Search box..

নবম শ্রেণির বিজ্ঞান ও বাংলাদেল ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে — 2021 [Java User Must See]

নবম শ্রেণির বিজ্ঞান ও বাংলাদেল ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে — 2021 [Java User Must See]


নবম শ্রেণির বিজ্ঞান ও বাংলাদেল ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে — 2021 [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.
আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি Class 9 এর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 2 Subjects Of Class 9


নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.
বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমধান
.

Download
.
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট এর সমধান
.
download
.
বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।
.
.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।

The post নবম শ্রেণির বিজ্ঞান ও বাংলাদেল ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে — 2021 [Java User Must See] appeared first on Trickbd.com.

দারুণ অফার! বাজেটের মধ্যে সেরা Headphone | একটি-কিনলে-আরেকটি-ফ্রি | Full Review

Posted:

অনেক দিন ধরে Plan করছিলাম একটা product review পোস্ট লিখব, কিন্তু কখনো সেই সুযোগ হয়ে উঠে নি।

  

তবে কিছুদিন আগে আমি দারাজ থেকে একটা Medium Range (১৭৫ টাকা) এর Earphone অর্ডার করি। আর Earphone টা ভালোই পরছে (যেমনটা ভেবেছিলাম)

  
কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেলার একটা Earphone  কিনলে আরেকটা Free দেয়। আমি লাল কালার নিছি তো একটা কালো কালারের Free পাইছি। নিচে  ছবি দিলাম…   

Buy one get one free offer | mrasfi
Buy one get one free offer | mrasfi
Buy one get one free offer | mrasfi
Buy one get one free offer | mrasfi

  

প্যাকেজিং আর সাউন্ড ভালোই এই দামের মধ্যে। আর তার চাইতে বড় কথা ২ টা পাইছি একটার দামে।

  

আমার ছবিগুলা ওত ভালো হয় নাই তাই কিছু সেলার এর ছবি দিলাম ….

  

Buy one get one free offer | mrasfi

 

Buy one get one free offer | mrasfi

 

Buy one get one free offer | mrasfi

 

Buy one get one free offer | mrasfi

   

এটা Unboxing Video…

Linkhttps://youtu.be/zDMv31mAI8U

   

কোথায় থেকে কিনবেন?

 

এই হেডফোনটা বাংলাদেশে অনেক কমন। তাই আশেপাশের দোকানে পেয়ে যাবেন। তবে দাম একটু বেশী পরবে আর কি!

 
তাই আমি বলব দারাজ থেকেই কিনুন, দামও কম-অফারও ভালো।   

Product Details :

  

NameRemax rm 512 High Bass Metal Body Earphone For Android / iPhone


Price
: 170 taka

Offer
: Buy one get one Free

Seller
: Noob Seller

  

Product Link:  Buy Now From Daraz

   

Personal Review

   

Headphone টা ভালোই, মেটাল বডি। পাড়ার মোড় থেকে ১৫০ টাকা দিয়ে Xiaomi / Oppo এর Fake Headphone কেনার চেয়ে এটা কেনা ভালো। তবে এটা remax এর orginal না। অর্জিনাল এর অনেক দাম, সবাই Afford করতে পারবে না 😥। তবে এটাও ভালো, মোটামুটি বিট মারে 😜

    

এই আর কি … পোস্ট শেষ। অফার কতদিন থাকবে তা বলতে পারবো না। তাই নিলে আগে দিয়ে নিয়ে ফেলেন৷ আর এরকম পোস্ট আরো পেতে চাইলে কমেন্ট করতে পারেন অথবা আমাকে Telegram  এ Follow করতে পারেন। আমি প্রতিদিন বিভিন্ন জিনিসের আপডেট দিয়ে থাকি।

   

তো আজকের জন্য Bye…Bye… টা…টা

The post দারুণ অফার! বাজেটের মধ্যে সেরা Headphone | একটি-কিনলে-আরেকটি-ফ্রি | Full Review appeared first on Trickbd.com.

ডায়াবেটিস বাড়ছে কিনা ১০ টি লক্ষন দেখে বুঝে নিন।

Posted:

আসসালামুআলাইকুম,ও হিন্দু ভাইদের জানাই আদাব। আশা করি সবাই অনেক ভাল আছেন।ট্রিকবিডির সাথে থাকলে সবাই অনেক ভাল থাকে। কারন এখানে নিত্যনতুন বিভিন্ন ট্রিক ও টিপস সম্পর্কে ধারনা পাওয়া যায় খুব সহজে। প্রতিবারের মতো আবারো আজকে আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হয়েছি।টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে কোন বিষয়টা নিয়ে আর্টিক্যাল লিখতে যাচ্ছি।
ডায়াবেটিস একটি নীরব ঘাটক রোগ।এই ডায়াবেটিস এ অনেকেই আক্রান্ত হচ্ছে।এই রোগটা পুরোপুরি নিরাময় করা সম্ভব না। তবে একটু সচেতন থাকলে নিয়ন্ত্রন থাকা সম্ভব।তাই আমাদের সচেতন হতে হবে।অনেক অনিয়ম এর কারনে ডায়াবেটিস আমাদের শরীরে বাসা বাধে। আজকে আপনাদের এমন কিছু লক্ষন শেয়ার করব।যে লক্ষন গুলো আপনার দেখা দিলে আপনি বুঝবেন আপনার ডায়াবেটিস বেড়ে গেছে। এবং লক্ষনগুলো বুঝে আপনি সাবধানতা অবলম্বন করবেন।
আমাদের সকলের উচিৎ সাবধানতা অবলম্বন করে চলা,কারন ডায়াবেটিস অসাবধানতার কারনেই আমাদের শরীরে বাসা বাধে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, যে ১০ টি লক্ষন দেখে আপনি বুঝবেন, আপনার ডায়াবেটিস বেড়ে গেছেঃ

১) খুব দ্রুত ওজন কমে যাওয়াঃ

খুব দ্রুত ওজন কমে যাওয়া সাধারণত ডায়াবেটিস এর লক্ষন। দ্রুত ওজন কমে যাওয়া খুব খারাপ লক্ষন। টাইপ -১ ডায়াবেটিস এর আক্রান্ত যারা তাদের ওজন খুব দ্রুত কমে যায়। তাই দ্রুত ওজন কমে যাওয়া ডায়াবেটিস বেড়ে যাওয়ার প্রথম লক্ষন।

২) ঘা শুকাতে সময় লাগেঃ

সামান্য ঘা শুকাতে যদি অনেক সময় লেগে যায়,তাহলে বুঝতে হবে আপনার রক্তে শর্করার পরিমান অনেক বেশি রয়েছে। ডায়াবেটিস এর লক্ষন এর মধ্য এটি ও পড়ে। কোনো ক্ষত ঘা শুকাইতে যদি অনেক সময় লাগে তাহলে এটা ও ডায়াবেটিস এর লক্ষন।

৩) পায়ে ব্যাথাঃ

পায়ের তলায় ব্যাথা হওয়া,পেশির টান,সুগার বাড়লে সাধারণত এই সমস্যা হতে পারে।বেশিক্ষন দাঁড়িয়ে থাকা যায় না।পা ফেটে যায়।এছাড়া ও পায়ের চামড়া মোটা হয়ে যাওয়া। এগুলা সুগার বাড়ার কারনে হয়। এগুলো ও ডায়াবেটিস এর লক্ষন।

৪) দৃস্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়াঃ

কোনো কিছু দেখতে ঘোলাটে দেখাচ্ছে। ঠিকভাবে স্পষ্ট দেখতে পাচ্ছেন না।দৃষ্টিশক্তি পরিস্কার হচ্ছে না।এগুলো সুগার বাড়ার লক্ষন।সুগার বাড়লে প্রথম প্রভাব টা পড়ে কিডনিতে। চোশমা ছাড়া দেখতে অসুবিধা হয় । ও চোখে জ্বালা করে। এগুলো ডায়াবেটিস এর লক্ষন।

৫) ক্লান্ত লাগাঃ

ডায়াবেটিস বাড়লে শরীরে অতিরিক্ত ক্লান্ত লাগে।এবং অনেক ঘুম পায়।এবং আপনার পরিশ্রম ক্ষমতা কমে যায়।অনেক অনেক সময় ধরে ঘুমাইলে ও ঘুমের চাহিদা মেটে না। অনেক ঘুমাইলে ও আবার ঘুমাইতে ইচ্ছা হয়। তাহলে বুঝতে হবে এটা ডায়াবেটিস এর লক্ষন।

৬) খিদে বেড়ে যাওয়াঃ.

ডায়াবেটিস বাড়ার আরেকটি লক্ষন হলো খিদে বেড়ে যাওয়া। আপনি অনেক খাবেন, কিন্তু দেখবেন যে আপনার পেট ভরে নি। শরীর যখন খাবার হজম করায় তখন শক্তি উৎপন্ন করে। এবং গ্লুকোজ ভেঙ্গে সেই শক্তি আসে। এবং খেলে ও খিদে থেকে যায়। যা ডায়াবেটিস এর লক্ষন।

৭) সব সময় পানি পিপাসা লাগাঃ

১০ মিনিট আগে পানি পান করছেন,কিন্তু মনে হবে আবার গলা শুকিয়া যাচ্ছে।মুখ ও আপনার গলার চার পাশ শুকনো থাকে।আপনার যে টুকু পানি প্রয়োজন, তার থেকে বেশি পানি খেয়ে ও পানি পিপাসা মিটশে না।এরকম সমস্যা হলে সুগার পরিক্ষা করে নিন। ডায়াবেটিস বেড়ে যাওয়ার লক্ষন।

৮) ত্বক খসখসে হয়ে যাওয়াঃ

আপনার মুখ এবং ত্বক খসখসে হয়ে যাচ্ছে। আপনার চামড়া প্রায় সময় সুস্ক থাকে। ও গা চুলকায়।এবং পা এর পাতা জ্বলা এগুলা ডায়াবেটিস এর লক্ষন।

৯) ঘন ঘন প্রসাবঃ

ডায়াবেটিস বেড়ে গেকে ঘন ঘন প্রসাব হয়ে থাকে। এটি ও কিন্তু ডায়াবেটিস বাড়ার লক্ষন।

১০) বেশি বার বাথরুমে যাচ্ছেনঃ

বার বার বাথরুমে যাওয়া ও ডায়াবেটিস এর লক্ষন। সুস্থ মানুষ দিনে যে কয়বার বাথরুমে যায়,ডায়াবেটিস রোগী তার চেয়ে বেশি বাথরুমে যায়। তাই এটা ও ডায়াবেটিস এর লক্ষন।

ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রন করা সম্ভব না। তাই ডাক্তার এর সাথে পরামর্শ করে কিছুটা নিয়ন্ত্রন করে চলা উচিৎ।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post ডায়াবেটিস বাড়ছে কিনা ১০ টি লক্ষন দেখে বুঝে নিন। appeared first on Trickbd.com.

[2go] |!*~ 2go ইউজাররা নিয়ে নিন ভার্সন 3.5 এর বাংলা মোড ভার্সন ~

Posted:

আসসালামু আলাইকুম
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
.
টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন পোষ্টটি টুগো সম্পর্কিত । এর আগেও আমি টুগো সম্পর্কিত কয়েকটি পোস্ট করেছি । আর আজকে আলোচনা করব টুগো ভার্সন ৩ দশমিক ৫ এর বাংলা ভার্সন নিয়ে
.
প্রথমত বলে রাখি এটা টুগোর অফিসিয়াল বাংলা ভার্সন নয় । এটা আমার একটু সামান্য হালকা পাতলা মোড করা বাংলা ভার্সন । তবে সম্পূর্ণটা বাংলা করা হয়নি । যেসব জিনিস বিডি ইউজার ব্যবহারের সুযোগ পায় না সেসব বাদ দেওয়া হয়েছে । তবে ব্যাক্তিগত রুম গ্রুপ চ্যাট বাংলা করা হয়নি । কেননা এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না ।বরং ব্যাক্তিগত গ্রুপে চ্যাটিং করলে গো-ক্রেডিটস চলে যায় ।
.
এই ভার্সনে স্ক্রিণশট সিস্টেম এ্যাড করা হয়েছে যার মাধ্যমে আপনার কল বাটন চেপে ধর স্ক্রিণশট নিতে পারবেন । এছাড়াও কপি পেস্ট এমবেড করা হয়েছে যার মাধ্যমে আপনার টেক্সট কপি পেস্ট করতে পারবেন । এবং ডিবি এ্যাড করে স্টাইলিস লেখা ব্যবহার করতে পারবেন ।
এই ভার্সনে আপনারা আরেকটু সুযোগ পাবেন সেটা হচ্ছে আমার চ্যাট করা বার্তা গুলো Exit নেওয়ার পরেও থেকে যাব । তো চলুন এই বাংলা মোড ভার্সনের স্ক্রিণশট দেখে নেওয়া যাক
.









এবার নিচের লিংক থেকে মেইন ভার্সন অথবা স্ক্রিণশট এবং কপি পেস্ট ভার্সন যেকোনো একটি ডাউনলোড করেন নিন
Download 3.5 bangla version
Download 2go 3.5 bangla version with ss & copy paste
.
ভার্সনটি ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে অপেন করুন । যাদের অ্যাকাউন্ট নেই তারা আগে একটি অ্যাকাউন্ট খুলে নিন । একাউন্ট খোলা খুবই সহজ আশা করি আপনারা খুলতে পারবেন ।
যাদের একাউন্ট আছে তারা এ্যাপটি অপেন করুন ।
.
তারপর আপনি কোথায় বসবাস করেন সেখানে বাংলাদেশ দিন । তারপর ভাষা বাংলা অথবা ইংরেজি দিন । তারপর ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন । আর উপভোগ করুন বাংলা ভার্সন
আমার টুগো ইউজারনেম liponislam চাইলে এ্যাড দিতে পারেন ।
.
তো আজকে এই পর্যন্তই । ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোষ্ট এ । কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ বলতে পারেন । আলাহ হাফেজ

The post [2go] |!*~ 2go ইউজাররা নিয়ে নিন ভার্সন 3.5 এর বাংলা মোড ভার্সন ~ appeared first on Trickbd.com.

Skillshare Premium ২ মাসের জন্য কোন payment information ছাড়াই (EDU Mail Required)

Posted:

Howdy Everyone,

SkillShare হল Online ভিত্তিক Learning Platform। এইখানে বিভিন্ন ধরনের Platform রয়েছে এবং একাধিক Teacher রয়েছে যারা আপনার Skill Boost Up করতে সহযোগিতা করবে।

 

😎 Tricks Credit:-

 

⚙ Attention ⚙

যারা আমার দেয়া Tutorial মতে Edu mail এর জন্য Apply করেও Edu mail না পেয়ে থাকেন তবে আবার Apply করুন। 14/15 তারিখ তাদের Server Off ছিলো তাই হয়তো বা সব Application Data Erase হয়ে গেছে। নতুন ভাবে Apply করে অনেকেই পাইছে Telegram Channel এ Proof রয়ে গেছে। Have a visit !!!

 

যেভাবে Edu mail দিয়ে Apply করবেন 2 মাসের জন্য

1. প্রথমে এই Link এ প্রবেশ করুন

 

2. এবার Edu mailটি Fill up করে Submit এ Click করুন

 

 

3. আপনার Edu mail Box এ Verify mail যাবে

 

4. Outlook.com এ Edu mail sign in করে skillshare এ verification link এর Click Here to redeem এ Click করুন

 

 

5.এবার temp.mail/raw mail, user name, password দিয়ে sign up করে নিন

 

6. payment page এ “activate” এ Click করুন

 

7. Enjoy Skillshare Premium ২ মাসের জন্য

 

 

Bye⚡
Contact Me On-
Telegram [@sakib0152Bot] [@sakib0152]

The post Skillshare Premium ২ মাসের জন্য কোন payment information ছাড়াই (EDU Mail Required) appeared first on Trickbd.com.

Camscanner Premium লাইফটাইমের জন্য (EDU Mail Required)

Posted:

Howdy Everyone,
Camscanner একটি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন যা ২০১১ সালে প্রথম প্রকাশিত হয়েছিল যা আইওএস
এবং অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিকে স্ক্যানার হিসাবে ব্যবহার করতে দেয় [[] এটি ব্যবহারকারীদের ডকুমেন্টগুলিকে 'স্ক্যান' করতে (ডিভাইসের ক্যামেরায় একটি ছবি তোলার মাধ্যমে) ফটো jpg বা Pdf হিসাবে ভাগ করে নিতে দেয়। এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে Free Version বিনামূল্যে পাওয়া যায়। অ্যাপটি ফ্রিমিয়াম মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, বিজ্ঞাপন-সমর্থিত ফ্রি সংস্করণ এবং অতিরিক্ত ফাংশন সহ একটি প্রিমিয়াম সংস্করণ ………

 

Student Premium Account এর সুযোগ সুবিধাগুলো হল :-

  • No ads
  • No camscanner watermarks
  • 100 free monthly image to text credits
  • additional 1 GB cloud space
  • 1000 folder
  • exclusive avatar pendants

 

⚙ Attention ⚙

যারা আমার দেয়া Tutorial মতে Edu mail এর জন্য Apply করেও Edu mail না পেয়ে থাকেন তবে আবার Apply করুন। 14/15 তারিখ তাদের Server Off ছিলো তাই হয়তো বা সব Application Data Erase হয়ে গেছে। নতুন ভাবে Apply করে অনেকেই পাইছে Telegram Channel এ Proof রয়ে গেছে। Have a visit !!!

 

যেভাবে Edu Mail দিয়ে Camscaneer Premium Subscription নিবেন Lifetime

1.প্রথমে Browser থেকে Outlook.com এ Edu mail দিয়ে Sign in করে নিন

2. তারপর Play Store থেকে Camscanner App টি Install করে নিন (App Link:- Playstore)

3. Simply Register/sign in এ Click করে Edu mailটি Input দিন

4. Password Set up করুন

5.তারপর Outlook এ Verification Mail যাবে, ঐ Link এ Click করার সাথে সাথেই Verify হয়ে যাবে।

6. Enjoy Camscanner all Edu Benefits

 

📸 Tutorial:-

 

 

Bye🎃
Contact Me On-
Telegram [@sakib0152Bot] [@sakib0152]

The post Camscanner Premium লাইফটাইমের জন্য (EDU Mail Required) appeared first on Trickbd.com.

(Post Updated)ফেসবুকের নতুন আপডেট (×)

Posted:

প্রোফাইল লক করা কোনো ব্যক্তি যদি কোনো গ্রুপে বা ইভেন্টে পোস্ট করে তবে তার পোস্টে তার বন্ধুরা ব্যতীত কেউ কমেন্ট করতে পারবে না 
আবার সে (প্রোফাইল লককৃত ব্যক্তি) যদি কোথাও কমেন্ট করে তবে তার কমেন্টের রিপ্লাইও শুধুমাত্র তার বন্ধুরা দিতে পারবে
ফ্রেন্ডলিস্টের বাহিরে কেউ দিতে পারবেন না।
আমার মতে এটা ফেসবুকে সবচেয়ে জঘন্য আপডেট এবং এই পর্যন্ত আশা ফিচার্সদের মধ্যে সবচেয়ে বাজে ফিচার।
Get A Life Facebook
আপডেট : ফেসবুক এই ফিচার্স উঠিয়ে নিয়েছে / বাগস ফিক্সড করেছে!
আপডেট : ফেসবুক এই ফিচার্স উঠিয়ে নিয়েছে / বাগস ফিক্সড করেছে!

The post (Post Updated)ফেসবুকের নতুন আপডেট (×) appeared first on Trickbd.com.

ফ্রিল্যান্সার ডট কমের নতুন Bid Insights ফিচার দেখেনিন।

Posted:

ফ্রিল্যান্সার ডট কমের নতুন Bid Insights ফিচার দেখেনিন।

তাহলে এটার মধ্যে কি কি থাকবে চলুন দেখে নেওয়া যাকঃ
  • Project
  • Time to bid
  • Bid Rank
  • Winning Bid
  • Your Bid
  • Actions Taken
  • Client Information
  • Client’s Verification
  • Chat Initiated

আরো পড়ুনঃ ফ্রিল্যান্সার একাউন্ট যেভাবে ভেরিফিকেশন করবেন 

Project: এর মধ্যে আপনার বিড করা সকল প্রজেক্টের টাইটেল দেখাবে।
Time to bid: প্রজেক্ট পরার কত সময়ের মধ্যে বিড করেছিলেন সেটা দেখতে পারবেন এখানে। যত দ্রুত বিড করবেন ততদ্রুত ক্লায়েন্টের নজরে পড়বেন ।
Bid Rank: সকল বিডের মধ্যে আপনার র্যাংকি কত নম্বর সেটা বিড র্যাংকিং এর মধ্যে দেখতে পাবেন । আপনার র্যাং যত কম থাকবে ক্লায়েন্টের নজরে তত দ্রুত যেতে পারবেন।
Winning Bid: আপনি প্রজেকটা কত ডলারে নিয়েছেন সেটা দেখাবে ।
Your Bid: আপনি কত ডলারে প্রজেক্টাতে বিড করেছেন সেটা এখানে দেখাবে ।
Actions Taken: এইডা নিয়ে জানিনে করো জানা থাকলে বইলেন আপডেট কইরা দিমুনে।
Client Information: ক্লায়েন্ট কোন দেশের, ক্লায়েন্টের প্রোফাইল রেটিং, ক্লায়েন্ট কতগুলো কাজ করিয়েছে এসব ক্লায়েন্টের ইনফর্ম্যাশনে দেখতে পারবেন ।
Client’s Verification: ক্লায়েন্ট’স ভেরিফিকেশনে দেখতে পারবেন ক্লায়েন্টের পেমেন্ট ম্যাথড ভেরিফাইড কিনা, তার প্রোফাইল, ইমেইল, ফোন নাম্বার এবং কেওয়াইসি ভেরিফাই করা আছে কিনা সব গুলো এখানে দেখতে পারবেন ।
Chat Initiated: ক্লায়েন্ট যদি আপনাকে নিজে থেকে মেসেজ করে তাহলে আপনি এই অপশন পেয়ে যাবেন । তাছাড়া ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন না।
বুঝার সুবিধার্থে একটা ইমেইজ যুক্ত করে দিলাম । আশা করি ক্লিয়ার হয়ে যাবেন ।
ফ্রিল্যান্সার ডট কমের নতুন Bid Insights ফিচার দেখেনিন।

ফ্রিল্যান্সার ডট কমের নতুন Bid Insights ফিচার দেখেনিন।

কপিরাইটঃ MH Mamun
প্রথম প্রকাশিত হয়েছেঃ মামুন্স ব্লগ ডট নেট

The post ফ্রিল্যান্সার ডট কমের নতুন Bid Insights ফিচার দেখেনিন। appeared first on Trickbd.com.

এখন সকল নম্বারে কল রেট হবে ৩০ পয়সা প্রতি মিনিট – বিটিআরসি।

Posted:

বর্তমানে সকল অপারেটরের কল রেট অনেক বেশি, যাদের গার্লফ্রেন্ড আছে তারাতো কলরেটের জ্বালায় ঠিকমত কথা বলতে পারেনা। শুধু গার্লফ্রেন্ডই না যারা ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে লম্বা সময় কথা বলে তাদের কলরেটের জ্বালায় জীবন শেষ।
তাদের সকল সমস্যার অবসান ঘটালো বিটিআরসি।

সরকারি আইপি কলিং অ্যাপ আসছে ২৬ মার্চ
অবশেষে আইপি কলিং অ্যাপ চালু করছে সরকারি কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
২৬ মার্চ এই অ্যাপের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
অ্যাপটির নাম 'আলাপ'।
এই অ্যাপটির অনেকটা বিলিয়েন্ট অ্যাপ এর মত ।
বর্তমানে ব্রিলিয়ান্ট অ্যাপটি ঠিকমতো কাজ করছে না এবং নানান ধরনের সমস্যা লেগেই আছে।
যেহেতু এটি বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত একটি অ্যাপ হবে, তাই এটি ইউজার ইন্টারফেস অনেক ভালো হবে আশা করি।
এছাড়াও এই অ্যাপে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের অফার দেয়া হবে।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, প্রচলিত আইপি কলিং অ্যাপ থেকে বাড়তি নানা সুবিধা থাকবে আলাপে ।
'অ্যাপ হতে যেকোনো মোবাইল বা ল্যান্ড নাম্বারে কল করতে এতে মূল খরচ ৩০ পয়সা।
ভ্যাট ও অন্যান্য চার্জসহ সেটি ৩৪ দশমিক ৫ পয়সা মিনিটে গ্রাহকরা কথা বলতে পারবেন এতে।
আর অ্যাপ হতে অ্যাপে তো বিনা পয়সায় কথা বলা যাবেই' বলেছেন তিনি।
অ্যাপ নামিয়ে নিবন্ধন করলেই ১৫ মিনিট ফ্রি টক টাইম পাবেন গ্রাহকরা।
অ্যাপটি ব্যবহার করতে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ও ছবি দিতে হবে অ্যাপে।

সার্ভিস কেমন হবে সেইটা নিয়ে চিন্তিত একটু। কল করতে এতে মূল খরচ ৩০ পয়সা।
ভ্যাট ও অন্যান্য চার্জসহ সেটি ৩৪ দশমিক ৫ পয়সা মিনিটে গ্রাহকরা কথা বলতে পারবেন এতে।
আর অ্যাপ হতে অ্যাপে তো বিনা পয়সায় কথা বলা যাবেই' বলেছেন তিনি।
অ্যাপ নামিয়ে নিবন্ধন করলেই ১৫ মিনিট ফ্রি টক টাইম পাবেন গ্রাহকরা।
অ্যাপটি ব্যবহার করতে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ও ছবি দিতে হবে অ্যাপে।

সার্ভিস কেমন হবে সেইটা নিয়ে চিন্তিত একটু।

অ্যাপটি চালু হওয়ার পর এই অ্যাপ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে তখন আরো একটি পোস্ট করব এই এ্যাপ নিয়ে।

আরো বিস্তারিত জানতে আপনারা চোখ রাখতে পারেন
BTRC Alap App website
এইখানে আপনারা ২৬ মার্চ এ্যাপ এর লিং পাবেন।

The post এখন সকল নম্বারে কল রেট হবে ৩০ পয়সা প্রতি মিনিট – বিটিআরসি। appeared first on Trickbd.com.

কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি pdf download

Posted:

কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি বই রিভিউঃ
এ বইটিতে কম্পিউটারের বিভিন্ন সরঞ্জামের নিয়ে লেখক আলোচনা করেছেন।
যা একজন নতুন লোকের জানা খুবই দরকার।
আপনি যদি কম্পিউটার ক্রয় করতে চান বা কম্পিউটার ক্রয় করেছেন কিন্তু কম্পিউটারারের পার্টপাতিগুলো সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান নেই তাহলে আপনি এই বইটি পড়তে পারেন।

কম্পিউটারের বিভিন্ন সরঞ্জাম যেগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছেনঃ
১। প্রসেসর
২। কুলার ফ্যান
৩। মাদাবোর্ড
৪। হার্ড ডিস্ক
৫। র্যাম
৬। ডিভিডি রম
৭। পাওয়ার কেসিং
৮। কিবোর্ড
৯। মাউস
১০। মনিটর

এছাড়াও আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হতে চান বা হয়ে থাকেন তাহলে আপনাকে জানতে হবে, কম্পিউটার কানেকশনস ও কানেক্টর পোর্ট সম্পর্কে।

এ বইটতে সংক্ষেপে প্রয়োজনীয় আলোচনাটুকু করেছেন কানেকশনস ও কানেক্টর পোর্ট গুলো নিয়ে।
যা আপনি একজন কম্পিউটার এক্সপার্ট কারো কাছ থেকে ১০০০ টাকা দিয়ে যা শিখতে না পারবেন, তা আপনি এই বইটি পড়ে বিনামূল্যে সবকিছু শিখে যাবেন।

নতুন কম্পিউটার কেনার পূর্বে যা জানা দরকার তা নিয়ে আলোচনা করেছেন এ বইটিতে।
এছাড়াও কম্পিউটারের পার্টস পাতি গুলো বিস্তারিত আলোচনা করেছেন স্টেপ বাই স্টেপ এ বইয়ে।

বইয়ের নামঃ কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি (Brief Inrroduction of computer Parts)
পৃষ্ঠা সংখ্যাঃ ৩৭ টি।
বইয়ের ধরনঃ বেসিক কম্পিউটার
পিডিএফ সাইজঃ ৫ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ কম্পিউটার ইতিহাস পিডিএফ

ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

The post কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি pdf download appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments