Search box..

বাংলালিংক গ্রাহকরা MYBL অ্যাপ থেকে নিয়ে নিন ২জিবি ইন্টারনেট মাত্র ১৬ টাকায়

বাংলালিংক গ্রাহকরা MYBL অ্যাপ থেকে নিয়ে নিন ২জিবি ইন্টারনেট মাত্র ১৬ টাকায়


বাংলালিংক গ্রাহকরা MYBL অ্যাপ থেকে নিয়ে নিন ২জিবি ইন্টারনেট মাত্র ১৬ টাকায়

Posted:

আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। এ বিজয় দিবসে বাংলায় নিয়ে আসলো দারুণ একটি ইন্টারনেট অফার। এই মহান বিজয় দিবসে বাংলালিংক নিয়ে আসলো ২ জিবি ইন্টারনেট মাত্র ১৬ টাকায়। এই ইন্টারনেট অফার টি শুধুমাত্র My bl অ্যাপ থেকে পাবেন।

কিভাবে ১৬ টাকায় ২ জিবি ইন্টারনেট নিবো

বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য মহান বিজয় দিবসে ১৬ টাকায় ২ জিবি ইন্টারনেট দিচ্ছে। এই অফারটি পেতে হলে অবশ্যই আপনাকে মাই বাংলালিংক অ্যাপটি ব্যবহার করতে হবে। এই অফারটি শুধুমাত্র মাই বাংলালিংক অ্যাপ ব্যাবহার কারীদের জন্য।এই অফারটির মেয়াদ থাকবে ৩ দিন। এই অফারটি ব্যবহারকারীরা শুধু মাত্র ১৬ ডিসেম্বরের নিতে পারবেন। তো এখন দেখে নেয়া যাক কিভাবে আমরা ১৬ টাকায় ২ জিবি ইন্টারনেট অফারটি নিবো।

আপনাদের মাই বাংলালিংক অ্যাপ লগ ইন করলেই স্ক্রীনশট এর মত একটি ব্যানার দেখতে পাবেন।

বাংলালিংক ইন্টারনেট অফার ২০২

এই ব্যনারটিতে ক্লিক করে তারপর আপনার কাংখিত অফারটি নিতে পারবেন।

বাংলালিংক ইন্টারনেট অফার ২০২

 

এমন সব দারুণ ইন্টারনেট অফার পেতে আমাদের ছোট্ট ShopTips24.CoM ওয়েবসাইটটিতে ঘুরে আসার দাওয়াত রইলো।

আজ এই পর্যন্তই। উপভোগ করতে থাকুন গৌরবের মাসে রবি শক্তিশালী ইন্টারনেট অফারটি। দেখা হচ্ছে নতুন কোন আর্টিকেল নিয়ে নতুন কোন পোস্টে সে পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকে নিজের যত্ন নিন আজকের পর্যন্তই ধন্যবাদ সবাইকে সম্পন্ন পড়ার জন্য।

The post বাংলালিংক গ্রাহকরা MYBL অ্যাপ থেকে নিয়ে নিন ২জিবি ইন্টারনেট মাত্র ১৬ টাকায় appeared first on Trickbd.com.

নিয়ে নিন Avira Phantom VPN Pro ৬মাসের সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি

Posted:

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ।
আজ আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হলো Avira Phantom VPN Pro ৬মাসের সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাবেন ।

প্রথমে এই লিংকটিতে ক্লিক করুন ঃ https://campaigns.avira.com/de/heise-adventskalender?akash_ahmed_trickbd

ক্লিক করার পরে  এরকম একটি ওয়েবপেইজ আপনাদের সামনে আসবে ।

চিহ্নিত বক্সে আপনার ইমেইল এড্রেসটি বসিয়ে দিন । তারপর Get it now for free বাটনে ক্লিক করুন ।

ব্যাস কাজ শেষ । তারপর আপনার ইমেইল এর ইনবক্স টি চেক করুন ।  ইমেইলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ।
কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন ।

ধন্যবাদ সবাইকে ।

 

The post নিয়ে নিন Avira Phantom VPN Pro ৬মাসের সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি appeared first on Trickbd.com.

Upay Account থেকে ১০ টাকা Mobile Recharge করে ১৬ টাকা ক্যাশ রিওয়ার্ড নিয়ে নিন সময় একদম কম কিন্তু.!

Posted:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপায় দিচ্ছে সকল গ্রাহক এর জন্য ১০ টাকা মোবাইল রিচার্জ এ ১৬ টাকা ক্যাশ রিওয়ার্ড অফার শুধু মাত্র ১৬ই ডিসেম্বর এ নিয়া যাবে অর্থ্যাত ১ দিন থাকবে অফারটি

যে নম্বর এ উপায় একাউন্ট খুলা আছে সে নম্বর এ মোবাইল রিচার্জ করতে হবে অন্য নম্বর এ মোবাইল রিচার্জ করলে ক্যাশ রিওয়ার্ড পাওয়া যাবে না।

মোবাইল রিচার্জ করতে হবে উপায় অ্যাপ দিয়ে এবং মোবাইল রিচার্জ করার সাথে সাথে উপায় একাউন্ট এ ক্যাশ রিওয়ার্ড পেয়ে যাবেন।

আর Gp, Robi এবং Airtel সিমে উপায় অ্যাপ একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের এমবি বা টাকা লাগবে না।

অফারটি নিতে উপায় অ্যাপ এ ঢুকে Mobile Recharge অপশন সিলেষ্ট করে আপনার উপায় একাউন্ট এর নম্বর দিয়ে এবং টাকার পরিমাণ (১০ টাকা) দিয়ে লেনদেন সম্পন্ন করে নিন।

রিচার্জ এর পর ক্যাশ রিওয়ার্ড পেয়ে যাবেন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post Upay Account থেকে ১০ টাকা Mobile Recharge করে ১৬ টাকা ক্যাশ রিওয়ার্ড নিয়ে নিন সময় একদম কম কিন্তু.! appeared first on Trickbd.com.

