Search box..

আপনার ফোনে চার্য কিরকম স্পীডে জমা হচ্ছে দেখুন,চমৎকার একটি এপ্স।

আপনার ফোনে চার্য কিরকম স্পীডে জমা হচ্ছে দেখুন,চমৎকার একটি এপ্স।


আপনার ফোনে চার্য কিরকম স্পীডে জমা হচ্ছে দেখুন,চমৎকার একটি এপ্স।

Posted:

আসসালামুআলাইকুম,ও হিন্দু ভাইদের জানাই আদাব। আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। প্রতিবারের মতো আবারো আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। টাইটেল দেখে সবাই হয়তো বুঝে গেছেন,আজকে কোন বিষয় নিয়ে পোস্ট করতে যাচ্ছি। আজকের বিষয় হলো, আপনি আপনার হাতের এন্ড্রয়েড ফোন এর চার্য কি রকম স্পীডে জমা হচ্ছে,আপনি সরাসরি দেখতে পারবেন। আজকে চমৎকার একটি এপ্স নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই এপ্সটি ব্যাবহার করলে আপনি খুব সহজে বুঝতে পারবেন,আপনার ফোন এর চার্যিং এর কোনো সমস্যা আছে কিনা। আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন। এবং আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি এপ্সটি একবার ব্যাবহার করলে বুঝতে পারবেন। অনেক চমৎকার একটি এপ্স। যাদের ফোনে চার্য হতে অনেক টাইম লাগে তারা খুব সহজে দেখতে পারবেন আপনার ফোনের চার্যের স্পীড কেমন। আপনি একবার এপ্সটি ব্যাবহার করে দেখুন। কথা না বাড়িয়ে কাজের দিকে যাই, প্রথমে নিচের লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিনঃ

Download

তার পর ওপেন করুন

তার পর সব পারমিশন চাইলে allow দিয়ে দিন

তার পর এরকম সব পারমিশন দিয়ে দিন

তার পর এখানে ক্লিক দিন

তার পর এখানে ক্লিক দিন

তার পর ইচ্ছামতো একটা ওয়েলপেপার বেছে নিন

তার পর এখানে ক্লিক দিন

তার পর এভাবে সেট করুন

ওকে করে দিন

তার পর ফোনটা চার্যে ঢুকান,দেখুন প্রমান
কত স্পীডে চার্য হচ্ছে

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post আপনার ফোনে চার্য কিরকম স্পীডে জমা হচ্ছে দেখুন,চমৎকার একটি এপ্স। appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন চঞ্চল ও আরিফিন শুভ অভিনীত সম্প্রতি রিলিজ হওয়া বাংলা ওয়েব সিরিজ Contract (2021) [রিভিউসহ]

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্প্রতি রিলিজ হওয়া বাংলা ওয়েব সিরিজ Contract এর ডাউনলোড লিংক সাথে আমার স্পয়লারবিহীন রিভিউ। তো চলুন শুরু করা যাক।

Web Series: Contract (2021)

Cast: Chanchal Chowdhury, Arifin Shuvo, Aisha Khan, Tariq Anam Khan Etc.

Seasons:1 (Episodes 6)

Imdb Ratings: 7.5/10

Personal Rating: 9/10

 

***স্পয়লারবিহীন রিভিউ***

অন্যান্য ইন্ডাস্ট্রির ভাল কন্টেন্টম্পূর্ণ মুভি/ওয়েব সিরিজ গুলো যখন দেখতাম তখন আনন্দ উপভোগের সাথে একটা আফসোস হত-“আমাদের দেশে এরকম কিছু কেন তৈরি হয় না!” কিন্তু আজকে Contract দেখার সময় অনুভব করলাম,আমার সেই আফসোস Contract প্রশমিত করছে।বিদেশের মুভি-সিরিজ গুলো দেখে আমি আমাদের দেশের মুভি-সিরিজগুলোতে যে ধরনের কাহিনী, স্ক্রিন কালার,স্ক্রিনপ্লে মিস করতাম সেগুলো আমি Contract এ খুজে পেয়েছি।প্রথমে একটু ভয় করছিল যে প্রত্যাশা পূরণ করতে মনে হয় পারবে না, কিন্তু সময় গড়ার সাথে সাথে এই অনুভূতিগুলো আমি অনুভব করেছি।

আমাদের দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রক সংস্থা গুলো নিয়ে তেমন কোন কাজ হয় না।আর যেটুকুও বা হয় সেখানে তাদের উপস্থাপন হাস্যকর এবং একই সাথে মেজাজ খারাপ করায়।আর সিক্রেট সার্ভিস নিয়ে তেমন কোন কাজ এদেশে মনে হয় এটাই প্রথম।তারপরেও NSI (সিরিজে NSA) কে যত সুন্দর,সাবলিল এবং প্রফেশনালি উপস্থাপন করা হয়েছে, ঢাকা এট্যাকে বাংলাদেশ পুলিশকেও এতটা সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমার মনে হয় না।

হয়ত বেশি হয়ে যায় তবুও আমি বলবো, হলিউড-বলিউড-কোরিয়ান বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে তাদের সিকিউরিটি সার্ভিসগুলোকে যেভাবে উপস্থাপন করা হয় সেই ফিল আমি Contract এ পেয়েছি। শ্যামল মাওলা অনবদ্য ছিল।আর চঞ্চল চৌধুরীকে নিয়ে কিছু লিখবো না। যতটুকুই লিখি,মন ভরবে না।অন্যান্য সকলের অভিনয়, অভিব্যক্তি, ডায়লগ ডেলিভারিও আমাকে অসম্ভব পরিতৃপ্ত করেছে।

রিসেন্ট টাইমে সবচেয়ে বেশি হাইপ তোলা সিরিজের ভিতর অন্যতম এটা। বাঙালীদের মনে জ্যাক স্নাইডারের জাস্টিস লীগ ছাড়াও যে কোনো বাংলা সিরিজ হাইপ ক্রিয়েট করবে কেই বা ভেবেছিলো বলেন। সেই হাইপ এর যথার্থতা কতটুকু ছিলো সেটা অবশ্যই দেখার সময় আপনার উপলব্ধি হবে। তবে আমার মতে সেটা একেবারে যে ফুলফিল হইসে সেটা না বলতে পারলেও খারাপ হয়নি। অন্তত আমরা যে এই রকম কিছু পাওয়া শুরু করলাম এটাই অনেক বড় প্রাপ্তি বলা যেতে পারে।

পুরা সিরিজটায় দুইটা এংগেল সিলেক্ট করতে পারবেন। তাতে নির্ভর করবে আপনার ভালো লাগার পরিমাণ। আপনি যদি প্রফেশনাল এংগেল থেকে দেখেন। ভুলভ্রান্তি অনেক পাবেন। ক্রিটিসাইজ করার প্লেস পাবেন বেশ কয়েক জায়গায়। আরেকটা এংগেল হলো দেশের সিনেমা পরিস্থিতি বিবেচনায় দেখবেন কিনা। এই এংগেল থেকে দেখলে এখন অবধি এরকম কিছু বাংলাদেশের এক কথায় নাই। বিশেষ করে ক্রাইম থ্রিলারের মতো হট ফিল্ডে আমাদের কিচ্ছু নাই। সেইখানে তারা সাহস এবং প্যাশনের সাথে অনেক ভালোভাবেই চেষ্টা করসে আমাদের মাঝে কিছু দিতে যেটা প্রশংসার চরমতম দাবিদার। এটা ভবিষ্যতে আরো ভালো কিছুর জন্য দরজা খুলে দেয়ার মতো একটা কিছু।

 

এবার ডাউনলোড করার পালা।

আমি নিচে গুগল ড্রাইভ এর ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।আপনারা গুগল একাউন্টে লগইন করে ডাউনলোড করে নিবেন।

480p Link: Download Link Here

720p Link: Download Link Here

1080p Link: Download Link Here

তো আজকে এই পর্যন্তই।পোস্টে কোনো ত্রুটি বা আপনাদের কিছু জানার থাকলে বা পোস্টটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।

আরো মুভি রিভিউ পেতে ঘুরে আসতে পারেন আমাদের সাইটঃ Tipsnewsbd

আমার অন্যান্য পোস্টঃ

Spotify Premium Unlocked App Download 

Pirates Of The Caribbean

Mr. Bean Movies

Dark Knight Trilogy

Raid Redemption

Tom and Jerry Movie (2021)

Drishyam 2

The Matrix Trilogy

Joker (2019)

সবাই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

 

The post ডাউনলোড করে নিন চঞ্চল ও আরিফিন শুভ অভিনীত সম্প্রতি রিলিজ হওয়া বাংলা ওয়েব সিরিজ Contract (2021) [রিভিউসহ] appeared first on Trickbd.com.

যেকোন MTK এন্ড্রোয়েড ফোন ফ্ল্যাশ করার পদ্ধতি

Posted:

যেকোন MTK এন্ড্রোয়েড ফোন ফ্ল্যাশ করার পদ্ধতি

মোবাইল ফোন আমাদের নিত্য দিনের সঙ্গী। যখন যেখানেই যায় ফোন হাতের কাছে না থাকলে যেন মনে শান্তি থাকেনা। ইমেইল চেক থেকে ফোন করা, লেখাপড়া থেকে বিনোদন সব জায়গায় সবকিছুকে হাতের মুঠোয় এনে দিয়েছে এই মোবাইল ফোন।
তেমনি এই নিত্যদিনের সঙ্গীর সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম এন্ড্রোয়েড এসে মোবাইল ফোনের গ্রহণযোগ্যতাকে আরো বাড়িয়ে দিয়েছে। জীবনকে করেছে আরো সহজ এবং সাবলীল।
কিন্তু সেই প্রবলেম সল্ভার মেশিন ই যখন নিজেই প্রবলেম হয়ে ওঠে তখন হয় মহাবিপদ। এত এত মোবাইল এর সমস্যার মধ্যে যারা এন্ড্রোয়েড ইউজার তারা একটি বিশেষ সমস্যার মুখোমুখি হয়ে থাকি। আর সেই সমস্যা হচ্ছে ফোন ব্রিক করা।
এছাড়াও আরো অনেক সমস্যা যেমন গুগল ভেরিফিকেশন লক হয়ে যাওয়া। IMEI নাম্বার হারিয়ে যাওয়া সহ অনেক অনেক।
এত এত সব সমস্যার সমাধান কিন্তু একটাই। সেটা হচ্ছে ফোন ফ্ল্যাশ করা। এটাকে আপনি নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল এর মতোও বলতে পারেন। সচারচর বেশিরভাগ ক্ষেত্রে এধরণের কাজের জন্য আমরা সার্ভিসিং সেন্টার এ যায় এবং বেশ পরিমান টাকা খরচ ও করে ফেলি।
কিন্তু যদি এই সমস্যার সমাধান নিজে নিজে ঘরে বসে করে ফেলতে পারি তাহলে কিন্তু মন্দ হয়না। তাহলে চলুন আজকের লেখাতে দেখে ফেলি কিভাবে যেকোন এন্ড্রোয়েড ফোন ফ্ল্যাশ করতে হয়।

ফোন ফ্ল্যাশ কখন করতে হয়?

ফ্ল্যাশ করার আগে জানতে তো হবে কখন করব তাইনা? চলুন দেখে নেই কখন কখন ফোন ফ্ল্যাশ করব
1. ফোন পাওয়ার অফ হয়ে অন করার সময় লোগো এসে থেমে থাকলে। ( যেটাকে ব্রিক বলা হয় )
2. রুট করা কিংবা অন্য কোন কারণে IMEI নাম্বার কাজ না করলে।
3. ফোন ডেড হয়ে গেলে
4. কাস্টম রম ইন্সটল করতে গিয়ে কোন স্টেপে থেমে গিয়ে ফোন ওপেন না হলে
এছাড়াও আরো অনেক সমস্যার সমাধান যখন করা যায়না তখন ফোন ফ্ল্যাশ করা প্রয়োজন হয়।

ফোন ফ্ল্যাশ করতে গেলে আগে থেকে কি করা প্রয়োজন?

যেহেতু ফোন ফ্ল্যাশ করলে ইউজার ডেটা সব রিমুভ হয়ে যায় তাই ভালো হয় যদি আপনি আগে থেকে আপনার ডেটা গুলো ব্যকআপ করে নেন। আমার যেমন গুগল ফটোস এ সব ইমেজ থাকে তাই ইমেজের ক্ষেত্রে ব্যাকআপ নিয়ে ভাবতে হয়না। তবে অন্য ফাইল এর জন্য যেভাবে ব্যাকআপ নিবেন
স্টেপ-১ঃ প্রথমে ফোন বন্ধ করে ফেলুন।
স্টেপ-২ঃ এখন আপনার ফোনের মডেল অনুযায়ী কী কম্বিনেশন খুঁজে নিন। সেজন্য গুগলে গিয়ে “[Phone & Model Name] recovery mood key combination” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। সেটা হতে পারে Volume Down + Power অথবা অন্য কিছু।
স্টেপ-৩ঃ এখন ৫ সেকেন্ড মতো সেই কী কম্বিনেশন চেপে ধরে রাখলে রিকোভারি ইন্টারফেস আসবে। যেমন নিচের মতো
Recovery Screen | Screenshot
Recovery Screen | Screenshot

 

স্টেপ-৪ঃ এখন আপনার ফোনের পাওয়ার বাটন একবার ক্লিক করলে নিচের মতো আরেকটা ইন্টারফেস আসবে।
Recovery Screen | Screenshot
Recovery Screen | Screenshot

 

স্টেপ-৫ঃ এখান থেকে “backup and restore” সিলেক্ট করে আপনার এসডি কার্ডে সব ডেটা ব্যাকআপ নিতে পারবেন। তবে যদি এই অপশন না থাকে তাহলে আপনি ব্যাকআপ নিতে পারবেন না।
এই তো আপনার ডেটা ব্যাকআপ নেয়ার প্রসেস। এখন আমরা ফোন ফ্ল্যাশ করব।

ফোন ফ্ল্যাশ করার জন্য যা যা লাগবে।

1. প্রথমেই লাগবে SP Flash Tools. (https://spflashtool.com/) এই লিংক থেকে একদম লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিবেন।
2. আপনার ফোনের মডেল অনুযায়ী https://firmwareos.com/ এই লিংক থেকে আপনার জন্য নির্দিষ্ট ফ্ল্যাশ ফাইল টি ডাউনলোড করে নিন।
3. এবারে (https://tblogng.net/mtk-vcom-drivers-installation/) এই লিংক এর প্রসেস ফলো করে আপনার কম্পিউটার এ ড্রাইভার টি ইন্সটল করে নিন।
এবারে যেগুলো জিপ ফাইল আছে সেগুলো এক্সট্রাক্ট করে নিন।
ব্যাস আপনার সব কাজ শেষ। এখন শুধু আসল কাজ মানে ফ্ল্যাশ করা বাকি।

ফ্ল্যাশ কিভাবে করব?

স্টেপ-১ঃ প্রথমেই SP Flash Tools ফোল্ডার থেকে flash_tool.exe ওপেন করে নিচের মতো ইন্টারফেস থেকে Scatter-loading এ ক্লিক করুন।
SP Flash Tool | Screenshot
SP Flash Tool | Screenshot

 

স্টেপ-২ঃ এখন আপনি যেই মডেলের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করেছেন সেটার এক্সট্রাক্ট ফোল্ডার থেকে Firmware ফোল্ডারে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট থাকবে। যেটার নাম এর শেষে scatter লেখা থাকবে। এখন Scatter-loading থেকে ঐটা সিলেক্ট করে ওপেন করে নিন।
ব্যাস তাহলেই নিচের মতো স্ক্রিন হবে।
SP Flash Tool | Screenshot
SP Flash Tool | Screenshot

 

স্টেপ-৩ঃ এবারে এই ডাউনলোড বাটনে ক্লিক করুন।
স্টেপ-৪ঃ এখন আপনার ফোন পাওয়ার অফ করে ডেটা ক্যাবল এর সাহায্যে কম্পিউটার এর সাথে লাগান এবং ভলিউম আপ বা ডাউন বাটন ক্লিক করুন।
স্টেপ-৫ঃ তাহলে সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিন নিচের মতো হবে এবং ফ্ল্যাশ হতে শুরু হবে।
SP Flash Tool | Screenshot
SP Flash Tool | Screenshot

 

স্টেপ-৬ঃ এখন “Download Ok” বাটন দেখালেই আপনার ফোন ডেটা ক্যাবল থেকে খুলে নিন এবং সাধারণ ভাবে পাওয়ার অন করুন।
ব্যাস সঙ্গে সঙ্গেই আপনার ফোন আগের মতো ওপেন হয়ে যাবে।
তো এই ছিল আজকের লেখা। আপনার কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং কোন মতামত থাকলে সেটাও জানান। ধন্যবাদ।

The post যেকোন MTK এন্ড্রোয়েড ফোন ফ্ল্যাশ করার পদ্ধতি appeared first on Trickbd.com.

এখন থেকে যেকোন File/Link Scan করুন Online এই

Posted:

VirusTotal হল এমন একটি Site যা আপনার File/Link Scan করে বলে দিতে পারে File/ Link এ Virus Inject করা আছে কিনা।

 

🔰 এই সাইটের অন্যান্য 5টা Tools রয়েছে

  1. API Scripts
  2. YARA
  3. Desktop Apps
  4. Extensions
  5. Mobile App

 

🔰যেভাবে এই Web Applicationটি কাজ করে :-

এই Web ভিত্তিক Application এ 70টি Antivirus এর Scanner Features Add করা হয়েছে

বিস্তারিত জানতে Visit Official Site

 

 

 

🔰 যেভাবে এই Web Applicationটি ব্যবহার করবেন :-

-আপনি File/Url Scan করতে চাইলে ঐ Linkটা/Fileটা Import করলেই হয়ে যাবে                                                                                                 
-Total 70 Antivirus scan result Show করবে।

 

 

🔰 Site Link:-

VirusTotal

 

-:Mail:-
dex477604@gmail.com

The post এখন থেকে যেকোন File/Link Scan করুন Online এই appeared first on Trickbd.com.

���� সর্বকালের জনপ্রিয় মুভি Pirates of The Caribbean মুভির রিভিউ এবং ডাউনলোড লিংক নিয়ে নিন ডুয়াল অডিও (হিন্দি ডাবিং) এবং বাংলা সাবটাইটেল সহ! ����

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুভি লাভারদের মধ্যে সবসময় টপ লিস্টে থাকা মুভি Pirates of The Caribbean মুভি সিরিজের রিভিউ এবং ডাউনলোড লিংক। পূর্বেও ট্রিকবিডিতে এটা নিয়ে পোস্ট হয়েছে তবে ডুয়াল অডিও (হিন্দি ডাবিং) নিয়ে হয় নি।আর রিভিউ ও নেই।আজকে আমি আপনাদের মাঝে মুভিগুলোর ফুল রিভিউ এবং ডিরেক্ট গুগল ড্রাইভ ডাউনলোড লিংক নিয়ে এসেছি তাও ডুয়াল অডিও সহ।

তো চলুন শুরু করা যাক।

Movie Series Name : Pirates of The Caribbean

Genre: Action, Comedy, Fantasy, Adventure.

Cast: Johnny Deep, Keira Knightley, Orlando Bloom, Geoffrey Rush, Jack Davenport Etc.

Director: Gore Verbinski

মোট মুভি ৬ টি

1.Pirates of the Caribbean: The curse of the black pearl (2003)
Imdb: 8/10

2.Pirates of the Caribbean: Dead man’s chest (2006)
Imdb: 7.3/10

3.Pirates of the Caribbean: At world’s end (2007)
Imdb: 7.1/10

4.Pirates of the Caribbean: On stranger tides (2011)
Imdb: 6.6/10

5.Pirates of the Caribbean: Dead men tells no tales (2015)
Imdb: 6.6/10

*** হালকা স্পয়লার ***

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাইরেটস বা জলদস্যুদের নিয়ে তৈরি হলিউড মুভির এ মিনি সিরিজটি অত্যন্ত জনপ্রিয়। কি নেই এই সিরিজের মুভিগুলোর মধ্যে!!
অ্যাকশন, ড্রামা, কমেডি,অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ এ সিরিজের প্রত্যেকটি মুভি। আমার দেখা প্রিয় মুভি সিরিজগুলোর মধ্যে একটা।

এই মুভিগুলোর প্রধান চরিত্র হচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো যে শুধুমাত্র ক্যাপ্টেন উপাধি পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। জ্যাক স্প্যারোর উপস্থিত বুদ্ধি, চিন্তাধারা, হাঁটার স্টাইল, কম্পাস দিয়ে লক্ষ্য স্থির করার স্টাইল, বিপদের মুহূর্তেও অস্থির কমেডি এ চরিত্রটিকে অসাধারণ করে তুলেছে। “দ্যা ব্ল্যাক পার্ল” নামক জাহাজের ক্যাপ্টেন তিনি৷ কিন্তু, ক্যাপ্টেনসি টিকিয়ে রাখতে আরেক ক্যাপ্টেন বারবোসার সাথে সমসময়ই তাকে প্রতিযোগিতা করতে হয়েছে।

এ সিরিজটার সবচেয়ে বেশি টুইস্ট সম্ভবত ভিলেনগুলোর কুল ক্যারেক্টার। প্রায় সবগুলো পার্টেই ভিলেনগুলো এতো ভালো অভিনয় করেছে যে আপনাকে বেশ ভালোই থ্রিলের মধ্যে রাখবে। উইল টার্নার-এলিজাবেথ সোয়ান, ডেভি জোনসও তাদের জায়গায় ভালো অভিনয় করেছে।

জ্যাক স্প্যারো তরুণ বয়সে জলদস্যুদের সাথে ছিলেন। সমুদ্র লুটেরা হতে তার জাহাজ কোনঠাসা হয়ে পড়লেও তরুন জ্যাক স্প্যারোর একক নৈপুণ্যে টিকে যায় তারা। এটি জ্যাক স্প্যারো হয়ে উঠার গল্প।

ক্যাপ্টেন বারবোসাসহ পুরো জাহাজ সমেত সবাই অভিশপ্ত। জ্যাক স্প্যারোর প্রতি তাদের অসীম ক্ষোভ। জ্যাক স্প্যারোকে ধরতে না পেরে এলিজাবেথকে ধরে নিয়ে যায় তারা। সেই সাথে দখল করে জ্যাক স্প্যারোর অদ্ভুত জাহাজটি। উইল টার্নার যে কিনা এলিজাবেথকে পছন্দ করতো,তাকে নিয়ে শুরু হয় জ্যাক স্প্যারোর উদ্ধার অভিযান। অভিশপ্ত, নরকের পিশাচতুল্য বারবোসা ও তার জাহাজের সবাইকে হারিয়ে এলিজাবেথ ও জাহাজ ফিরিয়ে আনার অভিযান।

এভাবেই শুরু হয় জ্যাক স্প্যারোর অভিযান।অবশ্যই যা পরবর্তীতে আরও সব ভয়ংকর অভিযানে রূপ নেয়।পুরো সিরিজ জুড়েই কোনো না কোনো মিশনের কাহিনী নিয়ে এগিয়েছে মুভিগুলো।তাই আলাদা আলাদা মুভিগুলোর রিভিউ দিলে ফুল স্পয়লার হয়ে যাবে।তাই আমি একবারে সংক্ষেপে আলোচনা করলাম।  বেশিরভাগ মুভি লাভারই মুভিগুলো দেখেছেন।কিন্তু যারা এখনো দেখেননি,তারা নিচ থেকে ডাউনলোড করে নিন।

এবার ডাউনলোড করার পালা।

আমি গুগল ডুয়াল অডিও সহ ফাইলের ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি।আপনারা গুগল একাউন্টে লগিন করে ডাউনলোড করে নিবেন।

1.Pirates of the Caribbean: The curse of the black pearl (2003)

480p Link : Download Link Here

720p Link: Download Link Here

Bangla Subtitle: Click Here

2.Pirates of the Caribbean: Dead man’s chest (2006)

480p Link: Download Link Here

720p Link: Download Link Here

Bangla Subtitle:  Click Here

3.Pirates of the Caribbean: At world’s end (2007)

480p Link: Download Link Here

720p Link: Download Link Here

Bangla Subtitle: Click Here

4.Pirates of the Caribbean: On stranger tides (2011)

480p Link: Download Link Here

720p Link: Download Link Here

Bangla Subtitle: Click Here

5.Pirates of the Caribbean: Dead men tells no tales (2015)

480p Link: Download Link Here

720p Link: Download Link Here

Bangla Subtitle: Click Here

তো আজকে এই পর্যন্তই।পোস্টে কোনো ত্রুটি বা আপনাদের কিছু জানার থাকলে বা পোস্টটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।

আরো মুভি রিভিউ পেতে ঘুরে আসতে পারেন আমাদের সাইটঃ Tipsnewsbd

আমার অন্যান্য পোস্টঃ 

Spotify Premium Unlocked App Download

Mr. Bean Movies

Dark Knight Trilogy

Raid Redemption

Tom and Jerry Movie (2021)

Drishyam 2

The Matrix Trilogy

Joker (2019)

সবাই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

The post 🔥🔥 সর্বকালের জনপ্রিয় মুভি Pirates of The Caribbean মুভির রিভিউ এবং ডাউনলোড লিংক নিয়ে নিন ডুয়াল অডিও (হিন্দি ডাবিং) এবং বাংলা সাবটাইটেল সহ! 🌟🌟 appeared first on Trickbd.com.

মোবাইলে পর্নসাইট বন্ধ করার উপায়

Posted:

 

আসসালামু আলাইকুম Trickbd বাসী! আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

এই যুগে প্রায় প্রতিটি ঘরে বাচ্চাদের হাতে মোবাইল ঘুরে বেড়ায়। গেইম, কার্টুন, ইউটিউব ইত্যাদি অজুহাতে মোবাইল এখন অপ্রাপ্তবয়স্কদের হাতে জায়গা করে নিয়েছে। এদিক সেদিক ক্লিক করতেই অজান্তে নানান অ্যাডাল্ট সাইট ওপেন হয়ে যাচ্ছে। যা খুবই বিব্রতকর এবং বাচ্চাদের মানসিক বিকাশের জন্য খুবই ভয়ংকর।

এই বিব্রত পরিস্থিতি থেকে বাঁচতে ছোট্ট একটি সেটিংস করে নিতে পারেন। এই সেটিংস করা থাকলে আপনার মোবাইল দিয়ে কখনোই আজেবাজে সাইট চালু হবে না।

 

অটোমেটিক অ্যাডাল্ট সাইট ব্লক হয়ে যাবে। সার্চ করলেও বাজে সাইট খুঁজে পাবেন না। আপনার ঘরের মোবাইলগুলোতে সেটিংসটি করে রাখুন। কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যাবে। নিজে করুন, অন্যকে জানিয়ে দিন। আগামীপ্রজন্ম সুস্থ মস্তিষ্কে বড় হয়ে উঠুক।

 

সেটিংস বিস্তারিতঃ

আসুন জেনে নেই, কীভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্নসাইট একবারে বন্ধ করে দিবেন। এটি করলে গুগলে সার্চ করে কোনো পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না।

 

শুরুতে আপনাকে ফোনের সেটিংসের wireless connections অপশনে যেতে হবে। সেখানে যাওয়ার পর, Private DNS অপশনটিতে যেতে হবে। তবে বলে রাখা ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে। পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়োজন। তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি সার্চ করে খুঁজে বের করুন। এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন। এর মধ্যে একটি অপশনে ক্লিক করলে এডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।

নিচে একটি ফোনে করে দেখানো হয়েছে। এই ফোনটিতে এডিট অপশনটি Designated Private DNS নামে দেওয়া ছিল। কিছু কিছু ফোনে এটি Private DNS provider hostname নামেও থাকে।

এতটুকু করলেই সমস্ত পর্নসাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে। কোনো রকম পর্নসাইট আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ

সংগ্রহীত – Police Cyber Support for Women

Previous Post in Trickbd Here

Visit Our Group:Here

 

 

The post মোবাইলে পর্নসাইট বন্ধ করার উপায় appeared first on Trickbd.com.

ফোনের নোটিফিকেশন স্ট্যাটাস প্যানেলকে ইচ্ছামতো রং দিয়ে সাজিয়ে নিন, যে দেখবে সে তাকিয়ে থাকবে।

Posted:

আসসালামুআলাইকুম,ও হিন্দু ভাইদের জানাই আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে অসাধারণ একটি ট্রিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। টাইটেল দেখে অনেকে বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকের ট্রিক হলো, আপনার ফোনের নোটিফিকেশন স্ট্যাটাস প্যানেলকে আপনার ইচ্ছামত রঙ দিয়ে সাজিয়ে নিতে পারবেন। যে দেখবে সে ই তাকিয়ে থাকবে। আপনার ফোনকে দিন চমৎকার অন্যরকম লুক। আপনি একবার এরকম ভাবে ফোন ব্যাবহার করে দেখুন,আপনাদের অনেক ভাল লাগবে। আপনি আপনার মনের মতো বিভিন্ন রঙ পাবেন।এবং ইচ্ছামতো রঙ দিতে পারবেন। আপনি একবার এপ্সটি ব্যাবহার করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে নিচের লিংক থেকে এপ্সটি ডাউনলোড করে নিনঃ

Download

তার পর এপ্সটি ওপেন করুন

তার পর নিচে একটু স্কল করে গিয়ে এখানে ক্লিক দিন

তার পর পারমিশন চাইলে দিয়ে দিন,
দিয়ে,এখানে ক্লিক করুন।

তার পর এখানে ক্লিক দিন

একটা এড আসবে, একটু অপেক্ষা করে কেটে দিন

তার পর যে কালারটা পছন্দ হবে ক্লিক দিয়ে কেটে দিন

দেখুন হয়ে গেছে, কত চমৎকার!

আশা করি ভাল লেগেছে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post ফোনের নোটিফিকেশন স্ট্যাটাস প্যানেলকে ইচ্ছামতো রং দিয়ে সাজিয়ে নিন, যে দেখবে সে তাকিয়ে থাকবে। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments