Search box..

নিয়ে নিন 22x ALTBalaji Premium Account এক বছরের জন্য 100% Working Account

নিয়ে নিন 22x ALTBalaji Premium Account এক বছরের জন্য 100% Working Account


নিয়ে নিন 22x ALTBalaji Premium Account এক বছরের জন্য 100% Working Account

Posted:





























কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে কয়েকটি ALTBalaji Premium Account শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন


আমরা অনেকেই ALTBalaji ব্যবহার করি , এটি একটি Movie And Web Series দেখার জনপ্রিয় App বা Website , তাই আমি আপনাদের জন্য কয়েকটি ALTBalaji Premium Account দিবো , সবগুলো একাউন্ট ১ বছরের জন্য , সব একাউন্ট Fresh এবং Tested

এখান থেকে একাউন্টগুলো কালেক্ট করুন


bhimaraju.ch1994@gmail.com ➛ 20792554



vivekshahdevil@gmail.com ➛ 20792554



vmiglani05@gmail.com ➛ 20792554



ansar.ansari.7890@gmail.com ➛ 20792554



mohdwasif166@gmail.com ➛ 20792554



kumar.saurabh0071@gmail.com ➛ 20792554



vishu_19832002@yahoo.co.in ➛ 20792554



dheerajraghuvanshi.singh@gmail.com ➛ 20792554



ankitasinha0000@gmail.com ➛ welcome123



vidhigandhi2591@gmail.com ➛ Parth@1997



arpit007chaudhary@yahoo.com ➛ myappleiphone4S



arun.vashisat@gmail.com ➛ Arun@96530



dineshp188@gmail.com ➛ dineshp188



rajat2000rj@gmail.com ➛ raj24680



subhajit012@gmail.com ➛ sjeet@12



vikramlal88@gmail.com ➛ 9871102241Me



viswajeet1987@gmail.com ➛ vedant@135



ghoshsudip002@gmail.com ➛ kathakali05



akigniot@gmail.com ➛ p3snl53h



swatipri@gmail.com ➛ asmi2013



karthikagarwal21@gmail.com ➛ karthik123



naresh.kanna121@gmail.com ➛ Naresh@121


কয়েকটি স্ক্রিনশট দেখে নেই













যারা যারা একাউন্ট পাননি , তারা এই গ্রুপে জয়েন হয়ে একটি ম্যাসেজ দিন অথবা কমেন্ট বক্সে ইমেইল ঠিকানা দিয়ে কমেন্ট করুন এবং যেকোনো Premium App, Account, Bin, Udemy Course And Other লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন



PremiumAppsAccount Free






আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।

The post নিয়ে নিন 22x ALTBalaji Premium Account এক বছরের জন্য 100% Working Account appeared first on Trickbd.com.

শুক্রবারে মারা যাওয়া কিসের লক্ষণ….? এই দিনে মারা গেলে কবরের আজাব কেন হয়না…?

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

শুক্রবারে মারা যাওয়া কিসের লক্ষণ….?

জুম্মার দিন যদি কারো মৃত্যু হয় তাহলে এই মৃত্যুর বিশেষ কোনো ফায়দা বা ফযিলত বা মর্যাদা রয়েছে কিনা….? আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে রাসূলে পাক (সাঃ) থেকে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে।

তারমধ্যে থেকে একটি হাদিস তিরমিজি শরিফে বর্ণিত হয়েছে যায় ভাষা হলো এরকম, কোনো মুসলিম যদি জুম্মার দিনে অর্থাৎ শুক্রবারে মৃত্যুবরণ করেন অথবা জুম্মার রাতে মৃত্যুবরণ করেন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তায়ালা তাঁকে কবরের যে ফেতনা পরীক্ষা বা আজাব তা থেকে হেফাজতে রাখেন।

হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) সূত্রে বর্ণিত হয়েছে তিনি বলেন → নবী করীম (সাঃ) ইরশাদ করেছেন → যেকোনো মুসলমান জুম্মার দিনে অথবা রাতে মৃত্যু বরণ করবে আল্লাহ তায়ালা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। (মুসনাদে আহমদ ১১/১৪৭ তিরমিজি হাদিস নাম্বার ১০৭৪)

এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পরলাম যে শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁর মানে হলো বৃহস্পতিবার সন্ধ্যা হলে সূর্য ডুবে গেলে তখন থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ে মধ্যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে সেক্ষেত্রে আল্লাহ তায়ালা তাঁকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন তাঁকে কবরের আজাব থেকে ফেতনা থেকে মুক্তি লাভ করিয়ে থাকেন।

আর কেউ যদি কবরের আজাব এবং ফেতনা থেকে মুক্তি লাভ করতে পারেন, কবরের বিষয়টি তাঁর দুনিয়াবি কাজের জন্য এবং তাঁর কবরের প্রশ্নোত্তরের বিষয়টি পরিক্ষার বিষয়টি যদি কোন ব্যক্তির সহজ হয়ে যায় তাহলে কেয়ামতের তথা হিসাবের দিনের হাশরের দিনের যে হিসেব নিকাশ তাঁর জন্য অপেক্ষা করছে সেটি আরো অনেক বেশি সহজ হয়ে যাবে এটাও আশা করা যায়।

কারণ এই বিষয়ে তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত হাদিসে উসমান ইবনে আওফান (রাঃ) বলেন → রাসূল (সাঃ) বলেছেন → কবর হলো আখিরাতের ঘাটি গুলোর ভিতরে প্রথম ঘাটি।এই ঘাঁটিতে যদি কারোর জন্য প্রশ্নোত্তরকে সহজ করে দেওয়া হয় এই ঘাটির পরিক্ষা যদি কারোর জন্য সহজ করা হয় কবরের ঘাঁটিতে যদি কেউ বড় কোনো বিপদে না পড়েন অর্থাৎ সহজেই পার পেয়ে যান তাহলে পরবর্তী ধাপ গুলোতে ও তিনি সহজেই উত্তির্ন হতে পারবেন সেই আশা করা যায় ইনশাআল্লাহ। ( সূত্রঃ শায়খ নাসিরুদ্দিন আলবানী রহ. আহকামুল জানাইয গ্রন্হ পৃষ্ঠা ৫০ বঙ্গানুবাদ মিশকাত ১২৫ হাদিস সহীহ)

আর যদি কবরের ঘাঁটি কারো জন্য কঠিন হয়ে যায় তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে সে ধাপগুলো কারো কঠিন হবে ( তিরমিজি ২৩০৮)

এই সকল হাদিসের আলোকে জুম্মার দিনে কারোর মৃত্যু হলে সেটি নিঃসন্দেহে একটি ভালো আলামত। অর্থাৎ বলা যায় সেই ব্যক্তি ভালো মৃত্যু বরণ করলেন। এবং এর ফলে তার আখিরাতের প্রতিটি ধাপ তারজন্য সহজ হবে আশা করা যায়।

তবে হ্যাঁ কোনোভাবেই আমরা নিশ্চিত করে বলতে পারিনা যে জুম্মার দিনে কেউ মৃত্যু বরণ করলে তিনি সরাসরি জান্নাতে যাবেন। তবে সেই মৃত ব্যক্তির জন্য আমাদের মনে সুধারণা রাখা যেতেই পারে।

সুতরাং জীবদ্দশায় ভালো মৃত্যুর জন্য যে আমল গুলো আছে যে আমল গুলো করলে আমরা ভালো মৃত্যু লাভ করতে পারি সে আমল গুলো করতে হবে সবসময় তাকওয়ার উপর চলতে থাকা, ঈমানের উপর চলতে থাকা ভালো কাজের উপর নিজেকে গড়ে তোলা এবং নিজেকে সৎ কাজে নিয়োজিত রাখার চেষ্টা করে যেতে হবে আমাদের।

এবং আল্লাহ তায়ালা নিকট খাস করে দোয়া করতে হবে আল্লাহ যেনো আমাদের খারাপ মৃত্যু না দেন যেমন একটা মৃত্যু উদাহরণ হলো আকস্মিক মৃত্যু বরণ করা। সেটা হতে পারে কোনো দুর্ঘটনার কারণে বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে। এক্ষেত্রে যিনি আকস্মিক মৃত্যু বরণ করেন সে ব্যক্তি তওবা করার শেষ সুযোগটা হারায়।

যেমন কেউ যদি এমনিতে ধীরে ধীরে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করে অথবা মৃত্যু বরণের পূর্বে কিছুটা সময় পায় সেক্ষেত্রে এই ব্যক্তি আল্লাহ কাছে তওবা করার সুযোগ পেতে পারে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মৃত্যুর সময় যেন কালেমা পড়ার তৌফিক দান করেন এবং আমরা যেন মৃত্যুর আগে তওবার সুযোগ পাই সেজন্য প্রতিদিন আমাদের ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার পড়তে হবে। তাহাজ্জুদ পড়ে আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে তওবা করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post শুক্রবারে মারা যাওয়া কিসের লক্ষণ….? এই দিনে মারা গেলে কবরের আজাব কেন হয়না…? appeared first on Trickbd.com.

Green Farm 3 Offline Farming Game(Normal verson+Mod verson)

Posted:

আস সালামু আলাইকুম।কেমন আছেন সকলে?আশা করি সকলেই ভালো আছেন।আজকে আপনাদের মাঝে আবার একটি গেম নিয়ে কথা বলবো।গেমটি হচ্ছে ‘Green Farm 3’ নামক (12 MB) এর একটি গেম।এই গেমটি মূলত তাদের জন্য যাদের ফোনের কন্ডিশন খুব একটা ভালো না।এত কম এম্বির গেমে এত কিছু চিন্তাও করতে পারবেন না।তো আমি এই গেমটির ‘Play store’ Verson এর সাথে ‘Mod’ Verson ও শেয়ার করবো।বেশি কথা বাড়াবো না।চলুন পোস্টটি শুরু করি।

নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন।

Play store download link:ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন

Mod verson download link:ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন

Play Store verson:


প্রথমে গেমটি ওপেন করে নিন।এরপর ফেসবুক দিয়ে ‘Log in’ করে নিতে পারেন।তাহলে আপনার যেসকল ফেসবুকের বন্ধু এই গেম খেলে তাদের সাথে ‘Connected’ থাকতে পারবেন।তাদের ‘Farm’ এ যখন তখন ভিজিট করতে পারবেন।একদম ‘Clash of Clans’ এর মতো।আর যদি আপনারা ‘Offline’ এ খেলতে চান তাহলে ফেসবুক দিয়ে ‘Log in’ করা লাগবে না।

গেমের সম্পূর্ণ ম্যাপ অর্থাৎ আপনার ফার্মের সম্পূর্ণ জমি হবে এত টুকু।যেই অংশ ডার্ক হয়ে আছে।যা গেম এ লেভেল বাড়ার সাথে সাথে আপনি কিনতে পারবেন।গেম এর জমি আমি জুম আউট করে দেখাচ্ছি তাই দেখতে খারাপ লাগতে পারে।কিন্তু গেম খেলার সময় স্বাভাবিক যেই লুক তা অনেক সুন্দর।

এখানে গেমের বিভিন্ন Event দেখতে পাবেন।

গেমের স্টোরে যা যা থাকছে:

1.Plants Items:

2.Animal Items:

3.Pet Items:

4.Accessories Items:

Mod verson:


মুড ভার্সন গেমটি ওপেন করুন।ওপেন করার পর ফেসবুক দিয়ে ‘Log in’ করতে চাইলে করতে পারেন।তারপর নিচে দেখানো পদক্ষেপগুলো অনুসরণ করুন।

এবার আমাদের কাজ শেষ।দেখুন ‘Coin ও Cash’ আনলিমিটেড হয়ে গেছে।

আশা করছি পোস্টটি আপনাদের ভালোই লেগেছে।পোস্টে যদি কোন ভুল-ভ্রান্তি থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।সকলেই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।শীঘ্রই আপনাদের মাঝে পরবর্তী পোস্ট নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।

ফেসবুকে আমি:For any problem

The post Green Farm 3 Offline Farming Game(Normal verson+Mod verson) appeared first on Trickbd.com.

সারাদিন শাররীকভাবে সুস্থ থাকতে ও ভরপুর এনার্জি পেতে যে কাজগুলো সকালে করবেন,জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,সারাদিন শাররীকভাবে সুস্থ থাকতে ও ভরপুর এনার্জি পেতে যে কাজগুলো সকালে করবেন। অনেকে চায় সারাদিন সুস্থ ও ভরপুর এনার্জি পেতে। আজকে যে কাজগুলো আপনাদের মাঝে আলোচনা করব, সে কাজগুলো করলে সারাদিন ভরপুর এনার্জি পাবেন।সকালে যদি একটু সময় নিয়ে এই কিছু কাজ করেন,তাহলে সারাদিন আপনার অনেক ভাল কাটবে। আমরা অনেকে সকালে উঠে আমাদের গুরুত্বপূর্ণ সময়কে অবহেলা করি,যার কারনে আমাদের সারাদিন ভাল কাটে না। সকালে ১-২ ঘন্টা যদি একটু ব্যায় করতে পারেন,তাহলে আপনার সারাদিন ভাল যাবে ও সারাদিন ভরপুর এনার্জি পাবেন। যেহেতু চলছে পবিত্র রমযান মাস,মুসলমান প্রাপ্ত বয়স্ক সবার রোযা রাখতে হয়। তাই রমযান মাসের পর আমাদের উচিৎ সকালে এই কাজগুলো করার,সারাদিন ভরপুর এনার্জি পেতে। কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

১) সকালে ঘুম থেকে একটু আগে উঠতে হবে। অনেকে দেরিতে ঘুম থেকে ওঠে। আসলে এটা ঠিক না। খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে,তার পর আপনার বিছানা টা পরিপাটি করে গুছিয়ে নিবেন।বিছানা গোছানো এটি আপনার প্রথম কাজ। মনে রাখবেন,সকালে যদি বিছানা আপনি পরিপাটি গোছাতে পারেন,তাহলে আপনি মানসিক পরিতৃপ্তি পাবেন। তাই সকালের শুরুতে এটা হবে আপনার প্রথম কাজ।তাই এটি করুন।

২) তার পর দ্বিতীয় ধাপ হলো,আপনি ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খাবেন। এটি কিন্তু ভুলবেন না।ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খেলে আপনার শরীরের আদ্রতা ফিরে আসে।এছাড়া আপনি যদি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খান, তাহলে অনেক এনার্জি পাবেন। আপনি ঘুমিয়ে থাকলে অঙ্গ পতঙ্গ গুলো সচল থাকে না।এক গ্লাস পানি খেলে শরীরের অঙ্গ পতঙ্গ গুলো সচল হয়।আপনার শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দেয় এই এক গ্লাস পানি। তাই এই কাজ টি করতে ভুলবেন না।

৩) এর পরের ধাপে রয়েছে ব্যায়াম। এর পর পর আপনার ব্যায়াম করার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। সকালে উঠে অন্তত আপনি হাটতে ও পারেন৷ ব্যায়ামে শুধু যে আপনার শরীর ভাল থাকে তা না,আপনার মন ও ভাল থাকে সারাদিন।তাই সারাদিন ভরপুর এনার্জি পেতে ও সারাদিন ভাল কাটাতে চাইলে এই কাজটি করুন।

৪) তার পর এর ধাপ হলো,আপনি কি কি করবেন সারাদিন এর একটি তালিকা তৈরী করে নিবেন। তাহলে আপনার সারাদিন অনেক ভাল যাবে।আপনি অফিসে যাবেন নাকি বাজারে যাবেন,এ ধরনের তালিকা তৈরী করে নিবেন। এই কাজটি করতেও ভুলবেন না।

৫) সকালে উঠেই আপনি আপনার ফোন ঘাটা বন্ধ করুন৷ অনেক সময় দেখা যায় সকালে উঠেই ফোনের নোটিফিকেশন ও মেসেজ এর রিপ্লে দিতেই সময় চলে যায়। তাই সকালে উঠে ফোন কে দূরে রাখুন। সারাদিন ভাল কাটাতে ফোন সকালে ব্যাবহার করবেন না।

৬) তার পরের ধাপে,আপনি দাঁত ব্রাশ করা, গোসল করা বা আপনার নিত্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলুন।তার পর আপনি ফ্রেশ হয়ে নিন পুরোপুরি। আপনার কাপড় গোসানো বা এ ধরনের কাজ সেরে ফেলুন।

৭) তার পর আরেকটি ধাপ হলো, ব্রেকফাস্ট করার দিকে বেশি গুরুত্ব দিতে হবে।সকালের ব্রেকফাস্ট এর খাবার হতে হবে পুস্টিকর ও স্বাস্থ্যকর।

এই কাজগুলো করলে ও এই নিয়মগুলো মেনে চললে আপনি সারাদিন সুস্থ থাকবেন ও সারাদিন পাবেন ভরপুর এনার্জি।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post সারাদিন শাররীকভাবে সুস্থ থাকতে ও ভরপুর এনার্জি পেতে যে কাজগুলো সকালে করবেন,জেনে নিন। appeared first on Trickbd.com.

ফটোশপ এর উপর ফুল গ্রাফিক্স ডিজাইন বাংলা কোর্স

Posted:

Hello👋

কেমন আছেন সবাই….
আজকে ফটোশপ এর গ্রাফিক ডিজাইন কোর্স শেয়ার করবো

কোর্স সম্পর্কে

-> এই কোর্স টিও ই-শিখন এর🤣
-> কোর্স এ মোট ৩৪টি ক্লাস রয়েছে
-> কোর্স এর সকল ফাইল,রিসোর্স এখানেই আছে

ডাউনলোড

ডাউনলোড করুন

ধন্যবাদ সাবইকে..
আমার পোস্ট যাদের ভালো না লাগবে তারা ignore  করতে পারেন। আমি নাকি পোস্ট দিয়ে ভাঁওতাবাজি করি আরো কত কি😀

আর হ্যা এমন রিসোর্স পেতে যুক্ত হতে পারেন আমাদের সাথে

-> [ Telegram ] <-

The post ফটোশপ এর উপর ফুল গ্রাফিক্স ডিজাইন বাংলা কোর্স appeared first on Trickbd.com.

Who Am I: এই পর্যন্ত ইতিহাসের সেরা হ্যাকিং মুভির রিভিউ + লিংক

Posted:

 

📌 Movie: Who Am I 🎬

📌 IMDb R : 7.6/10

📌 Release : 25 Sep 2014

 

🛡 প্রযুক্তিনির্ভর এই আধুনিক বিশ্বে সবকিছুই কতো সহজলভ্য হয়ে গেছে সেটা আমাদের আশেপাশে তাকালেই দেখতে পাওয়া যায়। কিন্তু প্রযুক্তির খারাপ দিকগুলো কতোটা ভয়ংকর তা নিয়ে কি চিন্তা করি কখনও আমরা❓ আপনার একান্ত ব্যক্তিগত কোনো তথ্য অথবা কোনো মূহুর্ত যদি আপনার অগোচরে বাহিরের কেউ জেনে যায় তাহলে বিষয়টা কেমন হবে একবার কল্পনা করেন❗ আমাদের আশেপাশে এরকম অনেকেই এই বিড়ম্বনার শিকার। আর এগুলো যারা করে তাদের মধ্যে অন্যতম হলো একদল হ্যাকারগ্রুপ। ওরা আপনার অজান্তেই আপনার গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর আমার কাছে হ্যাকার নির্ভর সেরা মুভি হলো (Who Am I – Kein System ist sicher)। 

 

🛡 এসব হ্যাকিং, প্রযুক্তি নির্ভর আর কম্পিউটার সম্পর্কিত মুভিগুলো আমার মতো অনেকের কাছে একটু কঠিন মনে হয়। কারন এগুলো সম্পর্কে এতো বেশি জ্ঞান নেই আমাদের৷ কিন্তু কঠিন কঠিন বিষয় সহজ করে বুঝিয়ে দেয়া আর সেটাকে আবার উপভোগ্য করে তুলতে কয়জন পারে বলেন❗ আমার মনে হয় সে জায়গায় ডিরেক্টর দশে দশ পেয়ে যাবেন৷

 

💎💎 হালকা স্পয়লার 💎💎

 

🛡 কাহিনি সংক্ষেপ : মুভিতে কয়েকটা বিষয় লক্ষ্য করতে পারবেন আপনারা। প্রথমে একটা ছেলে যার বাবা ছোটবেলায় রেখে চলে গেছে তারপর মা আর নানির কাছে বড় হওয়া আস্তে আস্তে। এরপর মা জীবন যুদ্ধে হেরে গিয়ে সুইসাইডকে আপন করে নেয়ার পর নানির কাছেই একাকিত্বকে সঙ্গী করে বড় হওয়া। তারপর হ্যাকিং দুনিয়ায় প্রবেশ ও ডার্কনেটের মতো অন্ধকার জগতে হারিয়ে যাওয়া। ভালো কিছু করে বেঁচে থাকা অথবা খারাপ কিছু করে আঘাত পাওয়া। এরপর টুইস্ট আর টুইস্ট। 

 

♣ মুভির শুরুতেই দেখতে পাবেন বেনঞ্জামিন নামক ছেলেটি তার নিজের একাকিত্বের সাথে পরিচয় করিয়ে দিবে আপনাকে। একাকিত্ব থেকেই কম্পিউটারের প্রতি আসক্তি হয়ে যায় যার। খুঁটিনাটি ঘেঁটে ঘেঁটে হ্যাকিং এ পারদর্শী হয়ে যায় সে। পোগ্রামিং ল্যাংগুয়েজ শিখে অল্প কয়েকদিনে সে দক্ষ হয়ে যায় যেকোনো কিছু হ্যাকিং এ। তারপর সে প্রবেশ করে ডার্কনেটে। একটা ইন্টারনেটের ভিতর আরেকটা ইন্টারনেটের মতো বিষয় হলো এই ডার্কনেট। হটাৎ ঘটনাক্রমে তার সাথে দেখা হয় আরও তিনজনের যারা একেকজন একেকটা কাজে দক্ষ। গঠন করে ফেলে ওদের গ্রুপ ক্লে। আর গ্রুপের সাথে করতে থাকে অনেক ক্রাইম। তবে ওরা ডার্কনেটের দুনিয়ার একজনকেই কিং মনে করে সে হলো এমআরএক্স। 

 

এমআরএক্সের সামনে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণিত করার জন্য হ্যাকিং জিনিসটাকে খারাপ দিকে ব্যবহার করা শুরু হয় এরপর। জড়িয়ে পড়ে রাশিয়ান মাফিয়াদের চক্করে। আর তাদের পিছনে দক্ষ সাইবার ক্রাইম অফিসাররা তো সবসময় লেগে আছেই। সাইভার ক্রাইম যে কতোটা ভয়ানক সেটা দেখতে পাবেন মুভিতে। কোনো সিস্টেম সেফ নয় সেটাও বুঝতে পারবেন৷ মুভির শেষের দিকের টুইস্ট গুলো আপনার মস্তিষ্ককে নাড়িয়ে দিবে একদম। কি থেকে কি হচ্ছে সেটা ধরতে পুরো মনোযোগ স্ক্রিনে দিতে হবে।

 

♦ মুভির একটা কথা আমার কাছে বেস্ট লেগেছে, ” হ্যাকিং হলো অনেকটা ম্যাজিকের মতো, দুটোরই কাজ হলো সবাইকে ধোঁকা দেওয়া”।

 

🛡 আমার কাছে মনে হয় জার্মান এই মুভি দিয়ে বিশ্বে ভালোই প্রভাব ফেলতে পেরেছে। আবার অনেকে মনে হয় Who Am i দিয়েই জার্মান ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন।ডার্কনেট অনেক জটিল একটা বিষয়। স্বাভাবিকভাবে বললে অনেকেই এগুলো মাথায় ঢুকাতে পারবে না। কিন্তু খুব সুন্দর আর সহজ করে ডিরেক্টর তুলে ধরেছেন বিষয়গুলোকে। যারা হ্যাকিং নির্ভর মুভি পছন্দ করেন তাদের জন্য মাস্টওয়াচ মুভি এটা।

 

💎💎 যদি পজিটিভ চিন্তা করেন 💎💎

 

🛡 একাকিত্ব আসলে অনেক খারাপ জিনিস। সমাজ থেকে আপনাকে একপেশে করে দিবে। নিজেকে অতিনগণ্য আর অপ্রয়োজনীয় বস্তুর মতো মনে হবে। কিন্তু এই একাকিত্ব কিন্তু অনেকের জন্য আশীর্বাদস্বরূপ। কারন একটা মানুষ একা থাকলেই পৃথিবীর বাহ্যিকতা নিয়ে ভাবতে পারে নতুন কোনো কিছু করার ট্রাই করতে পারে। অনেকে অনেক জটিল কোনো কিছু আবিষ্কার করে ফেলে আবার অনেকে ভালো কোনো এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয় সমাজে। বড় বড় উদ্ভাবন যারা করেছে তাদের অধিকাংশের প্রথম সাথী ছিলো এই একাকিত্ব।

 

🛡 একাকিত্বময় দুনিয়ায় আপনার রাজ্যের রাজা শুধু আপনি। নিজের মতো সবকিছু করা যায়। যদি পজিটিভলি দেখি তাহলে মুভিতে বেনঞ্জামিন হ্যাকিং এর মতো কঠিন বিষয়গুলো কিন্তু একাকী ছিলো বলেই শিখেছে। সে একাকী থাকার কারনেই এদিকে আসক্ত হয়েছে। তবে সে সেটাকে ভালো কিছুতে ধরে রাখেনি। আপনি মুভিতে এই মেসেজটা পাবেন৷ ডার্কনেটের জটিল বিষয়গুলোকে সহজ ভাবে বুঝতে পারার জন্য মুভিটা একবার হলেও দেখা দরকার আপনার। যদিও বিস্তারিত এতো তথ্য নেই যে সবকিছু আপনি শিখে ফেলবেন। বিপদে পড়লে বন্ধুদের একা ফেলে না গিয়ে একসাথে সেটার মোকাবেলা করতে হয় সেটাও দেখতে পাবেন।

 

এই অসাধারণ মুভিটি দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করেন নিন।

 

Download Link: Click Here

The post Who Am I: এই পর্যন্ত ইতিহাসের সেরা হ্যাকিং মুভির রিভিউ + লিংক appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments