ধূমপানের ক্ষতিকর দিক গুলো জেনে নিন,ও ধূমপান বাদ দেয়ার কৌশল। [ part 1] |
- ধূমপানের ক্ষতিকর দিক গুলো জেনে নিন,ও ধূমপান বাদ দেয়ার কৌশল। [ part 1]
- জিপি তে ৮ জিবি ইন্টারনেট ৮০ টাকা ৭ দিন
- [ধামাকা পোস্ট] এক স্ক্রিপ্ট দিয়েই btc,doge, ltc, bch, zec ক্লিক বট হ্যাক করুন। [termux]
- নিজেই বের করে নিন SMS Bomber এর জন্য api (চাইলে স্ক্রিপ্টও লিখে ফেলতে পারবেন)
- Unix-32 bit,y2k।। ইউটিউবের একটি হাস্যকর glitch ।। Post করেছেন আজকে দেখাবে,”streemed January 19,2038″[part-1]
- Video to Picture Converter Software Lifetime এর জন্য License Key
- Envato Elements Premium Cookies ! Unlimited Elements Download করুন
- RANK WORK | ফ্রি ফায়ার মুড মেনু | GARENA FREE FIRE 1.59.6
- ওয়েবসাইটে ভিজিটর এক্সচেঞ্জ করে প্রতিদিন নিন হাজার হাজার ভিজিটরস।
- ব্ল্যাকহোল এর অদ্ভুত ও ভয়ানক রহস্য ।। ধ্বংস হয়ে যেতে পারে আমাদের গ্যালাক্সি
ধূমপানের ক্ষতিকর দিক গুলো জেনে নিন,ও ধূমপান বাদ দেয়ার কৌশল। [ part 1] Posted: আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? ১] নেশাগ্রস্ত করেঃ ২] অপমৃত্যু ঘটায়ঃ ৩] জ্ঞান বুদ্ধি লোপ পায়ঃ ধূমপান করলে জ্ঞান ও বুদ্ধি লোপ পায়। ৪] মুত্রনালির সমস্যাঃ ধূমপান করলে মুত্রনালীর অনেক সমস্যা হয়। ৫] যৌনশক্তি লোপ করেঃ ৬] পেটের সমস্যা হয়ঃ ধূমপান এর ফলে পেটে সমস্যা হয়। ৭ ] খারাপ লোক এর সাথে সঙ্গঃ ৮] হার্টের সমস্যা হয়ঃ ৯] দৃস্টিশক্তি লোপ করেঃ ১০] ক্যান্সার হয়ঃ ধূমপান এর ফলে ক্যান্সার এর মতো ভয়াবহ রুপ নিতে পারে। কারন এর ধোয়া অনেক বিশাক্ত।এই বিশাক্ত ধোয়া ভিতরে গিয়ে ক্যান্সার এর রুপ ও নেয়। ১১] রক্তনালী দূর্বল করেঃ ১২] শ্রবনশক্তি কমে যায়ঃ একজন ধূমপায়ীর ধীরে-ধীরে শ্রবনশক্তি কমতে থাকে। ১৩] গৃহহারাঃ ১৪] রোগ প্রতিরোধ কমায়ঃ ১৫] আদর্শহীন ব্যাক্তিতে পরিনত করেঃ ধূমপান এর ক্ষতির দিক গুলো আশা করি জানতে পেরেছেন অপেক্ষা করুন পরের পার্ট এর জন্য। আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ধূমপানের ক্ষতিকর দিক গুলো জেনে নিন,ও ধূমপান বাদ দেয়ার কৌশল। [ part 1] appeared first on Trickbd.com. |
জিপি তে ৮ জিবি ইন্টারনেট ৮০ টাকা ৭ দিন Posted: আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ আশাকরি সবাই ভালো আছেন । এটা ট্রিকবিডি তে আমার ৪র্থ পোস্ট । আজকের বিষয় জিপি সিমে ৮ জিবি ইন্টারনেট মাত্র ৮০ টাকাআশা করি সবাই পাবেন । কারণ আমার যে সিমে অফার আসেই না সেই সিমে অফার টা পাইছি । এই অফার মেসেজে আসে নাই কিন্তু my gp এপ এ আসছে । আমি কয়েকদিন থেকে মাই জিপি এপ এ ঢুকি না কিন্তু হঠাৎ করে ঢুকে দেখি এই অফার । তো আর বেশি না লিখে দেখিয়ে দেই কিভাবে নিবেন । প্রথমে এখান থেকে মাই জিপি এপ ডাউনলোড করুন তারপর মাই জিপি এপ এ ঢুকুন তারপর নিচে স্ক্রল করুন তারপর ওখানে ক্লিক করুন আশা করি আর কিছু বলতে হবে না মানুষ মাত্রই ভুল তাই আমারও ভুল হতে পারে । কোনো ভুল হলে অবশ্যই ভুলটা ধরিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভুলটা না হয় । আমার ফেসবুক আইডি লিংক The post জিপি তে ৮ জিবি ইন্টারনেট ৮০ টাকা ৭ দিন appeared first on Trickbd.com. |
[ধামাকা পোস্ট] এক স্ক্রিপ্ট দিয়েই btc,doge, ltc, bch, zec ক্লিক বট হ্যাক করুন। [termux] Posted: আসসালামু আলাইকুম,,,,, যেটার মাধ্যমে আপনারা ১ টা স্ক্রিপ্ট দিয়েই btc, ltc,,doge, bch ইত্যাদি ক্লিক বট হ্যাক করতে পারেন। প্রথমে প্লে স্টোর থেকে termux আর es file এপটি ডাউনলোড করে নিন। এবার স্ক্রিপ্টটি ডাউনলোড করে নিন। নিচের স্ক্রিনশট এর মত কাজ করুন। উপরের কাজ গুলো হয়ে গেলে, এবার নিচের কমান্ড দিন। Command: $ apt update && apt upgrade $ apt install python python2 -y $ pip install –upgrade pip $ pip install wheel $ pip install asyncio $ pip install telethon $ pip install colourama $ pip install bs4 $ pip install rsa $ pip install requests $ pip install pyaes $ pip install async_generator $ termux-setup-storage কমান্ড গুলো দেওয়ার পর,আবার স্ক্রিনশট ফলো করুন,,,,, উপরের স্ক্রিনশট এর মত কাজ হয়ে গেলে এবার নিচের স্ক্রিনশট গুলো দেখুন,,,,, আশা করি পোস্টটি আপনাদের সবার কাছে ভাল লেগেছে। যারা termux এর মাধ্যমে হ্যাক করতে পারেন না,,,, আর কোথাও বুঝতে অসুবিধা হলে টেলিগ্রাম গ্রুপে সমস্যাটির কথা জানাবেন, আপনাদের সবার রিপ্লে দিতে যথাযথ চেষ্টা করব। টেলিগ্রাম গ্রুপ লিংক : click here The post [ধামাকা পোস্ট] এক স্ক্রিপ্ট দিয়েই btc,doge, ltc, bch, zec ক্লিক বট হ্যাক করুন। [termux] appeared first on Trickbd.com. |
নিজেই বের করে নিন SMS Bomber এর জন্য api (চাইলে স্ক্রিপ্টও লিখে ফেলতে পারবেন) Posted: SMS Bombing স্ক্রিপ্ট দেখে নিজেও একটা লিখে ফেলতে ইচ্ছে হচ্ছে? কিভাবে api বের করা হয় জানতে খুব ইচ্ছা করে? আজ আপনাদেরকে দেখাবো কিভাবে api বের করে নিয়ে সেটা দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে ফেলা যায়। আমি এই কাজে কম্পিউটার ব্যাবহার করেছি, আপনি চাইলে মোবাইল ফোনও ব্যাবহার করতে পারেন। তবে একটু ঝামেলা হবে আরকি! (আমি এখানে কম্পিউটার ব্যাবহার করে বের করার প্রসিডিওরটা দেখাচ্ছি) প্রথমেই আপনাকে ব্রাউজারটা চালু করে নেটওয়ার্ক ট্যাবে যেতে হবে। দেখতে কিছুটা এমন হবে। নেটওয়ার্ক ট্যাপ ওপেন করতে Ctrl+Shift+E প্রেস করতে পারেন অথবা মেন্যু থেকে Wb Developer > Network এ যাবেন। তারপর সাইটের যে পেজটাতে ফোন না্বার সাবমিট করার মতো কোনো টেক্সট বক্স থাকে সেখানে যাবেন এবং নেটওয়ার্ক লগ ক্লিন করে নেবেন। এরপর সাইটের টেক্সবক্সে আপনার ফোন নাম্বার বসিয়ে সাবমিট করুন। নেটওয়ার্কে নতুন রিকোয়েস্ট দেখতে পাবেন। সেখানে লিঙ্কগুলোতে ক্লিক করলে ডিটেইল ইনফরমেশন দেখাবে কয়েকটা ট্যাবে। সেগুলোর মধ্যে Request নামে ট্যাবটাতে ক্লিক করবেন। কিছুটা ছবির মতো ইনফরমেশন পাবেন যেখানে একটু আগে বসানো আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে। এরকম না পাওয়া পর্যন্ত প্রতিটা লিঙ্ক ক্লিক করে যাবেন। এটা হচ্ছে সার্ভারে যা রিকোয়েস্ট করা হচ্ছে। যে api এন্ডপয়েন্টে রিকোয়েস্টটা করা হচ্ছে তা দেখতে Headers লেখা ট্যাবে ক্লিক করুন। মার্ক করা অংশটিই আপনার api আর এর আগে POST এর মানে হচ্ছে আপনাকে POST মেথডে রিকোয়েস্ট করতে হবে। তো api পেয়ে গেলেন। বাকিটা আপনার মর্জি। (api থেকে কিভাবে স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন তা নিচের ভিডিওতে দেখানো হয়েছে।) সোর্স কোডঃ এখানে (কপি করেছি বলে অযথা হয়রানি করবেন না। কপি না করেই যে টুলস লিখি/লিখতে পারি এটা তার প্রমাণ দিলাম -_- ) The post নিজেই বের করে নিন SMS Bomber এর জন্য api (চাইলে স্ক্রিপ্টও লিখে ফেলতে পারবেন) appeared first on Trickbd.com. |
Posted: Unix-32 bit,y2k।। ইউটিউবের একটি হাস্যকর glitch ।। Post করেছেন আজকে দেখাবে,”streemed January 19,2038″[part-1]কএক দিন আগে ইউটিউবে স্ক্রোল করছিলাম। হটাৎ একটা বিস্ময়কর ব্যাপার চোখে পড়লো।’jasus king’একজন ইন্ডিয়ান Minecraft streemar,streem করেছে যার date দেখাচ্ছে ১৯ জানুয়ারি২০৩৮।(এখন সার্চ করলেও দেখতে পাবেন।) সাভাবিক ভাবে আমার এ বিষয়ে জানার ইচ্ছা হয়ে ছিল,তাই নেটে গিয়ে হালকা গবেষণা করলাম যা আজকে আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরবো।আসা করি একটু ধর্য ধরে পড়বেন। আমরা সবাই জানি ইন্টারনেট শুরু হয়েছিল ১৯৭০ এ।তখন সময় হিসাব করার জন্যে একটি সিস্টেম তৈরি করা হয়।যা বছরের শেষ দুটি সংখ্যা দ্বারা সময় গননা করত।যেমন ১৯৭০ হলে সেটিকে৭০,১৯৮০ হলে ৮০। এ সিস্টেম টি অনেক সুন্দর ভাবে চলছিল, জতদিন না পর্যন্ত ২০০০ সাল এলো।একসাথে অনেক কম্পিউটার ব্রিক করে, hospital এ রোগীদের বয়স গননা ভুল সহ অনেক সমস্যার সম্মখীন হতে হয়।এর প্রধান কারণ হল শেষের দুটি সংখ্যা।২০০০ এর শেষের দুটি সংখ্যা ০০,যা কম্পিউটার গুলো ১৯০০ এর সাথে গুলিয়ে ফেলে। কারণ ১৯০০ এর শেষে ও ০০ আছে। এতে নেগেটিভ কাউন্টিং শুরু হয়,১৯০০ থেকে।যা year 2000 problem/y2k bug নামেও পরিচিত। Y2k এর থেকে পরিত্রাণ এর জন্য একটা নতুন সিস্টেম আপডেট করা হয়।যা Unix-32 bit system নামে পরিচিত।(২০৩৮ দেখানোর মূল কারণ)এটি ও এর পরিত্রাণ সম্পর্কে আমরা পার্ট-2 তে আলোচনা করবো। Y2k সম্পর্ক এ কিছু বুঝে না থাকলে কমেন্ট করবেন,আমি বুঝিয়ে দিবো। ধন্যবাদ। The post Unix-32 bit,y2k।। ইউটিউবের একটি হাস্যকর glitch ।। Post করেছেন আজকে দেখাবে,"streemed January 19,2038″[part-1] appeared first on Trickbd.com. |
Video to Picture Converter Software Lifetime এর জন্য License Key Posted: Video to Picture Converter দিয়ে আপনি সব ধরনের Video থেকে image এ (Ex. JPG, BMP, GIF, TGA, TIF, PCX, PNG এবং ICO) Convert করতে পারবেন।
Software Featureগুলো-
Giveaway এর Details-
-Installerটি Download করুন
Download InstallerYandex Drive
Mail me- dex477604@gmail.com The post Video to Picture Converter Software Lifetime এর জন্য License Key appeared first on Trickbd.com. |
Envato Elements Premium Cookies ! Unlimited Elements Download করুন Posted: Howdy Everyone আজকে Envato এর Premium Cookies দেয়া হবে, যা দিয়ে Envato থেকে Unlimited file download
Process 1.প্রথমে আপনার PC browser এ “Cookies Editor” Extentionটি Download & Install করে নিন
2.তারপর Envato Element Page visit করুন
3.এবার Cookies Editor এ Click করুন
4. Delete Option এ Click করে সব Cookies Delete করুন
5. এখন Import Option এ Click করে এই Cookies Fileটি Copy & Paste করে দিন
6. “Unknown Error” Show করার পর Evanto element pageটি Refresh/Reload করুন
7.ব্যস Direct Log in হবে, উপভোগ করুন Premium Envato
TutorialBye Subscribe করতে পারেন আমার Youtube Channelটি The post Envato Elements Premium Cookies ! Unlimited Elements Download করুন appeared first on Trickbd.com. |
RANK WORK | ফ্রি ফায়ার মুড মেনু | GARENA FREE FIRE 1.59.6 Posted: আসসালামু আলাইকুম |
ওয়েবসাইটে ভিজিটর এক্সচেঞ্জ করে প্রতিদিন নিন হাজার হাজার ভিজিটরস। Posted: আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস।আসা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হাজারও ব্যাস্ততার মাঝে ট্রিকবিডিতে আপনাদের সাথে নতুন কিছু সেয়ার করতে পারি না। খুব ছোট বয়স থেকেই ট্রিকবিডির সাথে আছি। ছোট থেকেই ট্রিকবিডিতে অনেক কিছু শিখে আসছি, বস্তুত শেখার কোনো শেষ নেই। যাইহোক প্রায় ৩ বছর পর আজকে আবারো পোষ্ট করতে চলে আসলাম। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি পোষ্টের টপিকে চলে যাই।আজকের পোষ্টের বিষয় ওয়েবসাইটে ভিজিটর এক্সচেঞ্জ করে নিজের ওয়েবসাইটে ভিজিটরস নিয়ে আসা। তা নইতো বুঝলাম, তবে ভিজিটরস আনার উদ্দেশ্য গুলো কি? কেনোই বা নিজের ওয়েবসাইটে ভিজিটরস আনবো, তা কারো কারো কাছে অস্পষ্ট হতে পার। এবিষয়ে ছোট্ট আলোচোনা পাবেন পোষ্টের শেষ অংশে। বর্তমানে আমার কাছে ভিজিটর এক্সচেঞ্জ এর জন্য সেরা প্লাটফর্ম মনে হয়েছে Hit4Hit প্রথমেই আপনাকে এক্যাউন্ট খুলতে হবে, এক্যাউন্ট খুলতে এখানে প্রবেশ করুন। এখন নিচের স্ক্রিনশট গুলো ফলো করতে থাকুন। “Register” এ ক্লিক করুন। এবার, রেজিস্ট্রেশনের ফর্ম গুলো ঠিক মতো পূরন করে ” Submit” এ ক্লিক করুন। “Profile [Verify]” এর উপর ক্লিক করুন। “Verify” এ ক্লিক করুন। রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা মেইলে দেখুন একটি OTP গেছে। উক্ত OTP টি আগের ধাপের “Verify” এ ক্লিক করার পরের পেইজে বসিয়ে “Submit” করুন। “Traffic Exchange” এ ক্লিক করুন। এখানে ৩টি ভিন্ন ভিন্ন অপসন দেখতে পাচ্ছেন। “Auto Website View” – এটি হচ্ছে, নিচের মতো শুধুমাত্র ব্রাউজারে ট্যাবটা অন থাকলেই একের পর এক সাইট লোড হবে ও প্রতিটি সাইট লোডের জন্য ৪ কয়েন করে জমা হবে। এছাড়াও “Manual Website View” থেকে প্রতিটি সাইট ভিজিট করলে ১৮ কয়েন করে জমা হবে। আর উক্ত কয়েন দিয়ে নিজের সাইটে ভিজিটরস আনতে “My Website Pages” এ প্রবেশ করে, নিচের মতো ফর্ম পাবেন। সেখানে তথ্যগুলো সেট করে “Add Page” এ ক্লিক করবেন। আমার গত ৩দিনের স্টাটাস দেখুন, আমি ব্রাউজারে থাকা অবস্থায় “Auto Website View” ট্যাবটি ওপেন করে রাখি, একদিক দিয়ে কয়েন বাড়ে, আরেকদিক দিয়ে সেই কয়েনে আমার সাইটে ভিজিটর বাড়তে থাকে। এছাড়াও অফঅলাইনে যাওয়ার সময় “Manual Website View” থেকে কিছু সাইট ভিউ করে দ্রুত অনেক কয়েন বাড়িয়ে যায়। এতে আমার সাইটে ভিজিটরস আসতেই থাকে। আমার এভারেজ প্রতি ভিজিটরের জন্য ৫.০৫ কয়েন করে কেটেছে। তো, এভাবেই কয়েন কালেক্ট করে নিজের সাইটের ভিজিটরস বাড়াতে থাকুন।
সাধারনত ওয়েবসাইটে ভিজিটরস আনার প্রধান উদ্দেশ্য, আর্নিং করা, সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। তবে ভালো মানের আর্নিং করতে হলে অবশ্যই ভালো মানের ভিজিটরস প্রয়োজন। আর তার জন্য গুরুত্বপূর্ণ হলো সিও “SEO – Search Engine Optimization” , এর মাধ্যমে আপনি প্রচুর পরিমান ভিজিটর পেতে পারে, এরজন্য প্রয়োজন সার্চ ইঞ্জিনে আপনার সাইটকে র্যাঙ্ক করানো। আর সেজন্যই প্রয়োজন ব্যাক্লিঙ্ক। আর Hit4Hit এর মতো সাইট থেকে সহজেই ব্যাক্লিঙ্ক তৈরি করতে পারবেন। যা আপনার সাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে সহায়তা করবে এবং সেখান থেকে লাইফটাইম ভিজিটরস পেতে থাকার একটা সম্ভাবনা।
পোষ্টি পড়ে যদি উপকৃত হয়ে থাকেন। তাহলে অনুগ্রহ করে আমাকেও একটু কষ্ট করে সাহায্য করার জন্য আপনাদের সকলের কাছে আকুল আবেদন রইল। প্লে স্টোরে আমার এপটি ইন্সটল করে ডাউনলোড বাড়াতে সাহায্য করুন। এপের সাইজ মাত্র ১ এমবি। লিংকঃ Hungryma সম্ভব হইলে ৫ স্টার রিভিউও দিতে পারেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও শিগ্রই দেখা হবে নতুন কোনো কিছুর সাথে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। The post ওয়েবসাইটে ভিজিটর এক্সচেঞ্জ করে প্রতিদিন নিন হাজার হাজার ভিজিটরস। appeared first on Trickbd.com. |
ব্ল্যাকহোল এর অদ্ভুত ও ভয়ানক রহস্য ।। ধ্বংস হয়ে যেতে পারে আমাদের গ্যালাক্সি Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । ব্ল্যাকহোল এর অদ্ভুত ও ভয়ানক রহস্যকি হবে যদি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্ল্যাকহোল একে অপরের সাথে ধাক্কা খায় কি এই ব্ল্যাকহোল হয়তো সবাই জানে তবুও যদি কেউ না জানে তাদের জন্য বলে দিন ব্ল্যাকহোল ব্রহ্মান্ডের দৈত্যাকার কাল স্থান যার গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই বেশি যে সে তার কাছে আসা সমস্ত গ্রহ উপগ্রহ তারা নক্ষত্র এমনকি আলোকেও চুষে নিতে পারে এর মহাকর্ষ থেকে আলো বের হতে পারে না তাই এর রং কালো স্বাভাবিক ভাবেই বুঝতে পারছ একে ব্ল্যাকহোল বলা হয় কেন প্রধানত চার ধরনের ব্ল্যাকহোল আমরা দেখতে পাই Stellar Black Hole, Supermassive black hole, Intermediate Black hole, এবং Miniature Black Hole সব থেকে কাছের ব্ল্যাকহোল টি আমাদের পৃথিবী থেকে প্রায় 1600 আলোকবর্ষ দূরে অবস্থিত এক আলোকবর্ষ মানে আলোর গতিতে গেলে আমরা এক বছরে যত দূর যেতে পারবো পৃথিবী থেকে মহাকাশ যতদূর পর্যন্ত দেখা যায় তার মধ্যে 100 বিলিয়ন গ্যালাক্সি আছে আর প্রতিটি গ্যালাক্সিতে আছে শত শত বিভিন্ন সাইজের ব্ল্যাকহোল সেই ভুলগুলি সর্বদাই তৈরি থাকে তার ইভেন্ট হরাইজনের কাছে আসা সমস্ত কিছুকে নিজের দিকে টেনে নেওয়ার জন্য কিন্তু কি হবে যদি ঐ সমস্ত ব্ল্যাকহোল গুলি একে অপরের কাছে আসে আমরা ওই ব্ল্যাকহোল গুলিকে চোখে দেখতে পাই না কেউ কেউ তো বলে এদের কোনো অস্তিত্বই নেই তবে আমরা এদের অস্তিত্ব বুঝতে পারি যখন বড় বড় তারা নক্ষত্ররা এর চারদিকে আবর্তন করে আমাদের জানা প্রায় সমস্ত গ্যালাক্সির কেন্দ্রে একটি ব্ল্যাকহোল থাকে যা ক্ষুদার্থ দানবের মত ঐ গ্যালাক্সিকে তার মাঝখান থেকে খেতে থাকে এবং তাদের থেকে আয়নাইজ মেটার আলোর গতিতে বিচ্ছুরিত হয় কিছু ব্ল্যাকহোল এতটাই বড় হয় যে এদের সাইজ আমাদের পক্ষে বলে বোঝানো যাবে না।সবথেকে বড় যে ব্ল্যাকহোলটি খুঁজে পাওয়া গেছে তা আমাদের সূর্যের থেকে 17 বিলিয়ন গুন বড় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে সুপার মেসিক ব্ল্যাকহোলটি আছে তার নাম Sagittarius A ঐ দানব আকার ব্ল্যাক হোল আমাদের সূর্যের থেকে ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন বড় এটি 26 হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত আর যখন আমরা কথা বলছি তখন ওই ব্ল্যাকহোল টি কিন্তু আমাদের চাঁদের ওজনের পাঁচগুণ পদার্থ ধ্বংস করে দিচ্ছে আমাদের গ্যালাক্সির কেন্দ্র থেকে হয়তো এটা খুব একটা বেশি নয় কারণ Sagittarius A কে আমরা একটা স্লিপিং জয়েন্ট বলতে পারি তবে এর ঘুম ভাঙতেই পারে যদি অন্য কোন একটা ব্ল্যাকহোলের সাথে ধাক্কা খায় সর্বদাই এর সম্পর্কে আমরা নতুন নতুন তথ্য আবিষ্কার করছি অনেকে বলছে ব্ল্যাকহোল গুলি নাকি একই জায়গায় থাকে সরে না কিন্তু এটা মোটেই সত্য নয় রিসেন্টলি হভেলটেলিস্কোপ ব্ল্যাকহোল ধরা পড়ে সারপ্রাইজিং ব্যাপার হলো এটা সরে সরে যাচ্ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় হয়তো কোন এক কারণে এটি এর গ্যালাক্সি থেকে বেরিয়ে এসেছে বর্তমানে এটি প্রায় 2 হাজার কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে ছুটছেন তারমানে একটি ভবঘুরে ব্ল্যাকহোল মহাকাশে ঘুরে বেড়াচ্ছে যা আমাদের সূর্যের থেকে প্রায় 1 বিলিয়ন গুণ বড় কিছু তো ছিল যার জন্য ব্ল্যাকহোল নিজের জায়গা থেকে সরতে বাধ্য হয়েছে হয়তো আর একটা ওর থেকেও বড় ব্ল্যাকহোল এবার যদি ওই সুপার্মাসিভ ব্লাক হোল টি আমাদের গ্যালাক্সির কাছে আসে তবে যে বিধ্বংসী মহাজাগতিক ঘটনা ঘটবে তা আমাদের কল্পনার বাইরে মহাকাশে লক্ষ্য লক্ষ্য ব্ল্যাক হোল আছে যা আমরা গুণে শেষ করতে পারবো না কিন্তু ঐ সমস্ত ব্ল্যাকহোল গুলি যদি একে অপরের কাছে আসে ও ধাক্কা খায় তবে আমাদের চেনা ব্রহ্মাণ্ড সম্পূর্ণটাই হয়তো ধ্বংস হয়ে যাবে কিছু বড় সুপার্মাসিভ ব্লাক হোল আছে যারা খুব সহজেই ছোট গুলোকে গিলে নিবে।আগের থেকে আর বড় ব্ল্যাকহোলে পরিণত হবে। যদি আমাদের গ্যালাক্সির কেন্দ্র যে ব্ল্যাকহোলটি আছে এন্ডোমেডা গ্যালাক্সির কেন্দ্র যেটা আছে তারা যদি একে অপরের সাথে ধাক্কা খায় ও তার সাথে আশেপাশে সব ব্ল্যাকহোল গিয়ে মিশে যায় তবে হয়তো যে বড় ব্ল্যাকহোলটা তৈরি হবে তা দুই গ্যালাক্সিকে ধ্বংস করে দিতে পারে। সমস্ত তাঁরা, গ্রহ,নক্ষত্র নিমিষেই ঐ ব্ল্যাকহোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে।দানবীয় ঐ মহাকর্ষ বলের কারণে তাঁরার সাথে তাঁরার ধাক্কা লাগবে একটি গ্রহ অন্য গ্রহের উপর বা নক্ষত্রের উপর ধাক্কা লাগবে দেখতে দেখতে নিমেষেই ধ্বংস হয়ে যাবে সমস্ত আকাশ তৈরি হবে আর নতুন নতুন ব্ল্যাকহোল। ঘটনাটি ঘটেতেই পারে কারণ আমরা এন্ডোমেডা গ্যালাক্সির দিকে আস্তে আস্তে সরে যাচ্ছি। ৩ মিলিয়ন বছর পর মানুষ যদি বেঁচে থাকে এই পৃথিবীতে তবে রাতের আকাশে আমরা খালি চোখে এন্ডোমেডা গ্যালাক্সির দেখতে পাবো আর তা আস্তে আস্তে আরো কাছে আসবে আর একসময় এসে ধাক্কা লাগবে আমাদের গ্যালাক্সির সাথে। ধাক্কা লাগার পর দুটি গ্যালাক্সি একসাথে মিশে যাবে এবং এর কেন্দ্রের উৎপন্ন হবে এত বড় ও শক্তিশালী ব্ল্যাকহোল যা আমরা আগে কখনো দেখিনি। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post ব্ল্যাকহোল এর অদ্ভুত ও ভয়ানক রহস্য ।। ধ্বংস হয়ে যেতে পারে আমাদের গ্যালাক্সি appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments