কেন বাড়ছে ক্রিপ্টোকারেন্সির চাহিদা? আপনি এর থেকে পিছিয়ে নন তো? |
- কেন বাড়ছে ক্রিপ্টোকারেন্সির চাহিদা? আপনি এর থেকে পিছিয়ে নন তো?
- এই App টির মাধ্যমে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হতে থাকবে ওয়ালপেপার! সাথে থাকছে আরো অনেক ফিচার!
- Animated আকারে মহাবিশ্ব ও পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানতে হলে এই App টি আপনাকে Try করতেই হবে!
- ছোট্ট একটি এপের সাহায্যে Pdf File এর উপর লিখুন!
- যেকোনো ছবি থেকে লেখা কপি করুন এই এপটির মাধ্যমে!
- এক ক্লিকেই সমস্ত App Background এ চলা বন্ধ করুন ছোট্ট একটি এপের মাধ্যমে!
- (UNROOTED)রুট না করেই রূটের মত পাওয়ারফুল কিছু মডিউল ব্যবহার করতে পারবেন এই App এর মাধ্যমে!
- আপনার Navigation Bar ও ফোনের চারপাশ Customize করুন Music Visualizer দিয়ে!
- (All in One – Part-2) ৩৬ রকমের Audio ও Video এর কাজ করুন একটি এপ দিয়ে!
- একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের নিশ্চায়নের জন্য রেজিষ্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি দেখে নিন।
কেন বাড়ছে ক্রিপ্টোকারেন্সির চাহিদা? আপনি এর থেকে পিছিয়ে নন তো? Posted: আসসালামুয়ালাইকুম, ক্রিপ্টো কারেন্সী এর দিকে কেন মানুষের এতো আগ্রহ বাড়ছে তার পেছনে অনেক গুলোই কারণ আছে, কিছুটা reason ঠিকঠাক আবার কিছুটা মনগড়া। তবে আমার মনে হয় কোনো কিছুকে পুরোপুরি ঠিক বা ভুল বলা যায়না, সেটা সঠিক সময় বিচার করবে। ব্লকচেইন নতুন টেকনোলজি, তাই একদিন না একদিন এর কার্যকারিতা সঠিক ভাবে বিচার পাবেই। ক্রিপ্টো কারেন্সী এর প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যাবার কিছু কারণ আলোচনা করলাম –
এরকম আরো হাজারো কারণ আছে যার জন্য ক্রিপ্টো কারেন্সী এখন রকস্টার। এর ঝলক আমরা প্রতিদিন বেড়েই যেতে দেখছি। একটা ডিজিটাল মুদ্রা তাঁকে নিয়ে এতো কাহিনী! এবার প্রশ্ন হলো ভরসাযোগ্য এক্সচেঞ্জার কোনটা যেখানে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো ক্রিপ্টো কার্রেন্সিতে? আমার মতে ক্রিপ্টো কারেন্সী কেনবার জন্য FTX এক্সচেঞ্জারটি খুবই ভালো।আর এছাড়াও ভালো মার্কেট পাবার জন্য Binance, Kucoin, Gate io, MEXC এক্সচেঞ্জার গুলো বেস্ট ! এছাড়াও আপনি বিভিন্ন হট ওয়ালেট ইউস করতে পারেন আর হট ওয়ালেট ও লেডজার ওয়ালেট গুলো ফান্ড হোল্ড করার জন্য সবচেয়ে নিরাপদ। আপনি Blockchain টেকনোলজি সম্পর্কে আরও জানতে এই চ্যানেল এ জয়েন করতে পারেন। এছাড়া আপনি যদি Airdrop এর মাধ্যমে আয় করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল এ জয়েন করতে পারেন। আমি প্রতিনিয়ত সেখানে বিভিন্ন ফ্রি আর্নিং ট্রিপস ও ট্রিকস শেয়ার করে থাকি। The post কেন বাড়ছে ক্রিপ্টোকারেন্সির চাহিদা? আপনি এর থেকে পিছিয়ে নন তো? appeared first on Trickbd.com. |
এই App টির মাধ্যমে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হতে থাকবে ওয়ালপেপার! সাথে থাকছে আরো অনেক ফিচার! Posted: আসসালামু আলাইকুম, ট্রিকবিডির অনেক পুরাতন ভিসিটর আমি। কিন্তু কখনো ভাবিনি যে ট্রিকবিডিতে Author হবো আর পোস্ট লিখবো কোনোদিন। সত্যি বলতে কি, একটা সময় ট্রিকবিডি আমার খুব পছন্দের একটা জায়গা ছিল। এখনো আছে। আশা করি ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। দিনে যে কতবার ট্রিকবিডি ভিসিট করতাম তার হিসেব রাখা জটিল ছিল। এখনো করি। দিনে ৩ বেলা খাবার সাথে সাথে ৫ বেলা ট্রিকবিডি আমার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আমি আমার জীবনে টেকনোলোজি সম্পর্কে অনেক কিছুই ট্রিকবিডি থেকে শিখেছি। ট্রিকবিডির কারনেই আমার মনে টেকনোলজির প্রতি ভালোবাসা জন্মেছে। কিন্তু গত কিছু দিন/মাস ধরে ট্রিকবিডির যে অবস্থা তা আমাকে খুবই হতাশ করছে। আমি নিয়মিত ট্রিকবিডি ভিসিট করি এই আশায় যে নতুন কিছু হয়তোবা শিখব। কিন্তু বর্তমানে ট্রিকবিডি আর আগের ট্রিকবিডি নেই। আগে অনেক ভালো ভালো Author ছিল। যারা আজকের বড় বড় টেকনোলোজি এক্সপার্টদেরও হার মানাতো। কিন্তু এখন ট্রিকবিডিতে এমন এমন সব পোস্ট হয় যা দেখে আমার আফসোস হয়। কিন্তু আশা করছি তার পরিবর্তন শিঘ্রই দেখতে পাবো ইনশাল্লাহ। আগের ট্রিকবিডি আবার ফিরে আসবে এ আশায় আছি। ট্রিকবিডি মডারেটরদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে Author বানিয়ে আমাকে কিছু শেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। সে সাথে এই প্ল্যাটফর্মটিকে এখনো টিকিয়ে রাখার জন্যেও ট্রিকবিডি টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে বাংলাদেশসহ অন্যান্য দেশেও ট্রিকবিডির সুনাম ছড়িয়ে পড়বে। কেননা বাংলাদেশে যদি শিক্ষা দেওয়ার মতো ভালো কোনো ওয়েবসাইট থেকে থাকে, তবে ট্রিকবিডি সেখানে আমার মতে প্রথম স্থানে থাকার সামর্থ রাখে। কেননা এখানে শুধু টেকনোলজিই না, সব ধরনের জ্ঞান পিপাসু মানুষদের জন্যে প্রচুর তথ্য রয়েছে। যাই হোক, এবার মূল আর্টিকেলে ফেরত আসি। এই পোস্টের মাধ্যমে আমি এমন একটা এপ্লিকেশনের কথা আপনাদেরকে জানাবো যা আপনারা হয়তোবা আগে থেকেই জানেন, নয়তোবা জানেন না। যারা জানেন তারা অবশ্যই এটা মানেন যে এটা প্লেস্টোরে থাকা সবচেয়ে ভালো এপ্লিকেশনগুলোর মধ্যে একটি। APP NAME : Tapet (mod unlocked version)
এপটির কিছু বৈশিষ্ঠ্য ও সম্পর্কে আপনাদের জানাই। ১) প্রথমত সবচেয়ে আকর্ষনীয় দিকটি হচ্ছেঃ এপটি অফলাইন। ২)এই এপে আছে হাজার হাজার, লক্ষাধিক Wallpaper যা গুনে শেষ করা যাবে না। ৩) এই এপে অনেক Options আপনি পাবেন বিশেষ করে কাস্টমাইজেশনের জন্যে। যেমনঃ আপনি কত মিনিট বা ঘন্টা পরপর Wallpaper Change হবে সেটা সেট করতে পারবেন। তাছাড়া আপনি Wallpaper Change, Save, Share, Colors chnage, pattern change, pattern property change, order change, slideshow সহ ইত্যাদি আরো অনেক অপশন পেয়ে যাবেন এখানে। তাই আপনাকে বোরিং feel করাবে না এর গেরেন্টি দিচ্ছি। ৪) প্রতিবারই নতুন কোনো Wallpaper আপনি পেয়ে যাবেন। তাই এ নিয়েই আপনাকে চিন্তা করতে হবে না। ৫) বিভিন্ন Widgets সেট করে রাখতে পারবেন হোম স্ক্রিনে। যা দিয়ে wallpaper change সহ অনেক কাজই করতে পারবেন। এমন সব ফিচার এই এপে আছে যে এই এপটিকে অন্যান্য অনেক এপ থেকে ভিন্ন করে রেখেছে।
এপটির কিছু স্ক্রিনশটসঃ
অবশেষে কিছু কথা বলবো। একটু সময় দিয়ে পড়বেন আশা করছি। আজ বিদায় নিচ্ছি।
The post এই App টির মাধ্যমে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হতে থাকবে ওয়ালপেপার! সাথে থাকছে আরো অনেক ফিচার! appeared first on Trickbd.com. |
Animated আকারে মহাবিশ্ব ও পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানতে হলে এই App টি আপনাকে Try করতেই হবে! Posted: আসসালামু আলাইকুম, এই পোস্টে আমি এমন একটা App এর কথা বলবো যার মাধ্যমে জ্ঞান পিপাসুরা মহাবিশ্ব ও পৃথিবী সম্পর্কে সুস্পষ্ট ও সহজভাবে দেখতে ও জানতে পারবে। এই App টি এতই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যা দেখে যেকোনো জ্ঞানপিপাসু মানুষ এর প্রেমে পড়ে যাবে। আপনি বিজ্ঞান,মানবিক কিংবা ব্যবসায়ী যে শাখারই শিক্ষার্থী হোন না কেন, এই App টি আপনাকে মহাবিশ্ব ও পৃথিবীর ইতিহাস সম্পর্কে অনেক সুন্দর ধারনা দিবে। যারা ইতিহাস সম্পর্কে জানতে চায় কিন্তু বইয়ের পাতায় পড়ে কিছুই বুঝতে পারছে না বা এ সম্পর্কে দেখে শিখতে চায় তাদের জন্যেই ডেভেলপাররা এই Application টি তৈরি করেছে। এই এপে মহাবিশ্বের শুরু, কত বছর পর কি হলো, পৃথিবী কবে সৃষ্টি হয়েছে, সূর্য, চাঁদ, এমনকি পৃথিবীতে কোন কোন প্রানী সবার আগে এসেছে, তারা কিভাবে বিকশিত হয়েছে, কোন কোন শতাব্দীতে পৃথিবীতে কি কি ঘটেছে সব এই এপ্লিকেশনে সংক্ষিপ্ত ডিটেইলস আকারে ও ছবির মাধ্যমে অনেক সুন্দর করে বর্ণনা করা হয়েছে। APP NAME : The History Of Everything App link : Playstore
এপটির কিছু স্ক্রিনশটসঃ
পোস্টটি পড়ার জন্যে ধন্যবাদ। The post Animated আকারে মহাবিশ্ব ও পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানতে হলে এই App টি আপনাকে Try করতেই হবে! appeared first on Trickbd.com. |
ছোট্ট একটি এপের সাহায্যে Pdf File এর উপর লিখুন! Posted: আসসালামু আলাইকুম, এই আর্টিকেলে আমি বলবো এমন একটি এপ্লিকেশনের কথা যার মাধ্যমে আপনারা Pdf এর উপর লিখতে পারবেন। শুধু লিখাই নয়, আকতেও পারবেন। APP NAME : Write on Pdf App link : Gdrive
এপটির কিছু স্ক্রিনশটসঃ
আমি জানি পোস্টটি খুবই ছোট হয়ে গিয়েছে। কিন্তু আমার কিছুই করার নেই। কারন এই এপ্লিকেশনটি সম্পর্কে বিস্তারিত বলার তেমন কিছুই নেই। আপনারা প্লেস্টরে গিয়ে দেখতে পারেন। এমনকি এপ্লিকেশনটির ডেভেলপাররাও খুব বেশি ডিটেইলস দেয়নি। কারন এই এপ্লিকেশনটির কাজ খুবই সিম্পল তাই বলার মতো কিছুই নেই।
ট্রিকবিডির সাথেই থাকুন। The post ছোট্ট একটি এপের সাহায্যে Pdf File এর উপর লিখুন! appeared first on Trickbd.com. |
যেকোনো ছবি থেকে লেখা কপি করুন এই এপটির মাধ্যমে! Posted: আসসালামু আলাইকুম, আপনি কি এমন কোনো এপ্লিকেশন খুজছেন যার মাধ্যমে আপনি যেকোনো ছবি থেকে লেখা কপি করতে চান? তবে আমি আপনাকে এই পোস্টে এমনই একটা এপ্লিকেশনের কথা বলবো যার মাধ্যমে আপনি স্ক্যান করে যেকোনো ছবি থেকে লেখা কপি করতে পারবেন। আমি Mod version এর লিংক দিচ্ছি। প্লেস্টোর এর ভার্সনে এডস আসে বেশি। তাই mod version টা দেওয়া। APP NAME : Text Scanner App link : Gdrive এপটি সম্পর্কে কিছু কথা বলে রাখিঃ ১) এপটি সবসময় Accurate Result নাও দিতে পারে। তাই সবসময় এমন ছবি choose করবেন যেখানে লিখাগুলো স্পষ্টভাবে বোঝা যায়। ২) নিজের বা অন্যের হাতের লিখায় যে লেখাগুলো দেওয়া এইরকমের ছবিগুলো থেকে ভালো result না পাওয়ার সম্ভাবনাই বেশি।তাই আমি বলবো এ ধরনের ছবি দিয়ে স্ক্যান না করতে। এপ্লিকেশনটি কিভাবে কাজ করে তার কিছু স্ক্রিনশটসঃ
যারা বুঝেননি কিভাবে কি করতে হয় তাদের জন্যেঃ ১) এপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করুন
ট্রিকবিডির সাথেই থাকুন। The post যেকোনো ছবি থেকে লেখা কপি করুন এই এপটির মাধ্যমে! appeared first on Trickbd.com. |
এক ক্লিকেই সমস্ত App Background এ চলা বন্ধ করুন ছোট্ট একটি এপের মাধ্যমে! Posted: আসসালামু আলাইকুম, এই আর্টিকেলে আমি এমন একটি Application এর কথা বলবো যার মাধ্যমে আপনারা এক ক্লিকেই সমস্ত এপ্লিকেশন বন্ধ করে দিতে পারবেন। হয়তোবা এটি নিয়ে আগেও পোস্ট করা হয়েছে। কিন্তু আমি জানি অনেকেই এই এপ্লিকেশনটা ব্যবহার করে না। তাই আপনাদের জন্যে ছোট্ট একটা Reminder থাকবে এই পোস্টের মাধ্যমে যে, আপনারা যদি Background Ram খাওয়া নিয়ে সমস্যায় পড়ে থাকেন তবে এই এপ্লিকেশনটি must try করে দেখা উচিত। তাছাড়া অনেকেই এই এপ সম্পর্কে জানে না। তাদের জন্যেও এই এপটি অনেক কাজে দিবে বলে আশা করি। আমি এই এপ্লিকেশনটি প্রতিদিনই ব্যবহার করি। গত কয়েক বছর ধরে নিয়মিত ব্যবহার করে আসছি, আর আমার আশেপাশে অনেক মানুষকেই এই এপটি ব্যবহার করার নির্দেশ দেই। কেননা আমি নিজে ব্যবহার করি তাই জানি এটি কতটা উপকারি। আমি Latest Mod Version এর লিংকই দিচ্ছি। APP NAME : Hibernator Pro App link : Apkdone কিভাবে ব্যবহার করবেন? এপটির কিছু স্ক্রিনশটসঃ আশা করি এপ্লিকেশনটি আপনাদের উপকারে আসবে। The post এক ক্লিকেই সমস্ত App Background এ চলা বন্ধ করুন ছোট্ট একটি এপের মাধ্যমে! appeared first on Trickbd.com. |
(UNROOTED)রুট না করেই রূটের মত পাওয়ারফুল কিছু মডিউল ব্যবহার করতে পারবেন এই App এর মাধ্যমে! Posted: আসসালামু আলাইকুম, কিভাবে ব্যবহার করবেন? এটি আপনার আনরুটেড ফোনেও রুটের স্বাদ দিবে। কিছুটা দুধের স্বাদ ঘোলে মিটানোর মত হলেও App টা খুবই পাওয়ারফুল। আমি স্টেপ বাই স্টেপ এই এপের কাজগুলো বলে দিচ্ছি ও তার সাথে শেষে কিছু স্ক্রিনশটও দিয়ে দিবো। ১) Better Rotation: মোবাইলের স্ক্রিনকে ১৮০° পর্যন্ত রোটেট করতে পারা। হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন। আপনার ফোনকে আপনি নিচ থেকে উলটো করেও ব্যবহার করতে পারবেন। সেটা আপনি যেকোনো App এর ভিতরে Force করে ব্যবহার করতে পারবেন। আপনারা অবশ্যই এটা জানেন যে Facebook Lite এর মত এপ্লিকেশন কিছু এপ্লিকেশন গুলোকে রোটেট করে ব্যবহার করা যায় না। কিন্তু cometin এর এই মডিউলটি ইন্সটল করার মাধ্যমে আপনি ফেসবুক লাইট এর মত এমন সব ধরনের এপ্লিকেশনগুলোকে যেকোনো ভাবে রোটেট করে ব্যবহার করতে পারবেন। আমি অনেক এপে টেস্ট করেছি এবং এটা আমাকে কোনোভাবেই হতাশ করেনি। ২) Ambient Display : এই মডিউলের মাধ্যমে আপনি আপনার হাতের ইশারায় (Wave করে) ফোন আনলক করতে পারবেন। ৩) shake actions : আপনি আপনার ফোনকে ঝাকিয়ে আপনি স্ক্রিনশট তোলা থেকে শুরু করে ফ্ল্যাশলাইট অন করা, শেষ যে এপ্লিকেশন আপনি চালাচ্ছেন সেটায় ফিরে যাওয়া, নোটিফিকেশন প্যানেল ওপেন করাসহ আরো অনেক কাজই করতে পারবেন। ৪) Pocket Mode: এই মডিউলটা তাদের জন্যে খুবই উপকারী যারা বাইরে ঘোরাফিরা করে মোবাইল পকেটে রেখে। অনেক সময় পকেটে ফোন রাখলে তাতে লক না দেওয়া থাকলে অটোমেটিক টাচ কাজ করে। মানে পকেটের সাথে ঘষা লেগে অনেক এপ্লিকেশনে চলে যায়। এই সমস্যাটা আমার প্রায়ই হয় কারন আমি লক ব্যবহার করি না। এই মডিউল সে সমস্যা থেকে মুক্তি দিতে সক্ষম। আপনি যখন এই মডিউলটি ইন্সটল করে Enable করে রাখবেন তখন মোবাইলের সেন্সরের মাধ্যমে এপ্লিকেশন অটোমেটিক ডিটেক্ট করে নিবে যে আপনার ফোন আপনার পকেটে আছে। আর এর মাধ্যমে আপনার ফোনকে অন্যান্য এপ্লিকেশনে ঢোকা থেকে বিরত রাখবে। ৫) App locker : সাধারন এপ লকার এর মতই এটা কাজ করে। তবে খুবই পাওয়ারফুল। এছাড়াও এখানে মোট ১৩টি মডিউল আপনি পাবেন যা আপনি ব্যবহার করে অনেক কিছুই করতে পারবেন। যদিও এই এপ্লিকেশনের প্লেস্টোরে রেটিং খুব কম, তবুও আমার কাছে এই এপ্লিকেশনটা অনেক ভালো লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
APP NAME : Cometin App Link : Playstore
এপের কিছু স্ক্রিনশটসঃ বিঃদ্রঃ কোনো সমস্যা হলে আমাকে গালি দিয়েননা। কেননা আমি এই এপের ডেভেলপার নই। আমার কাজ হচ্ছে এমন ইউনিক এপ গুলো আপনাদের সাথে শেয়ার করা। আমার এমন এপ্লিকেশনগুলো ব্যবহার করতে ভালোলাগে। তাই শেয়ার করি। ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মতো কাস্টমাইজেশন লাভার হলে আমি বলবো একবার হলেও ট্রাই করতে। The post (UNROOTED)রুট না করেই রূটের মত পাওয়ারফুল কিছু মডিউল ব্যবহার করতে পারবেন এই App এর মাধ্যমে! appeared first on Trickbd.com. |
আপনার Navigation Bar ও ফোনের চারপাশ Customize করুন Music Visualizer দিয়ে! Posted: আসসালামু আলাইকুম, এই পোস্টে আমি এমন ২ টা এপ্লিকেশন এর কথা বলবো যা আপনার ফোনকে একটু অন্যরকমভাবে কাস্টমাইজেশন করতে সাহায্য করবে। আপনি অবশ্যই Visualizer কি এটা দেখেছেন। ইউটিউবে বিভিন্ন মিউজিক চ্যানেলে অবশ্যই দেখে থাকবেন মিউজিক চলার সাথে Visualizer গুলো উঠানামা করে৷ আজ আমি দেখাবো ঐরকমই আপনি আপনার ফোনের Navigation bar এর সাথে করতে পারবেন। আর এটা করা খুবই সহজ। আমি যে ২ টা এপ্লিকেশন দিবো সেগুলো Mod Version। তাই আপনাকে কিছু কেনা নিয়ে চিন্তা করতে হবে না। কারন Mod Version এর ভিতরে সব ফ্রি তেই পেয়ে যাবেন। APP NAME : 1) Muviz App link : Gdrive আপনি আপনার Navigation bar এ অনেক রকমের Visualizer সেট করতে পারবেন। আপনি অনেক রকমের Options পাবেন কাস্টমাইজ করার জন্যে। কাস্টমাইজেশন লাভাররা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। কিভাবে ব্যবহার করবেন? 1) App Install করুন এপটির কিছু স্ক্রিনশটসঃ APP NAME : 2) Always On : Edge Music Lightning App link : Gdrive এই এপটি আগেরটির মতই। কিন্তু এর কিছু বিশেষত্ব আছে। আর তা হচ্ছে এর মাধ্যমে আপনি ফোনের চারপাশে Visualizer সেট করতে পারবেন। আপনি যফি কাস্টমাইজেশন লাভার হয়ে থাকেন তবে অবশ্যই একবার হলেও এই এপটি ট্রাই করে দেখবেন।
কিভাবে ব্যবহার করবেন? 1) App Install করুন আর হ্যাঁ, দুটি এপই যেকোনো এপের ভিতরে কাজ করবে। আপনি শুধু মিউজিক প্লে করবেন যেকোনো এপে আর সাথে সাথে Visualizer দেখতে পাবেন। ২ টি এপই আমার ভালো লেগেছে। তাই শেয়ার করলাম। এরকম আরো এপ সম্পর্কে জানাতে ইনশাল্লাহ পরেরবার আবারো হাজির হবো। The post আপনার Navigation Bar ও ফোনের চারপাশ Customize করুন Music Visualizer দিয়ে! appeared first on Trickbd.com. |
(All in One – Part-2) ৩৬ রকমের Audio ও Video এর কাজ করুন একটি এপ দিয়ে! Posted: আসসালামু আলাইকুম, APP Name : Audio lab (mod version) App Link : Gdrive এই এপ্লিকেশনের মাধ্যমে আপনি যা যা করতে পারবেন তার একটি লিস্ট দিয়ে দিলাম। 1) Trim audio এপটির কিছু স্ক্রিনশটসঃ এটি অনেক পাওয়ারফুল একটি এপ্লিকেশন। আশা করি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তবে এই এপ্লিকেশনটি আপনার অনেক কাজে দিবে। The post (All in One – Part-2) ৩৬ রকমের Audio ও Video এর কাজ করুন একটি এপ দিয়ে! appeared first on Trickbd.com. |
একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের নিশ্চায়নের জন্য রেজিষ্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি দেখে নিন। Posted: ২০২২-২৩ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল গত ২৯ তারিখ এ প্রকাশ হয়েছে। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ৩০-০১-২০২২ তারিখ হতে ০৬-০২-২০২২ তারিখ সন্ধ্যা ৮:০০ মধ্যে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। যারা ১ম পর্যায়ে যে কলেজে নির্বাচিত হয়েছে কিন্তু সে কলেজে ভর্তি হতে ইচ্ছুক না বা সে কলেজে ভর্তি হবেন না তা হলে রেজিস্ট্রেশন ফি প্রদান করবেন না। রেজিস্ট্রেশন ফি প্রদান না করলে আপনার সিলেকশন ও আবেদন বাতিল হয়ে যাবে এবং ২য় বার আবার নতুন করে আবেদন করতে পারবেন ২য় বার যখন আবার আবেদন শুরু হবে তখন। আর একবার নিশ্চায়ন বা রেজিস্ট্রেশন ফি প্রদান করে ফেলে তো তা হলে ২য় বার যখন ২য় আবেদন শুরু তখন আর আবেদন করতে পারবেন না। তখন যে কলেজে নির্বাচিত হয়েছে এবং নিশ্চায়ন বা রেজিস্ট্রেশন ফি প্রদান করেছেন সে কলেজে ভর্তি হতে হবে.!! রেজিস্ট্রেশন ফি জমা দিয়া যাবে ৪টি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
এছাড়াও টেলিটক সিম ও সোনালী ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং উপায় এর মাধ্যমে ফি জমা দিয়া যাবে..!! বিকাশ:![]() নগদ:![]() রকেট:![]() টেলিটক: ![]() যে কোনো প্রয়োজনে Facebook কে আমি বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
ধন্যবাদThe post একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের নিশ্চায়নের জন্য রেজিষ্ট্রেশন ফি প্রদানের পদ্ধতি দেখে নিন। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments