কোন মাংসে কত পুস্টিগুন রয়েছে,এক নজরে দেখে নিন, কাজে আসতে পারে। |
- কোন মাংসে কত পুস্টিগুন রয়েছে,এক নজরে দেখে নিন, কাজে আসতে পারে।
- Edu Mail received Proofসহ Log In Process
- Edu Mail Create করুন আর Receive করুন 2/3 দিনের মধ্যেই Part 02
- Edu Mail Create করুন আর Receive করুন 2/3 দিনের মধ্যেই Part 01
- আপনার WordPress Site এর জন্য নিয়ে নিন Wp Rocket V3.8.4 Premium Plug In ফ্রিতেই
- [Movie Review And Download Link] দেখে নিন Animated Movie জগতের অন্যতম সেরা Comedy মুভি সিরিজ “Despicable Me” ডুয়াল অডিও (হিন্দি-ইংলিশ) এর সাথে!
- 6.5 ইঞ্চি ডিসপ্লে, 5000 এমএএইচ শক্তিশালী ব্যাটারি ও 15W Fast Charging অসাধারণ ফোন Samsung Galaxy M02s
কোন মাংসে কত পুস্টিগুন রয়েছে,এক নজরে দেখে নিন, কাজে আসতে পারে। Posted: আসসালামুআলাইকুম।ও হিন্দু ভাইদের জানাই আদাব।আশা করি সবাই ভাল আছেন।কারন ট্রিকবিডির সাথে থাকলে নিত্যনতুন ট্রিক ও টিপস পাওয়া যায়। ১] গরুর মাংসঃ গরুর মাংসে পুস্টিগুন রয়েছে অনেক।গরুর মাংসে রয়েছে ম্যাগনেসিয়াম,জিংক,সেলেনিয়াম,আয়রন ফসফরাস,সোডিয়াম, পটাশিয়াম, কপার। ১০০ গ্রান গরুর মাংসে ৬৭ গ্রাম পানি রয়েছে। ক্যালসিয়ামঃ ৬ মিঃগ্রাম, ২] কবুতরের মাংসঃ বিভিন্ন রোগ প্রতিরোধ করতে কবুতরের মাংস সাহায্য করে।আমাদের কিডনি,যকৃত,স্মৃতিশক্তি উন্নতি করে। এছাড়া অনেক পুস্টিগুন রয়েছে কবুতর এর মাংসে। ভিটামিন -বিঃ ১২ ১৪% ফলিক এসিডঃ ( B9) 1% ৩]হাঁসের মাংসঃ হাঁসের মাংসের পুস্টিউপাদান রয়েছে প্রচুর।হাঁসের মাংস খেতে ও অনেক মজাদার। কোলেস্টেরলঃ ১৪০ মিলিগ্রাম ৪] মুরগির মাংসঃ নায়াসিনঃ ১১.৬ মি গ্রাম ৫] খাসির মাংসঃ অন্যান্য মাংস এর মতই খাসির মাংসে ও অনেক পুষ্টিগুণ ও পুষ্টি উপাদান রয়েছে।আমাদের এর দেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান খাসির মাংসে বিদ্যমান রয়েছে। খাসির মাংসের পুস্টিউপাদানঃ প্রোটিনঃ ২৫ গ্রাম ৬]মহিষের মাংসঃ মহিষের মাংস এর চাহিদা আগের থেকে এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগে অনেকে মহিষের মাংস খেতে পছন্দ করতো না।কিন্তু এখন অনেকে এটি পছন্দ করে। মহিষের মাংসের পুস্টিউপাদানঃ জলঃ % ৭৪.২ টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post কোন মাংসে কত পুস্টিগুন রয়েছে,এক নজরে দেখে নিন, কাজে আসতে পারে। appeared first on Trickbd.com. |
Edu Mail received Proofসহ Log In Process Posted: Howdy Again & Again, Collin.edu তে Apply Process নিয়ে বিস্তারিত বলা হয়েছে Part01 & Part02 তে আর এই Edu Mail এ Featuresগুলো Conclusion Part এ দেয়া হয়েছে।
2/3 দিন পর…………
26. আমি 3 দিন পর Edu Mail পেয়েছি।
27. Collin.edu Site এ Log in করে দেখালাম
28. আর যদি outlook.com এ Sign in করে তবে Extra Verification চাইবে, একটা New app Install করা লাগবে Android এ
29. Play Store থেকে Onelogin App Install করে নিন
30. PC/Computer Screen এ QR Code দিবে যা Scan করলেই Sign In Complete হয়ে যাবে Outlook এ।
Tutorial:-
Conclusion:-
এগুলা Must পাবে বাকিগুলো Not Checked
Bye The post Edu Mail received Proofসহ Log In Process appeared first on Trickbd.com. |
Edu Mail Create করুন আর Receive করুন 2/3 দিনের মধ্যেই Part 02 Posted: Howdy Again, Process 14. এখন High School Info. চাইবে lookup এ Click করুন
15. Google এ Arizona School name লিখে Search দিয়ে তা lookUp এর Tab এ Paste করে দিন এবং Schoolটি Select করে নিন
16. এবার Serially Optionগুলো টিক মার্ক করুন
17. Enrollment Purpose এ Improve Job Skills Select করুন
18. এরপর Yes Option Select করুন
19. এরপর No Select করুন
20.নিচের ছবির মত Option Select করে নিন।
21. যেকোন USA Name দিন (As Gurdian Option এ) আর Yes Option Select করুন
22.নিচের ছবির মত Option Select করে নিন।
24. Optionগুলো টিক দিয়ে First & Last Name ঠিকমতো বসান
25.ব্যস Submit হয়ে যাবে আপনার Applicationটি।
Tutorial:-
Conclusion:-
এগুলা Must পাবে বাকিগুলো Not Checked
Bye The post Edu Mail Create করুন আর Receive করুন 2/3 দিনের মধ্যেই Part 02 appeared first on Trickbd.com. |
Edu Mail Create করুন আর Receive করুন 2/3 দিনের মধ্যেই Part 01 Posted: Howdy Everyone, Process 1. প্রথমে collin.edu এই Site এ প্রবেশ করুন
2. এবার Apply এ Click করুন
3. নতুন Reload হওয়া Page এর Step 1 এর Apply Option এ Click করুন
4. এবার Create a New Account Select করুন
5. এখন first name ও last name, email, password দিয়ে Create a New Account এ Click করুন। first name ও last name
6. এবার Semester এ Credit Wintermester & Spring 2021 Select করুন
7. SSN এর ঘরে 2275356XX বসান (XX এর স্থলে যেকোন সংখ্যা বসাতে হবে ইচ্ছামত)
8. এবার first name/last name দিন আর Birth Year 1986 দিবেন।
9. Permanent Address Section এ zillow.com থেকে “Arizona” Address Generate করে নিন ( Watch Video Tutorial at 2min. 43Second)
10. এখন Area Code দিবেন 810 আর Phone Number এ যেকোন Arizona Area Number দিবেন এই formate এ 6368735
11. আবার Email Addressটি দিয়ে “None Of the Above” এ Click করুন
12. তারপর No Option এ Click করে Associate Degree Select করুন
13. নিচের ছবির মত Option Select করে নিন।
Tutorial:-
Conclusion:-
এগুলা Must পাবে বাকিগুলো Not Checked
*Don’t Request Edu Mail From Me, আর এই Tricks Credit Unknown কিন্তু আমি শিখেছি NKR YT Channel থেকে*
Bye The post Edu Mail Create করুন আর Receive করুন 2/3 দিনের মধ্যেই Part 01 appeared first on Trickbd.com. |
আপনার WordPress Site এর জন্য নিয়ে নিন Wp Rocket V3.8.4 Premium Plug In ফ্রিতেই Posted: আমরা অনেকই WordPress Platform এর সাথে পরিচিত। আজকে একটি WordPress Plagin নিয়ে কথা বলব যেটা আপনার WordPress site আরও দ্রুত Load হতে পারে। এবং এই Plug Inটা most powerful caching plugin বলে মনে করছে WordPress expertরা।
WP rocket এর Features সমূহ :-
More Detail:- Here
WP Rocket এর 3টা Pack রয়েছে
আর Freeতেই ডাউনলোড করে নিন নিচের দেয়া Link থেকে
কিভাবে Plug In Applied করবেন আপনার WordPress Site এ Official Site থেকে Instructionটি দেখে নিন
-:Mail:- The post আপনার WordPress Site এর জন্য নিয়ে নিন Wp Rocket 🚀 V3.8.4 Premium Plug In ফ্রিতেই appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের জন্য Animated Movie Series যার নাম Despicable Me এর রিভিউ এবং ডুয়াল অডিও (হিন্দি-ইংলিশ) এর লিংক নিয়ে এসেছি। এনিমেশন মুভি ভালোবাসেন না এমন মুভি লাভার খুব কমই আছেন। কারণ এনিমেশন মুভি অনেক সময় এমন এমনভাবে লাইফের ইমোশন,বাস্তবতা ফুটিয়ে তোলে ,যা অনেক সময় সাধারণ মুভিতেও পারে না।তাই এনিমেশন মুভি গুলো সর্বদাই আমার প্রিয় মুভির কাতারে থাকবে। এমনই এক এনিমেশন মুভির সিরিজ হলো Despicable Me.
Animation Movie Series: Despicable MeGenre: Family, Comedy, Action মোট মুভি ৩ টি।
Directors: Pierre Coffin, Chris Renaud Cast (Voice): Kristen Wiig, Steve Carell, Miranda Cosgrove, Pierre Coffin, Russel Brand Etc. Personal Rating: 9.5/10 এনিমেশন মুভি বলে কেউ আবার হাসি-ঠাট্টা করবেন না! মুভি সিরিজটির প্রথম মুভিটি ৬৯ মিলিয়ন ডলার খরচ করে ৫৪৩ মিলিয়ন ডলার আয় করেছিলো। ২য় মুভিটি একই বাজেট রেখে ৯৭০ মিলিয়ন ডলার ইনকাম করেছিলো। এবং ৩য় মুভিটি ৮০ মিলিয়ন বাজেট রেখে ১ বিলিয়ন (১০০০ মিলিয়ন) ডলার আয় করেছিলো! ***হালকা স্পয়লার***Despicable Me (2010)বিশ্ববিখ্যাত ভিলেন গ্রু। দীর্ঘদিন ধরে সে পুরো বিশ্বের সেরা ভিলেন। কিন্তু তার অহমে আঘাত লাগে যখন সম্পূর্ণ অপরিচিত একজন ভিলেন এসে গিজার পিরামিড চুরি করে নিয়ে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তার হারানো সম্মান ফিরে পেতেই হবে। এ জন্যে সে তার সহকারী ডক্টর নেফারিও ও মিনিয়ন্সদের নিয়ে ডিসাইড করে যেভাবেই হোক সে চাঁদ চুরি করবে। ঘটনাক্রমে তার দেখা হয় তিন অনাথ বোন মার্গো, এডিথ ও অ্যাগনেস এর সাথে, পরবর্তীতে যাদের সে তার স্বার্থ উদ্ধারের জন্য দত্তক নেয়। এরপর কী হয়? তা জানতে হলে দেখে ফেলতে হবে মুভিটি। আমার কাছে পারসোনালি মুভিটি অনেক ভালো লেগেছে। কাহিনি, ডাইরেকশন, ব্যাকগ্রাউন্ড মিউজক সব কিছুই বেশ ভালো ছিল। এখানে ছোটো বাচ্চাদের প্রভাবে সব থেকে খারাপ মানুষ ও যে সম্পূর্ণ পরিবর্তিত হতে পারে, তা খুব ভালো ভাবে দেখানো হয়েছে । মিনিয়ন্সদের অদ্ভুত কার্যক্রম আপনাদের আলাদা করে আকর্ষন করবেই। এছাড়াও অ্যাগনেসের কিউটনেস আপনাকে আকর্ষণ করতে বাধ্য। Despicable Me 2 (2013)একটি রহস্যময় জাহাজ একটি বিশাল চুম্বক ব্যবহার করে একটি গোপন ল্যাব থেকে একটি শক্তিশালী মিউটেজেন চুরি করে। দ্যা আন্টি ভিলেন লিগ লুসি ওয়াইল্ড নামক একজন এজেন্টকে পাঠায় গ্রুকে তাদের অরগানাইজেশন এ রিক্রুট করতে। তারা গ্রু কে তাদের সাথে ওই মিউটেজেন এবং এর চোরকে ধরার জন্য তাদের সাথে কাজ করার জন্য বলে । কিন্তু গ্রু মানা করে দেয় এটা বলে যে সে এখন একজন দায়িত্বশীল বাবা এবং একজন জ্যাম ব্যবসায়ী। কিন্তু গ্রু এর সহকারী ও বন্ধু ড.নেফারিও গ্রু এর সাথে আর কাজ করতে অস্বীকৃতি জানায় আর অন্য একটি অফার পেয়ে চলে যায়। আর কোনো উপায় না দেখে গ্রু দ্যা আন্টি ভিলেন লিগ এর অফার গ্রহণ করে। সে আর লুসি একসাথে কাজ শুরু করে। এর মধ্যে তার সহযোগী মিনিয়ন্সরা বেশীরভাগ অদ্ভুত ভাবে উধাও হয়ে যেতে থাকে। এরপর কি হয়? তা জানতে হলে আপনাদের মুভিটি দেখতে হবে। ডেসপিকেবল মি 2 ব্যাবসাসফল ডেসপিকেবল মি মুভি সিরিজ এর দ্বিতীয় মুভি। এটি ২০১৩ সালে মুক্তি পায়। এখানে ফ্যারেল উইলিয়ামস এর বিখ্যাত সিংগেল ‘হ্যাপি' গানটি ব্যবহার করা হয়। এছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাস্পেন্স সব ই অ্যাবোভ অ্যাভারেজ ছিল। বরাবরের মতো মিনিয়নস দের অদ্ভুত কার্জক্রম আপনাদের পেট এ খিল ধরাতে বাধ্য। মারগো, এডিথ,বিশেষ করে অ্যাগনেস এর কিউটনেস আপনাকে আকর্ষণ করতে বাধ্য । Despicable Me 3 (2017)গ্রু এর জব চলে যায় ব্র্যাট পিংক ডাইমন্ড চুরি করার কারনে।ব্র্যাট এটা দিয়ে হলিউড ধংস করতে চায়।গ্রু তার ভাই ড্রু এর কাছে যায় যে কিনা তার কাছ থেখে ভিলেন হওয়া শিখতে চায়।পরে গ্রু ও তার ভাই ড্রু মিলে ব্র্যাট এর কাছ থেখে ডাইমন্ড নিয়ে গ্রু তার জব বাচায়। এই হলো মোটামুটি ৩য় পার্ট এর কাহিনী। এতেও আগের মতোই মিনিয়নস এর অদ্ভুত সব কার্যক্রম আছে এবং আগের মতোই কমেডি রয়েছে। বরাবরের মতো গ্রু চরিত্রে কন্ঠ দেন ‘দি অফিস' খ্যাত স্টিভ ক্যারেল। এছাড়াও অন্যান্য অনেক তারকাবৃন্দ বাকি চরিত্র সমুহে কন্ঠ দেন। ডুয়াল অডিও ডাউনলোড করলে আপনি হিন্দি বা ইংলিশ যে ল্যাংগুয়েজ এ ইচ্ছা মুভিটি দেখতে পারবেন।আর হিন্দি ডাবিং এর ভয়েস টাও অনেক সুন্দর ছিলো । এই সিনেমার স্টোরি লাইন ও অনেক সুন্দর ছিল। এবার ডাউনলোড করার পালা। আমি নিচে ডুয়াল অডিও সহ গুগল ড্রাইভ ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।আপনারা গুগল একাউন্টে লগিন করে ডাউনলোড করে নেবেন। Despicable Me (2010)480p Link : Download Link Here 720p Link : Download Link Here
Despicable Me 2 (2013)480p Link : Download Link Here 720p Link : Download Link Here
Despicable Me 3 (2017)480p Link : Download Link Here 720p Link : Download Link Here
এই সিরিজের আরো একটি মুভি আছে Minions (2015) নামে। এ মুভিতে দেখানো হয়েছে গ্রু কিভাবে মিনিয়নস দের খুঁজে পায়। নিচে ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। Minions (2015)480p Link : Download Link Here 720p Link : Download Link Here আর হ্যাঁ, জানিয়ে রাখছি ২০২২ সালে Minions 2 মুক্তি পাবে। আজকে এই পর্যন্তই। পোস্টটি কেমন লাগলো ,পোস্টে কোনো সমস্যা আছে কিনা এবং কোনো মুভির লিংক ও রিভিউর রিকুয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। The post [Movie Review And Download Link] 🎉 দেখে নিন Animated Movie জগতের অন্যতম সেরা Comedy মুভি সিরিজ “Despicable Me” ডুয়াল অডিও (হিন্দি-ইংলিশ) এর সাথে! 🔥 appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । Samsung Galaxy M02sমোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। Samsung Galaxy M02s ফোনটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে তিনটি ক্যামেরা এগুলো রেজুলেশন হচ্ছে Triple 13+2+2 Megapixel সামনে একটি ক্যামেরা রয়েছে সেটার রেজুলেশন হচ্ছে 5 Megapixel। Samsung Galaxy M02s ফোনটিতে ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার ৫০০০ এমএএইচ (Non-removable)। চলুন দেখে আসা যাক এই মোবাইলটির সম্পন্ন স্পেসিফিকেশন। ফোনের নামঃ Samsung Galaxy M02s প্রথম রিলিজঃJanuary-19- 2021 ফোনের কালারঃBlack, Blue, Red ডিসপ্লেঃ Samsung Galaxy M02s এর ডিসপ্লের সাইজ ৬.৫ ইঞ্চি। রেজুলেশন রয়েছে HD+ 720 x 1600 pixels (270 ppi) এবং IPS LCD Touchscreen রয়েছে। পিছনের ক্যামেরাঃ Samsung Galaxy M02s ফোনের পিছনের ক্যামেরার মধ্যে রয়েছে Triple 13+2+2 Megapixel ক্যামেরার মধ্যে যে ফিউচার গুলো রয়েছে Autofocus, depth sensor, macro, LED flash & more এবং ভিডিও রেকর্ডিং Full HD (1080p) হবে। সামনের ক্যামেরাঃ Samsung Galaxy M02s সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 5 Megapixel ক্যামেরা মধ্যে যে ফিউচার গুলো রয়েছে F/2.2 aperture ব্যাটারিঃ Samsung Galaxy M02s এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (Non-removable) 15W Fast Charging Performance: Samsung Galaxy M02s এর Operating System রয়েছে Android 10। চিপসেট রয়েছে Qualcomm Snapdragon 450 (14 nm) প্রসেসর রয়েছে Octa core, up to 2.0 GHz স্টোরেজঃ Samsung Galaxy M02s ফোনের RAM রয়েছে 4 GB এবং ROM রয়েছে 64 GB (eMMC 5.1) সিকিউরিটিঃ Samsung Galaxy M02s ফোনের Face Unlock রয়েছে। দামঃSamsung Galaxy M02s মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post 6.5 ইঞ্চি ডিসপ্লে, 5000 এমএএইচ শক্তিশালী ব্যাটারি ও 15W Fast Charging অসাধারণ ফোন Samsung Galaxy M02s appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments