Search box..

আপনি কি চাকরির বা ব্যবসার কাজে জন্য বাহিরে পাবলিক টয়লেট করার প্রয়োজন হয়।পাবলিক টয়লেট ব্যবহারের আগে যে বিষয়গুলো জানা জরুরি

আপনি কি চাকরির বা ব্যবসার কাজে জন্য বাহিরে পাবলিক টয়লেট করার প্রয়োজন হয়।পাবলিক টয়লেট ব্যবহারের আগে যে বিষয়গুলো জানা জরুরি


আপনি কি চাকরির বা ব্যবসার কাজে জন্য বাহিরে পাবলিক টয়লেট করার প্রয়োজন হয়।পাবলিক টয়লেট ব্যবহারের আগে যে বিষয়গুলো জানা জরুরি

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

পাবলিক টয়লেট ব্যবহারের আগে যে বিষয়গুলো জানা জরুরি

আমাদের অনেকেরই বিভিন্ন কারণে বাড়ির বাহিরে থাকতে হয়৷ কেউ চাকরির জন্য বা কেউ বিভিন্ন কাজের জন্য বেশির ভাগ সময় বাড়ির বাহিরে থাকতে হয়। অনেকর আবার এই সময় পাবলিক টয়লেট ব্যবহার করার প্রয়োজন হয়।আবার এই পাবলিক টয়লেট ব্যবহার নারীদের জন্য একটি বড় সমস্যা। পাবলিক টয়লেট ব্যবহার করার কারণে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রায় সব নারীদের হয়ে থাকে।

নারীদের পাবলিক টয়লেট ব্যবহার করার আগে সতর্ক থাকা উচিত।আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি বলছে→একটি পাবলিক টয়লেটের সিটে এবং সাবানের মধ্যে ৭৭,০০০ রকমের ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকে। তারা আমেরিকার পাবলিক টয়লেটে গবেষণা চালানো হয়েছিল। এ কারণে আমাদের পাবলিক টয়লেটে যাওয়ার আগে কয়েকটি বিষয় মনে রাখা খুব জরুরি।

এই সমস্যার সমাধানে আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার।আমাদের পাবলিক টয়লেট ব্যবহারের সময় কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তা জেনে নিন-

১. পাবলিক টয়লেট ব্যবহার করার সময় টয়লেটের কোন স্থানেও সরাসরি হাত দেওয়া যাবেনা। আবার সরাসরি দরজাতেও হাত দেওয়া যাবে না।পাবলিক টয়লেট ব্যবহার করার জন্য ব্যাগে টিস্যু রাখার চেষ্টা করুন। সাথে স্যানিটাইজারও রাখতে পারেন।

২.পাবলিক টয়লেটের ভিতরে যাওয়ার পর ব্যাগ বা কোনও জিনিস পাবলিক টয়লেটের মেঝেতে রাখা উচিত নয়। সবসময় হাতে রাখার চেষ্টা করতে হবে।

৩. অফিসে হোক বা পাবলিক প্লেসে টয়লেটে যাওয়ার পর সবার আগে ফ্ল্যাশ করে নিতে হবে। এতে আগে থেকে জমে থাকা ব্যাকটেরিয়া দূর হবে।

৪. পাবলিক টয়লেটে কোন ভাবেই টয়লেট সিটে সাথে সাথে বসে পড়বেন না। এর আগে সিট পরিষ্কার করে নিবেন। যে কোনও ওষুধের দোকানে টয়লেট সিট ডিজইনফেক্টর কিনতে পাওয়া যায়। এটি সব সময়ে ব্যাগে বা সাথে রাখার চেষ্টা করুন।

৫. টয়লেট ব্যবহারের পর অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিতে হবে।কিন্তু টয়লেটের সাবান ব্যবহার করবেনা। আর এই অভ্যাস শুধু বাড়ির বাইরে নয়। বাড়িতেও করার চেষ্টা করতে হবে। কারণ এতে ব্যাকটেরিয়া মুক্ত থাকার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

আপনার যদি বাহিরে টয়লেট করতেই হয় চাকরি বা ব্যবসার কারণে তাহলে সেই রকম প্রস্ততি নিয়ে রাখেন। কারণে ভালো প্রস্ততি না থাকলে আপনি খুব সহজেই বিভিন্ন রোগের আক্রন্ত হবেন তাই আগে থেকেই সাবধান হওয়া জুরুরি।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আপনি কি চাকরির বা ব্যবসার কাজে জন্য বাহিরে পাবলিক টয়লেট করার প্রয়োজন হয়।পাবলিক টয়লেট ব্যবহারের আগে যে বিষয়গুলো জানা জরুরি appeared first on Trickbd.com.

NOOBBOSS এর মতো ভয়েস চেঞ্জ করুন আর মজা নিন আপনার বন্ধুদের সাথে! ��

Posted:

বাংলাদেশের জনপ্রিয় পাবজি স্ট্রিমারদের মধ্যে একজন নুব বস । তার ভয়েসটা ফানি এবং ইনজয় করার মতো ।

এধরনের ভয়েস চাইলে আপনিও করতে পারবেন এবং লাইভস্ট্রিমে পাবলিককে বিনোদন দিতে পারবেন অথবা ফ্রেন্ডদের সাথে মজা করতে পারবেন ।

কিভাবে NOOBBOSS এর মতো ভয়েস চেঞ্জ করবেন?

(কোথাও বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন)

প্রথমেই [ এখান থেকে ] ClownFish Voice Changer এপটা ডাউনলোড করে নিন । ৬৪ বিট ইউজার হলে ৬৪ বিট ডাউনলোড করুন আর ৩২ বিট ইউজার হলে ৩২ বিট ।
image

তারপর এপের উপর ডাবল ক্লিক করে Set Voice Changer এ ক্লিক করুন

image

তারপর Helium Pitch সিলেক্ট করে নিবেন নুব বসের মতো ভয়েসের জন্য তাছাড়া বাকিসবগুলো টেস্ট করতে পারেন ।
image

তাছাড়া Hear Microphone অপশনে ক্লিক করলে আপনি নিজের ভয়েস নিজেই শুনতে পারবেন । এটা একটা কাজের ফিচার, এর মাধ্যমে ভয়েস চেক করা যাবে ।

image

 

সবকিছু ঠিকঠাক থাকলে Turn On বাটনে ক্লিক করে শুরু করে দিন আপনার কাজ 😂😎

image

আর অফ করতে চাইলে Turn off বাটনে ক্লিক করুন

image

তো এই ছিলো আমার আজকের পোস্ট । পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং এই ধরনের ইউনিক ট্রিক সবার আগে পেতে [ SUBSCRIBE ] করতে পারেন আমার ইউটিউব চ্যানেল ।

 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান 😎

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ নিয়ে নিন কম্পিউটারে Screen Record করার জন্য বেস্ট একটি এপ । সাথে স্ক্রিন রেকর্ড করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন! (For Windows Linux and Mac Users)

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

 

 

 

The post NOOBBOSS এর মতো ভয়েস চেঞ্জ করুন আর মজা নিন আপনার বন্ধুদের সাথে! 😆 appeared first on Trickbd.com.

সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম। ও হিন্দু ভাইদের আদাব।
কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল আছেন। প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে হাজির হলাম,নতুন একটা আর্টিক্যাল নিয়ে।
আজকে কোন বিষয় এ আর্টিক্যাল লিখব,আপনারা টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন। খেজুর, আমরা কম বেশি সবাই চিনি,এবং খেয়ে থাকি।
খেজুর এ রয়েছে অনেক ভিটামিন ও উপকারিতা। আমরা অনেকে জানি না খেজুর এ কি পরিমান ভিটামিন রয়েছে। আজকে আপনাদের আমি জানাব,সকালে খালি পেটে খেজুর খেলে কি কি উপকার হবে৷ আশা করি আজকের পোস্ট টি পড়লে খালি পেটে খেজুর খাওয়ার গুন গুলো সম্পর্কে ভালভাবে জানতে পারবেন।
খেজুরে আছে এমিনো এসিড। প্রচুর শক্তি,ভিটামিন,শর্করা,মিনারেল। বিশেষ করে রোযার সময় দীর্ঘসময় খালি পেটে থাকার পর দেহে প্রচুর গ্লুকোজ এর ঘাটতি দেখা দেয়।এই ঘাতটি পূরন করতে খেজুর সাহায্য করে।

এবার শুরু করা যাক, খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতাঃ

১] ভিটামিনঃ

খেজুরে আছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিটামিন।যা দেহের জন্য অত্যান্ত জরুরি। B1, B2,B3 এবং B5 খেজুর খেলে দৃষ্টি শক্তি বাড়ে।এবং রাতকানা রোগ এর জন্য অত্যান্ত কার্যকারী ভূমিকা রাখে খেজুর।সকালে খালি পেটে খেলে অত্যান্ত ভাল কাজ করে। তাই সকালে খালি পেটে খাবার চেস্টা করবেন।

২] কোলেস্টেরল বা ফ্যাটঃ

খেজুরে কোলেস্টেরল বা বাড়তি কোনো ফ্যাট কিছু থাকে না। তাই আপনি ফ্যাট জাতীয় খাবার না খেয়ে খেজুর খাওয়া শুরু করতে পারেন।এতে আপনার কোনো ক্ষতি হবে না।বরং উপকার হবে।

৩] প্রোটিনঃ

প্রোটিন শরীরের জন্য অত্যান্ত দরকারি একটি উপাদান৷ খেজুরে রয়েছে প্রচুর প্রোটিন।পেশি গঠন করতে সাহায্য করে এই প্রোটিন। খেজুরে রয়েছে এমন উপাদান। তাই সকালে খালি পেটে খেজুর খেতে হবে।তবেই গুন পাওয়া যাবে।

৪] আয়রনঃ

আয়রন মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ। খেজুরে রয়েছে প্রচুর পরিমান আইরন। হৃৎপিন্ড এর কার্যক্ষমতা বৃদ্ধি করে। সকালে খালি পেটে খেজুর খাইতে হবে।

৫] ক্যালসিয়ামঃ

ক্যালসিয়াম হাড় গঠনে সাহায্য করে।খেজুরে রয়েছে প্রচুর ক্যালসিয়াম যা হাড় গঠনে সাহায্য করে। ছোট শিশুদের হাড় গঠনে বিশেষ ভুমিকা রাখে।

৬] ক্যানসার প্রতিরোধঃ

খেজুর অনেক পুষ্টিগুণ সম্পন্ন। একটি গবেষণায় দেখা যায় খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে। যারা প্রচুর খেজুর খায় তাদের ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। অবাক করা একটি বিষয় হল খেজুর অনেক সময় ঔষধের থেকেও বেশি কাজ করে।

৭] ওজন কমায়ঃ

মাত্র কয়েকটা খেজুর খাইলেই কিন্তু। ক্ষুধার ভাবটা কমে যায়। এবং ওজন কমাতে সাহায্য করে। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। তাই খেজুর খেয়ে থাকলে সমস্যা হয় না। ওজন কমাতে খেজুর অত্যন্ত ভূমিকা পালন করে।

৮] কর্মশক্তি বাড়ায়ঃ

খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি। যা খেলে খুব সহজেই শক্তি বাড়াতে সহায়তা করে। রোযার মাসে খেজুর খেলে শক্তি বেড়ে যায়। সারাদিনে যে শক্তির ঘাটতিটা দুইটা খেজুর খেলে কিন্তু পূরণ হয়ে যায়। অনেক পরিমান সর্করা আছে খেজুর এ।

৯] রক্তশূন্যাতা রোধ করেঃ

প্রচুর মিনারেল এর সাথে আইরন থাকার কারনে, খেজুর খেলে রক্তশূন্যাতা রোধ করতে সাহায্য করে। যাদের রক্তের হিমোগ্লোবিন এর সমস্যা তারা খেজুর খেয়ে দেখতে পারেন।

১০] সংক্রামকঃ

বিভিন্ন ধরনের সংক্রমণ রোগ প্রতিরোধ করতে সাহায্য করে খেজুর।খেজুরে এমন কিছু উপাদান রয়েছে যা সংক্রামক রোগ থেকে মুক্তি দেয়।

১১]কোষ্ঠকাঠিন্যঃ
খেজুরের রয়েছে সব পুষ্টিগুণ।যা খেলে পরিপাকতন্ত্রে হজমে সাহায্য করে। এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

১২] হৃৎপিন্ড প্রতিরোধ করেঃ

খেজুরে রয়েছে পটাশিয়াম। যা আমাদের হৃৎপিন্ড প্রতিরোধ করতে সাহায্য করে।সকালে খালি পেটে খেজুর খেলে অনেক উপকার। আপনি নিজেই দেখুন প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেয়ে।

১৩] স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতার বাড়ায়ঃ
খেজুরে বিভিন্ন ভিটামিন বিদ্যমান থাকায় এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ছাত্র-ছাত্রী যারা খেজুর খায় তাদের পড়াশোনার চাহিদা অনেক ভালো থাকে। মস্তিস্ককে ভালো রাখে। তাই খালি পেটে খেজুর খাওয়া উচিত।

আশা করি খালি পেটে সকালে খেজুর খাইলে কত গুন আপনারা জানতে পারলেন।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা জেনে নিন। appeared first on Trickbd.com.

[Hack Link Generator] হ্যাক করুন যেকারো ক্যামেরা, ভয়েস, ক্লিপবোর্ড �� কোনো প্রকার Termux ছাড়াই জেনারেট করুন এক্সেস লিংক ��

Posted:

জ আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহযেই HACK LINK GENERATE করবেন।

যারা এসব পারেন বা জানেন তারা পোষ্ট ইগনোর করুন 👎👎

✌——————————————————————————-✌

জেনে রাখুন
এটা করতে কোনো প্রকার Termux বা Ngrok এর প্রয়োজন নেই।
এটা তখনি কাজ করবে যখন ভিক্টিম লিংকে ডুকে ALLOW করবে।
এইটা ততোদিনই কাজ করবে যতোদিন আমার ডোমেইন / হোস্টিং ঠিকঠাক থাকবে 😴

Hack Link Generate করতে 2MB খরছ করে অ্যাপটি ইনস্টল করে নিন।


## সবার প্রথমেই ডাউনলোড করা অ্যাপটি অপেন করুন এবং আপনার যেকোনো একটি ইমেল ও একটি সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করুন তাহলেই লিংক জেনারেট হয়ে যাবে।

## লিংক জেনারেট হয়ে গেলে ৬ টি লিংক পাবেন। আপনি যেকোনো সময় আপনার ইমেল & সিকিউরিটি কোড দিয়ে এই অ্যাপে লগিন করে লিংক গুলো দেখে নিতে পারবেন।

লিংক গুলোর বিস্তারিত ঃ

  • CAM HACK : এই লিংকটি যাকেই সেন্ড করবেন সে যখন লিংক অপেন করবে তখন তাকে পার্মিশন দিতে হবে। সে যদি ALLOW করে সেক্ষেত্রে আপনি তার ক্যামেরার এক্সেস পেয়ে যাবেন। সে যতোক্ষন সাইটে থাকবে ততোক্ষন তার ফন্ট ক্যামেরা দিয়ে পিক ক্যাপচার হতে থাকবে এবং সেগুলা আপনার একাউন্টে সেবড হতে থাকবে।
  • VOICE HACK : সে যখন আপনার এই লিংক অপেন করবে তখন তাকে পার্মিশন দিতে হবে। সে যদি ALLOW করে সেক্ষেত্রে আপনি তার ভয়েস রেকর্ডার এক্সেস পেয়ে যাবেন। সে যতোক্ষন সাইটে থাকবে ততোক্ষন তার রেকর্ডার দিয়ে ভয়েস রেকর্ড হতে থাকবে এবং সেটা আপনার একাউন্টে সেবড হতে থাকবে।
  • CLIPBOARD HACK : আগের গুলোর মতোই এটাতেও ALLOW চাইবে, সে ALLOW করলে তার ক্লিপবোর্ড এক্সেস পেয়ে যাবেন। সে যখনি কোনো কিছু কপি করে আপনার লিংক অপেন করবে তখনি তার কপি করা টেক্সট আপনার একাউন্টে সেবড হয়ে যাবে।

## এবং নিচের যে বাকি 3 টি লিংক সেগুলো দিয়ে আপনি  আপনার একাউন্টে লগিন করে পিকচার/ক্লিপবোড টেক্সট/ভয়েস গুলো ডাউনলোড করতে পারবেন।

## আপনার জেনারেট করা লিংক কেউ অপেন করলে তার থেকে পার্মিশন চাইবে। সে ALLOW করলেই কেবল আপনি এক্সেস পাবেন নয়তো পাবেন না। যেমনটা TERMUX এ বিভিন্ন টুলস দিয়ে আপনারা জেনারেট করে ALLOW করাতেন আরকি 😴

## হ্যাক/এক্সেস হবার পর সব চ্যাক করার জন্য আপনি যে জিনিসটা চ্যাক করবেন আপনার সেই লিংক অপেন করুন। ভালো ভাবে খেয়াল করলে দেখবেন যে ইমেজ/ভয়েস/টেক্সট সবগুলো চ্যাক করার জন্যই আলাদা আলাদা লিংক রয়েছে। আপনি যেটা চ্যাক করবেন সেই লিংক অপেন করুন

## লিংক অপেন করলে আপনার সিকিউরিটি কোড দিতে হবে। সিকিউরিটি কোড দিয়ে লগিন করতে হবে।

## সিকিউরিটি কোড দিয়ে লগিন করার পর আপনার একাউন্টের সেবড হওয়া ফাইলসের লিংক পেয়ে যাবেন। লিংক কপি করে অপেন করে ফাইল ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর সেটা সাইট থেকে ডিলেট করে দিন। নয়তো আপনার একাউন্ট ব্যান হয়ে যাবে।

## কিছু তথ্য,

  •  এটা মূলত একটি মেসেজ বোম্বিং সাইট। তবে নর্মালি যদি আপনি সাইট অপেন করেন সেক্ষেত্রে কোনো প্রকার পার্মিশন বা কোনো কিছু এক্সেস চাইবেনা। বাট আপনার জেনারেট করা লিংক অপেন করলে তখন পার্মিশন চাইবে এবং আপনার লিংক থেকেও মেসেজ বোম্বিং করা যাবে ✌
  • প্রতি ঘন্ঠায় ডাটাবেজ এবং সার্বার ক্লিয়ার হয়। সেজন্য কারো একাউন্টে যখনি কোনো কিছু কালেক্ট হবে তখনি সেটা ডাউনলোড করে রেখে দিতে হবে। নয়তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে 😥
  • আপনার একাউন্টে যা যা স্টোর হবে সবকিছুই আমি এবং আপনি ব্যাতিত অন্য কেউ দেখতে পারবেনা। বাট এতো হাগার হাগার পুডু ভয়েস টেক্সটের ভিত্তে ডুইকা হুদাহুদি আমার এসব দেখার মতো টাইম নাই 😴

# নোট : নিজের একাউন্ট ইনফু অন্য কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। 😴

তো এই ছিলো আজকের পোষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন 🌺


আরো টুলস পেতে,


The post [Hack Link Generator] হ্যাক করুন যেকারো ক্যামেরা, ভয়েস, ক্লিপবোর্ড 💥 কোনো প্রকার Termux ছাড়াই জেনারেট করুন এক্সেস লিংক 🔥 appeared first on Trickbd.com.

সোনালী ব্যাংক একাউন্ট থেকে বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট এ অ্যাড মানি করে ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস নিয়ে নিন!

Posted:

এখন বিকাশ অ্যাপ দিয়ে সোনালী ব্যাংক একাউন্ট থেকে ৫০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই পাচ্ছেন ইনস্ট্যান্ট ১০০ টাকা বোনাস। বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের গ্রাহক এখন তার একাউন্টটি সহজেই বিকাশ অ্যাপে যোগ করে নিতে পারবে। এই অফারটি বিকাশ এর সকল গ্রাহক পাবে (#শ্রর্ত প্রযোজ্য) শুধু মাত্র ব্যাংক টু বিকাশ এর ক্ষেত্রে অফারটি প্রযোজ্য এবং অফার চলাকালীন একজন গ্রাহক একবারই বোনাস পাবে অফারটি চলবে আগামি ৭ এপ্রিল ২০২১ পর্যন্ত।

কি ভাবে অ্যাড মানি করবেন দেখে নিয়া যাক।

অফারের শর্তাবলীঃ

সোনালী ব্যাংক একাউন্ট থেকে ৫০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করতে হবে

একটি সক্রিয় ব্যাংক একাউন্ট। ১৮০ দিনের মধ্যে কোনো লেনদেন করা হয়নি এমন ব্যাংক একাউন্ট প্রযোজ্য নয়।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post সোনালী ব্যাংক একাউন্ট থেকে বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট এ অ্যাড মানি করে ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস নিয়ে নিন! appeared first on Trickbd.com.

আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না দুর্বল যে সব লক্ষণ গুলো দেখে বুঝবেন।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না দুর্বল

মানুষ হচ্ছে সর্বশেষ্ঠ প্রাণী যার বিবেক বুদ্ধি রয়েছে চিন্তা করা সিদ্ধান্ত নেওয়া শক্তি রয়েছে। এতো কিছু থাকার পরেও মানুষের শরীরে বিভিন্ন রোগের জীবানু রয়েছে। মানুষের শরীর প্রতিনিয়ত জীবাণুর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। যায় শরীরের প্রতিরোধ ব্যবস্হা ভালো তার শরীরে সহজে রোগ জীবাণু আক্রমণ করতে পারছেনা আর যার শরীররে প্রতিরোধ ব্যবস্হা ভালোনা তার শরীরে সহজে জীবাণু আক্রমণ করছে।

প্রতিরোধ ব্যবস্হা আমাদের শরীরে জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই প্রতিরোধ ব্যবস্হা খারাপ হওয়ার কারণে আমাদের বিভিন্ন রকমের রোগ শরীরে বাসা বাধছে। তাই আমাদের জানা দরকার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্হা কেমন। এটি জানার জন্য আমাদের আজকের আর্টিকেলটি পড়লেই জানতে পারবেন।

আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সাদা রক্তকণিকা, লিম্ফ নোড এবং অ্যান্টিবডি দ্বারা গঠিত এবং এরা আমাদের শরীরকে বাহ্যিক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।তবে আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্হা দূর্বল হয় সেক্ষেত্রে কি করা যায়। কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল।

অতিরিক্ত দুশ্চিন্তা

অতিরিক্ত দুশ্চিন্তা শব্দটি দেখে আপনার মনে বিভিন্ন চিন্তা মাথার মধ্যে গুরুপাক খাচ্ছে। আসলে বেশি দুশ্চিন্তা করা যাবেনা কোন বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ভালো লক্ষণ নয়।এই দুশ্চিন্তা আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার উপর প্রভাব ফেলে।দুশ্চিন্তার কারণে আপনার শরীরে শ্বেত রক্ত কণিকার সংখ্যা এবং শরীরে লিম্ফোসাইটগুলি হ্রাস পায় যা সাধারণত সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

ঘন ঘন সংক্রমিত হওয়া

আপনার কানে যদি পাঁচবারেরও বেশি সংক্রমণ হয় ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস বা দু’বারের বেশি নিউমোনিয়া রোগে আক্রান্ত হন তাহলে আপনার প্রতিরোধ ক্ষমতা নিয়ে সন্দেহ আছে। আপনি যদি এই সমস্যা গুলো মোকাবেলা না করতে পারেন তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল এটি মেডিক্যালি প্রমাণিত। নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে সাবধানে থাকবেন।

ঠাণ্ডার সমস্যা

যায়া প্রাপ্তবয়স্করা চিকিৎসা বিজ্ঞান অনুসারে তারা বছরে ২ থেকে ৩ বার সাধারণ সর্দিতে ভুগতে পারেন। আর যাদের রোগ প্রতিরোধ ব্যবস্হা দুর্বল তারা সারা বছর ধরে দীর্ঘস্থায়ী কাশি হতে পারে। সাধারণ ভাবে প্রতিরোধ ব্যবস্হা অ্যান্টিবডিগুলো তৈরি করতে কাজ করে।

অবসাদ

আপনি যদি রাতে যথেষ্ট পরিমাণে ঘুম হলেও সারাদিন আপনার ঘুম আসবে যদি আপনার রোগ প্রতিরোধ ব্যবস্হা দুর্বল হয়। এর ফলে আস্তে আস্তে শরীর ক্লান্ত হবে।

আরোগ্য লাভে দেরি হওয়া

আপনার কোথাও কেটে গেলে সেই ক্ষত পূরণ হতে যদি বেশি সময় নেয় তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্হা দুর্বল। আর যদি তারাতাড়ি ক্ষত পূরণ হয়ে যায় তাহলে রোগ প্রতিরোধ ব্যবস্হা ভালো। প্রতিরোধ হলো স্বাস্থ্যকর প্রতিরোধক কোষ, যা ত্বকের ক্ষতি দ্রুত সারিয়ে তোলে।

জয়েন্টে ব্যাথা

আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে জয়েন্টে ব্যাথা করবে। কারণ প্রতিরোধ ব্যবস্হা দুর্বল হওয়ার রক্তনালীতে প্রদাহ, ভ্যাসকুলাইটিসের সমস্যায় ভুগতে পারেন।

দীর্ঘস্থায়ী সমস্যা

আমাদের শরীরে ৭০ থেকে ৭৫ ভাগ রোগ প্রতিরোধ ব্যবস্থা হজমের সাথে সম্পর্কযুক্ত।আর এই জন্য কোষ্ঠ্যকাঠিন্য, অ্যাসিডিটি, গ্যাস, ডায়রিয়া দেখা দিতে পারে চিকিৎসা বিজ্ঞানের মতে।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না দুর্বল যে সব লক্ষণ গুলো দেখে বুঝবেন। appeared first on Trickbd.com.

�� Any PDF Password Remover Lifetime লাইসেন্স Key

Posted:

Best free PDF password remover tools | The JotForm BlogAny PDF Password Remover 9.9.8 এর সাহায্যে PDF owner এর permissions and password remove করা যায় second এর মধ্যেই।

অনেক সময় কিছু PDF file Download করা হয় যে গুলো password protectedআর আপনি সেই password জানেন না অথবা ভুলে গেছেন। তখন এই Pdf Password Remover এর সাহায্যে কয়েক সেকেন্ডেই Password Remove করে PDF fileটি run,print,copy করতে পারবেন।

 

 

⬇ Download Original file From Yandex

Activation process:-

I. প্রথমে Download করা file থেকে setup.exe softwareটি Run করুন
II. Install এরপর এবার Programটি Run করে License menu তে গিয়ে Register option এ click করুন
III. আপনার যেকোন Email এবং নিচের License Codeটি বসিয়ে দিলেই পেয়ে যাবে Lifetime access.

 

Activation Code: 8cn2z3zO3Q6DNKhMyezyXedo3y476p

 

Entersoft | Compliance Management | ISO 27001 | PCI-DSS | Cyber Essentials  | GDPR | NYCRR 500

 

-:Mail:-
dex477604@gmail.com

The post 📚 Any PDF Password Remover Lifetime লাইসেন্স Key appeared first on Trickbd.com.

[Movie Review With Download Link] ⚡️ দেখে নিন Mr. Bean খ্যাত Rowan Atkinson এর দমফাটানো কমেডি-সমৃদ্ধ জনপ্রিয় মুভি সিরিজ Johnny English এবং নিয়ে নিন Mr. Bean সিরিজের ডাউনলোড লিংক! ��

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Rowan Atkinson এর Johnny English মুভির রিভিউ এবং ডাউনলোড লিংক। কি! চিনতে কষ্ট হচ্ছে? অনেকেই হয়তো তাকে এ নামে চেনেন না কিন্তু Mr. Bean বললে ১০০% চিনবেন। হ্যাঁ, আমি আজকে তারই এক্টিং করা মুভি সিরিজ Johnny English এর রিভিউ এবং ডাউনলোড লিংক নিয়ে এসেছি। সাথে জনপ্রিয় মিঃ বিন সিরিজের লিংক ও দিয়ে দিব।

মিঃ বিন কে চেনে না এমন মানুষ খুব কমই আছে। ছোটবেলায় আমাদের কাছে টম এন্ড জেরি যতটা জনপ্রিয় ছিল, ততটাই জনপ্রিয় ছিল মিঃ বিন। মিঃ বিনকে একসময় বলা হত রঙিন টিভির চার্লি চ্যাপলিন। কারণ চার্লি চ্যাপলিনের মতো মিঃ বিন ও মূকাভিনয় বা নির্বাক অভিনয় করতেন। এমনকী একসময় আমার ধারণাই হয়ে গিয়েছিল যে এই লোক হয়তো কথাই বলতে পারে না! এই ধারণা ভাঙলো সম্ভবত তার প্রথম মুভি জনি ইংলিশ দেখে। তখনই প্রথম জানলাম তার নাম আসলে মিঃ বিন না! তার নাম Rowan Atkinson।বলা বাহুল্য প্রথম মুভিতেই নতুন করে তার ফ্যান হয়ে গেলাম।

মুভি সিরিজঃ Johnny English

Genre: Comedy, Action, Adventure, Thriller

মোট মুভি ৩ টি।

  1. Johnny English (2003) – Imdb 6.2/10
  2. Johnny English Reborn (2011) – Imdb 6.3/10
  3. Johnny English Strikes Again (2012) – Imdb 6.2/10

Cast: Rowan Atkinson, Ben Miller, Gillian Anderson, Dominic West Etc.

Directors: Oliver Parker, Peter Howitt,  David Kerr

রেটিং দেখে একদমই ভয় পাবেন না।এ মুভি আপনাকে মোটেই হতাশ করবে না এবং আপনাকে দিবে প্রচুর বিনোদন!

*** হালকা স্পয়লার সহ রিভিউ***

Johnny English (2003)

ব্রিটিশ MI6 এর সব থেকে ভালো এজেন্ট, agent 1 এর ফিউনারেল এ বোম্ব ব্লাস্ট এ সব এজেন্ট মারা যায়। তখন ব্রিটিশ ইন্টালিজেন্স এর একমাত্র হোপ Agent Johnny English। সে আর তার সাইডকিক ব্রিটেনের রাণীর মুকুটের রত্ন চুরির তদন্তে নামে। এর মাধ্যমে বের হয়ে আসে অন্য সত্য।

মি বিন খ্যাত Rowan Atkinson মুভির মেন ক্যারেক্টর হিসাবে একদম ফাটাফাটি হাস্যকর ছিলো। অদ্ভুত রকমের কমেডি তার ভয়েস এক্টিং, ডায়ালগ সব ই ছিলো অসাধারণ। কাহিনি টা ও ছিলো মোটামুটি, আহামরি না হলেও খারাপ ছিলো না। আসলে ভাই, মি. বিন এ যে তার কথা টা আমি মিস করতাম এটা এ মুভিতে পোষায়ে গেছে তাই আর অন্যদিকের খুঁত গুলো চোখে পড়ে নি। একদম ফ্যামিলি নিয়ে দেখতে পারেন এ মুভিটা।আমার মতে কোনরকম অ্যাডাল্ট কন্টেন্ট ছাড়া এরকম কমেডি মুভি হলিউডে জ্যাকি চ্যান এবং কেভিন হার্ট ছাড়া এই একজনই ( Rowan Atkinson)  বানাতে পারেন।

Johnny English Reborn

এই মুভির কাহিনী টা একটু অন্যরকম।তবে এই মুভি সিরিজের মধ্যে এই মুভিটাই সকলের মাঝে বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিলো।

মুভিটির কাহিনী হলো একটি মিশনে চরম ব্যর্থ হওয়ার পর বহিষ্কৃত হয়ে সন্ন্যাস জীবন বেছে নেয় এজেন্ট জনি ইংলিশ। কিন্তু পরবর্তীতে আরেকটি সুযোগ আসে নিজেকে প্রমাণের। একটি চাবির তিনটি গোপন অংশ সংগ্রহে উঠেপড়ে লাগে একটি দুর্ধর্ষ চক্র। জনি পড়ে যায় সেই চক্রের ফাঁদে। জনি কি পারবে সেই ফাঁদ থেকে বের হতে? পারবে কি দুষ্টচক্রের চক্রান্ত নস্যাৎ করে দিতে? জানতে হলে দেখে ফেলুন এই মুভিটি। মিঃ বিন নামে সর্বাধিক পরিচিত রোয়ান আটকিন্সন চরম মাত্রার অভিনয় করেছেন মুভিটিতে।

 

 

Johnny English Strikes Again

মুভিটা শুরু হয়, ব্রিটিশ সিক্রেট সার্ভিস MI7 এ সাইবার অ্যাটাক দিয়ে, যার দরুণ ব্রিটেনের সব সিক্রেট এবং সক্রিয় এজেন্টদের তথ্য ফাসঁ হয়ে যায়। ব্রিটেনে হঠাৎ করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনলাইন নির্ভর ও ডিজিটাল মানুষ গুলো অনেক অসুবিধার শিকার হয়।

 

এরজন্য MI7 বাধ্য হয়ে একজন রিটায়ার্ড, ব্রিলিয়ান্ট, প্লেবয়, এজেন্ট জনি ইংলিশ কে এই মিশনে নিযুক্ত করে,, জনি ইংলিশ এই ডিজিটাল এনেমিকে কিভাবে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে,  Arrest করবে? এই হ্যাকারের মুখোশ উন্মোচন করবে? জানতে হলে মুভিটি দেখতে হবে।

আর হ্যা যারা মুভিতে লজিক খুজেন, তাদের জন্য হয়তো এই মুভিগুলো ভালো নাও লাগতে পারে অথবা লাগতেও পারে। কিন্তু এই মুভিতে আপনি একমিনিটের জন্যও বোর হবেন না। যথেষ্ট এন্টেরটেইনমেন্ট এ ভরা এই মুভি, আর কিছু ইমোশনাল মুহুর্তও আছে যা আপনাকে হঠাৎ করে ইমোশনাল করে দিবে, আবার কিছুক্ষণ পর হাস্যকর করে তুলবে। জেমস বন্ড থুক্কু জনি ইংলিশ চরিত্রটাই এরকম। জনি ইংলিশ এর মতো একটা পারফেক্ট এজেন্ট আমি আমার লাইফেও দেখিনি!!😂

এবার ডাউনলোড করার পালা।

আমি নিচে আপনাদের জন্য ডুয়াল অডিও(ইংলিশ এবং হিন্দি ডাবিং) গুগল ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি।

Johnny English (2003) 

480p Link: Download Link Here

720p Link: Download Link Here

Johnny English Reborn (2011)

480p Link: Download Link Here

720p Link: Download Link Here

Johnny English Strikes Again (2012)

480p Link: Download Link Here

720p Link: Download Link Here

আর নিচে মিঃ বিন সিরিজের মুভির লিংক দিয়ে দিচ্ছি।

Mr Bean’s Holiday (2007)

480p Link: Download Link Here

720p Link: Download Link Here

Bean (1997) [Only English]

480p Link: Download Link Here

720p Link: Download Link Here

Mr. Bean Tv Series [Only English]

[Note: এপিসোডগুলো ডাউনলোড করার পর প্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে Zip ফাইল Unzip করে নিবেন]

480p Link: Episode 1-7 Download Link      Episode 8-14 Download Link

720p Link: Episode 1-7 Download Link       Episode 8-14 Download Link

 

তো আজকে এই পর্যন্তই।আশা করি আপনাদের পোস্টটি ভালো লেগেছে।কমেন্টে প্লিজ জানাবেন পোস্টটি কেমন লেগেছে।আর পরবর্তীতে কোন মুভির রিভিউ এবং ডিরেক্ট লিংক পেলে আপনারা উপকৃত হবেন তাও জানাবেন।আমি সেই মুভির রিভিউ এবং লিংক নিয়ে হাজির হবো।

আরো মুভি রিভিউ পেতে ঘুরে আসতে পারেন আমাদের সাইট ঃ Tipsnewsbd

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

The post [Movie Review With Download Link] ⚡️ দেখে নিন Mr. Bean খ্যাত Rowan Atkinson এর দমফাটানো কমেডি-সমৃদ্ধ জনপ্রিয় মুভি সিরিজ Johnny English এবং নিয়ে নিন Mr. Bean সিরিজের ডাউনলোড লিংক! 🎥 appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments