শেষ বিচারের কঠিন দিনে মুক্তি যদি পেতে চাও! |
- শেষ বিচারের কঠিন দিনে মুক্তি যদি পেতে চাও!
- ঘরে বসে প্রাকৃতিক উপায়ে দাঁতের ব্যাথা কমানোর উপায় দেখে নিন,কাজে লাগবে।
- মানুষের চিরশত্রু শয়তান পিডিএফ বই | Manuser Cirosotru Soytan Pdf Book
- অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে সহজ ও সেরা ৩ টি উপায় । কেও মিস করবেন না।
- কম্পিউটারে আমার জানা মতে ৪ টি ওয়েতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন – Computer Internet Use
- Animated ও Static Discord Avatar Create করুন ফ্রিতেই
- আপনার অজান্তেই এসব গুনাহ করছেন নাতো। যে সব গুনাহ তাওবা করার পরও মাফ হবেনা
- ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে যেকোন লেখাকে বাংলায় অনুবাদ করুন,অসাধারণ একটি ট্রিক।
- 100+ Premium Blogger template ডাঊনলোড করুন ফ্রিতেই
- কীভাবে ব্লগে প্রাইভেসি পলিসি পেজ তৈরি করতে হয় দেখে নিন। [Must See]
শেষ বিচারের কঠিন দিনে মুক্তি যদি পেতে চাও! Posted: পৃথিবী থেকে অনন্ত আকাশ পর্যন্ত যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় এবং একটা পাখি যদি ৭০.০০০ বৎসর পর পর একটি করে দানা নিয়ে যায় এমন একটি দিন আসবে এই মহা শূন্যর সরিষার দানা শেষ হয়ে যাবে কিন্তু মৃত্যুর পরে যে জীবন সেই জীবনের আর শেষ নেই। সেই অনন্ত জীবনের জন্য মানব জাতির জন্য রহিয়াছে দুইটি ঠিকানা একটি সুখের ঠিকানা এবং একটি দুঃখের ঠিকানা। সুখের ঠিকানা হবে স্বর্গ এবং দুঃখের ঠিকানা হবে নরক। সুখের ঠিকানায় স্বর্গবাসী ভোগ করবে অনন্ত স্বর্গীয় সুখ এবং দুঃখের ঠিকানায় নরকবাসী ভোগ করবে অনন্তকাল নরক যন্ত্রণা তাহার কোন শেষ নেই। তাই সাধক বলেন, হে মানব জাতি তোমার জীবনের যে সামান্য কয়টি দিন বাকী আছে ইহার ভেতরই তোমাকে করে নিতে হবে পর জগতের সুখের ঠিকানার ব্যবস্থা। অতীতে যা করেছ তোমার হৃদয়ের খাতায় লিপিবদ্ধ আছে। ভাল যা করেছ তাহার জন্য শোকর গুজার কর এবং খারাপ যা করেছ তাহার জন্য অনুশোচনা কর এবং মাবুদের নিকট ক্ষমা প্রার্থনা কর এবং অশ্রু ঝরাও। ভবিষ্যতের দিনগুলি তোমার ঈমানকে মজবুত করার জন্য কঠোর পরিশ্রম ও সাধনা কর। মনে রাখবে ধর্ম বড় কথা নহে কর্মই বড় কথা। তুমি যে ধর্মের অনুসারী হওনা কেন কর্ম দিয়ে তোমার আত্মাকে শুদ্ধি করে নাও এবং ঈমানকে মজবুত করে নাও। মনে রাখবে ইহ জগতে অর্থ যমন তোমার সম্বল। পর জগতের মূল সম্বল তোমার ঈমান। মনে রাখবে মরুভূমি পাড়ি দিতে হলে উট বা ঘোড়া যেমন তোমার সহযোগী পর জগতের সুখের বাগানে পৌঁছাতে হলে ঈমান তোমার সম্বল। তাই হে মানব জাতি তুমি যেই ধর্মের অনুসারীই হওনা কেন তোমার কর্ম দিয়ে তোমার ঈমানকে মজবুত করে নাও তবেই মুক্তির সাগর পাড়ি দেওয়া সহজ হবে। প্রত্যেক আসমানী কিতাবই মহান আল্লাহতা আলার বাণী। যেহেতু শেষ কিতাব আল-কোরান এবং ইহাতে লিপিবদ্ধ চুড়ান্ত খবর এবং সৃষ্টির মূল দয়াল নবী হযরত মুহাম্মদ (দঃ) যিনি ইসলাম ধর্মের প্রবর্তক। সেই ধর্মের অনুসারীগণেরই তো আত্মশুদ্ধি এবং ঈমান মজবুত করা সহজ হওয়ার কথা। তাই আসুন আমরা মানব জাতি সকলেই ইসলামের পতাকা তলে উপনীত হই এবং জীবনের বাকী দিনগুলিকে কাজে লাগাই এবং কর্মের মাধ্যমে আত্মাকে শুদ্ধি করি এবং পরজগতের মূল বাহন ঈমানকে মজবুত করি। The post শেষ বিচারের কঠিন দিনে মুক্তি যদি পেতে চাও! appeared first on Trickbd.com. | ||||||||
ঘরে বসে প্রাকৃতিক উপায়ে দাঁতের ব্যাথা কমানোর উপায় দেখে নিন,কাজে লাগবে। Posted: আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। প্রতিবারের মতো, আজকে আমি ও আপনাদের মাঝে একটি টিপস নিয়ে হাজির হয়েছি। যদি আপনার অসাবধানতার কারনে দাঁতের ব্যাথা হয়ে ই যায়,তাহলে আমি আজকে কিছু টিপস দেব,যেটা ফলো করলে দাঁতের ব্যাথা কমে যাবে, এটা প্রাথমি চিকিৎসা বললেও চলে। এবার তাহলে ঘরে বসে প্রাকৃতিক উপায় দাঁতের ব্যাথা কমানোর উপায় দেখে নিনঃ এই টিপস টা অনেক সহজ। কারোর দাঁতের ব্যাথা হলে এই নিয়মটা আপনি ফলো করতে পারেন। কার্যপ্রনালীঃ এক গ্লাস কুসুম গরম পানি করতে হবে, তার পর আধা চা চামস লবন মেশান। ২] গোলমরিচ ও লবনঃ ব্যাকটেরিয়া দূর করতে লবন এর গুরুত্ব অপরসীম। কার্যপ্রনালীঃ লবন ও গোলমরিচ সমপরিমান নিন। ব্যাবহার এর নিয়মঃ এবার এই পেস্টটি আক্রন্ত স্থানে লাগিয়ে নিন।এবং কয়েকমিনিট লাগিয়ে রাখুন। তার পর কুলি করুন। ৩] রসুন ব্যাবহারঃ দাঁতের ব্যাথা কমাতে রসুন অত্যান্ত কার্যকারী। কার্যপ্রনালীঃ কিছু পরিমান রসুনের কোয়া থেতলে নিন।এবং এর সাথে সামান্য পরিমান লবন মেশান। ব্যাবহারবিধিঃ আক্রান্ত দাঁতের সরাসরি মিশনটি লাগিয়ে নিন।এতে তো ব্যাথা কমবেই,আপনি কয়েকটা রসুন এর কোয়া চিবুতে ও পারেন। যখন কোথাও যাওয়ার পথ নেই,প্রাথমিক উপায়ে এভাবে দাঁতের ব্যাথা কমাতে পারেন উপরের টিপস গুলো ফলো করে। আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ঘরে বসে প্রাকৃতিক উপায়ে দাঁতের ব্যাথা কমানোর উপায় দেখে নিন,কাজে লাগবে। appeared first on Trickbd.com. | ||||||||
মানুষের চিরশত্রু শয়তান পিডিএফ বই | Manuser Cirosotru Soytan Pdf Book Posted: আমরা প্রাথমিক ও মাধ্যমিক বইয়ে ইবলিশ শয়তান সম্পর্কে অল্পস্বল্প পড়েছি, কিন্তু ইবলিশ সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ইসালম শিক্ষা বই পড়ে। আপনি মানুষের চিরশত্রু শয়তান এই বইটি পড়ে শয়তানের ইতিহাস সম্পর্কে সবকিছু জানতে পারবেন। শয়তান কি ফেরেশতা নাকি জ্বিন? আমাদের মধ্যে অনেকেই জানিনা শয়তান কি জ্বিন নাকি ফেরেশতা। শয়তানের যদি পূর্ব রহস্য বা ইতিহাস বলি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। পৃথিবীতে সর্বপ্রথম জ্বিনদের সৃষ্টি করে পাঠানো হয়েছে, আল্লাহ তায়ালার ইবাদত করার জন্য। কিছু সময় পর, জ্বিনেরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, ফ্যাসাদ সৃষ্টি করতে শুরু করলো এবং আল্লাহর দাসত্ব করা ভূলে গেলো। তাই আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে পাঠালেন পৃথিবী থেকে জ্বিনদেরকে তাড়ানোর জন্য, ফেরেশতারা জ্বিনদেরকে তাড়িয়ে পাহাড়ে ও সাগরে বা পানিতে নামালো এবং পৃথিবী থেকে যাওয়ার পথে একটি জ্বিনের বাচ্চাকে দেখতে পেলো ; তখন আল্লাহর আদেশে জ্বিনের সেই বাচ্চাটিকে আসমানে নিয়ে গেলো ফেরেশতাগণদের সাথে এবং সেই বাচ্চাটি ফেরেশতাদের সাথে বাস করতে শুরু করলো। জ্বিনের সেই বাচ্চাটির নাম ছিলো আযাযিল। ফেরেশতারা ছিলো নিষ্পাপ। তাই আযাযিল ফেরেশতাদের সাথে থাকতে থাকতে ফেরেশতাদের মতো সব কাজ করা শুরু করলো, আল্লাহর ইবাদত শুরু করলো আযাযিল। আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে পৃথিবীতে নতুন এক জাতি পাঠাবে তার ইবাদত করার জন্য। যে জাতির নাম হবে মানবজাতি, তাই আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে আদম (আঃ)কে সৃষ্টি করলেন এবং তাকে সেজদা করতে বললেন ফেরেশতাদেরকে। ফেরেশতাদের দলের মধ্যে আযাযিলও ছিলেন তিনি ব্যতিত সকলে সেজদা করলো, আর তখন বললেন আযাযিল তুমি আমার হুকুম পালন করোনি কেনো? আযাযিল বললো আদম আঃ মাটির তৈরী আর আমি আগুনের সে অহংকার করে বসলো। এরপরে আল্লাহ আযাযিলকে বললেন ইবলিশ তুই এখান থেকে চলে যা। তাহলে ইবলিশ হলো জ্বিন জাতি। ইবলিশ হলো জ্বিন গোত্রের একজন। বইটি সম্পর্কে লিখতে গেলে অনেক বড় আর্টিকেল হয়ে যাবে। তবে আমার ব্যক্তিগত মতামত হলো, বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের শত্রুর আক্রমন সম্পর্কে যিনি আমাদের সুস্পষ্ট ধারনা না থাকে তাহলে খুব সহজেই আমাদেরকে আক্রমণ করতে হবে। শয়তান হলো আমাদের একজন বড় শত্রু তার সম্পর্কে প্রতিটা মানুষের জানা উচিত। বইয়ের নামঃ মানুষের চিরশত্রু শয়তান । বইয়ের লেখকঃ আবদুস শহিদ নাসিম। পৃষ্ঠা সংখ্যাঃ ৪২ টি। বইয়ের ধরনঃ ইসলামিক বই। পিডিএফ সাইজঃ ৩ মেগাবাইট প্রায়। ডাউনলোডঃRead Online / Download ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ভালো থাকুন, সুস্থ থাকুন। The post মানুষের চিরশত্রু শয়তান পিডিএফ বই | Manuser Cirosotru Soytan Pdf Book appeared first on Trickbd.com. | ||||||||
অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে সহজ ও সেরা ৩ টি উপায় । কেও মিস করবেন না। Posted: অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে সহজ ও সেরা ৩ টি উপায় । কেও মিস করবেন না।
পোষ্টটি দর্য – মনোযোগ দিয়ে পরবেন । হতে পারে এখন থেকে আপনার যাত্রা শুরু। অনলাইন থেকে ইনকাম করার অনেক উপায় আছে । তার মধ্যে বহুন জনপ্রিয় হলো। কিন্তু এইসব কাজ তো একদিনে বা সবার দ্বারা হলে উঠে না । তবে এইসব ছাড়াও আরো কিছু কাজ আছে । যে গুলা সহজ ও বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয় না । তো আজকে এই বিষয়ে আলোচনা করবো । আশা করি আপনাদের ভালো লাগবে । তো চলুন শুরু করি আজকে আলোচনা।
ভয় পাবেন না । অনেকেই আছেন যারা কিনা airdrop শব্দটা শুনে ভঁয় পায় ও বিশ্বাস আনতে পারে না এ Airdrop করে ইনকাম করা যাই । আমিও Airdrop করি। ও আমার একটি telegram Channell আছে সেখানে আমি প্রতিনিয়ত ভালো ভালো Airdrop সেঁয়ার করি পোস্টে র নিচে লিঙ্ক দিব চাইলে যোয়েন করতে পারেন। যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা আর কি । সকল প্রকার সাপোর্ট পাবেন আশা করি ।
ট্রেড শব্দটি শুনলেও অনেকেই ভোয় পান । আবার এটাও ঠিক এখানে ফ্রীতে ইনকাম করা যায় না । Invest থাকলেও রিস্ক নাই কারণ আপনার টাকা আপনি কাওকে দিলেন না আপনার কাছেই থাকলো Like/ Binance,kuCoin,Hotbit
এটা আমিও বলবই জানি যতোটা কঠিন এটা তার থেকে সহজ । কেনো বললাম আপনারা সকলেই জানেন। প্রথমে কষ্ট পরে সুখ । প্রথমে কষ্ট করে যদি আপনি ইউটিউব এ একটি channell দার করতে পারেন ইউটিউব থেকেও প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। Monitizaton /MCN থেকে । এটা সহজ ও সকলেই মোটামুটি করতে পারে। আজকে আপাদত এই তিনটি থাক পোস্ট ভালো লাগলে কমেন্টে জানাবেন । তাহলে পরবর্তীতে এমন পোস্ট করবো না হয় আর করবো না ।
যেকোন সমস্যার সমাধানে বা আমার সাথে যোকোনো সমস্যায় যোগাযোগ করতে। নিচে টেলিগ্রাম আইডি দিলাম ।আমি জাহিদুল আছি আপনাদের সাথে। যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন
The post অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে সহজ ও সেরা ৩ টি উপায় । কেও মিস করবেন না। appeared first on Trickbd.com. | ||||||||
কম্পিউটারে আমার জানা মতে ৪ টি ওয়েতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন – Computer Internet Use Posted: প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।কম্পিউটারে আমার জানা মতে ৪ টি ওয়েতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেনwifi portableএটি আপনি কম্পিউটার লাগিয়ে মোবাইল থেকে অথবা wifi থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রাউটার মডেমআপনি মডেমে সিম লাগিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটারে। USB Tetheringকম্পিউটারে USb কেবল লাগিয়ে মোবাইলের সাথে কানেক্ট করে নেট ব্যবহার করতে পারবেন। যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টিবিঃদ্রঃ – কোন ভূল হলে জানাবেন এবং ছোট ভাইয়ের দৃষ্টিতে দেখবেন। আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।ধন্যবাদ। The post কম্পিউটারে আমার জানা মতে ৪ টি ওয়েতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন – Computer Internet Use appeared first on Trickbd.com. | ||||||||
Animated ও Static Discord Avatar Create করুন ফ্রিতেই Posted: Howdy Everyone
যেভাবে Create করবেন Animated/Static Avatar 1. প্রথমে এই Site এ প্রবেশ করুন
2. এবার পছন্দ অনুযায়ী Avatar, Colour Set Up করুন
3. Download Option এ Click করলে, সাথে সাথেই Download Start হবে
4. এবার Animate Beta option এ Click করুন
5. এই Page এ Animated Avatar ও কিছু Transitions পেয়ে যাবেন
6. ব্যস Download করে ফেলুন (Animated avatar Render হতে 1-5Min. লাগবে)
Tutorial Visit করুন Offcial YT Channelটি
Bye The post Animated ও Static Discord Avatar Create করুন ফ্রিতেই appeared first on Trickbd.com. | ||||||||
আপনার অজান্তেই এসব গুনাহ করছেন নাতো। যে সব গুনাহ তাওবা করার পরও মাফ হবেনা Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । যে সব গুনাহ তাওবা করার পরও মাফ হবেনাআপনি কি কাউকে গালি দিয়েছেন..? আপনি কি কাউকে মিথ্যা অপবাদ দিয়েছেন…? কারো মাল অন্যায় ভাবে ভোগ করেছেন…? কাউকে মেরেছেন বা কাউকে হত্যা করেছেন…? কাউকে যেকোনো উপায়ে অপমান কিংবা মানহানি করেছেন…? কারো উপর কোনো জুলুম করেছেন…? কাউকে ওজনে কম দিয়েছেন…? বা কাউকে যেকোনো ভাবে ঠকিয়েছেন…? বান্দার কোনো হক নষ্ট করেছেন…? স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছেন..? যদি আলোচ্য বিষয়ের এইসব বিষয় করে থাকেন তাহলে আজই তার কাছে ক্ষমা চেয়ে নিন। পাওনাদারের পাওনা বুঝিয়ে দিন।অন্যথায় তওবা করার পরও আল্লাহ তায়ালা আপনাকে ক্ষমা করবেনা। আপনার এতো কষ্টের অর্জিত নেক আমল কিয়ামতের দিন তাকে দিয়ে দিতে হবে এবং তার গুনাহ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। পরিণামে আপনাকে জাহান্নামের অধিবাসী হতে হবে। হযরত আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেন → তোমরা কি বলতে পারো অভাবী লোক কে…? তারা বললেন আমাদের মাঝে যার দিরহাম (টাকা পয়সা) ও ধন সম্পদ নেই সে তো অভাবী লোক। তখন তিনি বললেন → আমার উম্মতের মধ্যে সে প্রকৃত অভাবী লোক যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত,সাওম ও যাকাত প্রভৃতি পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আসবে। কিন্তু দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছে বা কাউকে অপবাদ দিয়েছে। কারো সম্পদ ভোগ করেছে। কাউকে হত্যা করেছে ও আরেক জনেকে প্রহার করেছে এ সমস্ত কারণে তার সকল আমল ঐ সকল ব্যক্তির দিয়ে দেওয়া হবে। আর ঐ ব্যক্তির যতগুলো পাপ রয়েছে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে। অর্থাৎ এরপর ঐ ব্যক্তিকে তার নেক আমল থেকে তাদের দিয়ে দেয়া হবে আর যদি পাওনাদারের হক তার নেক আমল থেকে পূরণ করা না যায় সে ঋণের পরিবর্তে তাদের পাপের একাংশ তার প্রতি নিক্ষেপ করা হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে [ সহীহ মুসলিম (হাদিস একাডেমি) হাদিস নাম্বার ৬৪৭৩,২৫৮১ (ইসলামিক ফাউন্ডেশন ৬৩৪৩ ইসলামিক সেন্টার ৬৩৯৩)] রাসূল (সাঃ) বলেন → কেউ যদি তার কোনো ভাইয়ের সম্মানহীন কিংবা কোনো জিনিসের ক্ষতি করে থাকে তবে আজই(দুনিয়াতেই) তার কাছে থেকে তা বৈধ করে নেওয়া উচিত। (অর্থাৎ ক্ষমা চেয়ে নেওয়া ও ক্ষতিপূরণ দেওয়া উচিত।) এবং সেই ভয়াবহ দিন আসার আগেই এটা করা উচিত যেদিন টাকাকড়ি দিয়ে কোনো প্রতিকার করা যাবে না! বরং তার কাছে কোনো নেক আমল থাকলে তার জুলুমের পরিমাণ হিসেবে মজলুমকে ওই নেক আমল দিয়ে দেওয়া হবে এবং তার কোনো অসৎ কাজ না থাকলেও ওই মজলুমের অসৎ কাজ তার ওপর বর্তানো হবে। রাসূল (সাঃ) আরো বলেছেন → ব্যক্তির ঋণ পরিশোধের গড়িমসি করা জুলুম। ইরওয়া (২৬৩২) বুখারী ২২৮৮, ২৪০০মুসলিম ১৫৬৪,১৩০৮, নাসায়ী ৪৬৮৮,৪৬৯১,আবু দাউদ ৩৩৪৫,ইবনে মাজাহ ২৪৫৩, আহমাদ ৭২৯২ আবূ দাঊদ ২০২১৫,সহীহ হিব্বান ২৭৭৪,মুজামুল কাবীর লিত্বত্বাবারানী ৪৭২) জুলুম একটি ভয়াবহ অপরাধ। এই অপরাধে দুনিয়ার শাস্তির পাশাপাশি পরকালে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তায়ালা বলেন → জালিমরা শিগগিরই জানবে কোথায় তারা প্রত্যাবর্তন করবে। (সূরা শুআরা আয়াত ২২৭) অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন → আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না ঝুঁকে পড়লে জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে (সূরা হুদ আয়াত ১১৩) তাই সবলদের উচিত দুর্বলদের সঙ্গে ভাই ভাই হয়ে মিলেমিশে থাকা। মহানবী (সাঃ) বলেছেন → মুসলমান মুসলমানের ভাই। সে তার ওপর জুলুম করবেনা কিংবা তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ তার অভাব পূরণ করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন ( বুখারী শরিফ ২২৬৫) জুলুমের ভয়াবহতা সম্পর্কে মহানবী (সাঃ) বলেন → নিশ্চয়ই জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকারে পরিণত হবে। (সহিহ আল জামি (বাইনাস সাহিহাইন) হাদিস ১৩৮৭) হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত মহানবী (সাঃ) মুআজ (রা.) কে ইয়েমেনে পাঠালেন এবং তাকে বললেন মজলুমের অভিশাপাকে ভয় করো। কেননা তার অভিশাপ ও আল্লাহর মধ্যে কোনো আড়াল থাকেনা। অর্থাৎ খুব দ্রুত তার বদদোয়া আল্লাহ কবুল করে নেন (বুখারী হাদিস ২২৭১) হযরত আবুজর গিফারি (রা.) থেকে বর্ণিত নবী করীম (সাঃ) তাঁর মহান প্রতিপালকের পক্ষ থেকে বর্ণনা করেন। আল্লাহ বলেন → হে আমার বান্দারা! আমি আমার জন্য জুলুম হারাম করেছি আর তা (জুলুম) তোমাদের পরস্পরের মধ্যেও হারাম করেছি। অতএব তোমরা একে অপরের ওপর জুলুম করোনা। ( সহিহ মুসলিম হাদিস নাম্বার ৬৭৩৭) আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post আপনার অজান্তেই এসব গুনাহ করছেন নাতো। যে সব গুনাহ তাওবা করার পরও মাফ হবেনা appeared first on Trickbd.com. | ||||||||
ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে যেকোন লেখাকে বাংলায় অনুবাদ করুন,অসাধারণ একটি ট্রিক। Posted: আসসালামুআলাইকুম। ও হিন্দু ভাইদের আদাব। আমরা সবাই,কম বেশি স্মাটফোন ব্যাবহার করি। আপনার কস্ট করে আর লিখতে হবে না,শুধু ছবি তুলবেন তাই অনুবাদ হয়ে যাবে। কথা না বাড়িয়ে কাজের দিকে যাই। তার পর এখানে ক্লিক করুন তার পর এখানে যেহেতু আমরা ইংরেজি থেকে বাংলা করে দেখাব তাই ইংরেজি রেখে এখানে ক্লিক করুন এখানে বাংলা করে দিন তার পর এখানে ক্লিক করুন তার ক্যামেরা দিয়ে ছবি তুলুন যেটা ট্রান্সলেশন করতে চান তার পর দেখুন হয়ে গেছে অসাধারণ ভাবে আশা করি ভাল লেগেছে আপনাদের। আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে যেকোন লেখাকে বাংলায় অনুবাদ করুন,অসাধারণ একটি ট্রিক। appeared first on Trickbd.com. | ||||||||
100+ Premium Blogger template ডাঊনলোড করুন ফ্রিতেই Posted: Blogger.com হল একটি Free Blogging Site। যেখানে Blog লিখে Earning এরও ব্যবস্থা আছে। আপনার Blog যেমন তেমন না রেখে সাজানো গোছানো Blog রাখার উদ্দেশ্যেই এই Premium Templateগুলো Share করলাম আমি 5টা template এর Demo ও Purchase Link শেয়ার করলাম। Post শেষে সব Premium File Download Link পেয়ে যাবেন।
Absolute $9.95
Acacia 9.95$
Active Mag 20$
Adamz – Responsive Blogger Template 21$
Anime Beat – Responsive Anime Blogger and Blogspot Template
Download All file:-Mail me- The post 100+ Premium Blogger template ডাঊনলোড করুন ফ্রিতেই appeared first on Trickbd.com. | ||||||||
কীভাবে ব্লগে প্রাইভেসি পলিসি পেজ তৈরি করতে হয় দেখে নিন। [Must See] Posted: হ্যালো বন্ধুগন কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা জানবো ব্লগের বা ওয়েবসাইট এর জন্য Privacy Policy কিভাবে তৈরি করে। এবং Privacy Policy আমাদের ওয়েব সাইট এর জন্য কেন প্রয়োজন। আপনি যদি গুগল এডসেন্স ব্যবহার করে থাকেন বা এডসেন্স এপ্রুভ নিতে চান তবে অবশ্যই আপনার ওয়েবাসাইটে প্রাইভেসি পলিসি থাকতে হবে অবশ্যই। প্রাভেসি পলিসি ছাড়া গুগল এডসেন্স এপ্রুভপাওয়া সম্ভব না। এছাড়া আমরা আমাদের ভিজিটরের থেকে যেসকল তথ্য সংগ্রহ করে থাকি সেগুলো কিভাবে ব্যবহার করি আমাদের ভিজিটর আমাদের Privacy Policy দেখে বুঝতে পারে আসুন জেনে নিই খুব সহজে ব্লগের জন্য কীভাবে প্রাইভেসি পলিসি কিভাবে তৈরি করবেন। প্রথমে এখান থেকে ডেমো দেখে নিন।
আমার এই পোস্ট গুলো আপনার ভালো লাগতে পারে।
আশা করি কিছুটা হলেও ধারনা পেয়েছেন। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে পলিসি পেজ তৈরি করবেন।
বা এই লিংকে ক্লীক করে প্রবেশ করুন
আপনার প্রাইভেসি পলিসি লেখা তৈরি শেষ। এখন ব্লগে কিভাবে পেজ তৈরি করবেন চলেন দেখে নেওয়া যাক।
আশা করি কিভাবে প্রাইভেসি পলিসি পেজ তৈরি করতে হয় বুজতে পেরেছেন।
আপনি যদি গানের Lyrics কাজ করতে চান তবে Kompi Lyrics blogger template টি ডাউনলোড করে নিতে পারেন।
The post কীভাবে ব্লগে প্রাইভেসি পলিসি পেজ তৈরি করতে হয় দেখে নিন। [Must See] appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments