয়ার করা আছে। Digital Marketing Crc https://drive.google.com/drive/mobile/folders/17TqHWtA0eIKmF99kY68GBuWB3iPm2VGQ Shikbo ami CPA https://drive.google.com/drive/mobile/folders/1YcW99JwntOyeZKlCddgEnLHrn9GmdUZQ?usp=sharing msb fiverr https://drive.google.com/drive/folders/1JsgrKnAKZryXy6FNVMiSMnMQEot0s-7w?usp=sharing web development full course https://mega.nz/folder/PXxHwSgZ#XhADn0Wbj1A-fMhhsQeseg/folder/nfxlBIrJ al quran
Learn Complete Python In Simple Way PYTHON COMPLETE COURSE IN HINDI For Beginners BY Saurav shukla Alias Python Flask – With Modern Web Development Tools Course 2020 Complete Python Bootcamp: From Zero to Hero in Python Python Programming for Developers Learn Programming with Python FrontendMasters – Python Fundamentals Python Programming: An Expert Guide on Python Internshala Python training course Python Urdu/Hindi https://mega.nz/folder/EkwF3QiJ#T_UVLNKA_wlHnkXmExmXHQ
JAVA LEARNING PDF’S FIRST PART LINK:— https://mega.nz/folder/fCwwEaCC#wECwbiSlCA4BCqIe8tmHNw SECOND PART LINK :— https://mega.nz/folder/PTYzlSrK#PQckrmkPMjZbbcrT3WZDeQ THIRD PART LINK:— https://mega.nz/folder/yLwkgCBS#Ix-81S9nRPesWt8tsFpSNw FOURTH PART LINK:— https://mega.nz/folder/TbAk1JZL#5sHnoRTWVW0cbiq5VJa0MQ FIFTH PART LINK:— https://mega.nz/folder/SWYCxTiD#4-vDw2bbHFYS4n7WGyDcLg HERE IS THE LINK OF FILE FROM WHICH YOU CAN LEARN RUBY COMPLETELY :— https://mega.nz/folder/KL5lhYqQ#oBPUPHUrf9gKxdaZnWoAzA HERE IS THE LINK OF FILE FROM WHICH YOU CAN LEARN MY SQL COMPLETELY :— https://mega.nz/folder/XSo1CaxI#QVaM7ajOwjB5ZUiLhZVKYQ HERE IS THE LINK OF FILE FROM WHICH YOU CAN LEARN PHP COMPLETELY :— https://mega.nz/folder/TGxhCAaA#5Bm7JfBCACLj349rnWa0yw C Program(BANGLA) https://drive.google.com/drive/mobile/folders/19CBueP0UebsLL473VfmXEIGhLMEoIiJm?usp=sharing PHP and MySQL Essential Training Bangla Full HD https://drive.google.com/drive/mobile/folders/1tWmNPcTc634iGevuBowGhVVCLFeWiaAI?usp=sharing al quran
হিন্দিতে পাইথন সম্পূর্ণ কোর্স শুরু করেছে সৌরভ শুক্লা আলিয়ার দ্বারা পাইথন ফ্লাস্ক – আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট টুলস কোর্সের সাথে 2020 সম্পূর্ণ পাইথন বুটক্যাম্প: পাইথনের শূন্য থেকে হিরো https://mega.nz/folder/HJcTwKIY#5po-RekiDHuCj_9Z-kG3yg ডেভেলপারদের জন্য পাইথন প্রোগ্রামিং যেকোন প্রকার help পাবেন টেলিগ্রামে join telegram – Channel The post Paid course ফ্রতে নিয়ে নিন [ expire soon] appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments