Search box..

VPN ছাড়াই Facebook ব্যবহার করুন ১০০% Working

VPN ছাড়াই Facebook ব্যবহার করুন ১০০% Working


VPN ছাড়াই Facebook ব্যবহার করুন ১০০% Working

Posted:

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন।
২৬ মার্চ থেকে বাংলাদেশ এ ফেসবুক সহ মেসেঞ্জার বন্ধ আছে। এতে অনেকে ফেসবুক ব্যবহার করতে পারতেছে না।
অনেকে  আবার ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতেছেন। উল্টাপাল্টা VPN ব্যবহার এর ফলে অনেকের আইডি ডিজেবল হয়ে যাচ্ছে।
এই সমস্যা সমাধান এর জন্য আজকের এই পোস্ট।

ফেসবুক কখন চলু হবে তা এখনো নিশ্চিত নই কেউ।
তাই আমাদের উচিত নিরাপদ উপায়ে ফেসবুক ব্রাউজ করা। যাতে আমাদের আইডি নষ্ট না হয়।

এর জন্য আমি বলবো। ফোনের Opera Mini ব্যবহার করার জন্য। যাতে এক্সট্রা কোন ভিপিএন লাগবে না। এই ব্রাউজার এ ভিপিএন এমনি দেওয়া আছে৷

তাই প্রথমে গুগল Playstore থেকে ওপেরা মিনি ডাউনলোড করে। ভিতরে প্রবেশ করুন

তারপর মেনু থেকে সেটিং অপশনে প্রবেশ করলে VPN

নামে অপশন পাবেন। এর ভিতরে প্রবেশ করুন।

তারপর ভিতর থেকে আপনি কোন মোড এ ভিপিএন চালাতে চান তা দিয়ে দিন। প্রাইভেট মোড এ বার বার আপনাকে ফেসবুকে এ লগিন করে নিতে হবে। তাই আমি বলবো এই প্রাইভেট মোড অফ করে দিন। ও নিচে থেকে সার্ভার আপনার মত সিলেক্ট করে দিবেন।
ব্যাস কাজ শেষ। এখন আপনার ফেসবুক আইডি নিরাপদ এ ব্যবহার করতে পারবেন।

এখন যদি VPN দিয়েই ফেসবুক ব্যবহার করতে চানতো আমি বলবো প্রিমিয়াম সার্ভার এর ভিপিএন ব্যবহার করার জন্য। যাতে সার্ভার লোড কম থাকে। ও আইপি রিয়াল থাকে। যার ফলে ফেসবুক আইডির কোন সমস্যা হবে না।
তেমন একটি VPN এর নাম হচ্ছে। VPN Tomato
যা গুগল Playstore  সার্চ করে ডাউনলোড করে নিন।

ডাউনলোড হয়ে গেলে ভিতরে উপরে ডান পাশ থেকে সার্ভার সিলেক্ট করে নিতে হবে।

উপরের ডান পাশে ক্লিক করে। সার্ভার সিলেক্ট করার জন্য নিচের দিকে যাবেন।যেখানে দেখবেন VIP সার্ভার আছে যা ব্যবহার করলে আপনার আইডির কোন সমস্যা হবে না।
মনে রাখবেন একবার যে সার্ভার ব্যবহার করবেন তা আর চেঞ্জ করবেন না। চেঞ্জ করলে আইডিতে সমস্যা হতে পারে।

আমি মালেশিয়া ব্যবহার করছি। মালেশিয়া মধ্যে ক্লিক করলে একটা Ads দেখবেন। Ads দেখলে সার্ভার টা আনলক হয়ে যাবে৷

এবং ফেসবুক ব্যবহার করতে পারবেন।
এই ভিপিএন এর স্পিড ভালো। আমি এই vpn ব্যবহার করছি। কোন সমস্যার হয়নি। আপনারো নিশ্চিন্তে ব্যবহার করুন।
তারপর যদি আপনার মনে হয় নিরাপত্তা প্রয়োজন তাহলে
নিচের স্কিনশর্ট এর apps টা ব্যবহার করতে পারেন।

চাইলে এই পোস্ট টি ফলো করতে পারেন।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ PC ও দেখতে এই পোস্ট টি দেখুন
ধন্যবাদ

The post VPN ছাড়াই Facebook ব্যবহার করুন ১০০% Working appeared first on Trickbd.com.

FB FREE FIRE ID LOGIN প্রবলেম এর সমাধান। WITHOUT VPN

Posted:

আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক

বর্তমানে ফেসবুক বাংলাদেশে ব্লক করা হয়েছে। সে জন্য Free Fire Id যাদের Facebook তাদের লগিন করতে সমস্যা হচ্ছে



আবার যারা Vpn Use করে লগিন করছে তাদের আইডি চেকপয়েন্ট / লক পড়ে যাচ্ছে। অনেকের ই গেম আইডি আলাদা সে গুলা দিয়া Fb তেমন ব্যাবহার হয় না। যে কারনে হুট করে Vpn এর কারনে সমস্যা হয়।


এখন দেখবো কিভাবে Vpn ছাড়া Free Fire এ লগিন দিবেন Facebook

আর হ্যা এভাবে Facebook Lite / Messenger ও চালাতে পারবেন।


Let’s Start

প্রথমে ‘Warp’ Download + Install করে নিন। এই লিংক থেকে

Installb Warp

এবার ওপেন করে ডুকেন



Next

Accept

Slide করে Connect করে নিন।

➤Connected দেখালে Free Fire Open করেন। এবং Facebook Login করেন। কোন ধরনের সমস্যা হবে নাহ।

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য

___________________________________________

অবশ্যই জয়েন হবেন

Join Our FB Group

————————————————————————-
আল্লাহ হাফিজ

The post FB FREE FIRE ID LOGIN প্রবলেম এর সমাধান। WITHOUT VPN appeared first on Trickbd.com.

২য় সপ্তাহের ৮ম ও ৯ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান নিয়ে নিন PDF File.!

Posted:

আবার নতুন করে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে গতবছরের মত এ বছরও মূল্যায়ন করা হবে।

আগামি শনিবার থেকে এ অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজে শুরু হয়েছে

আছকে ৮ম ও ৯ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান দিয়া হবে এবং নিছে অ্যাসাইনমেন্ট এর PDF ফাইল দিয়া আছে তা ডাউনলোড করতে পারবেন!

৮ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট

২য় সপ্তাহের ৮ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট

৯ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট

২য় সপ্তাহের ৯ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট.pdf

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post ২য় সপ্তাহের ৮ম ও ৯ম শ্রেনীর ইংলিশ অ্যাসাইনমেন্ট এর উওর বা সমাধান নিয়ে নিন PDF File.! appeared first on Trickbd.com.

এবার ভিপিএন ডাউনলোড না করেই মোবাইলের ডিফল্ট ভিপিএন কানেক্ট করুন | কোন প্রকার ভিপিএন ডাউনলোড করা ছাড়াই সব কিছু চালাবেন যেভাবে

Posted:

ভিপিএন নিয়ে অনেক মাতামাতি দেখছি আজকাল কারন বর্তমানে ভিপিএন ছাড়া ফেসবুক চালানো যাচ্ছে না। হয়তবা কিছুদিন পড়ে ঠিক হয়ে যাবে। তবে আপাতত যাদের ওয়াইফাই নাই তাদের জন্য ভিপিএন প্রয়োজন। অনেকেই প্লে স্টোর থেকে বিভিন্ন ভিপিএন ডাউনলোড করে ফেলেছেন। তবে আপনি কি জানেন আপনি কোন প্রকার ভিপিএন ডাউনলোড না করেই ভিপিএন কানেক্ট করতে পারেন?

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোন ভিপিএন ছাড়াই মোবাইলের ডিফল্ট ভিপিএন কানেক্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।

প্রথমেই আপনার মোবাইলের সেটিংসে চলে যান৷ তারপর More + vpn স্ক্রিনশট এর মত।

অনেকের ভিপিএন সেটিংসটি অন্য কোথাও থাকতে পারে তাই খুজে বেড় করুন।

এরপর Add Vpn Network এ ক্লিক করুন স্ক্রিনশট এর মত

তারপর নিচের মত সেটিংস করে নিন

○tyepe – L2TP/IPsec PSK

○Name – any name

○Server address – public-vpn-64.opengw.ne

○L2TP secret – এখানে কিছু দেয়া লাগবে না

○Ipsec indentifier – এখানেও কিছু দেয়া লাগিবে না

○Ipsec pre-shared key – vpn

○ User name – vpn

○Password – vpn

এখানে যা যেমন দেয়া আছে ঠিক তেমনই দিবেন নাহলে কানেক্ট হবে না। বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশট দেখে সেটিংস করে নিন

এবার Done এ ক্লিক করে সেভ করুন। তারপর ব্যাকে এসে কানেক্টে ক্লিক করুন

দেখবেন ইউজারনেম আর পাসওয়ার্ড চাইবে ইউজারনেম দিবেন vpn পাসওয়ার্ড দিবেন vpn তারপর কানেক্ট করুন ]

দেখবেন কানেক্ট হয়ে যাবে স্ক্রিনশট এর মত

আমার ওয়েবসাইট – www.mohinbd24.com

আসা করি সবাই আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন ধন্যবাদ

The post এবার ভিপিএন ডাউনলোড না করেই মোবাইলের ডিফল্ট ভিপিএন কানেক্ট করুন | কোন প্রকার ভিপিএন ডাউনলোড করা ছাড়াই সব কিছু চালাবেন যেভাবে appeared first on Trickbd.com.

আখের রস কেন খাবেন? আখের রস খাওয়ার উপকারী ও গুনগুলো জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম,ও হিন্দু ভাইদের জানাই আদাব। আশা করি সবাই ভাল আছেন। ভাল থাকার কথা। কারন ট্রিকবিডির সাথে থাকলে নিত্যনতুন ট্রিক ও টিপস সম্পর্কে জানা যায়। প্রতিবারের মতো আপনাদের মাঝে আবারো আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম। টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন আজিকে কোন বিষয় নিয়ে আর্টিক্যাল লিখতে যাচ্ছি।
আজকে যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি সে বিষয় গুলো হলো,আখের রস এর উপকারিতা ও গুনাগুন। আমরা অনেকে জানি না এই আখের রসে ও অনেক গুন রয়েছে। আখের রসকে বলা হয় প্রাকৃতিক এনার্জি ডিংক। আখের রস আমাদের দেহের শুধু ক্লান্তি ই দূর করে না।এটি আমাদের শরীর এর জন্য ও অনেক উপকারী।এতে অনেক গুন রয়েছে। আমরা অনেকে মনে করি এটি অনেক ক্ষতিকর। আসলে পরিমান মতো আখের রস খাওয়া অনেক উপকারী। তবে বেশি পরিমান খাওয়া ঠিক না।
তবে যাদের ডায়াবেটিস এর সমস্যায় ভুগছেন, তারা চিকিৎসক দের সাথে পরামর্শ করে আখের রস খাবেন। তবে আমাদের সবার উচিৎ পরিমান মতো আখের রস খাওয়া। আমরা জানি যে সব জিনিস ই পরিমান এর থেকে বেশি ক্ষতিকর। তাই আখের রস ও আমাদের নির্দিস্ট পরিমান মতো খাওয়া উচিৎ।
কথা না বাড়িয়ে শুরু করা যাক, আখের রস খাওয়ার উপকারিতা ও গুনঃ

১) আখের রস পরিমান মতো খেলে ডায়াবেটিস এর জন্য অনেক উপকারী। এতে জি-আই এর পরিমাণ অনেক কম থাকে।যার কারনে যারা ডায়াবেটিস এ আক্রান্ত তারা এই আখের রস খেতে পারেন৷ তবে একটা সাবধানতা অবলম্বন করে খেতে হবে,ডাক্তার এর সাথে পরামর্শ করে খাবেন যারা ডায়াবেটিস এ আক্রান্ত।

২) কোষ্ঠ কাঠিন্য দূর করে এই আখের রস। কারন এতে রয়েছে,পটাশিয়াম ও ফাইবার ও অনেক পরিমান আছে এই আখের রসে।যার কারনে আখের রস কোষ্ঠ কাঠিন্য দূর করে ও হজম শক্তি বাড়িয়ে তোলে।

৩)আখের রস আমাদের ত্বকের জন্য খুব ই উপকারী। আখের রসে আছে আলফা হাআইড্রক্সি, যেটা আমাদের ত্বকের সমস্যা ব্রন ও অন্যান্য বয়সের ছাপ দূর করে।

৪) আখের রস ওজন কমাতে সাহায্য করে। আখের রস কিন্তু মিস্টি, কিন্তু তবুও আমাদের ওজন কমাতে সাহায্য করে।কারন এই আখের রসে প্রচুর পরিমান ফাইবার থাকে,যা আমাদের ওজন কমাতে সাহায্য করে।এছাড়া ও আখের রস কোলেস্টেরল এর মাত্রা কমিয়ে দেয়।

৫) আখের রস হার্ট ভাল রাখতে প্রচুর ভুমিকা পালন করে। আখের রস হার্ট অ্যাটাক রুখতে ও কার্যকারী।তাই যাদের এ ধরনের সমস্যা আছে তারা আখের রস খেতে পারেন।

৬) গরমকালে সাধারণত ডিহাইড্রেশন সমস্যা অনেকের দেখা দিয়ে থাকে। আখের রস ডিহাইড্রেশন সমস্যা দূর করতে প্রচুর ভুমিকা পালন করে।

৭) একাধিক গবেষণায় দেখা গেছে আখের রস যারা নিয়মিত ও পরিমাণ মতো খেয়ে থাকে তাদের কাছে একাধিক রোগ ঘেষতে পারে না।আখের রসে রয়েছে ম্যাগনেসিয়াম,ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক,পটাশিয়াম, এছাড়া ও আরো অনেক উপাদান। যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী।

আখের রস আমাদের সবার উচিৎ পরিমান মতো খাওয়া। কারন পরিমানমতো আখের রস খাওয়া অনেক ভাল। কিন্তু পরিমান ছাড়া আখের রস খেলে উপকার থেকে অপকার ই বেশি হতে পারে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post আখের রস কেন খাবেন? আখের রস খাওয়ার উপকারী ও গুনগুলো জেনে নিন। appeared first on Trickbd.com.

প্রশ্নোত্তর ওয়েবসাইট যারা তৈরী করার জন্য আমার দেখা সেরা ওয়ার্ডপ্রেস থিম | Ask Me Premium WordPress theme free download

Posted:

Ask Me – Responsive Questions & Answers WordPress


Ask Me – Responsive Questions & Answers WordPress is the WordPress theme questions and answers, it has more features. Ask Me has a user profile, question pages and answers pages. Give your website an amazing style with our unique user layout, we've created user layout, profile page, amazing point and badge page and user widgets.

This demo is reset every day, any offensive content is removed. You can use it to test the Ask Me theme's features and content, such as ask questions, answer and all other things in the theme. Ask Me is super easy to install and set up and has extensive documentation, page layouts and examples ready to use, and much more.

Theme features:

Fully Responsive design
Retina ready
Awesome contral panel
RTL Fully Support
Light and dark
Unlimited Sidebars
Unlimited Colors
3 Headers style Light and dark
HTML5/CSS3

Advanced Post/page options – custom background color/image, custom colors, custom layout ( right sidebar, left sidebar, full-width), hide/show elements, page comments, and more ?

Post Formats: Standard, Image, Gallery, Video
Multiple Blog Layout medium image, Big image
Shop demo
Advertising System
404 page
Page templates with customization options ( 46 page template )
Activity Log
Add Post
Follow Answer
Add Question
Asked Question
Badges & Points
Blog 1
Blog 2
Questions Categories
Follow Comment
Contact Us
Edit Comment & Answer
Edit Post
Edit Profile
Edit Question
Followers
Home page
Authors I Follow
Login
Login 2
Most Responses / Answers
Most Visit
Most Vote
No Answers
Notifications
Follow Post
Follow Question
Questions Bump
Recent Question
Comments or Answers
Shop
User Answer
User Best Answer
User Comments
User Favorite Questions
User Followed Questions
User Paid Questions
User Points page
User Polls page
User Posts
User Questions
Users page
Messages
Tags
Search
FAQs
custom Widgets with customization options ( 21 Widgets )
Ask question button widget
Comments widget
Contact widget
Counter widget
Flickr widget
Highest points widget
Login widget
Profile links widget
Questions categories widget
Questions widget
Stats widget
Subscribe widget
Signup widget
Tabs widget
Twitter widget
Video widget
Adv 120×600 widget
Adv 234×60 widget
Adv 250×250 widget
Adv 120×240 widget
Adv 125×125 widget
and more 

আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন একটা প্রশ্নোত্তর ব্লগ তৈরী করার, এবং এর মাধ্যেমে দেশ ও দশের উপকার করার।
কিন্তু স্বপ্নটা পুরন করার জন্য একজন ভালো ডেভলপার প্রয়োজন সাথে টাকার প্রয়োজন।
কিন্তু কমপক্ষে ৫-৭ হাজার টাকা জোগাড় করতে পারে ও না আর স্বপ্নটাও পুরন করা হয়না।

আপনার যদি একটি প্রশ্নোত্তর সাইট তৈরী করার ইচ্ছে থাকে তাহলে আপনি এই আস্ক মি থিমটি ব্যবহার করে সুন্দর একটি প্রশ্নোত্তর সাইট কিন্তু তৈরী করতে পারেন এক্কেবারে বিনামূল্যে কোনো টাকা পয়সা ছাড়াই।

প্রথমে আপনি ফ্রি হোস্টিং ও ডোমেইন দিয়ে, একটি সাইট বানিয়ে নিজের স্কিল ডেভলোপ করে একটি সুন্দর ডোমেইন নাম রেজিস্ট্রেশন করে, একটা হোস্টিং প্যাকেজ নিয়ে স্বপ্নের সাইটটি তৈরী করে ফেলতে পারেন।
এতে আপনার মোট খরচ হতে পারে ১০০০ টাকা বড়জোর।
কি ১ হাজার টাকা আছে তো পকেটে?
আর যদি না থাকে তাহলে আপনি আমার সাথে কন্টাক্ট করুন, আমি আপনার স্বপ্নটি পুরনে সাহায্য করবো।

আস্ক মি থিমটিতে ২৭ টি রেডি ডেমো রয়েছে, যেটা আমাকে সবথেকে বেশী আকর্ষীত করেছে।
প্রতিটি রেডি ডেমো গুলো এতোসুন্দর ডিজাইনের যা বোঝানো যাবেনা।
আপনি আপনার সাইটে থিমটি ইনস্টল করার পরে নিজের ইচ্ছেমতো একটি রেডি ডেমো এপ্লাই করলেই ডিজাইনটি যুক্ত হয়ে যাবে আপনার সাইটে।

যদি না পারেন তাহলে জানাইয়েন।
ভিডিও তৈরি করে দেখিয়ে দিবো।

থিমটির কিছু স্কিনসট দেখুনঃ






Theme name: Ask Me – Responsive Questions & Answers WordPress
theme version: 6.4.4
 Demo: ask me theme demo
Size: 4.29 MB 
Download Type: Original Zip File, No Nulled Version, No License Key, No Activation Key, No Registration Key, No Purchase Code, No Crack
Download: 
Ask Me Pro WordPress Theme


The post প্রশ্নোত্তর ওয়েবসাইট যারা তৈরী করার জন্য আমার দেখা সেরা ওয়ার্ডপ্রেস থিম | Ask Me Premium WordPress theme free download appeared first on Trickbd.com.

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(2nd Week) 2021 [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি Class 8 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subjects Of Class 8


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

বাংলাদেশ অ্যাসাইনমেন্ট এর সমধান
.
download
.

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।

The post অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে —(2nd Week) 2021 [Java User Must See] appeared first on Trickbd.com.

যেভাবে Google Drive To Drive File Transfer করবেন কয়েক সেকন্ডেই

Posted:

Howdy Everyone,
গতদিন একটা Trick Share করছিলাম, কীভাবে Google Drive 100GB পাবেন ফ্রিতেই(read More)। এখন অনেকেই আপনাদের Old Drive থেকে Fileগুলো Back Up হিসেবে ঐ 100gb drive এ রাখতে চাচ্ছেন। তাই আজকে দেখাব কীভাবে 1second এ 15gbর মত বড় ফাইল Google Old Drive থেকে New Google drive এ Transfer করবেন।

 

 

👉 Remember:-
আপনি fileগুলো New google drive এ Transfer করার পর, Old Drive এ Fileগুলো Delete করে দিলেও New drive এ File থেকে যাবে….কীভাবে??? Instruction Follow করুন

🍁 Instruction 🍁

1.প্রথমে আপনি Old Drive এ প্রবেশ করুন(Log in করুন)2. আমি এই Software Fileটি নতুন Drive এ Transfer করে দেখাব

 

3. যে Drive এ File Transfer করবেন সেটা New Tab Open করে রাখুন

 

4. এবার পুরাতন 1 no. এর Drive এ গিয়ে Software folder এর File সবগুলো Select করে Share Button এ Click করুন

 

 

5. এখন Box এ Mail addressদিন ( 3 no Stage এর Drive mail) এবং ডানপাশে Editor Select করে Send এ Click করুন

 

 

6. এবার New driveটাতে গিয়ে Reload করুন

 

 

7. “Share With Me” Option এ Check করে দেখুন File চলে এসেছে (within 1 second only)

 

 

8. এখন Fileগুলো Select করে মাউসে Right Click করে “Make A Copy” তে Click করলেই Fileগুলো আপনার My Drive এ থেকে যাবে, যদি আপনি পুরাতন Drive থেকে File Delete করে দেন তবুও থেকে যাবে।

 

 

🎦 Tutorial:-

 

 

 

Bye⚡
Contact Me On-
Telegram [Discussion Group] [Telekit]

The post যেভাবে Google Drive To Drive File Transfer করবেন কয়েক সেকন্ডেই appeared first on Trickbd.com.

দেখে নিন কিভাবে কোন প্রকার ঝামেলা ছাড়া বা কোন অ্যাপ ছাড়া মোবাইলের ডিফল্ট ভিপিএন ইউস করবেন।

Posted:

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজকের পোস্টের বিষয় হলো কোন প্রকার ঝামেলা ছাড়া বা কোন অ্যাপ ছাড়া মোবাইলের ডিফল্ট ভিপিএন ইউস করুন।

আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোন প্রকার ঝামেলা ছাড়া বা কোন অ্যাপ ছাড়া মোবাইলের ডিফল্ট ভিপিএন ইউস করবেন। আপনারা সবাই অবগত যে বর্তমানে বাংলাদেশ থেকে ফেসবুক & মেসেঞ্জার ব্লক করা হয়েছে। যার জন্য সবার ফেসবুক & মেসেঞ্জার অ্যাপে এ ডুকতে গেলে Error/ Block সো করে বা কাজ করে না। সো আজকে এটির সমাধান ই আপনারদের আমি দেখবো কোন প্রকার অ্যাপ ছাড়া ফোনের ডিফল্ট ভিপিএন কিভাবে ইউস করবেন।

তো চলুন শুরু করা যাক…

১. প্রথমে আপনার নিচের লিংক থেকে ওয়েবসাইটে প্রবেশ করুন।
vpnbook

২. ওয়েবসাইট ওপেন হলে নিচের দিকে স্ক্রোল ডাউন করুন।

৪. তারপর PPTP অপশনে ক্লিক করুন।

৫. তারপর আপনার ইচ্চামতো যেকোন একটি সার্ভার চয়েস করুন।

৬. তারপর আপনার ফোনের সেটিংস তে যান।

৭. তারপর Connection & Sharing তে ক্লিক করুন।

৮. তারপর VPN অপশন এ ক্লিক করুন।

৯. তারপর Add VPN আইকনে ক্লিক করুন।

১০. তারপর Name আপনার ইচ্চামতো দিতে পারেন।

১১. তারপর সার্ভার এড্রেসটি us1.vpnbook.com পেস্ট করুন।

১২. তারপর ইউজার vpnbook & পাসওয়ার্ড হিসেবে 23DHa92 ইউস করুন।

১৪. তারপর VPN অপশনটি অন করে দিন।

১৫. তারপর Connecting.. দেখাবে অপেক্ষা করুন।

১৬. ব্যাস কানেক্ট হয়ে গেলো ফোনের ডিফল্ট ভিপিএন 😍

১৭. এবার ইচ্চামতো ফেসবুক এবং মেসেঞ্জার চালাতে থাকুন।

আশা করি সবার খুব ভালো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ 😍😍😍
আল্লাহ হাফেজ ❤

যারা ট্রিকবিডি থেকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাবেন দয়া করে ইনবক্সে Trickbd লিখে মেসেজ দিয়ে রিকুয়েষ্ট পাঠাবেন ধন্যবাদ 🖤

ফেসবুক লিংকঃ https://www.facebook.com/Copykorebalkorbi

The post দেখে নিন কিভাবে কোন প্রকার ঝামেলা ছাড়া বা কোন অ্যাপ ছাড়া মোবাইলের ডিফল্ট ভিপিএন ইউস করবেন। appeared first on Trickbd.com.

কম্পিউটারের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় pdf download

Posted:

কম্পিউটার সমস্যার সমাধান pdf
/ Problems Solution of Computer Bangla pdf

যা যা শিখতে পারবেন কম্পিউটার সমস্যার সমাধান pdfবইটি পড়েঃ

(১) কম্পিউটারের সাধারন কিছু সমস্যা ও তার সমাধান।
যেমনঃ
সমস্যা ১। computer বা ল্যাপটপ বার বার রিস্টার্ট হচ্ছে।

সমস্যা ২। কম্পিউটার স্লো হয়ে গেলে এখন করনীয় কি? কিভাবে ফাস্ট করবেন?

সমস্যা ৩। পিসি বা ল্যপটপ বারবার হ্যাং করতেছে, যদি এ সমস্যায় পড়েন তাহলে এই বই টি পড়ে এর সমাধান পারবেন আশাকরি।

সমস্যা ৪। কম্পিউটারের বা ল্যাপটপের উইন্ডোজ অপারেটিং জনিত কোনো সমস্যা ।

সমস্যা ৫। ডুয়েল বুটে ডিফল্ট অপারেটিং সিস্টেম নির্বাচন।

সমস্যা ৬। কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস প্রবেশ করলে তার সমাধান।

আমি ডিটেইলসে এভাবে বললে বড় হয়ে পোস্ট টি।
আমি শুধু অধ্যায় গুলোর নাম বলে দিচ্ছি তাহলেই এ বইটিতে কি কি আছে তার একটা ধারনা করতে পারবেন।

(২) কম্পিউটারের ডিসপ্লে বা মনিটর বিষয়ক কোনো সমস্যা সমাধান ।

(৩) হার্ডডিস্ক বা সিডি ড্রাইভ জনিত বিভিন্ন সমস্যা ও তার সমাধান।

(৪) কম্পিউটারের বিভিন্ন যন্ত্রংশ, মোবাইল, ক্যামেরার ট্রাবলশুটিং ।

(৫) কম্পিউটারের সাউন্ড বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান।

(৬) পাওয়ার সাপ্লাই বিষয়ক সমস্যার সমাধান।

(৭) ইন্টারনেট বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পাবেন।

(৮) ল্যাপটপ বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান।

কম্পিউটার সমস্যার সমাধান pdf বইটিতে ১১২ টি সমস্যার সমাধান পুরো বিস্তারিতভাবে দিয়েছেন।
এছাড়াও সংক্ষিপ্তভাবে প্রায় ৫০০ সমস্যার সমাধান রয়েছে বইটিতে।

কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীদের এ বইটি পড়া উচিৎ, আমি মনে করি।
কম্পিউটারের সমস্যার সমাধানের এটিই সব থেকে ভালো বই মনে হচ্ছে আমার কাছে।


বইয়ের নামঃ কম্পিউটারের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় ।
বইয়ের লেখকঃ তানভীর আহমেদ।
পৃষ্ঠা সংখ্যাঃ ৮০ টি।
বইয়ের ধরনঃ কম্পিউটার বেসিক।
পিডিএফ সাইজঃ ১৫ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ কম্পিউটারের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় pdf

ধন্যবাদ।

The post কম্পিউটারের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় pdf download appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments