Search box..

৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে, 4 / 6 GB RAM ও ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি অসাধারণ ফোন Xiaomi Redmi Note 10

৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে, 4 / 6 GB RAM ও ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি অসাধারণ ফোন Xiaomi Redmi Note 10


৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে, 4 / 6 GB RAM ও ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি অসাধারণ ফোন Xiaomi Redmi Note 10

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Xiaomi Redmi Note 10

মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। Xiaomi Redmi Note 10 ফোনটিতে ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে তিনটি ক্যামেরা এগুলো রেজুলেশন হচ্ছে Quad 48+8+2+2 Megapixel সামনে একটি ক্যামেরা রয়েছে সেটার রেজুলেশন হচ্ছে 13 Megapixel। Xiaomi Redmi Note 10 ফোনটিতে ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার ৫০০০ এমএএইচ । চলুন দেখে আসা যাক এই মোবাইলটির সম্পন্ন স্পেসিফিকেশন।

ফোনের নামঃ Xiaomi Redmi Note 10

প্রথম রিলিজঃMarch-16- 2021

ফোনের কালারঃShadow Black (Onyx Gray), Frost White (Pebble White), Aqua Green (Lake Green)


ডিসপ্লেঃ Xiaomi Redmi Note 10 এর ডিসপ্লের সাইজ 6.43 ইঞ্চি। রেজুলেশন রয়েছে Full HD+ 1080 x 2400 pixels (409 ppi) এবং Super AMOLED Touchscreen রয়েছে।Corning Gorilla Glass 3 ব্যবহার করা হয়েছে।

পিছনের ক্যামেরাঃ Xiaomi Redmi Note 10 ফোনের পিছনের ক্যামেরার মধ্যে রয়েছে Quad 48+8+2+2 Megapixel ক্যামেরার মধ্যে যে ফিউচার গুলো রয়েছে PDAF, LED flash, HDR, 118º ultrawide, macro, depth & more এবং ভিডিও রেকর্ডিং Ultra HD (2160p) হবে।

সামনের ক্যামেরাঃ Xiaomi Redmi Note 10 সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 13 Megapixel ক্যামেরা মধ্যে যে ফিউচার গুলো রয়েছে F/2.5, HDR, 1/3.06″, 1.12µm & more ভিডিও রেকর্ডিং রয়েছে Full HD (1080p)

ব্যাটারিঃ Xiaomi Redmi Note 10 এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (non-removable) 33W Fast Charging (50% in 25 min, 100% in 74 min)

Performance: Xiaomi Redmi Note 10 এর Operating System রয়েছে Android 11 (MIUI 12) চিপসেট রয়েছে Qualcomm Snapdragon 678 (11 nm) প্রসেসর রয়েছে Octa core, up to 2.0 GHz

স্টোরেজঃ Xiaomi Redmi Note 10 ফোনের RAM রয়েছে 4 / 6 GB এবং ROM রয়েছে 64 / 128 GB (UFS 2.2)

সিকিউরিটিঃ Xiaomi Redmi Note 10 ফোনের Face Unlock রয়েছে। Fingerprint Side-mounted রয়েছে।

দামঃ Xiaomi Redmi Note 10 মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে



আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে, 4 / 6 GB RAM ও ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি অসাধারণ ফোন Xiaomi Redmi Note 10 appeared first on Trickbd.com.

প্রতিদিন আপেল খাওয়ার উপকারিতা ও পুস্টিগুন গুলো জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম, ও হিন্দু ভাইদের আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো আপেল খাওয়ার উপকারিতা ও পুস্টিগুন। প্রতিদিন একটা করে আপেল খেলে ডাক্তার এর কাছে যাওয়া লাগবে না। তাহলে বোঝেন এই আপেলে কত পুস্টিগুন ও উপকারিতা রয়েছে। তাই,আমাদের প্রতিদিন একটা করে হলে ও আপেল খাওয়া উচিৎ। আরো অনেক উপকার আছে এই আপেলে। এগুলো উপকারিতা দিক আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের স্বাস্থ ভাল রাখার জন্য পুস্টিকর খাবার বেশি বেশি খাওয়া উচিৎ। কারন পুস্টিকর খাবার খেলে আমাদের শরীর রোগ বাসা বাধতে পারবে না। এবং আমাদের স্বাস্থ ও ভাল থাকবে। আজকে এ রকম আপেল এর কিছু গুনাগুন আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা আশা করি এগুলো জেনে নিয়মিত আপেল খাবেন। আপেলে অনেক ভিটামিন ও পুস্টিগুন রয়েছে। যা আপনারা আজকে জানতে পারবেন। শুধু আপেল না, আরো বিভিন্ন ফলমূল খেতে হবে। তাহলে আমাদের শরীর ও স্বাস্থ ঠিক থাকবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক তাহলে, প্রতিদিন আপেল খাওয়ার উপকারিতা ও পুস্টিগুনঃ

১) হাঁপানী তীব্রতা কমাতেঃ.

আপনি নিয়মিত কি পরিমানে আপেল খাচ্ছেন,এটার উপর নির্ভর করে হাঁপানীর সমস্যা কমে। হাঁপানী সমস্যা আছে যাদের তারা নিয়মিত আপেল খাবেন। হাঁপানী সমস্যায় আপেল খুব গুরুত্বপূর্ণ। অনেক গবেষণায় দেখা গেছে, হাঁপানী সমস্যা কমাতে আপেল খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

২) দাঁত সাদা করেঃ

আপেল দাঁত কে সাদা করে।ও দাঁতের হলদেভাব দূর করে। আপেল খাওয়ার সময়
দাঁতের কোনে আটকে থাকা খাবার ও দাঁতের হলদেভাব দূর হয়ে যায়। তাই আমাদের আপেল খাওয়ার খুব গুরুত্বপূর্ণ।

৩) অ্যালার্জি থেকে সুরক্ষাঃ

এই ফলটি আপনার প্রতিদিন এর খাদ্য তালিকায় যোগ করার আগে একটু ভাবতে হবে। এই ফলটি খাওয়ার পর যদি আপনার শরীর এর কোথাও ফুলে যায় বা অ্যালার্জি হয়ে থাকে। তাহলে ডাক্তার এর পরামর্শ নিতে হবে।

৪) ডায়াবেটিস ঝুকি কমায়ঃ

যাদের ডায়াবেটিস আছে,তাদের জন্য আপেল খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটি করে না হলে প্রতি সপ্তাহে অন্তত একটা করে আপেল খেতে হবে। আপেল ডায়াবেটিস ঝুকি কমায়। ২৮ শতাংশ দাবি বিশেষজ্ঞদের। তাই যাদের ডায়াবেটিস আছে,তাদের বেশি বেশি আপেল খাওয়া উচিৎ।

৫) ক্যান্সার এর ঝুকি কমায়ঃ

প্রতিদিন একটা করে আপেল খেলে আপনার ক্যান্সার হওয়ার ঝুকি অনেকটা কমে যায়। বিশেষ করে যারা ধুমপান করে তারা যদি আপেল খায় এবং ধুমপান বাদ দেয় তাদের ফুসফুস পরিস্কার হবে। এবং ক্যান্সার এর ঝুকি কমে যাবে।

৬) অন্ত্রের সুস্বাস্থঃ

সুস্থ থাকতে হলে কমপক্ষে প্রতিদিন একটা করে আপেল খাওয়া উচিৎ। কারন আপেলে প্রচুর ভিটামিব বিদ্ধামান আছে। পেট ব্যাথা,পেট ফোলা, এক কথায় অন্ত্রের সমস্যা ঠিক রাখতে আপেল খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

৭) ওজন নিয়ন্ত্রনঃ

আপেল খেলে আপনার ওজন নিয়ত্রন থাকে। আপেলে ফ্যাট জাতীয় কোনো উপাদান নেই। তাই কোনো কিছু খাওয়ার আগে বা নাস্তা হিসাবে যদি আপেল খান তাহলে আপনার ওজন বাড়বে না। বরং আপনার ওজন নিয়ত্রন থাকবে।

৮) স্নায়ুবিজ স্বাস্থ্যর উন্নতিঃ

আপেল খেলে মস্তিষ্কএর নিয়রন গুলো আরো বেশি কার্যক্ষম হয়। আপেলে অনেক পুস্টিগুন রয়েছে। তাই আমাদের প্রতিদিন না হলে সপ্তাহে একটা হলেও আপেল খাওয়া আমাদের উচিৎ।

৯) রোগ প্রতিরোধ করেঃ

আপেল রোগ প্রতিরোধ ক্ষমতা কে শক্তিশালী করে৷ আপেলে অনেক পুস্টিগুন ও উপকারিতা রয়েছে। যা আমাদের স্বাস্থ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আপেল খেলে রোগ শরীরে বাসা বাধতে পাড়ে না। আপেল রোগ প্রতিরোধ করতে ব্যাপক ভুমিকা রাখে।

১০) হৃদরোগ এর ঝুকি কমায়ঃ

হৃদরোগ এর ঝুকি কমাতে আপেল খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আপেল ২০ শতাংশ হৃদরোগ কমাতে ভুমিকা রাখে। তাই আমাদের সবার আপেল খাওয়া অত্যান্ত জরুরি।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post প্রতিদিন আপেল খাওয়ার উপকারিতা ও পুস্টিগুন গুলো জেনে নিন। appeared first on Trickbd.com.

৯ম শ্রেনীর ১ম সপ্তাহের বিশ্বপরিচয় ও বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান নিয়ে নিন PDF File.!

Posted:

আবার নতুন করে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে গতবছরের মত এ বছরও মূল্যায়ন করা হবে।

আগামি শনিবার থেকে এ অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজে শুরু হয়েছে

আছকে ক্লাস ৯ম শ্রেণীর বিশ্বপরিচয় ও বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া তা ডাউনলোড করতে পারবেন!

বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট

বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট এর PDF File

বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর PDF File

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post ৯ম শ্রেনীর ১ম সপ্তাহের বিশ্বপরিচয় ও বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান নিয়ে নিন PDF File.! appeared first on Trickbd.com.

2nd Line Premium Subscription শুধুমাত্র ৩ দিনের জন্য

Posted:

Howdy Everyone,
2nd line app এ আপনি Verified USA Number পেয়ে যাবেন, যা দিয়ে USA Verified Paypalসহ আরও অন্যন্য সাইটে Use
করতে পারবেন। কীভাবে 3 দিনের Premium Subscription নিবেন তা নিচে দেওয়া হল

👻 Instruction 👻

1. প্রথমে একটি USA Verified Gmail Account Create করে নিন।
যেভাবে Create করবেন:- Old Post With Tutorial

USA Verified Google Play Account খুলুন সাথে PlayPointও Activate করুন

 

2. তারপর ঐ Verified Gmail এ Credit Card Add করে নিন।
যেভাবে Add করবেন:- Old Post With Tutorial

Google PlayStore এ যেভাবে Fake Credit Card Add করবেন

 

3. এবার VPN(Any Free Vpn) Connect থাকা অবস্থায় Play Store থেকে 2nd Line appটি Install করে নিন।

 

4. এবার মোবাইলের Settings >> Account Option এ গিয়ে USA Verified gmailটি ছাড়া বাকি সবগুলো Gmail Erase করে দিন।

 

5. VPN Connect থাকা অবস্থায় 2nd Line App এ প্রবেশ করুন

 

6. “Get Started” এ Click করে Area code 213 দিবেন

 

 

7. আপনার ইচ্ছামত যেকোন Number Choose করে নিন।

 

8. তারপর click করুন “Start Free Trial” এ

 

9. Subscribe এ click করুন

 

 

10. Gmail password input দিন

 

 

11. এখন No >> No Thanks Select করুন

 

 

12. Enjoy 2nd Line Premium 3 দিনের জন্য

 

 

🎥 Tutorial

 

 

🔴 Conclusion
2nd line app Purchase এরপর VPN Disconnect করেও Use করতে পারবেন। কিন্তু Trial Purchase এর সময় যেকোন Normall VPN এ USA Connect থাকতে হবে।

 

Bye⚡
Contact Me On-
Telegram [@sakib0152Bot] [@sakib0152]

The post 2nd Line Premium Subscription শুধুমাত্র ৩ দিনের জন্য appeared first on Trickbd.com.

ফ্রিতেই Download করে নিন Youtube Pack (29$)

Posted:

Youtube Pack
Youtube এ আকর্ষনীয় Thumbnail, Intro, Lower Third Use করতে চাইলে VideoHive এর Youtube Packটি আপনার জন্য Best হবে।

 

🔰 এই Pack এ যা যা রয়েছে-

  1. Lower Third=18x
  2. Titles=4x
  3. Comments=7x
  4. Like& Subscribe=15x
  5. End Screen=4x
  6. Intros=3x
  7. Transitions=4x
  8. Boost titles=2x
  9. Bumpers=4x
  10. Thumbnail=4x

মোট 65টি element পাবেন এই Pack এ।

 

🔰 নিচে একটি Demo Gif প্রদর্শন করলাম-

Youtube Pack

 

 

💲 Direct Purchase করতে Visit Official Site

🔰আর ফ্রিতেই Download করুন..

Download from Yandex

 

-:Mail:-
dex477604@gmail.com

The post ফ্রিতেই Download করে নিন Youtube Pack (29$) appeared first on Trickbd.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নিন

Posted:

অগ্রণী ব্যাংক এর অধীনে যে সমস্ত লোন সুবিধা আপনি উপভোগ করতে পারবেন বা অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে চাইলে এই আর্টিকেলটি দেখুন।

এই আর্টিকেল এর মাধ্যমে অগ্রণী ব্যাংক রিলেটেড যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সমস্ত সুযোগ সুবিধা ডিটেইলস জেনে নিতে পারবেন।

অগ্রণী ব্যাংক থেকে বিভিন্ন খাতের জন্য আপনি লোন নিতে পারবেন এবং এ সমস্ত সুবিধা গুলো অন্যান্য ব্যাংকের চেয়ে রীতিমতো অনেক সহজ এবং ভালো বললেও ভুল হবে না।

অগ্রণী ব্যাংক লোন খাত কতগুলো?

অগ্রণী ব্যাংক থেকে আপনি বিভিন্ন খাতের জন্য লোন নিতে পারবেন এবং এই সমস্ত লোনের হিসাব সমীকরণ অন্যান্য ব্যাংকের চেয়ে সম্পূর্ণ আলাদা।

যে সমস্ত খাতের জন্য আপনি অগ্রণী ব্যাংক থেকে লোন নিতে পারবেন সেগুলোর লিস্ট নিচে তুলে ধরা হলোঃ

  1. পার্সোনাল লোন।
  2. যেকোনো কাজের জন্য লোন।
  3. মুক্তিযোদ্ধা সংক্রান্ত লোন।
  4. অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের লোন।
  5. বিদেশি কর্মীর জন্য লোন।
  6. স্বল্পমেয়াদী লোন।
  7. গ্রিন ফিনান্স লোন।

অগ্রণী ব্যাংকের একজন গ্রাহক হিসেবে উপরে উল্লেখিত লোন ব্যবস্থা গুলোর মধ্য থেকে যে কোন একটি লোন সুযোগ-সুবিধা আপনি নিতে পারবেন।

তবে এই সমস্ত লোন সুযোগ-সুবিধা উপভোগের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট এর প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন; অন্যতায় ব্যাংক থেকে লোন সেবা নেয়া সম্ভব হবে না।

লোন নেয়ার জন্য কিরকম রিকোয়ারমেন্ট প্রয়োজন? এই বিষয়ে সমস্ত তথ্য নিচে আলোচনা করা হলো।

অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন

অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন নেয়ার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট প্রয়োজন সেগুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ

  1. যেকোনো বেতনভোগী ব্যক্তি এই লোন নিতে পারবেন।
  2. এই লোন নেয়ার সর্বোচ্চ লিমিট হল 10 লাখ টাকা পর্যন্ত।
  3. বয়সসীমা অবশ্যই 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে।
  4. ইন্টারেস্ট রেট 9 শতাংশ।
  5. 5 বছরের মধ্যে ঋণ পরিশোধ যোগ্য এবং প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হবে।
  6. কোন রকমের সিকিউরিটি ফী প্রয়োজন নেই।

অগ্রণী ব্যাংক পার্সোনাল লোন নেয়ার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট এবং যোগ্যতার প্রয়োজন সেগুলো সম্পর্কে উপর আলোচনা করা হলো। এবার আপনি প্রয়োজন বোধ করলে পার্সোনাল লোন নিতে পারেন।

যেকোনো কাজের জন্য লোন

যেকোনো কাজ সম্পাদনের জন্য আপনি যদি অগ্রণী ব্যাংক থেকে লোন সেবা উপভোগ করতে চান, তাহলে যে সমস্ত রিকোয়ারমেন্ট প্রয়োজন সেগুলো দেখে নিন।

  1. এই নতুন সেবা ওই ব্যক্তি নিতে পারবে যে যেকোনো একটি কাজের পাঁচ বছর একটিভিটি ছিল এবং পাঁচ বছর পূর্বে সে ঐ কাজটি ছেড়ে দিয়েছে।
  2. সর্বোচ্চ তিন লাখ টাকা লোন নিতে পারবে।
  3. ইন্টারেস্ট রেট 9 শতাংশ হলেও এটা পরিবর্তনযোগ্য।
  4. সর্বোচ্চ 5 বছরে ঋণ পরিশোধ যোগ্য এবং প্রতি মাসেই নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে।
  5. যে ব্যক্তি এই লোন নিবেন তার কাছ থেকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো গ্যারান্টি।

মুক্তিযোদ্ধাদের জন্য লোন

অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধাদের জন্য লোন সেবা চালু করে রেখেছে; একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই লোন সেবা পাওয়ার যোগ্য উত্তরাধিকারি আপনি।

তবে অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধাদের জন্য যে লোন রেখেছে সেই লোন সেবা উপভোগ করার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্টস প্রয়োজন সেগুলো সম্পর্কে জেনে নেয়া প্রয়োজন।

  1. এই লোন সেবা ঐ ব্যক্তি নিতে পারবে যে সরকার কর্তৃক রেজিস্টার কৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে একজন।
  2. লোন সেবাগ্রহণকারী ব্যক্তির স্ত্রী, ছেলে কিংবা মেয়ে কোন না কোন ছোটখাটো চাকরির সাথে সম্পৃক্ত থাকতে হবে।
  3. সর্বোচ্চ 5 লাখ টাকা লোন নেয়া সম্ভব।
  4. পাঁচ বছরে লোন পরিশোধ যোগ্য।
  5. এছাড়া ওই পাঁচ বছরের জন্য পরিশোধকৃত নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে মুক্তিযোদ্ধাদের জন্য প্রদানকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে সংগ্রহ করা হবে।

অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য

আপনি যদি অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবি হয়ে থাকেন, তাহলে অগ্রণী ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী লোন নিতে পারবেন।

অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য যে লোন বরাদ্দ রয়েছে এই সেবা উপভোগের জন্য প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট নিচে উল্লেখ করা হলোঃ

  1. যেকোনো অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীর জন্য এই লোন প্রযোজ্য।
  2. বয়সসীমা সর্বোচ্চ 65 বছর।
  3. পাঁচ বছরে লোন পরিশোধ যোগ্য।
  4. সর্বোচ্চ 5 লক্ষ টাকা লোন নেয়া সম্ভব।
  5. এবং আপনার পার্সোনাল ইনফরমেশনের যে গ্যারান্টি রয়েছে, সেটি নিশ্চিত করতে হবে।
  6. এছাড়াও লোন পরিশোধের জন্য প্রতি মাসে যে ফি দিতে হবে সেটি আপনার অবসরপ্রাপ্ত হওয়ার ফলে যে লাভ হয়েছে তা থেকে চার্জ করা হতে পারে।

প্রবাসীদের জন্য লোন

একজন প্রবাসী হিসেবে আপনি প্রবাস চাকরিজীবীদের জন্য অগ্রণী ব্যাংকে থাকা লোন সেবা উপভোগ করতে পারবেন।

  1. এই লোন সেবা ওই ব্যক্তি নিতে পারবে যার একটি ভ্যালিড ভিসা রয়েছে।
  2. যার একটি কমপ্লিট পাসপোর্ট, স্বাস্থ্য সার্টিফিকেট এবং বিদেশ পরিবহনের এয়ারলাইনস টিকেট রয়েছে।
  3. 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে।
  4. 50 হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা অব্দি লোন নেয়া সম্ভব।
  5. ইন্টারেস্ট রেট 9 শতাংশ এবং এটি পরিবর্তনযোগ্য।
  6. 15 থেকে 18 মাসের মধ্যে ঋণ পরিশোধ যোগ্য।
  7. যে ব্যক্তি লোন নিতে চায় ওই ব্যক্তির রিলেটিভ কোন একজন মানুষের পার্সোনাল গ্যারান্টি দিতে হবে।

স্বল্পমেয়াদী লোন

অগ্রণী ব্যাংক থেকে স্বল্প মেয়াদী লোন নেওয়ার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট এবং ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে নিচে ডিটেইলে আলোচনা করা হলো।

  1. ছোটখাটো ব্যবসার জন্য এই লোন প্রযোজ্য।
  2. যে ব্যক্তি লোন নিতে চায় তার তিন বছরের ব্যবসায়ীক এক্সপেরিয়েন্স এর প্রয়োজন হবে।
  3. বয়সসীমা 18 বছর হতে সর্বোচ্চ 60 বছরের মধ্যে হতে হবে।
  4. সর্বোচ্চ তিন লাখ টাকা অব্দি লোন নেয়া সম্ভব।
  5. ইন্টারেস্ট রেট সর্বোচ্চ 9 শতাংশ এবং পরিবর্তনযোগ্য।
  6. যে ব্যক্তি এই লোন নেবে তার রিলেটিভ যেকারো পার্সোনাল গ্যারান্টি প্রয়োজন হবে।
  7. সর্বোচ্চ দুই বছরে লোন পরিশোধ করতে হবে।

গ্রিন ব্যাংকিং ফিনান্স

গ্রিনব্যাংকিং ফিন্যান্স এর জন্য আপনি যদি লোন নিতে চান তাহলে অগ্রণী ব্যাংক আপনাকে লোন দেওয়ার অগ্রাধিকার দেবে।

  1. এই লোন সেবা ঐ সমস্ত ব্যাক্তির জন্য প্রযোজ্য হবে, যারা এই লোন সেবা নেওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ টাকা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে ব্যয় করবে।
  2. লোন নেয়ার পরে এই টাকাগুলো দিয়ে সৌর প্যানেল, বায়োগ্যাস, বজ্র পরিশোধন প্লান্ট ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে।
  3. প্রয়োজন সাপেক্ষে লোন নেয়া সম্ভব।
  4. এবং এই লোন মাসিক বাৎসরিক কিংবা হাফ ইয়ারলি ভাবে পরিশোধযোগ্য।
  5. লোন নেয়ার জন্য ইন্টারেস্ট রেট 9 শতাংশ এবং এটি অবশ্যই পরিবর্তনযোগ্য।

অগ্রণী ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য যে সমস্ত খাত রয়েছে, সেগুলো সম্পর্কে উপরে আলোচনা করা হল। আশা করি লোন সংক্রান্ত আর কোন সমস্যার মধ্যে পড়তে হবে না।

এছাড়াও লোন সংক্রান্ত অন্য কোন প্রশ্ন যদি আপনার থেকে থাকে তাহলে অগ্রণী ব্যাংকের হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে কল করার মাধ্যমে সমাধান নিতে পারবেন।

The post অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নিন appeared first on Trickbd.com.

Spotify Premium Subscription 3 মাসের জন্য ফ্রি .

Posted:







কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

Spotify Premium Subscription 3 মাসের জন্য ফ্রি নিতে হলে ,
1 . আমাদের প্রথমে এই লিঙ্কে যেতে হবে



Free Spotify Premium For 3 Month


তারপর আমাদের GET 3 MONTHS FREE তে ক্লিক করতে হবে এরপর আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে অথবা একাউন্ট না থাকলে SIGN UP FOR SPOTIFY তে ক্লিক করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে । এরপর আমাদের Credit or debit card সিলেক্ট করতে হবে । বিঃদ্রঃ এই পেজটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিন । কারণ এই পেজটিতে আবার ফিরে আসতে হবে ।

2. এখন আমাদের




Namso-gen Bin Generator

এই লিংকে গিয়ে একটি Bin তৈরি করে নিতে হবে । Bin 5468110015264xxx
। এবার তৈরি হওয়া পর কপি করে Notepad এ রেখে দিন

3. এরপর আমাদের , Spotify এর পূর্বের এই পেজে আবার আসতে হবে , Card Number , Expiry Date And Security Code দিয়ে Star My Spotify Premium এ ক্লিক করুন ব্যাস 3 মাসের জন্য Spotify Premium পেয়ে গেলাম

যেকোনো Premium App, Account, Bin, Udemy Course And Other লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন



PremiumAppsAccount Free






আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।

The post Spotify Premium Subscription 3 মাসের জন্য ফ্রি . appeared first on Trickbd.com.

বিকাশ থেকে নিজের নাম্বারে ৫০ টাকা রিচার্জে ৫০% কাশব্যাক

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ১৯ তারিখ ২০২১ বিকাশ ফেইজবুক পেজে একটা পোস্ট করে যাতে এই অফার সম্পর্কে বলা হয়।

বিকাশ অ্যাপস থেকে নিজের নাম্বারে ৫০ টাকা রিচার্জে ৫০% ক্যাশব্যাক। এই অফারটি সবার জন্য। এই অফারটি ১৯ মার্চ থেকে ২৩ মার্চের (২০২১) মধ্যে ১ বার উপভোগ করতে পারবেন। ক্যাশব্যাক পাবেন রিচার্জের পরবর্তী কার্যদিবসের মধ্যে।

বিকাশ পোস্ট লিংকঃ Bkash Fb post

চাইলে বিকাশ অফিসিয়াল ফেইজবুক পেজ চেক করে দেখতে পারেন। অনেক মানুষ ম্যাসেজ ও পেয়েছে।

যাই হোক, সামনে রমজান আসছে… আমাদের এখনি বেশি বেশি আল্লাহর ইবাদত করে রমজানের প্রস্তুতি নিতে হবে। যাদের নিয়মিত নামাজের অভ্যাস নেই তারা এখুনি নিয়মিত নামাজ পড়তে শুরু করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে নিয়মিত নামাজ পরার তাওফিক দেন আমিন।

আমার ট্রিকবিডিতে আরো পোস্টঃ
এবার HSC প্রস্তুতি নিন টেন মিনিট স্কুলের সাথে

৯০% ছাড়ে টেন মিনিট স্কুলের ৯,৫০০ টাকার SSC Crush Course করুন মাত্র ৯,৫০ টাকায়

হ্যাকস বান্ডলঃ একটির দামে ৩টি বই!

যে কোনো ব্রান্ডের নতুন বা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে নিন ব্রান্ড নিউ মটোরোলা ফোন

Book Review: "সবার জন্য Vocabulary"

🔥🇧🇩 সকল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের তারিখ জানতে আমার সাইটের পোস্টটি দেখতে পারেন।
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

The post বিকাশ থেকে নিজের নাম্বারে ৫০ টাকা রিচার্জে ৫০% কাশব্যাক appeared first on Trickbd.com.

যেকোনো এন্ড্রয়েড ডিভাইস রুট করুন।[Alpha to Android 11]

Posted:

আসসালামু আলাইকুম।:)

 

নিচে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিলাম কিভাবে করবেন রুট।

(সম্পুর্ণ টিউটোরিয়াল,১০০% কাজ করবে)

 

•Alpha থেকে Ginger bread যেভাবে রুট করবেন:

যা যা লাগবে:

•Framaroot

 

>ডাউনলোড আর ইন্সটল করে ওপেন করুন আর Install superSU তে ক্লিক করুন।

>তারপর expolit: boromir সিলেক্ট করুন।

>তারপর রিস্টার্ট দেব।

>তারপর ডিভাইস অন হলে SuperSU ডাউনলোড করবেন।

শেষ রুট করা।:V

 

•Jellybean To Lollipop যেভাবে রুট করবেন:

যা যা লাগবে:

•Kingroot V4.9.6

 

>তারপর kingroot এ ডুকে Root এ ক্লিক করবেন।

রুট শুরু হবে।(কিছুক্ষণ সময় লাগবে)

>100% দেখাইলে মোবাইল রিবুট দিবেন।

কাজ শেষ। রুটেড:V

 

•Marshmellow To Android 11:

যা যা লাগবে:

•SP Flash tool

•Vcom driver

•TWRP Or philz Custom recovery

•Scatter file

(only mediatek)

>প্রথমে ড্রাইভার ইন্সটল দেন।

>তারপর scatter file আর recovery ইমেজ নিয়ে একটি ফোল্ডার করুন

(Folder name/Scatter and recovery img)

>মোবাইল বন্ধ করুন।

>ডাউনলোড মোডে যান।( পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন দিয়ে)

>তারপর SP flash tool এ যান।

> scatter loading এ ক্লিক করুন,আপনার Scatter টি সিলেক্ট করুন

>Download এ ক্লিক করুন।

>ফ্ল্যাশ হয়ে গেলে রিকভারি মোডে যান।

>তারপর SuperSU/Magiks Zip ফ্ল্যাশ দিবেন।

শেষ,রুট হয়ে গেলো:V

 

•Alternative way(যাদের কাস্টম রিকভারি নাই)

(Snapdragon,mediatek, সব SoC)

যা যা লাগবে:

•Magiks manager

•Adb minimal

•স্টক বুট ইমেজ(From firmware)

>এবার Magisk Manager এপ টা ওপেন করুন।

>ইন্সটল এ যান

> বুট ইমেজ যেখানে রাখছেন ওইটা সিলেক্ট করুন।

>প্যাচ হয়ে যাবে।

 

[নাম Patched_boot xxxxxxx আসবে কিন্তু আপনার সুবিধার্থে নাম Patched_boot করে নিয়েন।]

 

•এখন Patched Boot.img টা ইন্সটল করবেন, করলেই রুট হয়ে যাবে।

 

>প্রথমে আপনি ADB টা আপনার পিসিতে ইন্সটল করুন।(কিভাবে করবেন? নিচে লিংক)

>patched_boot.img ফাইল টা আপনার পিসির Program Files(×86)> adb এ রাখুন।

>তারপর Minimal Fastboot এপ টা ওপেন করুন >তারপর আপনার মোবাইল পিসির সাথে কানেক্ট করুন ইউ এস বি কেবল দিয়ে।

>টাইপ করুন “adb devices” এন্টার চাপুন,মোবাইলে একটা পারমিশন যাবে Allow করে দিন।

>তারপর টাইপ করুন ”adb reboot bootloader” এন্টার চাপুন, মোবাইল বুটলোডার এ যাবে।

>টাইপ করুন fastboot devices” এন্টার চাপুন,Fastboot Mode এ যাবে।

>তারপর টাইপ করুন “fastboot oem unlock” এন্টার চাপুন।

>তারপর টাইপ করুন “fastboot flash boot patched_boot.img” এন্টার চাপুন।

কাজ শেষ। মোবাইল অন করুন আর ম্যাজিক্স ম্যানেজার ইন্সটল করুন।

রুটেড দেখাবে।;)

ফাইলটা Download করে নিন(Important File এর লিংক দেওয়া আছে।

আজ এতোটুকুই। ধন্যবাদ:))

Credit And Posted By Mahin Ahmed

GitHub

Our Facebook Group

 

The post যেকোনো এন্ড্রয়েড ডিভাইস রুট করুন।[Alpha to Android 11] appeared first on Trickbd.com.

আবারো চালু হলো অ্যাসাইনমেন্ট Task-2021 [৬ষ্ট শ্রেণির ১ম অ্যাসাইনমেন্টের বাংলা ২য় পত্রের সমাধান .txt আকারে ]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ১ বছর হয়ে গেলো। দফায় দফায় বাড়ানো হচ্ছে ছুটি । শেষ ৩০ মার্চ ছুটি শেষ করার একটা তারিখ ঘোষনা করা হলেও তারপরের সপ্তাহ থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগি বাড়ছে মৃত্যু হার। যা দেখা যাচ্ছে এরপর মনে হয় আরোও ছুটি বাড়ার ঘোষনা আসবে। এতে করে শিক্ষা ব্যবস্থার করুন অবনতি হচ্ছে।
.
এই সময় সবাইকে পড়াশুনায় মনোযগী করতে আবারো চালু করা হলো অ্যাসাইমেন্ট Task । সপ্তাহে প্রত্যেক ক্লাসের দুইটা করে মোট চারটা বিয়ষের অ্যাসাইনমএন্ট জমা দিতে হবে তাদের নিজ নিজ স্কুলে ।
.
৬ষ্ঠ থেকে সকল মাধ্যমিক
বিদ্যালয়ের আবার অ্যাসাইনমেন্টের মাধ্যমে মুল্যায়ন চালু করে শিক্ষা অধিদপ্তর। এবার মুল্যায়ন হবে নিজের আয়ত্ত করা বিষয়ের উপর। আসলে বাইরের দেশ গুলোতে এই বিষয় টা কে বেশি গুরত্ব দেওয়া হয়। তবে আমাদের দেশে এইবার প্রথম অ্যাসাইমেন্ট সিস্টেম টা চালু করা হয়ে করোনা ভাইরাসের কারণে।
.
৬ষ্ট-৯ম শ্রেণির জন্য ১ম
সপ্তাহ
অ্যাসাইনমেন্ট ২০২১
প্রকাশ পেয়েছে গত
১৬/০৩/২০২১ তারিখে।
২০২১ সালের
অ্যাসাইনমেন্ট কিছু
ভিন্নতা আনা হয়েছে।
.
এই এ্যাসাইনমেন্টে
বিষয়বস্তু ও নির্ধারিত
কাজের সাথে সাথে
অ্যাসাইনমেন্ট লেখার
নির্দেশনা ও মূল্যায়ন
রুব্রিক্স যোগ করা
হয়েছে যা নতুন মাত্রা যোগ করেছে। এতে
শিক্ষার্থীরা তাদের
এ্যাসাইনমেন্ট লিখতে
উপকৃত হবে এবং এতে করে তাদের লিখার মুল্যায়ন আরো ভালো করে করা সম্ভব।
.

Answer Of Bngla 2nd Paper Of Class 6


৬ষ্ট শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.
বাংলা ২য় অ্যাসাইনমেন্ট এর সমধান
.

Download
.
বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।
.
.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।

The post আবারো চালু হলো অ্যাসাইনমেন্ট Task-2021 [৬ষ্ট শ্রেণির ১ম অ্যাসাইনমেন্টের বাংলা ২য় পত্রের সমাধান .txt আকারে ] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments