Search box..

National University অনার্স প্রথমবর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফর্ম ফিলাপ করার পদ্ধতি।

National University অনার্স প্রথমবর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফর্ম ফিলাপ করার পদ্ধতি।


National University অনার্স প্রথমবর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফর্ম ফিলাপ করার পদ্ধতি।

Posted:

National University অনার্স প্রথমবর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফর্ম ফিলাপ করার পদ্ধতি ।

প্রথমে নিচের লিংক এ ক্লিক করে NU এর অফিসিয়াল সাইট এ প্রবেশ করুন।

NU লিংক

এরপর honours এ ক্লিক করুন।

এরপর Apply to online form fill-up এ ক্লিক করুন।

এরপর আপনার কলেজে প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে next ক্লিক করুন।

Student type, improvement লেখা থাকবে আপনারা অন্য তথ্য সহ।

ফেল করে থাকলে,জেজে সাবজেক্ট ফেল করেছেন সেগুলো এবং ইমপ্রুভ দিলে সুদু দুই টি সাবজেক্ট এ পরীক্ষা দিতে পারবেন।

এরপর আপনার ফোন নম্বর দিয়ে submit করুন।

হয়ে গেল ফর্ম ফিলাপ।

এরপর pdf download er optiona আসবে।সেটি download করে,প্রিন্ট আউট করে রাখুন।

এরপর নগদ অ্যাপ বা সোনালী ব্যাংক বএর মাধ্যেমে আপনার ফী প্রদান করে, রিসিপ্ত ও স্প্রিন্ট আউট করা কাগজ সহ কলেজ কতৃপক্ষের কাসে জমা দিলে হবে।অথবা সরাসরি কলেজ এ জমা দিতে পারেন।

ধন্যবাদ।

The post National University অনার্স প্রথমবর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফর্ম ফিলাপ করার পদ্ধতি। appeared first on Trickbd.com.

সকালে হাঁটার উপকারিতা,সকালে হাঁটলে কি হয়, দেখে নিন কাজে লাগতে পারে।

Posted:

আসসালামুআলাইকুম।
ও হিন্দু ভাইদের জানাই আদাব।

আশা করি সবাই ভাল আছেন। প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে
হাজির হলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে।
আশা করি আপনাদের কাজে লাগবে।
টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন,আজকে কোন বিষয় সম্পর্কে শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে।
সকালে দেখে থাকবেন অনকে ই হাঁটে।
আসলে আমরা এখনো জানি না এই হাঁটার উপকারিতা সম্পর্কে।
আজকের পোস্ট টি ফলো করলে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন,সকালে হাটার উপকারিতা সম্পর্কে।
সকালে হাঁটা আমাদের সবার শরীরের জন্য অত্যান্ত ভাল।
আমাদের সকলের উচিৎ সকালে হাঁটা।
আজকের উপকারিতা ফলো করলে,আশা করি আপনি ও খুব ভোরে উঠে হাঁটবেন।
শুধু ডায়বেটিস ও প্রেসার, উচ্চরক্তচাপ হলেই হাটার প্রয়োজন। তা কিন্তু না।
হাঁটা আমাদের সবার জন্য অত্যান্ত জরুরী।
সকালে হাঁটালে শরীর ও মন অনেক ভাল থাকে।
এবং আপনার যেকোন কাজে মন বসে।
হাঁটার পাশা পাশি একটু দৌড়ানো ও উচিৎ।
এতে ব্যায়াম হবে,এবং বেশি উপকার হবে আমাদের।
কথা না বাড়িয়ে শুরু করা যাক,
সকালে হাঁটার উপকারিতাঃ

* স্মরন শক্তি বৃদ্ধি পায় সকালে হাটলে।
* মন প্রফুল্ল রাখে, মানসিক অবসাদ দূর করে।
* মানসিক শক্তি বৃদ্ধি করে।
* ভাল ঘুম হয়।

* ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়।
* আয়ু বাড়ায়।
* তারুণ্য ধরে রাখে।
* শরীরের সব অঙ্গ ভাল থাকে।
* মেটাবলিজম বাড়ায়।
* মাসেলের শক্তি বাড়ায়।
* ক্যান্সার হওয়ার আসাঙ্কা কমায়।
* হার্ট ভাল থাকে, ফিটনেস বাড়ে।

* হাড় শক্ত করে।
* রক্ত চলাচল বৃদ্ধি করে।
* স্টোক হবার ঝুকি কমায়।
* ব্লাড প্রেসার ও ডায়বেটিস নিয়ন্ত্রণ করে।
* ওজন কমায় ও নিয়ন্ত্রন করে।
* রক্তের সুগার কমায়।
* অতিরিক্ত মেদ কমায়।
* রক্তচাপ থাকে না।
* হৃদরোগ ঝুকি কমায়।
* পেশি শক্তি বাড়ে।
* রক্ত নালীর দেয়ালে চর্বি জমতে দেয় না।
* হাঁটার ফলে ব্যাকপেইন আক্রমণ করতে পারে না।
* ক্লান্তি দূর করতে সাহায্য করে।
* অবসাদ দূর করে।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post সকালে হাঁটার উপকারিতা,সকালে হাঁটলে কি হয়, দেখে নিন কাজে লাগতে পারে। appeared first on Trickbd.com.

অবশেষে সাতমাসের যাত্রার পর মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করতে সক্ষম হল পারসিভিয়ারেন্স রোভার,এবার আপনিও সঙ্গী হোন এই যাত্রায়

Posted:

মঙ্গল গ্রহ আমাদের সৌরমণ্ডলের চতুর্থ এবং পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহ।যেটাকে আমরা লাল গ্রহ নামেও চিনি।

মঙ্গল গ্রহে প্রচুর লৌহ পাথরে/কণায় পূর্ণ, আর পাথরগুলো যখন বায়ুর সংস্পর্শে থাকে তখন তা জারিত হয় (মরিচা পড়ে) আর লালচে দেখায়।

সেই লোহার অক্সাইড গুলো ধূলো যখন বায়ুতে ছড়িয়ে যায় তখন মঙ্গলের আকাশ ফ্যাকাশে লাল দেখায়।
আর আমরা অনেকদূর থেকে দেখি বলে পুরো গ্রহটাকে লালচে মনে হয়।

পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহ হওয়ার কারণে এই গ্রহ নিয়ে মানুষের গবেষণার শেষ নেই।

দুঃখজনক হলেও সত্যি, মঙ্গলে পাঠানো নভোযানগুলোর মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ নভোযান ব্যর্থ হয়েছে।


কিন্তু অবশেষে সেই ব্যর্থতাকে কাটিয়ে সাত মাসে যাত্রা পর অক্ষত অবস্থায় মঙ্গলের মাটি ছুঁলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা'র পারসিভারেন্স রোভার।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে, গ্রহটির বিষুবরেখা এলাকা কাছে জেজিরো'র কাছে অবতরণ করে রোবটরূপী ছোট্ট মহাকাশযানটি।


এ নিয়ে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান প্রিয়দের উৎসাহ ও আনন্দের কমতি নেই।

এই আনন্দ উৎসবকে আরো একটু রঙ্গিন করতে নাসার ওয়েবসাইটে একটি ফটোবুথ রাখা হয়েছে।

নিজের ছবির সাথে পছন্দের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে পেয়ে যাবেন চমৎকার একটি ছবি।

তাহলে আর দেরি না করে মঙ্গলের সাথে জুড়ে দিন নিজেকে।

প্রথমে নিচের লিংকে ক্লিক করুন,

লিংক:- Nasa

তারপর Screenshot অনুসরণ করুন,







Congratulation!আপনার মিশন মঙ্গল সফল হয়েছে।

পরিশেষে একটি কথা,এটাকে কেউ সিরিয়াসলি নিবেন না।এটা শুধু মজা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নিয়মিত নামাজ আদায় করবেন|
আল্লাহ হাফেজ

The post অবশেষে সাতমাসের যাত্রার পর মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করতে সক্ষম হল পারসিভিয়ারেন্স রোভার,এবার আপনিও সঙ্গী হোন এই যাত্রায় appeared first on Trickbd.com.

মোবাইল দিয়ে কি ভাবে ভেক্টর ইডেট করবেন – ToonMe

Posted:

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

মোবাইল দিয়ে কি ভাবে ভেক্টর ইডেট করবেন

প্রথমে Play store থেকে এই এপ্স ডাউনলোড করবেন।

ডাউনলোড করার পরে এপ্স ওপেন করে ভেক্টর পিকচারে ক্লিক করবেন

ক্লিক করার পরে আপনার পিকচার চোজ করতে হবে।

আপনার পিকচার সেলেক্ট করার পরে নিছের আইকনে ক্লিক করবেন।

তারপরে ১ ক্লিকেই ভেক্টর পিকচার হয়ে যাবে তারপরে আপনার পছন্দ মত একটি সেলেক্ট করে সেইভ করতে পারবেন।

যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি

বিঃদ্রঃ – কোন ভূল হলে জানাবেন এবং ছোট ভাইয়ের দৃষ্টিতে দেখবেন।

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

The post মোবাইল দিয়ে কি ভাবে ভেক্টর ইডেট করবেন – ToonMe appeared first on Trickbd.com.

National University অনার্স প্রথমবর্ষের পরীক্ষার ফর্ম ফিলাপ করার পদ্ধতি।

Posted:

National University অনার্স প্রথমবর্ষের পরীক্ষার ফর্ম ফিলাপ করার পদ্ধতি ।

প্রথমে নিচের লিংক এ ক্লিক করে NU এর অফিসিয়াল সাইট এ প্রবেশ করুন।

NU লিংক

এরপর honours এ ক্লিক করুন।

এরপর Apply to online form fill-up এ ক্লিক করুন।

এরপর আপনার কলেজে প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে next ক্লিক করুন।

এরপর আপনার ফোন নম্বর ও অপশনাল সাবজেকট দিয়ে submit করুন।

হয়ে গেল ফর্ম ফিলাপ।

এরপর pdf download er optiona আসবে।সেটি download করে,প্রিন্ট আউট করে রাখুন।

এরপর নগদ অ্যাপ বা সোনালী ব্যাংক এর মাধ্যেমে আপনার ফী প্রদান করে, রিসিপ্ত ও স্প্রিন্ট আউট করা কাগজ সহ কলেজ কতৃপক্ষের কাসে জমা দিলে রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবেন।

ধন্যবাদ।

The post National University অনার্স প্রথমবর্ষের পরীক্ষার ফর্ম ফিলাপ করার পদ্ধতি। appeared first on Trickbd.com.

Seo Checker 4 Lifetime License ফ্রিতেই (Pre-Activated)

Posted:

Seo Checker হল আপনার Website এর Seo Boost করার একটি অভিনব Tool। এটির সাহায্যে খুব সহজেই আপনার Website এর Seo Rank করতে পারবেন Easily.এসইও চেকার হল ওয়েবসাইট ক্রলারটি সহজেই ব্যবহারযোগ্য, খুব দক্ষতার সাথে ক্রল করতে সক্ষম, যেমন- আপনাকে Damaged লিঙ্কগুলি সন্ধান করতে, রিয়েল-টাইমে ফলাফলগুলি বিশ্লেষণ করতে, পৃষ্ঠায় এসইও ডেটা সংগ্রহ করতে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক লিঙ্কগুলিকে আলাদা করতে,  শিরোনাম, Meta বিবরণ এবং বিভিন্ন ট্যাগ বিশ্লেষণ করতে সাহায্য করে। SEO Checker আপনাকে সাইটম্যাপ, লিঙ্কগুলি, অভ্যন্তরীণ ব্যাকলিঙ্কগুলি, H1 এবং H2 শিরোনামগুলির সম্পূর্ণ তালিকা সরবরাহ করে।

Purchase LinkVovosoft

 

Software Detailsগুলো-

Category: Web Development – Site Administration

Supports: Windows Windows 10/8.1/8/7/Vista/XP (32-bit and 64-bit)

Language: English

License: Pre-activated

Size: 3.2 MB

 

Download
Seo Checker 4 – Yandex Drive

 Mail me- dex477604@gmail.com

The post Seo Checker 4 Lifetime License ফ্রিতেই (Pre-Activated) appeared first on Trickbd.com.

Windows 10, RDP নিয়ে নিন।Android & Pc

Posted:

Windows 10 ,rdp নিয়ে নিন।Android

প্রথমে chrome browser এ নিচের লিংক টি ওপেন করে নিন এবং ব্রাউজার dekstop site করে নিন।

LINK CLICK

তারপর sign in to launch VM এ ক্লিক করে,একাউন্ট থাকলে signin করুন না হলে,creat one এ ক্লিক করে নতুন account খুলে ভেরিফাই করুন।





এরপর জত পেজ আসে সবগুলা পূরণ করে next এ ক্লিক করতে থাকুন।যখন না পর্যন্ত you are all set আসে।সেটি তে ok, ক্লিক করুন।





এরপর launch VM mode ক্লিক করুন। তারপর appeal ক্লিক করে verify করুন।



তারপর T তে ক্লিক করে এন্টার করুন। এসে গেল আপনার vm।


যারা android user তারা বাম দিকে উপরে কোনায় ক্লিক করে virtual keyboard on করতে পারবেন।


ধন্যবাদ।

The post Windows 10, RDP নিয়ে নিন।Android & Pc appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments