Search box..

How To Get HFR Mode in Beatrix Update in Mobile Legends

How To Get HFR Mode in Beatrix Update in Mobile Legends


How To Get HFR Mode in Beatrix Update in Mobile Legends

Posted:

আমরা যারা Mobile Legends খেলি তাদের অনেকের মধ্যে একটা সমস্যা থাকে আর তা হলোঃ HFR Mode (High Frame Rate) থাকে না বা আগে ছিলো কিন্তু নতুন Update আসার পর চলে গিয়েছে। যার ফলে অনেকে ঠিকমতো খেলতে পারছে না বা অনেকে হয়তো খেলাই ছেড়ে দিয়েছেন। HFR না থাকলে গেমটা খেলতে যে কি বিরক্তিকর লাগে তা আমি ভালো করে জানি। আর তার সাথে যদি Toxic, Negative টিম পরে তাহলে কোন কথাই নেই এক কথায় Defeat নিশ্চিত।
তাই আজকে আমি আপনাদের কথা চিন্তা করে এ সমস্যার সমাধান নিয়ে এলাম। এই উপায়ে আপনাদের যাদের মোবাইলে HFR আসে না তাড়া খুব সহজে HFR Enable করতে পারবেন। তবে এটা Android 10 এ সাপোর্ট করবে কিনা তা বলতে পারবো না, আপনারা ট্রাই করে দেখতে পারেন।
তো বন্ধুরা টিউটোরিয়াল টা অনেক বড় তাই আমি এখানে দেখাতে পারবো না, ভিডিওতে দেখাতেই আমার ১০ মিনিট লেগেছে। তাই বন্ধুরা একটু কষ্ট করে নিচের লিংক থেকে ভিডিওটা দেখে নিন।
আর এই কাজে দুইটা Apps লাগবে নিচের লিংক থেকে আগে ডাউনলোড করে নিন।

1. HFR CAO
2. MLBB V2 (Beatrix Patch)

ডাউনলোড করা হয়ে গেলে এবার নিচের ভিডিওটা দেখে নিন। আশা করি ১০০% সমাধান করতে পারবেন। কারন আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে এটা তাদের মোবাইলে কাজ করেছে।

পরবর্তীতে নতুন আপডেট আসলে আমি আবার সেই আপডেটের জন্য HFR টিউটোরিয়াল শেয়ার করবো, তাই অবশ্যই আমার চ্যানেলটা SUBSCRIBE করে রাখবেন। কোনকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান।

Mobile Legends এবং Gaming সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন।

  • Click Here
  • The post How To Get HFR Mode in Beatrix Update in Mobile Legends appeared first on Trickbd.com.

    ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, 3/4 GB RAM ও 6000 এমএএইচ শক্তিশালী ব্যাটারি অসাধারণ ফোন Realme Narzo 30A

    Posted:

    আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

    Realme Narzo 30A

    মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

    আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। Realme Narzo 30A ফোনটিতে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে দুটি ক্যামেরা এগুলো রেজুলেশন হচ্ছে Dual 13+2 Megapixel সামনে একটি ক্যামেরা রয়েছে সেটার রেজুলেশন হচ্ছে 8 Megapixel। Realme Narzo 30A ফোনটিতে ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 6000 এমএএইচ । চলুন দেখে আসা যাক এই মোবাইলটির সম্পন্ন স্পেসিফিকেশন।

    ফোনের নামঃ Realme Narzo 30A

    প্রথম রিলিজঃ5-March-2021

    ফোনের কালারঃLaser Black, Laser Blue

    ডিসপ্লেঃ Realme Narzo 30A এর ডিসপ্লের সাইজ 6.5 ইঞ্চি। রেজুলেশন রয়েছে HD+ 720 x 1600 pixels (270 ppi) এবং IPS LCD Touchscreen রয়েছে

    পিছনের ক্যামেরাঃ Realme Narzo 30A ফোনের পিছনের ক্যামেরার মধ্যে রয়েছে Dual 13+2 Megapixel ক্যামেরার মধ্যে যে ফিউচার গুলো রয়েছে PDAF, LED flash, f/2.2, 1/3.06″, 1.12µm, B/W, HDR & more এবং ভিডিও রেকর্ডিং Full HD (1080p) হবে।

    সামনের ক্যামেরাঃ Realme Narzo 30A সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 8 Megapixel ক্যামেরা মধ্যে যে ফিউচার গুলো রয়েছে F/2.0, 1/4″, 1.12µm, HDR & more ভিডিও রেকর্ডিং রয়েছে Full HD (1080p)

    ব্যাটারিঃ Realme Narzo 30A এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 6000 এমএএইচ (non-removable) 18W Fast Charging

    Performance: Realme Narzo 30A এর Operating System রয়েছে Android 10 (Realme UI) চিপসেট রয়েছে Mediatek Helio G85 (12 nm) প্রসেসর রয়েছে Octa core, up to 2.0 GHz এখানে GPU রয়েছে Mali-G52 MC2

    স্টোরেজঃ Realme Narzo 30A ফোনের RAM রয়েছে 3 / 4 GB এবং ROM রয়েছে 32 / 64 GB (eMMC 5.1)

    সিকিউরিটিঃ Realme Narzo 30A ফোনের Face Unlock রয়েছে। পিছনে Fingerprint রয়েছে।

    দামঃ Realme Narzo 30A মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে



    আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

    The post ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, 3/4 GB RAM ও 6000 এমএএইচ শক্তিশালী ব্যাটারি অসাধারণ ফোন Realme Narzo 30A appeared first on Trickbd.com.

    আপনার ফেসবুক পেজ এবং ইড তে ব্লু ব্যাজ যেভাবে দিবেন! Don’t Miss

    Posted:

    আসসালামু আলাইকুম,

    যেভাবে করতে হবে

    আমাকে ফেসবুক ব্লু যাচাইকরণ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করে এমন লোকদের প্রশ্নের উত্তরের জন্য ফেসবুক হেল্পলাইন থেকে স্কিন শটগুলি দেখুন।

    1) প্রশ্ন: আপনি কোন ক্যাটাগরিতে আছেন?
    উত্তর: আমি Musician ক্যাটাগরিতে আছি

    2) প্রশ্ন: আপনি আমাকে যাচাই বা সহায়তা করেন?
    উত্তর: যাচাই করা ফেসবুক দলের দায়িত্ব, আমি আপনাকে এটির পক্ষে সাহায্য করতে পারি না।

    3) প্রশ্ন: আমি যাচাই করতে চাই এটি আমার বড় স্বপ্ন
    উত্তর: স্বপ্ন বাস্তবায়নের জন্য বাস্তব জীবনে এমন কিছু করুন যাতে ফেসবুক আপনাকে যাচাই করতে পারে।

    ফেসবুক কর্তৃপক্ষ সবাইকে ব্যাজ দিলে আমার কোনও লাভ বা ক্ষতি নেই। আপনার যদি এটির প্রয়োজন হয় তবে তাদের বিধি অনুসারে চেষ্টা করুন, আমাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না।

    অনেকে এই জিনিসগুলি বুঝতে পারে না এবং বোঝার পরেও বুঝতে না দেখার ভান করে। সুতরাং আপনার প্রশ্নগুলি এড়ানো ছাড়া আমার কিছুই করার নেই।

    4) প্রশ্ন: আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? 🙄
    উত্তর: সবার প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় আমার নেই। আমার বাস্তব জীবন আছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি পরিবারের সাথে সময় কাটাই,

    Check out the screenshots from the Facebook Helpline for answers to questions from people who ask me questions about Facebook Blue Verification.

    1) Q: In which category are you?
    A: I’m in the musician Category

    2) Q: Do you verify or help me?
    A: It is the responsibility of the verified Facebook team, I can’t help you with that.

    3) Question: I want to verify, it's my big dreams
    A: Do something in real life to realize the dream so that Facebook can verify you.

    There is no gain or loss for me if the Facebook authorities give badges to everyone. If you need it, try according to their rules, don’t ask me about it.

    Many people do not understand these things and pretend not to understand even after understanding. So I have nothing to do but avoid your questions.

    4) Q: Why aren’t you answering my question? 🙄
    Answer: I do not have time to answer everyone’s questions. I have real life, I’m busy with my job, I spend time with my family,

    ব্লু-ব্যাজের জন্য আবেদন করতে শুরুতে এ ঠিকানায় START NOW HERE প্রবেশ করতে হবে।






    Any Ques….?
    FIND ME ON FACEBOOK

    The post আপনার ফেসবুক পেজ এবং ইড তে ব্লু ব্যাজ যেভাবে দিবেন! Don’t Miss appeared first on Trickbd.com.

    ২য় সপ্তাহের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান নিয়ে নিন PDF File.!

    Posted:

    আবার নতুন করে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে গতবছরের মত এ বছরও মূল্যায়ন করা হবে।

    আগামি শনিবার থেকে এ অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজে শুরু হয়েছে

    আছকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

    ষষ্ঠ শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট

    ২য় সপ্তাহের ষষ্ঠ শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট এর উত্তর

    ৭ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট

    ২য় সপ্তাহের ৭ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট এর উত্তর .pdf

    যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

    Airtel সিমে ফ্রি ২জিবি নিয়ে নিন।

    মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

    ধন্যবাদ

    The post ২য় সপ্তাহের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান নিয়ে নিন PDF File.! appeared first on Trickbd.com.

    লালশাক খাওয়ার উপকারিতা ও পুস্টিগুন গুলো জেনে নিন।

    Posted:

    আসসালামুআলাইকুম,ও হিন্দু ভাইদের জানাই আদাব। আশা করি সবাই ভাল আছেন। ভাল থাকার কথা। কারন ট্রিকবিডির সাথে থাকলে নিত্যনতুন ট্রিক ও টিপস সম্পর্কে জানা যায়। প্রতিবারের মতো আপনাদের মাঝে আবারো আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম। টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন আজিকে কোন বিষয় নিয়ে আর্টিক্যাল লিখতে যাচ্ছি।
    আজকে যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি সে বিষয় গুলো হলো, লালশাক এর উপকারিতাগুলো ও লালশাক এর পুস্টিগুন। লালশাক হলো শাকের মধ্য অনেক জনপ্রিয়।সাধারণত সারাবছর এই লালশাক পাওয়া যায়।তবে বিশেষ করে শীতকালে ব্যাপকভাবে উৎপাদন হয়।এবং এই লালশাক ভেজে খেতে অনেক সুস্বাদু। চিকিৎসকরা ও বেশি বেশি লালশাক খেতে বলে। কারন লালশাকে প্রচুর পরিমান ভিটামিন ও পুস্টি রয়েছে। লালশাকে রয়েছে শর্করা,ক্যালসিয়াম,প্রোটিন,খনিজ, সহ আরো অনেক পুস্টিউপাদান রয়েছে। আমাদের সবার উচিৎ বেশি বেশি লালশাক খাওয়া উচিৎ। কারন লালশাকে প্রচুর প্রচুর পুস্টিগুন রয়েছে।
    কথা না বাড়িয়ে শুরু করা যাক, লালশাক শাক খাওয়ার উপকারিতা ও পুস্টিগুনঃ

    ১) হৃদরোগের ঝুকি কমায়ঃ

    লালশাক হৃদরোগের ঝুকি কমায়। লালশাকে প্রচুর পরিমান ভিটামিন রয়েছে, ভিটামিন ও বিটা ক্যারোটিন থাকায় হৃদরোগ এর ঝুকি কমায়।রক্তের কোলেস্টেরল এর মাত্রা স্বাভাবিক রাখে এই লালশাক৷ হৃৎপিন্ড শক্তিশালী করতে প্রচুর কাজ করে এই লালশাক। এছাড়া ডায়াবেটিস আছে যাদের তাদের নিয়মিত লালশাক খেলে অনেক উপকার পাওয়া যায়।

    ২) চুল পড়া রোধ করেঃ

    চুল এর জন্য এই লালশাক অনেক উপকারী। লালশাক খেলে চুলের গোড়া শক্তিশালী ও মজবুত হয়৷ যার কারনে চুল পড়া অনেকটা রোধ হয়ে যায়। এছাড়াও লালশাক চুলের গোড়ায় মিনারেল ও পুস্টি যোগান দেয়।

    ৩) কিডনি সমস্যা দূর করেঃ

    কিডনি ভাল রাখতে ও কিডনি পরিস্কার রাখতে লালশাক অনেক উপকারী। লালশাক খেলে কিডনির কার্যক্ষমতা অনেকগুন বেড়ে যায়।এছাড়াও কিডনিতে থাকা টক্সিন বা বিশাক্ত পদার্থ বেরি হয়ে যায় লালশাক খেলে।

    ৪) ক্যান্সার প্রতিরোধ করেঃ

    লালশাকে অনেক পুস্টিউপাদান ও ভিটামিন মিনারেল রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করে। লালশাকে রয়েছে,আয়রন,ম্যাগনেসিয়াম,ফসফরাস,ভিটামিন ই,পটাশিয়াম,এবং ক্যান্সার কোষ যাতে না উৎপন্ন হয় এজন্য লালশাক প্রচুর কাজ করে। তাই আমাদের লালশাক খাওয়া উচিৎ।

    ৫) রক্তশূন্যতা দূর করেঃ

    রক্তশূন্যতা দূর করতে লালশাক প্রচুর ভুমিকা রাখে। লালশাকে বিভিন্ন পুস্টিগুন এর পাশাপাশি এতে রয়েছে আয়রন।এবং লালশাক খেলে রক্তে লোহিত কনিকার মাত্রা বাড়াতে প্রচুর ভুমিকা পালন করে। তাই যাদের রক্তশূন্যতা তাদের বেশি বেশি লালশাক খাওয়া উচিৎ।

    ৬) হজম শক্তি বাড়ায়ঃ.

    লালশাকে আছে প্রচুর পরিমান ফাইবার।যা আমাদের হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া ও লাল শাকে রয়েছে বিভিন্ন পুস্টিগুন ও পুস্টিউপাদান যা আমাদের শরীরের জন্য অত্যান্ত দরকারী। হজম শক্তি অনেকগুন বাড়িয়ে তোলে এই লালশাক।

    ৭) দাঁত ও হাড় গঠনে সাহায্য করেঃ

    লালশাকে রয়েছে বিভিন্ন পুস্টিউপাদান। এবং রয়েছে প্রচুর ক্যালসিয়াম, যা আমাদের দাঁত ও হাড় গঠনে প্রচুর সাহায্য করে। আমাদের খাবার তালিকায় তাই লালশাক রাখা উচিৎ।

    ৮) দৃষ্টিশক্তি বৃদ্ধি করেঃ

    লালশাকে রয়েছে প্রচুরপরিমান ভিটামিন-এ।যা আমাদের চোখের দৃষ্টিশক্তিকে অনেকগুন বাড়িয়ে তোলে।এছাড়া ও অনেক অনেক পুস্টিগুন রয়েছে এই লালশাকে। তাই আমাদের উচিৎ আমাদের খাবার তালিকায় লালশাক রাখা। কারন লালশাকে যে ভিটামিন ও পুস্টিগুন রয়েছে, তা আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।

    সোর্সঃ নিউট্রিশন হাউজ অব বাংলাদেশ।

    টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

    Youtube Channel

    আজ এ পযন্ত,
    ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
    পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
    সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

    যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

    ধন্যবাদ

    The post লালশাক খাওয়ার উপকারিতা ও পুস্টিগুন গুলো জেনে নিন। appeared first on Trickbd.com.

    আপনার প্রিয় গুগল কিবোর্ড এর স্পেইসবারে গুগলের আইকন নিয়ে আসুন এবং প্রিমিয়াম ফিল নিন

    Posted:

    গুগল কিবোর্ড হচ্ছে সবার প্রিয়। আপনার এই প্রি কিবোর্ড কে যদি কাস্টোমাইজ করতে চান তবে এই পোস্ট আপনার জন্য। নিচের ছবির মত যদি গুগলের লগো আপনার কিবোর্ড এ দিতে চান তবে এই পোস্ট ফলো করুন।

    TESTED DEVICE

    Poco x3
    Android: 10
    Miui: 12
    Root: Yes

    STEPS

    • প্রথমে প্লে স্টর থেকে ফাইল ম্যানেজার টি ডাউনলোড করে নিন
      ডাউনলোড করা হলে Gboard Flag ডাউনলোড করে নিন।
    • ফাইল ম্যানেজার গিয়ে gboardflag টি কপি করেন এবং নিচের ছবির মত ফাইল লোকেশনে গিয়ে পেস্ট করে দিন।
      File Path: data/data/com.google.android.inputmethod.latin/shared_prefs/flag_value.xml
    • সেটিং থেকে গিয়ে সিস্টেম অ্যাপস এ গিয়ে gboard ফোর্স স্টপ করে দিন এবং দেখুন মজা😁

    Rooted And Non Rooted Device ট্রাই করে দেখতে পারেন। যেহেতু সিস্টেম অ্যাপস আশা করি রুট দরকার। ডিভাইস রুট করার আগে ট্রাই করে দেখিনি তাই বলতে পারছি না।

    The post আপনার প্রিয় গুগল কিবোর্ড এর স্পেইসবারে গুগলের আইকন নিয়ে আসুন এবং প্রিমিয়াম ফিল নিন appeared first on Trickbd.com.

    প্রফেশনাল মানের HD Quality সম্পূর্ণ, এড/এনিমেশন লগো/ইন্ট্রো ভিডিও/ব্রান্ড প্রমোটিং ভিডিও তৈরি করুন সম্পূ্র্ণই ফ্রি

    Posted: 27 Mar 2021 06:30 AM PDT

    আসসালামু আলাইকুম । প্রিয় ট্রিকবিডিবাসী ।
    আশা করি সকলে ভালোই আছেন । আজ আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে
    সম্পূর্ণ ফ্রিতেই কিভাবে প্রফেশনাল মানের এইচডি কোয়ালিটির এড/ইন্ট্রো ভিডিও/ব্রান্ড প্রমোটিং ভিডিও সহ আরো অনেক কিছু তৈরি করতে পারবেন তাও আবার খুব সহজে ।

    চলুন শুরু করি । আজ আমি আপনাদেরকে মুলত একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো । যে ওয়েবসাইটে আপনি এই সুবিধাগুলো পাবেন । ওয়েবসাইটির লিংকটি হলো : https://videocreek.com/

    যারা বুঝেন না, তাদের জন্য আমি  স্যাম্পল হিসেবে একটি ভিডিও তৈরি করে দেখালাম ।
    ১ম ওয়েবসাইট টিতে প্রবেশ করুন

    তারপর আপনার চাহিদা অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করুন,

    আমি স্যাম্পল হিসেবে েএকটি ইনট্রো ভিডিও তৈরি করবো তাই আমি ইনট্রো ভিডিও টি সিলেক্ট করেছি ।
    তারপর, ডেমো টেমপ্লেট থেকে পছন্দ অনুযায়ী টেমপ্লেট সিলেক্ট করুন….
    সিলেক্ট করার জন্য পছন্দের ডেমো টেমপ্লেট  এর উপরে ক্লিক করুন
    তারপর-

    এরকম আসলে USE THIS TEMPLATES বাটনে ক্লিক করুন
    তারপর-

    আপনার লোগো চাইবে…
    এখানে আপনার লোগো টা আপলোড করে দিন ।

    লোগো আপলোড হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে । তখন চাহিদা অনুযায়ী আপনার লোগো সাইজ ছোট বড় করে নিন এবং বিভিন্ন টেক্সট লেআউট এর উপরে ক্লিক করে লেখাগুলা পরিবর্তন করে নিন ।

    প্রয়োজনমতো সবকিছু চেন্জ করা হয়ে গেলে এবার

    চিন্হিত যায়গায় ক্লিক করুন

    তারপর-

    তারপর, আপনার কাংখিত টেমপ্লেট টি রেন্ডার প্রসেসিং হবে ডাউনলোড এর জন্য । রেন্ডার প্রসেস হবার জন্য এখানে কিছু সময় দিতে হবে আপনাকে ।

    কিছু সময় পরেই আপনার ভিডিওটি ডাউনলোড এর জন্য রেডি হয়ে যাবে ।

    তখন ডাউনলোড বাটনে ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ।
    ENJOY NOW>>>>>>>>

    এবার এতোক্ষণ ধরে স্যাম্পল হিসেবে আমি যে ভিডিওটি বানালাম, সেটিও দেখে নিন

    ধন্যবাদ সবাইকে ।
    পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে  । সেপযন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন ।

    The post প্রফেশনাল মানের HD Quality সম্পূর্ণ, এড/এনিমেশন লগো/ইন্ট্রো ভিডিও/ব্রান্ড প্রমোটিং ভিডিও তৈরি করুন সম্পূ্র্ণই ফ্রি appeared first on Trickbd.com.

    অষ্টম শ্রেণির ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(2nd Week) 2021 [Java User Must See]

    Posted:

    আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
    .
    আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
    .
    আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
    .
    অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
    .

    আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির।
    .
    তো এই পোষ্টে আপনি Class 8 ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
    .

    Answer Of English Subjects Of Class 8


    অষ্টম শ্রেণির ইংলিশ অ্যাসাইনমেন্ট এর সমাধান
    নিয়ে নিন।
    নিচে অ্যাসাইনমেন্ট এর
    সমাধানের .txt ফাইল
    দেয়া হলো..
    .

    ইংলিশ অ্যাসাইনমেন্ট এর সমধান
    .
    download
    .

    বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

    এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

    .
    আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
    .
    আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
    .
    তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
    .
    খোদা হফেজ।

    The post অষ্টম শ্রেণির ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(2nd Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com.

    নিয়ে নিন 100GB Google Drive/Photo Storage ফ্রিতেই (০৩ মাসের জন্য)

    Posted:

    Howdy Everyone,
    Google One 3 মাসের জন্য 100GB Cloud Storage Offer করছে ফ্রিতেই। এই Storage Google Drive/Google Photos সহ গুগলের সব Platform এ ব্যবহারযোগ্য কীভাবে Offerটি Claim করবেন বিস্তারিত নিচে দেয়া হল:-

     


    এই 100GB Storage এর মূল্য $1.99/month

     

    👻 Instruction 👻

    1. প্রথমে একটি USA Verified Gmail Create করুন How to Create? Read Previous post

    2. তারপর ঐ USA Verified Gmail এ Credit card Add করুন। How to Add? Read  Previous post

    3. এখন Google chrome বা যেকোন Browser এর Icognito Tab Open করুন।

    4.Icognito Tab এ এই Link Browse করুন

    5. এবার Usa Verified Gmail দিয়ে Sign in করে নিন

     

    6. Sign in complete হওয়ার পর এরকম Interface Load হবে

     

     

    7. Scroll Down করে Join এ Click করুন

     

     

    8. Subscribe এ Click করুন

     

     

    9.পুনরায় Subscribe এ Click করুন

     

     

    10. ব্যস পেয়ে যাবেন 100GB Google Storage 3 মাসের জন্য

     

     

    11. Enjoy our Subscription

     

     

    🎦 Tutorial:-

     

     

    🍁 Conclusion:-
    ! কোন VPN Use করতে হবে না
    ! আর Browser এর Icognito Tab এ Processটা করতে হবে (Must)
    ! Gmailটি usa verifed ও credit card Add অবস্থায় থাকতে হবে।

     

    ⚠Frequently Asked Questions (FAQ)

    ⁉ 3মাস পর কী হবে?
    ⏯3মাস পর যখন Trial শেষ হবে file যথা স্থানেই থেকে যাবে এবং subscription auto cancel হয়ে storage 15GB হয়ে যাবে, যেটা শুরুতে থাকে। Don’t Worry

     

    Bye⚡
    Contact Me On-
    Telegram [Discussion Group] [Telekit]

    The post নিয়ে নিন 100GB Google Drive/Photo Storage ফ্রিতেই (০৩ মাসের জন্য) appeared first on Trickbd.com.

    শেল আপলোড টিউটোরিয়াল:কিভাবে ইমেজ ফাইল দিয়ে শেল আপলোড করবেন।

    Posted:

    আসসালামু আলাইকুম

    ওয়েবসাইট হ্যাকিং এর গুরুত্বপূর্ণ ধাপ উক্ত ওয়েবসাইটের সম্পুর্ন কন্ট্রোল অ্যাক্সেস করা।
    এই জন্য ওয়েব শেল ব্যাবহার করা হয়। শেল দিয়ে ওয়েবসাইটে কোনো ফাইল আপলোড বা এডিট বা ডিলিট করতে পারবেন।এছাড়া আপনি ওয়েবসাইটের মূল directoty তে অ্যাক্সেস করতে পারবেন।

    এই টিউটোরিয়ালে একটা সম্পুর্ন লাইভ ওয়েবসাইটে শেল আপলোড করে দেখাবো।

    শেল আপলোড টেকনিক : শেল আপলোড করার অনেক টেকনিক আছে।আপানার ওয়েবসাইটের উপর নির্ভর করবে।
    যেমন
    ১.আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এ থিম এর 404.php ফাইল টা এডিট করে আপনার আপলোডার কোড টা বসিয়ে সেভ করে শেল আপলোড করতে পারেন।আপনি উক্ত ওয়েবসাইটের ওয়েবসাইট /404.php এই লিংক এ গেলে আপলোডার পাবেন।আগের পোস্ট এ এই টেকনিকটা দেখাইছি।

    ২.অনেক ওয়েবসাইটে ইমেজ ফাইল ছাড়া অন্য এক্সটেনশন ফাইল আপলোড করার পারমিশন থাকে না।তখন temper data ব্যাবহার করে আমরা আপলোড করতে পারি।

    ৩.অন্য একটি টেকনিক হচ্ছে কোন ছবি/ইমেজ এর ভিতরে কোড ইঞ্জেক্ট করা।সহজ ভাবে বললে পিএইসপি/php আপলোডার কোড গুলি ইমেজ এর সাথে বাইন্ড করব।ইমেজটি একটা malware হিসেবে কাজ করবে।ফলে temper data ব্যাবহার করা লাগবে না।শুধুমাত্র এই ইমেজ নরমালি আপলোড করলেই হবে।আজ এই টেকনিকটা শেখাবো।

    স্টেপ বাই স্টেপ শুরু করি:-

    ১.প্রথমে আপনার হ্যাক করা ওয়েবসাইটের এডমিন প্যানেলে প্রবেশ করুন। আমি অলরেডি একটা ওয়েবসাইট হ্যাক করছি তাই একবারে এডমিন প্যানেল থেকে শুরু করছি।
    আমার এডমিন প্যানেলে:

    ২.এখন আমাদের কাজ এডমিন প্যানেলে আপলোড অপশন খুজে বার করা।যেখানে আমরা আমাদের ফাইল আপলোড করতে পারব।এই সাইটে গ্যালারিতে আপলোড করব।দেখুন গ্যালারির আপলোড অপশন:

    ৩.গ্যালারিতে প্রবেশ করার পর দেখেতে পাচ্ছেন এখানে প্রথমে আপলোড অপশন আছে।এর নিচে ওয়েবসাইটের আপলোড করা ইমেজ আছে।এখানে. Jpg . Png ফাইল ছাড়া আপলোড করা সম্ভব না।আপনি সরাসরি php শেল আপলোড করতে পারবেন না।তাই exif/injected ইমেজ ব্যাবহার করছি।এখন নরমালি আমরা যেভাবে আপলোড করি ওই ভাবেই আমরা exif ইমেজ টা আপলোড করবো। dc.php আমার ইমেজ ফাইল।


    ৪.আপলোড করুন এখন।তারপর দেখেন ইমেজ টা আপলোড হয়ে গেছে।এটাই আমাদের আপলোডার।

    ৫.এখন আপলোডার টা ওপেন করতে হবে।তাই ইমেজটার উপর মাউস এর রাইট ক্লিক করে copy image location এ ক্লিক করে লিংকটা কপি করে নেন।মোবাইলে ইমেজ এর উপর প্রেস করে থাকলে copy image location এর অপশন পাবেন।

    ৬.কপি করা লিংকটি অন্য ট্যাব এ ওপেন করুন।এখন আপনি আপলোডার টা দেখেতে পারবেন।

    ৭.এখন যেহেতু আপলোডার কাজ করছে তাই আপনি যেকোন ফাইল আপলোড করতে পারবেন যেকোন এক্সটেনশন এর। এখন শেল আপলোড করবো।আগের মতোই সেম প্রসেস।নরমালি আপনার যে ফোল্ডারে শেল তা আছে সেখান থেকে আপলোড করুন।k2ll3d.php এই শেলটা আমি আপলোড করছি।।google এ এই শেল টা সার্চ করলে পেয়ে যাবেন। এখন আপলোড এ ক্লিক করি।

    ৮.শেল আপলোড হলে এই রকম success মেসেজ দেখতে পারবেন।

    ৯.এখন শেল এ অ্যাক্সেস করি।আমার এই আপলোডারে শেল পাথ ফাংশন টা ডিফাইন করা নেই।নাহলে success মেসেজ এর উপরে শেল এর অ্যাক্সেস লিংক দেখতে পারতেন।এখন ম্যানুয়ালি শেল লিংকে যেতে হবে। সবসময় খেয়াল রাখবেন কোন directory তে শেল আপলোড করছেন।আমি gallery তে আপলোড করছি। তাই শেল ফাইলটা এই directory তেই থাকবে।gallery/ এর পর শেল ফাইল নেমটা দিন।আমার ক্ষেত্রে gallery/k2ll3d.php এখন এই লিংকটি আমাদের শেল লিংক।ওপেন করুন।

    ১০.শেল আপলোড এবং শেল অ্যাক্সেস কমপ্লিট। এখন শেল এর ভিতরে সব অ্যাক্সেস করতে পারবেন।যেকোন directory তে প্রবেশ করতে পারবেন এবং ফাইল আপলোড করতে পারবেন। হোম directory তে প্রবেশ করে আপনার ডিফেস ফাইল আপলোড করতে পারবেন এবং মিরর করবেন।

    আশা করি বুঝতে পারছেন।আরও সহজ ভাবে বুঝার জন্য ভিডিও টি দেখতে পারেন।

    আশা করছি এই টিউটোরিয়ালটা আপনাদের কাজে আসবে।আমি খুব বেশি বাংলা টাইপ করি না তাই ভাষা ও শব্দের ভুল গুলো ইগ্নোর করবেন।ধন্যবাদ।

    যদি এই পোস্টে রেসপন্স ভালো পাই তাহলে advance টিউটোরিয়াল লিখব।নেক্সট টিউটোরিয়াল লিখবো OTP বাইপাস কিভাবে করে।

    The post শেল আপলোড টিউটোরিয়াল:কিভাবে ইমেজ ফাইল দিয়ে শেল আপলোড করবেন। appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments