Search box..

মুক্তির পথ ইসলাম পিডিএফ বই | Mukhtir Poth islam pdf book

মুক্তির পথ ইসলাম পিডিএফ বই | Mukhtir Poth islam pdf book


মুক্তির পথ ইসলাম পিডিএফ বই | Mukhtir Poth islam pdf book

Posted:

মুক্তির পথ ইসলাম এটি একটি ইসলামিক বই।
লেখক আব্দুস শহীদ নাসিমের অসাধারণ একটি বই বলে মনে করি এটা।
বইটিতে ১৬ টি অধ্যায় রয়েছে।

১। অধ্যায়ঃ শান্তি মুক্তি ও ইসলাম
এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে, শান্তির উৎস নিয়ে।
শান্তির উৎস একমাত্র আল্লাহ তায়ালা।
শান্তি ও মুক্তি দিতে পারে একমাত্র যে আমাদেরকে নিজহাতে সৃষ্টি করেছে তার কাছেই রয়েছে সকল শান্তি তার কুরআন মানলেই হবে আমাদের শান্তি ও মুক্তি।

২। অধ্যায়ঃ মুক্তির মহাসনদ আল কুরআন
একমাত্র যতো বই রয়েছে তার মধ্যে একমাত্র আল কুরআন ই একমাত্র নির্ভুল বই।
আল্লাহ তায়ালা নিজে বলেছেন আমার এ বইয়ে কোনো ভুল নেই। সুতরাং এ বই মেনে জীবন যাপন করলেই আমাদের মুক্তি মিলবে।

আল কুরআনে রয়েছে দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভের ও সফল হবার সব রাস্তা বাতলে দিয়েছেন।

৩। অধ্যায়ঃ মুক্তির পথ এক আল্লাহর ইবাদত
আমরা যেখানেই থাকি কাঠের ঘরে কিংবা বিল্ডিয়ের ঘরে ঘরটার একজন তৈরিকারক তো রয়েছে, আপনাআপনি তো আর ঘর তৈরী হয়নি।
আমার কোথা থেকে আসলাম? আমাদের কে তৈরী করলো?
আমরা তো আর আপনাআপনি টুপ করে পৃথিবীতে আসি নাই।
আমাদের একজন সৃষ্টিকর্তা রয়েছে সে হল আল্লাহ তায়ালা।

সেই আল্লাহর ইবাদত করতে হবে।

৪। অধ্যায়ঃ ঈমান
তাকদিরের প্রতি ঈমান।
আমাদেরকে আমাদের ভাগ্যের উপরে বিশ্বাস করতে হবে, একটা বিপদ আপদ হলে ধৈর্য ধারন করে তাকদিরের উপর বিশ্বাস রাখতে হবে।

ঈমানের পরিচয়, একটা লোকের ঈমান আছে কিনা তার পরিচয় কি তার মধ্যে কি গুনাবলী বিধ্যমান থাকবে।
ইত্যদি ইত্যদি।

৫। অধ্যায়ঃ ইসলাম
ইসলাম কি?
মুসলিম কে?
মুনাফিক, কাফের কে?
ইসলাম জানার উপায় কি?
এসব নিয়েই এ অধ্যায়ে রয়েছে।

বইটিতে ১৬ অধ্যায় রয়েছে, সবগুলো অধ্যায় নিয়ে সংক্ষেপে লিখতে পারলাম না।
আপনারা পড়ে নিবেন।

বইটির সূচিপত্রের স্কিনসটঃ




বইয়ের নামঃ মুক্তির পথ ইসলাম।
বইয়ের লেখকঃ আবদুস শহিদ নাসিম।
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬৮ টি।
বইয়ের ধরনঃ ইসলামিক বই।
পিডিএফ সাইজঃ ৬ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃমুক্তির পথ ইসলাম

পোস্ট টি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে Purepdfbook.com

The post মুক্তির পথ ইসলাম পিডিএফ বই | Mukhtir Poth islam pdf book appeared first on Trickbd.com.

আপনি কি বেকার…? কোন কাজ পাচ্ছেনা…? তাহলে ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং ও হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

ডিজিটাল মার্কেটিং

বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি তথ্যপ্রযুক্তি দিনকে দিন উন্নত হচ্ছে। তথ্যপ্রযুক্তি উন্নতির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এর গ্রাহক সংখ্যা। মোবাইল ফোন একটি জনপ্রিয় ডিভাইস যায় সাহায্যে আমরা অনেক কিছু ঘরে বসেই কাজ করতে পারছি।অন্যের সাথে যোগাযোগসহ আর অনেক কাজ করছি।বর্তমানে অনলাইন ভিত্তিক কর্মসংস্হান দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক যুগের কাজ গুলো যেন অনলাইনকে কেন্দ্র করেই।

সবাই এখন ঘরে বসেই অনলাইনে কাজ করে ইনকাম করছে।বিশেষ করে যায় শিক্ষার্থী তারা এখন বেশির ভাগই অনলাইন কাজ করে তাদের পড়াশোনা খরচ চালিয়ে যাচ্ছে। আপনি চাইলে অনলাইন কাজ করতে পারেন। অনলাইন আপনি অনেক কাজ দেখতে পারবেন। বর্তমানে যে কাজটি সবাই করছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

আপনারা হয়তো অনেকেই এই ডিজিটাল মার্কেটিং এর কথা শুনেছেন।ডিজিটাল মার্কেটিং এমন একটি কাজ যায় মাধ্যমে আপনি আপনারা অভিজ্ঞতা সবার কাছে শেয়ার করতে পারবেন। আপনি যে বিষয় পারদর্শী সেই বিষয় নিয়ে কাজ করতে পারেন।তো চলুন বিস্তারিত জানা যাক ডিজিটাল মার্কেটিং সম্পর্কে।

ডিজিটাল মার্কেটিং কি?

আমরা যখন কোন কাজ শুরু করি তখন কিন্তু সেই কাজ সম্পর্কে মানুষ বেশি কিছু জানতে পারেনা। যেমন ধরেন আপনি একটি ব্যবসা শুরু করলেন কিন্তু সেই ব্যবসা সম্পর্কে খুব কম মানুষ জানে। আপনি কি কেনা বেচা সেটা শুধু আপনার স্হানীয় লোকজন জানে। এতে করে আপনি আপনার ব্যবসা ভালো উন্নতি করতে পারছেনা।

এখন যদি আপনি সেই একই ব্যবসা ডিজিটাল মাধ্যমে মানে অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে করেন তাহলে আপনি অনেক কাস্টমার পাবেন এবং আপনার ব্যবসা আস্তে আস্তে বৃদ্ধি পাবে বেশি মানুষ আপনার ব্যবসা সম্পর্কে জানবে এতে করে আপনার পরিচয়টা সবাই জানতে পারব। আপনার সম্পন্ন কাজটা হবে অনলাইনে। এতে করে আপনি আর আপনার স্হানীয় গন্ডির মধ্যে থাকলেনা সারা পৃথিবী মানুষ সামনে আপনার ব্যবসা প্রচার করলেন।

এবার জানা যাক ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ সম্পর্কে

ডিজিটাল মার্কেটিং করার জন্য অনেক জায়গা রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জায়গা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM), কন্টেন্ট সৃষ্টি করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন, ভাইরাল মার্কেটিং, ইমেইল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এই রকম আরো অনেক জায়গা রয়েছে কাজ করার জন্য।

ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং কেমন এবং এর গুরুত্ব:

বর্তমানে সারাবিশ্বে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়া কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার হচ্ছে মতো যেকোনো সময় কাজ করতে পারবেন। বিশেষ করে যুব সমাজের যারা বেকারত্বের সমস্যায় আছেন তারা চাইলে নিজের জীবন পরিবর্তন করে ফেলতে পারে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে।কারণ এই ডিজিটাল মার্কেটিং শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বে যেকোনো দেশের কাজ করে দিতে পারবেন যেকোনো সময়।

আমরা এখন Facebook, YouTube এসব সম্তা সোশাল মিডিয়ার পিছনে নিজেদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছি। আমরা যে সময় এসব বাজে কাজে নষ্ট করছি এই সময় যদি এই ডিজিটাল মার্কেটিং এর কাজ করি তাহলে অনেক টাকা ইনকাম করা সম্ভব। সারা দিন ফেসবুকে এর ছবিতে লাইক দেওয়া তার ছবিতে কমেন্ট করা এসব করে কি লাভ সেকি আপনাকে টাকা দিবে নাকি আপনার পড়াশোনার খরচ চালিয়ে দেব।

আপনার পড়াশোনা জন্য যে টাকা লাগে সেটা আপনাকেই ইনকাম করতে হবে আর পড়াটা আপনাকেই পড়তে হবে অতএব এই সব ফালতু সোশ্যাল মিডিয়ায় পিছনে সময় নষ্ট করে কোন লাভ নাই। নিজের কাজ নিজেকেই করতে হবে। তাই এখন থেকে যদি একটু একটু করে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন তাহলে সেটা কাজে দেবে।আর অনলাইনে কোন কাজ শিখে রাখলে সেটা কখনো বৃথা যায়না।

অতএব ফেসবুকে সারাদিন অন্যের ছবিতে লাইক কমেন্ট না করে এখানে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারেন। এটিও ডিজিটাল মার্কেটিং এর একটি সেক্টর ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর কাজে আপনি দক্ষ হতে পারলে অবশ্যই এখান থেকে টাকা উপার্জন করতে পারবেন।

সময়ের পালাবদলে সাধারণ মানুষ ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং ইত্যাদির পিছনে টাকা খরচ করে নিজের ব্যবসার প্রচার করেই চলেছে। ডিজিটাল মার্কেটিং এর অন্যতম আর ও একটি সেক্টর হচ্ছে এসইও।এখানে ব্যক্তিগত ওয়েবসাইট, প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট, ব্যবসায়ীক ওয়েবসাইট খুলছে আর সেইসব ওয়েবসাইটের জন্য ভিজিটর অনেক দরকার। কারণ ভিজিটর না থাকলে ওয়েবসাইট চলে না তাই এখানে ডিজিটাল মার্কেটিং এর কাজ রয়েছে।

ভিজিটর কে অর্গানিকভাবে গুগল থেকে নিজের ওয়েবসাইটে আনার জন্য এসইও জরুরি,এসইও ফ্রেন্ডলি কনটেন্ট জরুরি। এই এসইও ডিজিটাল মার্কেটিং এর একটি সেক্টর।ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কিংবা ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং কেমন তা বলে শেষ করা যাবে না। তাই ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিংও হবে অন্যতম একটি পেশা।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আপনি কি বেকার…? কোন কাজ পাচ্ছেনা…? তাহলে ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং ও হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা appeared first on Trickbd.com.

ভালবাসার গালি- ইসলামিক শিক্ষামূলক গল্প

Posted:

ভালবাসার গালি,ইসলামিক শিক্ষামূলক গল্প

জনৈক ব্যক্তি কোন এক পীরের মুরীদ ছিল। সে এক গায়েবী আওয়াজ শুনতে পেল, "ইবাদত যতই করুক না কেন ? কোন লাভ হবে না। কাফের হয়ে মারা যাবে।" এ কথা শ্রবণহেতু, অজ্ঞানও ভীষণ অস্থির হয়ে পড়ল। হবে নাইবা কেন? অস্থির হওয়ারই কথা। ভীত বিহ্বল হয়ে তৎক্ষণাত তার পীর সাহেবের দরবারে উপস্থিত হলো। আল্লাহু আকবার বাস্তবিকই পীর আল্লাহর রহমত। অনেক বড় রহমত। এই মুরীদ বেচারা তো সীমাহীন অস্থিরতা ও হতাশাগ্রস্ত হয়ে উপস্থিত হয়েছিল। কিন্তু পীর সাহেব হেসে জবাব দিলেন, মিয়া নিশ্চিন্ত থাক। কোন ব্যাপারই নয়। ভালবাসার অভিনয় প্রেমাস্পদ তার প্রেমিকদেরকে বিরক্ত করে থাকে। ভাল মান্দ বলে থাকে। এটাই স্বাভাবিক। ওসব বলতে দাও মিয়া। কোন পরোয়া করো না। তোমার কাজ তুমি করে যাও। পীর সাহেবের এই কথা শোনার পর তার অস্থিরতা দূরীভূত হলো এবং পূর্ণ সান্ত্বনালাভ করল। অতঃপর তার কাশফও বন্ধ হলো।

ফায়দাঃ এতো ছিল কেবলমাত্র একটা পরীক্ষা। তবে যদি কেউ বলে, ‘নাউযুবিল্লাহ’ আল্লাহতাআলা মিথ্যা বলেছেন কি ? তাহলে শুনুন, আল্লাহতাআলা মিথ্যা বলেননি। তিনি বলেছেন, তুমি কাফের হয়ে মারা যাবে। আর অস্ফুটস্বরে বলেছেন, যদি আমার রহম না হয়। মিথ্যা হলো কোথায়? ভালো লাগলে আমার টেকব্লগবিডি সাইটটা দেখে আসতে পারেন 👉 TechBlogBD.Net

The post ভালবাসার গালি- ইসলামিক শিক্ষামূলক গল্প appeared first on Trickbd.com.

Picsart Gold নিয়ে নিন একদম ফ্রি তে ।। Picsart Gold subscription bin

Posted:

Picsart Gold নিয়ে নিন একদম ফ্রি তে ।। Picsart Gold subscription bin

Picsart Gold subscription নেয়ার জন্য picsart
ওয়েবসাইটে signup করুন বা একাউন্ট থাকলে লগইন করুন।

তারপর Namsogen এ গিয়ে এ নিচে দেয়া বিন টি জেনারেট করে কপি করুন।

বিন: 552230032xxxxxxx

এরপর mrchecker এ গিয়ে কপি করা বিন টি পেস্ট করে, জকনো একটি লাইভ সিসি কপি করুন।


এরপর picsart এ ফেরত গিয়ে start free trial এ ক্লিক করলে যে পেজটি ওপেন হবে সেটিতে সিসি,ডেট,cvv, ও বিলিং অ্যাড্রেস দিয়ে start free trial ক্লিক করুন।




কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন।

Telegram: ads premium

ধন্যবাদ।

The post Picsart Gold নিয়ে নিন একদম ফ্রি তে ।। Picsart Gold subscription bin appeared first on Trickbd.com.

ফ্রি Download করুন WordPress Premium Template সাথে License Key

Posted:

সর্বমোট 24টি Premium Theme দেয়া হয়েছে একই File এ। File name google e Search করে Themeগুলোর Demo দেখে নিতে পারেন, আমি শুধুমাত্র 5টির Demo দেখালাম:-

 

29$ antidote-physical-therapy-medical-clinic-theme
Watch Live preview On Themeforest

39$ Mifo – Creative Minimal Portfolio WordPress Theme
preview 

 

39$ Royal – Responsive One Page Parallax WordPress Theme
Preview

 

39$ Sentobar – Barbershop WordPress Theme
Preview 

39$ Angora – Responsive One Page Parallax WordPress Theme
Preview

 

Download All 24 Template

Yandex Drive 

 

Mail me-
dex477604@gmail.com

The post ফ্রি Download করুন WordPress Premium Template সাথে License Key appeared first on Trickbd.com.

Spotify অফিসিয়ালি আসছে বাংলাদেশে :)

Posted:

আমরা অনেকদিন ধরে অনেক ঝামেলা করে স্পটিফাই চালাতাম

কিন্তু এখন আর Problem নেই! কারণ Spotify বলেছে যে খুব দ্রুত তারা বাংলাদেশে আসছে!

তারা তাদের Twitter এহ এই Tweet টা করে

 

এখন Twitter #spotifyfinallyinbangladesh ট্রেনড করছিল

 

তহ এই ছিল পোস্ট এহ এখন আমাদের দেশেও Spotify আসছে 🙂

 

Post is way too short sorry  : (

The post Spotify অফিসিয়ালি আসছে বাংলাদেশে :) appeared first on Trickbd.com.

মটোরোলা মোবাইল সম্প্রতি লো বাজেটের দুর্দান্ত ফোন নিয়ে এসেছে Motorola Moto E7 Power

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Motorola Moto E7 Power

মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি।মটোরোলা মোবাইল সম্প্রতি কয়েকটি লো বাজেটের অসাধারণ ফোন নিয়ে এসেছে। দামে কম হলেও এই ফোনগুলো হয়েছে দুর্দান্ত। মটোরোলা এবার তার নতুন মোবাইল সংযোজন করতে চলেছে এই ফোনটি ও হবে লো বাজেটের এবং ফোনটি হল মটোরোলা মোটো ই ৭ পাওয়ার। চলুন দেখে আসা যাক এই মোবাইলটির স্পেসিফিকেশন।

ফোনের নামঃ Motorola Moto E7 Power

প্রথম রিলিজঃ ১৯ ফেব্রুয়ারি ২০২১

ফোনের কালারঃ Tahiti Blue, Coral Red

ডিসপ্লেঃMotorola Moto E7 Power এর ডিসপ্লের সাইজ ৬.৫১ ইঞ্চি। রেজুলেশন রয়েছে 720 x 1600 pixels IPS LCD 380 nits (typ) রয়েছে।

পিছনের ক্যামেরাঃ পিছনের দুটি ক্যামেরা রয়েছে।প্রথমটি 13 MP, f/2.0, 26mm (wide), 1/3.1″, 1.12µm, PDAF
দ্বিতীয় ক্যামেরা 2 MP, f/2.4, (macro) আর এগুলোর মধ্যে পাবেন LED flash, HDR, panorama ভিডিও রেকর্ডিং হবে 1080p@30fps

সামনের ক্যামেরাঃ সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 5 Megapixel f/2.2, 27mm (wide), 1.12µm এবং ফিউচার গুলো রয়েছে HDR আর ভিডিও রেকর্ডিং 1080p@30fps

ব্যাটারিঃMotorola Moto E7 Power এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (Non-removable) এবং 10W Fast Charging

Performance: Motorola Moto E7 Power এর Operating System রয়েছে Android 10। চিপসেট রয়েছে মিডিয়াটেক হেলিও জি 25 (12 এনএম)।। প্রসেসর রয়েছে অক্টা-কোর (4×2.0 গিগাহার্টজ কর্টেক্স-এ 53 এবং 4×1.5 গিগাহার্টজ কর্টেক্স-এ53)

স্টোরেজঃ Motorola Moto E7 Power ফোনের ইন্টারনাল মেমোরি রয়েছে 32GB 2GB RAM, 64GB 4GB RAM

সিকিউরিটিঃফিঙ্গারপ্রিন্ট (রিয়ার-মাউন্ট করা), অ্যাকসিলোমিটার, প্রক্সিমিটি

দামঃMotorola Moto E7 Power মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে ৯,৩৪৫ টাকা মাত্র।

Highlight

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post মটোরোলা মোবাইল সম্প্রতি লো বাজেটের দুর্দান্ত ফোন নিয়ে এসেছে Motorola Moto E7 Power appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments