নিয়ে নিন বিখ্যাত harry potter and the philosopher stone বই এর রিভিউ |
- নিয়ে নিন বিখ্যাত harry potter and the philosopher stone বই এর রিভিউ
- নিয়ে নিন সেই সর্বকালের জনপ্রিয় মহাকাশ মুভি gravity এর রিভিউ
- ফেইসবুকের প্রাইভেট গ্রুপের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন।
- Video এর সাথে যদি Subtitle না মিলে, আগে পিছে হয়, তবে কিভাবে Easy subtitle App দিয়ে তা SYNC করবেন। (With Download Link)
- শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস দেবদাস পড়ুন এখন
- [hot] বিশ্ব বিখ্যাত থ্রিলার, থ্রি এম সিরিজের দ্বিতীয় বই l পড়ে নিন এখনই
- সর্বোচ্চ আয়কারী পৃথিবীর সেরা ১০টি মুভি
- Termux দিয়ে কিভাবে একটি ছবির সকল তথ্য বের করবেন। আসুন জেনে নেওয়া যাক।
- UCL Final ম্যাচ সহ যেকোনো খেলা দেখুন লাইভ
- মুক্তিযুদ্ধভিত্তিক দারুন একটা বই
নিয়ে নিন বিখ্যাত harry potter and the philosopher stone বই এর রিভিউ Posted: Hello what’s up guys কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পোস্টে । টাইটেল আর thumbnail দেখে already বুঝে গেছেন আজকের টপিক কি । আশা করি পোস্টটি শেষ পর্যন্ত দেখবেন । তো বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক Book review — Harry Potter and the philosopher stone লেখক -জে.কে.রাওলিং। হ্যারি পটার ৭টি বই নিয়ে তৈরী একটি সিরিজ।এর প্রথম বই হ্যারি পটার এন্ড দা ফিলোসোফার্স স্টোন। The post নিয়ে নিন বিখ্যাত harry potter and the philosopher stone বই এর রিভিউ appeared first on Trickbd.com. |
নিয়ে নিন সেই সর্বকালের জনপ্রিয় মহাকাশ মুভি gravity এর রিভিউ Posted: Hello what’s up guys কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পোস্টে । টাইটেল আর thumbnail দেখে already বুঝে গেছেন আজকের টপিক কি । তাই বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক The post নিয়ে নিন সেই সর্বকালের জনপ্রিয় মহাকাশ মুভি gravity এর রিভিউ appeared first on Trickbd.com. |
ফেইসবুকের প্রাইভেট গ্রুপের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন। Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে ফেইসবুকের প্রাইভেট গ্রুপের ভিডিও ডাউনলোড করা যায়। আমরা কম বেশি সবাই ফেইসবুক ব্যবহার করি এবং সবারই কম বেশি গুরুত্বপূর্ণ ভিডিও থাকে যেগুলো কিছু মানুষ ছাড়া কাউকে দেওয়া যায় না। তাই আমরা প্রাইভেট গ্রুপ খুলে থাকি। অনেকে আছে যারা অনলাইনে কোর্স কিনে এবং তাদের প্রাইভেট গ্রপে এড করে রাখে। আমরা চাইলেই কিন্তু সেই ভিডিও গুলো ডাউনলোড করতে পারবো না। তো সেই ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেই আজ দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা vidmate এ চলে যাবো। আর হ্যাঁ বর্তমানে কম বেশি সবাই vidmate ব্যবহার করে তাই vidmate দিয়ে দেখাচ্ছি। এখন আমরা ফেইসবুকে চলে যাবো। এখন আমরা আমাদের ফেইসবুক লগইন করবো। আপনাদের দেখানোর জন্য আমি নিজে অন্য একটা আইডি দিয়ে প্রাইভেট গ্রপ করছি এবং এই আইডি এড করছি। দেখতে পাচ্ছেন hi নামে একটি গ্রুপ যেটা প্রাইভেট করা আছে। দেখতে পাচ্ছেন আমি একটা সর্ট ভিডিও আপলোড করছি এবং সেই ডান পাশে ডাউনলোড একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম চলে আসছে। এখন আমি ডাউনলোডে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন আমার প্রাইভেট গ্রুপের ভিডিও টি ডাউনলোড করে ফেললাম। তো এইভাবে চাইলে আপনি প্রাইভেট গ্রুপের ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
The post ফেইসবুকের প্রাইভেট গ্রুপের ভিডিও কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন। appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু ওয়ালাইকুম। আশা করি আল্লাহ্ সকলকে ভালো রেখেছেন।
প্রথমত নিচে দেওয়া যে কোন মাধ্যম থেকে Easy subtitle অ্যাপটি Download করে নিন।★ Play Store থেকে Easy Subtitle App টি ডাউনলোড করতে Play Store এ যেয়ে Easy subtitle লিখে Search করুন। এখন চলুন দেখি কি ভাবে Easy Subtitle App দিয়ে Subtitle মিলাবেন। প্রথমে আপনার মুভির ১ম ডায়লগের সাথে সাবটাইটেলের ১ম ডায়লগের লেখাটা কতো সেকেন্ড আগে পরে তা দেখে নিবেন এবং মুভির শেষ ডায়লগের সাথে সাবটাইটেলের শেষ ডায়লগের লেখাটা কতো সেকেন্ড আগে পরে সেটাও দেখে নিবেন(এমনিতে শুধুমাত্র ১ম ডায়লগটি দেখলেও হয়)প্রথমত অ্যাপে ঢুকে সেই ফোল্ডারে যান,যেখানে সাবটাইটেলটি রেখেছেন। কাংখিত সাবটাইটেলটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ঠিক ওপরের ডান সাইডে 3 line/option sign এ গিয়ে SMART SYNC এ ক্লিক করুন। এখন সেখানে First subtitle এবং Last subtitle নামে ২টা অপশন আসবে। এখন ধরুন,মুভিতে ১ম ডায়লগ বলছে ১৭ সেকেন্ডে কিন্তু সাবটাইটেলের ১ম ডায়লগের লেখাটা এসেছে ২২ সেকেন্ডে।তাহলে এখানে ৫ সেকেন্ড পরে সাবটাইটেলের লেখাটা আসছে না? তাহলে ওই অ্যাপের First subtitle অপশনে যে টাইম দেওয়া থাকবে(আগে থেকেই ২২ সেকেন্ড দেওয়া থাকবে) তা থেকে ৫ সেকেন্ড কমালে যতো হয় ততো সেকেন্ড লেখবেন অর্থাৎ ১৭ লেখবেন।একই ভাবে Last subtitle এ যতো সেকেন্ড দেওয়া থাকবে তা ইডিট করে ৫ সেকেন্ড কমিয়ে দিলে যতো হয় ততো লেখবেন। তারপর Apply এ ক্লিক করুন এবং ওপরে ডানে সেইভ করার চিহ্ন থাকবে ওটা ক্লিক করলে সেভ হয়ে যাবে।
এভাবে করলে, ইনশাল্লাহ সাব মিলে যাবে। The post Video এর সাথে যদি Subtitle না মিলে, আগে পিছে হয়, তবে কিভাবে Easy subtitle App দিয়ে তা SYNC করবেন। (With Download Link) appeared first on Trickbd.com. |
শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস দেবদাস পড়ুন এখন Posted: Hello what’s up guys কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পোস্টে । টাইটেল আর thumbnail দেখে already বুঝে গেছেন আজকের টপিক কি । তাই বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক আজকে আমি একটি দারুন বই সম্পর্কে বলব । পর্যালোচনা লেখনশৈলী ও বর্ণনা পাঠ প্রতিক্রিয়া ব্যক্তিগত রেটিং The post শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস দেবদাস পড়ুন এখন appeared first on Trickbd.com. |
[hot] বিশ্ব বিখ্যাত থ্রিলার, থ্রি এম সিরিজের দ্বিতীয় বই l পড়ে নিন এখনই Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক। আমার আজকের এই পোস্টে থাকবে দারুন একটি থ্রিলার বই এর রিভিউ । বইয়ের নাম থ্রি:টেন এ এম হেনরি বিনস, যে কিনা অদ্ভুত এক সমস্যায় আক্রান্ত, দিনে তেইশ ঘন্টা ঘুমিয়ে রাত তিনটা থেকে চারটা পর্যন্ত একঘন্টা জেগে থাকা। এতদিন ভেবে আসছিল যে এটা তার কোন সমস্যাই। কিন্তু না, হঠাৎ করেই এমন এক অপ্রত্যাশিত সত্য তার সামনে এল, যা কল্পনাতীত। তার এই অদ্ভুত সমস্যার পিছনে লুকিয়ে রয়েছে অন্য কিছু, কি সেটা? এছাড়াও সামনে এল তার মা সম্পর্কে অযাচিত সব তথ্য। এতদিন মা সম্পর্কে যা জেনে এসেছে, সবই ছিল মিথ্যা। ত্রিশ বছর আগে তাদেরকে ছেড়ে যাওয়া মানুষটির তাহলে আসল পরিচয় কি; ভূতাত্ত্বিক, সিআইএ – এর এজেন্ট নাকি আন্তর্জাতিক সন্ত্রাসী? তার মা কি আদৌ বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে সে এখন কোথায় আর যদি মারা এগিয়ে থাকে তাহলে কে বা কারা তাকে খুন করল l নেমে পড়ল হেনরি বিনস এই রহস্যের কিনারা করতে। সাথে তার বাবা, ইনগ্রিড রে আর ল্যাসির (বিড়াল) সাহায্যতো রয়েছেই। এছাড়াও এখানে তার বাবার মারডক নামের কুকুরটারও যথেষ্ট ভূমিকা রয়েছে। তবে আপনাকে যেটি সবচেয়ে বেশি অবাক করবে তা হল প্রেসিডেন্টের কার্য। সিরিজের প্রথম গল্পের মত হয়েছে দ্বিতীয় গল্পেও রয়েছে প্রেসিডেন্টের কার্যকলাপ l তাছাড়া এইবার কিন্তু হ্যান্ড রবিন্স নিজেরই প্রাণের আশঙ্কা দেখা দেয় গল্প তবে কি শেষরক্ষা হয়েছিল হেনরির? হলেই বা কিভাবে হয়েছিল আর কে বা কারা তাকে উদ্ধার করল ? আর কেনই বা সে এরকম বিপদে পড়ল? একের পর এক টুইস্ট তো আছেই, তবে আসল চমক রয়েছে একেবারে শেষে, যা এই পুরো কাহিনী সম্পর্কে আপনার ধারণা পাল্টে দেবে। এক কথায় অসাধারন একটা স্টোরি আমার কাছে আসলে দারুন লেগেছে বইটিl তাই আর বিলম্ব না করে হেনরি বিনসের সাথে আরেকটি টানটান উত্তেজনাময় অ্যাডভেঞ্চারে আর রহস্যের সমাধানে নিজেকে যুক্ত করুন। পারসোনাল রেটিংঃ ৯.৫/১০ যাই হোক আশা করছি যে আপনারা বইটি পড়বেন এবং এটাও আশা করছি যে বইটি অবশ্যই আপনার কাছে ভালো লাগবে l যারা লাইব্রেরী থেকে কিনে নিতে চান তারা তো অবশ্যই বইটি কিনে নিবেন l আর ট্রিকবিডি তে বর্তমানে কপিরাইট ইস্যু থাকায় আমি বইটির সরাসরি পিডিএফ দিতে পারলাম না l কারো যদি পিডিএফ এর দরকার হয় তাহলে দয়া করে গুগলে সার্চ করে নিবেন l আর যদি খুঁজে না পান তাহলে আমাকে ইনবক্সে নক দিবেন আমি লিংক দিয়ে দিব l তাছাড়াও যারা অনলাইনে কেনাকাটা করেন তারা চাইলে রকমারি থেকে কিনতে পারেন, অথবা ফেসবুকে বিভিন্ন বুকস শপ রয়েছে যেগুলোতে বাতিঘরের বইগুলোতে প্রায় সময় ডিসকাউন্ট দিতে দেখা যায়। আপনারা চাইলে ওইগুলো থেকেও বইটি কিনে নিতে পারেন। জগত বইয়ের হোক l বইয়ের আলোতে আলোকিত হোক মানুষের মন এই আশা ব্যক্ত করে আজকে আমার এই পোস্টটি এখানেই শেষ করছি l মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন। আমাদের সাথে থাকার জন্য আপনি আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হতে পারেন l
আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি The post [hot] বিশ্ব বিখ্যাত থ্রিলার, থ্রি এম সিরিজের দ্বিতীয় বই l পড়ে নিন এখনই appeared first on Trickbd.com. |
সর্বোচ্চ আয়কারী পৃথিবীর সেরা ১০টি মুভি Posted: আজকে আমরা দেখবো সেরা ১০টি মুভি নিয়ে যা সর্বোচ্চ আয় করেছে। এই সেরা ১০টি মুভিকে সফল মুভিও বলতে পারেন, কারণ এই সেরা ১০টি মুভি বিশাল রেকর্ড অর্জন করেছে। আমি অবশ্যই সেরা ১০টি মুভি গুলোর লিংক দেওয়ার চেষ্টা করব, যাতে আপনার অনলাইনে এই মুভিগুলো দেখতে পারেন। সুতরাং এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। এই পোস্টে এই সেরা ১০টি মুভি গুলোর ডিটেলস আলোচনা সহ লিংক দেওয়া হবে। তো চলুন কথা না বলে শুরু করি। 10. Frozen 2 (2019)আয় করার দিক থেকে 10 নম্বর Frozen 2 মুভিটি 2009 সালে মুক্তিপ্রাপ্ত একটি 3D এনিমেশন মুভি। Frozen 2 এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছে 150 মিলিয়ন মার্কিন ডলার, এবং এই মুভিটি থেকে ব্যবসা করেছে 1.4 বিলিয়ন মার্কিন ডলার। এই মুভিটির imdb রেটিং ৬.৮/১০. Frozen 2 (2019) মুভিটির হিন্দি ভাষণ লিংক নিচে দেওয়া হয়েছে 09. Fast and Furious 7সর্বোচ্চ আয়কারী সেরা ১০টি মুভি লিস্টে 9 নম্বর মুভিটি হচ্ছে Fast and Furious 7. the rock খেত অ্যাক্টরস Dwayne Johnson এই মুভিতে অভিনয় করেছেন। এই ছবিটি তৈরি করতে খরচ হয়েছে 190 মিলিয়ন মার্কিন ডলার এবং এই মুভি থেকে ইনকাম করেছে 1.5 বিলিয়ন মার্কিন ডলার। এই মুভিটির imdb Rating: 7.1/10. Fast and Furious 7 মুভিটির হিন্দি ভাষণ লিংক নিচে দেওয়া হয়েছে 08. The Avengers 2012সর্বোচ্চ আয়কারী সেরা ১০টি মুভি লিস্টে 8 নম্বর মুভিটি হচ্ছে 2012 সালে মুক্তি পাওয়া The Avengers. এই মুভিটি তৈরি করতে টোটাল খরচ হয়েছিল 220 মিলিয়ন মার্কিন ডলার এবং ইনকাম করেছিল 1.6 বিলিয়ন মার্কিন ডলার। এই মুভিটির imdb Rating: 8.4/10. The Avengers 2012 মুভিটির হিন্দি ভাষণলিংক নিচে দেওয়া হয়েছে 07. The Lion King 2019সর্বোচ্চ আয়কারী সেরা ১০টি মুভি লিস্টে 7 নম্বর মুভিটি হচ্ছে 2019 সালে মুক্তি পাওয়া The Lion King. এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল টোটাল 260 মিলিয়ন মার্কিন ডলার। এবং এই মুভিটি বক্স অফিস কালেকশন করেছে 1.7 বিলিয়ন মার্কিন ডলার। এই মুভিটির imdb Rating: 6.8/10. The Lion King 2019 মুভিটির হিন্দি ভাষণ লিংক নিচে দেওয়া হয়েছে 06. Jurassic World 2015সর্বোচ্চ আয়কারী সেরা ১০টি মুভি লিস্টে 6 নম্বর মুভিটি হচ্ছে 2015 সালে মুক্তি পাওয়া jurassic world.এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল ১৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং এ মুভি থেকে বক্স অফিস কালেকশন করেছে 1.6 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই মুভিটির imdb Rating: 6.9/10. Jurassic World 2015 মুভিটির হিন্দি ভাষণ লিংক নিচে দেওয়া হয়েছে 05. Avengers: Infinity War 2018সর্বোচ্চ আয়কারী সেরা ১০টি মুভি লিস্টে 5 নম্বর মুভিটি হচ্ছে 2018 সালে মুক্তি পাওয়া Avengers: Infinity War. এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল 316 মিলিয়ন মার্কিন ডলার এবং এ মুভি থেকে ইনকাম করেছে 2 বিলিয়ন মার্কিন ডলার। এই মুভিটির imdb Rating: 8.4/10. Avengers: Infinity War 2018 মুভিটির হিন্দি ভাষণ লিংক নিচে দেওয়া হয়েছে 04. Star Wars: The Force Awakens 2015সর্বোচ্চ আয়কারী সেরা ১০টি মুভি লিস্টে 4 নম্বর মুভিটি হচ্ছে 2018 সালে মুক্তি পাওয়া Star Wars: The Force Awakens. এই মুভিটি 2.068 বিলিয়ন মার্কিন ডলার ইনকামের পাশাপাশি দুনিয়ার চতুর্থ সর্বোচ্চ আয়কারী মুভি লিস্ট জায়গা করে নিয়েছে। এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল 306 মিলিয়ন মার্কিন ডলার। এই মুভিটির imdb Rating: 7.8/10. Star Wars: The Force Awakens 2015 মুভিটির হিন্দি ভাষণ লিংক নিচে দেওয়া হয়েছে 03. Titanic 1997সর্বোচ্চ আয়কারী সেরা ১০টি মুভি লিস্টে 3 নম্বর মুভিটি হচ্ছে 1997 সালে মুক্তি পাওয়া Titanic: 1997 সালে মুক্তি পাওয়া Titanic মুভি হচ্ছে সব সময়ের হিট একটি মুভি। 25 বছর পরও এই মুভিটির এখনো প্রচুর জনপ্রিয় একটি মুভি। জেমস ক্যামেরন দ্বারা পরিচালিত উইন্সলেট লিওনার্দো ডি ক্যাপ্রিও এর জীবনের সেরা মুভি গুলোর একটি। 1912 সালে ডুবে যাওয়া একটি টাইটানিক জাহাজের কাহিনী এই মুভিতে ফুটে উঠেছে। এই মুভিটি অনেক বছর সর্বোচ্চ আয় করা মুভি লিস্ট রয়েছিল। এই মুভিটি থেকে বক্স কালেকশন হয়েছিল 2.194 বিলিয়ন মার্কিন ডলার। এই মুভিটির imdb Rating: 7.9/10. Titanic: 1997 মুভিটির হিন্দি ভাষণ লিংক নিচে দেওয়া হয়েছে 02. Avatar 2009সর্বোচ্চ আয়কারী সেরা ১০টি মুভি লিস্টে 2 নম্বর মুভিটি হচ্ছে 2009 সালে মুক্তি পাওয়া Avatar : Avatar মুভিটি ইনকাম করেছিল 2.5 বিলিয়ন মার্কিন ডলার এবং এই মুভিটি বানাতে খরচ হয়েছিল 237 মিলিয়ন মার্কিন ডলার। এই মুভিটির imdb Rating: 7.8/10. Avatar 2009 মুভিটির হিন্দি ভাষণ লিংক নিচে দেওয়া হয়েছে 01. Avengers Endgameসর্বোচ্চ আয়কারী সেরা ১০টি মুভি লিস্টে নম্বর 1 মুভিটি হচ্ছে 2019 সালে মুক্তি পাওয়া Avengers Endgame: Avatar মুভির রেকর্ড ভেঙ্গে 2.8 বিলিয়ন মার্কিন ডলার ইনকাম করে। Avengers Endgame মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল 356 মিলিয়ন মার্কিন ডলার। এই মুভিটির imdb Rating: 8.4/10. সবগুলো মুভি হিন্দি ভার্সন পেতে ভিজিট করুনআজ এই পর্যন্তই, আমরা আলোচনা করার চেষ্টা করছি পৃথিবীর সর্বোচ্চ আয়কারী সেরা ১০টি মুভি সম্পর্কে এবং আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি, যাতে আপনার অনলাইন এই মুভিগুলো দেখতে পারেন। রেগুলার এরকম মুভির রিভিউ এবং বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স পেতে এই ওয়েবসাইটের সাথেই থাকুন। সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ The post সর্বোচ্চ আয়কারী পৃথিবীর সেরা ১০টি মুভি appeared first on Trickbd.com. |
Termux দিয়ে কিভাবে একটি ছবির সকল তথ্য বের করবেন। আসুন জেনে নেওয়া যাক। Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে termux দিয়ে ইমেজের তথ্য দেখবেন মানে এক কথায় যাকে ইমেজ মেটাডাটা বলে । আমরা তো নরমালি কিছু ওয়েবসাইট ব্যবহার করে মেটাডাটা জানি কিন্তু একটু ভিন্ন যানা যাক। Image Metadata কি?Image metadata হলো একটি ইমেজের সকল তথ্য বের করা। আর একটু সহজ করে বললে বলা যায় একটি ছবি কোন ফোন দিয়ে তোলা কি ব্যবহার করা হয়েছে সকল তথ্যই হচ্ছে image metadata। একটি উদাহরণ দেওয়া যাক : ধরুন আপনি ফেইসবুক ব্যবহার করছেন হঠাৎ করে দেখলে যে কেউ একজন আপনার আইডি কার্ড এর ছবি আপলোড করছে সেটা কি সত্যি আপনার নাকি অন্য কারো সেটা জানা তো দরকার। তখন আপনি কিভাবে বুঝবেন সেটা নকল নাকি আসল। নকল নাকি আসল সেটা জানার জন্য অবশ্যই জানতে হবে যে ছবিটা কে তুলছে এবং কখন তুলছে কোথায় থেকে তুলছে এবং আপনার জানতে হবে যদি নকল হয় তাহলে কি দিয়ে ইডিটিং করছে এবং কি কি ব্যবহার করে করা হইছে ইত্যাদি । অনেক সুবিধা অসুবিধা ও আছে আমি সেই গুলো বলতে চাচ্ছি না । আমি যা দেখাচ্ছি শুধু এডুকেশন পারপাস এর জন্য। আশা করি এখন বুঝতে পারছেন তো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমরা termux এ চলে যাবো। এখন আমরা termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো।
উপরে দুইটি কমান্ড দেওয়া আছে যেটা আপনার ইচ্ছে সেটা ব্যবহার করবেন। এখন আমরা image Metadata এর টুলসটি ইনস্টল করবো।
এখন চাইলে আপনি apt install exif ও দিতে পারেন। টুলস ইনস্টল করা শেষ। এখন আমরা একটি ছবির metadata বের করবো। উপরে যেই কমান্ড দেওয়া আছে যেটা হচ্ছে exiftool /sdcard/abir.jpg এখানে আপনি exiftool লিখবেন এবং আপনার ছবিটা কোথায় আছে সেই লোকেশন দিতে হবে যেমন আমি দিছি /sdcard/abir.jpg। তার মানে আমার ছবিটি আছে ফোন মেমোরিতে আর আবির হচ্ছে নাম আর jpg হচ্ছে ছবি extension বা কোন ফরমেটে আছে সেটা। দেখতে পাচ্ছেন একটি ছবি থেকে কি পরিমাণ তথ্য পাওয়া যায়। এখন আপনি চাইলে কিছু কমন metadata যাচাই করতে পারেন। উদাহরণ : ধরুন আপনি একটা ছবি পাইলেন সেই ছবির সব কিছু আপনার ভালো লাগলো ।তখন তো মনে প্রশ্ন হবে ছবিটা কিভাবে তুলছে ISO কত ছিলো white balance কত shutter speed কত ইত্যাদি ইত্যাদি বিষয় জানার আগ্রহ আপনার হবে। সেই জন্য কমন কমান্ডটি ব্যবহার করে।
চাইলে ছবির টাইম লোকেশন ইত্যাদি জানতে পারবেন।
আপনি চাইলে ছবির উচ্চা লম্বা দৈর্ঘ্য প্রস্থ সব
The post Termux দিয়ে কিভাবে একটি ছবির সকল তথ্য বের করবেন। আসুন জেনে নেওয়া যাক। appeared first on Trickbd.com. |
UCL Final ম্যাচ সহ যেকোনো খেলা দেখুন লাইভ Posted: আজকে রাতে উয়েফা চ্যাম্পিয়নস লীগ খেলা হচ্ছে। তাই জন্য প্রথমে টেলিগ্রাম থেকে BDIX TV অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। The post UCL Final ম্যাচ সহ যেকোনো খেলা দেখুন লাইভ appeared first on Trickbd.com. |
মুক্তিযুদ্ধভিত্তিক দারুন একটা বই Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক। বইয়ের নামঃ– আমার বন্ধু রাশেদ সমকালীন কথাসাহিত্যিক বা বিজ্ঞানমনস্ক লেখকের কথা বললেই চলে আসে মুহম্মদ জাফর ইকবাল স্যারের কথা। জন্মগ্রহণ করেছিলেন ১৯৫২ সালের ২৩’শে ডিসেম্বর, সিলেটে। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও ‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’ এবং ‘বেল কমিউনিকেশান্স’ রিসার্চে বিজ্ঞানী হিসেবে কাজ করে সুদীর্ঘ ১৮’বছর পর দেশে ফিরে এসে বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগে। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন৷ সাহিত্যজীবনে রচনা করেছেন অসংখ্য বৈজ্ঞানিক কল্পকাহিনী ও কিশোর সাহিত্য; তাদের মধ্যে ‘নিঃসঙ্গ গ্রহচারী’, ‘আমি তপু’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘টুকুনজিল’ ও ‘দীপু নাম্বার টু’ অন্যতম। চরিত্র পরিচিতিঃ– রাশেদ, আশরাফ, ফজলু, অরু আপা, শফিক ভাই, ডাক্তার সাহেব, ইবু, কাজল ভাই ও অন্যান্য। সংক্ষিপ্ত বিবরণঃ– দুষ্টু এক ছেলে! নাম তার রাশেদ। অবশ্য পারিবাদের দেয়া নাম লাড্ডু কিন্তু ক্লাসটিচার নামটা পাল্টে নাম রেখেছেন রাশেদ। রাশেদের মা নেই, বাবা জাত পাগল তাই ছন্নছাড়াদের মতোই জীবনযাপন তার। নতুন ক্লাসে এসে বেশ কয়েকজনের সাথে ভাব জমিয়ে নেয় এদের মধ্যে আছে ফজলু, ইবু, আশরাফ, দিলীপও। বয়স আর কত হবে এই বারো কী তেরো কিন্তু বিপদের সময় সে অকুতোভয় এক দুঃসাহসী বালক! এই বয়সে অন্যান্য ছেলেমেয়েরা যেখানে রাজনীতির নাম শুনলেও ভয় পায় সেখানে রাশেদের রাজনীতির জগতেও পদার্পণ রয়েছে। পাড়া-মহল্লার গুরুত্বপূর্ণ সব খবরাখবরই থাকে তার নখদর্পনে। ঘটনাটা মুক্তিযুদ্ধকেন্দ্রীক; চারদিকে মুক্তিযুদ্ধের দামামা বাজছে; এমনকি গ্রামগঞ্জেও তার নৃশংসতা চলমান। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে শুধু বড়রাই যুদ্ধ করেছে তা নয়, ছোটরাও বড়দেরকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছে। তাদের মনেও সাধ ছিল স্বাধীন বাংলাদেশের সুনাগরিক হবার। তাইতো তাদের মুখেও উচ্চারিত হত, “আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ” বা “জয় বাংলা”র ন্যায় বলিষ্ঠ শ্লোগানগুলি। তেমনি রাশেদ আর তার চার বন্ধু মিলে দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে যোগ দেয় মুক্তিবাহিনীর সাথে। ছোট-ছোট অপারেশনে যোগদান করে। বয়সে ছোট হলেও হানাদার বাহিনীর সামনে তারা যেন তুখোড়! উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এক রাতে বাসা থেকে পালিয়ে শফিকের সাথে রাতে মিলিটারি ক্যাম্পে হামলা করার কাহিনীর কথা, শফিককে মিলিটারিদের হাত থেকে বাঁচিয়ে আনাসহ ইত্যাদি ইত্যাদি। কিন্তু ক্রমশ দেশের পরিস্থিতি খারাপ হতে থাকলে এক এক করে দেশ ছাড়তে হয় অনেককে। অন্য বন্ধুরা চলে গেলেও রাশেদ কোথায় যায় না। সে শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহযোগিতা করার জন্য। কিন্তু শেষ রক্ষা হয়না তার….. ডিসেম্বরের প্রথমদিকে রাজাকারদের হাতে ধৃত হয়ে প্রাণ দিতে হয় তাকে। মুক্তিযুদ্ধভিত্তিক যতগুলো বই পড়েছি তার মধ্যে আনোয়ার পাশা’র ” রাইফেল রোটি আওরাত” আর মুহম্মদ জাফর ইকবাল স্যারের “আমার বন্ধু রাশেদ” পড়ে সবথেকে বেশী শিহরিত হয়েছি। যুদ্ধ যে কোনো ছেলেখেলা নয় সেটা সবাই’ই জানি কিন্তু যুদ্ধ করতে কোনোপ্রকার সময়সীমার প্রয়োজন হয়না তার উৎকৃষ্ট উদাহরণ রাশেদ! এত ছোটো একটা ছেলে কী করে এতটা সাহসী আর অকুতোভয় হতে পারে আর কতটা দেশপ্রেম থাকলে এসব করা সম্ভব তা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। বাস্তবে রাশেদ বলে কেউ ছিলো কিনা তা জানা নেই তবে দেশমাতার প্রয়োজনে তখন এমন হাজার হাজার রাশেদের জন্ম হয়েছিলো তা স্পষ্ট। “নমোনমো নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি— এছাড়াও প্রেম-ভালোবাসার থীমও ও দুটি মনের অন্তর্দ্বন্দ্বের প্রতিরূপও পাওয়া যায় শফিক আর অরুর চরিত্রে। লেখকের অসাম্প্রদায়িক চিন্তাধারার প্রতিফলন ঘরেছে দিলীপের চরিত্রের মাধ্যমে। হিন্দু-মুসলমান কীভাবে একে অপরের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে বসবাস করেছে তা পরিলক্ষিত হয় উপন্যাসটির মধ্যে। বিংশ-একবিংশ শতাব্দীর কোনো লেখকের থেকে মুক্তিযুদ্ধের এরকম অতুলনীয় একটা দৃশ্যপট লেখনি হিসেবে পাওয়া যায় সেটা সত্যিই চমকপ্রদ! রাশেদ ও তার বন্ধুদের সাহসিকতার গল্প পড়ে নিজের মনেও এর ছাপ পড়েছে। মনে হয়েছে, “ইসস যদি তাদের সাথে যোগ দিতে পারতাম।” প্রচ্ছদঃ প্রচ্ছদটা কিছুটা অস্পষ্ট। লেখক হয়তো নিজের কল্পলোক থেকে কাউকে বাছাই করেছেন চরিত্র হিসেবে সেটা একটা কারণ হতে পারে। তবে যে’ই হোক না কেন সে যে অসম্ভব মনোবল আর সাহসিকতার পরিচয় দিয়েছে সেটা প্রচ্ছদেই ফুটে উঠেছে। কয়েকটা গুরুত্বপূর্ণ লাইনঃ — তুই আমার বন্ধু হবি? –নিষিদ্ধ জিনিস দেখার একরকম আকর্ষণ থাকে। — বেঁচে থাকা মানেই ভালো থাকা। পার্সোনাল রেটিংঃ– ৯/১০. যাই হোক আশা করছি যে, আপনারা বইটি পড়বেন এবং এটাও আশা করছি যে বইটি অবশ্যই আপনার কাছে ভালো লাগবে l যারা লাইব্রেরী থেকে কিনে নিতে চান তারা তো অবশ্যই বইটি কিনে নিবেন l আর ট্রিকবিডি তে বর্তমানে কপিরাইট ইস্যু থাকায় আমি বইটির সরাসরি পিডিএফ দিতে পারলাম না l কারো যদি পিডিএফ এর দরকার হয় তাহলে দয়া করে গুগলে সার্চ করে নিবেন l আর যদি খুঁজে না পান তাহলে আমাকে ইনবক্সে নক দিবেন আমি লিংক দিয়ে দিব l তাছাড়াও যারা অনলাইনে কেনাকাটা করেন তারা চাইলে রকমারি থেকে কিনতে পারেন, অথবা ফেসবুকে বিভিন্ন বুকস শপ রয়েছে যেগুলোতে বাতিঘরের বইগুলোতে প্রায় সময় ডিসকাউন্ট দিতে দেখা যায়। আপনারা চাইলে ওইগুলো থেকেও বইটি কিনে নিতে পারেন। আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন। আমাদের সাথে থাকার জন্য আপনি আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হতে পারেন l
আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি The post মুক্তিযুদ্ধভিত্তিক দারুন একটা বই appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments