বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখার সব থেকে সহজ উপায়, মোবাইল ও PC তে। |
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখার সব থেকে সহজ উপায়, মোবাইল ও PC তে।
- ব্রন হলে যে কাজগুলো কখনো করবেন না,জেনে নিন।
- ডাউনলোড করে নিন এই বছরের সবচেয়ে হাইপ তোলা মুভি Zack Snyder’s Justice League | সাথে স্পয়লার বিহীন রিভিউ।
- High Quality Photo Edit করুন অনলাইনেই (Enhancing/Glitching/Morphing Tools)
- Amazon Prime 6 মাসের জন্য ফ্রি (Edu mail Required) Last Part
- Amazon Prime 6 মাসের জন্য ফ্রি (Edu mail Required)
- ডাউনলোড করে নিন Adobe Lightroom Premium Mod Latest Version.
- 6.8 ইঞ্চি ডিসপ্লে, 4GB RAM ও 5000 এমএএইচ শক্তিশালী ব্যাটারি এর অসাধারণ ফোন Tecno Spark 6
- গুগলের যত ফেইল প্রোজেক্ট । পর্ব ১
- JNEWS ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমটি ফ্রিতে ডাউনলোড করে নিন। 59$ ডলারের থিম
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখার সব থেকে সহজ উপায়, মোবাইল ও PC তে। Posted: আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের এর One Day ও T20i সময় সূচিঃ New Zealand vs Bangladesh ODI Schedule1st ODI – NZ vs BAN 1st ODI, Mar 20, Sat 2nd ODI – NZ vs BAN 2nd ODI, Mar 23, Tue 3rd ODI – NZ vs BAN 3rd ODI, Mar 26, Fri New Zealand vs Bangladesh T20 Schedule1st T20 – NZ vs BAN 1st T20, Mar 28, Sun 2nd T20 – NZ vs BAN 2nd T20, Mar 30, Tue 3rd T20 – NZ vs BAN 3rd T20, Apr 01, Thu New Zealand Squads Tom Latham (C), Martin Guptill, Ross Taylor, Trent Boult, James Neesham, Mitchell Santner, Devon Conway, Matt Henry, Kyle Jamieson, Daryl Mitchell, Henry Nicholls, Tim Southee, Will Young Bangladesh Squads Tamim Iqbal (C), Mosaddek Hossain, Najmul Hossain Shanto, Mushfiqur Rahim, Mohammad Mithun, Liton Kumar Das, Mahmudullah, Afif Hossain, Soumya Sarkar, Naim Sheikh, Taskin Ahmed, Al Amin Hossain, Shoriful Islam, Hasan Mahmud, Saifuddin, Mustafizur Rahman, Mehidy Hasan Miraz, Mahedi Hasan, Rubel Hossain, Nasum Ahmed. The post বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখার সব থেকে সহজ উপায়, মোবাইল ও PC তে। appeared first on Trickbd.com. | ||||||||||
ব্রন হলে যে কাজগুলো কখনো করবেন না,জেনে নিন। Posted: আশা করি সবাই ভাল আছেন, প্রতিবারের মতো আবারো আরেকটা আর্টিক্যাল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। টাইটেল দেখে সবাই হয়তো বুঝে গেছেন,আজকে কোন আর্টিক্যাল টা নিয়ে লিখতে বসেছি। আজকের আর্টিক্যাল এর বিষয় ব্রন হলে কোন কাজ গুলো করা উচিৎ না। ববয়ঃসন্ধি কালে ব্রন ওঠাই স্বাভাবিক। ছেলে -মেয়ে সকলের ব্রন ওঠাই স্বাভাবিক। কিন্তু যখন আমাদের ব্রন ওঠে তখন আমরা বিভিন্ন চিন্তাভাবনায় পড়ে যাই।এবং বিভিন্ন কিছু ব্যাবহার করি ব্রন দূর করার জন্য। কিন্তু আসলে এসব করা উচিৎ না। কারন এতে আরো বেশি সমস্যা হতে পারে। এবং ব্রন আরো বেড়ে যেতে পারে।তাই আমাদের সাবধান ও সতর্ক হতে হবে। ১] ব্রন হলে কখনো সেই স্থানে চুলকাবেন না। কারন সেখানে চুলকালে ব্রন আরো বেড়ে যাবে।এবং আরো অনেক সমস্যা দেখা দিবে। এবং ব্রন হলে কখনো টিপ দিয়ে হুল বের করার চেস্টা করবেন না।এতে মুখ এর অনেক বড় সমস্যা হতে পারে এবং কালো দাগ ও হতে পারে। ব্রন হলে এদিকে সব সময় খেয়াল রাখতে হবে। ২] খুশকি থেকে ও অনেক সময় ব্রন দেখা দিতে পারে। তাই খুশকি হলে এই খুশকি দূর করার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে হবে। কখনো খুশকি নিয়ে বসে থাকা উচিৎ না। দরকার হলে ডাক্তার এর কাছে যেতে হবে। এবং ডাক্তার এর পরামর্শ নিতে হবে। ৩] ব্রন হলে মেয়েদের ক্ষেত্রে মেকাপ করা থেকে বিরত থাকুন।কারন এই মেকাপ করলে ব্রন আরো বেড়ে যেতে পারে ও দীর্ঘস্থায়ী হতে পারে।তাই খেয়াল রাখতে হবে, যে মেয়েদের ব্রন সে মেয়েদের কখনো মেকাপ করা উচিৎ না। ৪] যাদের ব্রন তাদের মুখ বার বার পানি দিয়ে ধোয়া উচিৎ না।কারন বার বার মুখ ধুলে ব্রন এর প্রকোপ বেড়ে যায়। তাই আমাদের মধ্য যাদের ব্রন এর সমস্যা আছে,তারা দিনে অন্তত একবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া উচিৎ, বার বার মুখ ধোয়া থেকে বিরত থাকতে হবে। ৫] ব্রনের স্থানে কসমেটিক থেকে পাওয়া যায়,এরকম ক্রিম ব্যাবহার করা থেকে বিরত থাকুন। কারন এসব ক্রিম ব্যাবহার করলে ব্রন আরো বেড়ে যায়। তাই খেয়াল রাখতে হবে এসব কসমেটিক ক্রিম না ব্যাবহার করাই ভাল। প্রয়োজন হলে ঘরের পেস্ট লাগাতে পারেন। ৬] ব্রন হলে কখনো টেনশন করবেন না,কারন অতিরিক্ত টেনশন করলে ব্রন এর মাত্রা আরো বেড়ে যায়। তাই আমাদের মধ্য যাদের ব্রন, তাদের কখনো ব্রন নিয়ে টেনশন করা উচিৎ না। প্রয়োজনে ভাল ডাক্তার এর থেকে পরামর্শ নিতে পারেন। আশা করি আজকের পোস্ট থেকে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। যাদের ব্রন সমস্যা আছে, তারা আজকের পোস্ট টা ফলো করলে আপনাদের অনেক উপকার হবে। এবং উক্ত নিয়মগুলো সবাই মেনে চলার চেস্টা করুন। সুত্রঃ সংবাদ প্রতিদিন। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post ব্রন হলে যে কাজগুলো কখনো করবেন না,জেনে নিন। appeared first on Trickbd.com. | ||||||||||
Posted: Movie: Zack Snyder’s Justice League NO SPOILERঠিক কোথা থেকে শুরু করবো বুঝে উঠতে পারছিনা। জেক স্নাইডার শুধু একটা নামই নয়, পুরা একটা ব্র্যান্ড। ওহ মাই ম্যান। দীর্ঘ ৪ঘন্টা ধৈর্য্য নিয়ে বসে থেকে দশর্ক যখন উঠবে জাস্ট একটা কথাই মাথায় এবং মুখে আসবে সেটা হচ্ছে -“ওওওওয়াও” ব্যাটম্যান, ওয়ান্ডার-ওম্যান, আকুয়্যাম্যান, সাইবার্গ, ফ্ল্যাশ, ব্লাক স্যুটে সুপারম্যান, গ্রীন ল্যার্ন্টন কপর্স ইলান গুড়, ম্যানহান্টর, ডেথস্ট্রোক, জুকার, স্টিফেন উল্ফ, ডার্কসিড সবাইকে একসাথে ফুটিয়ে তুলতে গেলে ৪ঘন্টা বেশীকিছু না ম্যান।ফার্স্টলি- দ্যা অ্যাকশন ওয়াজ ফেনোমেনাল ডান এন্ড ওয়েল সিনেমাটোগ্রাফ, কোন কিছুর ঘাটতি ছিলোনা। স্নাইডার যেন নিজের সন্তানের মতো মায়া দিয়ে প্রতিটা সিন গড়ে তুলেছেন। থার্ডলি স্কোর- চার ঘন্টার দৈর্ঘ্যের এই মুভির মিউজিক কম্পোজিং এর মতো এর বড় অসাধ্য সাধন করেছেন যিনি তিনি হলেন “টম হলকেনবর্গ” নামটা কারো অচেনা নয় ইতোঃপূর্বে যিনি 300- Rise of an Empire, BvS, Mad Max- Fury Road এর মতো সিনেমার কম্পোজ করেছেন, আসছে Godzilla vs Kong এর দায়িত্বও তার হাতে রয়েছে। সর্বোচ্চ ভলিউম বাড়িয়ে উনার তৈরি স্কোরের সাথে ভিজুয়াল ইফেক্ট গুলো এককেটা যেন জীবন্ত। এতোকিছুর ভীড়ে সবচেয়ে ইমপটেন্ট একটা টপিক বাদ পরে গেলো সেটা হচ্ছে- মুভির স্টোরি টেলিং। প্রত্যেকটা চরিত্রের এতো সুন্দর ব্যাকস্টোরি তুলে আনা হয়েছে যার ফলে সিনেমার দৈর্ঘ্যে এত্তো বড় হওয়ায়ও বোরিং ফিল করার চান্সই নাই। Download LinkClick Here To Downloadআপনার যদি কোন প্রকার মুভি রিকুয়েস্ট থাকে তাহলে আপনি আমাদের FilmyBRO ফেসবুক গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে রিকুয়েস্ট করতে পারেন। আর নিত্যনতুন মুভি সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ লিংকঃ Facebook Group Join Link The post ডাউনলোড করে নিন এই বছরের সবচেয়ে হাইপ তোলা মুভি Zack Snyder's Justice League | সাথে স্পয়লার বিহীন রিভিউ। 🔥🔥🔥 appeared first on Trickbd.com. | ||||||||||
High Quality Photo Edit করুন অনলাইনেই (Enhancing/Glitching/Morphing Tools) Posted: এখন বর্তমানে Photo Editing এর সকল Featuresই Online এ Web application এ পাওয়া যায়। আজকে যে সাইট সম্পর্কে বলব সেটা হল
Site Link:- https://photomosh.com/
যেভাবে Edit করবেন--আপনি চাইলে ছবি import করতে পারেন অথবা Webcam Use করতে পারেন এই Site সম্পর্কে আরো Details জানতে Visit Here আর এই সাইটের কিছু Requirements রয়েছে-Chrome Browser হতে হবে
2টা Service রয়েছে, একটা Free আরেকটা Pro PlanPro Plan Subscription Link:– PhotoMosh-Pro Free Plan:– PhotoMosh
আশাকরি Online এই Glitch Effect সহ আরও অন্যন্য Pro level এর Editing করতে পারবেন Easily
-:Mail:- The post High Quality Photo Edit করুন অনলাইনেই (Enhancing/Glitching/Morphing Tools) appeared first on Trickbd.com. | ||||||||||
Amazon Prime 6 মাসের জন্য ফ্রি (Edu mail Required) Last Part Posted: Howdy Again,
Apply Process 11. Payment Method এ Add এ Credit card এ Click করুন
12. Namso Gen থেকে CC Generate করে Credit Card Add করুন BIN-522158002xxxxxxx
13. এখন Address Information Add করুন ( যেকোন Usa Address) ছবিতে দেয়া Info. Use করতে পারবেন Address Line 1
14. Continue Press করুন
15. start Your 6 Month Trail এ Click করুন
16. এরকম আসলে ভয় পাবেন না, নিচে Scroll Down করুন
17. আপনার Edu Mail ও Graduation Year(2024) দিয়ে Start 6 Month trial এ Click করুন
18. আপনার Edu Mail Box এ Verify mail যাবে
19. Verification Link এ গিয়ে Account Verify করে নিন
20.Enjoy Your amazon Prime 6 Months
21. Amazone prime Videoতে শুধুমাত্র Free To Me Option এরগুলো উপভোগ করতে পারবেন
Tutorial
Bye The post Amazon Prime 6 মাসের জন্য ফ্রি (Edu mail Required) Last Part appeared first on Trickbd.com. | ||||||||||
Amazon Prime 6 মাসের জন্য ফ্রি (Edu mail Required) Posted: Howdy Everyone, Amazon Prime সাধারনত 1 Month Trial দিয়ে থাকে কিন্তু Edu mail দিয়ে Apply করলে আপনি 6 মাসের জন্য Free trial পাবেন।
যেসকল Service পাবেন ৬ মাসের এই Pack এ :-
Apply Process 1.প্রথমে যেকোন Paid VPN এ USA Server Connect করে নিন
2. এবার Edu Mail দিয়ে Outlook.com এ Sign In করে নিন For Security, I Speed Up This Process On Tutorial
3. তারপর এই Link এ প্রবেশ করে Try Prime Student এ Click করুন
4. “Create an Account” এ Click করুন
5. Name, Email (Edu Mail), Password দিয়ে Account Create করে নিন
6. Fill Up captcha
7. এবার আপনার Edu Mail Box এ Verification Code যাবে
8. Add Mobile Number Section এ আপনি আপনার Bangladeshi Number দিতে পারবেন No Problem! (VOIP/Unknown Number না Use করাই ভালো কারণ 2nd Time Log in এ Verification Code খুজবে)
9. Number Verification এরপর এইরকম interface আসবে
10. Scroll Down করে University Infoগুলো দিন (First Name-Last Name ইচ্ছামত) Graduation Year 2024 Must
পরবর্তী 11টি ধাপ With Tutorial………
Bye The post Amazon Prime 6 মাসের জন্য ফ্রি (Edu mail Required) appeared first on Trickbd.com. | ||||||||||
ডাউনলোড করে নিন Adobe Lightroom Premium Mod Latest Version. Posted: কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন
তাহলে Apps এর মোড Features দেখা যাক✪ Pro Camera mod is unlocked. Adobe Lightroom Download Form Telegram চলুন কিছু Screenshot দেখে নেই : যেকোনো Premium App, Account And Course লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন The post ডাউনলোড করে নিন Adobe Lightroom Premium Mod Latest Version. appeared first on Trickbd.com. | ||||||||||
6.8 ইঞ্চি ডিসপ্লে, 4GB RAM ও 5000 এমএএইচ শক্তিশালী ব্যাটারি এর অসাধারণ ফোন Tecno Spark 6 Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । Tecno Spark 6মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি। Tecno Spark 6 ফোনটিতে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পিছনে তিনটি ক্যামেরা এগুলো রেজুলেশন হচ্ছে Quad 16+2+2 Megapixel +QVGA সামনে একটি ক্যামেরা রয়েছে সেটার রেজুলেশন হচ্ছে 8 Megapixel। Tecno Spark 6 ফোনটিতে ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার ৫০০০ এমএএইচ । চলুন দেখে আসা যাক এই মোবাইলটির সম্পন্ন স্পেসিফিকেশন। ফোনের নামঃ Tecno Spark 6 প্রথম রিলিজঃSeptember- 25-2020 ফোনের কালারঃOcean Blue, Comet Black, Dynamic Orabge, Misty Violet ডিসপ্লেঃ Tecno Spark 6 এর ডিসপ্লের সাইজ 6.8 ইঞ্চি। রেজুলেশন রয়েছে HD+ 720 x 1640 pixels (263 ppi) এবং IPS LCD Touchscreen রয়েছে। পিছনের ক্যামেরাঃ Tecno Spark 6 ফোনের পিছনের ক্যামেরার মধ্যে রয়েছে Quad 16+2+2 Megapixel +QVGA ক্যামেরার মধ্যে যে ফিউচার গুলো রয়েছে PDAF, quad-LED flash, f/1.8, macro, depth, HDR & more এবং ভিডিও রেকর্ডিং Quad HD (1440p) হবে। সামনের ক্যামেরাঃ Tecno Spark 6 সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 8 Megapixel ক্যামেরা মধ্যে যে ফিউচার গুলো রয়েছে F/2.0, dual-LED flash, HDR ভিডিও রেকর্ডিং রয়েছে Full HD (1080p) ব্যাটারিঃ Tecno Spark 6 এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (non-removable) 18W Fast Charging support (10W charger in the box) Performance: Tecno Spark 6 এর Operating System রয়েছে Android 10 (HiOS 7.0) চিপসেট রয়েছে Mediatek Helio G70 (12 nm) প্রসেসর রয়েছে Octa-core, up to 2.0 GHz স্টোরেজঃ Tecno Spark 6 ফোনের RAM রয়েছে 4 GB এবং ROM রয়েছে 128 GB (eMMC 5.1) সিকিউরিটিঃ Tecno Spark 6 ফোনের Face Unlock রয়েছে।পিছনে Fingerprint scanner রয়েছে। দামঃ Tecno Spark 6 মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post 6.8 ইঞ্চি ডিসপ্লে, 4GB RAM ও 5000 এমএএইচ শক্তিশালী ব্যাটারি এর অসাধারণ ফোন Tecno Spark 6 appeared first on Trickbd.com. | ||||||||||
গুগলের যত ফেইল প্রোজেক্ট । পর্ব ১ Posted: গুগলের যত ফেইল প্রোজেক্ট । পর্ব ১গুগল, নামটা শুনে নাই এমন মানুষ খুঁজে পাওয়া মনে হয় সোনার হরিণ খুঁজে পাওয়ার থেকেও কঠিন। আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই অসাধারণ শব্দটি। প্রাত্যাহিক জীবনে যখন ই আমরা কোন কিছু খুঁজি কিংবা কোন ভিডিও দেখি কিংবা যে ফোন ইউজ করি তার সবকিছুর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িয়ে আছে গুগল। গুগলের রয়েছে ইউটিউব, জিমেইল, সার্চ ইঞ্জিন সহ আরো অনেক অনেক প্রোডাক্ট বা প্রোজেক্ট। কিন্তু এত এত সফলতার ভিড়ে গুগলের ও রয়েছে বেশ কিছু ফেইল প্রোজেক্ট। যেগুলো বেশ কিছুদিন পাবলিক সার্ভিস দিলেও শেষ অবধি হারিয়ে গেছে এই বিশাল জগতে। আজকে এমন ই কিছু ফেইল প্রোজেক্ট নিয়ে কথা বলব। চলুন শুরু করা যাক
১। গুগল প্লাস গুগল প্লাস নিশ্চয় দেখেছেন কিংবা হয়ত ব্যবহার ও করেছেন। গুগল প্লাস, ফেসবুক-টুইটার এর মতোই একটি সোশ্যাল মিডিয়া ছিল। কিন্তু ২০১১ সাল থেকে ২০১৯ সাল অবধি ৮ বছরেও এর জনপ্রিয়তা ফেসবুক ইউটিউব এর ধারে কাছেও যায় নি। এছাড়া ছিল অনেক মেজর সিকিউরিটি ইস্যু। শেষ অবধি ২০১৯ সালে এসে গুগল এটির সার্ভিস অফ করে দেয়।
২। গুগল ভিডিও ২০০৫ সালের কথা, যখন ইউটিউব বেশ জনপ্রিয় এবং ভিডিও সার্ভিস এর শেয়ার এ ভাগ বসাতে সে সময় গুগল নিয়ে আসে “গুগল ভিডিও” যা ইউটিউব এর মতোই ভিডিও হোস্ট সার্ভিস। কিন্তু সেরকম সাড়া না পাওয়ায় “গুগল ভিডিও” কে বিদায় জানিয়ে ইউটিউবকে কিনে নেয় গুগল।
৩। গুগল অ্যানসার আমরা এখন যেমন গুগল এ যে কোন প্রশ্ন খুঁজি এবং বেশিরভাগ সময় নানান ধরনের উত্তর পায়। অনেক সমস্যা পোহাতে হয় সঠিক টি বেছে নিতে। ঠিক এই সমস্যা সমাধানের জন্য গুগল নিয়ে আসে “গুগল অ্যানসার” যেখানে আপনি একটা প্রশ্ন করে সেই প্রশ্নের জন্য নির্দিষ্ট ফি বরাদ্দ করবেন এবং ঐ বিষয়ক রেজিস্টার্ড কোন গবেষক আপনার উত্তর দিয়ে দিবে। কিন্তু পর্যাপ্ত ইউজার না থাকায় গুগল এই সেবাকে ২০০৬ সালেই অফ করে দেয়।
৪। নল ২০০৮ সালে উইকিপিডিয়াকে টেক্কা দেয়ার লক্ষ্যে গুগল নিয়ে আসে তাদের মুক্ত জ্ঞান চর্চার প্লাটফর্ম “নল”। যেখানে যে কেউ রেজিস্টার করে কন্টেন্ট লিখতে পারত। কিন্তু সবাই যেহেতু উইকিপিডিয়ায় অলরেডি লিখছে এবং উইকিপিডিয়াতে রয়েছে অনেক অনেক কন্টেন্ট সেখানে নল একদম নতুন হওয়ায় তেমন কোন ইউজার ছিল না। আর এভাবেই মাত্র ৪ বছরের মাথায় ২০১২ সালে শেষ হয় নল এর আয়ু
৫। জাইকু ২০০৭ সালে গুগল কিনে নেয় জাইকু কে। এটি মুলত টুইটারের মতোই একটি বিকল্প সেবা। গুগল এটার সিকিউরিটি ফোকাস করানোর জন্য এর কোডবেইজ ওপেন সোর্স করে দেয়। কিন্তু এটাও কম ইউজার এর কারণে হারিয়ে যায় এবং গুগল ২০১২ সালে এটার সেবাও অফ করে দেয়। এই তো গেল গুগলের অনেক অনেক ফেইল প্রোজেক্ট এর মধ্যে থেকে খুব খুব সামান্য কিছু অংশ। সামনের পর্বে থাকবে আরো ৫ টি প্রোডাক্ট যেগুলো গুগল এর ফ্লপ প্রোডাক্ট এর মধ্যে অন্যতম। সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন। যেকোন মতামত লিখুন কমেন্টে। ধন্যবাদথান,সুস্থ থাকুন। কমেন্টে জানান থাকুন, সুস্থ থাকুন। কমেন্টে জানান আপনার মতামতইবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্টে জানান আপনার The post গুগলের যত ফেইল প্রোজেক্ট । পর্ব ১ appeared first on Trickbd.com. | ||||||||||
JNEWS ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমটি ফ্রিতে ডাউনলোড করে নিন। 59$ ডলারের থিম Posted: আসসালামু ওয়ালাইকুম। আশা করছি আপনার সকলেই ভালো আছে। অনেক দিন পর হাজির হলাম আপনাদের সামনে। আজকেই এই পোস্টে আমি আপনাদের নিকট Jnews Theme শেয়ার করব যেটি আপনি একদম ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন। এই থিমটির মূল দাম ৫৯ ডলার। যা প্রায় অনেকটাই। ৫৯ ডলারের থিম একদম ফ্রিতে? আপনার মনে হতে পারে এটি ক্রাক বা নাল থিম। কিন্তু আসলে তা নয়। এটি GPL ভার্সন। আপনারা অনেকেই মনে করে Gpl আর Crack/Null একই জিনিস। কিন্তু আসলে তা নয়। এই নিয়ে পরবর্তীতে একটি টিউন পাবলিশ করার চেস্টা করব। এই থিমটি আমি অরিজিনাল অথরের কাছ থেকে ডাউনলোড করে নিয়েছি। তাই এখানে কোন ভাইরাস নেই। অরিজিনাল অথরের কাছ থেকে ডাউনলোড করার প্রমাণটা আপনাদেরকে আগে দিয়ে নেই!! License CertificateLICENSE CERTIFICATE: Envato Elements Item ================================================= This license certificate documents a license to use the item listed below on a non-exclusive, commercial, worldwide and revokable basis, for one Single Use for this Registered Project. Item Title: JNews - WordPress Newspaper Magazine Blog Theme Item URL: https://elements.envato.com/jnews-wordpress-newspaper-magazine-blog-theme-LSUG8QF Item ID: LSUG8QF Author Username: jegtheme Licensee: Guddu Roy Registered Project Name: TuneBN.COM License Date: February 24th, 2021 Item License Code: ZSTKGL7CJD The license you hold for this item is only valid if you complete your End Product while your subscription is active. Then the license continues for the life of the End Product (even if your subscription ends). For any queries related to this document or license please contact Envato Support via https://help.elements.envato.com/hc/en-us/requests/new Envato Elements Pty Ltd (ABN 87 613 824 258) PO Box 16122, Collins St West, VIC 8007, Australia ==== THIS IS NOT A TAX RECEIPT OR INVOICE ==== লাইসেন্স সার্টিফিকেট দেখেই বুঝতে পেরেছে এটি কোন ক্রাক বা নাল থিম নয়। তাই কোন প্রকার দ্বিধা ছাড়া আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। নোটঃ লাইসেন্স সার্টিফিকেটে যে লাইসেন্স কোড দেওয়া হয়েছে তা থিম একটিভ করার জন্য নয়। GPL ভার্সনে অটো আপডেট পাবেন না। একটিভেশন শুধু অটো আপডেট পাওয়ার জন্য। তবে, যাই হোক এবার আসি টেমপ্লেটটি ডাউনলোড করা নিয়ে। তবে বলে নিতে চাই, ডাউনলোড লিংকটা Indirect। আশা করছি আপনার কোন সমসস্যা হবে না। এই Indirect লিংক থেকে ডাউনলোড করাটাকে ডনেশন মনে করতে পারেন। আর ইন্টারনেটে যেগুলো থিম পাবেন সেগুলো বেশিরভাগই ক্রাক ও ভাইরাস যুক্ত। আর এই থিম ব্যবহার করে আপনার সাইটের যদি কোন সমস্যা হয় তবে তার রিস্ক আমি নেব। তো চলেন টেমপ্লেটটি ডাউনলোড করে নেওয়া যাক!! Download Linkএই ছিল আজকের টিউন। আশা করছি ভালো লেগেছে। JNews ছাড়াও আরো অনেক থিম আমার অরিজিনাল অথরের কাছ থেকে পার্সেস করা আছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হচ্ছে –
ইত্যাদি। এছাড়াও আরো কিছু থিম ও প্লাগিন বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করা আছে। আপনার যদি এমন থিম আরো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেস্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনিই কি একজন বেকার? চাকরি খুঁজছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য – সাপ্তাহিক চাকরির খবর এই পোস্টটিকে আমরা প্রতি সপ্তাহে আপডেট করে এবং চাকরির খবর দিয়ে থাকি। The post JNEWS ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমটি ফ্রিতে ডাউনলোড করে নিন। 59$ ডলারের থিম appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments