Search box..

(২০২১) ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এখনি দেখে নিন সবাই।

(২০২১) ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এখনি দেখে নিন সবাই।


(২০২১) ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এখনি দেখে নিন সবাই।

Posted:

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে গতবছরের মত এ বছরও মূল্যায়ন করা হবে। আগামি ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হবে।

১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

প্রতি সপ্তাহ শুরুর দুইদিন আগে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে।

শিক্ষার্থীদের অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন ইত্যাদির মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলোর শাব্দিক মূল্যায়ন করা হবে।

শিক্ষার্থীদের নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করেছে অধিদপ্তর। নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে। আবারও নতুন করে সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।

২০ মার্চ থেকে অ্যাসাইনমেন্ট প্রদান ও জমা নেয়ার কাজ শুরু হবে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোন ধরণের পরীক্ষা বা বাড়ীর কাজ শিক্ষার্থীদের দেয়া হবে না।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ২জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post (২০২১) ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এখনি দেখে নিন সবাই। appeared first on Trickbd.com.

লেবুর খোসার বিভিন্ন উপকারিতা ও গুনাগুন সম্পর্কে জানুন।

Posted:

আসসালামুআলাইকুম, ও হিন্দু ভাইদের জানাই আদাব।আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। প্রতিবারের মতো আবারো আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। টাইটেল দেখে হয়তো অনেকে বুঝে গেছেন, আজকে কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি, আপনাদের মাঝে। আজকের বিষয় হলো
লেবুর খোসার উপকারিতা ও গুনাগুন। আমরা অনেক সময় খাবারের সাথে লেবু খেয়ে থাকি। প্রচুর পুস্টিগুন ও ভিটামিন সমৃদ্ধ এই লেবু। কিন্তু আমরা অনেকে জানি না লেবুর খোসায় ও অনেক উপকারিতা রয়েছে। অবাক হওয়ার কিছু না। আজকের পোস্ট আপনি ভাল ভাবে পড়লে খুব সহজে জানতে পারবেন লেবুর খোসার উপকারিতা সম্পর্কে। আমরা লেবুর রস খাওয়ার পর, খোসা ফেলে দেই। কিন্তু আজকের পোস্ট পড়লে আপনি লেবুর খোসা নিজেই রাখবেন। আজকের পোস্টে চমৎকার ভাবে আপনি জানতে চলছেন, এই লেবুর খোসার উপকারিতা সম্পর্কে।
লেবুর গুনাগুন ও অনেক রয়েছে,লেবুর পাশাপাশি লেবুর খোসার ও অনেক গুনাগুন রয়েছে। যা আপনে আজকে জানতে পারবেন।কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেবুর খোসার উপকারিতা ও গুনাগুনঃ

১] পোকামাকড় তাড়ানো ঔষুধঃ

পোকামাকড় তাড়ানোর ঔষুধ এই লেবুর খোসা। পিপড়া বা তেলাপোকা এই লেবুর গন্ধ সহ্য করতে পারে না।আপনার বাড়ীতে যেকোন স্থানে পিপড়া বা তেলাপোকার উপদ্রব যেখানে খুব বেশি। সেখানে আপনি লেবুর খোসা রাখবেন,দেখবেন সে স্থানে পিপড়া ও তেলাপোকা থাকবেন না। এবং পিপড়া ও তেলাপোকার উপদ্রব কমে যাবে।মশার মতো পোকার হাত থেকে ত্বককে বাচাতে লেবুর খোসা ব্যাবহার করতে পারেন।

২] রুম ফ্রেশনার হিসাবেঃ

আপনি খুব সহজে প্রাকৃতিক ভাবে লেবুর খোসা দিয়ে রুম ফ্রেশনার বানাতে পারেন।এজন্য শুকনা ফুল এবং সাথে লেবুর খোসা ও তেল এক বতলে রাখুন। এবং একটি পরিস্কার বোতলে রাখুন।এবং পরে, এটি ঘরে স্পে করতে থাকুন।

৩] গৃহস্থালির কাজেঃ

ঘরের মেঝে সহ অন্যান্য জিনিস পত্র জীবানুমুক্ত রাখতে লেবুর খোসার ব্যাবহার এর বিকল্প নেই। লেবুর খোসাকে প্রথমে পানি দিয়া ভালভাবে সিদ্ধ করে নিতে হবে।এবং ভালভাবে সেকে নিন।এবং প্রয়োজন মতো ভিনেগার বা ব্রেকিং পাউডার মিশান। এছাড়া ও লেবুর খোসায় রাসায়নিক পদার্থ গুলো দাগ তোলাতে প্রচুর ভুমিকা রাখে।

৪] দুর্গন্ধ দূর করতেঃ

লেবুর খোসা দুর্গন্ধ দূর করতে অনেক ভুমিকা পালন করে। বিশেষ করে ফ্রিজের ভিতর দুর্গন্ধ হলে, লেবুর খোসা রেখে দিলে খুব সহজে ফ্রিজের ভিতরের দুর্গন্ধ দূর হয়ে যায়। লেবুর পাশা পাশি লেবুর খোসার ও অনেক গুন রয়েছে। যা আপনারা হয়তো কিছু টা জেনে গেছেন।

৫] পা ফাটার চিকিৎসায়ঃ

লেবুর খোসার গুড়ো দিয়ে পেট্রোলিয়াম জেলির মতো পেস্ট তৈরী করে নিন। এবং এটি আপনার পা এ যে স্থানে ফাটা সমস্যা আছে,সেখানে লাগিয়ে নিন। এবং কয়েকঘন্টা রেখে দিন।আপনার পা নরম ও ফাটা সমস্যা সমাধান হয়ে যাবে। পারলে ফাটা স্থানে লেবুর খোসার পেস্ট লাগিয়ে মোজা করে নিন।

৬] ফেস মাস্ক হিসাবে ব্যাবহারঃ

ত্বকের অনেক কোষ মারা যায়। যার কারনে ত্বক কালো দেখা যায়। এসব ত্বক এর কোষ জীবত করতে লেবুর ফেস মাস্ক ব্যাবহার করুন।
এক চিমটি লেবুর খোসার গুড়োর সাথে, ২ টেবিল চামচ চালের গুড়া মিশিয়ে নিন।এবং এটা ঠান্ডা দুধ দিয়ে ঘন পেস্ট তৈরী করুন। এবং ব্যাবহার করুন। ত্বকের মৃত কোষগুলোকে বাচিয়ে তুলবে।

৭] ত্বকের যত্নে লেবুর খোসার ব্যাবহারঃ

এক মুঠো লেবুর খোসার পেস্ট করে নিন। সাথে চিনি মিশিয়ে নিবেন। আপনার ত্বকের ধরন অনুযায়ী অলিভ অয়েল মিশিয়ে নিবেন। এবং আপনার ত্বকে ব্যাবহার করলে ত্বক এ জমে থাকা ময়লা পরিস্কার হবে। এবং আপনার ত্বক অনেক ভাল থাকবে।

৮] লেবুর খোসা খাওয়াঃ

লেবু থেকে ছাড়িয়ে, লেবুর খোসা শুকাতে হবে। এবং এটা ভালভাবে গুড়ো করে নিতে হবে।তার পর লেবুর খোসাগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে।এবং তার পর এই লেবুর খোসার গুড়া বিভিন্ন ভাবে খাওয়া যেতে পারে। চা বা এ ধরনের বিভিন্নভাবে মিশ্রিত করে খাওয়া যেতে পারে।

৯] ক্যান্সার প্রতিরোধ করেঃ

লেবুর মতো এই লেবুর খোসাতে ও রয়েছে সাইট্রাস বায়োফ্লোভোনয়েড। এবং লেবুর খোসা ক্ষারীয় করে তোলে আমাদের শরীরকে, যা আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে।

১০] রক্ত সরবরাহ করেঃ

লেবুর খোসা খেলে শরীর রর রক্ত সরবরাহ বাড়তে থাকে।এবং শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌছে। শরীর এর কার্যক্ষমতা বাড়তে সাহায্য করে।ফলে শরীর অনেক ভাল থাকে।

১১] হাড় মজবুত করেঃ

ভিটামিন সি ও ক্যালসিয়াম হাড় মজবুত করতে সাহায্য করে। এবং হাড় কে ভাল রাখতে সাহায্য করে। লেবুর খোসা খেলে হাড় মজবুত হয়।লেবুর খোসাতে রয়েছে বিভিন্ন উপাদান ও পুস্টিগুন।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post লেবুর খোসার বিভিন্ন উপকারিতা ও গুনাগুন সম্পর্কে জানুন। appeared first on Trickbd.com.

আপনার মোবাইল স্লো তো নিয়ে নিন সমাধান শুধু একটি অ্যাপস এর মাধ্যমে।(100% working)

Posted:

আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
তো বেশি কথা না বলে চলে যায় মূল কাজে

আজ আপনাদের শিখাবো কিভাবে আপনার মোবাইলের slow গতির সমাধান করব।

আমরা যারা স্মার্টফোন চালাই, তাদের সবার একটা সাধারন সমস্যায় কিছু দিন পর পরেই পড়তে হয়। আর সেটা হলো স্মার্টফোন কিছুটা ধীর গতি হয়ে যাওয়া। এই সমস্যা সমাধানের জন্য অনেকেই অনেক সময় ফোনটিকে রিস্টার্ট দেই, কিন্তু রিস্টার্ট দেবার কিছুক্ষন পরেই আবার সমস্যা দেখা যায়।তো এই অ্যাপসটি ডাউনলোড করলে আপনার মোবাইল আর স্লো হবে না।
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

তারপর আ্যাপ টি ওপেন করুন

ss অনুযায়ী কাজ করুন


download 2 gb এর উপর ক্লিক করে ram বাড়িয়ে নিন

আপনার কাজ শেষ।এখন আপনার মোবাইল একটু চালিয়ে দেখুন। তো এই অ্যাপটি আপনার মোবাইলের ram বাড়াবে না কিন্তু আপনার মোবাইলকে ফাস্ট রাখবে।যখন আপনার মোবাইল স্লো হয়ে যাবে তখন এখান থেকে ram টা একটু বাড়িয়ে নেবেন।
এই অ্যাপ টি আমি অনেক আগে থেকে ব্যবহার করি।আর আপনারা যারা এই অ্যাপটি download করবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।
আমরা সবসময় সবাইকে সঠিক টাই শেখাবো।
আশা করি আপনারা এই অ্যাপটির মাধ্যমে অনেক উপকৃত হবেন।

ধন্যবাদ

The post আপনার মোবাইল স্লো তো নিয়ে নিন সমাধান শুধু একটি অ্যাপস এর মাধ্যমে।(100% working) appeared first on Trickbd.com.

ডাউনলোড করুন Shutterstock, Adobestock, Scribd সহ আরো প্রিমিয়াম সাইট এর যেকোন কন্টেন্ট ফ্রী

Posted:

আজকে প্রিমিয়াম কন্টেন্ট, ছবি, ভিডিও, টুলস আরো অনেক কিছু কিভাবে ফ্রীতে ডাউনলোড করবেন সেটা নিয়ে কথা বলবো

ফ্রীতে ডাউনলোড করুন Scribd, Shutterstock, Adobestock, Storeshock সহ আরো ৩১টা প্রিমিয়াম সাইট থেকে কপিরাইট ফ্রী ইমেজ, ভিডিও, কন্টেন্ট, পিডিএফ, পিএইচডি, ভেক্টর আর্ট, থিম প্লাগিন ফ্রী তেই সব ডাউনলোড করতে পারবেন🥰

তো চলুন শুরু করি….

সাইট টি প্রায় ৩৫+ প্রিমিয়াম সাইট থেকে আপনাকে ডাউনলোড করার সুযোগ দিবে।

নিচে আমি কিছু সাইট উল্লেখ করছি

সাপোর্ট করে

SlideShare
eStockPhoto
StockUnlimited
Storeshock themes/plugins
Alamy photos
Adobestock
ScanPix.no
Facebook
Scribd
Vectorstock
GettyImages
PhotoShelter
Vectorstock
PicFair

এগুলো ছাড়াও আরো ৩৫+ সাইট সাপোর্ট করে,

ফ্রীতে ডাউনলোড করুন লিংক এ ক্লিক করলে নিচের মতো দেখতে পারবেন।

ফ্রীতে ডাউনলোড করুন ৩৫+ সাইট

আপনার যেটা প্রয়োজন সেই সাইট সিলেক্ট করে ডাউনলোড এ ক্লিক করুন, এবং লিংক দিয়ে ডাউনলোড এ ক্লিক করুন।

ফ্রীতে ডাউনলোড করুন

ব্যাস তাহলেই আপনার কাঙ্খিত কন্টেন্ট টি ডাউনলোড হওয়া শুরু হবে।

আজকের মতো এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই।

This post was first published on TrickusBD


The post ডাউনলোড করুন Shutterstock, Adobestock, Scribd সহ আরো প্রিমিয়াম সাইট এর যেকোন কন্টেন্ট ফ্রী appeared first on Trickbd.com.

Envato Market Friday Deal (0$), কিছু Selected File Download করতে পারবেন ফ্রিতেই

Posted:

Become an Author

Envato অনেক বড়সড় একটা Platform Theme, Plug In, Audio Track, Template এর জন্য

Envato Market Friday Deal

l

🔰 এর আওতাভুক্ত কিছু Service হল

  1. Envato Element
  2. Envato Market
  3. Envato Tuts+
  4. Placeit by Envato

 

 

Free Vector | Black friday deals and offers banner template

প্রত্যেক শুক্রবার Envato Market কিছু Selected File Download করার Permission দেয় Freeতেই। এতে শুধুমাত্র একটা Free Account Create করে রাখলেই যথেষ্ট।

 

🔰 যা যা থাকতে পারে Friday Plan এ

  1. fonts
  2. presentations
  3. videos

 

এই শুক্রবার যেন Paid Selected Fileগুলো Free Download করতে পারেন তাই Informationটা Share করলাম

 

 

⚡Get Friday Deals Here

-:Mail:-
dex477604@gmail.com

The post Envato Market Friday Deal (0$), কিছু Selected File Download করতে পারবেন ফ্রিতেই appeared first on Trickbd.com.

349$ সমমূল্যের Latest Monolisa Font Packটি ডাউনলোড করুন ফ্রিতেই

Posted:

Monolisa Font খুবই জনপ্রিয় একটি Font। এটি মূলত Developer, App builderরা ব্যবহার করে থাকে তাদের Textগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 

এই Monalisa Font এর ডেমো দেখে নিন:-

📺 Demo Link:- Official Site

 

 

💲আর Official Site থেকে purchaseও করে নিতে পারেন , 03টা pack এ পাওয়া যায়

  • Personal $79.00
  • Plus $119.00
  • Professional $349.00

আমি মূলত Professional Packটা Share করব।

 

👉Download Professional Pack($349)

From Yandex

 

যেভাবে Fontটি Install করবেন :-

-যেকোন Software এর Font Section এ Import করলেই হয়ে যাবে
-আর Windows এ এই Font ব্যবহারের জন্য Just Font এ Double Click করলেই তারপর Install এ Hit করুন।

 

খুবই Usefull & Software Friendly। আশাকরি Microsoft Word, Presentation বা others কাজে আপনার উপকার হবে।

 

-:Mail:-
dex477604@gmail.com

The post 349$ সমমূল্যের Latest Monolisa Font Packটি ডাউনলোড করুন ফ্রিতেই appeared first on Trickbd.com.

Netflix Premium Cookies validity ০৪ April পর্যন্ত (PC User Only)

Posted:

Howdy Everyone,
Netflix  হল Online Multimedia Platform, আজকে Premium HD Plan এর Cookies Share করব, যা 04 April পর্যন্ত উপভোগ করতে পারবেন

🍁 Instruction 🍁

1. প্রথমে netflix.com এ প্রবেশ করুন

 

2. এবার Cookies Link[Protected] এ প্রবেশ করুন

 

 

3. Cookies Code Copy করে নিন

 

 

4. Full Copy করার পর Netflix Site এ গিয়ে Cookies Editor এ Click  করুন

 

 

5. “Delete All” এ Click করে Cookies Import করে দিন

 

 

6. Site Reload করুন

 

 

7. Enjoy Netflix premium ultra HD 4 April পর্যন্ত

 

🎥 Tutorial

 

 

🚩 Grammarly, Netflix, Amazone prime Cookies অনেক ঝামেলা সম্পন্ন জিনিস। Netflix Cookiesটি আজকে সকালে telegram এ আগে Share করে দেখলাম কোন Issue হয় কিনা, কিন্তু Smoothly সবাই চালাতে পারছে।

 

 

⚫ কিন্তু আপনি যখন দেড় থেকে দুই ঘন্টা Account এ Log in থাকবেন তখন Auto Log out করে দিবে তখন browser Clear Data দিয়ে আবার Cookies Import করুন হয়ে যাবে।

 

 

⚫ Cookies Link Openly  দিছিলাম, Leccher তার কাজ ঠিকভাবে করে গেছে তাই Cookies Link Protected এখন থেকে। যদি আপনার একান্তই প্রয়োজন হয় তবে Comment  এ Telegram ID  দিন Cookies Link পৌছে যাবে 

 

Bye👊
Contact Me On-
Telegram [@sakib0152Bot] [@sakib0152]

The post Netflix Premium Cookies validity ০৪ April পর্যন্ত (PC User Only) appeared first on Trickbd.com.

৫০% বিশেষ মূল্য ছাড়ে – ঘরে বসে আয় করুন বই

Posted:

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি বই নিয়ে কথা বলবো। এটা একটা ডিজিটাল বই। অর্থাৎ পিডিএফ বই।

বর্তমান সময় আমাদের তরুন সমাজের বড় একটা অংশ ঘরে বসে আয় করতে খুবই আগ্রহী। অর্থাৎ অনলাইনে আয়। তবে আয় করতে অবশ্যই কিভাবে আয় করতে হয় সেটা শিখতে হবে। তাদের জন্য টেন মিনিট স্কুল একটি ডিজিটাল পিডিএফ বই নিয়ে আসেছে। চলুন দেখে নেই কি কি থাকছে এই বইয়ে।

বই ডেমো লিংকঃ Demo

বইটিতে থাকছে:
Market Place সম্পর্কে বিস্তারিত আলোচনা।
একদম শুরু থেকে Freelancing এর Details Idea
Graphics Design এর Basic Idea –
Inshot ব্যবহার করে ভিডিও এডিটিং এর ধারণা
Web Development এর ধারণা
Market Place ও Payment Method এর Idea
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই বই পড়ে ঘরে বসে আয় সম্পর্কে আপনার একটা ব্যসিক ধারনা হবে। তাই চাইলে আপনি টেন মিনিট স্কুল থেকে বইটি কিনে পড়তে পারেন। ডাউনলোড লিংক নিচে দেয়া হলোঃ

৫০% বিশেষ মূল্য ছাড়ে মাত্র ৭৫ টাকায় বইটি কিনতে নিচের লিংকে ক্লিক করুনঃ
Buy Now

সবাই নিয়মিত নামাজ পড়বেন আর অবশ্যই হালাল পথে উপার্জন করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা আমাদের উত্তম প্রতিদান দিবেন।

The post ৫০% বিশেষ মূল্য ছাড়ে – ঘরে বসে আয় করুন বই appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন Truecaller Premium Mod Latest Version

Posted:









কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন


আমরা অনেকেই Truecaller App ব্যবহার করি । আমরা জানি যে এই App দিয়ে যে কোনো অপরিচিত নাম্বারের Name দেখা যায় , এবং Spam Number অটো Block করা যায় । আমরা অনেকেই এই App এর Premium Mod খুঁজে থাকি কিন্তু Original এপটি পাই না এবং খুঁজে পেলেও সন্দেহ থাকে যে অ্যাপটিতে Virus বা ক্ষতিকারক কিছু আছে নাকি থাকলেও আমরা জানতে পারব না । আজ আমি আপনাদের জন্য Latest Truecaller Premiums Mod App নিয়ে এসেছি , সাথে কোন ক্ষতিকারক ভাইরাস বা ম্যালওয়্যার নেই ।

তাহলে Apps এর মোড Features দেখা যাক

✪ Gold Caller ID working


✪ Gold caller ID also works after call has been disconnected


✪ Premium Features Unlocked


✪ Ads Removed


✪ Boost Profile



Truecaller Download Form Telegram






Truecaller Direct Download

চলুন কিছু Screenshot দেখে নেই :











যেকোনো প্রিমিয়াম অ্যাপস এবং অ্যাকাউন্ট লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন



PremiumAppsAccount Free






আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।

The post ডাউনলোড করে নিন Truecaller Premium Mod Latest Version appeared first on Trickbd.com.

ভিজুয়াল স্টুডিও কোড এর জনপ্রিয় ৫ টি এক্সটেনশন

Posted:

 ভিজুয়াল স্টুডিও কোড এর জনপ্রিয় ৫ টি এক্সটেনশন

ভিজুয়াল স্টুডিও কোড, ডেভেলপার চাহিদার শীর্ষে যার অবস্থান। বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা যেমন বাড়ছে তেমনি খুব দ্রুত সময়ে জায়গা করে নিয়েছে বহু ডেভেলপার এর হৃদয়ে।

ওপেন সোর্স এবং ক্রস প্লাটফর্ম সাপোর্টেড বিল্ট ইন ডিবাগিং, সিনট্যাক্স হাইলাইট, ইন্টেলিজেন্ট কোড কমপ্লিশন, স্নিপেট, কোড রিফেক্টরিং এবং এম্বডেড গিট নিয়ে ২০১৯ সালের স্ট্যাক ওভারফ্লো সার্ভে অনুযায়ী ৫০.০৭% ডেভেলপার তাদের ডেভেলপমেন্ট এনভাইরোমেন্ট হিসেবে ভিজুয়াল স্টুডিও ব্যবহার এর কথা জানিয়েছেন।

২০১৫ সালের এপ্রিলে তৈরি হওয়া মাইক্রোসফট এর অনেক জনপ্রিয় প্রোডাক্ট এর মধ্যে ভিজুয়াল স্টুডিও কোড অন্যতম। ইলেক্ট্রন ফ্রেমওয়ার্ক এর নির্ভর করে তৈরি হওয়া এই জনপ্রিয় কোড এডিটর এ ২০১৫ এর নভেম্বর মাসে যুক্ত করা এক্সটেনশন সাপোর্ট।

Visual Studio Code | VS Code official
Visual Studio Code | VS Code official

মুলত এর পর থেকেই বাড়তে থাকে ভিজুয়াল স্টুডিও এর জনপ্রিয়তা। সমস্ত কাজকে অরগানাইজ এবং সহজ করে দিতে চলে এসেছে অসংখ্য এক্সটেনশন।

আজকের এই লেখাতে তেমনই কিছু জনপ্রিয় এবং অতি প্রয়োজনীয় এক্সটেনশন নিয়ে কথা বলব। চলুন শুরু করা যাক

 

১। লাইভ সার্ভার

লিস্টের শুরুতেই যে লাইভ সার্ভার এক্সটেনশন এর নাম থাকবে সেতো সবারই জানা। ভিএসকোড ইন্সটল শেষ হলেই প্রথমে আমি যেটা ইন্সটল করি সেটা হচ্ছে লাইভ সার্ভার

আমরা যখন কোন স্ট্যাটিক সাইট অর্থাৎ HTML, CSS, JS দিয়ে স্ট্যাটাক্লি বা অনেক সময় ডায়নামিক সাইট ডেভেলপ করি তখন কোড আপডেট করে প্রিভিউ এর জন্য প্রতিবার রিফ্রেশ দেয়া লাগে। সেটা একদিকে ফোকাস নষ্ট করে এবং সময় ও খরচ হয় অনেক।

এই যন্ত্রণা থেকেই বাঁচতে লাইভ সার্ভার এত জনপ্রিয়। ইন্সটল করে অন করে নিলেই লোকাল হোস্ট এ আপনার প্রোজেক্ট এর প্রিভিউ দেখাবে। নেই কোন রিফ্রেশ কিংবা কোড এর ফোকাস পাল্টানোর ঝামেলা।

 

এক্সটেনশনটির জন্য ক্লিক করুন এই লিংকে https://marketplace.visualstudio.com/items?itemName=ritwickdey.LiveServer

 

২। প্যাথ ইন্টেলিসেন্স

 

ওয়েব প্রোগ্রামিং এ সবথেকে বেশি যে ভুল বিগিনার থেকে এক্সপার্ট সবার হয় সেটা হচ্ছে প্যাথ ভুল হওয়া কিংবা ফাইল এক্সটেনশন ভুল হওয়া। আবার ফাইলের প্যাথ মনে রেখে সেটা টার্গেট করাও এক প্রকার ঝামেলা।

এরকম হাজারটা সমস্যার সমাধানের জন্য আছে প্যাথ ইন্টেলিসেন্স। আপনি যখন ই কোন ফাইল প্যাথ লিখতে যাবেন তখন ই এক্সটেনশন টি আপনাকে অটো কমপ্লিশন এর মতো সাহায্য করবে। আপনি লিখতে গিয়ে পুরো না লিখে কীবোর্ড দিয়ে ড্রাইভ করেও সেই প্যাথ সিলেক্ট করতে পারবেন।

 

এক্সটেনশনটির জন্য ক্লিক করুন এই লিংকে https://marketplace.visualstudio.com/items?itemName=christian-kohler.path-intellisense

 

৩। ব্রাউজার প্রিভিউ

 

আমরা সাধারণত কোন ওয়েব ফাইল প্রিভিউ করি আলাদা ব্রাউজারে। কিন্তু সেম কাজটাই করা সম্ভব ছোট্ট একটা এক্সটেনশন ব্রাউজার প্রিভিউ দিয়ে।

বিশেষ করে ডিবাগিং করার সময় এটা খুব হেল্পফুল হয়ে ওঠে। বারবার উইন্ডো চেঞ্জ না করেই আপনি লাইভ প্রিভিউ দেখতে পাবেন এবং আলাদা করে রিফ্রেশ ও দরকার হয়না। তাছাড়া অনেক সময় ছোট একটা ফাইল এর জন্য ব্রাউজার ওপেন করে কাজ করাটাও ঝামেলার তাই সহজেই আপনি ব্রাউজার প্রিভিউ দিয়ে প্রিভিউ সমস্যার সমাধান করতে পারবেন।

 

এক্সটেনশনটির জন্য ক্লিক করুন এই লিংকে https://marketplace.visualstudio.com/items?itemName=auchenberg.vscode-browser-preview

 

৪। সেটিং সিংক

 

যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড ক্রস প্লাটফর্ম তাই আপনি সহজেই এটি লিনাক্স, উইন্ডোজ বা ম্যাক ওএস প্লাটফর্ম এ ব্যবহার করতে পারবেন। কিন্তু আমরা সাধারণত সুবিধা মত কোড এডিটর সেটিং করে নিতে পছন্দ করি।

তবে বিপত্তি দেখা দেয় যখন অফিসে একবার আবার বাড়িতে একবার এসে একই কোড এডিটর এর সেটিং করতে হয়। এটা যেমন বিরক্তিকর তেমনি সময় নষ্ট। তাই একবার সেটিং করে সব জায়গায় সিংক করে ব্যবহার করার জন্য আছে অসাধারণ সেটিং সিংক

 

এক্সটেনশনটির জন্য ক্লিক করুন এই লিংকে https://marketplace.visualstudio.com/items?itemName=Shan.code-settings-sync

 

৫। ব্র্যাকেট পেয়ার কালারাইজ

 

উফ! শুধু ব্র্যাকেট এর ভুলের জন্য যে কত কত সময় নষ্ট করেছি। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে নিশ্চয় এমন সমস্যায় পড়েছেন। ঠিক এই সমস্যার সমাধান করতে এসেছে ব্র্যাকেট পেয়ার কালারাইজ। একটা লাইনে একের পরে একে ব্র্যাকেট থাকলেও বিভিন্ন কালার এর জোড়া হওয়ায় সেগুলো চিনতে খুব সহজ হবে। এবং আপনার কাজ যেমন হবে দ্রুত তেমনি সহজ।

 

এক্সটেনশনটির জন্য ক্লিক করুন এই লিংকে https://marketplace.visualstudio.com/items?itemName=CoenraadS.bracket-pair-colorizer

পরিশেষে

এমন নয় যে উপরোক্ত এক্সটেনশন গুলোর বিকল্প নেই তবে উপরের গুলো জনপ্রিয় এবং ব্যক্তিগত রেকমেন্ডেশন। আপনি চাইলে অন্যগুলো ব্যবহার করতে পারেন। এবং এছাড়াও আরো অনেক এক্সটেনশন আছে ভিএস কোড এর জন্য। ইনশাল্লাহ আরেকদিন অন্য কোন লেখায় সেগুলো নিয়ে আলোচনা করা যাবে।

 

সেই অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। যেকোন মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ

The post ভিজুয়াল স্টুডিও কোড এর জনপ্রিয় ৫ টি এক্সটেনশন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments