যাদের এন্ড্রয়েড ফোনের নেটওয়ার্ক 4G থাকা সত্তেও 2G বা 3G. হয়ে যায়, নিয়ে নিন সমাধান। |
- যাদের এন্ড্রয়েড ফোনের নেটওয়ার্ক 4G থাকা সত্তেও 2G বা 3G. হয়ে যায়, নিয়ে নিন সমাধান।
- পৃথিবীর মানুষ যদি সূর্যের উপর পানি ঢেলে দেয় তাহলে কি হবে ? আসুন সবাই জেনে নিই
- Live From Dhaka – বাংলাদেশের তৈরি আরেকটি মাস্টারপিস মুভির রিভিউ + ডাউনলোড লিংক
- ১৫ টি গ্রাফিক ডিজাইন কোর্স ডাউনলোড করুন একদম বিনামূল্যে!
- 70$ এর HBO MAX,6 Months Subscription নিয়ে নিন একদম ফ্রী তে।
- কি ভাবে কুরুলুস উসমান সিরিয়েল ডাউনলোড করবেন
- ক্রোম ব্রাউজার ব্যবহারে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলো গুগল
- [freefire PC] পিসির মেমু প্লেয়ার আর লাগ করবে না।শুধু এই সেটিংটা অন করুন (প্রব্লেম ফিক্স ৬০ এফপিএস)❤❤ 4 GB ram also work tricks
- সাদা কালো যেকোন ছবিকে রঙ্গিন করুন মাত্র কয়েক সেকেন্ডে।
যাদের এন্ড্রয়েড ফোনের নেটওয়ার্ক 4G থাকা সত্তেও 2G বা 3G. হয়ে যায়, নিয়ে নিন সমাধান। Posted: আসসালামুআলাইকুম। প্রতিবারের মতো আবারো আরেকটি ট্রিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেকের ফোনে ফোন আসলে বা বিভিন্ন কারনে ৪জি থেকে নেটওয়ার্ক ২জি বা ৩জি তে নেমে যায়। বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ। আজকে যে ট্রিক টা দেব, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। [ বিঃদ্রঃ যাদের এলাকায় 4G Vole নেই,তারা এই ট্রিকটা করলে নেটওয়ার্ক অনেক ভাল স্পীড পাবেন, কিন্তু যতক্ষন ট্রিকটা রাখবেন ততক্ষন হাই -স্পীডে নেট চলবে, কিন্তু আপনি কাউকে ফোন দিতে পারবেন না এবং আপনাকে কেউ ফোন দিতে পারবে না, তবে মেসেজ করা যাবে, 4G Vole এক্টিভ থাকলে ফোন ইনকামিং ও আউটগোইং হবে] এছাড়া ও আপনার ফোন নেট চলবে অনেক ফাস্ট স্পীডে। অনেক সময় দেখা যায়, আপনার ফোনের নেটওয়ার্ক ৪জি, কিছু ডাউনলোড দিলেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে নিচের লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিনঃ ডাউনলোড করা হয়ে গেলে এপ্সটি ওপেন করুন তার পর এখানে ক্লিক করুন তার পর এখানে ক্লিক করুন তার পর তার পর আপডেট এ ক্লিক করে দিন কাজ শেষ! এবার দেখুন হাই স্পীডে নেট চলবে। আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post যাদের এন্ড্রয়েড ফোনের নেটওয়ার্ক 4G থাকা সত্তেও 2G বা 3G. হয়ে যায়, নিয়ে নিন সমাধান। appeared first on Trickbd.com. |
পৃথিবীর মানুষ যদি সূর্যের উপর পানি ঢেলে দেয় তাহলে কি হবে ? আসুন সবাই জেনে নিই Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । কি হবে যদি সূর্যের উপর পানি ঢেলে দেওয়া যায় ?কি ঘটবে যদি একটি বিশাল বালতির এক বালতি জল সূর্যের উপর ছড়িয়ে দেওয়া যায়। বহু বছর পর সূর্যের তেজস্ক্রিয় তা ও আলো দুটোই শেষ হয়ে যাবে এটা নিশ্চিত কিন্তু প্রশ্ন হল আমাদের কি হবে আমাদের পৃথিবীর কি হবে আনসার টা খুবই সিম্পল মানবজীবন ও আমাদের পৃথিবীর দুটোয় মারা যাবে আর এই মৃত্যু হবে যন্ত্রণাদায়ক। তবে চিন্তার কোন কারণ নেই কারণ ভাগ্যবশত বা বলতে পারেন দুর্ভাগ্যবশত হিউম্যান অনেক আগেই ধ্বংস হয়ে যাবে যেহেতু আমরা দেখতে পাবো না তাহলে কি আমরা সূর্যকে একটু আগেই নিভিয়ে দেয়ার চেষ্টা করতে পারি না মানে আগুন নেভানোর জন্য যা আমরা করে থাকি আর কি আছে বিশাল এক বালতি জল যদি সূর্যের উপর ঢেলে দেওয়া যায় তাহলে কি ঘটবে। যদি সাধারণভাবেই আমি আপনাকে জিজ্ঞেস করি এমন কি আছে যা সূর্যকে নেভাতে পারে যদি আমরা সমস্ত সূর্যালোকে নেই যা আমাদের পৃথিবীতে প্রতিদিন পৌঁছায় তবে আমরা যা এনার্জি যা শক্তি পাব তা প্রায় 170 ট্রিলিয়ন কিলোওয়াট এত পরিমাণ এনার্জি এত পরিমান শক্তি আমাদের পৃথিবীতে হাজার হাজার বছর ধরে চালানোর জন্য যথেষ্ট। কিন্তু এটা কিছুই নয় সূর্য মোট যে এনার্জি তার চারিদিকে ছড়ায় সেটা আমাদের পৃথিবীতে পৌঁছায় এনার্জির ২ মিলিয়ন বেশি কিন্তু এত শক্তি এত এনার্জি সূর্য কোথায় ছড়ায় সাধারন আনসার মহাকাশে একবার ভাবুন এই শক্তি এই এনার্জিকে যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে পেট্রোলের দাম বাড়লো কিনা গ্যাসের দাম কমলো কিনা সে সমস্ত কিছু নিয়ে আমাদের কোন মাথাব্যাথাই থাকতো না এমনকি হয়ত ইলেকট্রনিক বিল ও আমাদের দিতে হতো না এবার এই সমস্ত ভাটের গল্প বাদ দিয়ে সাইনসে ফিরে আসা যাক রিলেটিভিটি থিওরি অনুযায়ী যদি কোন বস্তু থেকে শক্তি বা এনার্জি বেরিয়ে যায় তবে তার ভর কমতে থাকে সুতরাং সূর্য কিন্তু প্রতি সেকেন্ডে তার ভর বা বাংলা ভাষায় যাকে বলে ওজন হারাচ্ছে মোটামুটি চল্লিশ লক্ষ টন প্রতি সেকেন্ড মোদ্দা কথা হল সূর্যের ওজন কমছে। কারণ সূর্য পুড়ে যাচ্ছে মানে সূর্য থার্মো নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শক্তি উৎপাদন করছে সূর্য যদি পৃথিবীর মত সাইজের হতো তবে 50 হাজার বছরের মধ্যেই পুড়ে শেষ হয়ে যেত কিন্তু সূর্য পৃথিবী থেকে প্রায় 3 লক্ষ 50 হাজার গুণ বড় সুতরাং প্রতিদিন যদি 170 বিলিয়ন টন করে পড়ে তবে সূর্য প্রায় 10 মিলিয়ন বছর ধরে পড়তে পারে অর্ধেক সময় তো প্রায় হয়েই গেল। মানে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এখনো 5 বিলিয়ন বছর আছে ভাবার জন্য তারা কি করবে ওই ধ্বংসাত্মক ঘটনা থেকে বাঁচার জন্য না-না-না-না-না এত দেরি করা যাবে না তাই আমার মাথায় এলো যদি বড় এক বালতি জল সূর্যের ওপর ঢেলে ওটাকে নেভানো যায় তাহলে সবথেকে বড় সমস্যা হল বালতিটা খোঁজা যেটা আমার মনে হয় পাওয়া সম্ভব নয়। আচ্ছা ধরে নিচ্ছি বালতিটাও আছে আর সূর্যের উপর সেই জল ছড়ানোর প্রযুক্তি ও আছে কিন্তু কি হবে তারপর এর একুরেট উত্তর কোন এস্টোফিজিস্ট কি দিতে পারবে তাও কোন স্পেশাল সফটওয়্যার ব্যবহার করে কারণ এরকম ঘটনা প্রকৃতিতে আগে ঘটেনি আর ঘটবে বলে মনে হয়না নরমালি আমাদের পৃথিবীতে যদি কিছু করে তবে তার জলন প্রক্রিয়ায় করে। যার জন্য তিনটি প্রধান উপাদান প্রয়োজন ইন্দন, বাতাস ও উত্তাপ। যদি আমরা কোন জলন্ত জিনিসকে জল দিয়ে নেভায় তবে ওই জল ইনধোনের উপর একটি লেয়ার তৈরি করে যার ফলে আগুনটা নিভে যায় কিন্তু মহাকাশের ব্যাপারটা একটু আলাদা কারণ সেখানে বাতাস নেই জল থার্মো নিউক্লিয়ার ফিউশন আটকাতে পারবেনা সে আমরা যতই জল ব্যবহার করিনা কেন সূর্যকে নেভানো যাবে না যতক্ষণ ওর ফিউশন রিএকশন চলতে থাকবে। সোজাসুজি বললে সূর্য জলকেও কেউ পুড়িয়ে ফেলতে পারে সুতরাং যদি আমরা বড় বালতির এক বালতি জল সূর্যের উপর ঢালি সূর্য আরো উত্তপ্ত হয়ে উঠছে আরও ছয় গুণ উজ্জ্বল হয়ে উঠবে জলের মধ্যে 89 শতাংশ অক্সিজেন থাকে আর সূর্যের ঘনত্ব জলের থেকে প্রায় দেড় গুণ বেশি অতএব জলের আয়তন সমান সূর্যের আয়তন একসাথে মিশিয়ে 0.7 গুন ওজন বাড়িয়ে দেবে সূর্য। তার ফলে যে নতুন নক্ষত্রটা তৈরি হবে তা সূর্যের প্রায় দিগুণেরও বড়। তবে যাই হোক আমরা যতই পানি ঢালিনা কেন সূর্যকে আমরা নেভাতে পারবোনা। যত পানি ঢালবো সূর্য আগের থেকে আরো বেশি শক্তিশালী ও উত্তপ্ত হয়ে উঠবে। আর আমরা পৃথিবীর উপর দাড়িয়ে দেখবো এক নতুন সূর্যের জন্ম যা আগের থেকে আরো বড় আরো উত্তপ্ত। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post পৃথিবীর মানুষ যদি সূর্যের উপর পানি ঢেলে দেয় তাহলে কি হবে ? আসুন সবাই জেনে নিই appeared first on Trickbd.com. |
Live From Dhaka – বাংলাদেশের তৈরি আরেকটি মাস্টারপিস মুভির রিভিউ + ডাউনলোড লিংক Posted: Movie ► Live From DhakaDirected by Abdullah Mohammad SaadIMDb Rating ► 7.7/10 || Per. Rating ► 09/10Cast ► Mostafa Monwar & Tasnova Tamanna“এই বালের শহরে সবকিছুই উল্টাপাল্টা! ১২ মিলিয়ন মানুষ রাতদিন কুত্তার মতো একজন আরেকজনের সামনে পিছে ঘেউ ঘেউ করে। এত মানুষের ঘাম, রক্ত, আর গুয়ের গন্ধে আমার বমি আসে।” কথাগুলো এই সিনেমাটিই সংলাপ।একটা ৫০ mm’ লেন্স আর একটা মাত্র DSLR ক্যামেরা দিয়ে বানানো ৯৬ মিনিটের ব্ল্যাক এন্ড হোয়াইট ফরমেটের সিনেমাটি শুধু কোনো সিনেমা নয়। এ যেন আমার আপনার মত বিষণ্ণ নাগরিক মানুষদের মিথ্যে হাসি, অপ্রাপ্তি, ক্ষোভ, স্বপ্নের বিপরীতে দুঃস্বপ্ন বয়ে বেড়ানো ব্যস্ততার অযুহাতে উর্ধ্বশ্বাসে ছুটে চলা প্রত্যেকের পোট্রের্ট। বলছিলাম ২০১৯ সালে রিলিজ হওয়া একটা পুরোদস্তুর বাংলাদেশী ইন্ডিপেন্ডেন্ট সিনেমা “লাইভ ফ্রম ঢাকা” নিয়ে।Plot ► সিনেমাটির মূল গল্প সাজানো হয়েছে এমন ভাবে যার মূল চরিত্রে আছেন সাজ্জাদ নামের একজন মানুষ যে কিনা নিজের জীবনের প্রতি আশা হারিয়ে ফেলছে।ঠিক যেমনটা আশা হারিয়ে ফেলছে আমাদের এই প্রাণের শহর ঢাকা। আমাদের ঢাকা আর সাজ্জাদ কে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সিনেমা পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ৷ঢাকায় আর ৮-১০টা সাধারণ মানুষের মতোই সাজ্জাদ এর জীবনের স্ট্রাগলিং পিরিয়ড দেখানো হয়েছে। হঠাৎ করেই যেমন এই শহরের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়।তেমনি একদিন সাজ্জাদ এর ভাগ্যে নেমে আসে দুর্যোগের ঘনঘটা শেয়ার বাজার ধ্বংসের ফলে দুই কুলই হারিয়ে ফেলে সাজ্জাদ। এরই মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে প্রেমিকার প্রেগনেন্ট হওয়ার খবর। বিভিন্ন মানুষের কাছে লোন নেয়া টাকা কিভাবে পরিশোধ করবে।প্রেমিকাকেই তিনি কীভাবে সামলাবো কিংবা তার নিজের জীবন কে তিনি কিভাবে আগের মতো সামলাবে। এতো প্রশ্নের উত্তর খুঁজে পেতে অক্ষম সাজ্জাদ সিদ্ধান্ত নেয় রাশিয়া পাড়ি জমানোর। কিন্তু এত সংকটের মাঝে তিনি রাশিয়া যেতে পারে কি পারে না। তারই গল্প দেখানো হয়েছে এই Live From Dhaka সিনেমাটিতে।কিন্তু এই শহর কি তাকে পালাতে দেবে নাকি জীবনের থেকে পালানো যায়? এই প্রশ্নের উত্তর জানতে হলে এখুনি দেখে ফেলুন ৯৬ মিনিটের ব্ল্যাক এন্ড হোয়াইট ফরমেটের এই ফিল্মটি!Personal Feeling ► এই গোটা সিনেমাটি জুড়েই উপলব্ধির স্তরটি ছিলো প্রচন্ড গভীর। প্রতিটা মানুষই এই সিনেমার কিছু কিছু অংশে তার নিজের জীবনের মিল খুঁজে পাবেন। লো লাইটের ধূসর সিনেমাটোগ্রাফি আর কাঁপাকাঁপা স্ক্রিন ট্রানজিশনে হঠাৎ হঠাৎ আসা নয়েস গল্পটাকে করে তোলে আরো বাস্তবিক।আসলেও কি বাস্তব নয়? জানার জন্য সিনেমাটা দেখা জরুরি। আমরা কথায় কথায় বলি বাংলায় ভালো সিনেমা হয়না। অথচ শুধু মাত্র ডেডিকেশন আর একটা গতানুগতিক ধারার বাইরে স্ক্রিপ্ট হলে খুব লো বাজেটে ও তৈরি হতে পারে #LiveFromDhaka মত কিছু অসাধারণ সৃষ্টি।Final Verdict ►আমি ব্যক্তিগতভাবে মনে করি “Live From Dhaka” সিনেমাটি শুধু গত কয়েক বছর নয়। বাংলাদেশের বিগত ২০ বছরের মধ্যে শ্রেষ্ঠ নির্মাণ এটি! এবং এক কথায় A true Masterpieceমুভিটি দেখতে চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন:Click Here To Downloadযারা ডাউনলোড করতে পারেন না, তারা দয়া করে এই ভিডিও দেখে নিন।#Note ► এই সিনেমাটি ২০১৬ সালে ২৭তম সিংগাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে। ৫২টি দেশের শতাধিক সিনেমার সাথে প্রতিযোগিতা করে শ্রেষ্ঠ নির্মাতা জন্য আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং একইসাথে শ্রেষ্ঠ অভিনয় শিল্পীর ক্যাটাগরিতে পুরষ্কার জিতে নেন মোস্তফা মনোয়ার।The post Live From Dhaka – বাংলাদেশের তৈরি আরেকটি মাস্টারপিস মুভির রিভিউ + ডাউনলোড লিংক appeared first on Trickbd.com. |
১৫ টি গ্রাফিক ডিজাইন কোর্স ডাউনলোড করুন একদম বিনামূল্যে! Posted: গ্রাফিক বলতে আমরা সহজে যা বুঝি তা হচ্ছে ড্রইং বা আঁকাঝোকা করা। তবে ঠাস করে ফটোশপ নিয়ে বসে পড়লেই গ্রাফিক ডিজাইনার হওয়া যায় না। গ্রাফিক ডিজাইনার হতে হলে কিছু নির্দিষ্ট পন্থা অবলম্বন করে ধাপে ধাপে বেশ কয়েকটা জিনিস শিখতে হবে। গ্রাফিক্স ডিজাইন শিখে কি হবে?আপনি হয়তো জানেন, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে অনলাইন জগতের এক বিরাট সম্ভাবনাময় সেক্টর। প্রতিনিয়তই এর চাহিদা বাড়ছে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অন্যতম টাইটেল হলো গ্রাফিক্স ডিজাইন। অনলাইনের কথা বাদ দিয়ে যদি আমরা একটু অফলাইনের দিকে তাকাই, তাহলে আপনি দেখতে পাবেন নানা ধরনের সাইনবোর্ড, ব্যানার, বিলবোর্ড, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, স্কুল/কলেজ/মাদ্রাসা/ ইত্যাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ গ্রাফিক ডিজাইনাররাই করেন। যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান বা সদ্য শেখা শুরু করেছেন তাদের জন্য আজকের এই পোস্টটি অনেক হেল্পফুল হবে আশা করছি। আজকের এই পোস্টে কয়েক হাজার টাকা মূল্যের ১৫ টি গ্রাফিক ডিজাইন কোর্স এর ফ্রী ডাউনলোড লিংক পেয়ে যাবেন। কী কী থাকছে এই কোর্সগুলোতে01. Basics of Graphic Design 02. Graphic Design Basics Core Principles for Visual Design 03. Color Theory Basics for Graphic Designers – Creating Color Palettes 04. Getting Started with Adobe Illustrator Learn Through Projects! 05. Photoshop for Entrepreneurs – Design 11 Practical Projects 06. Logo Design Mastery- The Full Course 07. Graphic Design for Digital – A Social Media Campaign 08. Infographic Design- Create Compelling Graphics from Facts and Data 09. Create A Food Package Design – A Graphic Design Project for Beginners 10. Layout Design Theory – Create Strong Designs 11. Master Typography Basics Anatomy, Phrases, Paragraphs and Logos 12. Natural Light Portrait Retouching in Photoshop – Start to Finish 13. The Personal Branding Process for Creative Freelancers 14. Adobe Illustrator Crash Course 15. Adobe Photoshop CC for Beginners “এবং”
File Name: Graphic Design Course File Size: 20.65 GB Course Lang: English ২০ জিবির এই ফাইলটি আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। ফাইলটি যিনি পাবলিশ করেছেন তার নাম জানা নেই বিধায় ক্রেডিট দিতে পারছি না। এজন্য আমি অত্যন্ত দুঃখিত। আপনারা যদি নিজেদের ব্লগে এই কোর্স টি শেয়ার করতে চান তাহলে দয়া করে ট্রিকবিডি’র ক্রেডিট দিয়েন। লেখায় কোনো ভুল থাকলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন। ধন্যবাদ। The post ১৫ টি গ্রাফিক ডিজাইন কোর্স ডাউনলোড করুন একদম বিনামূল্যে! appeared first on Trickbd.com. |
70$ এর HBO MAX,6 Months Subscription নিয়ে নিন একদম ফ্রী তে। Posted: 70$ এর HBO MAX,6 Months Subscription নিয়ে নিন একদম ফ্রী তে।অফার টি নেয়ার জন্যে প্রথমে যেকোন vpn এর usa server কানেক্ট করুন। তারপর নিচের লিংকে ক্লিক করে একাউন্ট creat করে ফেলুন। তারপর নিচের সাইট এ গিয়ে কোড:522158012300 কোড টি paste করে genarate এ ক্লিক করে genarate হওয়া সিসি গুলা কপি করুন। তারপর নিচের সাইট এ গিয়ে কপি করা সিসি paste করুন। তারপর live সিসি কপি করুন। এরপর HBO MAX এ ফেরত গিয়ে নাম,সিসি,date,cvv,zip(10080) দিয়ে start subscription এ ক্লিক করুন। ধন্যবাদ। The post 70$ এর HBO MAX,6 Months Subscription নিয়ে নিন একদম ফ্রী তে। appeared first on Trickbd.com. |
কি ভাবে কুরুলুস উসমান সিরিয়েল ডাউনলোড করবেন Posted: প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।কুরুলুস উসমান বাংলা ডাডিং নিয়ে একটা পোষ্ট করছিলাম অনেকে কমেন্ট করছে কি ভাবে ডাউনলোড করব আজ দেখাব কি ভাবে কুরুলুস উসমান ডাউনলোড করবেনপ্রথমে Play store থেকে এই এপ্স ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এপ্স ওপেন করে লগিং করলেই হোম পেইজে সিরিয়েল গুলো দেওয়া রয়েছে দেখতে পারেন। যে কোন সিরিয়েল অপেন করলে ডাউনলোড করার জন্য বলবে ডাউনলোড করে দেখতে পারবেন যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টিবিঃদ্রঃ – কোন ভূল হলে জানাবেন এবং ছোট ভাইয়ের দৃষ্টিতে দেখবেন। আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।ধন্যবাদ। The post কি ভাবে কুরুলুস উসমান সিরিয়েল ডাউনলোড করবেন appeared first on Trickbd.com. |
ক্রোম ব্রাউজার ব্যবহারে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলো গুগল Posted: বর্তমান বিশ্বে ক্রোম একটি জনপ্রিয় ব্রাউজার। জনপ্রিয় এই ব্রাউজারটি তাদের সেবার হালনাগাদ করছে। ইন্টারনেটের নিরাপত্তা যেমন দিন দিন বাড়ছে তেমনি হ্যাকাররা তারা তাদের কৌশল পরিবর্তন করছে আর খুজে বের করছে দুর্বলতা। আর এই দূর্বলতার সুযোগে হ্যাকাররা তথ্য চুরি করে থাকে। আমাদের অনেকের একটি অভ্যাস হচ্ছে আমরা আপডেট এরিয়ে যাই।যা মোটেও ভালো নয়। প্রতিষ্ঠান গুলো তাদের দুর্বলতা ইম্প্রুভ করে বা সেবার মান উন্নয়ন করে আপডেট করে। কিন্তু আমরা কোনো কারনে আপডেট করি না। যার ফলে আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এক ব্লগ পোস্টে গুগল বলেছে, আমরা যেন ক্রোম ব্রাউজারের নতুন আপডেট এড়িয়ে না যাই নিরাপত্তার কথা ভেবে। তাই আমাদের সবার নিরাপত্তার কথা ভেবে ক্রোম ব্রাউজারকে আপডেট করা উচিৎ। নিচের আমার সাইট লিংক দেওয়া হলো অনুরোধ রইলো ঘুরে আসার। আমার সাইটঃ আমার ট্রিকবিডিতে আরো পোস্টঃ ৯০% ছাড়ে টেন মিনিট স্কুলের ৯,৫০০ টাকার SSC Crush Course করুন মাত্র ৯,৫০ টাকায় হ্যাকস বান্ডলঃ একটির দামে ৩টি বই! The post ক্রোম ব্রাউজার ব্যবহারে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলো গুগল appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
পোস্টে বেশি কথা বলব না। চলুন সরাসরি কাজে লেগে পরি।
minimum Requirement1/intel core i3 3rd generation 2/8 gb ram but if your ram 4 gb then watch this video…work it
এই সেটিংটি কম্পিউটার এর BIOS মোড থেকে অন করতে হয়…। BIOS মোডে কিভাবে ঢুকবেন????? কম্পিঊটার চালু কিংবা রিস্টারট করার সময় প্রথম ৩ সেকেন্ডের ভেতরে মাদারবোর্ডের নাম উঠলেই F1 অথবা DEL বাটন চাপুন। তাহলেই দেখবেন নতুন একটি স্ক্রিন আসবে।
কি কঠিন লাগছে? সমস্যা নেই আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল রেডি তারপর কি করবেন? স্ক্রিনশট ফোলো করেন After open the ADVENCED MODE go to ADVANCE then click CPU CONFIGUARATION > Intel Virtualzation Technology Disabled TO Enabled (Enable it). Exit Save changes And exit
এখন থেকে আর লাগ করবে না। যেকোনো ইমুলেটর আরামছে চলবে। কিভাবে ৪ জিবি রামে গেম খেলবেন?সেটাও ভিডীওতে বলে দিছি কিন্তু পোস্টে করতে পারলাম না কারন পোস্টি অনেক বড়ো হয়ে যেতো।
না বুঝে থাকলে ভিডিওটি দেখে আসুন এবং সাবক্রাইব করতে মন চাইলে করে আসুন
DhonnobadThe post [freefire PC😋] পিসির মেমু প্লেয়ার আর লাগ করবে না🤩।শুধু এই সেটিংটা অন করুন (প্রব্লেম ফিক্স ৬০ এফপিএস)❤❤ 4 GB ram also work tricks🎈🎈 appeared first on Trickbd.com. |
সাদা কালো যেকোন ছবিকে রঙ্গিন করুন মাত্র কয়েক সেকেন্ডে। Posted: হ্যালো ভাই ব্রাদার্স তো আজকে আমি যে ট্রিকস টা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে সাদা কালো যে কোন ছবি কে রঙ্গিন করবেন। আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য – * কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। * আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান। আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন। আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না। আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেইসবুকে। The post সাদা কালো যেকোন ছবিকে রঙ্গিন করুন মাত্র কয়েক সেকেন্ডে। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments