Search box..

HSC 2022 পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে কোর্স আনলো 10 Minute School

HSC 2022 পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে কোর্স আনলো 10 Minute School


HSC 2022 পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে কোর্স আনলো 10 Minute School

Posted:

করোনা মহামারীর কারণে এইচএসসি ২০২২ এর বন্ধুদের এক বছর পেরিয়ে গেলেও পড়ালেখাটা ঠিক যেন নিয়ম মেনে হয়ে উঠছে না। কীভাবে পড়বো, কোথা থেকে শুরু করবো সঠিক গাইডলাইনটাই যেন খুঁজে পাওয়া যাচ্ছেনা। 🙁তোমাদের এই সমস্যা সমাধানে কাজ করছে টেন মিনিট স্কুল।

তবে এখন আর চিন্তা নয়। তোমাকে পথ দেখাতে এখন তোমার পাশে আছে দেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল Robi 10 minute school। এইচএসসি ২০২২ ব্যাচের প্রতিটি শিক্ষার্থীর বেসিক ক্লিয়ার করে সর্বোচ্চ গোছানো প্রস্তুতি নিশ্চিতে চলে এলো ‘HSC 2022 Course’। 🔥

কোর্স ফি ১০ হাজার টাকা হলেও বর্তমান বিশেষ ছাড়ে কোর্সটি পাচ্ছেন মাত্র ১ হাজার টাকায়। যা ২ টা প্রাইভেট এর ফি।এই কোর্সটি করছেন ৩,৪০০+ স্টুডেন্ট।

‘HSC 2022 Course’- এ তোমার জন্য থাকছে:

⚡ বাংলা, ইংলিশ, ICT বিষয়ভিত্তিক লাইভ ক্লাস

⚡ ইন্টারঅ্যাক্টিভ স্পেশাল ফেসবুক গ্রুপ

⚡ লেকচার শিট।

⚡ দেশসেরা ইন্সট্রাকটরদের ক্লাস।

⚡ এইচএসসি ২০২২ পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন।

কোর্সের বিষয়ঃ
১। বাংলা
২।ইংরেজি
৩। আইসিটি
.
তবে আর দেরি কেন? এখন থেকেই বেসিক ক্লিয়ার করে এইচএসসির প্রস্তুতি নিশ্চিতে দ্রুত Enroll করে ফেলো ‘HSC 2022 Course’ এ। 👇

Course Link: https://10minuteschool.com/special/hsc-course-2022

🔥আমার ট্রিকবিডিতে আরো পোস্টঃ
এবার HSC প্রস্তুতি নিন টেন মিনিট স্কুলের সাথে

৯০% ছাড়ে টেন মিনিট স্কুলের ৯,৫০০ টাকার SSC Crush Course করুন মাত্র ৯,৫০ টাকায়

হ্যাকস বান্ডলঃ একটির দামে ৩টি বই!

যে কোনো ব্রান্ডের নতুন বা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে নিন ব্রান্ড নিউ মটোরোলা ফোন

Book Review: "সবার জন্য Vocabulary"

🔥🇧🇩 সকল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের তারিখ জানতে আমার সাইটের পোস্টটি দেখতে পারেন।
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

The post HSC 2022 পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে কোর্স আনলো 10 Minute School appeared first on Trickbd.com.

মাহে রামাদান: অসংখ্য কল্যাণের হাতছানি

Posted:

মাহে রামাদান: অসংখ্য কল্যাণের হাতছানি

খর তপ্ত জমিন। মানুষ-জন, পশু-পাখি, গাছ-পালা, তৃণ-লতা সব কিছু একপশলা বৃষ্টির জন্য হাহাকার করছে। হঠাৎ আকাশ জুড়ে শুরু হল মেঘের আনাগোনা। মুশলধারে বৃষ্টি বর্ষণ হল। প্রাণে প্রাণে জাগল জীবনের স্পন্দন। আবার কলকাকলিতে ভরে উঠল পৃথিবী।

মাহে রমাযানের উদাহরণ অনেকটা এমনই। পৃথিবী যখন পাপ-পঙ্গিলতায় ভারি হয়ে উঠে। গুমোট অস্থিরতায় সমগ্র পৃথিবী কাঁপতে থাকে। ঠিক এমন সময় আল্লাহ তায়ালা মাহে রমাযানকে উপহার হিসেবে দেন বিশ্ববাসীর নিকট। যেন তারা তাদের পেছনে ফেলে আসা পাপরাশীকে সিয়াম, কিয়াম ও অন্যান্য নেকী অর্জনের মাধ্যমে ধুয়ে-মুছে পরিষ্কার করে নিতে পারে। আল্লাহর অশেষ রহমতের বারি ধারায় সিক্ত হয়ে শুরু করতে পারে নতুন ভাবে পথ চলা।

প্রিয় ভাই ও বোন, এই রমাযান আমাদের মাঝে সমাগত। নিঃসন্দেহে রমাযান মুসলিমদের জন্য এক বিরাট কল্যাণের মাস।

এ মাসে মুসলিমদের জন্য রোযা পালন করা ফরয।

এ রোযা ইসলামের ৫টি রোকন (স্তম্ভ) এর মধ্যে অন্যতম।

আল্লাহ তাআলা এ মাসে মানব জাতির পথ প্রদর্শনের জন্য মহা গ্রন্থ আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন।

এ মাসে রয়েছে এমন একটি রাত যা এক হাজার মাসের চেয়ে উত্তম। আর তা হল, রমাযানের শেষ দশকের কদরের রাত বা শবে কদর।

কুরআন-সুন্নায় এ মাসের মর্যাদা এবং এতে ইবাদত-বন্দেগী করার ব্যাপারে অনেক আলোচনা এসেছে।

তাই আসুন, আমরা রামাযানের যথাযথ আদব রক্ষা করে সিয়াম সাধনা করে আল্লাহ তায়ালার নিকট গুনাহ-খাতা মোচন করিয়ে নেই এবং সেই সাথে দু হাত ভরে উপার্জনের চেষ্টা করি পরকালের পাথেয়। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।

সমাপ্ত


লেখাঃ
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)

প্রচারেঃ www.OurislamBD.Com

The post মাহে রামাদান: অসংখ্য কল্যাণের হাতছানি appeared first on Trickbd.com.

রোযা রাখার শারীরিক উপকারীতার দিকগুলো জেনে নিন,

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,রোযা রাখার শারীরিক উপকারীতা দিক। ইসলাম ধর্মের একটি মাস হলো পবিত্র রমযান মাস।প্রত্যোক মুসলমান প্রাপ্ত বয়স্ক সবার রোযা রাখা উচিৎ। এই রোযা রাখার ফলে আমাদের শারীরিক ভাবে ও অনেক উপকার হয়। আজকে আপনাদের মাঝে এটাই শেয়ার করব,যে রোযা রাখার ফলে শারীরিক ভাবে কি কি উপকার হয়। পবিত্র রমযান মাসে দীর্ঘ ঘন্টা না খেয়ে থাকতে হয়, এতে শারীরিকভাবে ও আমাদের অনেক উপকার হয়। প্রত্যোক মুসলমান আমাদের রোযা রাখা উচিৎ। এবং এই রমযান মাসে সমস্ত পাপ কাজ ছেড়ে, আমাদের ভাল হওয়ার চেস্টা করতে হবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক, রোযা রাখার ফলে শারীরিকভাবে যে উপকার হয় সে দিকগুলোঃ

১) মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিঃ

রোযা রাখার ফলে মস্তিষ্ক এর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আমেরিকার এক বিজ্ঞানী গবেষণা করেছেন, রোযা রাখার ফলে আমাদের মস্তিষ্কে নতুন কোষের জন্ম হয়।এবং যার ফলে এই মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। মস্তিষ্ক এর কার্যক্ষমতা বৃদ্ধির ফলে মানসিক চাপ অনেক কমে যায়।

২) কোলেস্টেরল এর মাত্রা কমানোঃ

একদন কার্ডিওলজিন্ট এর গবেষণায় দেখা গেছে, রোযা রাখার ফলে রক্তের কোলেস্টেরল এর মাত্রা কমে যায়। রক্তের কোলেস্টেরল এর মাত্রা কমিয়ে যাওয়ার ফলে ভয়াবহ রোগ যেমন, হার্ট অ্যাটাক,হৃদরোগ,স্টোক এই সমস্ত ঝুকি ও অনেকগুন কমে যায়। এভাবে রমযান এর পর ও যদি চর্বি জাতীয় খাবার কম পরিমান খান,তবে ভয়াবহ রোগের থাবা থেকে রেহায় পাওয়া যায়।

৩) ভোজন বিলাস কমানোঃ

রমযান মাসে দীর্ঘক্ষন না খেয়ে থাকাতে, পাকস্থলী সংকুচিত হয়ে যায়।যার ফলে অল্প খাবার খেলেই পেট ভরে যায়। রমযান মাস হলো সঠিক খাদ্যভ্যাস গড়ার সময়। যারা খাবার খাওয়া কমাতে চান, তারা এই রমযান মাস থেকে খাদ্যভ্যাস পরিবর্তন করতে পারেন। অতিরিক্ত খাবার খাওয়া খুব বিপজ্জনক। তাই আমাদের উচিৎ, পরিমান মতো খাবার খাওয়া।যেটি পবিত্র রমযান মাস থেকে চর্চা করলে, সফল হওয়া যাবে।

৪)নেশাদ্রব্য থেকে মুক্তিঃ

পবিত্র রমযান মাসে নেশাদ্রব্য থেকে মুক্তি থাকা যায়। অনেকে আছে ধুমপান করে, ও বিভিন্ন আজে-বাজে নেশা করে। রমযান মাস আসলে রোযা রাখার ফলে নেশা জাতীয় খাবার খাইতে পারে না। এতে নেশাজাতীয় দ্রব্য থেকে মুক্তি থাকা যায়। এবং অনেকে নেশা না করে করে নেশা একদম বাদ দিয়েছে,যেটা পবিত্র রমযান মাস থেকে শিক্ষা নেয়া যায়।

৫) রক্তচাপ কমায়ঃ

রক্তচাপ কমানোর একমাত্র ঔষুধ ছাড়া মাধ্যম হলো রোযা। সারাদিন রোযা রাখার ফলে রক্তের গ্লুকোজ ও চর্বিকণা গুলো ক্ষয় হয়ে শক্তি উৎপাদন করে। রোযা রাখার ফলে মেটাবলিক রেট ও কমে যায়। যার ফলে রক্তচাপ একদম কমে যায়।রক্তচাপ কমার ফলে ব্লাড প্রেসার ও কমে যায়। রোযা রাখার ফলে রক্তচাপ কমিয়ে হার্ট অ্যাটাক এর ঝুকি ও অনেকগুন কমিয়ে দেয়।

৬)ফ্যাট কমায়ঃ

রোযা রাখার ফলে শরীরে গ্লুকোজ এর মাত্রা একদম কমিয়ে দেয়। গ্লুকোজ এর মাত্রা কমিয়ে কেটসিস নামের শরীরে এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়ে থাকে।যার ফলে আমাদের শরীর এর ফ্যাট কমিয়ে দেয় ও দেহের শক্তি বাড়িয়ে যায়।

৭) ডায়াবেটিস প্রতিরোধ করেঃ

রোযা রাখার ফলে আমাদের শরীর এর ডায়াবেটিস প্রতিরোধ হয়।রোযা রাখার ফলে একটি মানুষের শরীরের গ্লুকোজ এর মাত্রা ভাঙ্গতে থাকে। গ্লুকোজ ভাঙ্গার ফলে আমাদের শরীরে গ্লাইকোজেন উৎপন্ন হয়। এবং আমাদের শরীরে সুগার এর মাত্রা কমিয়ে দেয়, যার ফলে ডায়াবেটিস প্রতিরোধ হয়।

৮) দেহের টক্সিন দূর করেঃ

আমরা প্রতিদিন বিভিন্ন খাবার খাই, এসব খাবার এর মধ্য অনেক খাবার আছে যেগুলো নোংরা পরিবেশে তৈরী। এসব খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে জমে ক্ষতিকর টক্সিন। রোযা রাখার ফলে এসব টক্সিন জাতীয় খাবার না খাওয়ার ফলে, আমাদের দেহে টক্সিন জমতে পারে না।

৯) হজম ক্রিয়ার বিশ্রামঃ

আমাদের দেহে যে অঙ্গ গুলো হজম ক্রিয়ার কাজ করে,রোযার মাসে বিশ্রাম পায় সে অঙ্গগুলি৷ দীর্ঘক্ষন না খেয়ে থাকার ফলে এই হজম ক্রিয়ার যে অঙ্গগুলো আছে, সে অঙ্গগুলো বিশ্রামে থাকে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post রোযা রাখার শারীরিক উপকারীতার দিকগুলো জেনে নিন, appeared first on Trickbd.com.

SAMSUNG GALAXY TAB T1000 BANGLA REVIEW | গরিবের ৪,০০০ টাকার সোনার হরিণ।

Posted:

বর্তমানে এই করোনা পরিস্থিতিতে সবকিছু অনলাইন ভিত্তিক হাওয়াই অফিস স্কুল এবং ভিডিও কনফারেন্সিং এর জন্য ট্যাব খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।
কিন্তু গত চার-পাঁচ বছর এ স্মার্টফোনের মতো ট্যাবলেট এর বাজার অতটা বেশি জনপ্রিয়তা পায়নি।
তো এই দিকগুলো বিবেচনা করে স্যামসাং এবছর লঞ্চ করেছে অনেকগুলো ফ্লাগশিপ ট্যাবলেট এর মধ্যে একটা লো প্রাইজের ট্যাবলেট স্যামসাং গ্যালাক্সি T1000

তো আজকের এই পোস্টে আমরা কথা বলবো SAMSUNG GALAXY TAB T1000 কে নিয়ে জানাবো সকল খুঁটিনাটি ডিটেইলস তো এই জন্য পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

বর্তমানে SAMSUNG GALAXY TAB T1000 ট্যাবলেটটি বিভিন্ন মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র ৪,০০০ টাকায়।

তো প্রথমেই বক্সে কি আছে সেগুলি জেনে নেয়া যাক।
তো বক্সটি খুললেই থাকছে স্যামসাং গ্যালাক্সি ট্যাবলেট টি, এবং এরপর থাকছে একটি নরমাল ৭ ওয়ার্ড এর চার্জার, কিছু পেপার, এবং সর্বশেষ ওয়ারেন্টি গ্যারান্টি পেপার।


তো এবার চলুন ট্যাবটির লুক নিয়ে কথা বলা যাক।
৪৬৭ গ্রামের এই ট্যাবটি ফ্রন্ট প্যানেলটি প্লাস্টিকের তৈরি এবং ব্যাক প্যানেল প্লাস্টিকের।
তবে বেশ শক্ত পোক্ত মনে হয়েছে।
১০.৪ ইঞ্চির এই ট্যাবটি আকারে বেশ বড় কিন্তু এক হাত দিয়ে বেশ ভালোভাবেই ধরা যায়।
তো এতে রয়েছে টিএফটি ডিসপ্লে যার রেজুলেশন ফুল এইচডি, এবং screen-to-body রেশিও ৫.২৩

ট্যাবটিতে রয়েছে স্যামসাংয়ের ৯৬১১ এক্সিনোস প্রসেসর যেটা আমরা অনেক স্মার্টফোনেও দেখেছি।
এবং এটার টেন ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি একটি প্রসেসর। যেটা day-to-day রেগুলার কাজগুলো খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে।
যদিও গেমিং এ খুব একটা ভালো না। তবে রেগুলার যেসব কাজ আছে যেমন ইউটিউব ফেসবুক ছোটখাটো গেম খুব ভালো ভাবেই চলছিল কোন সমস্যা ছাড়া।


তো এর পাশাপাশি রয়েছে ৬ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ,
অন্যান্য স্যামসাং ডিভাইস এর মতই এখানে ব্যবহার করা হয়েছে ওয়ান ইউ আই টু পয়েন্ট জিরো।
জা মাল্টিটাস্কিং মোটামুটি ভালই পারফরম্যান্স দিয়েছে।

আমি একসঙ্গে দুই তিনটা ট্যাব ওপেন করে চালিয়েছি কোন রকম সমস্যা ছাড়াই,
পাবজি খেলেছি মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালই চলছিল।
তবে হাই সেটিং এ কোন ভাবেই খেলা যাবে না। তবে ফ্রী ফায়ার আরামসে খেলা যায় কোন রকম ঝামেলা ছাড়াই।

গেম খেলার সময় বেশ সুন্দর একটা ফিল পাওয়া যায় এবং এর কন্ট্রোলগুলো ইজিলি অ্যাক্সেস করা যায়।
ট্যাবটিতে ব্যবহার করা এস পেনটি ম্যাগনেটিক এবং সাইড মাউন্টেড।


ট্যাবটিতে প্রিভিয়াসলি ইন্সটল করা কিছু ড্রইং অ্যাপ রয়েছে যেগুলো বাচ্চাদের ড্রইং এর বেশ কাজের।
এটাতে অনেক বেশি নেভিগেশনের মত আপনাকে দেখিয়ে দেখিয়ে দিবে কিভাবে ড্রইং করতে হয়। তো বাচ্চারা এটা দেখে খুব সহজে ড্রয়িং শিখতে পারবে।

এই ট্যাবলেটটির মেইন ক্যামেরা হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেল এর একটি ওয়াইড লেন্স, এবং ফ্রন্টে থাকছে ৫ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
যেহেতু টেব দিয়ে আমরা মূলত স্মার্টফোনের মতো ফটোগ্রাফি করি না, সেজন্য এখানে কোনো টপ লেভেল এর ক্যামেরা ব্যবহার করা হয়নি।

তবে একেবারেই বাজে ক্যামেরা এটা বলব না মোটামুটি লেভেলের ছিল মানে কাজ চালিয়ে নেয়া যায় আর কি।

তবে ট্যাবের ক্ষেত্রে সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সাউন্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটির দিক থেকে Samsung Galaxy TAB T1000 খুবই ভালো পারফরম্যান্স করেছে।
কারণ আপনি একই সঙ্গে দুইটা স্পিকার পেয়ে যাচ্ছেন।

এখানে পোর্ট হিসেবে থাকছে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট।
সিম কার্ড ট্রে তে থাকছে একটি nano-sim এবং মাইক্রো এইচডি কার্ড স্লট যাতে ১২৮ জিবি মেমোরি পর্যন্ত ব্যবহার করা যাবে।

এছাড়া ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে ৪,০০০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি।
যেটা মোটামুটি একদিনের কাছাকাছি চলে যায় আর কি। তবে গেমিং করলে একদিন ও ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে না। আর বক্সে থাকা ৭ ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে প্রায় তিন ঘণ্টার মতো সময় লেগে যাবে।


তো একটা ট্যাবলেট এ যে বেসিক ফাংশনাল গুলো থাকার দরকার সবই মোটামুটি পাচ্ছেন,
মাত্র ৪,০০০ টাকার মধ্যে একদম টোটালি ট্যাব এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে অবশ্যই স্যামসাং এর উপরেই ডিফেন্ড করতে হবে। এবং Samsung Galaxy tab T1000 আমার মনে হয় খুব ভালো একটি অপশন আপনার জন্য।

তো আপনি যদি একজন টিচার হয়ে থাকেন অথবা স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা অফিসে টুকটাক কাজ করতে হয়। ভিডিও কনফারেন্সিং করতে হয় তাহলে অবশ্যই এই ট্যাবটি নিতে পারেন।
তো এই ট্যাবটি যে কোন দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন আমি কিনেছিলাম নিচের ইউটিউব চ্যানেল থেকে তাদের ফোন নাম্বার দিয়ে দিলাম 01903394198

তো এতক্ষণ পর্যন্ত যদি আপনার এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে লাইক দিয়ে বুঝিয়ে দিন। তো আজকের মত এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই দেখা হবে পরের কোন পোস্টে।

The post SAMSUNG GALAXY TAB T1000 BANGLA REVIEW | গরিবের ৪,০০০ টাকার সোনার হরিণ। appeared first on Trickbd.com.

Doraemon Stand By Me 2 Review + Link: নবিতা সিজুকার বিয়ে! ��

Posted:

মুভির নাম: Doraemon stand by me 2

জনরা: Sci-fi/Anime

সাল: ২০২০

আইএমডিবি রেটিং: ৭.৫/১০

পার্সোনাল রেটিং: ৯/১০

 

*** হালকা স্পয়লার এলার্ট ***

 

গতকালকেই মুভিটার ইংলিশ সাবটাইটেল সহ অনলাইনে রিলিজ হয়েছে। মুভিটা পুরা ইমোশন দিয়ে ভরপুর‌ বিশেষ করে যারা ডোরেমনের ফ্যান, তাদের তো আর খুশির বাধ থাকার কথা না!

 

সেই চিরচেনা কমেডি, ডোরেমন নবিতার খুনসুটি, তাদেরকে প্রাপ্তবয়স্ক অবস্থায় দেখা, শিজুকা নবিতার বিয়ে – আর কি লাগে একজন ডোরেমন ফ্যান এর জন্য!

 

Doraemon Stand By Me এর সেকেন্ড পার্ট হচ্ছে এই মুভি। যারা প্রথম পার্ট দেখেননি তারা দয়া করে প্রথমটা দেখে নিয়ে তারপর দ্বিতীয় অংশ দেখতে আসবেন। এতে মুভির পরিপূর্ণ ফিল পাবেন। মুভির আসল সৌন্দর্য উপভোগ করতে প্রথম পার্ট না দেখলে মজা পাবেন না।

 

নবিতার অতীতের কাহিনীর ওপর ভিত্তি করে Doraemon Stand By Me 2 বানানো হয়েছে। যেখানে নবিতা ছোটবেলায় তার দাদির সাথে থাকতো। 

 

তো একদিন হঠাৎ করে তার দাদী ইচ্ছা পোষণ করল সে যাতে নবিতার বিয়ে দেখে যেতে পারে। যেমন কথা তেমন কাজ, নবিতা তার দাদির ইচ্ছে পূরণের জন্য ডোরেমনের সাথে ভবিষ্যতে গেল নবিতার বিয়ের ওই দিনে।

 

কিন্তু কোন এক কারনে প্রাপ্তবয়স্ক নবিতা শিজুকার সাথে বিয়ে করতে রাজি ছিল না। আমরা ডোরেমন ফ্যান সকলেই জানি নবিতা সিজুকার জন্য কতটা পাগল।

 

কিন্তু কেন সে ভবিষ্যতে সিজুকাকে বিয়ে করতে চাইল না এবং ভবিষ্যতে ডোরেমন নবিতা সাথে থাকে নাকি থাকে না, এই সকল কিছুর উত্তর জানতে আপনাকে অবশ্যই ইমোশনালে ভরপুর এই মুভি দেখতে হবে।

 

মুভিতে একাধিকবার টাইম ট্রাভেল দেখানো হয়েছে। তবে স্টোরিলাইন এবং প্লট তার সাথে ডাইরেকশন অনেক সুন্দর ভাবে উপস্থাপন করায় মুভি বুঝতে কোন অসুবিধা হয়নি।

 

যারা মুভিটি দেখতে চাচ্ছেন তারা নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।

Click Here

The post Doraemon Stand By Me 2 Review + Link: নবিতা সিজুকার বিয়ে! 😍 appeared first on Trickbd.com.

মাহে রমজান ২০২১, হিজরী ১৪৪২, সেহরী ও ইফতারের সময়সূচী (ছবি আকারে)

Posted:

বরকতময় সিয়াম সাধনার মাস মাহে রমজানের রোজার সেহরী ও ইফতারের সময়সূচী দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্যে এখানে প্রকাশিত হয়েছে। ১৩ই এপ্রিল সাবান মাসের ৩০দিন পূর্ণ হয়েছে। সুতরাং ১৪ এপ্রিল থেকে ১৪৪২ হিজরীর পবিত্র রমজান মাস শুরু হবে, এক্ষেত্রে ১৩ এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশের মুসলমানদেরকে সেহরী খেয়ে রোজা শুরু করতে হবে।


অবশ্যই চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস ও রোজা শুরু হয়ে থাকে। উল্লেখ্য যে সাবান মাস ২৯ দিনে শেষ হলে ১৩ তারিখ থেকেই রমজান মাস শুরু হত এক্ষেত্রে ১৩ তারিখ দিবাগত রাতেই সেহরী খেতে হত এবং আমরা সেহরি-ইফতার সূচীটি সংশোধন করে প্রকাশ করেছি। সাবান মাস ত্রিশ দিন পূর্ন হওয়ায় মাহে রমজান শুরু হয়েছে ১৪ই এপ্রিল ২০২১ থেকে এবং সে অনুযায়ী সূচী প্রকাশ করা হল।

দেশের সকল জেলার অধিবাসীগনই ঢাকা জেলার সময়ের সাথে তাদের জেলার উল্লেখিত সময় সামঞ্জস্য করে এই সূচী অনুসরণ করতে পারবেন।

মাহে রমজানের সেহরী ও ইফতারের সময়সূচী

আরবী/হিজরি বছর একটি চন্দ্র বর্ষ যা ইসলাম ধর্মের প্রবর্তক মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সঃ) তাঁর জন্মস্থান মক্কা থেকে মদিনায় হিজরত (সফর) করার সময় থেকে মুসলমানগন গণনা করে আসছে। আর হিজরি বছরের ৯ম মাস মাহে রমজান যা মুসলমানদের জন্যে রহমত, বরকত ও নাজাত লাভের এক মহাপবিত্র মাস। রমজান মাসের পুরো মাস ব্যাপি মুসলমানগন সিয়াম পালন করে থাকেন ও সবসময় আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখেন। এই মাসে আল্লাহর ইবাদত করলে অন্য যে কোন মাসের তুলনায় বেশি নেকী পাওয়া যায়।

পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কতৃক প্রকাশিত সেহরী ও ইফতারের সময়সূচী অনুসুরন করে বরাবরের মত এবারও আলোরমেলা আপনাদের জন্যে একটি চমৎকার রোজার ক্যালেন্ডার তৈরী করেছে। ক্যালেন্ডারটি আপনি নিচের এ্যাটাচমেন্ট (সংযুক্তি) থেকে পিডিএফ বা ছবি আকারে ডাউনলোড করে প্রিন্ট করে বা আপনার স্মার্ট ফোনে রেখে অনুসরন করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার পরিচিত জনদেরকেও।

এছাড়াও আপনার নিশ্চই ইতিমধ্যে খেয়াল করেছেন যে ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের সুবিধার্থে আলোরমেলার ডান পাশে সাইডবারের (মোবাইল স্ক্রিনে নীচে) প্রতিদিন পাঁচওয়াক্ত নামাজের সময়সূচী প্রকাশিত হয়ে থাকে। ঢাকার সময় অনুযায়ী প্রকাশিত এই সূচীর সাথে আপনার এলাকার সময়ের সমন্বয় করে ব্যবহার করতে পারেন।

আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস শুরু হবে এবং শেষ হবে। সতর্কতার জন্যে সূর্যাস্তের তিন মিনিট পর ইফতার ও মাগরিবের আযানের সময় নির্ধারন করা হয়েছে এবং একই ভাবে সতর্কতার জন্যে সুবহি সাদিকের তিন মিনিট আগে সেহরির শেষ সময় নির্ধারন করা হয়েছে আর ফজরের আযান দিতে হবে সুবহি সাদিকের তিন মিনিট পর অর্থাৎ সেহরির শেষ সময়ে ছয় মিনিট পর ফজরের আযান দিতে হবে।
ঢাকা জেলার বাইরে বসবাসরত রোজাদারগন অবশ্যই সেখানকার সেহরী ও ইফতারের স্থানীয় সময় অনুযায়ী সেহরী ও ইফতার গ্রহন করবেন। এই সেহরি-ইফতার সূচীতে দেয়া আছে কোন জেলার লোকজন ঢাকা জেলার কত মিনিট আগে বা পরে সেহরি-ইফতার পানাহার করবেন।

রোজার নিয়তঃ


نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم


আরবি নিয়ত :
নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি, রামদানাল মুবারাকি, ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি, ইন্নিকা আনতাস সামিউল 'আলিম।


বাংলায় নিয়ত :
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রামাদানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোদা (রোযা) তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়াঃ


اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن


উচ্চারণ :
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া 'আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।


অর্থ :
হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।


The post মাহে রমজান ২০২১, হিজরী ১৪৪২, সেহরী ও ইফতারের সময়সূচী (ছবি আকারে) appeared first on Trickbd.com.

পবিত্র মাহে রমযান মাসে যে ১০ টি কাজ থেকে বিরত থাকবেন,জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,পবিত্র রমযান মাসে সে ১০ টি কাজ থেকে বিরত থাকবেন। চলছে পবিত্র রমযান মাস। মুসলমান আমাদের সবার উচিৎ আল্লাহর আনুগত্য প্রকাশ করা,এবং রোযা রাখা। রমযান মাসে এমন কিছু কাজ আছে, যে কাজগুলো থেকে বিরত থাকা উচিৎ। আমরা অনেকে জানি না সে কাজগুলা কি।আজকের এই পোস্ট থেকে কাজ গুলো জেনে নিন।এবং চেস্টা করুন এই কাজগুলো রমযান মাসে কখনো করবেন না।রমযান মাসে অনেক ফজিলত আছে,আমরা এই ফজিলত গুলো মেনে চলবো। আমাদের সবার উচিৎ এই রমযান মাসে নিজেকে পরিবর্তন করা,এবং পাচ ওয়াক্ত নামায পড়ার অভ্যাস করা৷ কথা না বাড়িয়ে শুরু করা যাক, পবিত্র মাহে রমযান মাসে যে ১০ টি কাজ করা থেকে বিরত থাকবেনঃ

১) দুনিয়াবি কাজে মগ্ন থাকাঃ

রমযান মাসে আমরা দুনিয়াবি কাজে ব্যাস্ত থাকি,আসলে এটা ঠিক না।কারন রমযান মাসে বেশি বেশি আমল করতে হবে। অন্তত রমযান মাসে আমাদের এই দুনিয়াবি কাজ ঝেড়ে নিজেকে পরিবর্তন করতে হবে,এবং বেশি বেশি ইবাদত ও আমল করতে হবে।

২) ফরয নামাজ আদায় এর অলসতাঃ

পবিত্র রমযান মাসে জামআতের সাথে ফরয নামায আদায় করতে হবে।অনেকে অলসতার কারনে ফরয নামায আদায় করে না। আমাদের সবার উচিৎ ফরয নামায কাযা না করা। কারন রমযান মাসে অনেক ফজিলত আছে।তাই আমাদের এই কাজ গুলো কখনো বাদ দেয়া উচিৎ না।

৩) তাড়াহুড়ো করে কুরআন খতমঃ

অনেকে রমযান মাসে তাড়াহুড়ো করে কুরআন পড়ে এবং তাড়াতাড়ি পড়া শেষ করে খতম দেয় এই পবিত্র রমযান মাসে। কিন্তু তাড়াতাড়ি করে কুরআন পড়লে কুরআনের হক আদায় হয় না।হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্নিত, যে কুরআন সুন্দর উচ্চারণে পড়ে না,সে আমার উম্মতের মধ্য শামিল না- সহি বুখারী -৭৫২৭।

৪) অপচয় ও অপব্যায় করাঃ

অপচয় করা থেকে বিরত থাকুন। বিশেষ করে এই রমযান মাসে অপচয় করা থেকে বিরত থাকুন। কারন অপচয় কারীকে আল্লাহ পছন্দ করে না।ইফতার ও সেহরিতে অপব্যায় করবেন না। যে টুকু দরকার সেটুকু ব্যাবহার করুন,অপব্যায় করা উচিৎ না। কুরআনে বলা হয়েছে,

“হে বনী আদম! তোমরা প্রতি নামাজে তোমাদের সাজসজ্জা পরিধান করো এবং খাও,পান করো, অপচয় করো না।নিশ্চয় তিনি অপচয় কারীদের পছন্দ করে না। সুরা আরাফ – ৩১।

৫) দান-সাদকা না করাঃ

পবিত্র এই মাহে রমযান মাসে, রমযান এর পাশাপাশি আমাদের সবার দান ও সাদকার মাধ্যামে ফজিলত অর্জন করতে হবে।এই রমযান মাসে বেশি দান সাদকা করতে হবে।এতিন,বিধবা এদের প্রতি সহনশীল হতে হবে। এবং যাদের প্রতি জাকাত ফরয রয়েছে,তাদের জাকাত দিতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও এই মাসে বেশি বেশি দান করতেন। তাই আমাদের এই মাসে বেশি বেশি ফজিলত অর্জন করতে হবে।

৬) সুন্যাহ ত্যাগ করাঃ

পবিত্র রমযান মাসে সুন্যাহ ত্যাগ করা যাবে না।এই মাসে আমাদের প্রত্যোকটা আমল হবে সুন্যাহ মোতাবেক। তাই এই রমযান মাসে আমাদের আমল সুন্যাহ মোতাবেক করা উচিৎ।

৭) মিথ্যা কথা ক অন্যান্য পাপ কাজঃ

রোযাদার ব্যাক্তি মিথ্যা বলা ও পাপকাজ থেকে বিরত থাকা উচিৎ। আল্লাহ তো সব দেখছেন, তাই পবিত্র রমযান মাসে আমাদের মিথ্যা কথা বলা ও পাপকাজ থেকে বিরত থাকা উচিৎ। এই মাস থেকে আমাদের শিক্ষা নেয়া উচিৎ।

৮) লাইলাতুলকদর তালাশ না করাঃ

রমযান মাসে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের এর থেকে উত্তম, সে রাত হলো লাইলাতুলকদর এর রাত। পবিত্র কুরআনে বলা হয়েছে,

“কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম” সুরা কদর -৪।

৯) বিলম্বে ইফতার করাঃ

বিলম্বে ইফতার করা থেকে বিরত থাকতে হবে।সময় মতো ইফতার করতে হবে। কারন আল্লাহ তো সব দেখেন, আল্লাহকে তো কোনো কাজে ফাকি দেয়া যাবে না। তাই আমাদের উচিৎ বিলম্বে ইফতার না করা।

১০) সাহরি না খাওয়াঃ

অনেকে সাহরি না খেয়ে আগে রাতে শুয়ে পড়েন। এই কাজটা কখনো করা উচিৎ না,এটা সুন্যাহ পরিপন্থি। কারন ইহুদি ও খ্রিস্টান রা সাহরি খায় না। তাই এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post পবিত্র মাহে রমযান মাসে যে ১০ টি কাজ থেকে বিরত থাকবেন,জেনে নিন। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments