জিমেইল ব্যবহার করুন ইন্টারনেট ছাড়াই [New Features] |
- জিমেইল ব্যবহার করুন ইন্টারনেট ছাড়াই [New Features]
- Android এর Top 5 High Graphics Football/Soccer Games!
- এখন থেকে টিকটকে আয়ের নতুন সুযোগ আসছে
- সরকারি চাকুরির পরীক্ষার প্রস্তুতি নিন এবং আয় করুন অ্যাপের মাধ্যমে।
| জিমেইল ব্যবহার করুন ইন্টারনেট ছাড়াই [New Features] Posted: Howdy Everyone |
| Android এর Top 5 High Graphics Football/Soccer Games! Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি। কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই। এটা হচ্ছে Top 5 Football Games এর ১ম পর্ব। এর আগে অন্যান্য বিভিন্ন টপিকে আমি পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। ফুটবল নিয়ে কোনো গেমস এই পর্যন্ত দিই নি কোনো পোস্টে। তাই ভাবলাম আলাদা ভাবে একটি পোস্ট করেই দেই। এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন। যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পোস্টটি অবশ্যই যারা Football Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept একই ফুটবল রিলেটেড। তবে কিছু ক্ষেদ্রে প্রতিটি গেমই একেবারেই ভিন্ন। ভিন্নতা আছে এদের, গেমপ্লে, গ্রাফিক্স, কন্ট্রোল সিস্টেম ইত্যাদিতে। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। 5) Game Name : World Soccer LeagueGame Developer : mobirix Game Size : 37 MB Required OS : 4.0+ Game Type : Offline, Soccer, Stylized, Single Player Game Released Date : October 29, 2015 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) কম সাইজের ভিতরে দারুন একটি গেম। গেমটি প্লে-স্টোরে ১০০ মিলিয়ন বা ১০ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা রয়েছে ২০ লক্ষাধিকেরও বেশি। আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★। গেমটিতে আপনি ৬০টি National Team, ৬০ টি Club এবং ২০০০ এরও বেশি Player পাবেন। গেমটিতে টোটাল ৪টি মোড আছে। 1) Exhibition 2) Cup 3) League 4) Training গেমটি অনেক জনপ্রিয়। প্লে-স্টোরে গেমটি Top 5 List এ অবস্থান করছে। গেমটির গ্রাফিক্স অনেক ভালো। যেকোনো ডিভাইসেই ভালো ভাবেই খেলতে পারবেন আশা করছি। গেমটিতে আমি Smooth Control + Gameplay পেয়েছি। আশা করছি আপনাদেরও কোনো সমস্যা হবে না। গেমটির আরো ফিচারগুলো নিম্নরুপঃ – There are around 60 national teams, 60 clubs and total of 2000 players. – Total of 4 modes provided: Exhibition, Cup, League, and Training. – Real football game for you to enjoy splendid dribble and thrilling shooting! – Save and keep great image or video of each the moment. – Achievements and Global Activity are provided – Support 15 languages – Support tablet devices
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ |
| এখন থেকে টিকটকে আয়ের নতুন সুযোগ আসছে Posted: Howdy Everyone> About TiktokTikTok, চীনে Douyin নামে পরিচিত (চীনা: 抖音; পিনয়িন: Dǒuyīn) চীনা কোম্পানি ByteDance Ltd-এর মালিকানাধীন একটি ভিডিও-কেন্দ্রিক সামাজিক নেটওয়ার্কিং সেবা। এটি 15 সেকেন্ড থেকে দশ মিনিটের সময়কাল সহ প্র্যাঙ্ক, স্টান্ট, কৌতুক, নাচ এবং বিনোদন এর মতো শর্ট ভিডিওগুলি হোস্ট করে।
TikTok হল Douyin-এর একটি আন্তর্জাতিক সংস্করণ, যা মূলত সেপ্টেম্বর 2016 এ চীনা বাজারে প্রকাশিত হয়েছিল। টিকটোক 2017 সালে IOS এবং Android জন্য চীনের মূল ভূখণ্ডের বাইরে বেশিরভাগ বাজারে চালু করা হয়েছিল; যাইহোক, এটি 2 আগস্ট 2018-এ অন্য একটি চীনা সামাজিক মিডিয়া পরিষেবা, Musical.ly-এর সাথে একীভূত হওয়ার পরেই বিশ্বব্যাপী উপলব্ধ হয়। TikTok এবং Douyin এর প্রায় একই ইউজার ইন্টারফেস আছে কিন্তু একে অপরের কন্টেন্টে অ্যাক্সেস নেই। তাদের সার্ভার প্রতিটি বাজারে ভিত্তিক যেখানে সংশ্লিষ্ট অ্যাপ পাওয়া যায়। দুটি পণ্য একই, কিন্তু বৈশিষ্ট্য অভিন্ন নয়. Douyin একটি ইন-ভিডিও অনুসন্ধান করে যা তাদের আরও অন্যান্য বৈশিষ্ট্য যেমন হোটেল বুক করা এবং জিও-ট্যাগযুক্ত পর্যালোচনা করার জন্য লোকেদের দ্বারা অনুসন্ধান করতে পারে। 2016 সালে চালু হওয়ার পর থেকে, TikTok এবং Douyin দ্রুত বিশ্বের কার্যত সমস্ত অংশে জনপ্রিয়তা অর্জন করেছে। TikTok 2020 সালের অক্টোবরে বিশ্বব্যাপী 2 বিলিয়ন মোবাইল ডাউনলোড অতিক্রম করেছে। Morning Consult 2020 সালের তৃতীয় দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে TikTok-কে স্থান দিয়েছে, Zoom এবং Peacock এর পরে। ক্লাউডফ্লেয়ার গুগলকে ছাড়িয়ে 2021 সালের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হিসেবে TikTok-কে স্থান দেয়া হয়েছে।
> Features
TikTok মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের ছোট ভিডিও তৈরি করতে দেয়, যা প্রায়ই ব্যাকগ্রাউন্ডে মিউজিক ফিচার করে এবং একটি ফিল্টার দিয়ে গতি বাড়ানো, ধীর করা যায়। তারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে তাদের নিজ শব্দ যোগ করতে পারে। অ্যাপের মাধ্যমে একটি মিউজিক ভিডিও তৈরি করতে, ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বেছে নিতে পারেন, ফিল্টার দিয়ে এডিট করতে পারেন এবং Tiktok বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে অন্যদের সাথে শেয়ার করার জন্য আপলোড করার আগে স্পিড অ্যাডজাস্টমেন্ট সহ একটি 15-সেকেন্ডের ভিডিও রেকর্ড করতে পারেন। তারা জনপ্রিয় গানে ছোট লিপ-সিঙ্ক ভিডিও ফিল্ম করতে পারে। TikTok-এ “আপনার জন্য” Page টি ভিডিওগুলির একটি ফিড যা ব্যবহারকারীদের অ্যাপে তাদের কার্যকলাপের উপর ভিত্তি করে সুপারিশ করা হয়। ব্যবহারকারীর পছন্দ, ইন্টারঅ্যাক্ট বা অনুসন্ধান করা বিষয়বস্তুর উপর নির্ভর করে TikTok-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা করা হয়। এটি অন্যান্য সামাজিক নেটওয়ার্কের অ্যালগরিদমগুলির বিপরীতে এই ধরনের বিষয়বস্তু অন্যান্য ব্যবহারকারীদের সাথে ব্যবহারকারীর সম্পর্ক এবং তারা কি পছন্দ করেছে বা তার সাথে যোগাযোগ করেছে। ব্যবহারকারীরা তাদের পৃষ্ঠার জন্য ভিডিওতে পছন্দের যোগ করতে বা “আগ্রহী নয়” নির্বাচন করতে পারেন। TikTok ব্যবহারকারীদের উপভোগ করা বিষয়বস্তুকে একত্রিত করে এমন ভিডিও প্রদান করে যা তারাও উপভোগ করবে। TikTok নীতি অনুসারে ব্যবহারকারী এবং তাদের বিষয়বস্তু শুধুমাত্র Page এ প্রদর্শিত হতে পারে যদি তাদের বয়স 16 বা তার বেশি হয়। 16 বছরের কম বয়সী ব্যবহারকারীরা কোনো হ্যাশট্যাগের অধীনে প্রদর্শিত হবে না। অ্যাপটির “Reaction” বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট ভিডিওতে তাদের প্রতিক্রিয়া ফিল্ম করতে দেয়, যার উপরে এটি একটি ছোট উইন্ডোতে স্থাপন করা হয় যা স্ক্রিনের চারপাশে চলমান। এর “Duet” বৈশিষ্ট্য ব্যবহারকারীদের অন্য ভিডিওর পাশাপাশি একটি ভিডিও ফিল্ম করার অনুমতি দেয়। “Duet” বৈশিষ্ট্যটি ছিল musical.ly এর আরেকটি ট্রেডমার্ক। ডুয়েট বৈশিষ্ট্যটিও শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যদি উভয় পক্ষই গোপনীয়তা সেটিংস সামঞ্জস্য করে।
যেভাবে আয় হবে Tiktok থেকে:
বর্তমানে বিশ্বজুড়ে প্রায় শতকোটি ব্যবহারকারী রয়েছেন টিকটকের। চীনের ভিডিও বিনিময়ের এই নেটওয়ার্কে ছোট আকারের মজার ভিডিও পোস্ট করে তারকাও বনে গেছেন অনেকে। কিন্তু ইউটিউব বা ফেসবুকের মতো বিজ্ঞাপনী আয়ের অংশ ভিডিও নির্মাতাদের না দেওয়ায় দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে টিকটককে। আর তাই এবার ভিডিও নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনী আয়ের অংশ ভাগাভাগি করার উদ্যোগ নিয়েছে তারা।
টিকটক পালস প্রোগ্রামের আওতায় ভিডিওর নির্দিষ্ট স্থানে বিজ্ঞাপন দেখানো হবে। এ জন্য ভিডিও নির্মাতাদের বেশ কিছু জায়গাও নির্দিষ্ট করে দেবে টিকটক। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে যুক্তরাষ্ট্রে এ প্রোগ্রাম চালু করা হবে এবং পর্যায়ক্রমে অন্য দেশেও এ সুযোগ মিলবে। গত বছর বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় ৪৬০ কোটি ডলার আয় করেছে টিকটক। বিজ্ঞাপন থেকে আরও বেশি আয় করতে সম্প্রতি ভিডিও ধারণের সময় সর্বোচ্চ ১০ মিনিট করেছে টিকটক কর্তৃপক্ষ।
The post এখন থেকে টিকটকে আয়ের নতুন সুযোগ আসছে appeared first on Trickbd.com. |
| সরকারি চাকুরির পরীক্ষার প্রস্তুতি নিন এবং আয় করুন অ্যাপের মাধ্যমে। Posted: আমার আজকের পোস্টটি হলো সরকারি চাকুরি প্রার্থী ভাই বোনদের জন্য। আমাদের দেশে প্রতিনিয়ত লাখ লাখ চাকুরি প্রার্থী তৈরি হচ্ছে। অর্থাৎ দিন দিন একজন চাকুরি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হুরহুর করে বাড়ছে। তাই এই চাকুরির বাজারে নিজেকে যোগ্য করে তুলতে অনেক প্রস্তুতি নিতে হয়। আর এর জন্য আমরা অনেক ধরনের জবের প্রস্তুতিমূলক বই ক্রয় করে পড়ে থাকি। এতে করে আমাদের অনেক ব্যয় বেড়ে যায়। যা আমাদের অনেকের পক্ষেই বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আপনি চাইলে এখন থেকে আর খরচ না করে উল্টো আয় করে এবং বই না পড়ে ডিজিটাল পদ্ধতিতে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে যেকোন সরকারি চাকুরির প্রস্তুতি নিতে পারেন। যেখানে পূর্বের বিষয়াবলী সহ নিত্য নতুন বিষয়ও হালনাগাদ হবে। তাই বলতে গেলে আপনি সবসময় পরীক্ষার প্রস্তুতিতে আপডেট থাকতে পারবেন। তো চলুন অ্যাপটির ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। অ্যাপটি ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে ওপেন করুন। অ্যাপটি যখন ওপেন করবেন তখন ঠিক উপরের স্ক্রিনশটের মত Home পেজ আসবে। Home পেজের পাশাপাশি আপনি নিচের ডাউনবারে থাকা Exam, Fav-Q, Profile এবং Menu দেখতে পাবেন। অ্যাপটিতে প্রায় ২,০০,০০০ (দুই লক্ষ) এর উপরে প্রশ্ন রয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক প্রশ্নগুলো সাজানো হয়েছে। তাই আপনি চাইলে বিষয়ভিত্তিক, অধ্যায় ভিত্তিক, জব ক্যাটাগরি ভিত্তিক পড়তে পারেন। এছাড়াও অ্যাপটিতে সাম্প্রতিক প্রশ্নোত্তর অর্থাৎ ইতিমধ্যে বিভিন্ন চাকুরির যে পরীক্ষাগুলি সম্পন্ন হয়েছে, সাম্প্রতিক বিষয়াবলী অর্থাৎ সাম্প্রতিক সময়ে যা কিছু ঘটেছে, জব ই-বুক ও লেকচার নোট পাবেন। অ্যাপটিতে প্রশ্নোত্তর পড়তে Home পেজে বিষয় ভিত্তিক, অধ্যায় ভিত্তিক অথবা পরীক্ষার ক্যাটাগরি ভিত্তিক আপনার যেভাবে ইচ্ছে একটি সিলেক্ট করুন। যেমন আমি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি নিলাম। নেওয়ার পর ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে খেয়াল করুন উপরে তিনটি অপশন রয়েছে। প্রাক্টিস, পড়ুন ও পরীক্ষা। প্রথমে প্রাক্টিস অপশন এখানে আপনি প্রশ্রগুলোর উত্তর অনুমান করে যাচাই করে নিতে পারবেন। নিচে থেকে আপনি দেখতে পারবেন আপনার কয়টি সঠিক হয়েছে কয়টি ভুল হয়েছে। বলে রাখা ভালো প্রত্যেকটি পেজে আপনি Day নামক একটি অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলে আপনি যদি নাইট মুডে দেখতে চান তাহলে সেটি করতে পারবেন। তারপর পড়ুন অপশনে ক্লিক করলে ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর সিলেক্টকৃত অবস্থায় পাবেন। তো এখান থেকে সঠিক উত্তর দেখে দেখে পড়ে নিবেন। এছাড়াও এখানে নিচে দুইটি অপশন দেখতে পারবেন। একটি হলো আপনার যদি এই পাতাটি পড়া শেষ হয়ে যায় তাহলে পড়া হয়েছে বাটনটিতে ক্লিক করুন। দ্বিতীয়টি হলো স্ক্রল অপশন যা চালু করে দিলে উক্ত পাতাটি স্বয়ংক্রিয়ভাবে নিচে থেকে উপরের দিকে উঠবে একটি ভিডিও ফাইলের মত। আপনি চাইলে এর গতি কমাতে ও বাড়াতে পারবেন। তারপর পরীক্ষা অপশন এখানে আপনি যা পড়লেন তা পরীক্ষা দিতে পারবেন। প্রশ্নের সংখ্যানুযায়ী সময় স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ হয়ে যাবে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর Submit বাটনে ক্লিক করে জমা দিয়ে দিন। সাবমিট দেওয়ার পর উপরের স্ক্রিনশটের মত ফলাফল এর পাতা আসবে। এখানে বিস্তারিত ফলাফলের তালিকা থাকবে। এই পাতার নিচে গিয়ে “উত্তরপত্রটি দেখুন” বাটনে ক্লিক করলে উত্তরপত্রটি চলে আসবে। এইবার এখান থেকে আপনার কোনটি সঠিক হয়েছে এবং কোনটি ভুল হয়েছে তা দেখে নিতে পারবেন। তারপর হোম পেজের সাম্প্রতিক প্রশ্নোত্তর ও সাম্প্রতিক বিষয়াবলী অপশনের মাধ্যমে আপনি সম্প্রতি সম্পন্ন হওয়ার পরীক্ষার প্রশ্ন এবং সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার তথ্য দেখতে পারবেন ঠিক উপরের স্ক্রিনশটের মত। হোম পেজে থাকা জব ই-বুক এবং লেকচার নোটও সংগ্রহ করতে পারবেন। এইজন্য আপনাকে যেটি সংগ্রহ করতে চান সেটিতে ক্লিক করে উপরের স্ক্রিনশটের মত ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। হোম পেজের ডানপাশে নিচে দেখুন একটি সবুজ রংয়ের ডাউনলোড বাটন রয়েছে। এটির মাধ্যমে সর্বশেষ আপডেট হওয়া প্রশ্ন আপনার অ্যাপে যুক্ত করে নিতে পারবেন। ডাউনবারে থাকা Exam পাতার মাধ্যমে আপনি বিষয় ভিত্তিক, অধ্যায় ভিত্তিক এবং নিয়োগ পরীক্ষার প্রশ্ন অনুসারে পরীক্ষা দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কাস্টম মডেল টেস্ট তৈরি করে পরীক্ষা দিতে পারবেন। ডাউনবারে থাকা Fav Q পাতাটিতে আপনি আপনার পছন্দের তালিকা দেখতে পাবেন ঠিক উপরের স্ক্রিনশটের মত। ডাউনবারে থাকা Profile পাতাতে আপনি আপনার প্রোফাইলের ডাটা দেখতে পাবেন এবং সম্পাদনা করতে পারবেন। ডাউনবারে থাকা সর্বশেষ অপশন Menu এখান থেকে আপনি অ্যাপের সম্পর্কে এবং ভার্সনসহ আরো অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে চাইলে অ্যাপের মধ্যে করা আপনার কার্যক্রম মুছে দিতে পারবেন। এর জন্য আপনাকে About my data তে ক্লিক করে Request delete data অপশনে ক্লিক করতে হবে। তারপর এটি আপনাকে আপনার মেইল অপশনে নিয়ে যাবেন। সেখানে আপনার ইউজার নেম দিয়ে রিকুয়েস্ট করলে আপনার ডাটা তারা মুছে ফেলবে। এতোক্ষণতো অ্যাপ থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার বিষয় বুঝলাম। এইবার আসি কিভাবে অ্যাপ থেকে বিনা চালানে আয় করা যায় তা নিয়ে। সর্বপ্রথম আপনি অন্যকে রেফার করার মাধ্যমে আয় করতে পারেন। এর জন্য যখন আপনি একদম সর্বপ্রথম অ্যাপটি ওপেন করবেন এবং প্রোফাইলে অপশনে যাবেন রেজিস্ট্রেশন করার জন্য তখন একদম নিচে দেখতে পারবেন একটা বক্স রয়েছে রেফার কোড এর। এখানে আপনি যে কারো একটি রেফার কোড বসালে আপনি পাবেন ২০ পয়েন্ট এবং যার কোড ব্যবহার করবেন তিনি পাবেন ২০ পয়েন্ট। আমার রেফার কোড – BH29GL হলো এটি। আপনার যদি ইচ্ছে হয় তাহলে এটির ব্যবহার করতে পারেন। আর না হলে করার দরকার নেই। এইভাবে আপনার অ্যাকাউন্টে ৫০০ পয়েন্ট জমা করতে পারলে আপনি এর বিপরীতে ১০০ টাকা উত্তোলন করতে পারবেন বিকাশের মাধ্যমে। আপনি আপনার রেফারেল কোড পেতে চাইলে আপনার প্রোফাইলে ক্লিক করে নিচের দিকে গেলে “রেফার করে আয় করুন, যত খুশি তত!” লেখাটিতে ক্লিক করে আপনি আপনার রেফার কোডটি পেয়ে যাবেন। আর অন্যের সাথে শেয়ার করে আয় করতে থাকুন। এছাড়াও আরেকটি পদ্ধতিতেও আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন। সেটি হলো নতুন প্রশ্ন যুক্ত করে ৩ পয়েন্ট, প্রশ্নের ব্যাখ্যা যুক্ত করে ৩ পয়েন্ট, ভুল সংশোধন করে ৩ পয়েন্ট ও অধ্যায় যুক্ত করে ১ পয়েন্ট পাবেন। এইভাবেও পয়েন্ট অর্জন করতে পারবেন। এইভাবে অ্যাপটিতে চাকুরির প্রস্তুতির পাশাপাশি আস্তে আস্তে একটু একটু করে ৫০০ পয়েন্ট জমিয়ে নগদ ১০০ টাকার মালিক হয়ে যান। আশা করি অ্যাপটি আপনাদের উপকারে আসবে। বিঃ দ্রঃ অ্যাপটি প্রথম ওপেন করার সময় অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। কেননা অ্যাপটি তার ডাটা ডাউনলোড করে নিবে। তারপর আর নেট কানেকশনের প্রয়োজন হবে না। আর পোস্টে উল্লেখিত কিছু স্ক্রিনশট পরিস্কার না হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত। আসলে অ্যাপটিতে সিকিউরিটি পলিসি ব্যবহারের কারণে স্ক্রিনশট নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়ে অন্য মোবাইল দিয়ে ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন। সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন। The post সরকারি চাকুরির পরীক্ষার প্রস্তুতি নিন এবং আয় করুন অ্যাপের মাধ্যমে। appeared first on Trickbd.com. |
| You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |










































































licensed players
















Premier League – Trent Alexander-Arnold, Phil Foden & Christian Pulisic.
LaLiga Santander – David Alaba & João Félix
Bundesliga – Jude Bellingham
Ligue 1 Uber Eats – Kylian Mbappé



































0 Comments