গুগল নলেজ প্যানেল দিয়ে ফেসবুক একাউন্ট কিংবা ব্লু ভেরিফাইড করে নিন খুব সহজে

Posted:

গুগল নলেজ প্যানেল দিয়ে ফেসবুক একাউন্ট কিংবা ব্লু ভেরিফাইড করে নিন খুব সহজে

এই মুহূর্তের সবচেয়ে ভাইরাল বিষয় গুলোর মধ্যে একটি হলো গুগল নলেজ প্যানেল৷ আজকাল সব মানুষই তাদের ফেসবুক আইডি ব্লু ভেরিফাই করে ফেলছে গুগল নলেজ প্যানেল দিয়ে। এর পেছনে আছে গুগল নলেজ প্যানেল এর অবদান। ট্রিকবিডি এর আজকের আর্টিকেলে আমরা আলোচনা করনো গুগল নলেজ প্যানেল কী এবং কিভাবে গুগল নলেজ প্যানেল পাবেন এবং ক্লেইম করে নিবেন। আজকাল ফেসবুকে কিছু ব্যবসায়ী আছেন যারা আপনাকে কয়েক হাজার টাকায় গুগল নলেজ প্যানেল দিবেন। তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকুন তবে আমাদের পরিচিত লোকের মাধ্যমে মাত্র ৫ হাজার টাকা ব্যয়ের মাধ্যমে আপনি নিম্নোক্ত সার্ভিস গুলো পাবেনঃ

১। গুগল নলেজ প্যানেল

২। স্পটিফাই ব্লু ভেরিফাইড একাউন্ট

৩। ডিজার/এমাজন সহ অন্যান্য বড় বড় মিউজিক্যাল প্লাটফর্মে আপনাদ্রর মউজিক রিলিজ করার সুবিধা

৪। ইউটিউব আর্টিস্ট একাউন্ট আজ আমি

আপনাদের জানাবো কিভাবে নিজের চেষ্টার মাধ্যমে গুগল নলেজ পেতে পারেন আপনি। তো চলুন আর কিছু না বলেই শুরু করা যাক।

গুগল নলেজ প্যানেল কি?

গুগল নলেজ প্যানেল হলো তথ্য এর বাক্স। আপনি যখন কোনো বিখ্যাত মানুষের নাম লিখে গুগলে সার্চ দিবেন, প্রথমে একটি ছোট্ট বক্সে সেই ব্যক্তির সম্পর্কে অনেক ডিটেইলস দেয়। এটিই হচ্ছে মুলত গুগল এর নলেজ প্যানেলটি। গুগল নলেজ প্যানেল প্যানেল শুধুমাত্র সেলিব্রিটিদের জন্য হয়। থ৩ যেকোন বই, স্থান, দেশ ইত্যাদি আরও অনেক বিষয়েই গুগল নলেজ প্যানেল রয়েছে। আপনি যদি গুগল নলেজ প্যানেল পেয়ে, তাহলে গুগলের দৃষ্টিতে আপনি একজন উল্লেখযোগ্য মানুষ। আর যদি আপনার নামে গুগল নলেজ গ্রাফ থাকে, তাহলে আপনি সহজেই ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট বা নিজের পেইজ ব্লু ভেরিফাই করে নিতে পারবেন। এছাড়াও, যখন কেউ আপনার নাম লিখে গুগলে সার্চ করে, আপনার ছবি, নাম এবং আপনার সম্পর্কে ডিটেইলস বিবরণ সেই ব্যক্তিকে দেখানো হবে সার্চ এর রেজাল্ট হিসাবে। মজার ব্যপার, তাই নয় কি? উম, অবশ্যই, হ্যাঁ, আমি এটা জানি, কেন এটা আগে থেকেই জানা কিছু। ভাই এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কোন সমস্যা নেই, আমি আছি। আমি এখন আপনাকে স্টেপ বাই স্টেপ বলব কিভাবে আপনার নিজের নামে গুগল নলেজ প্যানেল পাবেন। কিভাবে গুগল নলেজ প্যানেল পাবেন? আপনি যদি মনে করেন যে আপনাকে গুগল নলেজ পেতে একটি ফর্ম পূরণ করতে হবে, আপনাকে রেজিস্টার করতে হবে বা NID কার্ড পেতে হবে, গুগল এর যাচাই করা পাসপোর্ট। তাই ভুল ভাবছেন। মজার ব্যাপার হল গুগল নলেজ প্যানেল অটোমেটিক্যালি তৈরি হয়। গুগল এর প্রকৌশলী বা ইঞ্জিনিয়াররা আপনাকে তাদের নিজস্ব জ্ঞান প্যানেল দিতে সক্ষম হবে না। আসলে, গুগল ইন্টারনেট এর সবকিছু থেকে ডেটা সংগ্রহ করে। যদি গুগল-এর কাছে কোনো ব্যক্তির সম্পর্কে অনেক তথ্য থাকে এবং কেউ সেই ব্যক্তির নাম লিখে সার্চ করে, তাহলে গুগল সেই ডেটা সংগ্রহ করে এবং নলেজ প্যানেল হিসেবে দেখায়। যাই হোক, আমি এখন আপনাদের বলব কিভাবে নলেজ প্যানেল পেতে হয়। এর জন্য আপনাকে সমস্ত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এর একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন: Spotify, Amazon Music, Deser, YouTube Music, এই সাইটগুলোতে যান এবং একটি আর্টিস্ট অ্যাকাউন্ট খুলুন। আপনি যদি স্পটিফাই অ্যাকাউন্টটি যাচাই করতে পারেন তবে এটি খুব সহজ। একটি অ্যাকাউন্ট খোলার পরে, পরবর্তী স্টেপ হল মিউজিক তৈরি করা এবং নিকের মতো করে সেই সমস্ত সং বা মিউজিক প্ল্যাটফর্মে আপনার মিউজিক প্রকাশ করা৷ চিন্তা করবেন না, আপনাকে শুধু সঙ্গীত তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। আর মজার ব্যাপার হল আজকাল আপনি মোবাইল অ্যাপ দিয়ে সহজেই এই ধরনের মিউজিক তৈরি করতে পারবেন। তাই টেনশন এর কোনো কারণ নেই। এবং হ্যাঁ, আপনার সমস্ত সামাজিক মিডিয়া সাইট এবং সর্বত্র একই নাম দিবেন। এবং সমস্ত প্ল্যাটফর্মে ইউজার নেম গুলোর নাম একই রাখার চেষ্টা করুন। তারপর উইকিপিডিয়া আইএমডিবি সহ এই সমস্ত বিকল্প সাইটে যান এবং ইংরেজিতে আপনার নিজের সম্পর্কে লিখুন। আপনি আর্টিস্টও সেটা দাবি করবেন। ব্যাস, আর কিছু করার নেই। এখন শুধু YouTube সহ সমস্ত মিউজিক স্ট্রিম সাইটগুলিতে সঙ্গীত প্রকাশ করতে থাকুন৷ কিছু দিনের মধ্যে আপনি আপনার নামে গুগল নলেজ প্যানেল দেখতে পাবেন। Google নলেজ প্যানেল পেতে কিছু সময় লাগতে পারে, তবে ক্ষেত্রবিশেষে 3/4 মাস এবং কিছু ক্ষেত্রে 15 দিন। কিছু সেরা মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এখানে সেরা কিছু মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম দেওয়া হল। আপনি এখানে গিয়ে একটি আর্টিস্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন – Spotify ডিজার অ্যাপল মিউজিক আমাজন মিউজিক ইউটিউব গান জোয়ার শেষ কথা এটা আমাদের আজকের আর্টিকেল, আশা করি আপনাদের ভালো লাগবে।

গুগল নলেজ প্যানেল এ আর্টিস্ট রিকোয়েস্ট ফর্ম ফিলাপ করুন

আপনি যদি উপরে দেওয়া কৌশলগুলি অনুসরণ করেন, আপনি অবশ্যই Google নলেজ প্যানেল পাবেন। এই বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে বা সাহায্য চাইলে আপনি আমাদের ওই পোস্টটি পড়ে আসুন

The post গুগল নলেজ প্যানেল দিয়ে ফেসবুক একাউন্ট কিংবা ব্লু ভেরিফাইড করে নিন খুব সহজে appeared first on Trickbd.com.

Facebook phishing সার্ভার port forwarding করে শত্রুর account হ্যাক করে নিন।

Posted:

আগের পর্বতে আমি দেখিয়েছি কিভাবে Facebook phishing সার্ভার বানাতে হয় এবং সেটা ছিলো শুধু লোকাল সার্ভার এ ।আজ দেখাবো কিভাবে সেই সার্ভারটি port forwarding করবেন।  এবং যেকোন ফোন যেকোনো জায়গায় থেকে access নিতে পারবেন  চলুন শুরু করা যাক। আগের পর্ব না দেখতে কিছু বুঝবেন না।

প্রথমে আমরা লোকাল সার্ভারটি রান করবো।

হাতে বাম দিক থেকে ডান দিকে স্লাইড করে new session চলে যাবো।

আর হ্যাঁ  যাদের ngrok file টি নাই তারা একটু কষ্ট করে আমার আগের পোস্ট গুলো দেখে আসুন।

এখন আমরা ngrok run করবো।  ./ngrok http 8080 লিখে ইন্টার দেওয়ার আগে অবশ্যই আপনার ফোনের হটস্পট অন করতে হবে।

রান হলে এই রকম দুইটি forwarding লিংক পাবো আমরা প্রথমটা নিবো মানে http টা।  এটা কপি করে আমি যাকে দিবেন তার ফোনে কাজ করবে।

এখন পেস্ট করে দিবো।

দেখতে পাচ্ছেন লগইন পেইজ চলে আচ্ছে এখানে যা লিখা হবে তাই username.txt ফাইলে চলে যাবে।

দেখতে পাচ্ছেন।

ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

The post Facebook phishing সার্ভার port forwarding করে শত্রুর account হ্যাক করে নিন। appeared first on Trickbd.com.

স্কিটো সিম ইন্টারনেট অফার ২০২২ skitto sim internet offer 2022

Posted:

স্কিটো সিম ইন্টারনেট অফার ২০২২ঃ আমরা সবাই জানি যে স্কিটো সিম হচ্ছে জিপি এর একটি সাব- ব্রেন্ড।স্কিটো সিম ইন্টারনেটের জন্য অনেক জনপ্রিয় ।কারণ হচ্ছে স্কিটো সিম অফার (skitto sim offer) গুলো খুব ভালো। আর স্কিটো সিম অফার (skitto sim offer) গুলো বেশি সুবিধা পাওয়া যায় ইন্টারনেট দিয়ে।কারণ স্কিটো সিমে ইন্টারনেট অফার অনেক ভালো পাওয়া যায়। তাই আপনাদের সাথে কিছু স্কিটো সিম ইন্টারনেট অফার ২০২২ (skitto sim internet offer 2022) সেয়ার করবো। জিপি তাদের সিমিত গ্রাহকদের জন্য এই স্কিটো সিম নিয়ে এসেছে। তবে এখব যে কেউ এই স্কিটো সিম সিম কিনে ব্যবহার করতে পারবেন।

স্কিটো সিম অফার ২০২১, skitto sim offer 2021, skitto sim internet offer 2021, skitto sim minute offer 2021, skitto sim price and offer 2021, skitto sim mb offer 2021, skitto bondho sim offer 2021, স্কিটো সিমের অফার ২০২১, স্কিটো সিম ইন্টারনেট অফার ২০২১, skitto sim internet offer 2021, স্কিটো সিমের ইন্টারনেট অফার ২০২১, স্কিটো সিম ইন্টারনেট অফার, skitto sim internet offer,, skitto sim internet offer 2020, স্কিটো সিমের ইন্টারনেট অফার ২০১৯, skitto sim internet offer 2021,, skitto sim internet offer 2019, skitto sim monthly internet offer, skitto sim internet offer code, skitto new sim internet offer, skitto sim internet offer dial code, skitto sim internet offer, skitto sim internet offer 2020, skitto sim internet offer 2021, skitto sim internet offer 2019, স্কিটো সিম ইন্টারনেট অফার, skitto sim internet offer bd, skitto sim net offer 2020, skitto sim internet offer check code, skitto sim internet offer 2021 code, skitto sim internet offer check, skitto sim internet offer list, skitto sim offer, skitto sim offer 2020, স্কিটো সিম অফার, skitto sim offer internet, skitto sim offer 2021, skitto sim offer check, skitto sim offer internet 2020, স্কিটো সিম অফার ২০১৯, স্কিটো সিম অফার ২০২১, স্কিটো সিমের অফার কোড, স্কিটো সিমের মিনিট অফার ২০২১, স্কিটো সিমের মিনিট অফার ২০২০, স্কিটো সিমের মিনিট অফার ২০২১, স্কিটো সিম মিনিট অফার, skitto sim minute offer, স্কিটো সিমের মিনিট অফার, skitto sim minute offer 2020, skitto sim minute offer 2021, skitto sim minute offer 2019, skitto sim minutes offer, skitto sim অফার, Skitto internet package, Skitto internet offer 2020 code, Skitto Internet Offer 2021 Code, Skitto SIM Offer 2021, Skitto Internet Package 2020, Skitto new SIM Offer 2021,, Skitto SIM Internet Offer dial Code, Skitto SIM free internet, Skitto SIM Offer check, How to buy Skitto data without Apps, Skitto 40 40gb package, Skitto SIM price 2021,

কিভাবে স্কিটো সিম অফার (skitto sim offer) গুলো নিবো?

স্কিটো সিম অফার (skitto sim offer) গুলো নিতে হলে আমাদের skitto app ব্যবহার করতে হবে।আর আমরা স্কিটো সিম অফার (skitto sim offer) নিতে পারবো।এখানে আমরা সব কিছু পেয়ে যাবো।স্কিটো সিমের মিনিট অফার (skitto sim minute offer 2022) এবং স্কিটো সিম ইন্টারনেট অফার ২০২১ skitto sim internet offer 2022 সব কিছু পাওয়া যাবে।এবং আমরা এই skitto app দিয়ে খুব সহজে স্কিটো সিম অফার (skitto sim offer) নিতে পারবো।

skitto sim internet offer 60mb 2tk স্কিটো সিম ইন্টারনেট অফার ৬০এমবি ২টাকায়

স্কিটো সিম অফার (skitto sim offer)। স্কিটো সিম দারুন অফার দিচ্ছে অনেক সময় আমাদের অনেক ইমারজেন্সি পরে যায় কিন্তু ইন্টারনেট থাকে না আবার মোবাইলে টাকাও থাকে তাদের জন্য দারুণ একটি স্কিটো সিম ইন্টারনেট অফার (skitto sim internet offer) আপনি স্কিটো সিমে পেয়ে যাবেন ২টাকায় ৬০ এমবি। অফারটির মেয়াদ থাকে ৩ দিন। খুব জরুরি প্রয়োজনে এই অফারটি নিতে পারেন ।

skitto sim internet offer 1gb 24tk স্কিটো সিম ইন্টারনেট অফার ১জিবি ২৪টাকায়

২৪ টাকায় ১জিবি ইন্টারনেট স্কিটো সিম অফার (skitto sim offer) এর একটি আকর্ষণীয় ইন্টারনেট প্যাকেজ । এই স্কিটো সিম ইন্টারনেট অফার (skitto sim internet offer) টা Benminton অফার নাম দেওয়া হয়েছে। অফারটি যতবার ইচ্ছা নিতে পারবেন এবং অফারটি মেয়াদ ৩ দিন ।

skitto sim internet offer 3gb 50tk স্কিটো সিম ইন্টারনেট অফার ৩জিবি মাত্র ৫০টাকায়

৫০টাকায় ৩জিবি ইন্টারনেট। এটি নিঃসন্দেহে খুবই ভালো ইন্টারনেট অফার। কারণ এমন ইন্টারনেট অফার শুধু মাত্র স্কিটো সিমে সম্ভব। আর অন্য কোনো সিমে পাবেন না। এটি স্কিটো সিম ইন্টারনেট অফার ২০২২ (skitto sim internet offer 2022) বেস্ট ইন্টারনেট অফার।আর এই ৫০টাকায় ৩জিবি ইন্টারনেট থাকবে ৩ দিন।

skitto sim internet offer 5gb 59tk স্কিটো সিম ইন্টারনেট অফার ৫জিবি মাত্র ৫৯টাকায়

স্কিটো সিম অফার ২০২১, skitto sim offer 2021, skitto sim internet offer 2021, skitto sim minute offer 2021, skitto sim price and offer 2021, skitto sim mb offer 2021, skitto bondho sim offer 2021, স্কিটো সিমের অফার ২০২১, স্কিটো সিম ইন্টারনেট অফার ২০২১, skitto sim internet offer 2021, স্কিটো সিমের ইন্টারনেট অফার ২০২১, স্কিটো সিম ইন্টারনেট অফার, skitto sim internet offer,, skitto sim internet offer 2020, স্কিটো সিমের ইন্টারনেট অফার ২০১৯, skitto sim internet offer 2021,, skitto sim internet offer 2019, skitto sim monthly internet offer, skitto sim internet offer code, skitto new sim internet offer, skitto sim internet offer dial code, skitto sim internet offer, skitto sim internet offer 2020, skitto sim internet offer 2021, skitto sim internet offer 2019, স্কিটো সিম ইন্টারনেট অফার, skitto sim internet offer bd, skitto sim net offer 2020, skitto sim internet offer check code, skitto sim internet offer 2021 code, skitto sim internet offer check, skitto sim internet offer list, skitto sim offer, skitto sim offer 2020, স্কিটো সিম অফার, skitto sim offer internet, skitto sim offer 2021, skitto sim offer check, skitto sim offer internet 2020, স্কিটো সিম অফার ২০১৯, স্কিটো সিম অফার ২০২১, স্কিটো সিমের অফার কোড, স্কিটো সিমের মিনিট অফার ২০২১, স্কিটো সিমের মিনিট অফার ২০২০, স্কিটো সিমের মিনিট অফার ২০২১, স্কিটো সিম মিনিট অফার, skitto sim minute offer, স্কিটো সিমের মিনিট অফার, skitto sim minute offer 2020, skitto sim minute offer 2021, skitto sim minute offer 2019, skitto sim minutes offer, skitto sim অফার, Skitto internet package, Skitto internet offer 2020 code, Skitto Internet Offer 2021 Code, Skitto SIM Offer 2021, Skitto Internet Package 2020, Skitto new SIM Offer 2021,, Skitto SIM Internet Offer dial Code, Skitto SIM free internet, Skitto SIM Offer check, How to buy Skitto data without Apps, Skitto 40 40gb package, Skitto SIM price 2021,

৫ জিবি ইন্টারনেট মাত্র ৫৯ টাকায় এটা সত্যি অবিশ্বাস্য। এমন ইন্টারনেট অফার কোনো সিম কোম্পানি দিয়েছে বলে মনে হয় না।এত কম টাকায় ইন্টারনেট অফার পাওয়া যায় বলে স্কিটো সিম অফার (skitto sim offer) গুলো সবার কাছে এত প্রিয়। এবং সবাই স্কিটো সিম (skitto sim) নিতে এতো ইচ্ছুক। এই ইন্টারনেট প্যাকেজটি স্কিটো সিমের জন্য স্কিটো সিম ইন্টারনেট অফার ২০২২ (skitto sim internet offer 2022) নিঃসন্দেহে। আর এই ইন্টারনেট প্যাকেজটির মেয়াদ থাকবে ৭দিন।

এমন সব দারুণ ইন্টারনেট অফার পেতে আমাদের ছোট্ট ShopTips24.CoM ওয়েবসাইটটিতে ঘুরে আসার দাওয়াত রইলো।

আরো অনেক স্কিটো সিম ইন্টারনেট অফার ২০২২( skitto sim internet offer 2022) অফার পেয়ে যাবেন skitto app লগিন করলে।অনেক ইন্টারনেট অফার পাবেন।সেখান থেকে আপনার প্রোয়োজনীয় প্যাকেজ নিয়ে নিবেন। সম্পুর্ন আরটিকেল পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এ ধরনের অফার পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন ।

The post স্কিটো সিম ইন্টারনেট অফার ২০২২ skitto sim internet offer 2022 appeared first on Trickbd.com.

Banglalink সিমে প্রতি দিন 35-1000MB ফ্রি তে নিন আর প্রথম বার MyBL অ্যাপ এ লগইন করে নিয়ে নিন 1.5GB

Posted:

Banglalink সিম গ্রাহকরা প্রতিদিন 35-100MB ফ্রিতে নিন এছাড়া প্রথম বার MyBL অ্যাপ এ লগইন করলে পাবেন 1.5GB একদম ফ্রিতে।

যারা MyBl অ্যাপ ব্যবহার করেন তাড়া প্রতিদিন ৩৫-১০০ এমবি একদম ফ্রিতে নিতে পারবেন যা দিয়ে সব কিছু ব্যবহার করতে পারবেন যারা MyBl অ্যাপ ব্যবহার কারিরা শুধু এই অফারটি নিতে পারবেন।

যারা MyBl অ্যাপ ব্যবহার করেন না কোনো দিন MyBl অ্যাপ এ লগইন করে নাই তা ফ্রি তে 1.5GB নিয়ে নিন এই পোস্ট এ ক্লিক করুন!

আর যারা MyBl অ্যাপ ব্যবহার করেন তাড়া MyBl অ্যাপ এ ঢুকে এখানে ক্লিক করুন।

তার পর এখানে প্রতিদিন ভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন তা তে Let’s Go তে ক্লিক কবেন।

তার পর ব্যাক এসে পুরষ্কার দাবি করুন তে ক্লিক করবেন।

সাথে সাথে বোনাস এমবি পেয়ে যাবেন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post Banglalink সিমে প্রতি দিন 35-1000MB ফ্রি তে নিন আর প্রথম বার MyBL অ্যাপ এ লগইন করে নিয়ে নিন 1.5GB appeared first on Trickbd.com.

English grammar guide: English grammar এর completing story চলুন শিখে নিই!

Posted:

ইংলিশ গ্রামারে completing story নামক একটি প্রশ্ন অবশ্যই থাকে। এক কথায় ইংলিশ গ্রামারে কমপ্লিটিং স্টোরি বেশিরভাগ সময় প্রশ্নে রূপান্তরিত হয়, পরীক্ষার খাতায় আমাদেরকে লিখতে হয়। এখন প্রশ্ন যদি আপনার হয়ে আসে, কমপ্লিটিং স্টোরি আপনি যেটা বললেন সেটা পরীক্ষায় আসলো না! তাহলে আপনি কি করবেন? প্রিয় বন্ধুরা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে,

আপনি অবশ্যই কমপ্লিটিং স্টোরি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে আজকের এই আর্টিকেলে আমরা সাধারণত, কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করব। এবং কমপ্লিটিং স্টোরি পরীক্ষার খাতায় আপনার যেটি লিখবেন, সেটি যদি না আসে মানে আপনি পারছেন। তাহলে আপনার নিশ্চয়ই কয়েক মার্ক কাটা নিশ্চিত। ভয় পাওয়ার কোন কারণ নেই কমপ্লিটিং স্টরি লেখার কিছু নিয়ম নীতি সম্পর্কে জানব।

এখনো বুঝতে পারিনি কি বললাম! দেখুন আপনি যদি কথাটি বুঝতে না পারেন তাহলে শুনুন, আজকের এই আর্টিকেলে আমরা সাধারণত, completing story লেখার কিছু নিয়ম সম্পর্কে জানব। যেন আপনি পরীক্ষার খাতায়, আপনার জানা-অজানা কমপ্লিটিং স্টোরি খুব সহজে লিখতে পারবেন। তাই আর্টিকেল এর শুরুতে অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার বিশেষ অনুরোধ রইল। আশা করি আর্টিকেল থেকে একটু হলেও উপকৃত হবেন।

কমপ্লিটিং স্টোরি পড়লে লাভ কি?

এতক্ষণ নিশ্চয় আপনারা কমপ্লিটিং স্টোরি সম্পর্কে, একটু হলেও ধারণা চলে এসেছে। এবং কিভাবে কমপ্লিটিং স্টোরি লিখতে হয়? এই বিষয়টি সম্পর্কে ধারণা এসে গিয়েছে তাই তো! আপনারা কিন্তু নিম্নক্ত স্ট্রাকচার গুলো মুখস্ত করে, রাখলেই সহজে কমপ্লিটিং স্টোরি লিখতে পারবেন! এখন প্রশ্ন হলো কমপ্লিটিং স্টোরি পড়ে লাভ কি? এটি সম্পর্কে আপনাদের আমার যে ধারনা হয়তোবা বেশি!

কারণ আর্টিকেল এর শুরুতে আমরা এ বিষয়ে একটু ধারণা পেয়েছি, তাছাড়া কমপ্লিটিং স্টোরি ক্লাস সিক্স থেকে প্রত্যেক ক্লাসে কমপ্লিটিং স্টোরি প্রশ্ন আসে। তাছাড়া কমপ্লিটিং স্টোরি এর জন্য বেশ ভালই নম্বর দিয়ে থাকে। সুতরাং এই নাম্বার আমরা খুব সহজে লুফে নিতে পারি, এই কমপ্লিটিং স্টোরি থেকে। বন্ধুরা মূল বিষয় হলো, আপনারা অবশ্যই নিম্নক্ত রুলস গুলো স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমাদের, কমপ্লিটিং স্টোরি পড়তে হবে।

Completing story লেখার সাধারণ শর্টকাট কিছু রুলস?[/h2]

[b]কমপ্লিটিং স্টোরিঃ কমপ্লিটিং স্টোরি এটি ইংরেজি শব্দ। আর কমপ্লিটিং স্টোরি শব্দের অর্থ হলো গল্প সম্পন্নকরণ। স্টরি সাধারণত, অতীত কোন ঘটনা বর্ণনা করে। তাই আমাদেরকে স্টরি রাইটিং মাত্র কয়েকটি, সেন্টেন্স স্ট্রাকচার মুখস্ত করে রাখলেই হবে। হ্যা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, কমপ্লিটিং স্টোরি করার জন্য কয়েকটি স্ট্রাকচার মুখস্ত করে রাখতে হবে।

আপনি যদি এই স্ট্রাকচার গুলো মুখস্থ করে রাখেন, তাহলে অবশ্যই কমপ্লিটিং স্টোরি খুব সহজে করতে পারবেন। আমরা সাধারণত কমপ্লিটিং স্টরি লেখার, মোট আটটি রুলস নিয়ে আলোচনা করব। আপনারা চাইলেই এই আটটি স্ট্রাকচার, বা রুলস মুখস্ত করে খুব সহজে, কমপ্লিটিং স্টোরি লিখতে পারবেন আশা করি। প্রয়োজনে আপনারা রুলস কিংবা স্ট্রাকচার গুলো, স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন। চলুন এখন আমরা এই আটটি স্ট্রাকচার বা রুলস সম্পর্কে জেনে আসি।

১. স্ট্রাকচারঃ যেকোনো অতীত বাক্য বর্ণনা করার জন্য, সাধারণত বাক্যে Sub+v²+obj মুখস্ত করে রাখতে হয়।

২. স্ট্রাকচারঃ উদ্দেশ্য বুঝাতে প্রিয়ার সাথে তে / র প্রকাশ করতে হয় যেমনঃ আনতে, দেখতে, জানতে ইত্যাদি।

সাধারণত বাক্যে, sub+verb+to+v¹ মুখস্ত করতে হবে।

৩. বৈশিষ্ট্য/ক্রিয়া হীন বাক্যের জন্য সাধারণত, sub+too be+ obj মুখস্ত করে রাখতে হবে।

৪. মালিকানাধীন আছে/ছিল যুক্ত বাক্য সাধারণত, sub+have+/has+যে জিনিসটি লিখবেন তার নাম, মুখস্ত করে রাখলেই হবে।

৫. মালিকানাবিহীন আছে/ছিল যুক্ত বাক্য সাধারণত, there+ to be+যে জিনিসটি লিখবেন তার নাম+in/on স্থান মুখস্ত করে রাখলেই হবে।

৬. করতাম/যাইতাম/খাইতাম যুক্ত বাক্য সাধারণত, sub+would+verb+obj মুখস্ত করে রাখলেই হবে।

৭. চলমান কাজ যেমনঃ বর্তমান কিংবা অতীত যুক্ত বাক্য সাধারণত, sub+ to be+verb+ing+obj মুখস্ত করে রাখলেই হবে।

৮. উচিত কাজ কিংবা কর্তব্য কাজ সাধারণত, sub+should+verb+obj মুখস্ত করে রাখলেই হবে।

কমপ্লিটিং স্টোরি পড়লে লাভ কি?

এতক্ষণ নিশ্চয় আপনারা কমপ্লিটিং স্টোরি সম্পর্কে, একটু হলেও ধারণা চলে এসেছে। এবং কিভাবে কমপ্লিটিং স্টোরি লিখতে হয়? এই বিষয়টি সম্পর্কে ধারণা এসে গিয়েছে তাই তো! আপনারা কিন্তু উপরোক্ত স্ট্রাকচার গুলো মুখস্ত করে, রাখলেই সহজে কমপ্লিটিং স্টোরি লিখতে পারবেন! এখন প্রশ্ন হলো কমপ্লিটিং স্টোরি পড়ে লাভ কি? এটি সম্পর্কে আপনাদের আমার যে ধারনা হয়তোবা বেশি!

কারণ আর্টিকেল এর শুরুতে আমরা এ বিষয়ে একটু ধারণা পেয়েছি, তাছাড়া কমপ্লিটিং স্টোরি ক্লাস সিক্স থেকে প্রত্যেক ক্লাসে কমপ্লিটিং স্টোরি প্রশ্ন আসে। তাছাড়া কমপ্লিটিং স্টোরি এর জন্য বেশ ভালই নম্বর দিয়ে থাকে। সুতরাং এই নাম্বার আমরা খুব সহজে লুফে নিতে পারি, এই কমপ্লিটিং স্টোরি থেকে। বন্ধুরা মূল বিষয় হলো, আপনারা অবশ্যই উপরোক্ত রুলস গুলো স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমাদের, কমপ্লিটিং স্টোরি পড়তে হবে।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

প্রিয় বন্ধুরা, আজকে আমরা কমপ্লিটিং স্টোরি নিয়ে, বিস্তারিত আলোচনা না করলেও সংক্ষিপ্ত আকারে, অনেক কিছু বিষয় সম্পর্কে জানতে পেরেছি। আশাকরি আর্টিকেলটি পড়ে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আপনাদের জন্য আর্টিকেলটি তৈরি করা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। কোথাও বুঝতে অসুবিধা কিংবা কিছু জানার থাকলে সেটা কমেন্ট করতে ভুলবেন না।

আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লে দেওয়ার চেষ্টা করব। আর্টিকেলটি যদি আপনার একটু হলেও কাজে লাগে তাহলে নিজেকে ধন্য মনে করব। কারণ আমি কাউকে কিছু জানাতে কিংবা শেখাতে পেরেছি। বরাবরের মতোই আজকের এই আর্টিকেল এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

The post English grammar guide: English grammar এর completing story চলুন শিখে নিই! appeared first on Trickbd.com.

লিংক শর্ট করে টাকা ইনকাম করার সঠিক গাইড?

Posted:

লিংক শর্ট করে টাকা ইনকাম করার কথা বললে, কেনা করতে ইচ্ছুক হয় কাজটি করার। বন্ধুরা আজকে আমরা লিংক শর্ট করে টাকা ইনকাম করার, বিষয়টি নিয়ে আজকের আর্টিকেল এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদিও বিষয়টি সম্পর্কে কেউই জানতে বাকি নেই। কিন্তু কিছু কিছু লোক যদি এ বিষয়টি সম্পর্কে একেবারেই অজ্ঞ থাকেন,

তাদের জন্য সংক্ষিপ্ত আকারে আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করব। যাতে করে আপনারা স্পষ্ট ধারণা পেতে পারেন, লিং শর্ট করে আসলে কিভাবে টাকা ইনকাম অনলাইনে করতে হয়। সুতরাং আমরা আজকের এই আর্টিকেল থেকে শিখতে কিংবা জানতে চলেছি, লিংক শর্ট জিনিসটা আসলে কেমন? বা লিংক শট কিভাবে করে? লিংক শর্ট করে টাকা ইনকাম কিভাবে করতে হয়? এই পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি!

লিংক শর্ট জিনিসটা আসলে কি?

লিংক শর্টঃ এটি যদি বোঝাতে যায় তাহলে একটি উদাহরণ নিয়ে আলোচনা করি চলুন। ধরুন একটি কোম্পানির ভিজিটর প্রয়োজন, তাই আপনাকে মেম্বার হিসেবে নিল এবং তার বিনিময় আপনাকে কিছু কাজ করতে হবে। আপনি যদি তাদের কাজটি করতে পারেন তাহলে তার জন্য, ওই কোম্পানি আপনাকে কিছু কমিশন বা প্রমোশন দিবে। এ কারণেই কোম্পানিটি আপনাকে বলল আপনার কাজটি হলো।

আপনার এই লিঙ্ক বানিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দিন। যাতে করে আপনার লিংকে ক্লিক করে আমাদের প্লাটফর্ম বা কোম্পানিতে তারা ভিজিট করে। ঠিক এভাবে করেই কিন্তু আপনি কাজটি তাদের কোম্পানির করতে পারছেন। সুতরাং আপনি যে কাজটি করলেন একটি লিংক বানিয়ে, আপনি নিদৃষ্ট কারোর কাছে পাঠিয়ে সেখান থেকে তার ভিজিটি বানিয়ে নিলেন, এভাবে করেই সাধারণত লিংক শরট করে ইনকাম করা যায়।

সুতরাং আশা করব আপনারা, লিং শট কিভাবে করতে হয়? লিং শর্ট করে কিভাবে প্রচার করতে হয়? এই বিষয়টি একটু হলেও আপনার নোলেজে এসে গিয়েছে! বন্ধুরা লিং শট কিন্তু এটাই, আপনি আপনার মন মত কোন একটি লিঙ্ক নিয়ে, সেটি মানুষের কাছে প্রচার করে ভিজিটর বানানো, এবং সেইসাথে কিন্তু লিংক শর্ট করে আপনি ইনকাম করতে পারছেন! চলুন এখন আমরা লিংক শট কিভাবে অনলাইনে করে? এ বিষয়ে জানার চেষ্টা করি!

অনলাইনে কিভাবে লিংক শর্ট করে?

এখন আপনি যেহেতু অনলাইনে, লিংক শর্ট করে ইনকাম করতে চাচ্ছেন। সেহেতু এখন ব্যাপারটি হলো অনলাইনে কিভাবে লিংক শর্ট করে? ব্যাপারটি একেবারে সিম্পিল, ধরুন আপনি একটি ইউ আর এল নিলেন, যেখানে আপনি কাজ করতে ইচ্ছুক হবেন ওই কোম্পানি আপনার! ওই ইউআরএলটি নিয়ে শর্ট করে দিবে! অর্থাৎ আপনার পুরোপুরি লিংকটি তাদের প্লাটফর্মে কাজে লাগিয়ে পাতার মাধ্যমে!

তারা আপনার লিঙ্ক এ শর্ট করে দিবে। এবার আপনার কাজ হচ্ছে এই লিংকটি বন্ধু বান্ধবী কিংবা, আত্মীয়-স্বজন এদের কাছে শেয়ার করা। যদি তারা আপনার দেওয়া শর্ট লিংকে ক্লিক করে, তাহলে সাধারণত ওই কোম্পানির একটি নীতি বা নিয়ম রয়েছে। যদি আপনি সেটি তাদের কাছ থেকে পূরণ করতে পারেন তাহলে অবশ্যই, আপনিও তাদের কাছ থেকে ভিজিটর বানিয়ে ইনকাম করতে সক্ষম হবেন ওই কোম্পানি থেকে।

বন্ধুরা যদিও কোম্পানির কথা বলছি, তবে কথা হলো সেটি কো বই আড়য়ন কোম্পানি যেটা, আমাকে এই কাজটি করার ,সুযোগ দিবে? বা এতোক্ষনে আপনার মনে একটু উঁচু।হলেও প্রশ্ন আসতে পারে এটা, আপনি কোথায় এই ধরনের কাজ অনলাইঠ্ব পাঠ ক টপ লোনে খুঁজে পাবেন? অর্থাৎ লিংক শর্ট করে টাকা প্টইনকাম করার প্লাটফর্ম ধ গোটা টপ ত্র পর স‌কোনটি? সেটি কিভাবে আমি খুজে পাব! সেটি বিশ্বস্ত হবে কিনা টাকা কিভাবে দিবে! হাজারো প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে চলুন এ বিষয়ে জানার চেষ্টা করি!

অনলাইনে লিংক শর্ট করে টাকা ইনকাম করার কম্পানি?

লিংক শর্ট করে টাকা ইনকামঃ বর্তমানে অনলাইনে প্রচুর পরিমাণে কোম্পানি রয়েছে। যেখানে আপনারা চাইলেই, লিংক শর্ট করে টাকা ইনকাম করতে পারবেন। বৈদেশিক প্লাটফর্মে বেশিরভাগ লোক কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে বাংলাদেশেও কয়েকটি প্ল্যাটফর্ম পাওয়া যায় যেখানে আপনারা, সহজে লিংক শর্ট করে টাকা ইনকাম করতে পারবেন।

তবে বাংলাদেশি বেশিরভাগ কোম্পানির প্ল্যাটফর্ম রিয়েল না হয়ে ফেইক হয়। অর্থাৎ তারা আপনাকে নিয়ে তাদের প্ল্যাটফর্ম এর কাজগুলো করে নেবে, কিন্তু পরবর্তীতে তারা আপনাকে পেমেন্ট নাও করতে পারে। অথবা তারা আপনাকে বেশি টাকার লোভ দেখিয়ে তাদের কাজগুলো করিয়ে, আপনাকে পেমেন্ট দেওয়ার সময় তারা প্রেমেন্ট করতে চাইবে না। ঠিক এ কারণেই আমরা, দেশি প্লাটফর্মে কাজ না করে বৈদেশিক প্লাটফর্মে কাজ করব। তবে যদি আপনার ইচ্ছাশক্তি থাকে তাহলে অবশ্যই আপনি রিং শর্ট করে ইনকাম করতে সক্ষম হবেন।

লিংক শর্ট করে টাকা ইনকাম করার বৈদেশিক প্ল্যাটফর্ম?

লিংক শর্ট করে ইনকামঃ লিংক শর্ট করে টাকা ইনকাম করার জন্য, বৈদেশিক অনেক ধরনের প্লাটফর্ম পাওয়া যায়। তার ভেতর, উল্লেখযোগ্য দুটি প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদেরকে বলবো। যদিও প্ল্যাটফর্ম সম্পর্কে তেমন কিছু জানা নেই। তাই আপনারা প্ল্যাটফর্ম সম্পর্কে গুগল কিংবা ইউটিউবে আগে বিস্তারিত জেনে নিবেন। তারপর আপনার ইচ্ছা থাকলে আপনি প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে পারেন।

কি বন্ধুরা আমরা সাধারনত, লিংক শর্ট করে টাকা ইনকাম করার যে দুটি প্ল্যাটফর্ম সম্পর্কে বলবো, এগুলো নিচে দেওয়া হল।

১. Al.ly

২. Uiz.io

১. Al.ly লিংক শর্ট করে টাকা আয় করার দারুন প্ল্যাটফর্মঃ বন্ধুরা এই প্লাটফরমটি লিংক শর্ট করে টাকা ইনকাম করার একটি ওয়েবসাইট। এখানে আপনারা চাইলেই লিংক শর্ট করে টাকা ইনকাম করতে পারবেন। অন্যান্য প্ল্যাটফর্ম এর চেয়ে এ প্লাটফর্ম কি একটু ভিন্ন, অর্থাৎ আপনারা এই প্লাটফর্মে, লিং শর্ট করে কাজ করলে অবশ্যই পেমেন্ট পাবেন। কারণ বিশ্বাসযোগ্য ওয়েবসাইট প্রায় অনলাইনে অনেক বছর ধরে বিদ্যমান।

২. Uiz.io লিংক শর্ট করে আয় করার আরো একটি প্ল্যাটফর্মঃ হ্যাঁ বন্ধুরা এ টি ও লিং শর্ট করে টাকা ইনকাম করার একটি ওয়েবসাইট। যদি ওয়েবসাইট সম্পর্কে আপনাদের আগেই বলেছি, আপনারা ওয়েবসাইট সম্বন্ধে গুগলে কিংবা ইউটিউবে অনুসন্ধান করে নিবেন। কেননা ওয়েবসাইটগুলো সম্পর্কে আমার তেমন কোন ধারণা নাই। তাছাড়া আমি নিজেও এই ওয়েবসাইটে কখনো কাজ করিনি।

তবে এটুকু নিশ্চিত বলতে পারি যে, সরাসরি আপনারা এই প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে, লিংক শর্ট করে টাকা ইনকাম করার পাশাপাশি। অবশ্যই বিশ্বস্ত প্লাটফর্মে কাজ করবেন। তাছাড়া এ প্লাটফর্ম কিও অনলাইন জগতে, অনেক বছর ধরে বিদ্যমান। তাই আপনারা যারা অনলাইনে রিকসট করে টাকা ইনকাম করার ইচ্ছুক। তারা চাইলেই এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে পারেন। আশা করি আপনারাই প্ল্যাটফর্মগুলোতে ফিল্ম শর্ট করে ইনকাম করলে, প্রেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

প্রিয় বন্ধুরা, আজকে আমরা সাধারণত লিংক শর্ট করে টাকা ইনকাম করার। কয়েকটি মাধ্যম বা বিষয় নিয়ে আলোকপাত করেছি। আপনারা যারা অনলাইনে লিংক শর্ট করে টাকা ইনকাম করতে চান। তারা চাইলে উপরোক্ত দুটি প্লাটফর্মে কাজ করতে পারেন। কারণ উপরোক্ত দুটি প্ল্যাটফর্ম ফিল্ম শর্ট করে টাকা ইনকাম করার বিশ্বস্ত প্লাটফর্ম বা ওয়েবসাইট। আর হ্যাঁ অবশ্যই আপনারা যারা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করবেন, তারা গুগলে কিংবা ইউটিউবে এ প্লাটফর্ম সম্পর্কে আগে বিস্তারিত জেনে নিবেন।

তারপর আপনি ইচ্ছুক হলে প্ল্যাটফর্মগুলোতে কাজ করবেন। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে, ওয়েবসাইটগুলোতে ইনকাম করার জন্য নিয়ম-নীতি রয়েছে। যে নিয়ম-নীতি ইনকাম এর উপর খুবই গুরুত্ব দেয়। আশা করব আপনারা যারা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করবেন, তারা তাদের প্ল্যাটফর্মের নিয়ম-নীতি মেনে কাজ করবেন। এতক্ষণ আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন। আশা করি আবার অন্য কোন আর্টিকেলে দেখা হবে।

The post লিংক শর্ট করে টাকা ইনকাম করার সঠিক গাইড? appeared first on Trickbd.com.

দেখে নিন Techno এর এই ফোনটির রিভিউ । পছন্দ হবেই । ।[don’t Miss]

Posted:

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন?
আশা করি সবাই খুবই ভালো আছেন । আমিও খুবই ভালো আছি । আজ আমি আপনাদের সামনে আরো একটি নতুন ফোনের রিভিউ নিয়ে এসেছি । এই ফোনটি এই মাসেই লঞ্চ করা হয়েছে (ডিসেম্বর ২০২১) । শো-রুমের নতুন ফোনের তালিকায় রয়েছে এই ফোনটি । আপনার যারা নতুন ফোন কিনবেন , তাদের বলছি পোষ্টটি সম্পূর্ন দেখুন ।

brand : Techno

Model : Techno pova neo

NETWORK:

Technology : GSM / HSPA / LTE
2G bands GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2
3G bands HSDPA 850 / 900 / 2100
4G bands LTE (unspecified)
Speed : HSPA 42.2/5.76 Mbps, LTE Cat4 150/50 Mbps
LAUNCH
Announced 2021, December
Status Available. Released 2021, December 09
BODY

DISPLAY

Type : IPS LCD
Size : 6.8 inches, 109.8 cm2 (~82.9% screen-to-body ratio)
Resolution : 720 x 1640 pixels (~263 ppi density)
PLATFORM

OS Android 11, HIOS 7.6
Chipset : Mediatek MT6762 Helio P22 (12 nm)
CPU : Octa-core 1.8 GHz Cortex-A53
GPU : PowerVR GE8320
MEMORY
Card slot
microSDXC
RAM : 4GB

ROM : 64GB

MAIN CAMERA

Dual 13 MP, (wide),
Features Quad-LED flash
Video :. 1080p@30fps
SELFIE CAMERA
Single 8 MP
Features : Dual-LED flash
Video : 1080p@30fps
SOUND
Loudspeaker,
3.5mm jack,

connectivity

WLAN,
Bluetooth,
GPS,with A-GPS, FM radio,
USB USB Type-C 2.0, USB On-The-Go
FEATURES
Sensors : Fingerprint (rear-mounted), accelerometer, proximity
Messaging SMS(threaded view), MMS, Email, Push E-mail,

Browser HTML5
BATTERY

Type : Li-Po 6000 mAh, non-removable
Charging : Fast charging 18W
MISC
Colors Obsidian, Geek blue, Powehi
Price : 16,990 ৳ BD

মূল কথা

Tecno Pova
Neo হল Tecno এর একটি স্মার্টফোন।
এই Tecno Pova
Neo-এ রয়েছে 4 GB RAM, এবং 64 GB
ইন্টারনাল মেমরি (ROM) এবং microSDXC এক্সটার্নাল মেমোরি কার্ড।
Tecno Pova
Neo ফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চি,
263 ppi এর পিক্সেল 720×1640 পিক্সেল রেজোলিউশন
সহ 120Hz ডিসপ্লে ।
Tecno Pova Neo ফোনটি অক্টা-কোর
1.8 GHz Cortex-A53
অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড, সংস্করণ 11 এর সাথে পারফর্ম করছে। Tecno
Pova Neo-এ কানেক্টিভিটি বিকল্পের মধ্যে রয়েছে wifi,
ব্লুটুথ, GPS, A- GPS সহ। ফোনটিতে রয়েছে একটি
রিমুভঅ্যাবল Li-Po
ব্যাটারি 6000 mAh । Tecno Pova Neo এর দাম বাংলাদেশে 16990 টাকা থেকে শুরু।

তো বন্ধুরা, আপনার যদি ফোনটির এই রিভিউ দেখে ভালো লাগে, এবং কিনতে চান, তাহলে আর দেরি কেন? এক্ষুনি ফোনটি নিয়ে নিন আপনার নিকটস্থ মোবাইল শো-রুম থেকে ১৬,৯৯০ টাকার বিনিময়ে ।

তো বন্ধুরা আজ এপর্যন্তই সবাই ভালো থাকবেন । এই আশায় এখানেই শেষ করছি , আর যদি কোনো সমস্যা হয়, এক্ষুনি আমাকে এখানে প্রশ্ন করুন । নমষ্কার ।


The post দেখে নিন Techno এর এই ফোনটির রিভিউ । পছন্দ হবেই । ।[don't Miss] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments