এন্ড্রয়েড ফোন স্লো বা হ্যাং হওয়ার হাত থেকে বাঁচানোর উপায় দেখে নিন,কাজে আসতে পারে। |
- এন্ড্রয়েড ফোন স্লো বা হ্যাং হওয়ার হাত থেকে বাঁচানোর উপায় দেখে নিন,কাজে আসতে পারে।
- মসজিদে বাচ্চাদের পিছনের কাতারে যেতে বলায় এক বাবা ও চাচার কথোপকথনে শিক্ষা
- Picoworkers: ছোটখাট ফ্রীল্যান্সিং জব করে প্রতিদিন আয় করুন হাজার হাজার ডলার
- [No mod] 5$ এর real Spotify ফ্রী তে নিয়ে নিনSpotify premium 1month Subscription
- [Gp FREE NET]Droaid vpn এর নতুন সেটিংস এখন ফ্রি নেট চলবে তুফানের গতিতে
- অলসতাকে জয় করুন কাজ করুন আনন্দের সাথে (১ম পর্ব)
- ব্যবহার করুন Spotify Premium একদম ফ্রি তে! বাংলাদেশে থেকেই।একদম সহজে।
- খুব সহজেই এক মিনিটে তৈরি করুন Vector Art! শুধু মাত্র মোবাইল দিয়ে
- সোর্চ কোড ভিয়ু করার জন্য অসাধারণ একটা এপ্স। এখন সাইট হবে আরো আকর্ষণীয়!
- [Must See] Unlimited Temporary Email জেনারেট করুন লাইফটাইমের জন্য Telegram এর মাধ্যমে। সাথে থাকছে কাস্টম নেম এর সুবিধা
এন্ড্রয়েড ফোন স্লো বা হ্যাং হওয়ার হাত থেকে বাঁচানোর উপায় দেখে নিন,কাজে আসতে পারে। Posted: আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন সবাই, প্রথম যে কাজটা করতে হবে, তার পর নিচের লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিন তার পর ওপেন করুন তার পর Scan now এ ক্লিক করুন তার পর সব Allow করে দিন তার পর নিচের মতো পেজে স্ক্যান হবে তার পর এখানে ক্লিক করুন তার পর নিচে ৪ টা অপশন পাবেন। আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post এন্ড্রয়েড ফোন স্লো বা হ্যাং হওয়ার হাত থেকে বাঁচানোর উপায় দেখে নিন,কাজে আসতে পারে। appeared first on Trickbd.com. |
মসজিদে বাচ্চাদের পিছনের কাতারে যেতে বলায় এক বাবা ও চাচার কথোপকথনে শিক্ষা Posted: আসসালামু আলাইকুম। এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা এবং আমার ব্লগে পূর্বপ্রকাশিত + নিচে সম্পূর্ণ পোষ্টের লিংক দেওয়া রয়েছে as a Source LINK. এক চাচা আমার বাড়ির পাশে মসজিদে একটি বাচ্চাকে সামনের কাতার থেকে পিছনের যেতে বলেন । এবং তিনি বলেন সমস্ত বাচ্চারা পেছনের কাতারে চলে যাও । এতে ওই ছেলের বাবা এবং উক্ত চাচার মধ্যে যা কথোপকথন হয় তা সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখি এতে যদি আমাদের কোন শিক্ষা/ উপকার হয়: ∆ চাচা: ∆ চাচা: ∆ চাচা: ∆ চাচা: ∆ বাবা: ফলাফল : আমি ওই বাচ্চার বাবার প্রতি অনেক অনেক খুশি হয়েছি যে এই মসজিদের থাকা প্রত্যেকটা ব্যক্তি তার কথা শুনতে পেয়েছে এবং সবাই শিক্ষা পেয়েছে.
মসজিদে বাচ্চা সামনের কাতারে দাঁড়ানোর ও পিছনের কাতারে যেতে বলা প্রসঙ্গে The post মসজিদে বাচ্চাদের পিছনের কাতারে যেতে বলায় এক বাবা ও চাচার কথোপকথনে শিক্ষা appeared first on Trickbd.com. |
Picoworkers: ছোটখাট ফ্রীল্যান্সিং জব করে প্রতিদিন আয় করুন হাজার হাজার ডলার Posted: আসসালামু আলাইকুম ট্রিকবিডির জনগণ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আজকের এই পোস্টটি মূলত তাদের জন্য, যারা অনলাইনে বিভিন্ন সাইটে কাজ করে আশানুরূপ অর্থ আয় করতে না পেরে অনলাইন ইনকামের আশাই ছেড়ে দিয়েছেন। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং পড়াশোনার পাশাপাশি বাড়তি আয় করতে চান তাহলে পোস্টটি আপনার জন্য স্পেশাল। আজকের পোস্টে আমরা এমন একটি মাইক্রো জব ফ্রীল্যান্সিং সাইট সম্পর্কে জানবো, যেখানে কাজ করে আপনি সহজেই যথেষ্ট পরিমাণ অর্থ আয় করতে পারবেন। আজ থেকে আরোও একমাস আগে অনলাইনে ঘাটাঘাটি করতে গিয়ে Picoworkers নামে একটি ওয়েবসাইটের সন্ধান পাই। এরপর ইউটিউব ও বিভিন্ন ব্লগে এই সাইট সম্পর্কে বিশদ জেনে আমিও সাইটটিতে কাজ করা শুরু করি। যেহেতু আমি প্রচন্ড অলস প্রকৃতির মানুষ, তাই মাস শেষেও আমার আয় ১০ ডলার ছাড়াতে পারে নি। তবে আপনি যদি প্রতিদিন কিছু সময় এই সাইটে বিভিন্ন কাজগুলো করেন, তাহলে বিশ্বাস করুন, প্রতি মাসে আপনার আয় ২০ ডলার ছাড়িয়ে যেতে পারে! কী? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমার কথায় বিশ্বাস করার দরকার নেই। আপনি ইউটিউব কিংবা গুগলে Picoworkers এর কিছু রিভিউ দেখে আসুন, তাহলেই বুঝে যাবেন। ইতিমধ্যেই হড়বড় করে অনেক কথা বলে ফেলেছি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ➥ Picoworkers সম্পর্কে কিছু তথ্যএই সাইটটি মূলত একটি ফ্রীল্যান্সিং সাইট। সোজা কথায় মাইক্রো জব ফ্রীল্যান্সিং সাইট। অর্থাৎ, এখানে আপনি বিভিন্ন দেশের মানুষের অনলাইনে ছোটখাট কাজ করে দেয়ার মাধ্যমে টাকা আয় করতে পারবেন। আমাদের বাংলাদেশের অনেক মানুষই ইতিমধ্যে এই সাইটে ভালো পজিশনে আছেন। সর্বনিম্ন ৫.৭৫ ডলার হলে উইথড্র করা যাবে। উপার্জিত ডলার বিটকয়েন, পেপ্যাল অথবা স্ক্রীল এর মাধ্যমে উইথড্র করা যাবে।
➥ এবার দেখে নেই কাজের ধরণগুলো কেমনঃএখানে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। যেমনঃ জিমেইল তৈরী করে দেওয়া, ইউটিউব ভিডিও ভিউ করা, রেফার কোডের মাধ্যমে কোনো সাইটে সাইন আপ করা। ওয়েবসাইট ভিসিট করে দেওয়া ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন দেশের Employer রা নিজেদের এ ধরনের কাজগুলো Picoworkers এ জব আকারে পোস্ট করে। আপনি তার ইন্সট্রাকশন অনুযায়ী ঠিকমতো কাজ সম্পাদন করে কাজের প্রুফ সাবমিট করতে পারলেই আপনি পেমেন্ট পেয়ে যাবেন। ডলার আপনার একাউন্টে জমা হবে। অন্যান্য ফ্রীল্যান্সিং সাইটগুলোর মতো এখানে আপনাকে বিড করতে হবে না। ১০০ থেকে ১০০০ জন একইসাথে একটি কাজ করতে পারেন। ধরুন, কারো ১০০০ টি জিমেইল দরকার হলো। সে Picoworkers এ জব পোস্ট করবে এবং ১ জন একটি করে ইমেইল সাবমিট করবে এরকমভাবে হিসাব নির্ধারণ করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলেও সমস্যা নেই। কাজ করতে করতে আস্তে আস্তে সব বুঝে যাবেন। ➥ কীভাবে Picoworkers এ কাজ করবো?১। প্রথমে এই লিংকে যান => Sign Up – Picoworkers ২। এরপর Sign Up এ ক্লিক করে ঝটপট একটি অ্যাকাউন্ট তৈরী করে ফেলুন। একদম সহজ প্রসেস, যে কেউ পারবে তাই আর বিশদ দেখালাম না। ৩। এরপর নিচের মতো একটি পেইজ আসবে। ৪। এবার এখান থেকে যে কাজটি আপনি করতে পারবেন বলে মনে হয়, এমন একটি জবের উপর ক্লিক করুন।
৫। কীভাবে কাজটি করতে বলা হয়েছে, সেটি মনোযোগ দিয়ে পড়ুন। যদি আপনি কাজটি করতে পারেন, তবেই করবেন। কেননা ভুলভাল কাজ করলে বায়ার কোনো পেমেন্ট দেবে না। উলটো আপনার একাউন্টে রিপোর্ট দিতে পারে। ৬। কাজটি করা হয়ে গেলে কাজের যেসব প্রুফ চাওয়া হয়েছে সেগুলো ঠিকভাবে সাবমিট করে দেবেন। ৭। ব্যাস, আপনার একটি কাজ ঠিকমতো করা হয়ে যাবে। এখন শুধু পেমেন্ট এর অপেক্ষা। ম্যাক্সিমাম বায়ার ৩-৪ দিনেই পেমেন্ট করে দেয়। আজ এ পর্যন্তই। আমি যতটুকু পেরেছি বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি কারো কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা চাইলে Picoworkers এ কাজ করা নিয়ে আলাদাভাবে বিস্তারিত একটি পোস্ট করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেয। The post Picoworkers: ছোটখাট ফ্রীল্যান্সিং জব করে প্রতিদিন আয় করুন হাজার হাজার ডলার appeared first on Trickbd.com. |
[No mod] 5$ এর real Spotify ফ্রী তে নিয়ে নিনSpotify premium 1month Subscription Posted: ফ্রী তে নিয়ে নিনSpotify premium 1month SubscriptionSpotify premium নিতে হলে প্রথমে নিচে লিংক থেকে kiwi browser download করে ওপেন করুন।তারপর search bar এ windscribe extension লিখে সার্চ করুন। এরপর extention টি add to chrome করে ওপেন করুন এবং us server কানেক্ট করুন। এরপর spotify এ গিয়ে Get Spotify Free তে ক্লিক করে signup করুন।(tempmaile এর মেইল দিয়ে ও হবে) এরপর namsogen এ গিয়ে নিচের কোড টি পোস্ট করে generate এ ক্লিক করে জেনারেট হওয়া সিসি গুলা কপি করুন। Code:421543 এরপর mrchecker এ গিয়ে paste করুন।তারপর যেকোন একটি লাইভ সিসি কপি করুন। এরপর spotify এ গিয়ে Get premium ক্লিক করে,country change করুন হন্ডুরাস এর। তারপর কপি করা সিসি,date,cvv দিয়ে start my spotify premium এ ক্লিক করে spotify premium নিয়ে ফেলুন। ধন্যবাদ। The post [No mod] 5$ এর real Spotify ফ্রী তে নিয়ে নিনSpotify premium 1month Subscription appeared first on Trickbd.com. |
[Gp FREE NET]Droaid vpn এর নতুন সেটিংস এখন ফ্রি নেট চলবে তুফানের গতিতে Posted: আসসালামু আলাইকুম। | সবাই কেমন আছেন ? কেউ ভালো না থাকলে ট্রিকবিডি ভিসিট করে না | তো মূল কথাই আসি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রয়েড ভিপিএন নতুন সেটিংস | তো প্রথমে এপটি প্লেস্টোর থেকে dsoaidvpn.apk ডাউনলোড করে ইনস্টল করে | প্রথমে এপটিতে ডোকে আপনার ড্রয়েড ভিপএন এর একাউন্ট লগিন করে নিন The post [Gp FREE NET]Droaid vpn এর নতুন সেটিংস এখন ফ্রি নেট চলবে তুফানের গতিতে appeared first on Trickbd.com. |
অলসতাকে জয় করুন কাজ করুন আনন্দের সাথে (১ম পর্ব) Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আগে নিয়মিত কন্টেন্ট লিখব ভাবতাম। কিন্তু নিয়মিত পোস্ট করা হয় না। রাতে ভাবতাম সকালে পোস্ট করবো। সকালে ভাবতাম বিকালে। বিকালে ভাবতাম এখন তো খেলার সময় রাতেই ভালো সময়।আর রাতে ভাবতাম এখন পড়ার সময়। অজুহাত আমাকে ভালো কাজ করতে দিতো না।আর এটাই কিন্তু অলসতা। কাজ করতে ভালো না লাগা, শুয়ে থাকতে ভালো লাগা এমন। এই অলসতা দূর করতে আমরা আজ একটা ট্রিক শিখবো যেটা আমাদের কাজ শুরু করতে সাহায্য করবে। চলুন শিখে নেওয়া যাক।এটা হলো ৫ সেকেন্ড রুল। আমরা যখন কোনো কাজ শুরু করতে চাই তখন আমাদের ব্রেন একটা অজুহাত দাড় করিয়ে দেয়। যেমন আজ ভালো লাগছে না কাল, একটু পর করবো ইত্যাদি। আর এখানে ট্রিক হলো আপনি আপনার ব্রেনকে এসব অজুহাত দাড় করাতে সময় দিবেন না।কোনো কাজের কথা মাথায় আসলেই ৫ সেকেন্ডের মধ্যে শুরু করে দিবেন। যেমন আযান দিলো আপনি সাথে সাথে ওযু করতে চলে যান এবং মসজিদে দিকে যেতে শুরু করবেন।আমি এই ট্রিক মেল রবিন্স এর বই দ্যা ফাইভ সেকেন্ড রুল বইয়ে পাইছি। আমার ট্রিকবিডিতে আরো পোস্টঃ ৯০% ছাড়ে টেন মিনিট স্কুলের ৯,৫০০ টাকার SSC Crush Course করুন মাত্র ৯,৫০ টাকায় হ্যাকস বান্ডলঃ একটির দামে ৩টি বই! আমার সাইটঃ The post অলসতাকে জয় করুন কাজ করুন আনন্দের সাথে (১ম পর্ব)🔥 appeared first on Trickbd.com. |
ব্যবহার করুন Spotify Premium একদম ফ্রি তে! বাংলাদেশে থেকেই।একদম সহজে। Posted: 16 Feb 2021 12:16 AM PST Spotify হলো বিশ্বের অন্যতম সেরা মিউজিক এপ। বিভিন্ন দেশে এর বৈধতা থাকলেও বাংলাদেশে নেই।অনেকেই অনেক মোড এপ্স ইউজ করেছেন। কিন্তু ভিপিএন কানেক্ট করার পরে প্রক্সি সার্ভার ডিটেক্ট করে। ফলে এপ্স এ প্রবেশ করতে পারেন না। আশা করি আজকের এপ্স এ কোনো সমস্যা হবে না। আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং অনেককে ব্যবহার করতে সাহায্য করেছি। মিউজিক লাভার দেরজন্য আজকে নিয়ে এলাম আপনাদের কাছে স্পটিফাই প্রিমিয়াম। তাও আবার একদম ফ্রি তে। আর ট্রিক বিডি তে এটি আমার প্রথম পোষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন। চলুন শুরু করা যাক প্রথমেই আপনাকে একটি VPN ডাউনলোড করতে হবে এবং USA Server সিলেক্ট করতে হবে। তারপর এই এপটি ডাউনলোড করুন।এখানে তারপর ভিপি এন অন থাকা অবস্থায় Continue with mail দিন।তারপর একটি ভ্যালিড মেইল বসিয়ে দিন। পাসওয়ার্ড দিন। তারপর নাম এবং জন্মতারিখ সিলেক্ট করুন। ব্যাস কাজ শেষ।এবার অটমেটিক লগ ইন হয়ে যাবে স্পটিফাই এ। একদম হাই কোয়ালিটির সাউন্ড পেতে সেটিংস থেকে Very High করে দিন।
বি:দ্র: স্পটিফাই এর লগ ইন পেইজে স্ক্রিনশট তোলা যায় না। তাই স্ক্রিনশট দিতে পারিনি।
অনেকের সাইন আপ এ সমস্যা হয়, যদি একাউন্ট খুলতে সমস্যা হয় আমাকে জানাবেন কাইন্ডলি। আমি একাউন্ট খুলে দিবো।
The post ব্যবহার করুন Spotify Premium একদম ফ্রি তে! বাংলাদেশে থেকেই।একদম সহজে। appeared first on Trickbd.com. |
খুব সহজেই এক মিনিটে তৈরি করুন Vector Art! শুধু মাত্র মোবাইল দিয়ে Posted: 16 Feb 2021 12:15 AM PST আসসালামু আলাইকুম, চলুন শুরু করা যাক, প্রথমে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে নিন। তারপর https://drive.google.com/file/d/189MTYGEWS2qcHyC8cwguWKMUtXAKOfZH/view?usp=drivesdk এই লিংক থেকে Photo Lab Pro Moded Version ডাউনলোড করে নিন। এ ক্ষেত্রে আপনার ছবিতে কোনো ফটোল্যাবের ওয়াটার মার্ক থাকবে না। এপ্স টি অপেন করুন। Search করুন ‘Vector’
তারপর এমন ইন্টারফেস আসবে। তারপর একটি প্রাইমারি ফটো সিলেক্ট করুন এবং তা অবশ্যই হতে হবে ভালো রেজুলেশনের ও উজ্জল। কিছুক্ষন লোড নিবে তারপর কয়েকটি স্যাম্পল পিক দেখাবে যেটা বেশি ভালো লাগে এবং ফেস এর সাথে এডজাষ্ট হয় সেটা সিলেক্ট করুন।
এবার আপনার ছবি রেডি শুধু ডাউনলোড করার পালা। ডাউ
ব্যাস আপনার ছবি রেডি। এবার মনে মনে আমাকে ধন্যবাদ দিন।
যা হোক এটি ছিলো একদম বিগিনার দের জন্য কিন্তু এটি মোটেও প্রফেশনাল লেভেলের কোনো এডিটিং না। তবে এই ছবিকে প্রফেশনাল লুক দিতে Picsart দিয়ে সুন্দর ফন্ট দিয়ে নাম লিখতে পারেন বা আপনার ফটোগ্রাফি লগো এড করতে পারেন যেমন টা আমি করেছি অনেক সময় ছবিতে Perfect Accuracy আসে না। সে জন্য আপনি সামান্য এডবি ড্র বা Picsart এর সাহায্য নিতে পারেন।
আজকের মত এ অবধিই ধৈর্য্য ধরে এতোক্ষন পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ। আর ট্রিকবিডির যাত্রায় একজনের নাম না নিলেই নয় তিনি হলেন সাকিব ভাই। ধন্যবাদ ভাই।
আল্লাহ হাফেজ। The post খুব সহজেই এক মিনিটে তৈরি করুন Vector Art! শুধু মাত্র মোবাইল দিয়ে appeared first on Trickbd.com. |
সোর্চ কোড ভিয়ু করার জন্য অসাধারণ একটা এপ্স। এখন সাইট হবে আরো আকর্ষণীয়! Posted: 16 Feb 2021 12:08 AM PST আমরা অনেকে ওয়েব সাইট তৈরি করতে চাই বা তৈরি করি এবং সেটা সঠিক কোড এর জন্য আমাদের মনের মত করতে পারি না।
মোট কথা , ভালো থাকবেন, The post সোর্চ কোড ভিয়ু করার জন্য অসাধারণ একটা এপ্স। এখন সাইট হবে আরো আকর্ষণীয়! appeared first on Trickbd.com. |
Posted: 16 Feb 2021 12:07 AM PST হ্যালো 1. hi2.in কাস্টম ডোমেইন ব্যবহারের ও সুবিধা আছে। [ চাইলে সেটা নিয়ে আরেকটা পোস্ট করতে পারি] তাহলে শুরু করা যাক। 🟧 এখন আসি কাস্টম নেইমের temp mail বানানো নিয়ে। কোন মেইল ডিলিট করতে চাইলে /id কমান্ড দিয়ে মেইলের পাশের /delete_xxxxxx কমান্ডে প্রেস করতে হবে। ভূল ত্রুটি মাফ করবেন The post [Must See] Unlimited Temporary Email জেনারেট করুন লাইফটাইমের জন্য Telegram এর মাধ্যমে। সাথে থাকছে কাস্টম নেম এর সুবিধা🔥 appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments