Search box..

স্প্যাম কাকে বলে? স্প্যাম থেকে রক্ষা পাওয়ার উপায়:

স্প্যাম কাকে বলে? স্প্যাম থেকে রক্ষা পাওয়ার উপায়:


স্প্যাম কাকে বলে? স্প্যাম থেকে রক্ষা পাওয়ার উপায়:

Posted: 30 Jan 2022 09:57 AM PST

আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে স্প্যাম সম্পর্কে। আমরা যারা ইন্টারনেট  ব্যবহার করি, তারা সবাই কম বা বেশি স্প্যাম শব্দটা শুনে থাকি।  বর্তমানে এই স্প্যাম শব্দ টা সচরাচর বেশি শোনা যায়। সুতরাং আজকে আপনাদের সাথে আমি আলোচনা স্প্যাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো । তো চলেন কথা না বলে শুরু করি।

দিন দিন ইন্টারনেটের উন্নতি হচ্ছে তার সাথে ইন্টারনেটের বিভিন্ন অপরাধ যুক্ত হচ্ছে। স্পাম হচ্ছে তার মধ্যে একটি অপরাধ। তাই আমি আজকে আপনাদেরকে স্প্যাম কাকে বলে এবং এ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। নিচে তা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হলো:

নতুনদের একটি কমন প্রশ্ন হচ্ছে,

স্প্যাম কাকে বলে?

স্প্যাম হচ্ছে একটি ইংরেজী শব্দ। এর বাংলায় কোন অর্থ পাওয়া যায় নাই। কিন্তু ইংরেজি অর্থ অনুযায়ী স্প্যাম এর সংজ্ঞা হল ইন্টারনেটের কোন অনাকাঙ্ক্ষিত, অপ্রাসঙ্গিক বা যুক্তিহীন কোন তথ্য। আমি যদি আরো বিস্তারিত ভাবে বলতে চাই, তাহলে স্প্যাম হলো আমরা যখন ইন্টারনেট এর মাধ্যমে কোন অনাকাঙ্খিত তথ্য বা মেসেজ ছড়িয়ে দেই তাকে স্প্যাম বলে।

স্পামিং বিভিন্ন মাধ্যমে করা হয় যেমন ইন্টারনেট ব্যাবহার করে ইমেইল, মেসেঞ্জার, ফোরাম, সোশ্যাল মিডিয়া ইত্যাদি মাধমে। আর যারা স্প্যাম এর কাজগুলো করে থাকেন, তাদেরকে স্প্যামার বলা হয়।

স্পামিং একটি বড় ধরনের অপরাধ। প্রথম প্রথম শুধু ইমেইলের মাধ্যমে বিভিন্ন জিনিস প্রচার এর জন্য স্পামিং বলা হতো। কিন্তু বর্তমানে স্পামিং বিভিন্ন অপরাধমূলক ও জালিয়াতি কাজে বেশি ব্যবহার করা হচ্ছে।

স্পামিং করার প্রধান কারণ গুলো কি?

স্পাম একটি বড় অপরাধ কারণ এর মাধ্যমে কিছু অপরাধ চক্র গুলো বিভিন্ন নিষিদ্ধ লিংক শেয়ার করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। স্প্যাম এর মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে অনেক কিছু চুরি হতে পারে সুতরাং স্পামিং লিংক শেয়ার অথবা ক্লিক করা থেকে সাবধান।

আমরা অনেকেই জানি না স্প্যামিং কিভাবে হয়ে থাকে। তাই এই বিষয়ে আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব।

স্প্যামিং করার জন্য অনেক প্রকারের উপায় বা মাধ্যম রয়েছে। আমরা অনেক সময় ফেসবুক ব্যবহার করার সময় মেসেঞ্জারে বিভিন্ন ধরনের ভুয়া মেসেজ বা আকর্ষিত খবর দেখতে পাই। যা অনেক সময় মানুষকে আশ্চর্য করার জন্য ব্যবহার করা হয়। আর এই সমস্ত মেসেজ বা খবর এর মাধ্যমে তারা অনেক সময় কিছু লিংক ব্যবহার করে যে লিঙ্কগুলি খুবই ক্ষতিকর। আপনি যদি তাদের মেসেজ দেখে সেই সমস্ত লিংকে ক্লিক করেন তাহলে আপনার প্রয়োজনীয় বা অতি গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট বা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

স্পামিং থেকে রক্ষা পেতে:

স্পামিং করার বড় উদ্দেশ্যই হচ্ছে বড় হ্যাকাররা ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করা। সুতরাং আপনার কাছে যদি এরকম কোন নিউজ বা কোন মেসেজ আসে, তাহলে সে সম্পর্কে আপনাকে আগে গবেষণা করতে হবে। অবশ্যই স্প্যাম লিংকে ক্লিক করবেন না। এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।

আপনি যখন কোনো অনাকাঙ্ক্ষিত খবর বা অনাকাঙ্ক্ষিত কোন অফার পাবেন, আগেই সেই অনাকাঙ্ক্ষিত অফারের লিংকে ক্লিক করবেন না। এটা সত্য কিনা ভুয়া তা আগে খুঁজে বের করুন। যদি আপনার কাছে মনে হয় এটা সত্য তাহলে সেই লিঙ্কে ক্লিক করবেন।

উপসংহার:

স্পাম বড় বড় কোম্পানির ডোমেইন এর সাথে মিল রেখে ডোমেইন কিনে সেই ডোমেইন দিয়ে বেশি করা হয়ে থাকে। কারণ বড় বড় কোম্পানির যখন বড় অফার দেয় তা আমরা সবাই নিতে চাই, তাই যারা স্পামিং করে, তারা এই সুযোগটাই ব্যবহার করে।  সুতরাং উপহারের খপ্পরে পড়ে স্প্যাম লিঙ্ক এ আপনি ক্লিক করবে না এবং এই লিঙ্কটি শেয়ার করবেন না।

যদি এই আর্টিকেলটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান। এরকম সুন্দর সুন্দর টিপস পেতে ওয়েবসাইট টিপসদাও.কম ভিজিট করতে পারেন।

আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনীয়।

The post স্প্যাম কাকে বলে? স্প্যাম থেকে রক্ষা পাওয়ার উপায়: appeared first on Trickbd.com.

নিয়ে নিন ৫টি বাংলা ও ইংরেজী ফন্ট ডাউনলোডের ওয়েবসাইট। Top 5 Best Bangla & English Font Downloading websites

Posted:

আসসালামু আলাইকুম,

এই পোস্টে আমি ৫টি বাংলা ফন্ট ও ৫টি ইংলিশ ফন্ট ডাউনলোডের ওয়েবসাইটের কথা বলেছি। আপনারা যারা ফন্ট দিয়ে ডিজাইন করতে বা বিভিন্ন কাজে ব্যবহার করেন তাদের জন্যে আশা করছি এই পোস্টটি কাজে দিবে।

 

 

 

BANGLA FONT DOWNLOADING WEBSITES :

 

বাংলা ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইটের সংখ্যা খুবই কম। যে কয়টা কমন মানে সবাই ব্যবহার করে সেগুলোর নামই এখানে বলছি।

 

৫) https://banglafreefonts.xyz/amp

এই ওয়েবসাইটটিতে ছবির মাধ্যমে দেখানো হয়েছে প্রত্যেক ফন্ট কেমন দেখতে। আর ডাউনলোড করতেও খুব একটা সমস্যা হয় না।

আপনি ব্যবহার করে দেখতে পারেন।

 

৪) https://bengalifonts.net

খুবই সাধারন আর সাদামাটা ডিজাইনে ওয়েবসাইটটি তৈরী করা। আর খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আপনার পছন্দের ফন্টটি। তাছাড়া এখানে মোটামুটি ভালোই কালেকশন আছে ফন্টের।

 

৩) https://www.omicronlab.com/bangla-fonts.html

এই ওয়েবসাইটে ফন্টের সংখ্যা খুব বেশি না। কিন্তু যেগুলো আছে সেগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

 

২) https://okkhor52.com

এই ওয়েবসাইটটি আসলে লিপিঘরেরই তৈরি। লিপিঘর আর অক্ষর৫২ এই দুই ওয়েবসাইটটি আপনি ভিজিট করলেই বুঝতে পারবেন আমি কেন এই দূটি ওয়েবসাইটকে ২ আর ১ নাম্বারে রেখেছি।

 

১) https://lipighor.com

 

দুটি ওয়েবসাইটেই অনেক ভালো ভালো ফন্টের কালেকশন আছে। আশা করছি আপনাকে হতাশ করবে না।

 

এ পর্যন্তই। আপনি ওয়েবসাইটগুলোতে ভিসিট করে দেখলেই সব বুঝতে পারবেন। আশা করছি আর কিছু বলতে হবে না।

 

 

ENGLISH FONT DOWNLOADING WEBSITES :

 

 

৫) http://www.1001fonts.com

নাম শুনে আফসোস করবেন না। যদিও ১০০১ ফন্ট নাম দেওয়া। কিন্তু আপনি এর চেয়েও অনেক বেশি ফন্টের কালেকশন এখানে পাবেন।

কতটি? ৯০০০+ font এর huge collection আছে এই ওয়েবসাইটের।

ভালো ফন্ট পেতে চাইলে এই ওয়েবসাইটটি আপনাকে একবার ভিসিট করে দেখতেই হবে।

 

 

৪) https://www.abstractfonts.com

এই ওয়েবসাইটটিতে অনেক high quality তে ভালো ভালো ফন্ট পাবেন। বেশিরভাগ ফন্টগুলোই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। শুধু লাইসেন্স গুলো আগে পড়ে দেখে নিবেন। অনেক সুন্দর করে ক্যাটেগরিতে আলাদা আলাদা থিম এর ফন্ট গুলো সাজানো আছে। খুব সহজেই খুজে পেতে পারেন।

 

 

৩) https://www.fontspace.com

এই সাইটটিতে 32,000 টিরও বেশি বিনামূল্যের ফন্টের একটি বিশাল সংগ্রহ রয়েছে৷

আপনি আপনার ব্যক্তিগত প্রকল্পের জন্য ব্যবহার করার জন্য প্রচুর বিনামূল্যের ফন্ট খুঁজে পেতে FontSpace ব্যবহার করতে পারেন।

 

 

২) https://fonts.google.com

Google Fonts কে ২য় স্থানে রাখার পিছনে কারন রয়েছে। এর সবচেয়ে ভালো দিক হল গুগল ফন্টের সব ফন্ট ওপেন সোর্স। আপনি আপনার পছন্দ মত তাদের ব্যবহার করতে পারেন। আর এখানে ৮০০ টিরও বেশি ফন্টের কালেকশন আছে।

 

 

১) https://www.dafont.com

আমার দেখা সেরা ফন্ট ডাউনলোডিং ওয়েবসাইট। এতে যে পরিমানে ফন্ট আছে তা গুনে শেষ করা যাবে না একদিনে! বিশাল কালেকশন আর অনেক সহজ ডাউনলোড করা। এর একটি বৈশিষ্ট্য হলো এর বিভাগ সিস্টেম যা কে আলাদা করে তোলে অন্যান্য ওয়েবসাইটগুলো থেকে । যা আপনাকে হরর-থিমযুক্ত ফন্ট, ভিডিও গেম ফন্ট, ভ্যালেন্টাইন থিমযুক্ত ফন্ট এবং আরও অনেক কিছুর মতো বিভিন্ন থিমের উপর ভিত্তি করে এর ফন্ট সংগ্রহ ব্রাউজ করতে দেয়। অন্যান্য ওয়েবসাইট থেকে আমার কাছে সবচেয়ে বেশি এই ওয়েবসাইটটি ভালো লেগেছে। তাই আমি একে ১ নাম্বারে স্থান দিয়েছি।

 

 

 

বিঃদ্রঃ প্রত্যেক ওয়েবসাইটেরই সকল ফন্টই ফ্রি বা কমার্সিয়ালি ব্যবহার করার জন্যে নয়। কমার্সিয়ালি ব্যবহার করার জন্যে আপনাকে লাইসেন্স নিতে হবে। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম৷ যেমনঃ অনেক ফন্টই আছে যেগুলো আপনি নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। আবার অনেক ফন্ট ব্যবহারের পূর্বে আপনাকে শর্তগুলো পড়ে বুঝে নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রি ফন্টগুলো ব্যক্তিগত ব্যবহারে সমর্থন দেয়। তাই ব্যক্তিগত ব্যবহার করা ছাড়া অন্য কোনো ভাবে ব্যবহার করার পূর্বে নির্দেশনা গুলো পড়ে নিবেন।

 

 

ধন্যবাদ।

This is 4HS4N

Logging Out…..

The post নিয়ে নিন ৫টি বাংলা ও ইংরেজী ফন্ট ডাউনলোডের ওয়েবসাইট। Top 5 Best Bangla & English Font Downloading websites appeared first on Trickbd.com.

কি আছে? গুগোল হেডকোয়ার্টার এর ভিতরে? Googleplex কোথায়? চলুন জেনে নিই।

Posted: 30 Jan 2022 09:24 AM PST

আমারা এদের সার্ভিস প্রত্যেকদিন ব্যবহার করে থাকি 😻এটা আমাদের নানান ধরণের অদ্ভুত প্রশ্নের উত্তর দিয়ে দেয়,

হ্যাঁ আমি গুগলের কথাই বলছি 🤗

আর সবথেকে ইম্পর্ট্যান্ট লি আজকে আমরা এর হেডকোয়ার্টার এর ব্যাপারে আলোচনা করব।🥰


San Francisco bay area

থেকে একটু দূরে এবং অন্যান্য টেক জায়ান্টের হেডকোয়ার্টার থেকে ঢিলছোড়া দূরত্বে যেমন অ্যাপেল পার্ক ফেসবুক এবং নেটফ্লিক্স আছে ২৬ একরের একটা হেডকোয়ার্টার যাকে গুগোলপ্লেক্স বলা হয় মাউন্টেন ভিউ এর এই হেডকোয়ার্টারের নামটা শব্দের সঙ্গে খেলা করেই তৈরি করা হয়েছে।

যদিও এটা দুটো শব্দের মিশ্রন অর্থাৎ গুগল প্লাস কমপ্লেক্স , কিন্তু আসলে গুগোলপ্লেক্স একটা অনেক বড় নাম্বার যেখানে অনেকগুলো শূন্য আছে আর হয়তো এই জন্য এই শব্দটাকে বেছে নেওয়া হয়েছে তার হেডকোয়ার্টার এর নামকরণ করার জন্য
কারণ হয়তো এই শব্দটা গুগলের জয়েন্ট এচিভমেন্ট কে নির্দেশ করে, এই জমিটা কেনা হয়েছিল

সিলিকন গ্রাফিক্স

বলে একটা কোম্পানির কাছ থেকে যারা জুরাসিক পার্ক মুভির জন্য

ডাইনোসর

তৈরি করেছিল হয়তো এই জন্য এখনও এই কমপ্লেক্স এর মধ্যে ডাইনোসরের স্ট্যাচু দেখা যায়

এটা প্রথমবার যখন গুগোল দিরেক্টলি কোন বিল্ডিং এর মধ্যে তাদের অফিসকে মুভ করায় নি যেখানে আগে অন্য কোন অফিস ছিলো।

এক্ষেত্রে তারা ডিসাইড করে তারা তাদের এই ফর্মটা কি নিজেরাই তৈরি করবে এজন্য তারা সাউথ আফ্রিকার আর্কিটেক্ট উইলকিনসন কে কাজটা দেয় , মনে করা হয় যে এই বিল্ডিং টা কে ডিজাইন করার সময় তার মাথায়

টিমওয়ার্ক এবং ক্রিয়েটিভিটি এই দুটো শব্দই ছিল।

এই বিল্ডিংটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে এমপ্লয়ীদের প্রডাক্টিভিটি কেউ বাড়ানো যায়। এবং তারা কাজ করে স্যাটিসফ্যাকশনও পায়।
বিভিন্ন জায়গায় থাকে বড় বড় জয়েন্ট এলইডি স্ক্রিন যেখানে সারা পৃথিবী জুড়ে গুগলে কি সার্চ হচ্ছে সেটা লাইভ দেখা যায় ,

আছে বড় বড় ওভার সাইজ হোয়াইটবোর্ড

যেখানে এমপিরা নিজেদের ক্রিয়েটিভ আইডিয়া কে ব্যাক্ত করতে পারে।


অনেক জায়গায় পিয়ানো এবং গিটারের মত মিউজিক ইন্সট্রুমেন্ট রাখা থাকে এ বিল্ডিং এর কন্সট্রাকশন এর জন্য প্রচুর পরিমাণে

কাঁচ ব্যবহার করা হয়েছে

যাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক আলো কমপ্লেক্স এর মধ্যে ঢুকতে পারে।

ভিতরে ছোট ছোট করে অফিস বানানো আছে যেখানে তিন চারজন খুব ইজিলি বসে কোন কাজ ডিসকাস করতে পারে, মনে করা হয় এরকম ধরনের ছোট ছোট সেটআপ নতুন আইডিয়া থেকে খুব ইজিলি জন্ম দিতে পারে। এবং সহজে সবার সঙ্গে শেয়ার করা যায়।

তার সাথে অফিসের অযথা

হইচই থেকেও বাঁচা যায়

যদিও এখানে কর্মচারীরা কাজ করার জন্যই যায় কিন্তু গুগল চায়না যে তাদের ইমপ্লোয়ীরা সেটা ফিল করতে পারুক।


এখানে স্টাফ দের সাথে বন্ধুর মত ব্যবহার করা হয় এবং তাদের নানান ধরনের ফেসিলিটি দেওয়া হয়। আমরা অনেকেই শুনেছি বড় বড় কোম্পানির মধ্যে জিম থাকে এটা নতুন নয় তবে গুগোলপ্লেক্স এর মধ্যে আছে

সুইমিংপুল

যেখানে আর্টিফিশিয়াল জলের স্রোতের সামনে ইমপ্লোয়ীরা সাঁতার কাটতে পারেন এই সুইমিংপুল গুলোতে আর্টিফিশিয়াল স্রোত থাকার জন্য এগুলোকে বেশি বড় করে বানানোর দরকার হয়না

তার সাথে আছে টেবিল টেনিস বিলিয়ার্ড এমনকি ছোট ছোট ভিডিও গেম ও আছে এখানে আছে ছোট ছোট  self-control ইম্পর্ট যেখানে এমপ্লয়ীরা বসে রিলাক্স করতে পারে, এবং কিছুক্ষণের জন্য অন্যদের থেকে নিজেকে একটু আলাদা রাখতে পারে।
মনে করা হয় যে ক্যালিফোর্নিয়ার ওয়েদার পৃথিবীর কিছু ভালো ওয়েদার এর মধ্যে একটা,

আউটডোর কেউ তারা  অদেখা করেনি

আউটডোরেও আছে টেনিস কোর্ট ফুটবল ফিল্ড এবং অন্যান্য আউটডোর গেমস যেগুলিতে স্টাফরা ফ্রিতেই ইউজ করতে পারেন।

আর এই সব কিছুই প্রাইভেট ফুটপাতের একটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড এখানে মেডিকেল স্টাফ আছে যারা

এখানকার এমপ্লয়ীদের

হেলথের দেখাশোনা করে। তার সাথে মেসাজ এর জন্য একটা কোম্পানিকে সাপসাইড করে রাখা আছে এমনকি এখানে আপনি 

হেয়ারকাট সেলুন থেকে ড্রাই ক্লিনিং পর্যন্ত পেয়ে যাবেন

একটা গুজব আছে যে ইম্প্লোরিরা এখানে এসে নিজেদের জামা কাপড় পরিষ্কার করে। যাতে বাড়িতে তাদের নিজেদের মেশিনকে ব্যবহার করতে না হয়।

আর সবথেকে ইন্টারেস্টিং এবং আইকাছি ব্যাপার হল যে এই বিশাল

কমপ্লেক্স

এর মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য গুগলের কালারের সাইকেল কে ব্যবহার করা হয়। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় অনেক এমপ্লয়ীদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাইম বিভিন্ন সাইট প্রজেক্ট করার জন্য লোকেটেড থাকে। তাদের অরিজিনাল কাজ বাদ দিয়ে তারা সবসময় ক্রিয়েটিভিটি কে প্রমোট করে এবং এনকারেজ করে

আর এটা তাদের ফলো দেয় গুগোল বলে যে  তাদের বেশিরভাগ ল্যাম্প প্রজেক্ট এইভাবে শুরু হয়েছিল যদিও সম্পূর্ন নয়, তবে

এই কমপ্লেক্সের

বিভিন্ন ধরনের এনার্জি রিকুয়ারমেন্ট বিল্ডিং এর উপরে লাগানো সোলার প্যানেল দিয়ে হয়ে যায়।


এখানে ক্যাফেটেরিয়াতে যে সমস্ত জিনিস খাওয়া হয় তার মধ্যে যে সবজি ব্যবহার করা হয় সেটা গুগোলপ্লেক্স এর বিভিন্ন গার্ডেন ই তৈরি করা হয়

অনেক সাইন্টিস্ট এবং সাইকোলজিস্টরা মনে করে যে কাজের ক্ষেত্রে আমরা যদি আউটডোর অ্যাক্টিভিটি কেউ ইনক্লুড করতে পারি, তবে আমাদের ব্রেইন খুব ভাল ফাংশন করতে পারে। আর টেক জায়ান্ট

গুগল

এ ব্যাপারটা কে খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং ব্যবহারো করেছে।

সবশেষে আলোচনা করা যাক খাবারের ব্যাপারে গুগোল নিজেদের এমপিদের জন্য ফুট প্রোভাইড করে আর যথেষ্ট পরিমাণে করে তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো

সম্পূর্ণটাই তারা ফ্রিতে ইউজ করতে পারেন

স্টাফরা এখানে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার কমপ্লেক্স এর বিভিন্ন জায়গায় থাকা ক্যাফেটেরিয়াতে করতে পারে। তাও সম্পূর্ণ ফ্রিতে এই ক্যাফেটেরিয়া  গুলোর মধ্যে অন্যতম হলো charlss place আর এর নামকরণ করা হয়েছে গুগলের প্রথম চিপ সেভ

charliyears

এর নামে। বর্তমানে তারা ফোকাস করে ফ্রেশ অর্গানিক এবং হেলদি খাবারের উপর।
বিভিন্ন ধরনের ডায়েট কে মাথায় রেখে এখানে মেনু তৈরী করা হয়।


তবে গুগল জানে তার অফিসে যারা কাজ করে তারা

একচুয়াল মানুষ রোবট নয়,

আর সাধারণ মানুষকে শুধু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার দিলেই হয় না , এদের মাঝে ও তাদের হয়তো একটু আধটু খিদে পেতে পারে। এই জন্য বিভিন্ন জায়গায় পায়ে হাটা দূরত্বের মধ্যে বিভিন্ন ধরনের স্নেক স্টোর থাকে তবে অফিশিয়ালি আমরা জানি না যে কত টাকা খরচা করে এই খাওয়া-দাওয়ার পেছনে। তবুও একজন ব্লগার ক্যালকুলেট করে দেখেছিল মোটামুটি প্রায়

৭২ মিলিয়ন ডলার

per year এর কাছাকাছি হতে পারে।

তার সাথে এমপ্লয়ীদের জন্য আছে ওয়াইফাই এনেবেল বাস , তবে যারা নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে আসে তাদের জন্য আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের জায়গা রয়েছে এমনকি যাদের ইলেকট্রিক বেয়াক্কেল আছে তারা চার্জ ও দিতে পারে।

দেখে মনে হচ্ছে এখানে কাজ করাটা তো অনেক ইন্টারেস্টিং কিন্তু একবার দুইবার ঘুরতে যাওয়ার পক্ষেও

কম ইন্টারেস্ট নয়

তো বন্ধুরা আপনার কী মনে হয় ? আপনি কি চান গুগলের হেডকোয়ার্টার এ জব করতে ? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন

The post কি আছে? গুগোল হেডকোয়ার্টার এর ভিতরে? Googleplex কোথায়? চলুন জেনে নিই। appeared first on Trickbd.com.

Endless Runner! নতুন বাংলাদেশি মোবাইল গেম

Posted:

Name: Endless Runner
Genre: Action
Release Date: Already Released

মুলত এটি একটি Endless Runner গেম। এটিতে আপনি High Score + Coin collect করতে পারবেন।খুব শীগ্রই Ranking System চলে আসবে যেখানে TOP 10 প্লেয়ার Leader Board এ দেখাবে।এছাড়া কয়েন দিয়ে নতুন ম্যাপ এবং ক্যারেক্টর কিনতে পারবেন। এখন ২টা ক্যারেক্টর এবং ম্যাপ আছে। সামনে আপডেটে অনেক কিছু চলে আসবে। এছাড়াও গেমে বাংলাদেশি ভাইপ রাখার জন্য বিভিন্ন দেশি বিলবোর্ড রয়েছে।

স্ক্রিনশটঃ

ডাউনলোড লিংকঃ Play Store

The post Endless Runner! নতুন বাংলাদেশি মোবাইল গেম appeared first on Trickbd.com.

গুগল আপনার সম্পর্কে কি কি জানে তা ফাইল আকারে ডাউনলোড করে নিন!

Posted:

ইন্টারনেটের দুনিয়ায় আমরা প্রতিদিনই কোনো না কোনো কিছু সার্চ করে থাকি। আর সবচেয়ে বেশি আমরা গুগল দিয়েই সার্চ করে থাকি। গুগল এখন শুধু একটা সার্চ ইঞ্জিন বলেই বিবেচিত নয়। গুগল এখন মোবাইল থেকে শুরু করে সবকিছুই নিজেরাই তৈরি করছে। গুগলের এত নামের পিছনে একটা বড় কারন হচ্ছে গুগলের প্রতি জনগনের বিশ্বাস।
Google play services, google play store, google play games, google play music, youtube, google translate, google meet, snapseed,  google earth, google classroom,  google sheets,  files by google, google drive, google keyboard, google chrome, google docs, google calculator, google maps সহ প্রত্যেকটি ক্ষেত্রে গুগলের অবদান আছে। আমি তো মাত্র কয়েকটি সার্ভিসের কথা বললাম।  এর চেয়েও শত শত সার্ভিস গুগল জনগনকে প্রদান করছে।

কিন্তু আপনি কি ভেবে দেখেছেন, গুগলের প্রতি এই নির্ভরশীলতার ফলে গুগল কি আপনার উপর নজরদারিতে ব্যস্ত কি না? হয়তো না। আবার ভাবলেও খুব একটা গুরুত্ব দেননি হয়তো। আপনি এমনটা মনে করতেই পারেন, আরে ভাই আমি তো আমেরিকার প্রেসিডেন্ট না, যে আমার উপর গুগল নজরদারী করলে ভালো কিছু পাবে। আমি একজন সাধারন মানুষ৷ আমার উপর গুগল নজরদারী করলেও গুগলের কি লাভ?
দাড়ান। সেই প্রসংগেই আসছি।

আপনি কখনো এটা ভেবে দেখেছেন কি? আপনি যখন কাউকে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের কথা নিয়ে কারো সাথে ফোনে কথা বলেন বা মেসেজ দেন বা গুগলে সার্চ দেন একটু পরেই আপনি যখন অনলাইনে ফেসবুক ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে আপনাকে ঐ বিষয় সম্পর্কেই এডস শো করাতে থাকে? কিংবা ধরুন আপনি কারো সাথে সামনাসামনিই বসে কথা বলছেন যে আপনি একটা শার্ট কিনবেন। এবং একটু পরেই আপনাকে শার্ট সম্পর্কে পৃথিবীতে যত এডস আছে তা শো করাতে থাকে!

আপনি যে গুগলের প্রতি এতটা নির্ভর সেটা আপনি যে দিক দিয়েই হোন না কেন, গুগলের কাছে আপনি শুধুই একটা প্রোডাক্ট ছাড়া আর কিছুই না!

কি? এখনো বিশ্বাস হচ্ছে না?

আচ্ছা ঠিক আছে। আমি প্রমান সহকারে আপনাকে দেখিয়ে দিব গুগল কিভাবে আপনার মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে দিয়ে আপনাকে তাদের একটা প্রোডাক্টে রূপান্তরিত করে ফেলেছে আর আপনি কিভাবে তাদের নজরদারীতে আছেন ২৪ ঘন্টা। ঠিক যেন একটা রোবটের মত। আপনাকে যা দেওয়া হচ্ছে আপনি তা-ই গ্রহন করছেন। আপনি এমন এক জালে আটকে গেছেন যেখান থেকে বেরিয়ে আসা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে।

এই পোস্টে আমি আপনাদের দেখাবো গুগল আপনার কি কি সার্ভিস কালেক্ট করছে তাদের ডেটা সেন্টারে আর আপনি কিভাবে সেগুলো ডাউনলোড করতে পারবেন আর চেক করতে পারবেন।

চলুন, শুরু করা যাক।

১) প্রথমে ভালো একটা ব্রাউজার থেকে www.google.com এ যান।

২) এরপর “Manage your google account” এ ক্লিক করুন।

৩) এরপর “Data and Privacy” তে ক্লিক করুন। নিচে স্ক্রল করে এসে “Download Your Data” তে ক্লিক করুন।

৪) এরপর যেসব ডেটা আপনি ডাউনলোড করতে চান সেসব ডেটা মার্ক করে সিলেক্ট করুন।

৫) Next এ ক্লিক করে ফাইল সাইজ ও কি ফরমেটে এক্সপোর্ট করতে চান সেটা সিলেক্ট করুন।

৬) “Create export” button এ ক্লিক করুন।


এরপর গুগল নিজের সার্ভারে আপনার ফাইলগুলো তৈরী করা শুরু করবে। এটা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় নিতে পারে। তৈরি হয়ে গেলে আপনাকে মেইল করবে গুগল। সেখানে আপনি একটা ডাউনলোড লিংক পাবেন। এরপর সে ডাউনলোড লিংকে ক্লিক করে আপনি ফাইলটা ডাউনলোড করে নিবেন।
মোবাইলে হলে zarchiever/rar App এর মাধ্যমে ফাইলটি এক্সট্রাক্ট করবেন। এরপর ভিতরে আপনার কাংখিত সকল ফাইলগুলো পেয়ে যাবেন।

অবশেষে কিছু কথা বলে শেষ করতে চাই।
এখন অবশ্যই বিশ্বাস হচ্ছে আমি কি নিয়ে কথা বলছিলাম?! আসলে টেকনোলজির এই দুনিয়ায় বিশ্বাস শব্দটি অনেক বড় অর্থ বহন করে। অনলাইনের দুনিয়ায় আপনি কাউকে বিশ্বাস করতে গেলে অনেক বুঝে সুঝে তারপর বিশ্বাস করতে যাবেন। কারন এখানে আপনার ডেটাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। আপনার ডেটা আপনার জন্যে কিছু না হলেও বড় বড় এসব কোম্পানির কাছে কোটি টাকার সম্পদের চেয়েও দামী।

আজ এ পর্যন্তই।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো টপিকে।
ধন্যবাদ।
This Is 4HS4N
Logging Out….

The post গুগল আপনার সম্পর্কে কি কি জানে তা ফাইল আকারে ডাউনলোড করে নিন! appeared first on Trickbd.com.

Anime ও Cartoon লাভারদের জন্যে নিয়ে আসলাম ২৩টি ওয়েবসাইটের Mega Collection

Posted:

আপনি কি Anime দেখতে ভালোবাসেন? কিংবা Anime জগৎে নতুন? Anime দেখার জন্যে Website খুজছেন কিন্তু পাচ্ছেন না? তবে এই পোস্টটি আপনার জন্যই।

এই আর্টিকেলে আমি সবচেয়ে জনপ্রিয় ২৩টি ওয়েবসাইটের কথা বলেছি যেখানে আপনি Anime এর পাশাপাশি অনেক পুরাতন ও নতুন cartoon ও পেয়ে যাবেন। সবগুলো ওয়েবসাইট ২০০% কাজ করে। এখানে আপনি পাবেন Anime ও Cartoon এর অনেক বড় কালেকশন। সবগুলো ওয়েবসাইট Collect করতে অনেকটা সময় ব্যয় হয়েছে। তাই আশা করছি কোনো নেগেটিভ কমেন্ট পাবো না।

Enjoy!

 

 

1) Animekisa.tv

 

(Anime দেখে আর কেউ এই ওয়েবসাইটের নাম জানে না, এমন মানুষ পাওয়া বিরল। এখানে এমন Anime আপনি search দিয়ে পাবেন না যেটা নেই। হয়তোবা খুবই Rare case এ কিছুটা ব্যতিক্রম।কিন্তু ৯৮% anime ই এখানে আছে। প্রতিদিনই আপডেট হয়।)

 

2) Gogoanime – (আগেরটার মতই)

#1) https://www1.gogoanime.pe/

#2) https://gogoanime.mom/

#3) https://ww2.gogoanimes.org/

#4) https://ww1.gogoanime2.org/

#5) https://gogoanime1.be/

#6) https://gogoanime.onl/

#7) https://gogoanime.blue/

 

3) 9anime – (এখানেও আগের ২ টার মতই বিশাল কালেকশন আছে Anime-র)

 

#1) https://9anime.vc/

#2) https://9anime.me/

#3) https://9anime.tube/

#4) https://9anime.se/

#5) https://9anime-tv.com/

#6) https://9anime.bid/

 

4) Animeheaven – (আমার জীবনে Anime দেখার প্রথম ওয়েবসাইট এটি। গত কয়েক বছর আগে copyright এর কারনে ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়। পরে তারা আবার চালু করে। One of the best website for watching/downloading anime. Recommended to try.

 

#1) https://animeheaven.ru/

#2) https://www.animeheaven.site/

#3) https://animeheaven1.com/

#4) https://animeheaven.online/

 

5) https://masteranime.es

6) https://animehub.ac/

7) genoanime.com

 

🔥নিচের এই ৭টা ওয়েবসাইটে আপনারা একসাথে Dual audio সহ 720p/1080p + english subtitles সব ফাইল আকারে পেয়ে যাবেন। যারা একসাথে ডাউনলোড করতে চান তাদের জন্যে এই ৭টা ওয়েবসাইট সব থেকে best.

 

8) https://kayoanime.com

9) https://animekuro.org

10) https://www.animeout.xyz

11) https://animetv4u.com

12) https://animedevil.com/

13) https://anidl.org/

14) https://animekaizoku.com/

 

🔥নিচের এই ৩টি ওয়েবসাইটটি সব থেকে জনপ্রিয় Anime Downloading Torrent Website.

15) nyaa.si

16) animetorrent.net

17) https://mirror.animetosho.org/

 

🔥18) https://coolsanime.me (এখানে হিন্দি ও ইংলিশ দুই ধরনেরই পাবেন)

 

🔥19) Kimcartoon (অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখানে অনেক cartoon ও পাবেন। পুরোনো ও নতুন সব Cartoon এর বিশাল collection আছে এই Website এ।

 

🔥20) https://www.cartoonsarea.xyz (আপনি যদি কম mb তে মানে ছোট সাইজে (compressed size এ) anime download করতে চান তবে এই website আপনার জন্যই বানানো হয়েছে। Quality ধরে রেখে size compress করে এই website এ anime upload করা হয়। শুধু তাই নয়। অনেক cartoon ও আপনি পেয়ে যাবেন কম সাইজে।

 

 

🔥নিচে এমন কিছু ওয়েবসাইটের নাম মেনশন করছি যেখানে আপনি anime ও cartoon হিন্দিতে পেয়ে যাবেন। Doraemon,Ninja hattori,Dragon ball z,Pokemon সহ পুরোনো ও নতুন সব anime ও cartoon এর অনেক বড় collection আছে এদের। Series ও Movies দুটোই আছে এদের।

 

21) deadtoonsindia.net

22) toonworld4all.me

23) https://cartoonzhub.blogspot.com/?m=1

 

 

অবশেষে কিছু কথা বলতে চাই। যারা Anime দেখতে ভালোবাসে তারা জানে বর্তমানে ভালো ওয়েবসাইট খুজে পাওয়া কতটা কঠিন। কেননা কিছুদিন পরপরই কপিরাইটের কারনে অনেক বড় বড় ওয়েবসাইট ডাউন হয়ে যায়। যেমনঃ সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Anime downloading website (Kissanime) গত ২ বছর আগে ডাউন হয়ে যায়। যদিও তাদের কিছু server এখনো চালু আছে। কিন্তু সেগুলোর কালেকশন খুব বেশি ভালো না। আর এডস বেশি। তাই সেগুলো মেনশন করিনি।

একটা কথা আজ বলতে ইচ্ছে করছে। আপনারা যারা Trickbd এর পুরাতন visitor তারা অবশ্যই Riadrox ভাই কে চিনবেন। সে ছিল one of the best trickbd author আমার কাছে। যদিও তার সাথে ১ বছর আগে কথা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করেছিলাম ভাই আগের মতো আর পোস্ট দেননা কেন? সে উত্তর দেয়ঃ সে ব্যস্ত থাকে খুব। আমার অনেক প্রিয় একজন মানুষ। তার থেকে অনেক কিছুই আমি শিখতে পেরেছি। তার কারনেই আমি কয়েক বছর আগে Your name (best anime movie according to me) এর সন্ধান পাই। এরপর আস্তে আস্তে এখন পর্যন্ত প্রচুর Anime movies আর series দেখেছি। যাত্রাটা সেখান থেকেই হয়। কখনো ভাবিনি Trickbd তে পোস্ট দিবো এ নিয়ে। কিন্তু তবুও তার কথা স্মরণ করলাম এ কারনে যে তাকে অনেক বড় একটা ধন্যবাদ দেওয়ার ছিল। Thanks Riadrox ভাই। আপনার কারনে আমি অনেক কিছু সম্বন্ধে জানতে পেরেছি। আপনি আমার inspiration।

অবশেষে একটি কথাই বলবো, thanks trickbd for changing my life.

ধন্যবাদ।

ইনশাল্লাহ আবারো দেখা হবে নতুন কোনো টপিকে।

This is 4HS4N

Logging Out…

 

 

The post Anime ও Cartoon লাভারদের জন্যে নিয়ে আসলাম ২৩টি ওয়েবসাইটের Mega Collection appeared first on Trickbd.com.

Foodify Premium Blogger Template|ফুডিফাই প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট।

Posted:

Foodify Premium Blogger Template|ফুডিফাই প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট।



Foodify ব্লগার টেমপ্লেটটি ফুড ব্লগের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। Foodify ব্লগার টেমপ্লেট হলো একটি ব্লগার টেমপ্লেট যা মোবাইল-ফ্রেন্ডলী।বিভিন্ন দরকারী ফিচার সহ,এটি একটি সুন্দর ব্লগার টেমপ্লেট৷

Foodify stylish food and resturant ব্লগার টেমপ্লেট ডিজাইনে রয়েছে ক্লিন কার্ড, ডার্ক মোড, লেবেল পোস্ট, ভিডিও পোস্ট, গ্রিড পোস্ট, একটি আকর্ষণীয় সাইডবার,মেগা মেনু,পপুলার পোস্ট,স্টাইলিশ ক্যাটাগরি,সুন্দর একটি কন্টাক্ট ফর্ম, ইনবিল্ট About us , privacy policy এবং আরও অনেক কিছু।

সাইডবারে রয়েছে dropdown মেনু সহ ডিফল্ট একটি সুন্দর সাইটম্যাপ পেজ।নিচের দিকে রয়েছে সোশ্যাল মিডিয়া আইকন।তার নিচে পাচ্ছেন আলাদা কিছু ক্যাটাগরি টাইপের অপশন যেখানে আপনি আপনার ইচ্ছে মত আইকন এর সাথে যেকোনো পেজ লিংক করে দিতে পারেন।

সম্পূর্ণ সেটআপ সহ food and resturant ব্লগ সাইট টেমপ্লেট। Foodify stylish food and resturant ব্লগার টেমপ্লেটটিতে রয়েছে নেটিভ কুকি অ্যাকসেস চেয়ে পপআপ দেয়া ফিচার, পোস্ট শর্টকোড, লিঙ্কের মাধ্যমে কমেন্টে ভিডিও বা ছবি অ্যাড করে দেয়ার অপশন,রিলেটেড পোস্ট সেটিংস, বক্স মোড, অটো-ট্রান্সলেট ইত্যাদি।

এই টেমপ্লেটে লেটেস্ট jQuery ইনস্টল করা রয়েছে এবং আরো সাথে রয়েছে font awesome আইকন।

নিচের Foodify Elegant Premium Blogger Template এর কিছু ফিচার তুলে ধরা হলো :

  • 100% Responsive Design
  • Google Testing Tool Validator
  • Google Rich Results
  • Custom 404 Page
  • Fast Loading
  • Featured Widgets by (Label, Recent or Random)
  • Boxed Mode
  • Awesome Ajax Mega Menu
  • 3 Sidebar Option (Left / Right / Full)
  • Whatsapp Sharing
  • Blogger, Disqus, or Facebook Comments
  • Drop Down Menu
  • Hot Post by (Label, Recent or Random)
  • SEO Optimized
  • Social Sharing
  • Browser Compatibility
  • Remove Footer Copyrights
  • Awesome About Section
  • Post Shortcodes
  • Blogger Template Customizer
  • Lifetime Template Updates

এছাড়াও রয়েছে আরো অনেক ফিচার।

DEMO

DOWNLOAD

নিত্যনতুন টিপস পেতে PieTune.xyz ভিজিট করুন

The post Foodify Premium Blogger Template|ফুডিফাই প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট। appeared first on Trickbd.com.

30+ WORKING FTP SERVER LIST

Posted:

আসসালামু আলাইকুম,
এই পোস্টে আমি ৩০টি এমন ftp server এর কথা বলবো যেগুলো বর্তমানে active আছে আর বেশ ভালোভাবেই চলছে।
এগুলোর ভেতর আপনার পছন্দের কোনোটা বাদ পড়ে গেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।

1) samonline – 172.16.50.4

2) ftpbd – ftpbd.net (2 AM – 2 PM)
আপনি যদি Ftpbd এর connection নিয়ে থাকেন তবে ২৪ ঘন্টাই ব্যবহার করতে পারবেন। বাকীদের জন্যে রাত ২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকে।

3) discoveryftp –
#1) dflix.discoveryftp.net (movies)
#2) cds1.discoveryftp.net
#3) cds2.discoveryftp.net (series)
#4) cds3.discoveryftp.net (games,software,tutorial etc)

5) ctgmovies.com
6) http://moviehaat.net/
7) Ftp Media – 10.1.1.1

8) Amrbd ftp –
#1) http://fs2.amrbd.com/
#2) http://fs2.amrbd.com/?dir=FTP

9) http://12.1.1.3/flix/
10) http://12.1.1.2/?dir=FTP
11) http://movie.pollyflix.com/
12) http://mymoviebazar.net/
13) https://www.mojaloss.stream/
14) http://dhakaftp.com/
15) http://www.elaach.com/
16) http://vdomela.com/
17) http://www.showtimebd.com/
18) http://mymoviebazar.net/Data/movies/
19) Khulnaftp – http://file.khulnaflix.net/
20) http://candybd.net/
21) http://www.lalbatte.net/
22) http://hatemtai.net/
23) http://103.135.208.2/Data/
24) https://mangogamers.com/ (Best Gaming Server For Gamers)
25) https://radio.net.bd/ (রেডিও শুনতে যারা পছন্দ করেন তাদের জন্যে Best একটা server)
26) http://pandaclubbd.com/
27) http://103.91.144.230/
28) surzomama – http://103.85.235.254/
29) http://103.113.16.46/
30) http://103.97.207.226/

এই পোস্ট দেখার পর অনেকেই বলবেনঃ ভাই প্লে-স্টোরে গিয়ে Bdix App টা নামিয়ে নিলেই তো হয়। হ্যাঁ আমি মানছি ঐটা সহজ। কিন্তু ঐ App এ বেশিরভাগ Ftp ই কাজ করে না। এখানে আমি যে লিস্ট দিয়েছি সেখানে আমার Isp তে যেসব Ftp support করেছে সেগুলো। এখান থেকে আপনার Isp তে কয়েকটা server কাজ নাও করতে পারে। তবুও দেখে নিবেন কোনটা কাজ করে আর না করে। আর Discoveryftp তে একাউন্ট করার প্রয়োজন হয়। তারা যখন একাউন্ট রেজিষ্ট্রেশন চালু করে তখন করে নিবেন। কখন চালু হয় এটা জানতে তাদের ফেসবুক গ্রুপে join করে নিয়েন। আমিও সেখান থেকেই পেয়েছি।
আর হ্যাঁ, সবগুলো server আমি নিজে check করে দেখেছি। যেগুলো ভালোভাবে কাজ করে সেগুলোই list এ রেখেছি।
তাছাড়া আমি icc,circlefp এর মত ভালো ভালো ftp server গুলো add করিনি কারন এগুলো আমার isp তে চলে না। তাই দূঃখিত। কিন্তু যেগুলো দিয়েছি সেগুলো সবার জন্যেই চলার কথা। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
This Is 4HS4N
Logging Out….

The post 30+ WORKING FTP SERVER LIST appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন আর্তুগ্রুল খ্যাত এনজিন আলতান অভিনীত ‘My Father’s Violin’ তুর্কি মুভি সাথে আমার রিভিউ।

Posted:

My Father’s Violin ( তুর্কি : Babanın Kemanı ) একটি 2022 সালের তুর্কি চলচ্চিত্র যা আন্দাক হাজনেদারোগলু দ্বারা পরিচালিত এবং এতে অভিনয় করেছেন গুলিজার নিসা উরে, এঞ্জিন আলতান দুজিয়াতান এবং বেলসিম বিলগিন । সিনেমাটি 21 জানুয়ারী, 2022-এ Netflix- এ মুক্তি পায়। ভাষাঃ ইংরেজি। সাথে ইংরেজি সাবটাইটেল রয়েছে।

মুভিটি রিলিজ হওয়ার পরেই এঞ্জিন আলতান অভিনীত হওয়ায় তুর্কী এবং বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

মুভির স্ক্রিনশটঃ

এবার আসি মুভিটি আপনার কেনো দেখা উচিত?
প্রথমেই বলে রাখি আপনি যদি দিরিলিস আর্তুগ্রুল দেখে থাকেন তাহলে ইঞ্জিন আলতান কে অবশ্যই চিনবেন।আর তার বিশাল বড় ভক্তও আপনি।

আমার রিভিউঃ

সদ্য নেটফ্লিক্সে রিলিজ হওয়া দিরিলিস আরতুগ্রুল খ্যাত জনপ্রিয় অভিনেতা এনজিন আলতানের দারুণ একটি তুর্কি ড্রামা মুভি ৷ বেশ উপভোগ্য ছিলো ৷ বিশেষ করে ছোট্ট মেয়েটার অভিনয় মনে দাগ কেটে গ্যাছে ! এনজিন আলতান বরাবরের মতোই এই মুভিতেও তার সেরাটা দিয়ে অভিনয় করেছে ৷

মুভির গল্পটা অসাধারণ সাথে সিনেমাটোগ্রাফি মোটামুটি ভালো ছিলো ৷ এই মুভির ভায়োলিনের সঙ্গীতগুলো মুভিটাকে অন্য এক মাত্রায় নিয়ে গ্যাছে ৷ খুবই সুন্দর ছিলো সঙ্গীতগুলো !

মুভির প্লট : ছোট্ট মেয়ে ওজলেম তার বাবার সাথে রাস্তায় রাস্তায় ভায়োলিন বাজাতো ৷ দুইজনের অভাবের সংসার তাদের তবে ভালোবাসায় পরিপূর্ণ ছিলো ৷ হঠাৎ একদিন তাঁর বাবা মারা যায় এবং আট বছরের ছোট্ট মেয়েটি অনাথ এবং একা হয়ে পরে ৷

এদিকে ওজলেমের চাচা একজন ফেমাস এবং সফল ভায়োলিনের সঙ্গীত শিল্পী ৷ কোনো এক অজানা কারণে তাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো ছিলোনা এবং বহু বছর তাদের যোগাযোগ ছিলো না ৷

মেয়েটার বাবা মারা যাওয়ার পরে সরকারী সংস্থা মেয়েটার ভরণপোষনের দায়িত্ব তাঁর চাচাকে দেন ৷ কিন্তু তার চাচা মেহমেত তার দায়িত্ব নিতে রাজি নন ৷ এভাবেই এগোতে থাকে চমৎকার এই মুভিটির কাহিনী ৷

চাচা-ভাতিজির খুঁনসুটি আপনাকে কাঁদিয়ে ছাড়বে কনর্ফাম ৷

এবার আসি ডাউনলোড লিংক এঃ

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

যেকোনো ধরনের তুর্কি সিরিজ এবং মুভি দেখতে ভিজিট করুনঃ এই সাইটে

The post ডাউনলোড করে নিন আর্তুগ্রুল খ্যাত এনজিন আলতান অভিনীত ‘My Father’s Violin’ তুর্কি মুভি সাথে আমার রিভিউ। appeared first on Trickbd.com.

আসমানি কিতাবসমূহের বিষয়বস্তু এবং প্রসিদ্ধ আসমানি কিতাব ও সহিফা

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে আসমানি কিতাব সমূহের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

কিতাব শব্দের অথ হলো লিখিত বা সংরক্ষিত বস্তু । এ আরও অনেক অথ রয়েছে । যেমন :-গ্রন্থ,পুস্তক বা বই । আর আসমানি কিতাব বলতে ঐ সকল বই বা পুস্তককে বোঝায় যা আল্লাহ তায়ালার কাছ থেকে অবতীণ হয়েছে ।

আল্লাহ তায়ালা মানবজাতির হিদায়াতের জন্য দিকনিদেশনা স্বরুপ আসমানি কিতাব নাযিল করেছেন । আল্লাহ তায়ালা ফেরেশতা জিবরাইল (আ) এর মাধ্যমে রাসুলগণদেরকে কিতাব প্রেরণ করেছেন ।

আসমানি কিতাবসমূহের বিষয়বস্তু :-
আল্লাহ তায়ালা আসমানি কিতাবসমূহে নানা বিষয়ের আলোচনা উপস্থাপন করেছেন । তার কয়েকটি উদাহরণ নিচে দেখানো হলো :-

১। আল্লাহ তায়ালার সত্তাগত পরিচয়
২। আল্লাহ তায়ালার নাম এবং গুণাবলির বণনা
৩। নবি এবং রাসুলগণের বননা
৪। পূববতী জাতিসমূহের বিবরণ
৫। হালাল-হারাম,জায়েজ-নাজায়েজের বণনা
৬। আখিরাত বা মৃত্যুর পরবতী জীবন সম্পকে স্পষ্ট বিবরণ
৭। আকিদা ও তাওহিদ সম্পকে বননা
৮। ইসলামি শরিয়তের বিধি-বিধান সম্পকে বিবরণ
৯। ন্যায় বিচার এবং আইন সংক্রান্ত সকল বিষয়ের বিবরণ
১০। একটি মানুষের প্রয়োজনীয় জীবন বিধান সংক্রান্ত বিবরণ
১১। অবাধ্য মুসলিম ও কাফিরদের পরিণতি সম্পকে বিবরণ ইত্যাদি ।

আসমানি কিতাব সমূহের সংখ্যা :-

মানবজাতির হিদায়াতের জন্য যুগে যুগে আল্লাহ অনেক নবি রাসুল পাঠিয়েছেন । আর পাঠিয়েছেন আসমানি কিতাবও । আল্লাহ তায়ালা সবমোট ১০৪টি আসমানি কিতাব নাযিল করেছেন । এর মধ্যে ৪টি বড় ও প্রসিদ্ধ আসমানি কিতাব । আর ১০০টি ছোট আসমানি কিতাব । ছোট আসমানি কিতাবগুলোকে সহিফা বলে । বড় আসমানি কিতাবগুলো ও এ কিতাবগুলো কোন কোন নবির উপর নাযিল হয়েছিল তা নিচে দেখানো হলো :-

১। তাওরা – হযরত মুসা (আ)
২। যাবুর – হযরত দাউদ (আ)
৩। ইঞ্জিল – হযরত ঈসা (আ)
৪। কুরআন – হযরত মুহাম্মদ (স)

ছোট আসমানি কিতাবগুলো মোট চারজন নবির উপর নাযিল হয়েছিল । যথা :-

১। হযরত আদম (আ) । তাঁর উপর ১০টি সহিফা নাযিল হয়েছিল ।

২। হযরত শিষ (আ) । তাঁর উপর ৫০টি সহিফা নাযিল হয়েছিল ।

৩। হযরত ইবরাহিম (আ) । তাঁর উপরও ১০টি সহিফা নাযিল হয়েছিল ।

৪। হযরত ইদরিস (আ) । তাঁর উপর ৩০টি সহিফা নাযিল হয়েছিল ।

তো আজ আমার পক্ষ থেকে আপনাদের জন্য এতটুকুই ছিল । আশা করি সকলের পোস্টটি ভালো লেগেছে । আমার আজকের এই পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ । সকলে সুস্থ থাকুন । ভালো থাকুন ।

The post আসমানি কিতাবসমূহের বিষয়বস্তু এবং প্রসিদ্ধ আসমানি কিতাব ও সহিফা appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments