সপ্তম শ্রেণির ইসলাম ও বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে — 2021 [Java User Must See] |
- সপ্তম শ্রেণির ইসলাম ও বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে — 2021 [Java User Must See]
- ফেসবুক পেজকে প্রফাইলের মত বানান ২ মিনিটে | ফেসবুক পেজ নতুন ভার্সনে কনভার্ট করুন
- দেখুন কিভাবে আপনার ফোনের messenger আর Facebook apps এর notification off করবেন!!! না দেখলেই মিস করবেন
- বিকাশ অ্যাপ দিয়ে গ্রামিন, রবি ও বাংলালিংক সিমে মোবাইল রিচার্জ করে ক্যাশব্যাক নিয়ে নিন যতবার খুশি ততবারই (শর্ত প্রযোজ্য)
- কিডনি ক্ষতি বা নস্ট হয়ে যাওয়ার ১০ টি কারন,জেনে নিন।
- প্লে-স্টোরে রিলিজ হলো সরকারি আইপি কলিং এপস ‘আলাপ’
- কথা হবে প্রতি মিনিট ৩০ পয়সায়। Alaap ip calling app by BTCL.ফুল রেজিষ্ট্রেশন প্রসেস। Instant NID verification approval.
- [2go] |!*~ 2go ইউজাররা এবার টুগোর ব্যাকগ্রাউন্ডে ইচ্ছেমতো ছবি যুক্ত করুন । (বিস্তারিত পোষ্ট এ)~
- Envato Elements Premium, 04 April পর্যন্ত
- Windows 10 এর কিছু Keyboard Shortcut Part-01
Posted: আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। Answer Of 2 Subjects Of Class 7সপ্তম শ্রেণির বাংলা ২য় পত্র ও ইসলাম অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন। নিচে অ্যাসাইনমেন্ট এর সমাধানের .txt ফাইল দেয়া হলো.. . ইসলাম অ্যাসাইনমেন্ট এর সমধান . Download এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে। The post সপ্তম শ্রেণির ইসলাম ও বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে নিন .txt আকারে — 2021 [Java User Must See] appeared first on Trickbd.com. |
ফেসবুক পেজকে প্রফাইলের মত বানান ২ মিনিটে | ফেসবুক পেজ নতুন ভার্সনে কনভার্ট করুন Posted: আসসালামু আলাইকুম আসা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আজ আপনাদের সাথে সেয়ার করব ফেসবুক পেজ কিভাবে নতুন পেজে কনভার্ট বা আপডেট করবেন সেই ব্যাপারে। চলেন সরাসরি কাছে লেগে পড়ি। ফেসবুক পেজ নতুন ভার্সনের সুবিধাঃ
যে সব পেজ নতুন ভার্শন করা যাবে নাঃ ১. অতিরিক্ত কপি পোস্ট মানে অন্যের ভিডিও নিজের পেজে আপলোড দেয়া। ২. আপনার আইডিতে কোন পেমেন্ট আইডি এড থাকলে এবং তা ডিজেবল থাকলে। যদি এই সমস্যা গুলো থাকে সমাধান জরার চেস্টা করবেন। কিভাবে পুরানো পেজ নতুন পেজে কনভার্ট করবেন? ১. প্রথমে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন নিচের লিংকটি কপি করুন এবং Your page id এর যায়গাতে আপনার পেজের আইডি বা ইউজারনেম দিন
২. এবার যে কোন একটি ব্রাউজারে গিয়ে রিকুয়েষ্ট ডেস্কটপ সাইট করে নিন। তারপর আপনার ফেসবুক আইডি লগিন করুন ৩. এবার কপি করা লিংকটা আপনার ব্রাউজারের এড্রেস বারে পেস্ট করুন। দেখবেন এমন আসবে স্ক্রিনশট এর মত করুন এবার – ব্যাস কাজ শেষ এবং কম্পিউটার ইউজাররা সরাসরি লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে Your page id এর যায়গাতে আপনার পেজের আইডি বা ইউজার নেম দিয়ে ভিজিট করুন পেজ আইডি কিভাবে পাবেন? ১. আপনার পেজের প্রফাইলে গিয়ে এড্রেস বারে facebook.com/ এর পরে আপনার পেজ আইডি। ২. আপনার পেজে গিয়ে এবাউটে চলে যান তারপরনিচে দেখুন পেজ আইডি লেখা আছে। আমার ওয়েবসাইট – ভালো লাগবে অবশ্যই আমার ওয়েবসাইট দুটিতে ঘুরে আসবেন। The post ফেসবুক পেজকে প্রফাইলের মত বানান ২ মিনিটে | ফেসবুক পেজ নতুন ভার্সনে কনভার্ট করুন appeared first on Trickbd.com. |
দেখুন কিভাবে আপনার ফোনের messenger আর Facebook apps এর notification off করবেন!!! না দেখলেই মিস করবেন Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক। তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের মেসেন্জার ও ফেসবুকের সকল নটিফিকেশন অফ করে রাখতে পারবেন। আমরা অনেকসময়েই ইউটুব চালানো, ক্লাস করা, মিটিং করা, ইত্যাদি নানা কাজের সময় মেসেন্জারের নটিফিকেশনের জ্বালায় পাগল হয়ে যাই। তাই আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার মেসেন্জার ও ফেসবুক এর নটিফিকেশন অফ করবেন।{তবে একটা কথা বলে রাখা ভালো যে এই সিস্টেমে আপনার মেসেন্জার এর কলিং সিস্টেম চালু থাকবে। তাই নো চিন্তা।} আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই। আপনি প্রথমে আপনার মোবাইলের সেটিং এ যান। সেটিং থেকে এপস সিলেক্ট করুন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার ডাটা অন থাকলেও পপ আপে কোন মেসেজ আসবে না। শুধুমাত্র কল ছাড়া। এভাবে আপনার এমবিও বেচে যাবে। একইভাবে ফেসবুক আইকনে কি্লক করে সব নোটিীিফকেশন অফ করে দিন। এভাবে আপনার ফোনের যেকোন এপস এর নোটিফিকেশন আপনি অফ করতে পারবেন। তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান। তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ । The post দেখুন কিভাবে আপনার ফোনের messenger আর Facebook apps এর notification off করবেন!!! না দেখলেই মিস করবেন😻 appeared first on Trickbd.com. |
Posted: স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে বিকাশ অ্যাপ থেকে গ্রামিন, রবি, বাংলালিংক সিমে মোবাইল রিচার্জ করলে পাচ্ছেন ক্যাশব্যাক তাও আবার যতবার খুশি ততবারই ক্যাশব্যাক নিতে পারবেন।(শর্ত প্রযোজ্য) নিজের বা প্রিয়জনের যেকোনো গ্রামিন, রবি ও বাংলালিংক সিমে মোবাইল রিচার্জ করলেই ক্যাশব্যাক পাওয়া যাবে। গ্রামিনফোন সিম
২) বিকাশ অ্যাপ দিয়ে ৬০৪ টাকা রিচার্জ করলে পাবেন ১০০০ মিনিট, মেয়াদ: ৩০ দিন। সাথে ৫০ টাকা ক্যাশব্যাক; ★অফারটি চলবে ২৬মার্চ পর্যন্ত। রবি সিম
★অফারটি চলবে ২৭ মার্চ পর্যন্ত। বাংলালিংক সিম
২) ১১৪ টাকা রিচার্জ করলে পাবেন ১০জিবি (৮জিবি+২জিবি 4G), মেয়াদ: ৭ দিন। সাথে ১০ টাকা ক্যাশব্যাক; ★অফারটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post বিকাশ অ্যাপ দিয়ে গ্রামিন, রবি ও বাংলালিংক সিমে মোবাইল রিচার্জ করে ক্যাশব্যাক নিয়ে নিন যতবার খুশি ততবারই (শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com. |
কিডনি ক্ষতি বা নস্ট হয়ে যাওয়ার ১০ টি কারন,জেনে নিন। Posted: আসসালামুআলাইকুম, ও হিন্দু ভাইদের জানাই আদাব। আশা করি সবাই ভাল আছেন। কারন ট্রিকবিডির সাথে থাকলে নিত্যনতুন ট্রিক ও টিপস সম্পর্কে জানা যায় ও ভাল থাকা যায়।প্রতিবারের মতো আবারো আরেকটি আর্টিক্যাল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন,আজকে কোন বিষয়ে আর্টিক্যাল লিখতে যাচ্ছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব,কিডনি নস্ট হয়ে যাওয়ার ১০ টি কারন সম্পর্কে। আমাদের শরীরে কিডনি অনেক বড় দামি একটি সম্পদ।কিডনি ছাড়া কোনো মানুষ ই বাচতে পারে না।তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, যাতে আমাদের কিডনিতে সমস্যা না হয়। আজকে এমন ১০ টা কারন আপনাদের মাঝে শেয়ার করব,যে ১০ টা কারন হতে পারে কিডনি নস্টের কারন। তাই আজকের এই কাজ গুলো কখনো করবেন না।আমাদের সব সময় ভেবে চিন্তে কাজ করা উচিৎ। কারন সামান্য অসতর্ক এর কারনে অনেক বড় বিপদ আসতে পারে।তাই আমাদের সব সময় ভেবে কাজ করা উচিৎ। আজকের আর্টিক্যালটি পড়ে,আপনি সব সময় সতর্ক থাকবেন,যেন এই ১০ টি কাজ কখনো না হয়। কথা না বাড়িয়ে শুরু করা যাক,কিডনি নস্টের ১০ টি কারনঃ ১) রাত জেগে থাকাঃ রাত জেগে থাকা এটা আমাদের অনেকের অভ্যাস এ পরিনত হয়ে গেছে।কিন্তু ঘুম যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা আমরা ভাবি না।বেশি রাত জাগলে না ঘুমাইলে আমাদের কিডনিতে প্রচুর প্রভাব পড়ে। যার কারনে এক সময় কিডনি অকোজা হয়ে যেতে পারে। তাই আমাদের উচিৎ রাত না জেগে ঘুমানো। ২) সর্দি – কাশিকে পাত্তা না দেয়াঃ সাধারনত সর্দি – কাশিকে আমরা পাত্তা দিই না৷ কিন্তু এই সর্দি – কাশি ই আমাদের কিডনি নস্টের বড় কারন হতে পারে। এবং এক গবেষনায় ও দেখা গেছে যে যারা বিশ্রাম না নেয় তাদের কিডনির সমস্যা বেশি দেখা যায়। ৩) ধুমপানে আসক্তিঃ এক গবেষনায় দেখা গেছে, এই ধুমপান প্রচুর ক্ষতি করে কিডনির। তাই আমাদের কিডনি ভাল রাখতে চাইলে ধুমপান বাদ দিতে হবে। সুধু কিডনি না আরো অনেক ক্ষতি করে এই ধুমপান। তাই আমাদের ধুমপান ছেড়ে দেয়া উচিৎ। ৪) অ্যালকোহলে আসক্তিঃ অ্যালকোহলে অনেক ধরনের টক্সিন থাকে।যা আমাদের কিডনির উপর প্রচুর প্রভাব ফেলে,চাপ পড়ে। অনেকে মদ্য পান করে খুব বেশি। যার কারনে তাদের কিডনির সমস্যা হয়ে যায়। তাই উচিৎ মদ্য বা অ্যালকোহল পান না করা। ৫) বেশি বেশি প্রোটিন খাওয়াঃ লাল শাক,গরুর মাংশ,ছাগলের মাংশ এগুলো বেশি বেশি খাওয়া উচিৎ না। কারন এগুলোতে অনেক বেশি প্রোটিন রয়েছে। বেশি প্রোটিন খেলে কিডনির সমস্যা হয়ে যায়। তাই আমাদের উচিৎ প্রোটিন জাতীয় খাবার খুব কম খাওয়ার। ৬) ব্যাথানাশকের প্রতি নির্ভরশীলতাঃ আমরা অনেকেই মাথা ব্যাথা,পায়ে ব্যাথা,গলা ব্যাথা এগুলো ঔষুধ খেয়ে থাকি। কিন্তু আমরা জানি না যে অনেক ব্যাথার ঔষুধে পাশ্বপ্রতিক্রিয়া থাকে,যা আমাদের কিডনির জন্য অনেক ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। ৭) ক্যাফেইনে বেশি আশক্তঃ আমাদের যখন পানি পিপাসা লাগে তখন আমরা বিভিন্ন কোমল পানীয় পান করে থাকি। কিন্তু আমরা জানি না যে এসব কোমল পানীয় এর মধ্য প্রচুর ক্যাফেইন থাকে। যা আমাদের রক্ত চাপ বাড়িয়ে দেয়। এবং আমাদের কিডনির উপর প্রভাব পড়ে। ৮) বেশি লবন খাওয়াঃ খাবারে লবন ছাড়া খাওয়া যায় না,লবন খেতে ই হয়৷ কিন্তু প্রয়োজন এর তুলনায় বেশি লবন খাওয়া অনেক ক্ষতিকর। লবন বেশি খাইলে কিডনি নস্ট বা অচল হয়ে যেতে পারে।তাই প্রয়োজন এর তুলনায় বেশি লবন খাওয়া উচিৎ না। ৯) দীর্ঘক্ষন প্রসাব না করে থাকাঃ অনেক সময় আমরা আমাদের প্রসাব আটকে রাখি। এবং প্রসাব করি না সহযে। আমরা জানি না এতে কত বড় সমস্যা হচ্ছে কিডনির। এরকম করলে কিডনির কার্যক্ষমতা হাড়ায়, এবং এক সময় কিডনি নস্ট হয়ে যায়।তাই আমাদের এটা করা উচিৎ না। ১০) পর্যাপ্ত পানি পান না করাঃ পানি আমাদের শরীরের জন্য অত্যান্ত জরুরী।আমাদের শরীর এর ৭০ শতাংশ পানি রয়েছে।কিডনি ভাল রাখার জন্য পানি অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিৎ দিনে ৭-৮ লিটার পানি পান করা উচিৎ। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post কিডনি ক্ষতি বা নস্ট হয়ে যাওয়ার ১০ টি কারন,জেনে নিন। appeared first on Trickbd.com. |
প্লে-স্টোরে রিলিজ হলো সরকারি আইপি কলিং এপস ‘আলাপ’ Posted: প্লে স্টোরে রিলিজ হলো সরকারি আইপি কলিং এপস ‘আলাপ’ কিছু দিন আগে বিটিসিএল এর ফেসবুক পেইজ থেকে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক লাইভে এসে জানান যে ২৬ মার্চ আলাপ এ্যাপস অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। কিন্তু আলাপ এ্যাপসটি ২৪ মার্চ প্লে স্টোরে এসেছে। সূত্রে জানা গেছে যে, গ্রাহকদের কথা বিবেচনায় রেখে এটা ২৬ মার্চের আগেই রিলিজ করা হয়েছে । সূত্রমতে 'অ্যাপ থেকে যে কোনো মোবাইল বা ল্যান্ড নাম্বারে কল করতে এতে মূল খরচ ৩০ পয়সা। ভ্যাট ও অন্যান্য চার্জসহ সেটি ৩৪ দশমিক ৫ পয়সা মিনিটে গ্রাহকরা কথা বলতে পারবেন। আর অ্যাপ থেকে অ্যাপে বিনা পয়সায় কথা বলা যাবে। এ ছাড়া অ্যাপ ইনস্টল করে নিবন্ধন করলেই ১৫ মিনিট ফ্রি টকটাইম পাবেন গ্রাহকরা। উল্লেখ্য, অ্যাপটি ব্যবহার করতে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ও ছবি দিতে হবে। আলাপ এপস ডাউনলোড করুন এখান থেকে The post প্লে-স্টোরে রিলিজ হলো সরকারি আইপি কলিং এপস 'আলাপ' appeared first on Trickbd.com. |
Posted: হ্যাল্লো ভাই ব্রাদার্স। আশা করছি সকলেই ভাল আছেন। ইতোমধ্যেই আপনারা জেনে গেছে BTCL অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কম্পানি লিমিটেড থেকে একটি আইপি কলিং এপ চালু করা হয়েছে যার মাধ্যমে আপনারা মাত্র ৩০ পয়সা / মিনিট দেশের সকল মোবাইল ফোন নাম্বার ও ল্যান্ড ফোন নাম্বারে কথা বলতে পারবেন। তো আমি এই পোস্টে দেখাব কীভাবে খুব ইজিলি আপনারা এই আইপি কলিং app এ রেজিস্ট্রেশন করবেন এবং সাথে সাথেই NID verification approval পাবেন।সো লেটস স্টার্ট…….. ★২৬ তারিখ থেকে এই এপের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হবে। এই App এর কিছু উল্লেখযোগ্য সুবিধাঃ
App ডাউনলোডঃ↓↓↓প্রথমেই নিচের লিংকে ক্লিক করুন। (রেফার লিংক থেকে ডাউনলোড করলে ১৫ মিনিট ফ্রি পাবেন)। (ব্রাউজারের ডেস্কটপ মোড অন থাকলে অফ করে নিবেন) TrickBD app থেকে ডাউনলোড করতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে পোস্ট টি কোনো ব্রাউজার দিয়ে ওপেন করুন।রেজিষ্ট্রেশনঃ লিংকে ক্লিক করার পর প্লেস্টোর থেকে app টি ইন্সটল করে ওপেন করুন। Continue এ ক্লিক করুন। এবার যে নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিন। আগে থেকেই বাম দিকে যেহেতু +880 দেওয়া আছে তাই আপনার নাম্বারটি 1 থেকে শুরু করে বাকীটা বসিয়ে দিন এবং কন্টিনিউ এ ক্লিক করুন। নিচের মতো পপ আপ আসলে এলাউ করে দিন তাহলে পিনকোডটি অটোমেটিক্যালি বসে পরের ধাপে যাবে। এবার শুরু ভেরিফিকেশনের পালা।ভেরিফিকেশনের জন্যে তিনটি ধাপ অতিক্রম করতে হবে।যা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। নেক্সটে ক্লিক করুন। ভেরিফিকেশনের জন্যে প্রথমেই আপনাকে আপনার NID কার্ড আপলোড করতে হবে। নিজের না থাকলে পরিবারের কারও ব্যবহার করতে পারেন। NID কার্ডের ছবি তোলার জন্যে ক্যামেরা পারমিশন এলাউ করুন। এবার NID card এর ফ্রন্ট পেজের স্পষ্ট ছবি তুলুন।যেন প্রত্যেকটি লিখা পরিষ্কারভাবে বোঝা যায়। সঠিকভাবে তোলা হলে সাবমিট করুন। অন্যথায় রিটেকে ক্লিক করে পুনরায় ছবি তুলুন। অনুরুপভাবে ব্যাক পেজের ছবি আপলোড করুন। ↓ ফ্রন্ট ও ব্যাক পেজের ছবি সঠিকভাবে আপলোড করা হলে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর ছবিগুলো সঠিকভাবে আপলোড করা হলে আপনি আপনার NID information দেখতে পবেন। এবার নেক্সটে ক্লিক করুন। এবার আপনাকে আপনার সেল্ফি আপলোড করতে হবে।পরিবারের অন্য কারও NID Card ইউজ করে থাকলে ওনার সেলফি আপলোড করতে হবে। সেলফি ভাল না হলে টেনশন নিয়েন না।এটা শুধু ভেরিফিকেশনের কাজেই ব্যবহৃত হবে। Alaap app profile photo তে আপনি গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারবেন। সেলফি আপলোড করা হলে নেক্সটে ক্লিক করুন। এবার আপনার NID information গুলো চেক করা হবে তাই কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। সবকিছু সঠিকভাবে প্রোভাইড করা হলে ভ্যালিডেশন সফল হবে। এবার app initialization এর জন্যে আরও কিছু সেকেন্ড অপেক্ষা করুন। এবার নিচের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস আসলে lock screen Notification enable করুন। বাস! কাজ শেষ। আসুন এবার দেখি একাউন্ট ভেরিফিকেশন সফল হলো কিনা। চেক করতে চিহ্নিত জায়গায় ক্লিক করুন। এবার My Account এ ক্লিক করুন। নিচের চিহ্নিত জায়গায় দেখুন। Nid Verification approved দেখাচ্ছে।অর্থাৎ আপনার একাউন্টটি সাকসেসফুলি ভেরিফাইড। আর আলাপ নাম্বার টিও আপনি এখানে দেখতে পাবেন। আলাপ নাম্বারটির ক্ষেত্রে মজার ব্যাপার যেটি খেয়াল করলাম সেটি হচ্ছে 09696 এর পর বাকী ডিজিটগুলো আমার নাম্বারের শেষ ডিজিট দেওয়া হয়েছে। এভেইলেবল থাকলে আপনাদেরকেও আপনাদের নাম্বারের সাথে মিল রেখে আলাপ নাম্বার দেওয়া হবে। সেলফি তোলার সময় মনের মতো সেল্ফি আপলোড করতে পারেননি নিশ্চয়ই সমস্যা নেই।উপরে ডান পাশের এডিট সিম্বলটিতে ক্লিক করুন। এবার গ্যালারি থেকে নিজের পছন্দ মতো ছবি আপলোড করুন। ইমেইলের পাশে ভেরিফাই এ ক্লিক করলে সেখানে OTP বসানোর একটা বক্স পাবেন। আমি যখন ট্রাই করেছিলাম তখন otp আসতেছিলনা তাই আমি পরে email এর জায়গাটি ফাকা রেখেছিলাম।একই সমস্য ফেস করলে আপনিও ফাকা রাখুন। এরপর সেভ এ ক্লিক করুন। ১৫ মিনিট ফ্রি! বলেছিলাম না ১৫ মিনিট ফ্রি পাবেন! আসুন চেক করি পেয়েছি কি না। ভয়েস প্যাকেজে ক্লিক করুন। এবার দেখুন এখানে আপনাকে ১৫ মিনিট দিয়ে দেওয়া হয়েছে। কল ফরওয়ার্ডিংঃ কল ফরওয়ার্ডিং সার্ভিসটি চালু করার জন্যে সেটিং আইকনে ক্লিক করুন। এবার কল ফরওয়ার্ডিং লিখার উপরে ক্লিক করুন। চিহ্নিত আইকনে ক্লিক করলে যে নাম্বারে কল ফরওয়ার্ড করতে চান সেই নাম্বারটি বসানোর জন্যে একটি বক্স পায়াবেন। নাম্বার টি দেওয়া হয়ে গেলে সিম্পলি Ok তে ক্লিক করুন। রিচার্জঃ রিচার্জ করার জন্যে Recharge আইকন এ ক্লিক করুন এখানে আপনি বিকাশ, নগদ ও কার্ড পেমেন্টের মাধ্যমে রিচার্জ নিতে পারবেন। আমি বিকাশ সিলেক্ট করলাম। ১০-১০০০ টাকার মধ্যে কাঙ্ক্ষিত এমাউন্ট বসিয়ে কন্টিউ করুন। যে বিকাশ একাউন্ট থেকে রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিন এবং কনফার্ম করুন। বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি এখানে বসিয়ে দিয়ে আবারও কনফার্ম এ ক্লিক করুন। এবার আপনার বিকাশ একাউন্ট পিন নাম্বার দিলেই সাকসেসফুলি আপনার আলাপ একাউন্টে ব্যালেন্স যোগ হবে। সো ব্রাদার্স!? এবার ধুমসে অল্প করচে নিজের আপনজনদের খোজখবর নেওয়া শুরু করুন। আজ এ পর্যন্তই। ভাল থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। The post কথা হবে প্রতি মিনিট ৩০ পয়সায়। Alaap ip calling app by BTCL.ফুল রেজিষ্ট্রেশন প্রসেস। Instant NID verification approval. appeared first on Trickbd.com. |
[2go] |!*~ 2go ইউজাররা এবার টুগোর ব্যাকগ্রাউন্ডে ইচ্ছেমতো ছবি যুক্ত করুন । (বিস্তারিত পোষ্ট এ)~ Posted: আসসালামু আলাইকুম এর আগেও আমি টুগো সম্পর্কিত পোষ্ট করেছি । কিন্তু এখন পর্যন্ত বলি নি যে টুগো চ্যাট আসলে কি । . কোনো সমস্যা থাকলে নিচে কমেন্টে বলতে পারেন । অথবা টুগোতে বলতে পারেন । আমার টুগো ইউজারনেমঃ liponislam আর হ্যা টুগো সম্পর্কিত যেকোনো প্রশ্ন এবং সাহায্য লাগলে আমাদের এই গ্রুপটিতে জয়েন করুন তো আজকে এই পর্যন্তই । ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোষ্ট এ । আল্লাহ হাফেজ The post [2go] |!*~ 2go ইউজাররা এবার টুগোর ব্যাকগ্রাউন্ডে ইচ্ছেমতো ছবি যুক্ত করুন । (বিস্তারিত পোষ্ট এ)~ appeared first on Trickbd.com. |
Envato Elements Premium, 04 April পর্যন্ত Posted: Howdy Everyone আজকে Envato এর Premium Cookies দেয়া হবে, যা দিয়ে Envato থেকে Unlimited file download করতে পারবেন। তবে Account এর মেয়াদ 4 April, 2021 পর্যন্ত
New Cookies Link:- justpaste.it/envato
Process 1.প্রথমে আপনার PC browser এ "Cookies Editor" Extentionটি Download & Install করে নিন
2.তারপর Envato Element Page visit করুন
3.এবার Cookies Editor এ Click করুন
4. Delete Option এ Click করে সব Cookies Delete করুন
5. এখন Import Option এ Click করে এই Cookies Fileটি Copy & Paste করে দিন
6. "Unknown Error" Show করার পর Evanto element pageটি Refresh/Reload করুন
7.ব্যস Direct Log in হবে, উপভোগ করুন Premium Envato
Tutorial
Bye The post Envato Elements Premium, 04 April পর্যন্ত appeared first on Trickbd.com. |
Windows 10 এর কিছু Keyboard Shortcut Part-01 Posted: প্রতিনিয়ত আমরা Windows ব্যবহারে Mouse দিয়েই সব করে থাকি। আজকে কিছু Windows Shortcut Share করব যা আপনি Keyboard এ সাহায্যে খুব দ্রুতই করতে পারবেন
ShortCut সমূহ :-
Access Clipboard History Android এর G-clipboard এর মত Windows এও Build in ClipBoard রয়েছে, এটি access এর জন্য press Windows + V
Connect Wireless Accessories Wireless যেকোন কিছুই Windows এর সাথে Connect করতে Keyboard এ Press Windows + K
Take Screenshot আপনি হয়ত জানেন না Windows 10 এ Built In ScreenShot Features রয়েছে। এর জন্য আপনাকে Windows + Shift + S Press করতে হবে
Open Action Center Windows 10 এর যাবতিয় সব Notification জানতে Press করুন Windows + A
Call Cortana যেকোন প্রয়োজনে Cortana Use করতে চাইলে Windows + C Button Pressকরুন। এখন Easily type না করে Cortana তে Voice দিয়ে file/element search করুন
Emoji Keyboard এটা আমরা অনেকেই জানি। Windows 10 এর built in emoji keyboard রয়েছে। যেটা Access করার জন্য Windows + (.) Press করতে হবে [Windows + Dot Symbol]
এই ছিলো কিছু প্রয়োজনীয় Shortcut। আশাকরি উপকৃত হবেন। -:Mail:- dex477604@gmail.com
The post Windows 10 এর কিছু Keyboard Shortcut Part-01 appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments