প্রতিদিন দুটি কলা কেন খাবেন? প্রতিদিন দুটি কলা খাওয়ার উপকারিতা জেনে নিন। |
- প্রতিদিন দুটি কলা কেন খাবেন? প্রতিদিন দুটি কলা খাওয়ার উপকারিতা জেনে নিন।
- অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করার সহজ পদ্ধতি | ঘরে বসে টাকা আয় করুন ।
- ১৪ই এপ্রিল মানে পহেলা বৈশাখ থেকে সারাদেশে কঠোর ভাবে লকডাউন।
- Marvel জনপ্রিয় সিরিজ The Falcon And The Winter Soldier এর নতুন রিলিজ হওয়া এপিসোড গুলো ডাউনলোড করে নিন বাংলা সাবটাইটেলসহ
- Kinemaster Engine Failed To Initialize নিয়ে নিন সমাধান [Android 10-11]
- মঙ্গল গ্রহের আসল ছবি এবং ভিডিও পাঠালো নাসা থেকে মঙ্গলে পাঠানো রোভার পারসিভিয়ারেন্স।
- দেশে করোনায় মৃত্যু এবং আক্রান্তের হাড় সর্বচ্চ রেকর্ড ভাঙ্গলো।
- জাবা মোবাইলের জন্য Ramadan time table অ্যাপস ২০২১
প্রতিদিন দুটি কলা কেন খাবেন? প্রতিদিন দুটি কলা খাওয়ার উপকারিতা জেনে নিন। Posted: আসসালামুআলাইকুম,ও হিন্দু ভাইদের আদাব।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,প্রতিদিন দুইটি কলা খাওয়ার উপকারিতা। কলা এই ফল সারা বছর ই পাওয়া যায়। কলাতে রয়েছে প্রচুর ভিটামিন ও পুস্টিগুন। আমরা অনেকে কলা খেতে পছন্দ করি। আমরা জানি না যে এই কলাতে কি পরিমান উপকারিতা রয়েছে। পুস্টিবিদরা বলেছেন,প্রতিদিন অন্তত দুটি কলা খাবেন। আজকে আপনাদের মাঝে এটা শেয়ার করতে যাচ্ছি,যে প্রতিদিন অন্তত দুটি কলা খাওয়ার উপকারিতা,ও কেন খাবেন প্রতিদিন দুটি কলা। অনেকে মনে করে বড় কলাতে বেশি পুস্টিউপাদান রয়েছে,আসলে বড় কলার তুলনায় ছোট কলাতে বেশি পুস্টিউপাদান রয়েছে।আপনি টানা ১ মাস যদি নিয়মিত কলা খান,তবে এর উপকারিতা বুঝতে পারবেন।কথা না বাড়িয়ে শুরু করা যাক,আপনি কেন খাবেন প্রতিদিন অন্তত দুটি কলা, প্রতিদিন দুটি কলা খাওয়ার উপকারিতাঃ ![]() ১) কলাতে রয়েছে প্রচুর আশ। এই আশ আমাদের হজমে প্রচুর সাহায্য করে।যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা বেশি কলা খেতে পারেন।যাদের হজমের সমস্যা আছে তারা দিনে অন্তত দুটি কলা খাবেন,এক মাস পর ভাল রেজাল্ট পাবেন। ২) কলাতে রয়েছে পটাশিয়াম, যা মস্তিষ্ক এর কার্যক্ষমতা বাড়ায় ও স্মৃতিশক্তি বাড়ায়। তাই যাদের মস্তিষ্ক এর সমস্যা রয়েছে তারা বেশি কলা খেতে পারেন। না হয় দিনে অন্তত দুটি কলা খাবেন। ৩) কলাতে রয়েছে প্রচুর পটাশিয়াম, এবং কম সোডিয়াম রয়েছে। তাই কলা রক্তচাপ নিয়ন্ত্রন রাখে। কলা খেলে হার্ট ভাল থাকে। যাদের হার্টের রোগী তারা বেশি কলা খাবেন। এক গবেষনায় দেখা গেছে দিনে অন্তত, দুটি করে কলা খেলে ৪০ ভাগ হৃদরোগের ঝুকি কমে যায়। ৪) গর্ভাবস্থায় বেশি করে কলা খাওয়া উচিৎ। কারন গর্ভাবস্থায় প্রসাব ঠিক হতে কলা প্রচুর সাহায্য করে। কলা রক্তে সর্করার পরিমান বাড়ায়। প্রতিদিন অন্তত দুটি কলা খেলে ক্লান্তিভাব ভাব দূর করে। ৫) মুড ভাল রাখতে কলা প্রচুর সাহায্য করে।প্রতিদিন অন্তত দুটি কলা খেলে ভাল ফলাফল পাবেন। যারা বিষগ্নতায় ভোগেন, তারা ও দিনে অন্তত দুটি কলা খাবেন, আশা করা যায় এই সমস্যা দূর হবে। ৬) কলা শক্তি বাড়াতে প্রচুর সাহায্য করে।তাই প্রতিদিন অন্তত দুটি করে কলা খাবেন। অনেকে আবার ব্যায়াম করার আগে কলা খেয়ে নেয়, এতে ভাল উপকার হয়। ৭) কলাতে রয়েছে আয়রন,যা হিমোগ্লোবিন তৈরীতে প্রচুর সাহায্য করে। বিশেষ করে রক্তাল্পতা ও আয়রনের ঘাটতি পুরন করে এই কলা। তাই আমাদের প্রতিদিন অন্তত দুটি কলা খাওয়া উচিৎ। ৮) কলা দেয়ের হরমোনের ভারসাম্য বজায় রাখে। তাই খাবার তালিকায় কলা রাখা উচিৎ। প্রতিদিন অন্তত দুটি কলা খাওয়া আমাদের জন্য অনেক উপকারী। ৯)কলা ওজন নিয়ন্ত্রন রাখে। অনেকে মনে করে কলা ওজন বাড়ায়,আসলে কলা খেলে শরীর এর ওজন নিয়ন্ত্রন রাখে। তাই প্রতিদিন অন্তত দুটি কলা খাওয়া উচিৎ। ১০) কলাতে প্রচুর ভিটামিন ও পুস্টিগুন রয়েছে। নিয়মিত কলা খেলে শরীরে পুস্টির ঘাটতি হয় না। আশা করি সবাই বুঝে গেছেন,প্রতিদিন দুটি কলা খাওয়ার উপকারিতা ও পুস্টিগুনগুলো। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post প্রতিদিন দুটি কলা কেন খাবেন? প্রতিদিন দুটি কলা খাওয়ার উপকারিতা জেনে নিন। appeared first on Trickbd.com. |
অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করার সহজ পদ্ধতি | ঘরে বসে টাকা আয় করুন । Posted: আজকে আমি আপনাদেরকে একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যেখান থেকে আপনি ঘরে বসে টাকা আয় করতে পারবেন । আপনার আগে যারা ফাইবারে কাজ করেছেন তারা এই সাইটে খুব সহজে কাজ করতে পারবেন এবং যারা নতুন তাদের কে আমি শিখিয়ে দিব । ফাইবারের যেরকম গীগ তৈরি করা হয় এখানে সেরকম প্রপোজাল তৈরি করা হয় । এবং আপনার এই প্রপোজাল টি যখন কোন বায়ারের সামনে আসবে তখন সেটি অর্ডার করবে এবং আপনার এই অর্ডারের আর্নিং টা থেকে এই সাইটটা কিছু কমিশন রাখবে এবং বাকি টাকা আপনাকে দিয়ে দিবে । তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে প্রপোজাল তৈরি করব । এবং আপনারা সকলে জানেন যে ফ্রিল্যান্সিং করতে হলে যেকোনো একটা দক্ষতার প্রয়োজন হয় আপনার যদি কোন দক্ষতা না থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন না। প্রথমে আপনার ফোন কিংবা কম্পিউটারের যেকোন একটা ওয়েব ব্রাউজার এ প্রবেশ করুন । তারপর https://www.ezlancers.com/এই লিংকে যান ।
এবার উপরের মতো একটি পেইজ আসবে সেখানে রেজিস্ট্রেশন করুন ।
একাউন্ট তৈরী হয়ে গেলে একটু নিচে এসে বাম দিকে GET STARTED এ ক্লিক করুন । এবার CREATE A PROPOSAL এ ক্লিক করুন । এবার আপনার PROPOSAL এর সকল ইনফরমেশন দিন । তারপর SAVE & CONTINUE করুন । একে একে সব গুলো ধাপ কমপ্লিট হলে তারপর SAve & Submit For Approval এ ক্লিক করুন ।
এবার আপনার PROPOSAL টি পেন্ডিং থাকবে এই সাইটের এডমিন আপনার প্রপোজালটা দেখার পর এপ্রূভ করে দেওয়ার পর এটা পাবলিশ হবে । সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আপনার প্রপোজালটা এপ্রুভেড হয়ে যাবে । আশা করছি সম্পূর্ণ পোস্টটি আপনারা বুঝতে পেরেছেন ? বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ।
The post অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করার সহজ পদ্ধতি | ঘরে বসে টাকা আয় করুন । appeared first on Trickbd.com. |
১৪ই এপ্রিল মানে পহেলা বৈশাখ থেকে সারাদেশে কঠোর ভাবে লকডাউন। Posted: ১৪ ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য দেশটিকে কঠোর লকডাউন করা হবে, সরকার ক্রমবর্ধমান করোনভাইরাস পরিস্থিতির মধ্যে গতকাল ঘোষণা করে যেহেতু চলমান বিধিনিষেধগুলি সম্ভবত ভাইরাসটির বিস্তারকে নিয়ন্ত্রণে অকার্যকর বলে প্রমাণিত করেছে। জরুরী সেবা ব্যতীত, সরকারী এবং বেসরকারী সকল অফিস এবং কারখানাগুলি বন্ধ থাকবে। গণপরিবহন পরিষেবাও স্থগিত থাকবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং বিশেষজ্ঞদের পরামর্শের পরে সরকার এই লকডাউন বাস্তবায়নের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন যে সরকার ১৪ ই এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য “অল-আউট লকডাউন” আরোপের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করছে। গতকাল সকালে ওবায়দুল কাদেরের কাছ থেকে প্রথম কড়া লকডাউন নেওয়ার খবরটি এসেছে। রাজধানীতে তার বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “দেশের করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ পরিবর্তন ঘটিয়েছে, সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বাড়ছে।” কাদের আরও জানান, কোভিড -১৯ পরিস্থিতি সম্পর্কে জনগণের অবহেলা ও উদাসীনতা সপ্তাহব্যাপী নিষেধাজ্ঞার সময় পরিবর্তিত হয়নি। লকডাউন কার্যকর হবে বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন – পহেলা বৈশাখ । জনগণের স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোভিড -১৯ বিধিনিষেধের কঠোর প্রয়োগের জন্য চাপ দিচ্ছেন, কারণ তারা ক্রমবর্ধমান করোনভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অর্ধ-হৃদয় প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। The post ১৪ই এপ্রিল মানে পহেলা বৈশাখ থেকে সারাদেশে কঠোর ভাবে লকডাউন। appeared first on Trickbd.com. |
Posted: যারা সিরিজটি দেখেননি তাদের জন্য ছোট একটি স্পয়লার দেই, সবাই জানেন এভেঞ্জার এর লাস্ট মুভির পর ক্যাপ্টেন এমেরিকা রিটায়ার্ড হয়ে পড়ে এবং তার শিল্ড এর দায়িত্ব দেয় ফ্যালকন কে, কিন্তু এই সিরিজে দেখা যাবে ফ্যালকন তার শিল্ড নিয়ে কি করে এবং মজার ব্যাপার এখানে নতুন এক ক্যাপ্টেন এমেরিকা কে দেখা যাবে। টিভি সিরিজ টির বিবরণনামঃ দ্যা ফ্যালকন এন্ড দ্যা উইন্টার সোলজার DOWNLOAD LINKFalcon Download Link পোস্ট এর কিছু অংশ অনলাইন থেকে কপি করা হয়েছে. এই ডাউনলোড লিংক এ প্রতি সপ্তাহে নতুন নতুন এপিসোড রিলিজ হবে তাই এটি বুকমার্ক দিয়ে রাখতে পারেন। The post Marvel জনপ্রিয় সিরিজ The Falcon And The Winter Soldier এর নতুন রিলিজ হওয়া এপিসোড গুলো ডাউনলোড করে নিন বাংলা সাবটাইটেলসহ appeared first on Trickbd.com. |
Kinemaster Engine Failed To Initialize নিয়ে নিন সমাধান [Android 10-11] Posted:
তো এটা ঠিক করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন। ২. এবার একটু নিচে গেলে দেখতে পাবেন Force Stop একটা অপশন আছে। এটাতে ক্লিক করে Ok করে দিন। ৩. এবার Kinemaster ওপেন করে দেখুন সমস্যাটা আর হবে না। স্বাভাবিক ভাবেই ওপেন করতে পারবেন। এরপর থেকে যখনই Kinemaster ওপেন করার প্রয়োজন হবে তার আগে Force Stop করে নিবেন। দেখবেন কোন সমস্যা হবে না। The post Kinemaster Engine Failed To Initialize নিয়ে নিন সমাধান [Android 10-11] appeared first on Trickbd.com. |
মঙ্গল গ্রহের আসল ছবি এবং ভিডিও পাঠালো নাসা থেকে মঙ্গলে পাঠানো রোভার পারসিভিয়ারেন্স। Posted: বেশ কয়েকদিন আগে নাসা Perseverance নামক একটি রোভার, দীর্ঘ সাত মাস যাত্রা করার পর মঙ্গলের বুকে অবতরণ করে, এর আগে আরো কয়েকটি রোভার পাঠানো হয়েছিল মঙ্গলের বুকে কিন্তু সেগুলো অতটা ক্ষমতাশালী ছিল না, সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও ফুটেজ এবং কয়েক হাজার ছবি পাঠিয়েছে Perseverance এবং মঙ্গল গ্রহ সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদেরকে দেয়, তার মধ্যে একটি হলো মঙ্গল গ্রহে কয়েকশো বছর পূর্বে মঙ্গলে পানি ছিল এবং সেগুলো মঙ্গল গ্রহের বুকে জমা রয়েছে কিন্তু সেগুলো মাটির সাথে মিশে আছে যেগুলো মঙ্গলের ভূপৃষ্ঠে দেখা যায় না। তবে মঙ্গল গ্রহে কোন প্রাণের অস্তিত্ব এখনো খুঁজে পাওয়া যায়নি, কারণ প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে হলে অবশ্যই সেখানে আগে পানির সন্ধান পেতে, হবে কারণ পানি মানেই জীবন। মঙ্গল গ্রহের একটি প্যারানোমা ভিডিও পাঠিয়েছে Perseverance রোভার যেটা আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও এর Perseverance আরো অনেক ছবি পাঠিয়েছে যেগুলোর কয়েকটি আপনাদেরকে দিলাম যাতে আপনারা পৃথিবীতে বসেই পৃথিবী থেকে প্রায় ২৮ কোটি কিলোমিটার দূরের কোন গ্রহকে দেখতে পারেন। আমি বলব এটা আসলে অনেক বড় একটি অ্যাচিভম্যান্ট নাসার জন্য। The post মঙ্গল গ্রহের আসল ছবি এবং ভিডিও পাঠালো নাসা থেকে মঙ্গলে পাঠানো রোভার পারসিভিয়ারেন্স। appeared first on Trickbd.com. |
দেশে করোনায় মৃত্যু এবং আক্রান্তের হাড় সর্বচ্চ রেকর্ড ভাঙ্গলো। Posted: স্বাস্থ্য সেবা অধিদফতরের জেনারেল (ডিজিএইচএস) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘন্টা (আজ সকাল আটটা পর্যন্ত) কোভিড -১৯ থেকে মারা গেছেন ৭৮ জন। একদিনের ব্যবধানে দেশে এখন পর্যন্ত রেকর্ড হওয়া কোভিড -১৯ এর কারণে এটি সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর ঘটনা এটি। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৭৭। এর সাথে মোট মৃত্যুর সংখ্যা ৯৭৩৯ এবং মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৪২ শতাংশে। বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে, এর মধ্যে কমপক্ষে ৫,৮১৯ টি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে মোট ৬৮৪৭৫৬ জন সংক্রামিত লোকের সংক্রমণ নিয়ে। বর্তমান ইতিবাচক হার ১৯.৮১ শতাংশ এবং মোট ইতিবাচক হার ১৩.৬৯ শতাংশ দাঁড়িয়েছে। সারাদেশে মোট ২৯৩৭৬ টি নমুনা ২৪ ঘন্টা (আজ সকাল 8 টা পর্যন্ত) পরীক্ষিত হয়েছিল। এই সময়ে কমপক্ষে ৪২১২ কোভিড -১৯ রোগী সুস্থ হয়েছেন। সুস্থের মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫৭৬৫৯০ এবং পুনরুদ্ধারের হার ৮৪.২০ শতাংশে। নিহতদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ২৫ জন মহিলা এবং একজনের বয়স ১০ বছরের কম, সাতটি ৩১-৪০ এর মধ্যে, সাতটি ৪১-৫০, ১৬ টি ৫১-৬০ এর মধ্যে এবং ৪৮ টি ৬০ বছরের বেশি। The post দেশে করোনায় মৃত্যু এবং আক্রান্তের হাড় সর্বচ্চ রেকর্ড ভাঙ্গলো। appeared first on Trickbd.com. |
জাবা মোবাইলের জন্য Ramadan time table অ্যাপস ২০২১ Posted: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্লে-স্টোরে হাজার হাজার রমজান সময়সূচী অ্যাপ রয়েছে। তবে জাবা মোবাইল ব্যবহারকারীদের জন্য নেই কোনো .jar ফরমেটের রমজানের সময়সূচী জাভা অ্যাপস। তাই আমি অন্য একটি অ্যাপসকে মোড করে জাভা মোবাইল ব্যবহারকারীদের জন্য .jar ফরম্যাটের একটি রমজানের সময়সূচি অ্যাপ তৈরি করেছি। এই জাভা অ্যাপসটিতে বাংলাদেশের আটটি বিভাগের সেহেরীর ও ইফতারের সময়সূচি যুক্ত করা হয়েছে। এই অ্যাপসটিতে ব্যবহৃত সময়সূচীগুলো ahlehadeethbd.org ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এই জাভা অ্যাপসটিতে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের আটটি বিভাগের সময়সূচী। তাই আপনার বিভাগের সময় সূচির সাথে কত মিনিট যোগ ও বিয়োগ করলে আপনার জেলার সময় বের করা যায় সেটা ইন্টারনেট বা অন্য কোন উপায় জেনে নিয়ে আপনার জেলার সময় বের করে নিন। ( এক্ষেত্রে কোনো ভুল হলে অ্যাপস কর্তৃপক্ষ দায়ী নয়) আমি সর্বোচ্চ চেষ্টা করেছি অ্যাপসটিতে নির্ভুল ইফতার ও সেহরীর সময়সূচী যুক্ত করার। তার পরেও আপনি আপনার এলাকার নির্ভরযোগ্য ও সঠিক ইফতার ও সেহরীর সময়ের সাথে অ্যাপসের সময়ের মিল করে নিবেন। পরপর দুই তারিখের সময় এক রকম । তাই 15 টি তারিখের সময় দেওয়া হয়েছে। যেমন 15 তারিখের সময়ের সাথে 16 তারিখের সময় সমান। তাই 16 তারিখের সময় দেওয়া হয়নি। অ্যাপসটি সম্পর্কে বিস্তারিতঃ
কিভাবে জাবা রমজান সময়সূচী অ্যাপসটি ব্যবহার করা যায়?এই জাভা রমজানের সময়সূচী অ্যাপসটি ব্যবহার করা খুবই সহজ। অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে নিচের স্ক্রীনশটের মত একটি পেজ ওপেন হবে। এই পেজ থেকে নিচের স্ক্রীনশটে দেখানো আইকনটিতে ক্লিক করুন। উপরের স্ক্রিনশটিতে দেখানো আইকনটিতে ক্লিক করার পর। নিচের স্ক্রীনশটের মত একটি পেজ ওপেন হবে। এই পেজে মোট আইকন রয়েছে নয়টি। এই পেজ থেকে প্রথম আইকনটিতে ক্লিক করুন। প্রথম আইকনটিতে ক্লিক করলে সুন্দর একটি অ্যানিমেশনের মাধ্যমে এপ্সটি সম্পর্কে বিস্তারিত তথ্যের একটি পেজ ওপেন হবে। বাকি যেই আটটি আইকন থাকবে ওই আইকন গুলাতে বাংলাদেশের আটটি বিভাগের সময়সূচী গুলোর আলাদা আলাদা রয়েছে । ২. ঢাকা, ৩. খুলনা, ৪. চট্টগ্রাম, ৫. ময়মনসিংহ, ৬. বরিশাল, ৭. রংপুর ৮. রাজশাহী, ৯. সিলেট ইত্যাদি নম্বরের আইকন গুলোতে রয়েছে উপরোক্ত বিভাগগুলো। আপনার বিভাগ অনুসারে যেকোনো একটি আইকনটিতে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। ওই পেজটি থেকে সেহরী এবং ইফতারের সময়সূচি খুব সহজেই দেখতে পারবেন। কিভাবে অ্যাপসটি ডাউনলোড করতে পারব?নিচের দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে খুব সহজেই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। Download link: Download java Ramadan time table apps. শেষ কথাআশা করছি আপনাদের কাছে এই অ্যাপসটি ভালো লাগবে। অ্যাপসটি ডাউনলোড করতে বা ব্যবহার করতে কোন সমস্যার সম্মুখীন হলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আন্তরিকভাবে ধন্যবাদ Shahazalal ভাইকে অ্যাপসটিতে ব্যবহৃত সময় গুলো দিয়ে সহযোগিতা করার জন্য। আরোও ধন্যবাদ তাদেরকে যারা আমাকে অনুপ্রাণিত করেছিলেন অ্যাপসটি তৈরি করতে। বিঃদ্রঃ এই অ্যাপসটি যদি আপনার কাছে ভাল লেগে থাকে। তবে Java mobile family গ্রুপে অ্যাপসটি সম্পর্কিত একটি রিভিউ দিয়েন। আরও পড়ুনঃ স্যামসাং মোবাইলের দাম 2021 বাংলাদেশ। ![]() The post জাবা মোবাইলের জন্য Ramadan time table অ্যাপস ২০২১ appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments