Search box..

জান্নাতের আটটি দরজা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

জান্নাতের আটটি দরজা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।


জান্নাতের আটটি দরজা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,জান্নাত এর আটটি দরজা সম্পর্কে বিস্তারিত। একজন মুমিন বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ গন্তব্য হলো জান্নাত। আমরা মুসলমান আমরা পৃথিবীতে আসছি, আমাদের অবশ্যই মৃত্যুবরন করতে হবে।মৃত্যুর পর জান্নাত-জাহান্নাম নির্ধারিত হবে। জান্নাত হলো চির শান্তির স্থান, অপরদিকে জাহান্নাম কঠিন আজাব এর স্থান।আমাদের মুল লক্ষ্য, আল্লাহকে খুশি করা ও নবী-রাসুলদের পথ অনুযায়ী চলা। তাহলে আমাদের জন্য থাকবে চির শান্তির স্থান জান্নাত। জান্নাত এর কাজের ভিত্তিতে চিন্ন ভিন্ন স্তর রয়েছে। জান্নাত এর আটটি দরজা রয়েছে,আজকে এই জান্নাত এর আটটি দরজা সম্পর্কে বিস্তারিত জানাব আপনাদের। এই জান্নাত এর দরজা গুলোর সম্পর্কে সহীহ বুখারী সাওম অধ্যায় থেকে ও আরো বিভিন্ন জায়গা থেকে জেনে বিস্তারিত আলোচনা করা হবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, জান্নাত এর আটটি দরজা গুলোর সম্পর্কে বিস্তারিতঃ

১) বাব আত-তওবা( ক্ষমা পার্থনের দরজা)-

কোনো মুসলমান বান্দা যদি নিজের ভুল বুঝতে পারে,এবং সে ভুলের জন্য ক্ষমা পার্থনা করে,তাদের জন্য এই দরজার নাম করন করা হয়েছে। আল্লাহ অনেজ বান্দাকে ক্ষমা করে দেয়,ক্ষমা পার্থনের জন্য।

২) বাব আত-রাযিয়িন( সন্তুষ্টদের দরজা)-

আল্লাহ যাদের উপর সন্তুষ্ট করেছেন,এবং আল্লাহর উপর যারা সন্তুষ্ট , তাদের সম্মানে এই দরজার নাম করন করা হয়েছে।

৩) বাব আত-কাযিমিন( রাগ দমনকারীদের জন্য)-

যারা লোকদের ভুলকে ক্ষমা করে দিয়ে থাকেন,ও রাগকে দমন করে,তাদের সম্মানের জন্য এই দরজার নামকরণ করা হয়েছে।

৪)বাব আল-ঈমান( ঈমানের দরজা)-

যাদের কোনো পাপ নেই,এবং যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের জন্য এই দরজা নির্ধারন করা হয়েছে।

৫) বাব আস-সদাকা( দানের দরজা)-

অনেক গরীব-দুঃখি মানুষদের যারা সাহায্য করছে ও মানুষদের যারা দান করছে, তাদের সম্মানের জন্য এই দরজার নাম করণ করা হয়েছে।

৬) বাব আর-রাইয়ান( সাওমের দরজা)-

যারা আল্লহর ইবাদত বান্দেগী করেন ও সাওম পালন করে, তাদের জন্য এই দরজার নাম করণ করা হতেছে।

৭) বাব আল-জিহাদ( জিহাদের দরজা)-

যারা আল্লহর পথে তার জীবন ও সম্পদ দিয়ে সংগ্রাম করে গেছেন,তাদের সম্মানের জন্য এই দরজার নামকরণ করা হয়েছে।

৮) বাব-আস-সালাহ( সালাতের দরজা)-

যারা আন্তরিকতার সহিত আল্লাহর পথে চলছেন।যারা নিয়মির সালাত আদায় করছেন,তাদের সম্মানের জন্য এই নাম নির্ধারন করা হয়েছে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post জান্নাতের আটটি দরজা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। appeared first on Trickbd.com.

শাওমি Miui রম এর মধ্যে Loud V12 কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে

Posted:

Miui ব্যাবহারের একটি সুবিধা হল এতে অনেক থিম ব্যাবহার করা যায়। যার মাধ্যমে বুট এনিমেশন, ইউয়াই থেকে শুরু করে সব কিছু কাস্টোমাইজ করার সুযোগ থাকে। এর ইনবিল্ট থিম স্টোরে হাজার হাজার থিম থাকলেও থার্ট পার্টি থিম ইউস করার মজাই আলাদা কারণ এতে থাকে হাজার রকমের কাস্টোমাইজ করার সুযোগ।আজকের থিম এর নাম হচ্ছে Loud V12 এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এতগুলো থিম এর মধ্যে আমার কাছে এটিই ১ নাম্বারে অবস্থান করবে।এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন।

Tested Device

Device: Poco x3
Miui: 12 (eu)
Android: 10
Root: Yes

Download Link

Loud V12

Screenshots

Installation

ইনস্টল করতে এই পোস্টটি দেখুন

The post শাওমি Miui রম এর মধ্যে Loud V12 কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে appeared first on Trickbd.com.

আপনার poco বা অন্য miui ডিভাইসে miui launcher ইনস্টল করুন একদম সহজে (Magisk Module)

Posted:

যারা তাদের ফোন রুট করে তাদের মূলত একটি উদ্দেশ্য থাকে তা হল তাদের ফোন কাস্টোমাইজ করা। তাছাড়া ফোনের পারফরমেন্স বৃদ্ধ করা এবং বেশ কিছু অ্যাপ এর একসেস পাওয়া। আজকে বেশ কিছু মেজীস্ক এর কাস্টম মডিউল নিয়ে হাজির হলাম যার মাধ্যমে ফোনের সিস্টেম লঞ্চার চেইন্জ করতে পারবেন। এটি শুধুমাত্র miui তে কাজ করবে। এটি ইনস্টল করলে রিসেন্ট অ্যাপ প্রিভিউ, জেসচার, অ্যাপ ড্রয়ার ইত্যাদি অনেক কিছু চেইন্জ হয়ে যাবে এবং অনেক স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন, যাদের পোকো ডিভাইস আছে এবং অন্যান্য লাঞ্চার ইউস করেন তারা এটি ট্রাই করে দেখতে পারেন।

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Keyboard: Gboard

SCREENSHOTS

যা যা লাগবে

1. একটি রুটেড ফোন।
2. মেজীস্ক এর মাধ্যমে রুট করা ফোন।
3. Launcher মডিউল।
Miui Launcher Android 10
Miui Launcher Android 11

Installations

1.Open Magisk Manager
2.মডিউল সেকশনে যান এবং + চিহ্নে ক্লিক করুন। ফাইল মেনেজার থেকে zip ফাইলটি সিলেক্ট করুন।
3. ফোন রিবুট দিন।

The post আপনার poco বা অন্য miui ডিভাইসে miui launcher ইনস্টল করুন একদম সহজে (Magisk Module) appeared first on Trickbd.com.

আপনার রুটেড ফোনে ইনস্টল করে নিন আইওএস ১৪ এর ইমুজি সাথে থাকছে আরো কিছু ইমুজী (Magisk Module)

Posted:

যারা তাদের ফোন রুট করে তাদের মূলত একটি উদ্দেশ্য থাকে তা হল তাদের ফোন কাস্টোমাইজ করা। তাছাড়া ফোনের পারফরমেন্স বৃদ্ধ করা এবং বেশ কিছু অ্যাপ এর একসেস পাওয়া। আজকে বেশ কিছু মেজীস্ক এর কাস্টম মডিউল নিয়ে হাজির হলাম যার মাধ্যমে ফোনের সিস্টেম ইমুজি চেইন্জ করতে পারবেন।

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Keyboard: Gboard

SCREENSHOTS

যা যা লাগবে

1. একটি রুটেড ফোন।
2. মেজীস্ক এর মাধ্যমে রুট করা ফোন।
3. ইমুজি মডিউল।
ডাউনলোড EmojiOne
ডাউনলোড Ios 14

Installations

1.Open Magisk Manager
2.মডিউল সেকশনে যান এবং + চিহ্নে ক্লিক করুন। ফাইল মেনেজার থেকে zip ফাইলটি সিলেক্ট করুন।
3. ফোন রিবুট দিন।

More Emoji

অনেক কাস্টম ইমুজিই আপনি পাবেন। এদের ডাউনলোড লোকেশন আপনাদের সাথে শেয়ার করলাম। নিচের লিংক থেকে নামিয়ে নিয়েন।
XDA Forum
Telegram

The post আপনার রুটেড ফোনে ইনস্টল করে নিন আইওএস ১৪ এর ইমুজি সাথে থাকছে আরো কিছু ইমুজী (Magisk Module) appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন Amazon Prime Video Original App Mod

Posted:











কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App এর Mod Version শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আমরা অনেকেই Amazon Prime Video সম্পর্কে জানি আবার অনেকেই ব্যবহার করে থাকি এটি একটি জনপ্রিয় App ,এই এপে অনেক Premium Features আছে কিন্তু আমরা Features গুলো ব্যবহার করতে পারিনা Premium Subscription এর অভাবে । আমি মনে করি অনলাইনে এটাই প্রথম Mod Amazon Prime Mod App । এই অ্যাপটিতে একটি একাউন্ট অ্যাড করা আছে , তাই আপনাদের আর লগইন বা রেজিস্টার করার প্রয়োজন নেই ।

তাহলে Amazon Prime Video এর মোড Features দেখা যাক


✪ Unlocked All Premium Features


✪ Without Login and without Account


✪ Working in All Devices Arm7 work in Arm8 also arch64


✪ Premium subseription Unlocked and Many more features are unlocked


✪ Note – uninstall old apk install new , 2- restart your phone then install





✪ Credit : Technical ATG

Amazon Prime Video Download Form Telegram




Amazon Prime Video Drive Download

চলুন কিছু Screenshot দেখে নেই :














যেকোনো Premium App, Account, Netflix Amazon prime Nord Vpn, Bin, Udemy Course And Other Course লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন



PremiumAppsAccount Free






আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।

The post ডাউনলোড করে নিন Amazon Prime Video Original App Mod appeared first on Trickbd.com.

দেশের সেরা কয়েকটি বিশ্বস্ত ডোমেইন হোষ্টিং কোম্পানী [দামে কম এবং কোয়ালীটি সম্পূর্ন]

Posted:

আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডিবাসী ।

আশা করি সকলে অনেক ভালো আছেন । আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে
দেশের সেরা কয়েকটি ডোমেইন হোষ্টিং কোম্পানী নিয়ে ।
অনেকেই রিকুয়েষ্ট করেছেন যে বাংলাদেশী কিছু ডোমেইন হোষ্টিং কোম্পানী নিয়ে ট্রিকবিডিতে পোষ্ট করা হোক, যেখানে কম দামে বিশ্বস্ত এবং কোয়ালিটি সম্পূর্ণ সার্ভিস পাওয়া যায় ।

তো আজকের বিষয়টি মুলতে এটাই । আমি আজ আপনাদেরকে শেয়ার করবো বাংলাদেশের সেই কয়েকটি ডো মেইন হোষ্টিং কোম্পানী । যেখান থেকে বাংলাদেশ থেকেই, বিকাশ রকেট বা নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে খুব সহজেই ডোমেইন বা হোষ্টিং কিনতে পারবেন ।

বাংলাদেশে মুলত অনেক নামী দামী কোম্পানীই আছে, কিন্তু তারমধ্যে কোনটা আছে যারা কম দামে সার্ভিস প্রদান করে আবার অনেকেই আছে যারা বেশি দামে সার্ভিস প্রদান করে ।

আমি মূলত তাদের সার্ভিস গুলোই শেয়ার করছি, যাদের সার্ভিস আমি নিজেই ব্যবহার করে দেখেছি ।

চলুন শুরু করি….

No 1. ★★★Exonhost.com | পরিচালক: সালেহ আহমেদ । এরা সার্ভিস প্রদান করে আসছে 2016 সাল থেকে ।  দাম তুলনামুলক একটু বেশি । তবে সার্ভিস কোয়ালিটি অনেক ভালো । সার্ভিস এন্ড সাপোর্ট ব্যবস্থা এদের খুবই ভালো । এরা সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত সাপোর্ট প্রদান করে থাকে । Rating 9.8 on 10 । নিজস্ব cPanel & WHMCS License আছে তাই নি:সন্দেহে এদের থেকে সার্ভিস নেয়া যেতে পারে ।  লিংক: https://exonhost.com

No 2. ★★★ Intelwebhost.com | পরিচালক শিশির আহমেদ । এরা সার্ভিস প্রদান করে আসছে 2017 সাল থেকে । দাম সাধ্যের মধ্যে । সাপোর্ট ব্যবস্থা এবং সার্ভিস কোয়ালিটি মোটামুটি । কমদামে সার্ভিস প্রদান করায় এই কোম্পানীটি অনেকের সাথেই পরিচিত ।  এদের সাপোর্ট ব্যবস্থাটা খুবই বন্ধুত্বপূর্ণ । এরা সকাল ১০টা হতে রাত ১২টা পর্যন্ত সাপোর্ট প্রদান করে থাকে । Rating 9.5 on 10 । নিজস্ব cPanel & WHMCS License আছে তাই নি:সন্দেহে এদের থেকে সার্ভিস নেয়া যেতে পারে । লিংক: https://intelwebhost.com

No 3. ★★★ Munnihost.com | পরিচালক: মুন্নি আহমেদ । দেশের একমাত্র মেয়ে হোষ্টিং প্রভাইডার । এরা ২০২০ সাল থেকে সার্ভিস প্রদান করছে ।  এদের মতো কমদামে ডোমেইন এবং হোষ্টিং সার্ভিস বাংলাদেশের আর কেউ দিতে পারে বলে আমার জানা নেই । এদের সার্ভিস কোয়ালিটি অনেক ভালো । এবং সাপোর্ট ব্যবস্থাপনায় এদের রয়েছে নিজস্ব সাপোর্ট টীম । ২৪ঘন্টা কাষ্টমার সাপোর্ট প্রদান করে । যেকোন সমস্যায় এরা ইনষ্টান্ট সার্ভিস  এন্ড সাপোর্ট প্রদান করে । আর সবথেকে বড় কথা হলো এদের ব্যবহার । কাষ্টমারের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ভাবে এরা যেকোন সাপোর্ট প্রদান করে । Rating 9.9 on 10 । নিজস্ব cPanel & WHMCS License আছে তাই নি:সন্দেহে এদের থেকে সার্ভিস নেয়া যেতে পারে । লিংক: https://munnihost.com

তো বন্ধুরা, আশা করি অনেকেই এতে উপকৃত হবেন । উপরে যে ৩টি কোম্পানী উল্লেক করেছি এই কোম্পানীগুলো বাংলাদেশের সু-পরিচিত । লাইসেন্সপ্রাপ্ত এবং বিশস্ত কোম্পানী । তাই এদের কাছে থেকে নি:সন্দেহে ডোমেইন হোষ্টিং কিনতে পারেন ।
এই ৩টা কোম্পানীই বিকাশ রকেট এবং নগদে টাকা পাঠিয়ে ডোমেইন হোষ্টিং কিনতে পারবেন ।

ধন্যবাদ সবাইকে ।

ভালো থাকবেন ।

 

The post দেশের সেরা কয়েকটি বিশ্বস্ত ডোমেইন হোষ্টিং কোম্পানী [দামে কম এবং কোয়ালীটি সম্পূর্ন] appeared first on Trickbd.com.

[��Free Download] Blanter Tokoshop Premium Blogger Template v1.5.0

Posted:

Blanter Tokoshop Premium Blogger Template v1.5.0

আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি যরেক্স যিরা, ,কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশা করব আমাদের প্রতিতে পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে?

👉আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম Blanter Tokoshop Premium Blogger Template.

থিমটি সম্পূর্ণ Responsive থীম। ডাউনলোড করে নিন একটি অসাধারন ব্লগার প্রিমিয়াম টেম্পলেট। যারা ভাবতেছেন ব্লগার একটি সাইট বানাবেন তারা অবশ্যই এই টেমপ্লেটটি ইউজ করতে পারেন। কারণ এই টেমপ্লেটটি তে রয়েছে অসাধারণ সকল ফিচার যা আপনার সাইটকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে।

👉আর অবশ্য এই থীমটি আমি আপনাদেরকে ফ্রীতে দিচ্ছি । এটা আপনারা টাকা দিয়া কিনতে হবে না।

কথা না বাড়িয়ে কাজ এ চলে যাই।

                                                                                   🔸🔸থিমটির পরিচয়:🔸🔸🔸
নামঃ Blanter Tokoshop
বর্তমান ভার্সন: v1.5.0
মূল ডিজাইনারঃ IDBlanter
পাবলিশারঃ যরেক্স যিরা

✿থীম সম্পর্কে বর্ণনাঃ

Blanter Tokoshop is a Blogger Online Shop template with Instant Checkout directly to Whatsapp and Email. Use a colorful and attractive design for your buying and selling site. Apart from Instant Checkout,

✿থীম স্ক্রিনশট:

✿টেমপ্লেট বৈশিষ্ট্য:-

  • Responsive Design
  • Google Testing Tool Validator
  • Mobile Friendly
  • Fast Load and SEO Optimize
  • Documentation and Tutorial (Full)
  • Whatsapp Checkout (Mobile / PC)
  • Gmail Checkout (Mobile / PC)
  • Product Status (Bestsellers, Promos, Out of Stock)
  • Image Slider on Homepage and Products
  • Wishlist with Local Storage
  • Navigation for Category menu
  • Notification
  • Breadcrumbs
  • Share Button
  • Disqus Comments
  • Grid Related Posts
  • 3 Column Footer
  • 2 Tabs For Product Desc and Share
  • Newsletter and Follow Us
  • Support Update
  • And Much More …

➥Performance and Documentation:

  • Mobile Friendly Yes – Check it
  • Detailed Documentation – Check In Folder
  • Video Tutorial – Check In Folder

থীম সাপোর্টঃ

  • ফ্রী ভার্সন এর সাপোর্ট এর জন্য Contact Us
  • প্রিমিয়াম ভার্সন এর সাপোর্ট এর জন্য Contact Us

➥কিভাবে টেম্পলেট ইনস্টল করবেন?

  • > প্রথমে ব্লগের Dashboard এ যান।
  • > তারপর Template এ যান।
  • > এবার Restore/Backup এ ক্লিক করুন উপরের চিত্রের মতো আসবে ডাউনলোড করা টেম্পলেট choose করে upload করুন।
  • > আপলোড হয়ে গেলে নিজের মতো customize করুন।

ফর হেল্পঃ

অবশ্য আপনাদের কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সম্পূর্ণ দেয়ে হেল্প কারার চেষ্টা করব। ইনশাআল্লাহ!

সকল প্রকার টিপস পেতে আমার সাইটে ভিজিট করুন । 

আরো এইরকম অন্যান্য পোস্ট পড়তে আমাদের সাইট Zorexzira ও ZorexTheme.Online ভিজিট করুন ।

সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আমার ফেসবুক : Zorexzira
আমার সাইট ভিজিট কারার অনুরুধ রইল।
সাইট লিঙ্কঃ

খোদা হাফেজ

The post [🔥Free Download] Blanter Tokoshop Premium Blogger Template v1.5.0 appeared first on Trickbd.com.

রোযা রাখার শারীরিক উপকারীতার দিকগুলো জেনে নিন,

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,রোযা রাখার শারীরিক উপকারীতা দিক। ইসলাম ধর্মের একটি মাস হলো পবিত্র রমযান মাস।প্রত্যোক মুসলমান প্রাপ্ত বয়স্ক সবার রোযা রাখা উচিৎ। এই রোযা রাখার ফলে আমাদের শারীরিক ভাবে ও অনেক উপকার হয়। আজকে আপনাদের মাঝে এটাই শেয়ার করব,যে রোযা রাখার ফলে শারীরিক ভাবে কি কি উপকার হয়। পবিত্র রমযান মাসে দীর্ঘ ঘন্টা না খেয়ে থাকতে হয়, এতে শারীরিকভাবে ও আমাদের অনেক উপকার হয়। প্রত্যোক মুসলমান আমাদের রোযা রাখা উচিৎ। এবং এই রমযান মাসে সমস্ত পাপ কাজ ছেড়ে, আমাদের ভাল হওয়ার চেস্টা করতে হবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, রোযা রাখার ফলে শারীরিকভাবে যে উপকার হয় সে দিকগুলোঃ

১) মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিঃ

রোযা রাখার ফলে মস্তিষ্ক এর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আমেরিকার এক বিজ্ঞানী গবেষণা করেছেন, রোযা রাখার ফলে আমাদের মস্তিষ্কে নতুন কোষের জন্ম হয়।এবং যার ফলে এই মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। মস্তিষ্ক এর কার্যক্ষমতা বৃদ্ধির ফলে মানসিক চাপ অনেক কমে যায়।

২) কোলেস্টেরল এর মাত্রা কমানোঃ

একদন কার্ডিওলজিন্ট এর গবেষণায় দেখা গেছে, রোযা রাখার ফলে রক্তের কোলেস্টেরল এর মাত্রা কমে যায়। রক্তের কোলেস্টেরল এর মাত্রা কমিয়ে যাওয়ার ফলে ভয়াবহ রোগ যেমন, হার্ট অ্যাটাক,হৃদরোগ,স্টোক এই সমস্ত ঝুকি ও অনেকগুন কমে যায়। এভাবে রমযান এর পর ও যদি চর্বি জাতীয় খাবার কম পরিমান খান,তবে ভয়াবহ রোগের থাবা থেকে রেহায় পাওয়া যায়।

৩) ভোজন বিলাস কমানোঃ

রমযান মাসে দীর্ঘক্ষন না খেয়ে থাকাতে, পাকস্থলী সংকুচিত হয়ে যায়।যার ফলে অল্প খাবার খেলেই পেট ভরে যায়। রমযান মাস হলো সঠিক খাদ্যভ্যাস গড়ার সময়। যারা খাবার খাওয়া কমাতে চান, তারা এই রমযান মাস থেকে খাদ্যভ্যাস পরিবর্তন করতে পারেন। অতিরিক্ত খাবার খাওয়া খুব বিপজ্জনক। তাই আমাদের উচিৎ, পরিমান মতো খাবার খাওয়া।যেটি পবিত্র রমযান মাস থেকে চর্চা করলে, সফল হওয়া যাবে।

৪)নেশাদ্রব্য থেকে মুক্তিঃ

পবিত্র রমযান মাসে নেশাদ্রব্য থেকে মুক্তি থাকা যায়। অনেকে আছে ধুমপান করে, ও বিভিন্ন আজে-বাজে নেশা করে। রমযান মাস আসলে রোযা রাখার ফলে নেশা জাতীয় খাবার খাইতে পারে না। এতে নেশাজাতীয় দ্রব্য থেকে মুক্তি থাকা যায়। এবং অনেকে নেশা না করে করে নেশা একদম বাদ দিয়েছে,যেটা পবিত্র রমযান মাস থেকে শিক্ষা নেয়া যায়।

৫) রক্তচাপ কমায়ঃ

রক্তচাপ কমানোর একমাত্র ঔষুধ ছাড়া মাধ্যম হলো রোযা। সারাদিন রোযা রাখার ফলে রক্তের গ্লুকোজ ও চর্বিকণা গুলো ক্ষয় হয়ে শক্তি উৎপাদন করে। রোযা রাখার ফলে মেটাবলিক রেট ও কমে যায়। যার ফলে রক্তচাপ একদম কমে যায়।রক্তচাপ কমার ফলে ব্লাড প্রেসার ও কমে যায়। রোযা রাখার ফলে রক্তচাপ কমিয়ে হার্ট অ্যাটাক এর ঝুকি ও অনেকগুন কমিয়ে দেয়।

৬)ফ্যাট কমায়ঃ

রোযা রাখার ফলে শরীরে গ্লুকোজ এর মাত্রা একদম কমিয়ে দেয়। গ্লুকোজ এর মাত্রা কমিয়ে কেটসিস নামের শরীরে এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়ে থাকে।যার ফলে আমাদের শরীর এর ফ্যাট কমিয়ে দেয় ও দেহের শক্তি বাড়িয়ে যায়।

৭) ডায়াবেটিস প্রতিরোধ করেঃ

রোযা রাখার ফলে আমাদের শরীর এর ডায়াবেটিস প্রতিরোধ হয়।রোযা রাখার ফলে একটি মানুষের শরীরের গ্লুকোজ এর মাত্রা ভাঙ্গতে থাকে। গ্লুকোজ ভাঙ্গার ফলে আমাদের শরীরে গ্লাইকোজেন উৎপন্ন হয়। এবং আমাদের শরীরে সুগার এর মাত্রা কমিয়ে দেয়, যার ফলে ডায়াবেটিস প্রতিরোধ হয়।

৮) দেহের টক্সিন দূর করেঃ

আমরা প্রতিদিন বিভিন্ন খাবার খাই, এসব খাবার এর মধ্য অনেক খাবার আছে যেগুলো নোংরা পরিবেশে তৈরী। এসব খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে জমে ক্ষতিকর টক্সিন। রোযা রাখার ফলে এসব টক্সিন জাতীয় খাবার না খাওয়ার ফলে, আমাদের দেহে টক্সিন জমতে পারে না।

৯) হজম ক্রিয়ার বিশ্রামঃ

আমাদের দেহে যে অঙ্গ গুলো হজম ক্রিয়ার কাজ করে,রোযার মাসে বিশ্রাম পায় সে অঙ্গগুলি৷ দীর্ঘক্ষন না খেয়ে থাকার ফলে এই হজম ক্রিয়ার যে অঙ্গগুলো আছে, সে অঙ্গগুলো বিশ্রামে থাকে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post রোযা রাখার শারীরিক উপকারীতার দিকগুলো জেনে নিন, appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments