Search box..

Bkash apps থেকে ৫০ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ২০ টাকা ক্যাশব্যাক সবাই পাবেন।

Bkash apps থেকে ৫০ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ২০ টাকা ক্যাশব্যাক সবাই পাবেন।


Bkash apps থেকে ৫০ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ২০ টাকা ক্যাশব্যাক সবাই পাবেন।

Posted:

বিকাশ একাউন্ট থেকে নিজের নাম্বার এ ( যে নাম্বার এ বিকাশ একাউন্ট খুলা আছে সে নাম্বার) মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ক্যাশব্যাক।

বিকাশ অ্যাপ থেকে নিজের নাম্বার এ ৫০ টাকা মোবাইল রিচার্জ করলে পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক অফারটি বিকাশ এর সকল গ্রাহক পাবে এছাড়া *২৪৭# ডায়াল করে ৫০ টাকা রিচার্জ করলে পাবেন ১০ টাকা ক্যাশব্যাক।

  •   অফার চলাকালীন সর্বোচ্চ একবার ক্যাশব্যাক পাবেন।
  •   অফারটি সকল গ্রাহকদের জন্য প্রযোজ্য।
  •   মোবাইল রিচার্জ করার পরবর্তী কর্মদিবসের মধ্যে ক্যাশব্যাক পেয়ে যাবেন।

অফারটি চলবে ০১/০৬/২০২২ তারিখ হতে ০৭/০৬/২০২২ তারিখ পর্যন্ত।

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post Bkash apps থেকে ৫০ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ২০ টাকা ক্যাশব্যাক সবাই পাবেন। appeared first on Trickbd.com.

ডোমাইন হোস্টিং স্ক্রিপ্ট ছাড়াই এসএমএম প্যানেল (SMM Panel) ওয়াবসাইট বানান ফ্রিতেই & নিজের ওয়েবসাইট থেকে কম দামে ফেসবুক ফলোয়ার বিক্রি করুন

Posted: 31 May 2022 08:57 PM PDT

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ট্রেইনার হওয়ার পর ট্রিকবিডিতে প্রথম পোষ্ট।

টাইটেল দেখেই বুঝতে বুঝেছেন কিভাবে ডোমাইন হোস্টিং স্ক্রিপ্ট ছাড়াই এসএমএম প্যানেল (SMM Panel) ওয়াবসাইট বানাবেন।

এসএমএম প্যানেল (SMM Panel) কি?

এসএমএম প্যানেল (SMM Panel) হল সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত একটি স্ক্রিপ্ট বা ওয়েবসাইট যেখানে ব্যবহারকারী খুব কম মূল্যে সব ধরনের মার্কেটিং সেবা পায়। এটি এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেক্টরে একটি ট্রেন্ডি বিষয় হিসেবে পরিণত হয়েছে ।


বর্তমানে আপনারা ফেসবুকে দেখে থাকবেন অনেকেই পোষ্ট, কমেন্ট করে ফেসবুক ফলোয়ার বিক্রি করার বিজ্ঞাপন দিচ্ছে। কেউ প্রতি হাজার ফলোয়ারের জন্য 20-200 টাকা পর্যন্ত নিচ্ছে। আপনি নিজে ওয়েবসাইট বানিয়ে ব্যবসা করলে ১০০০ হাজার ফেসবুক ফলোয়ার ১১-১২ টাকা দিয়ে কিনে ২০-২০০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন।

এসএমএম প্যানেল (SMM Panel) ওয়েবসাইট বানাতে কি কি লাগবে?

প্রফেশনাল এসএমএম প্যানেল ওয়েবসাইট বানাতে ডোমাইন,হোস্টিং এবং পেইড স্ক্রিপ্ট লাগে। অনেকেই ক্যার্ক/নুল স্ক্রিপ্ট দিয়ে এসএমএম প্যানেল (SMM Panel) ওয়েবসাইট বানইয় যেটাতে অনেক বাগ থাকে। আর আমি যে পদ্ধতিতে বানাবো এখানে ডোমাইন,হোস্টিং এবং স্ক্রিপ্ট কিছুই লাগবে না।

এসএমএম প্যানেল (SMM Panel) ওয়েবসাইট বানাবেন যেভাবেঃ

প্রথমে SocPanel.Com সাইটে গিয়ে রেজিস্টার করতে হবে।

রেজিস্টার করা হলে এমন দেখতে পারবেন

যেহেতু আমাদের ডোমাইন নেই, তাই এখানে SocPanel এর সাবডোমাইন ব্যবহার করব।
এখানে একটা নাম দিয়ে Next করব
এখানে USD ক্যারেন্সি সিলেক্ট করলে SMM Panel create হয়ে যাবে। এবার মেনু থেকে Setting > Common গিয়ে টাইটেল, মেটা, ট্যাগ যোগ করব

 

লগো পরিবর্তন করবেন যেভাবে

লগো পরিবর্তন করার জন্য Menu>Setting>Design যেতে হবে

লগো সাইজ 520х128 হতে হবে।
এছাড়াও এ পেজ থেকে ব্যাকরাউন্ড কালার, বাটন কালার, ল্যান্ডিং পেজ পরিবর্তন করতে পারবেন।

 

ইউজারদের ব্যালেন্স এড করার জন্য পেমেন্ট মেথড

ইউজার যাতে বিকাশে টাকা যোগ করতে পারে এজন্য Menu>Setting>Payment Method যেতে হবে
এরপর অবশ্যই Desktop Site চালু কিরে নিবো



এখানে প্রথমে ঘরে ‘বিকাশ’ লিখবো
২য় আইকন ঘরে

 বিকাশের জন্য https://parves.ml/img/bkash.jpg নগদের জন্য https://parves.ml/img/nagad.jpg রকেটের জন্য https://parves.ml/img/rocket.jpg

৩য় ঘরে কিভাবে টাকা দিবে বিস্তারিত লিখতে পারেন
Bkash Send Money 017****** Reference Your username Minimum Deposit 100 Taka


একই ভাবে রকেট & নগদ যোগ করতে পারবেন।

প্রভাইডার এবং API যোগ করার উপায়ঃ

আপনার ওয়েবসাইটে সার্ভিস যোগ করার জন্য প্রভাইডার প্রয়োজন। আপনি SocPanel থেকেও সার্ভিস নিতে পারবেন কিন্তু এতে দুইটি অসুবিধা আছে,
১. তাদেরকে internation debit/credit card দিয়ে অথবা বিটকয়েন সহ কয়েকটি আন্তরজাতিক মাধ্যমে পেমেন্ট করতে হবে।
২. তাদের সার্ভিস চার্য তুলনামুলক ভাবে অনেক বেশি।
এজন্য আমরা বাংলাদেশের SMM Panel ওয়েবসাইট থেকে নিব। যেমন nsboostbd.com amarboostbd.com amarboost.com smmdad.com smmbd.top ইত্যাদি
এসব সাইট থেকে api নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিবেন। এসব সাইটে বেশি টাকা ডিপোজিট না করার ভালো।


আমি দেখাবো SMMBD.Top থেকে কিভাবে api নিতে হয়। এই সাইট বিশ্বাসযোগ্য এবং মাত্র ২০ টাকা বা ০.222 ডলার ডিপোজিট করা যায় এবং ১১.৭০ টাকা বা ০.১৩$ দিয়ে ১ হাজার ফলোয়ার নেয়া যায়(১ডলার=৯০ টাকা।)
Api না নিয়েও এখান থেকে আপনে অর্ডার করতে পারবেন।এখানে প্রতারিত হওয়ার ভয় নাই।


এজন্য প্রথমে SMMBD.TOP গিয়ে রেজিস্টার করতে হবে।
তাদের দেখানো নিয়ম অনুযায়ি টাকা পাঠিয়ে দিলে সাথে সাথে টাকা যোগ হয়ে যাবে।
(তাদের দেয়া নম্বারে ৪৫ টাকা দেওয়ার পর তারা ০.৫ ডলার একাউন্টে দিয়ে দিছে)
টাকা ডিপোজিট করার পর Api ক্লিক করলে নিচের মত Api key দেখতে পাবেন। এটি কপি করে রাখব।

এবার আমাদের সাইটে এসে Menu>Setting>Provider Add Provider
এখানে সার্চ দিবো “smmbd.socpanel.com”

এখানে কপি করা api key পেস্ট করব

প্রভাইডার যোগ হয়ে যাবে

লেটার করলে আপনে যে ওয়েবসাইট থেকে api নিয়েছেন সেখানকার ব্যালেন্স দেখতে পারবেন। আমার যেহেতু ০.৫ ডলার আছে তাই ০.৫ দেখাচ্ছে।

প্রভাইডার থেকে সার্ভিস যোগ করবেন যেভাবে:

Menu > Services

Import service from provider

এখান থেকে যে যে সার্ভিস যোগ করতে চান সেটা সিলেক্ট করতে হবে অথবা সব সার্ভিস নিতে চাইলে Select All করতে হবে

আপনার সিলেক্ট করা সার্ভিস গুলোর প্রাইস দেখতে পাবেন এবং আপনি কত করে সেল করতে চান সেটিও বসাতে পারনেন। এজন্য ৩য় বক্সে পার্সেন্ট যোগ করে নিবেন।(ডিফল্ট ভাবে ৩০% থাকে)

Add services করলে যোগ হয়ে যাবে

আপনার সাইট প্রায় রেডি। আপনার সাইট গিয়ে রেজিস্টার করুন এবং Socpanel থেকে রেজিস্টার করা একাউন্টিতে কিছু ব্যালেন্স যোগ করুন। এবার অর্ডার করে দেখব কাজ করে কি না।
টেস্ট করার জন্য আমি নিজের ফেসবুক প্রোফাইলের জন্য ১ হাজার ফলোয়ার অর্ডার করব।

অর্ডার সম্পুর্ন হয়েছে, কিন্তু ফলোয়ার যোগ হয়নি নিচে ০-১০০০ দেখাচ্ছে।

অর্ডার করার সময়

৩-৪ ঘন্টা পর

যেখান থেকে api নিছি সেখানকা ব্যালেন্স থেকে ০.১৩$ কেটে নিছে। প্রভাইডার সাইটে গিয়েও আপনে অর্ডার হিস্টোরি দেখতে পাবেন। সেখান থেকেও ০.১৩$ দিয়ে ফলোয়ার নিতে পারবেন।


প্রভাইডার সাইটে ব্যালেন্স না থাকলে অর্ডার ফেইল দেখাবে।
প্রভাইডার সাইটে সব সময় কম করে হলেও ডলার রাখা প্রয়োজন যাতে আপনার সাইটের ইউজার অর্ডার করলে ফেইল না হয়।


আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ফেসবুকে আমি

The post ডোমাইন হোস্টিং স্ক্রিপ্ট ছাড়াই এসএমএম প্যানেল (SMM Panel) ওয়াবসাইট বানান ফ্রিতেই & নিজের ওয়েবসাইট থেকে কম দামে ফেসবুক ফলোয়ার বিক্রি করুন appeared first on Trickbd.com.

নিয়ে নিন একটি চমৎকার বই রিভিউ [দূরবীণে ব্যাকবেঞ্চার]

Posted:

Hello what’s up guys কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পোস্টে । টাইটেল আর thumbnail দেখে already বুঝে গেছেন আজকের টপিক কি । আশা করি পোস্টটি শেষ পর্যন্ত দেখবেন । তো বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক

বুক রিভিউ

বই-দূরবীনে ব্যাকবেঞ্চার
লেখক-অসীম হিমেল
ধরণ-উপন্যাস
প্রচ্ছদ-আল নোমান
মূল্য-৩৫০
রেটিং-৩.৭/৫

ফ্লাপ থেকেঃ-
ব্যাকবেঞ্চার, প্রথমবার এডমিশন টেস্টে কোথাও চান্স না পেয়ে বন্ধুদের থেকে এক বছর পিছিয়ে পড়া তিন বন্ধুর টানাপোেড়ন এবং জয়ী হওয়ার গল্প।

ব্যাকবেঞ্চার, জীবন থেকে ষোল বছর হারিয়ে যাওয়া এক অন্ধকার জীবনের গল্প।

সব পেয়েও এক অভিমানী বাবার জীবন ও পরিবার থেকে পালিয়ে দেশে ফিরে আসার গল্প ।

ব্যাকবেঞ্চার, পিতাকে খুঁজে পাওয়া এক মেয়ের গল্প। কতগুলো স্বপ্ন পূরণ হওয়ার গল্প ।

ব্যাকবেঞ্চার, একটি ব্যান্ডের এবং একজন ব্যান্ড শিল্পীর প্রতি এক ভক্তের ভালোবাসার গল্প। একটা প্রজন্মের বেড়ে উঠার গল্প।

ব্যাকবেঞ্চার একটি পাওয়া না পাওয়ার হিসাবেরও গল্প…

দূরবীনের একদিক দিয়ে দেখলে যেমন খুব কাছের দেখা যায় আবার আরেকদিক দিয়ে দেখলে খুব দূরে দেখা যায়… ব্যাকবেঞ্চার এরকমই এক উপন্যাস… একই জিনিস একদিকে একরকম আরেকদিকে অন্যরকম।

রিভিউ আলোচনাঃ

চরিত্র-শুভ্র,রাশেদ,কমোল,সুইটি ও মালিহা।

তিন বন্ধুর সফলতার গল্প,তিন জনের জীবন যুদ্ধে জয়ী হবার গল্প।কখনো ভেঙে পড়া,আবার ও উঠে দাঁড়ানো।
বন্ধুত্ব এমনই এক জিনিস একসূতোতে বাধা।দূরবীনে তিন বন্ধুর অসম্ভব মেলবন্ধন।ভার্সিটির চান্সের জন্য তিন বন্ধুর অসম্ভব লড়াই,প্রথম চান্সে না হলে কেমন কথার সম্মুখীন হতে হয় তার সব কিছুই।যেনো বাস্তব মুখচ্ছবি।তারপর চান্স পাওয়া,বন্ধুত্ব ছেড়ে যাওয়া।সবাই নিজ নিজ দৈনন্দিন কাজে আলাদা হয়ে যাওয়া।কর্মে ব্যস্ত। সময়ের ব্যবধানে সব বদলে যাওয়ার গল্প।

দূরবীনে শুভ্র,কোমল ও রাশেদ তিন বন্ধুর ভালোবাসা।শুভ্রকে ঘিরে কত চিন্তা,আবেগ।অন্যদিকে শুভ্রের একতরফা ভালোবাসা,ভালোবেসে গেলো শেষ মূহুর্ত পর্যন্ত,কিন্তু কখনো সুইটি জানলো না,কমোল জানলো না।
শুভ্রর স্কলারশিপ পেয়ে দেশের বাইরে চলে যাওয়া।সেইখানে নতুন পরিবেশে সন্ত্রাসবাদের স্বীকার।সেই খানে হ্যারীর মতো বন্ধুর সাহচার্যে দেশে ফিরে আসা।
দীর্ঘ ষোল বছরের অন্ধকারের জীবন,কতই না যন্ত্রনার ছিল।কিন্তু শুভ্র আগে থেকেই জ্ঞানী ও বুদ্ধিমান।সব খানেই শুভর বুদ্ধি প্রোজ্জলিত।

অন্যদিকে মালিহা,যে আমেরিকান হলেই জন্মগত বাংলাদেশী।একটি গুপ্ত চরিত্র।বাবা ও কন্যার সুমধুর মিল।শুরুতে এতো চঞ্চলতা,যেচে পড়ে শুভর সাথে কথা বলা,শুভর সব কিছু নজরে রাখা!!!সব কিছুর পিছনে যে শুভ্র আছে সেটা স্পষ্টত প্রমাণ হয়।

অন্যদিকে ব্যাকবেঞ্চার জ্যাক একটা ব্রান্ড। শুভ্রদের শৈশব-কৈশর কাটে।পাগলা প্রেমিক জ্যাকের শুভ্র।প্রিয় গান গুলি শোনার জন্য কত শত পাগলামি।একটা পর্যায় থাকে,পুরানো সব পিছনে রেখে নতুন প্রজন্ম নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হয়,পুরোনো কিছুই তাদের ভালো লাগে না।পুরোনো মানুষ গুলি ও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নিজের সুর ছন্দ ভুলে যায়।এইখানেও তাই।সময়ের সাথে সাথে আমাদের রুচি ও বদলায়,চিন্তা চেতনা ও বদলায়।

যায় হোক,শেষ টা এমন না হলেও পারতো।অনেক খারাপ লেগেছে।শুভ্রর সাথে এটা না হলেই হতো।

নিজস্ব প্রতিক্রিয়া –
বইটি পড়ার আগে আমি ভেবেছিলাম শুধু ব্যাকবেঞ্চার নিয়ে গল্প হবে কিন্তু তা নয়।
শুরু থেকেই শুভ্র চরিত্র টা আমাকে ভাবাচ্ছিল শেষ কি হতে পারে,সাসপেন্স চরিত্র ছিল শুরুতে।শুভ্রর চুপ থাকা আমাকে বড্ড ভাবিয়েছে।শেষে সব টা ক্লিয়ার করেছে লেখক আস্তে আস্তে।শুরুতে কাহিনি এক জায়গা থেকে আরেক জায়গায় মন চলে যাচ্ছিল।যেমন ধরেন আমি এখন এয়ারপোর্টে আছি এর কিছুক্ষন পরেই আমি সেন্টমার্টিন চলে যাচ্ছি।এই খানে মন ডাইভার্ট হয়েছে।সব মিলিয়ে শেষের টা দারুন ছিল।ভাবতে পারি নি এতো কিছু হবে।
শুভ্র দের ঘোরাঘুরি আমার ভার্সিটির এডমিশনের সময় কে অনেক স্মরন করিয়ে দিয়েছে।আমরাও এমন করেই ঘুরেছি।

কিছু লাইন-

“দূরবীন” যার মাধ্যমে দূরের জিনিস অনেক কাছে দেখা যায় আবার উল্টো করা হলে কাছের জিনিস অনেক দূরে মনে হয়। সম্পর্ক ঠিক দূরবীনের মতোই, যার যত্নে দুরে থাকলেও কাছে মনে হয় আর যত্ন না নিলে কাছে থেকেও দুরে।”

“প্রতিটা মানুষের জীবন নিজস্ব। এই ছোট জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। ভালো বন্ধন ভালো মূহূর্ত সৃষ্টি করবে, খারাপ বন্ধন খারাপ মূহুর্ত।”

“মানুষের জীবনে কখন কি হয়, কোন দিকে মোড় নেয়, নেক্সটটাইম আবার আসবে কিনা কেউ জানে না। তারপরও মানুষ অনেক আশা নিয়ে বলে নেক্সটটাইমে আবার আসবে। মানুষ নেক্সটটাইম বলে অনেক স্বপ্ন দেখে যায়।”

লেখক সম্পর্কে –
৫ নভেম্বর কালীগঞ্জ, গাজীপুরে জন্ম। চিকিৎসা বিদ্যায় গ্রাজুয়েশন, অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারীতে পোস্ট গ্রাজুয়েশন, বর্তমানে জাতীয় অর্থোপেডিক ও পূনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অর্থোপেডিক কনসালটেন্ট হিসাবে চাকুরিরত।

বইটি সত্যি অসাধারণ । আমার দেখা অন্যতম বই একটি । আপনাদের কাছে অনুরোধ ,, একবার অবশ্যই বই টি পড়বেন । বইটি ‌‌রকমারিতে আছে । আপনারা সেখান থেকে খুব সহজেই পেতে পারেন ‌।
তো আজকে এই পর্যন্তই । মানুষ মাত্রই ভুল হয় । তাই ভুল হলে ক্ষমা করে দিয়েন । আশা করি পোস্টটি সবার ভালো লেগেছে । কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে জানান । আপনি চাইলে এই লিংক এ ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে join করতে পারেন । আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন ।

The post নিয়ে নিন একটি চমৎকার বই রিভিউ [দূরবীণে ব্যাকবেঞ্চার] appeared first on Trickbd.com.

দেখে নিন আমার দেখা কয়েকটি সেরা থ্রিলার , রোমান্টিক ও sports drama মুভির রিভিউ

Posted:

Hello what’s up guys কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পোস্টে । টাইটেল আর thumbnail দেখে already বুঝে গেছেন আজকের টপিক কি । আশা করি পোস্টটি শেষ পর্যন্ত দেখবেন । তো বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক

No Mercy
অসাধারণ এক কোরিয়ান থ্রিলার। একজন ফরেনসিক ডাক্তার হয়ে অপরাধী কে সেটা জানার পরও অপরাধীকে বাচাঁনোর চেষ্টা, কারন অপরাধীর কাছে তার মেয়ে আটক। প্রতিটা সেকেন্ড টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত কি হয়? সত্যিই কি অপরাধী বেচেঁ যায়? তার মেয়েকে কি রক্ষা করতে পারে? মুভি দেখলে উত্তর পেয়ে যাবেন।
Mirage
যদি এমনটা হয় যে ২০ বছর আগে গিয়ে দেখে আসলেন আপনার জীবনে কি হবে এবং আবার বর্তমানে ফিরে এসে সেই অনুযায়ী জীবনযাপন করলেন।কতো ভালোই না হতো।শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না যে কি হচ্ছে এই স্প্যানিশ মিস্ট্রি ড্রামা মুভিটিতে। আপনাকে এক মরীচিকার মধ্যে ফেলে দিবে।
Psycho (1960)
এক নারী তার এমপ্লয়ারের এক ক্লায়েন্টের ৪০ হাজার ডলার মেরে দিয়ে ভেগে যায়৷ যাওয়ার পথে অতিরিক্ত বৃষ্টি থাকায় হাইওয়ে থেকে অদূরেই এক হোটেলে থামে৷ কিন্তু সেই হোটেলেই ঘটে যায় তার জীবনাবসান! কেন? তার ডলারের জন্য? নাকি নারীঘটিত কোনো ব্যাপার! প্রাইভেট ডিটেকটিভ আরবোগ্যাস্ট তদন্তে এসে উদঘাটন করেন রহস্য তার চেয়েও ঘোলাটে।
Anjaam Pathira
আনোয়ার হুসেইন একজন ক্রিমিনোলজিস্ট। এক এক করে পাচঁজন পুলিশ কর্মকর্তার খুন হয়।তার হত্যার ধরনও খুবই ভয়ঙ্কর।আনোয়ারও জড়িয়ে পড়ে তদন্তে। । কি আক্রোশ তার পুলিশের উপর? কেনোই বা আক্রোশ? জানতে হলে দেখতে হবে এই মালায়লাম সাইকো থ্রিলার মুভিটি।
Forensic
সিরিয়াল কিলারের গল্প। একের পর এক খুন। কখনো মনে হবে আসল কিলার পেয়ে গেছে কিন্তু তারপরও টুইস্ট। দেখার মতো একটা মালায়লাম মুভি। সময় ভালোই কাটবে।
Thadam
অরুন বিজয় অভিনীত এই মুভিটি অন্য ধাচের থ্রিলার মুভি।সাউথের অধিকাংশ মুভিতে দেখা যায় যে, আসল খুনি কে ধরতে হবে। কিন্তু এখানে একই চেহারার ২ জন এর মাঝে একজন খুনি, যে পুলিশের চোখের সামনেই আছে, কিন্তু তাকে সনাক্ত করতে পারতেছে না শুধু প্রমানের অভাবে।
Mumbai Police
মালায়লাম ইন্ডাস্ট্রির আরেকটা সেরা এবং আমার অন্যতম প্রিয় মুভি মুম্বাই পুলিশ। সার্বক্ষনিক স্ক্রিনের দিকে চোখ রাখতে বাধ্য করবে মুভিটা।মুভিটার পুলিশের এক সদস্য এর খুন কে নিয়ে।খুন টির তদন্ত করতে গিয়ে কিছু অজানা সত্য সামনে আসবে যা আপনাকে চমকে দিতে পারে।
Ratsasan:
এমন কোনো সাউথা লাভার নেই যে এখনো এই মুভি দেখেন নাই। ভিষ্ণু ভিশাল ও আমালা পল অভিনীত এই মুভিটি দেখেন নাই এমন পাবলিক পাওয়া যাবেনা।একটা থ্রিলার মুভি হওয়ার জন্য প্রতিটা এলিমেন্ট রইছে এই মুভিতে। এই মুভি শেষ হওয়ার ১০ মিনিট আগেও বলা সম্ভব না পরবর্তীতে কি হচ্ছে।
Privet Eye:
একজন সিরিয়াল কিলার ৩ টা খুন করে, কিন্তু একটি লাশকে একজন নতুন ডাক্তার ভুল করে নিয়ে আসে পোস্টমর্টেম করার জন্য । তার এই বোকামীর জন্য সে ফেসে যায়, যার ফলে সে পুলিশকে সেটা জানাতে পারেনা, তাই পুলিশের হাত থেকে বাচতে সে একজন আনপ্রোফেশনাল ডিটেকটিভকে (মূল চরিত্র) খুনিকে ধরার জন্য ভাড়া করে। এরপরে কি ঘটবে? খুনি কে? জানার জন্য দেখে ফেলুন কোরিয়ান এই মুভিটা।

Aswathama
শহরে একের পর এক মেয়ে প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে,নায়কের বোনও এর শিকার যার কিনা এন্গেজমেন্টও হয়ে গেছে। কে বা কারা এবং কিসের মাধ্যমে এইগুলা হচ্ছে তা বের করতে পাগল পারা আমাদের মুভির হিরো। থ্রিলার যেহেতু শেষের দিকে টুইস্ট অপেক্ষা করছে…..
বিঃদ্রঃ-জিশু সেনগুপ্তের অভিনয় জাস্ট ওয়াও ছিলো।
.
Anjaam Pathira
মালায়লাম ইন্ডাস্ট্রি সবদিক দিয়েই সেরা,এটা একমাত্র মালায়লাম মুভি যারা দেখেন তারাই বুঝবেন।
প্লটঃ-শহরে একের পর এক পুলিশ খুন হচ্ছে এবং খুন করার প্যাটার্নও সেইম।
শেষ পর্যন্ত খুনিকে ধরতে পারে কিনা তার জন্য দেখতে হবে মুভিটি। সময় বৃথা যাবেনা এটা বলতে পারি।
বিঃদ্রঃ-যারা রাতসান দেখে ফেলছেন,
তারা আবারও এটার স্বাদ পাবেন।
.
North 24 Kaatham
মালায়লাম ইন্ডাস্ট্রির আরেক সৃষ্টি এবং সাথে ফাহাদ ফাসিল। বেশী আহামরি কিছুনাই তবে সাধারনের মধ্যে অসাধারণ কিছু পেতে পারেন।
.
World Famous Lover
যারা নিয়মিত সাউথ ইন্ডিয়ান মুভি দেখেন তাদের বিজয় দোবারাকোন্ডার ব্যাপারে বেশী কিছু বলা লাগবেনা। আর্জুন রেড্ডি দেখে নাই এমন মুভিখোরও এখন খুব কমই আছে।
প্লটঃ-মুভির হিরো লেখক হতে চায় এবং একবছর সময় চায় হিরোইনের কাছে।যথারীতি একবছর যাওয়ার পরও হিরো কিছুই করতে পারেনাই।হিরোইন চলে যায় ব্রেকআপ করে,হিরোইনকে ফিরিয়ে আনার জন্য হিরো কি করে তাই দেখতে পাবেন মুভিতে।যাইহোক গল্পের ভিতর গল্প,তার ভিতর গল্প।
.
Sudani From Nigeria
সৌবিন সাহির একজন ফুটবল প্রেমি সেই সাথে এলাকার একটা ফুটবল টিমের ম্যানেজারও সে। হঠাৎই তার টিমের একজন নাইজেরিয়ান খেলোয়ার ইন্জুরিতে পরে,একদিন নাইজেরিয়ানের দাদী মারা গেলে সে দেশে যাওয়ার বায়না করে কিন্তু তার অরিজিনাল পাসপোর্টই নাই।
সে কি পারবে তার দেশে ফিরতে?
অসাধারণ একটা মুভি,দেখতে পারেন।
Golden Slumber:- প্রেসিডেন্ট প্রার্থী হঠাৎ দিনের আলোতে সবার সামনে খুন করে দেয় আর তাকে খুন করার অভিযোগ করা হয় মেল লীড’কে এখন পুরো দেশ ও পুলিশদের সামনাসামনি করে নিজেকে নির্দোষ করার অপ্রাণ এক লড়ায় দেখতে চাইলে মুভিটা দেখতে পারেন।

Cold Eye:- মানে শীতল চোখঁ শহরে একের পর এক চুরি হচ্ছে আর স্পেশাল ফোর্স গোয়েন্দারা কিছুই ক্লু পাচ্ছে না এরমাঝে আবির্ভাব ফিমেল লীডের যে তার ঠান্ডা মস্তিষ্কে কেস সমাধানের চেষ্টা করে এরপর কি হবে তা মুভিতে দেখতে পাবেন।

Churuli (চক্র):-কেরলার প্রত্যন্ত বিচ্ছিন্ন কুয়াশাচ্ছন্ন গাছ গাছালী ঘেরা রহস্যময় চক্রাকার গ্রাম।যারা টাইপ লুপ,থ্রিলার,রহস্যঘেরা মুভি পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা।

Night In Paradise:- কখনো হিমশীতল লোহমর্ষক ক্লাইম্যাক্স দেখেছেন?
যেইটা দেখার সময় আপনার শীরা উপশীরা সমস্ত শরীর ঠাণ্ডা হয়ে যাবে সাথে বিজিএম গায়ের লোম শিউরে যাবে একরাশ বিষন্নতার শুন্যতা দেখে আপনার মন আতকে উঠবে ইন্ডিং দেখে আপনাকে ভাবাবে মুভি শেষ করে বলে উঠবেন হ্যা এইটা অন্যতম সেরা মুভি যার কোন তুলনা হয়না।

Love 911:-একদম পিউর রোমান্টিক সিনেমা যাদের এই জনরা পছন্দ তারা দেখতে পারেন।একটি ভুলের কারনে ফিমেল লিড তার ডাক্তারের সার্টিফিকেট হারাতে বসে কিন্তু মেল লিড যদি একটা কেস করে তবে সে তার সার্টিফিকেট ফিরে পাবে ডাক্তারি পেশায় ফিরতে পারবে।এখন ফিমেল লিডের মিশন শুরু হয় অভিযোগ এখন ফিমেল লিডের মিশন শুরু হয় অভিযোগ করানোর জন্য মেল লিডকে কনভেস করানো কিন্তু কিছুতেই কিছু হয়না তাই তাকে প্রেমের জালে ফাঁসানোর চিন্তা করে ফিমেল লিড এরপর কি ঘটে যা দেখতে চোখঁ রাখতে হবে।

Maanaadu:-টাইম লুপ নিয়ে দারুণ সিনেমা।মেল লিড এক বিয়ে থেকে কনে কে ভাগিয়ে বন্ধুর সাথে বিয়ে দিবে আর তাই সে বিদেশ থেকে ভারতে পা রাখে তবে প্লেন থেকেই মেল লিড লুপে পড়ে সে বারবার মন্ত্রীকে খুন করার জন্য ফেঁসে যায় এখন থেকে বাড়াবে কেমন করে তা মুভিতে দেখতে পাবেন।

Extreme Job:-ফিল গুড টাইম মুভি যাকে বলে এটা সেই টাইপের মুভি।এক টিমে কিছু গোয়েন্দা পুলিশ যাদের কোন ভ্যালুই নেই কেউ সম্মান দেয়না কেউ ইজ্জত করেনা এরমাঝেই কুখ্যাত গ্যাংস্টারের দলকে ধরার একটা সুযোগ আছে আর তারা সবাই বদ্ধ পরিকর যে এটা করে তাদের সম্মান ফিরাবে আর তার জন্য তারা নিজেদের সর্বস্ব উজার করে দিতে প্রস্তুত কিন্তু এটা কি এতই সোজা!মুভিতে প্রচুর ভরপুর কমেডি আছে তাই বোর হওয়ার চান্স নেই।

Bheeshma Parvam:-মাইকেল একজন গ্যাংস্টার যাকে বাইরের সবাই পছন্দ করলেও তার নিজের পরিবারের কিছু সংখ্যক মানুষ অপছন্দ করে তাকে পথ থেকে সরিয়ে তার জায়গা নিতে চায়।

New World:- Goldmoon এর গ্যাংস্টারের চেয়ারম্যান এক রাতে গাড়ি এক্সিডেন্টে মারা যায় এখন তার গদি নিয়ে সব গ্যাংস্টারের লড়াই যা বেশ থমথমে এক লড়াই।
স্পোর্টস ড্রামা জনরার মুভি প্রায় সবারই ভালো লাগে। আমার দেখা কিছু স্পোর্টস ড্রামা জনরার মুভির কথা সংক্ষেপে তুলে ধরলাম ।


Chak de India

সালটা ২০০৭ তখন হয়ত স্পোর্টস মুভি করাটা রিতিমত চ্যালেঞ্জিং একটা বেপার ছিল।কারন তখন এই ধরনের মুভি ফ্লপ হওয়ার সম্ভাবনা ছিল বেশি।কিন্তু শাহরুখ খান রিস্ক নিয়েই আমাদের উপহার দিলেন এই দারুন মুভিটি।কি নেই এই মুভিতে শাহরুখ খানের অসাধারন এক্টিং, ডিরেকশন, স্ক্রিনপ্লে সবকিছুই যেন পার্ফেক্ট ছিল।এই মুভিটা প্রায় অনেকবারই দেখেছি।যতবার দেখি তত বার ই ভাল লাগে।

Dangal
অনেক স্পোর্টস মুভি আসবে যাবে কিন্তু এই মুভিটি বলিউডে একটা আলাদা জায়গা করে থাকবে।এই মুভিতে আমির খান এর এক্টিং এবং ডেডিকেশন সবকিছুকে ছাড়িয়ে গেছে।কখনো বা ৪ জনের বাবা কখনো বা রেসলিং বয়।আর এর জন্য মোটা হওয়া আবার বডি বানানো এটা মনে হয় শুধু আমির খান এর ধারাই সম্ভব।

Sultan

বাজরাঙ্গি ভাইজানের পরে সালমান খানের অন্য তম সেরা কাজ এই মুভিটি।এই মুভিতে সালমানের ডেডিকেশন এর তারিফ অবস্যই করতে হবে।এই মুভিতে সালমান খান কে কখনো ৩০ বছরের যুবক ত কখনো ৪০ বছর বয়সের ভুড়িওয়ালা সালমান খান এর যে ট্রান্সফরম্যাশন দেখানো হয়েছিল তা সত্যই প্রসংসার দাবিদার।আর এই মুভিতে তার এক্টিং আমার কাছে যথেস্ট ভাল লেগেছে।

Lagaan (2001)

এই মুভি নিয়ে কি বলব, মুভি রিলিজের আগে কত কথাই না হয়েছিল কিন্তু রিলিজ এর পর সবার সব সমালোচনাকে বুড়ু আঙ্গুল দেখিয়ে জিতে নেয় অসংখ্য পুরস্কার।আর আমির খান এর এক্টিং এর তারিফ অবশ্যই করতে হবে।যদিও মুভিটা এখন অনেকটাই ড্রামাটিক মনে হবে।কিন্তু তাও দেখবেন ভাল লাগবে।

Bigil (2019)

সাউথ ইন্ডাস্ট্রির বেস্ট মুভিগুলোর মধ্যে একটা। কি নেই মুভিতে। আর থালাপাতির এক্টিং এর তো কোনো কথাই নেই। কোনো সাউথ লাভারই হয়তো এই মুভি দেখা বাকি রাখেনি। আপনি না দেখলে এখনই দেখা শুরু করে দেন।

Ms Dhoni The Untold Story

এই মুভিটার প্রান ছিল সুশান্ত এর এক্টিং দারুন অভিনয় করেছিল এই মুভিতে।আর সে এর ফলটাও পেয়েছে।ক্রিকেট নিয়ে বলিউডে যত মুভি ই হোক না কেন এই মুভিটা একটা আলাদা জায়গা দখল করে থাকবে।

Jersey

ন্যাচারাল স্টার ন্যানির মুভি মানেই অন্য কিছু। শুধু নামটার জন্যেই যেকোনো মুভি অনায়াসে দেখা যেতে পারে। আর এই মুভি নিয়ে কি বলব। কেও না দেখে থাকলে আরামসে দেখতে পারেন। বোরিং লাগার কোনো চান্সই নেই।

Paan Singh Tomar

এই মুভিটাও সত্য ঘটনা নিয়ে নির্মিত।এক্টর হিসেবে ছিলেন বলিউডের ওয়ান অফ দি ফাইনেস্ট এক্টর ইরফান খান।এই মুভিটাও আন্ডাররেটেড একটা মুভি।দেখে ফেলুন ভাল লাগবে।আর দেখার পর আপনি সবচেয়ে বেশি তারিফ করবেন ইরফান খান এর এক্টিং।তার অসধারন এক্টিং মুভিটাকে অন্য লেভেল এ নিয়ে গেছে।

তো আজকে এই পর্যন্তই । মানুষ মাত্রই ভুল হয় । তাই ভুল হলে ক্ষমা করে দিয়েন । আশা করি পোস্টটি সবার ভালো লেগেছে । কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে জানান । আপনি চাইলে এই লিংক এ ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে join করতে পারেন । আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন ।

The post দেখে নিন আমার দেখা কয়েকটি সেরা থ্রিলার , রোমান্টিক ও sports drama মুভির রিভিউ appeared first on Trickbd.com.

এবার ২৪ ঘণ্টা সরাসরি দেখুন কোথায় কোথায় বিমান চলছে । সাথে আরো অনেক কিছু এবং 3D ভিডিও

Posted: 31 May 2022 03:22 AM PDT

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
তো কাজের কথায় আসি। আজ আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটির মাধ্যমে আপনারা কোথায় কোথায় বিমান চলছে তা সরাসরি দেখতে পারবেন। তারপর বিমান গুলো কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্টে যাচ্ছে তা দেখতে পারবেন। এবং বিমান গুলো কোন পাশ দিয়ে যাচ্ছে তাও দেখতে পারবেন। আরো অনেক কিছু। অ্যাপটি ডাউনলোড করলে আপনি সবকিছু বুঝতে পারবেন।


প্রথমে আপনি আপনার প্লেস্টোর এ Flightrader24 লিখে সার্চ দিলে পেয়ে যাবেন সফটওয়্যারটি বা
এখান থেকে ডাউনলোড করুন

App name : Flightradar24
App size : 40 MB

এই সফটওয়্যারটি

তারপর ওপেন করবেন

তারপর

তারপর দেখুন এরকম আসবে

এখানে দেখতে পারবেন বিমানটি কোথা থেকে কোথায় যাচ্ছে

এখানে দেখতে পারবেন কোন দিক দিয়ে যাচ্ছে

এখানে বিমানের নিচের ভিডিও দেখতে পারবেন

এই অ্যাপটা আপনাদের সবার অনেক কাজে লাগবে।
পোষ্টটি আগে থাকতে পারে তবে আমার চোখে পরে নি তাই দিলাম।

কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

বি: দ্র: যদি কোন ভুল ভ্রান্তি হয় অথবা আপনার পোষ্টটি টি খারাপ লাগে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আশা করি সবাই ভালো থাকবেন।
নিত্য নতুন ট্রিক পেতে Trickbd এর সাথেই থাকুন।

The post এবার ২৪ ঘণ্টা সরাসরি দেখুন কোথায় কোথায় বিমান চলছে । সাথে আরো অনেক কিছু এবং 3D ভিডিও appeared first on Trickbd.com.

wifi হ্যাক করুন দারুণভাবে সব মোবাইল দিয়ে হবে (২টি উপায়ে) দেখুন।

Posted: 31 May 2022 03:06 AM PDT

আসসালামু আলাইকুম


আশা করি সবাই ভালো আছেন।
আর কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই

বন্ধুরা আমি দু:খিত আমি অ্যাপ গুলোর সরাসরি লিনক দিতে পারতেছি না।

wifi হ্যাক (১(


আপনারা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ টি ডাউনলোড করে নিন

অ্যাপ টি ওপেন করুন

start এ ক্লিক করার পর আপনার আশে পাশে যতগুলো wifi আছে ততগুলো wifi নাম আসবে…. আমার একটি আছে। তো আমি একটা ক্লিক করলাম।

ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিবে লোড নেওয়ার পর ওয়াইফাই পাসওয়ার্ড চলে আসবে

দেখুন পাসওয়ার্ড চলে এসেছে। পাশে যে কপি লেখাটি আছে সেখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি করার শেষে আপনার ফোন wifi এ গিয়ে পাসওয়ার্ড দিয়ে চালান…।

wifi হ্যাক(২)


আপনারা আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপ টি ডাউনলোড করে নিন।

অ্যাপ ওপেন করার পর এই রকম আসবে

তারপর

তারপর

এবার আপনার ফোনের লোকেশনটি on করে দিন

তারপর আপ্পে চলে আসেন

ক্লিক করার পর একটু নিচে আসেন।

নিচে আসার পর আপনি যে wifi হ্যাক করবেন সেটা সিলেক্ট করুন আমি একটা সিলেক্ট করলাম।

দেখুন এইটাতেও পাসওয়ার্ড বের হয়ে গেছে…..।

সকলকে ধন্যবাদ

The post wifi হ্যাক করুন দারুণভাবে সব মোবাইল দিয়ে হবে (২টি উপায়ে) দেখুন। appeared first on Trickbd.com.

ফ্রিতে Free Fire Diamond নিন অথবা প্রতিদিন ৫০ টাকা

Posted:

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যাপ থেকে প্রতিদিন Free Fire গেইম এ ডায়মন্ড

নিবেন অথবা প্রতিদিন কিভাবে ৫০ টাকা ইনকাম করে বিকাশ/রকেট/নগনে নিবেন ।

প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করুন এবার সার্চ করুন Paybe Rewards The It Zone

এবার এখান থেকে প্রথম অ্যাপ টি ইন্সটল করুন সাথে যেকোনো একটি VPN ইন্সটল করে কানেক্ট করে ফেলুন

এবার অ্যাপ টি ওপেন করুন

এবার এখান থেকে Sign Up এ ক্লিক করুন

তারপর

আপনার নাম ইমেইল এবং একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করুন এবং আপনার ইমেইলে একটি ইমেইল

পাবেন সেখানে লিংকে ক্লিক করে ভেরিফাই করুন।

ভেরিফাই হয়ে গেলে আপনার ইউজার নেইম পাসওয়ার্ড দিয়ে লগইন করুন তারপর এমন আসবে।

এখান থেকে প্রথম Claimed Bonus এ ক্লিক করে ১০ ডায়মন্ড ক্লেইক করুন তারপর Watch Ads এ ক্লিক করে এড দেখুন আর ডায়মন্ড ইনকাম করুন।

এখানে এড এর লিমিট রয়েছে ফ্রি মেমম্বার হিসেবে যা ইনকাম করতে পারেন কোনো ইনভেস্ট এর দরকার নেই ইনভেস্ট মানে রিস্ক তার পর Website visit এটা আনলিমিটেড করতে পারবেন আর আনলিমিটিড ইনকাম করতে পারবেন

এবার আপনি Withdraw তে ক্লিক করুন

দেখুন উপরে কোনায় ২০ ডায়মন্ড দেখাচ্ছে ডায়মন্ড এর উপরে ক্লিক করুন তারপর এমন আসবে

কনভার্ট এ ক্লিক করলে সাথে সাথে এটা টাকায় কনভার্ট হয়ে যাবে

এবং উপরে দেখুন আপনার ব্যালেন্স এবং কার্ড নাম্বার দেখাচ্ছে

এখান থেকে ব্যালেন্স ৫০ টাকা হলে এটা বিকাশ সহ ফ্রি ফায়ার এ নিতে পারবেন সাথে সাথে Withdraw তে ক্লিক

করার সাথে সাথে আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে।

এটা অনেকটা রিং আইডির মত অ্যাপ যে যত দিন সম্ভব ইনকাম করেনিন।

পেমেন্ট প্রুফ

The post ফ্রিতে Free Fire Diamond নিন অথবা প্রতিদিন ৫০ টাকা appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments