Search box..

একাদশ শ্রেনীতে ভর্তীর নীতিমালা প্রকাশ করা হয়েছে । দেখে নিন এক্ষুনিই । [ must see ]

একাদশ শ্রেনীতে ভর্তীর নীতিমালা প্রকাশ করা হয়েছে । দেখে নিন এক্ষুনিই । [ must see ]


একাদশ শ্রেনীতে ভর্তীর নীতিমালা প্রকাশ করা হয়েছে । দেখে নিন এক্ষুনিই । [ must see ]

Posted:

হ্যালো বন্ধুরা,,

সবাই কেমন আছেন আশা করি আপনি খুবই ভালো আছেন । আমার আজকের পোষ্টটি তাদের জন্য, যারা এবছর (2022) একাদশ শ্রেনীতে ভর্তী হবেন । তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই কাজের কথায় ।

একাদশ শ্রেণিতে ভর্তির
নীতিমালা প্রকাশ করেছে
ঢাকা শিক্ষা বোর্ড।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী,
২ মার্চ থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। ভর্তি
প্রক্রিয়া শুরু হবে ৮ জানুয়ারি থেকে। ভর্তিতে
কোনো পরীক্ষা হবে না।
এসএসসির ফলের ভিত্তিতেই ভর্তি করা হবে।

ভর্তি নীতিমালায় বলা
হয়েছে, এবার শুধু অনলাইনের
(www.xiclassadmission.gov.bd)
মাধ্যমে একাদশ শ্রেণিতে
ভর্তির আবেদন করা যাবে।
৮ জানুয়ারি থেকে ১৫
জানুয়ারি

পর্যন্ত অনলাইনে
আবেদন নেয়া হবে। যারা
পুনঃনিরীক্ষার আবেদন করবে তাদেরও এ সময়ের মধ্যে ভর্তির আবেদন করতে হবে।

পুনঃনিরীক্ষণের ফল
পরিবর্তিত শিক্ষার্থীদের
আবেদন নেয়া হবে ২২
জানুয়ারি ও ২৩ জানুয়ারি।

.
২৪ জানুয়ারি পছন্দক্রম
পরিবর্তনের সুযোগ দেয়া
হবে। আর ২৯ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত
শিক্ষার্থীদের ফল প্রকাশ
করা হবে।

৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে।

সিলেকশন নিশ্চয়ন না করলে তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে।
৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয়
পর্যায়ের আবেদন নেয়া
হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০
ফেব্রুয়ারি।

১১-১২ ফেব্রুয়ারি দ্বিতীয়
পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন
নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ১৩
ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের
আবেদন নিয়ে পছন্দক্রম
অনুযায়ী দ্বিতীয়
মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫
ফেব্রুয়ারি।

১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত
শিক্ষার্থীদের সিলেকশন
নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ১৯
থেকে ২৪ ফেব্রুয়ারি
শিক্ষার্থীদের ভর্তি করা
হবে। আর ২ মার্চ থেকে
কলেজগুলোতে একাদশ
শ্রেণির ক্লাস শুরু হবে।

ঢাকা শহরে এমপিওভুক্ত
শিক্ষাপ্রতিষ্ঠানে (ইংরেজি ও বাংলা ভার্সনে) সর্বোচ্চ ভর্তি ফি পাঁচ হাজার, অন্য
মেট্রোপলিটন এলাকায়
সর্বোচ্চ তিন হাজার, জেলা পর্যায়ে দুই হাজার, উপজেলা
পর্যায়ের কলেজে ভর্তি ফি ১ হাজার ৫শ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।
অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা ফি প্রদান করতে হবে।

একজন শিক্ষার্থী সর্বনিম্ন
৫টি ও সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে
পারবে। প্রতিষ্ঠানের মোট
আসনের ৯৫ শতাংশ সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেধার ভিত্তিতে ভর্তির পর বাকি ৫ শতাংশ আবেদন বরাদ্দ থাকবে মুক্তিযোদ্ধার
সন্তান/সন্তানের
জন্য। স্কুল অ্যান্ড কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের
ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান
থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে ।
আশা করি বুঝতে পেরেছেন ।

যদি পোষ্টে কোনো ভুল থাকে, একটু কষ্ট করে সমস্যাটি কমেন্টে জানিয়ে দেবেন আমি ভুলটি ঠিক করে দেবো ।

আজ এপর্যন্তই,,,,,

সবাই,
ভালো থাকবেন,

সুস্থ থাকবেন,

এবং ট্রিকবিডির সাথেই থাকবেন ।

এই আশাতে এখানেই শেষ করছি ।

নমস্কার

The post একাদশ শ্রেনীতে ভর্তীর নীতিমালা প্রকাশ করা হয়েছে । দেখে নিন এক্ষুনিই । [ must see ] appeared first on Trickbd.com.

Paid course free giveaway বন্ধ করা হলো!!

Posted:

আসসালামু-অলাইকুম, কেমন আছেন সবাই?
এর আগে আমি বলেছিলাম ১৪ তারিখ পর্যন্ত পেইড কোর্স ফ্রিতে দিব।

কিন্তু ট্রিকবিডি টিমের নোটিশ পাওয়ার কারনে সেটি বন্ধ করা হলো।

এর পরেও যাদের কোন পেইড কোর্সের প্রয়োজন হবে তারা আমার সাইট বা টেলিগ্রাম চ্যানেলে বলতে পারেন।

আর হ্যাঁ ১১৮ টি কোর্স দেওয়ার জন্য কভার ফটোটি বানিয়েছিলাম কিন্তু যেহেতু সেটি আর হলোনা তাই যারা এই ১১৮ টি কোর্স নিতে চান তারা এখানে দেখুন, ধন্যবাদ।

The post Paid course free giveaway বন্ধ করা হলো!! appeared first on Trickbd.com.

Ok Wallet একাউন্ট খুলে সাথে সাথে ফ্রিতে ৪০ টাকা বোনাস নিয়েনিন

Posted:



আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা Ok Wallet একাউন্ট খুলে সাথে সাথে ৪০ টাকা বোনাস নিবেন।
Ok Wallet একাউন্টটি আপনারা বিকাশ,নগদ,রকেট এবং উপায় একাউন্টের মতোই ব্যবহার করতে পারবেন। কেননা Ok Wallet এ বিকাশের মতো সকল সুবিধা রয়েছে।
তারা নতুন অফার দিয়েছে Ok Wallet একাউন্ট খুলার সাথে সাথে আপনারা 40 টাকা বোনাস নিয়ে নিতে পারবেন।
তো কিভাবে Ok Wallet একাউন্ট খুলবেন চলুন শুরু করা যাক।
প্রথমে প্লে-স্টোর থেকে Ok Wallet অ্যাপটি ইনস্টল করেনিন এবং নিচের স্কিনশর্ট ফলো করুন।

















আশাকরি বুঝতে পেরেছেন । না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সিমের Free net,Free Call,App Review,Facebook & Youtube টিপস এর ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

The post Ok Wallet একাউন্ট খুলে সাথে সাথে ফ্রিতে ৪০ টাকা বোনাস নিয়েনিন appeared first on Trickbd.com.

এই খাবারগুলো খেলে মারাত্মক রোগ বা সমস্যার সম্মুখীন হতে পারেন আপনিও । খাবার নাকি বিষ খাচ্ছেন প্রতিদিন ?

Posted:

হ্যালো বন্ধুরা,,,

সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন ।

আমি আজ আপনাদের জানাতে চলেছি যে,

কোন খাবার খেলে আমরা খুবই মারাত্মক রোগ বা সমস্যার সম্মুখীন হতে পারি । আজ আমরা আলোচনা করতে চলেছি সেইসব খাবার নিয়ে যেগুলো বিষ এর চেয়েও বেশি ভয়ানক ।

তো চলুন শুরু করি ।

বাঁচতে হলে খেতে হবে
কিন্তু অনিরাপদ বা দূষিত খাদ্য নয় । খাদ্য এবং বিষযুক্ত খাদ্য দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। আমাদের প্রতিদিনের মেন্যুতে যেসব খাবার থাকে তার অধিকাংশই কিন্তু রাসায়নিক পদার্থে ভর্তি।
মানে, আমরা যা কিছু খাই তার সঙ্গে বিষ ফ্রি! খাবারে ভেজাল আর বিষাক্ত উপাদানকে অবশ্যম্ভাবী জেনেই আমরা জীবনযাপন করছি। তো চলুন জেনে নিই সেই বিষাক্ত খাদ্যগুলোর নাম ।

মিষ্টি দই

বাঙালি দই খাবে না, তা আবার হয় নাকি ? আর সেটা যদি মিষ্টি দই হয় তো কথাই নেই। কিন্তু প্রতিদিন মিষ্টি দই খাওয়া মানে কিন্তু শরীরে বিষ
ঢোকানো। এতে
ক্যারামেলের মতো ক্ষতিকর রাসায়নিক থাকে। যা শিশুদের হাইপারঅ্যাকটিভ
করে তোলে। পাশাপাশি
প্রাপ্তবয়স্কদের হৃদরোগের
ঝুঁকি বাড়িয়ে দেয়।

সালাদ ড্রেসিং

সালাদ ড্রেসিংকে টাটকা
এবং সুস্বাদু করতে বিভিন্ন
রাসায়নিক ব্যবহার করা হয়।
নিয়মিত খেলে ডিহাইড্রেশনের শিকার
হতে হবে। স্নায়ুতন্ত্রেরও
ক্ষতি করে। বাজার চলতি
ড্রেসিং সালাদে আবার
কৃত্রিম রঙ মেশানো হয়। যার ফলে ক্যান্সার হওয়ার
সম্ভাবনাও থাকে।

টমেটো সস

প্যাকেটজাত টম্যাটো সসে
'বিসফেনল এ' থাকে। যার
ফলে শরীরের হরমোনাল
সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। এই সস প্রতিদিন খেলে
অস্বাভাবিক ওজন বৃদ্ধি,
হৃদরোগ, স্তন ক্যান্সারের
ঝুঁকি থাকে।

পিনাট বাটার

শুধু শিশুরা নয়, প্রাপ্তবয়স্করাও পিনাট বাটারের স্বাদ থেকে বঞ্চিত হতে রাজি নয়।কিন্তু এতে আছে ক্ষতিকর অ্যাফ্লাটক্সিন। যার অত্যধিক ব্যবহারে লিভারের রোগ হতে পারে। এমনকি লিভার ক্যান্সারও হতে পারে ।

আচার

অতিরিক্ত আচার খাওয়া
শরীরের জন্য ক্ষতিকর। কারণ,
প্যাকেটজাত আচারে থাকে সোডিয়াম বেনজয়েটের মতো ক্ষতিকর রাসয়নিক। যা
মাইটোকন্ড্রিয়ার ক্ষতি
করে। সঙ্গে অতিরিক্ত তেল
এবং লবণ থাকায় পাকস্থলী ফাংশান বিগড়ে যায়। প্রক্রিয়াজাত মাংস খেতে খুব মজা। কিন্তু কোনো উপকার নেই। উল্টে অতিরিক্ত খেলে দীর্ঘস্থায়ী রোগ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। মাংসের স্থায়িত্ব বাড়াতে যে 'প্রিজারভেটিভ' ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে অন্যতম
হল নাইট্রেইটস এবং
নাইট্রাইটস। এগুলো শরীরে ক্যান্সার সৃষ্টিকারী
উপাদান তৈরি করে।
বিশেষ করে 'কোলোরেক্টাল' বা মলাশয়ের ক্যান্সার।

স্যুপ

স্বাস্থ্যকর স্যুপ, অর্থাৎ
অথেনটিক স্যুপ বলতে বোঝায় প্রাকৃতিক খাদ্য উপাদান ও মশলা দিয়ে তৈরি কম চর্বি, কম লবণ আর মাইক্রোনিউট্রিয়েন্ট–সমৃদ্ধ তরল খাবার। কিন্তু প্যাকেটের স্যুপ থেকে
সাবধান। এতে মনোসোডিয়াম গ্লুটামেট,
ক্যারামেল কালার এবং
ম্যালটোডেক্সট্রিন থাকে,
যা রক্তে গ্লুকোজ এবং
ইনসুলিনের মাত্রা বাড়িয়ে
দেয়।

পপকর্ন

পপকর্ন স্ন্যাকস হিসেবে তখনই স্বাস্থ্যকর যখন তা ঘরে তৈরি তেল ও অতিরিক্ত লবণ ছাড়া
বানানো হয়। বাজারে যে
সমস্ত মাইক্রোওয়েভ পপকর্ন পাওয়া যায় তাতে প্রচুর সোডিয়াম ও কেমিক্যাল থাকে। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে
পারফ্লুরোওকটানোয়িক
অ্যাসিডও থাকে। যাকে
বিষ বললেও কম বলা হয়।

প্রোটিন বার

জিম বা ওয়ার্ক আউটের পর অনেকেই প্রোটিন বার
খেয়ে থাকেন। এটি
ফাইবার এবং প্রোটিনের
সহজ উৎস। কিন্তু এর সঙ্গে প্রচুর পরিমাণে ক্যারামেল রঙ এবং জিঙ্ক অক্সাইডও শরীরে যাচ্ছে । মনে রাখতে হবে, জিঙ্ক অক্সাইড সেই রাসায়নিক যা সানস্ক্রিনে থাকে। বোঝাই যাচ্ছে এটা শরীরের কী ক্ষতি করছে!

ক্যানড ফুড

অধিকাংশ ক্যানড ফুডে
অ্যাডেড সুগার কিংবা হাই
ফ্রুক্টোজ, রিফাইন্ড
কার্বোহাইড্রেট, ট্রান্স ফ্যাট, প্রসেসড ভেজিটেবল
অয়েল থাকে যা থেকে
পরবর্তীকালে ওবেসিটি,
হার্ট ডিজিস, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল৷ পাশাপাশি প্রতিটি ক্যানড খাবারে প্রচুর পরিমাণে প্রিসারভেটিভ থাকায় মারণরোগ ক্যান্সার পর্যন্ত হতে পারে৷

তো , আজ
আমরা জেনে নিলাম খুবই ক্ষতিকর ৯টি খাবারের নাম । আশা করি আপনাদের ভালো লেগেছে । পরবর্তীতে এই খাবারগুলো খাওয়ার আগে দয়া করে একবার ভেবে দেখবেন যে আপনার তখনকার মজার খাওয়ার জন্য কী পরিণতি হতে পারে ।

তো বন্ধুরা ,

আর কথা বাড়াবো না ।
আজ এখানেই শেষ করছি ।
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন ,
এবং TRICKBD এর সাথেই থাকবেন ।

আর আজ আমি নতুন একটি প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরী করেছি , যেকোনো প্রয়োজনে এখানে প্রশ্ন করতে পারবেন ।

MOTUAWORLD :

The post এই খাবারগুলো খেলে মারাত্মক রোগ বা সমস্যার সম্মুখীন হতে পারেন আপনিও । খাবার নাকি বিষ খাচ্ছেন প্রতিদিন ? appeared first on Trickbd.com.

[Free Fire Tournament] নিউ ইয়ার টুর্নামেন্ট এন্ট্রি ফ্রী ,প্রাইজ ৫০০০ ডায়মন্ড by A-51 GAMING

Posted:

★★ A-51 নিউ ইয়ার টুর্নামেন্ট ★★

 

🍂

ম্যাচঃ – ৪ টি

মোডঃ – ক্লাসিক (স্কোয়াড, লিমিটেড)

ম্যাপঃ – বার্মুডা

 

🍂

পুরস্কারঃ

১ম – ৪ টা উইকলি

২য় – ২ টা উইকলি

৩য় – ১ টা উইকলি

সর্বোচ্চ কিল ৪ জন পাবে – ৪×১০০ ডায়মন্ড

🍂Watching টার্গেট কমপ্লিট হলে প্রত্যেক লাইভ ম্যাচে ১ টি Weekly Giveaway দেওয়া হবে।

 

🍂

সময়ঃ

১ম ম্যাচ : ০৭ জানুয়ারি, বিকাল ৪ টা

২য় ম্যাচ : ০৮ জানুয়ারি, বিকাল ৪ টা

৩য় ম্যাচ : ০৯ জানুয়ারি, বিকাল ৪ টা

ফাইনাল : ১০ জানুয়ারি, বিকাল ৪ টা

 

🍂

এন্ট্রি ফিঃ

এই টুর্নামেন্ট খেলার জন্য খেলোয়ারকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। যেহেতু টুর্নামেন্টটি ‘AREA-51’ গিল্ড এর অফিসিয়াল পেইজ ‘A51-Gaming’ কর্তৃক আয়োজিত তাই স্কোয়াড এর প্রত্যেক খেলোয়ারকেই –

১. পেইজ এ লাইক এবং ফলো করতে হবে ।

২. শেয়ার এর স্ক্রিনশটসহ নিজের UID এবং Ingame Name আমাদের পেইজ এর ইনবক্সে দিতে হবে। পরবর্তীতে আমরা যোগাযোগ করে স্কোয়াড এর নাম সহ প্রয়োজনীয় ডিটেইলস নিয়ে নেব ( একটি স্কোয়াড থেকে একজন অর্থাৎ স্কোয়াড লিডার সবার স্ক্রিনশটস, UID, Ingame Name সহ ইনবক্সে পাঠিয়ে দিবেন )

৪. ০৪ জানুয়ারি থেকে ০৬ জানুয়ারি পর্যন্ত এন্ট্রি চলবে।

 

🍂

মোট স্কোয়াডঃ ৩৬ টি ( স্কোয়াড বেশি হলে পুরস্কার বাড়িয়ে দেওয়া হবে )

 

*প্রত্যেকটি ম্যাচ আমাদের ফেসবুক পেইজ ‘A-51 Gaming’ এ লাইভ দেখানো হবে।

 

🍂

নিয়মঃ

🔴 প্রথম ম্যাচে ১২ টি স্কোয়াড খেলবে। ১২ টি স্কোয়াড এর মধ্যে প্রথম ৪ টি স্কোয়াড ফাইনালের জন্য সিলেক্টেড হবে।

🔴 ২য় ম্যাচেও ১২ টি স্কোয়াড খেলবে। পুর্বের ন্যায় ১২ টি স্কোয়াড এর মধ্যে প্রথম ৪ টি স্কোয়াড ফাইনালের জন্য সিলেক্টেড হবে।

🔴 ৩য় ম্যাচে বাকি ১২ টি স্কোয়াড খেলবে। পুর্বের ন্যায় ১২ টি স্কোয়াড এর মধ্যে প্রথম ৪ টি স্কোয়াড ফাইনালের জন্য সিলেক্টেড হবে।

🔴 ফাইনাল ম্যাচে পুর্ব নির্বাচিত ৪ + ৪ + ৪ = ১২ টি স্কোয়াড অংশগ্রহণ করবে।

 

শর্তঃ

🔴 ৪৫+ লেভেল হতে হবে ।

🔴 যেকোনো প্রকার হ্যাক (এন্টেনা, হেডশট, NPC) ব্যবহার করা যাবেনা। কারো গেমপ্লে সন্দেহজনক মনে হলে পুরো স্কোয়াড ডিসকোয়ালিফাইড হিসেবে গণ্য হবে।

🔴 যেহেতু এন্ট্রি-র জন্য কোনো ফি নেই, তাই এন্ট্রি-র জন্য উল্লেখিত নিয়ম অনুসরণ আবশ্যক।

🔴 কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

 

[বিঃদ্রঃ কোন বিষয়ে কিছু জিজ্ঞেস করার থাকলে আমাদের ফেসবুক পেইজ এ মেসেজ দিবেন অথবা 01797619992 নাম্বারে যোগাযোগ করবেন)

 

ধন্যবাদ

ফেসবুক পেজ

 

 

 

The post [Free Fire Tournament] নিউ ইয়ার টুর্নামেন্ট এন্ট্রি ফ্রী ,প্রাইজ ৫০০০ ডায়মন্ড by A-51 GAMING appeared first on Trickbd.com.

আমার দেখা টপ ২১, কোরিয়ান মুভি

Posted:

আমার দেখা টপ ২১ টা কোরিয়ান মুভি নিয়ে আমি এই লিস্টটা করেছি। সবগুলো মুভিই হাইলি রিকমান্ডেট।

 

~সীমিত স্পয়লার এলার্ট~

 

21: Fabricated City(2017)

PR: 7.5/10

G: Hacking,thriller

একটা সিন্ডিকেট সাধারণ মানুষের বিভিন্নরকম তথ্য সংগ্রহ করে তাদের মার্ডার এর আসামি বানিয়ে মেইন আসামিদের বাচিয়ে দেয়।নায়ক তাদের জালে জড়িয়ে পড়ে।তারপর?

 

20: A Bittersweet Life(2005)

PR: 7.5/10

G: Gangster,Action,thriller

নায়ক তার বসের প্রেমিকাকে ভালোবেসে ফেলে। তারপর?

 

19:A Man From Nowhere(2010)

PR:8/10

G:Action,thriller

একটা বাচ্চা মেয়েকে একটা গ্যাং কিডন্যাপ করে একজন সাবেক ডিফেন্স কর্মকর্তা একাই তাকে উদ্ধার করতে পুরো গ্যাং এর সাথে লড়াই করে।

 

18: A Dirty Carnival(2006)

PR: 8/10

G: Gangster,Action,thriller

বড় কিছু করতে হলে গ্যাংস্টারদের মত সাহস থাকতে হয়।এই মুভিতে পাবেন হুটহাট আর উরাধুরা সব একশন।

পাবেন ছোট থেকে বড় গ্যাংস্টার হয়ে উঠার গল্প ও তার করুণ পরিণাম।

 

17:Gangnam Blues(2015)

PR:8/10

G:Gangster,Action,thriller

‘𝙬𝙝𝙚𝙧𝙚 𝙩𝙝𝙚𝙧𝙚 𝙞𝙨 𝙢𝙤𝙣𝙚𝙮, 𝙩𝙝𝙚𝙧𝙚 𝙞𝙨 𝙘𝙧𝙞𝙢𝙚—𝙖𝙣𝙙 𝙬𝙝𝙚𝙧𝙚 𝙩𝙝𝙚𝙧𝙚 𝙞𝙨 𝙘𝙧𝙞𝙢𝙚, 𝙩𝙝𝙚𝙧𝙚 𝙞𝙨 𝙖 𝙨𝙩𝙤𝙧𝙮’দুইজন নিঃস্ব অনাথ বন্ধুর গ্যাংস্টার হয়ে উঠার গল্প। এই সিনেমার অন্য আকর্ষণ হল গ্যাং ফাইট।

 

16:The Gangster The Cop The Devil(2019)

PR:8.2/10

G:Gangster,Action,thriller

সাইকো সিরিয়াল কিলার মাফিয়া বসকে মারতে গিয়ে ব্যার্থ হয়। পরে তাকে ধরতে পুলিশ ও মাফিয়া গ্রুপ একসাথে কাজ করে। শেষ পর্যন্ত কি পারে তাকে খুজে বের করতে!

 

15:The Outlaws(2017)

PR:8.2/10

G:Gangster,action

এই মুভিতে নায়ক Don-Lee আর ভিলেন yoon kye-sang এদের এটিটিউড আর একশন সম্পর্কে তো সবাই জানেন। মুভিটা পুরো টাইম প্রচুর ভায়োলেন্সে ভরপুর।

 

14:The Handmaiden(2016)

PR:8.2/10

G:thriller

মুভিটা তিনটা প্লটে করা হয়েছে। প্রতিটা প্লটে আলাদা আলাদা স্পয়লার পাবেন। তবে কিছু ১৮+ জায়গা রয়েছে।

 

13:The Chaser(2008)

PR:8.5/10

G:thriller

একজন সাইকো সিরিয়াল কিলার বিভিন্ন জায়গা থেকে ১০+ মেয়ে যৌনকর্মদের ভাড়া করে নিয়ে গিয়ে নির্মম ভাবে মেরে ফেলে। পুলিশের কাছে ধরা পড়লে সে সব সত্য বলে দেয় তবে কেউ তা বিশ্বাস করে না এবং প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেয়। শেষ পর্যন্ত কি প্রমান আসবে পুলিশের হাতে!

 

12:Miracle In Cell No 7(2013)

PR:8.5/10

G:Drama

খুব ইমোশনাল মুভি। একজন মানুষিক প্রতিবন্ধী বাবা ও তার ছোট মেয়ের কাহিনি। বাবাকে মিথ্যা হত্যা মামলায় ফাঁশির আদেশ দেওয়া হয়।লাস্ট ক’দিন কারাগারে তাদের কাহিনি আপনার চোখে পানি নিয়ে আসবে।

 

11:Parasite(2019)

PR:8.5/10

G:thriller,drama

অস্কার জয় করা মুভি। ধনী গরীবের জীবন যাপনের ভিন্নতা তুলে ধরা হয়েছে। গরীবের স্বপ্ন তুলে ধরা হয়েছে।

 

10:Ode To My Father(2014)

PR: 9/10

G: drama

বাবাকে হারানোর পরে একটা দরিদ্র পরিবারের বড় ছেলে ছোট বেলা থেকেই তার পরিবার চালাতে ভাইবোন কে মানুষ করতে নিজের চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে কতো কষ্ট করতে পারে তা দেখানো হয়েছে। নিঃসন্দেহে ভালো লাগার মতো একটা মুভি।

 

9: Train To Busan(2016)

PR: 9/10

G:Horror,Action

এই মুভি সম্পর্কে সবাই জানেন।পুরো শহর জোম্বি তে পরিনত হয়। বাঁচতে হলে বুসান যেতে হবে। তবে বুসানগামী ট্রেনেও জোম্বি ঢুকে পড়ে। ট্রেন কি পারে বুসান যেতে? জোম্বি মুভি লিস্টে ১ নাম্বারে থাকবে এই মুভিটা।

 

8:Forgotten(2017)

PR:9/10

G: thriller

এই মুভি নিয়ে কিছু বললে দেখে মজা পাবেননা।শুধু বলবো টুইস্ট এর উপর টুইস্ট তার উপর আবার টুইস্ট মাথা পুরো নষ্ট হয়ে যাবে

 

7:A Moment To remember(2004)

PR:9.2/10

G:Romance

আমার দেখা সেরা রোমান্টিক মুভি এইটা।সুখের জীবনের মধ্যে হটাৎ একটা রোগের কারনে নাইকা বর্তমান সব ভুলে যেতে থাকে এমনকি তার প্রেম করে বিয়ে করা জামাইকেও😪

 

6: The Wailing(2016)

PR:9.2/10

G:horror,thriller

এই মুভিতে আপনি ভুত খুজতে খুজতে পাগল হয়ে যাবেন। পুরো পুলিশ টিমের মাথা নষ্ট হয়ে যায় কে আসলে ভুত তা খুঁজে বের করতে।মুভির শেষ পর্যন্ত ও আপনি ভুত খুজে নাও পেতে পারেন তখন আবার দেখবেন

 

5:New World(2013)

PR:9.5/10

G:Gangster,Action,thriller

কোরিয়ান মাফিয়া মুভি গুলোর মধ্যে এইটা আমার সবথেকে প্রিয় মুভি। অনেক বড় একটা মাফিয়া সিন্ডিকেট নেতৃত্ব শুন্য হয়ে যাওয়ার পরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রধানের স্থান আদায় করার লড়াই।সাথে আছে পুলিশের সংগঠন টাকে কন্ট্রোল করার মিশন। মাস্টওয়াচ ❤

 

4:I Saw The Devil(2010)

PR:9.5/10

G:thriller

একজন সাইকো সিরিয়াল কিলার যার মনে কোন মৃত্যু ভয় নেই সে একজন র-এজেন্টের প্রেগন্যান্ট বৌকে খুন করে। স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে সেই কিলারকে খুজে বের করে তাকে একবারে না মেরে প্রতিদিন একটু একটু করে মারে এমন একটা সময় আসে সাইকো কিলারকে মৃত্যু কতোটা ভয়ংকর টা ফিল করিয়ে ছাড়ে।

 

3:Memories Of Murder(2003)

PR:10/10

G:thriller

এইটা একটা মাস্টারপিস। রাতে বৃষ্টি হলেই বেতারে কেউ একজন একটা গান প্লে করার রিকোয়েস্ট করে পরদিনই একটি মেয়ের বিভৎস লাশ পাওয়া যায়।কিছু দিন পর পরই এমন হতে থাকে পুলিশ খুনিকে খুজতে খুজতে পাগল প্রায় তারা কি পারবে খুনিকে খুঁজে বের করতে নাকি এটি একটি অমীমাংসিত মামলা হিসাবে থেকে যাবে???

 

2:Oldboy(2003)

PR:10/10

G:Action,thriller

প্রতিশোধ কতোটা ভয়ংকর ভাবে নেওয়া যায় তা এই মুভি না দেখলে আপনি কল্পনা ও করতে পারবেন না। ১৫ বছর একজনকে একটা রুমে আটকে রেখে তারপর ছেড়ে দেওয়া হয় তবে প্রতিশোধ এইটা নয় প্রতিশোধ নেয় তাকে ছেড়ে দেওয়ার পরে। কি ছিলো সেই প্রতিশোধ???

 

1:No Mercy(2010)

PR:❤/10

G:thriller

একজনের রিকোয়েস্টে এই মুভিটা দেখি তার পর থেকে আমার জীবন যৌবন কোরিয়ান ইন্ডাস্ট্রি।

অন্য কোরিয়ান মুভির মত এই মুভিতে জায়গায় জায়গায় স্পয়লার নেই ঠান্ডা মুভি তবে খেলা দেখাইছে লাস্ট ১০ মিনিটে এমব এক স্পয়লার দিসে আমি ২ দিন পৃথিবীতেই ছিলামনা মহাকাশে চলে গেছিলাম 🐸

 

পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। খোদাহাফে।

The post আমার দেখা টপ ২১, কোরিয়ান মুভি appeared first on Trickbd.com.

এখুনি দেখে নিন Ji hoon (The Soul) মুভিটি [না দেখলে মিস করবেন]

Posted:

🎬 Movie: Ji hoon (The Soul) (2021)

🔑 Genre: Drama, Mystery, Sci-Fi

🕕 Runtime: 2h 10min

🔵 IMDb Rating: 6.9/10  

🟢 Personal rating: 9.5/10

.

⚠No Spoiler Review 

.

এক লাইনে রিভিউ দিতে হলে বলব, “টুইস্ট এর ঠ্যালায় দাঁড়ানো যাচ্ছে না বাহে!”

 

যদি আপনি খুব মনোযোগ সহকারে মুভি দেখতে অভ্যস্ত হয়ে থাকেন তো এই মুভি প্রথম সিন থেকে একদম শেষ সিন পর্যন্ত ধরে রাখবে । “মনোযোগ সহকারে” বলার পেছনে কারণ হচ্ছে মুভির twisted plots. মুভির প্রথমে মনে হবে মুভিটা পিওর হরোর, এরপর ধীরে ধীরে প্রথম টুইস্ট খোলার পর মনে হবে, সাই-ফাই, এরপর টুইস্ট রিভিল হওয়ার পর মনে হবে মিস্ট্রি, এরপর টুইস্টের পর মনে হবে থ্রিলার, এরপর মনে হবে ড্রামা! This movie is a package of twists but you have to look and wait for the movie progression. মুভিটা “মিস্টার টুইস্ট চিপস” খেতে খেতে দেখলে আরও ফিল পাওয়া যাবে বলে আমার ধারণা ।

মুভিটা যেহেতু ২ ঘন্টা লম্বা, এটা কিছুটা কম হলে আরও ভাল হত এবং একই সাথে এত Complex Storyline না রেখে আরেকটু সিম্পল করলে আরও অনেক Eyeballs ধরতে সক্ষম হতে বলে আমার মনে হয় । এই কমপ্লিকেটেড স্টোরিলাইনের জন্যেই অনেকেই হয়ত মুভিটা দেখে বলবে বিরক্তিকর মুভি কারণ মুভিটার এক্সপ্লেইনেশন সেভাবে নাইও খুব একটা । আমার নিজেরই কয়েক জায়গা আগে পিছনে নিয়ে দেখা লাগছে । তাই মুভি দেখার আগে সেভাবে মাইন্ডসেট করেই দেখতে বসা ভাল ।

আমার মুভিটা খুবই ভাল লেগেছে, আমি যেহেতু থ্রিলার, মিস্ট্রি, হরর জনরা এর বিগ ফ্যান, এই মুভিতে প্রায় প্রত্যেকটা পার্টই টাচ করা হয়েছে এবং শেষ পর্যন্ত সবকিছুর বেশ ক্লিয়ার এক্সপ্লেনেশনও দেয়া হয়েছে (যদি মন দিয়ে দেখা হয় তো বুঝা যাবে 🙂)

.

📃 গল্প সংক্ষেপ:

.

একটা মাল্টিবিলিয়ন ডলার কোম্পানির চেয়ারম্যান Wang Shicong খুন হয় তার নিজের বাসায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দরজার উপর অদ্ভুত একটা সাইন আঁকা এবং ঘরের ভেতর লাশের পাশে রক্তাক্ত অবস্থায় পরে আছে Wang Shicong এর দ্বিতীয় স্ত্রী Li Yan । এই কেসের ইনভেস্টিকেশনের দায়িত্ব নেয় Liang Wenchao এবং তার স্ত্রী A Bao । উল্লেখ্য Liang Wenchao ক্যান্সারে আক্রান্ত এবং দিন দিন তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে । এদিকে Li Yan এর জ্ঞান ফিরে আসার পর জানা যায় তার স্বামীকে খুন করে পালিয়েছে তার ছেলে এবং Wang Shicong এর পূর্ববর্তী স্ত্রী বিভিন্ন শয়তানের পূজা করতো এবং সে মনে করতো তার স্বামী তার সাথে বিশ্বাসঘাতকতা করছে । ধীরে ধীরে সে অসুস্থ হয়ে পরবর্তীতে সুইসাইড করে মারা যায় এবং মৃত্যুর আগে ছেলের জন্যে চিঠিতে লিখে যায় ভরা পূর্নিমায় তার বাবাকে হত্যা করলেই তার আত্না শান্তি পাবে । এদিকে ইনভেস্টিকেটর ধীরে ধীরে জানতে পারে Wang Shicong এর ব্যাবসায়ের পার্টনার Wan Yufan এর সাথে তার দ্বিতীয় স্ত্রী এমনকি তার পূর্ববর্তী স্ত্রীর এফেয়ার ছিল এবং এখনো চলছে । মৃত্যুর আগে চেয়ারম্যান তার সম্পত্তি সব তার দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দিয়ে যায় কিন্তু কেন? চেয়ারম্যানকে কি তাহলে সত্যিই তার পলাতক ছেলে খুন করেছে? নাকি তার দ্বিতীয় স্ত্রী টাকার লোভে খুন করেছে? পার্টনার কি তাহলে তার স্ত্রীর সাথে যুক্ত হয়ে এইসবকিছু করেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোন মানুষের স্বার্থ্য? আর শেষ পর্যন্ত ইনভেস্টিকেটর কি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় এবং মুভির নাম “The Soul” কেন রাখা হল জানতে হলে দেখে ফেলুন ২০২১ এ বের হওয়া চাইনিজ নেটফ্লিক্স অরিজিনাল মুভিটি ।

Dowland Link: এখান থেকে ডাউনলোড করুন

The post এখুনি দেখে নিন Ji hoon (The Soul) মুভিটি [না দেখলে মিস করবেন] appeared first on Trickbd.com.

একটি শিক্ষামূলক ইসলামিক গল্প, পর্ব-১

Posted:

খুব সুন্দর একটি ইসলামিক শিক্ষণীয় গল্প

ফোরাত নদীর তীরে একদা এক বৃদ্ধ লোক খুব দ্রুত অযু করলেন। এত দ্রুত অযু করলেন যে, তার অযুই হল না। অতঃপর পূর্বের মত তাড়াহুড়া করেই নামায আদায় করলেন। যার দরুণ তার নামাযে 'খুসু', 'খুযু' কিছুই উপস্থিত ছিলনা।

বৃদ্ধের এ অবস্থা পর্যবেক্ষণ করছিলেন নবী দুলাল হযরত হাসান ও হোসাইন রা. কিন্তু তারা উভয়েই অস্থির হয়ে ভাবছিলেন যে, এ বৃদ্ধ লোকের ভুলগুলো কিভাবে শুধরে দেয়া যায়! কোন বেয়াদবি হয়ে যায় কিনা! তখন তারা খুব চমৎকার বিনয়ীর পন্থা অবলম্বন করলেন।

যখন বৃদ্ধ লোকটির নামাজ শেষ হল তখন তারা বিনয়ের শুরে তাকে বললেন জনাব! আপনি আমাদেরকে একটু সময় দিবেন। বৃদ্ধ সম্মতি প্রকাশ করলে তারা বলল যে- আমরা ওযু করব এবং নামায আদায় করব। আপনি দয়া করে আমাদের ভুলগুলো শুধরিয়ে দেবেন।

অতপর ইমাম হাসান ও হোসাইন রা. উভয়েই সুন্নত তরিকায় এতমিনানের সাথে অজু করলেন এবং দু'রাকাত নামায আদায় করলেন। তাদের নামাযটি ছিল স্বয়ং রাসুলুল্লাহর নামাযের মত 'খুসু', 'খুযুু' সম্পন্ন।

বৃদ্ধ লোকটি তখন নিজের ভুল গুলো বুঝতে পারলেন এবং তাদেরকে ধন্যবাদ জানালেন। বড়দের ভুল ধরার কত সুন্দর, চমৎকার বিনয়ি পদ্ধতি। সুবহান আল্লাহ, এ জন্যই তাদের এত মর্যাদা।

কারণ রাসূল সা. বলেছেন,

দেওবন্দের অদূরে এক তফসিলদার বসবাস করত। তিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহ. এর সুনাম অনেক দিন যাবৎ শুনছিলেন এবং মনে তীব্র ইচ্ছা পোষন করছিলেন যে তার সাথে দেখা করবেন এবং উপদেশ নছীহত গ্রহন করবেন।

সে উদ্দেশ্যে তিনি দেওবন্দে আসলেন। দুপুরে দেওবোন্দ মাদ্রাসার নিকটবর্তী একটি মসজিদে অবস্থান করলেন। সারা দিন সফরের কারনে শরীর খুব ক্লান্ত ছিল। তাই তিনি মসজিদের গোসলখানায় গোসল করার ইচ্ছা করলেন।

কিন্তু সমস্যা হল সে গোসলখানায় পানি ছিল না, তাই তিনি পানি আনার জন্য লোক খোজছিলেন। এমন সময় তিনি মসজিদের ভিতরে অবস্থানরত এক বৃদ্ধ (শাইখুল হিন্দ) খুব কষ্টে তাকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলেন।

গোসল শেষে তফসিলদার তাকে বললেন আমাকে মাহমুদুল হাসান সাহেবের কছে নিয়ে চল যিনি শাইখুল হিন্দ নামে পরিচিত। তখন বৃদ্ধ তাকে নিয়ে চলা শুরু করলেন। কিছু দূর গিয়ে বৃদ্ধ বললেন আপনি যেন কার নিকট যাবেন? প্রশ্ন শুনে তফসিলদার রেগে গেলেন যে আমি শাইখুল হিন্দ মুচকি হেসে বললেন ভাই শান্ত হোন।

আমাকে অনেকে"শাইখুল হিন্দ" বলে ডাকে! তখন তো তফসিলদার অবাক বনে গেলেন! এবং সাথে সাথে তার পায়ে পড়ে ক্ষমা চাওয়া শুরু করলেন। তখন তিনি বললেন কোনো সমস্যা নেই, আমিতো আপনার সেবা করেছি মাত্র। আপনি মেহমান, আর আমি মেজবান হিসেবে আপনার সেবা করেছি মাত্র।

এছাড়াও আপনি যদি মনে করেন যে, আমি জাতীর নেতা তাহলে আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। কারন "সাইয়্যেদুল কওমি খদিমুহা"। এ সব বলার পরে তফসিলদার শান্ত হলেন। এত বড় আলেম, বুযুর্গ হয়েও এরুপ বিনয়ী ছিলেন তিনি। আল্লাহ তায়ালা আমাদের সকলকে তাদের মত বিনয়ী হওয়ার তকওফীক দান করুণ। আমীন……!

।।।

The post একটি শিক্ষামূলক ইসলামিক গল্প, পর্ব-১ appeared first on Trickbd.com.

মেয়েদের জন্য কিছু উপদেশ

Posted:

★★★মেয়েদের জন্য কিছু উপদেশঃ

 

১। মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই “বিসমিল্লাহ” বলে নিবেন। নইলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জ্বীনরা আপনার সব দেখে ফেলবে।

 

২। আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আপনার ও জ্বীনদের মধ্যে একটি পর্দা তৈরী করে দেবে। এতে করে খবিশ জ্বীন গুলো আপনাকে ইভটিজিং করতে পারবেনা।

 

৩। কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন। এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবেনা।

 

৪। বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পরে বের হবেন।যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতি তে আপনার ঘরটি পাহারা দিলেন ঘরে এসে তাদের আবারো সালাম দিন। এটা ভদ্রতা।

 

৫। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন। তারা উৎসাহিত হবে।

 

৬। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনি নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন। বসে খাবেন। এটা সুন্নাহ।

 

৭। ডান কাত হয়ে ঘুমাবেন। এটা সুন্নাহ ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই ৩ কুল পড়ে ঘুমাবেন। এটা আপনাকে সারারাত বদ মানুষ ও জ্বীন থেকে হেফাজত করবে, ইন শা’ আল্লাহ্।

 

৮। প্রতিরাতে অবশ্যই সুরা মুলক পড়ে ঘুমাবেন। এটা আপনার কবরের জীবনের সাথী, আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইন শা’ আল্লাহ্।

 

৯। ঘুমের আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাচ্ছেন সওয়াব!

অনুরূপ ভাবে কাপড় পড়ার আগে অবশ্যই একটু ঝেড়ে নিবেন এটা সুন্নাহ এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলেও আপনার ক্ষতি করতে পারবেনা।

 

১০। খিলখিল করে হাসা বন্ধ করুন। মুচকি হাসবেন। এটাই সুন্নাহ!

 

১১। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসী পড়ে ঘুমাবেন এতে করে শয়তান আপনার নিকট আসতে পারবে না। ৩৩ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং ৩৪ বার আল্লাহ আকবর পড়ে নিবেন।

 

১২। রাতে ওযু করে ঘুমাবেন এতে করে সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে।

 

১৩। ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে এবং আপনি নিজে আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমাবেন।

 

১৪। রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবেন আপনি যদি ঘুমের কারনে নাও উঠতে পারেন তারপরও তাহজ্জুদ এর সওয়াব পেয়ে যাবেন।

 

১৫।মানুষকে বিপদে এবং গরিবদের যতটুকু পারেন সাহায্য করুন এতে করে আল্লাহর রহমতে আপনার বিপদে আল্লাহর সাহায্য পাবেন।

 

১৬। পরিশেষে মনের ভিতর কোনো লোভ,হিংসা, অহংকার রাখবেন না এগুলো নেক আমল ধ্বংস করে দেয়।

The post মেয়েদের জন্য কিছু উপদেশ appeared first on Trickbd.com.

মাত্র দুটো হাদিস আমাদের চোখ খুলে দেওয়ার জন্য

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা’লার রহমতে ভালো আছেন। আজ আমরা ২টি হাদিস সম্পর্কে জানব।

মাত্র দুটো হাদিস আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হবে, ইনশাআল্লাহ্।

 

১. হাদিসে কুদসিতে আল্লাহ্ তা’আলা আমাদের বলছেন-

“হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি (অন্যান্য কাজ হতে) অবসর হও এবং ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না কর, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না।” [তিরমিযি: ২৬৫৪, ইবনে মাজাহ: ৪১০৭ (সহিহ)]

 

দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যে এই জীবন নিয়ে পরিতৃপ্ত কিংবা যার মন সর্বদা প্রফুল্ল থাকে। প্রতিটি মানুষই জীবনের বিভিন্ন দিক থেকে ডিপ্রেশন ফেইস করছে, অনেকে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সকল মানুষের মাঝে এমন একটা শ্রেণি আছে, যারা দুনিয়ার বিভিন্ন না-পাওয়ার বেদনার মাঝেও অন্তরে একপ্রকার প্রশান্তি নিয়ে জীবন কাটাচ্ছে। তারা কারা?

 

যারা আল্লাহর আনুগত্যে দিনাতিপাত করছে, সর্বাবস্থায় সবরের উপর অটল থাকছে এবং আখিরাতে উত্তম বিনিময়ের প্রত্যাশায় রয়েছে।

 

 

২. রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেন, “যার জীবনের চিন্তা (লক্ষ্য) হবে আখিরাত আল্লাহ্ তার অন্তরে সচ্ছলতা দিবেন। তার কর্মকাণ্ড গুছিয়ে দিবেন এবং দুনিয়া (নেয়ামত) অনুগত ও বাধ্য হয়ে তার নিকট আসবে। আর যার চিন্তা (লক্ষ্য) হবে দুনিয়া, আল্লাহ্ তার দুচোখের মাঝে দারিদ্র রেখে দিবেন, তার কর্মকাণ্ড বিক্ষিপ্ত করে দিবেন (ফলে সে অস্থিরতায় কাতরাবে) এবং দুনিয়া থেকে সে ততটুকুই অর্জন করতে পারবে, যা তার জন্য পূর্বনির্ধারিত।” [তিরমিযি: ২৪৬৫, সিলসিলা সহিহাহ: ৯৪৯-৯৫০ (সহিহ)]

 

ডিপ্রেশনে আছেন? সুখ দরকার? এই নেন প্রেসক্রিপশন। উপরের দুটো হাদিসের উপর কিছুদিন আমল করে দেখুন। এরপর নিজেই বুঝতে পারবেন, আল্লাহ্ এবং তাঁর রাসূল আমাদের জন্য কত সহজ সমাধান বাতলে দিয়েছেন।

 

খুব সহজ একটি হিসাব বুঝতে হবে। আমরা পণ্য ক্রয় করতে কোথায় যাই? যেখানে পণ্য পাওয়া যায়–দোকানে–যাই।

এবার বলুন, সুখ-শান্তির মালিক কে? আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা। সুতরাং শান্তির জন্য তাঁর কাছেই ফিরে আসতে হবে। এটিই চূড়ান্ত কথা। বাকি যত পথ ও পন্থাই অনুসরণ করুন-না কেন, সাময়িক ফূর্তি পেলেও দিনশেষে আপনি একাই হয়ে যাবেন। ডিপ্রেশন আপনাকে পাকড়াও করবেই। ফিরে আসুন আল্লাহর দিকে। তিনি ব্যতীত আমাদের সত্যিকারের আপন বলতে কেউ নেই।

The post মাত্র দুটো হাদিস আমাদের চোখ খুলে দেওয়ার জন্য appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments