26.49$ সমমূল্যের Ant Download Manager Pro Softwareটি Download করুন ফ্রিতেই |
- 26.49$ সমমূল্যের Ant Download Manager Pro Softwareটি Download করুন ফ্রিতেই
- মাত্র 10 হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন । পর্ব 2 (Infinix Hot 10 play: big ram-rom&display)
- লম্বা ও ঘন চুল পাওয়ার কিছু কার্যকারি উপায় জেনে নিন।
- [Hot] Rocket Account দিয়ে বাংলাদেশের যে কোনো এলাকার পল্লী বিদ্যুৎ বিল দিন একদম ফ্রি তে প্রতিমাসে ২০টি!!!
- শাওমি Miui অসাধারণ XT Blue Lineui Vip কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে
- CamScanner Pro v5.43.0.20210506 Mod Apk ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে
26.49$ সমমূল্যের Ant Download Manager Pro Softwareটি Download করুন ফ্রিতেই Posted: Howdy Everyone,
তাছাড়া এর অন্যান্য Featuresগুলো হল:-
সাধারণত এই Softwareএর মূল্য 26.49$ তবে বিশেষ Coupon Link এর মাধ্যমে আপনি এটি Lifetime উপভোগ করতে পারবেন ফ্রিতেই।
যেভাবে Offerটি Claim করবেন- 1. প্রথমে এই Link এ প্রবেশ করুন
2. তারপর এই Option এ Click করুন
3. এখন আপনি এই Offerটি FB/Twitter এ Share করতে পারেন নতুবা “I Don’t use facebook….” এ Click করুন
4. এবার যথাযথ Random Info. দিয়ে Offerটি Claim করে নিন
5. Manually Download Link এ Click করে Fileটি Install করে উপভোগ করুন Lifetime License
এই Campaign সম্পর্কে বিস্তারিত:-
এই অফারটি থাকবে 30 May, 2021 পর্যন্ত। তাই Geneuine Software চালাতে চাইলে এটি ব্যবহার করতে পারেন IDM এর বিকল্প হিসেবে।
Bye The post 26.49$ সমমূল্যের Ant Download Manager Pro Softwareটি Download করুন ফ্রিতেই appeared first on Trickbd.com. |
মাত্র 10 হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন । পর্ব 2 (Infinix Hot 10 play: big ram-rom&display) Posted: হাইলাইটসইনফিনিক্স হট 10 প্লে 6.82 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন সহ লাঞ্চ হয়েছে। এটিতে একটি ওয়াটারড্রপ নচ ফ্রন্ট ক্যামেরা ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি ডুয়াল 13 মেগাপিক্সেলের এবং পিডিএএফ, কোয়াড-এলইডি ফ্ল্যাশ, এইচডিআর ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। সামনের ক্যামেরাটি 8 এমপির। ইনফিনিক্স হট 10 প্লে 6000 এমএএইচ বড় ব্যাটারি সহ 10W দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে । এতে 4 জিবি র্যাম, 2 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ রয়েছে। এটি একটি মেডিয়েটেক হেলিও জি 25 (12 এনএম) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 64 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। Infinix Hot 10 Play Full Specifications Colors Aegean Blue, Morandi Green, Obsidian Black, Purple Connectivity Network2G, 3G, 4GSIMDual Nano Body StyleMinimal NotchMaterialGlass front, plastic bodyDimensions171.8 x 78 x 8.9 millimetersWeight207 grams Display Size6.82 inchesResolutionHD+ 720 x 1640 pixels (263 ppi)TechnologyIPS LCD Back Camera ResolutionDual 13 Megapixel main cameraFeaturesAutofocus, quad-LED flash, 1/3.1″, 1.12µm, HDR & moreVideo RecordingFull HD (1080p) Front Camera Resolution8 MegapixelFeaturesVideo RecordingFull HD (1080p) BatteryType and Capacity Lithium-polymer 6000 mAh (non-removable)Fast Charging 10W Fast Battery Charging Performance Operating SystemAndroid 10 Go Edition (XOS 7)ChipsetMediatek Helio G25 (12 nm) Ram & Processor RAM4 GBProcessorOcta-core, up to 2.0 GHzGPUMali-G52 MC2 Storage ROM64 GB (eMMC 5.1) Other Features MicroSD Slot Dedicated slot Sound3.5mm JackFeaturesLoudspeaker SecurityFingerprint On the backFace Unlock OthersNotification LightSensorsFingerprint, Accelerometer, Proximity, Water Resistance ব্যক্তিগত মতামত: ফোনটিতে 4gb যা্ম ব্যবহার করা হয়েছে রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ The post মাত্র 10 হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন । পর্ব 2 (Infinix Hot 10 play: big ram-rom&display) appeared first on Trickbd.com. |
লম্বা ও ঘন চুল পাওয়ার কিছু কার্যকারি উপায় জেনে নিন। Posted: আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো, লম্বা ও ঘন চুল পাওয়ার উপায়।চুল একটা মানুষের সৌন্দর্য়। প্রায় সব মেয়ে চায়,যেন তার চুল লম্বা হয়। অনেকে অনেক চেস্টা করেও লম্বা চুল পায় না। আজকে আমি আপনাদের মাঝে কিছু কার্যকারি উপায় শেয়ার করব,যে গুলো ফলো করলে খুব সহজে মেয়েদের চুল অনেক লম্বা হবে ও ঘন হবে।লম্বা চুল পেতে চুলের অনেক পরিচর্যা করতে হবে।চুল লম্বা ও ঘন করতে বেশি অর্থের প্রয়োজন নেই,সামান্য কিছু অর্থ খরচ করলেই সম্ভব।হাতের কাছে কিছু উপাদান দিয়েই আপনার চুল করুন লম্বা ও ঘন। অনেকে চুল লম্বা করতে বিভিন্ন সামগ্রী ব্যাবহার করে অনেক টাকা খরচ করে৷ আজকে আপনাদের মাঝে এমন কিছু কার্যকারি উপায় শেয়ার করব,যে গুলো ফলো করলে খুব সহজে আপনার চুল লম্বা ও ঘন হবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক,চুল লম্বা ও ঘন করার কার্যকারি উপায়ঃ ১) রং চাঃ লম্বা চুল পেতে রং চা এর লিকার ও চায়ের পানি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।যারা চুল লম্বা করতে চান তারা ঠান্ডা চা এর পানি দিয়ে মাথা ধুয়ে নিন।সপ্তাহে অন্তত একবার এরকম করলে ভাল ফল পাবেন। তাই যাদের চুল বড় করার দরকার এটা ফলো করলে ভাল ফল পাবেন। ২) লেবুঃ চুল মোলায়েম ও লম্বা,ঘন করতে লেবু কার্যকারি।শ্যাম্পু করার পর লেবুর রস মাথায় লাগাতে হবে। প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে লেবুর রস অত্যান্ত ভুমিকা পালন করে থাকে। যারা চুলকে ঘন,লম্বা করতে চান তারা এটি ফলো করতে পারেন। ৩) নিমপাতাঃ নিমপাতা চুল পরিস্কার রাখতে ও চুলের বৃদ্ধির জন্য ভাল কাজ করে। নিমপাতা বেটে মাথার তালুতে লাগিয়ে রাখুন। ১৫-২৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।নিমপাতা ভাল একটা কার্যকারি উপাদান। তাই চুলের যত্নে নিমপাতা এভাবে ব্যাবহার করতে পারেন। ৪) আমলকিঃ আমলকিতে প্রচুর পরিমান ভিটামিন-সি রয়েছে, যা চুলের জন্য অনেক উপকারি।২ টেবিল চামচ আমলকির গুড়োর সাথে ক্যাস্টর অয়েল, ও একটা ডিম মিশিয়ে প্যাক বানাতে হবে। ৩০ মিনিট এর মতো মাথায় লাগিয়ে ধুয়ে ফেলতে হবে।ভাল ফলাগল পেতে নিয়মিত ব্যাবহার করুম। চুল লম্বা ও ঘন করতে দারুন ভুমিকা পালন করে। ৫) ডিমঃ ডিম, দই ও মধু মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিতে হবে।সামান্য চুল ভিজিয়ে চুলে লাগিয়ে রাখতে হবে। ৩০-৩৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।সপ্তাহে অন্তত একবার এই প্যাক টি ব্যাবহার করতে হবে।চুল লম্বা ও ঘন করতে ব্যাপক ভুমিকা পালন করে। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post লম্বা ও ঘন চুল পাওয়ার কিছু কার্যকারি উপায় জেনে নিন। appeared first on Trickbd.com. |
Posted: এখন Rocket Account দিয়ে বাংলাদেশের যে কোনো এলাকার পল্লী বিদ্যুৎ বিল দিন একদম ফ্রি তে কোনো ধরনে চার্জ কাটবে না। প্রতিদিন ৫ টি বিল দিতে পারবেন এবং প্রতিমাসে ২০টি বিল দিতে পারবেন Rocket অ্যাপ এবং Ussd কোড (*৩২২#) ডায়াল করেও দিয়া যাবে। প্রথমে Rocket অ্যাপ ঢুকে Bill pay সিলেষ্ট করেন। তার পর Palli Bidyud সিলেষ্ট করেন। তার পর বিল এর কাগজ এর SMS Account নাম্বার, বিলের মাস, বিলের বছর এর তথ্য দিয়ে VALIDAY তে ক্লিক করুন। তার পর আপনার Rocket Account এর পিন দিয়ে লেনদেন নিশ্চিত করে নিন। যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিনAirtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।ধন্যবাদThe post [Hot] Rocket Account দিয়ে বাংলাদেশের যে কোনো এলাকার পল্লী বিদ্যুৎ বিল দিন একদম ফ্রি তে প্রতিমাসে ২০টি!!! appeared first on Trickbd.com. |
শাওমি Miui অসাধারণ XT Blue Lineui Vip কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে Posted: Custom Theme Review Miui ব্যাবহারের একটি সুবিধা হল এতে অনেক থিম ব্যাবহার করা যায়। যার মাধ্যমে বুট এনিমেশন, ইউয়াই থেকে শুরু করে সব কিছু কাস্টোমাইজ করার সুযোগ থাকে। এর ইনবিল্ট থিম স্টোরে হাজার হাজার থিম থাকলেও থার্ট পার্টি থিম ইউস করার মজাই আলাদা কারণ এতে থাকে হাজার রকমের কাস্টোমাইজ করার সুযোগ।আজকের থিম এর নাম হচ্ছে Xt Blue Lineui Vip এই থিম নিয়ে বলার কিছু নেই জাস্ট জোশ একটা থিম। এটি মিউইয়াই ১২ সাপোর্ট করে, পুরাতন miui তে টেস্ট করে দেখতে পারেন চলে কিনা। এই থিম ui আইকন, ডায়ালার মেসেজিং অ্যাপ সহ অনেক কিছুই কভার করে। ডার্ক mode এবং লাইট মোড এ এটি ভালই কাজ করে। এতে কোন ইস্যু পাইনি আমি ইউস করে এবং খুবই প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। স্ক্রিনশট গুলো দেখে নিতে পারেন। InstallationThe post শাওমি Miui অসাধারণ XT Blue Lineui Vip কাস্টম থিম ইনস্টল করুন একদম ফ্রীতে appeared first on Trickbd.com. |
CamScanner Pro v5.43.0.20210506 Mod Apk ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে Posted: আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভাল আছেন এবং সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো রয়েছি বন্ধুরা অনেকদিন পরে আবারো আপনাদের জন্য CamScanner Premium অ্যাপ শেয়ার করতে আসলাম। আমরা যখন CamScanner ফ্রি ভার্সন ব্যবহার করি তখন প্রচুর ads show করে এবং অনেক প্রিমিয়াম ফিচারস ব্যবহার করতে পারিনা এর কারণে আমাদের মোবাইল হ্যাং হয়ে যায় যাদের Ram কম। তাই ভাবলাম আমি আপনাদের জন্য পার্মানেন্ট অ্যাড ফ্রী CamScanner Premium অ্যাপ শেয়ার করতে যাতে আপনাদের মোবাইল হ্যাং না হয় আপনারা সুন্দরভাবে CamScanner অ্যাপ ব্যবহার করতে পারেন। বন্ধুরা আশাকরি আপনাদের পোস্টটি কাজে লাগবে এবং আপনারা CamScanner Premium অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করে এড ফ্রি CamScanner ব্যবহার করা আনন্দ উপভোগ করবেন পোস্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ট্রিকবিডি সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। CamScaner Premium ডাউনলোড করুনCamScanner Premium v5.43.0.20210506 Mod [Size: 73.6 MB] Source website: Softowa The post CamScanner Pro v5.43.0.20210506 Mod Apk ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments