Search box..

কোঁকড়া চুলের যত্ন যেভাবে নিবেন, জেনে নিন।

কোঁকড়া চুলের যত্ন যেভাবে নিবেন, জেনে নিন।


কোঁকড়া চুলের যত্ন যেভাবে নিবেন, জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,কোঁকড়া চুলের যত্ন যেভাবে নিবেন।কোঁকড়া চুল কিন্তু অনেকের হয়ে থাকে। কোঁকড়া চুল স্টাইল ভাল হয়। কোঁকড়া চুল অনেকের আবার পছন্দ না। কোঁকড়া চুল এর স্বাস্থ্য ঠিক রাখা ও অনেক কস্টকর।কোঁকড়া চুলে সাধারণত ধুলা-বালি, ময়লা খুব তাড়াতাড়ি জমে থাকে।অনেকে কোঁকড়া চুলে বিভিন্ন ক্যামিক্যাল ও রাসায়নিক উপাদান ব্যাবহার করে থাকে,এতে চুলের ব্যাপক ক্ষতি হয়। কোঁকড়া চুলের যত্ন যেভাবে নিলে কোনো ক্ষতি হবে না আজকে আপনাদের মাঝে এটি শেয়ার করতে চলছি। যেভাবে আপনার কোঁকড়া চুলের যত্ন নিবেন খুব সহজে আজকে জানতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক, যেভাবে আপনার কোঁকড়া চুলের যত্ন নিবেনঃ

১) প্যাক ব্যাবহার করুনঃ

যাদের কোঁকড়া চুল তারা মাঝে মাঝে প্যাক ব্যাবহার করতে পারেন।চুলের রুক্ষতা ও শুস্কতা দূর করার জন্য সাধারণত প্যাক ব্যাবহার করতে বলা হয়ে থাকে। টক দই,পাকা কলা,মধু,পাকা পেঁপে এগুলা দিয়ে তৈরী হয় চুলের প্যাক।এই প্যাক গুলো ব্যাবহার করলে চুলের স্বাস্থ্য ভাল থাকবে। প্রচুর পরিমান পানি ও তাজা ফল খেতে হবে। যাদের কোঁকড়া চুল তারা এই দিক গুলো মেনে চলবেন।

২)কন্ডিশনিং করতে হবেঃ

যাদের সাধারণত কোঁকড়া চুল, তাদের নিয়মিত কন্ডিশনার ব্যাবহার করা উচিৎ। কোঁকড়া চুল কন্ডিশনার ব্যাবহার করলে চুলের স্বাস্থ্য ও আদ্রতা ভাল থাকে।চুল নরম ও মসৃন হয় নিয়মিত কন্ডিশনার ব্যাবহার করলে।যে সব কন্ডিশনারে ক্যামিক্যাল নেই সেই সব কন্ডিশনার ব্যাবহার করতে হবে, তাহলে চুলের ক্ষতি হবে না।

৩) নিয়মিত তেল ম্যাসেজ করতে হবেঃ

কোঁকড়া চুল প্রাকৃতিক ভাবেই রুক্ষ ও শুস্ক। তাই কোঁকড়া চুলে নিয়মিত তেল মেসেজ করতে হবে। কোঁকড়া চুলে যদি একটু গরম করে তেল মেসেজ করতে পারেন তাহলে ভাল কাজে লাগবে।গরম তেল মাথায় লাগালে রক্ত চলাচল বৃদ্ধি পায়,এছাড়া ও চুলের গোড়া ও মজবুত হয়।

৪) হিট ট্রিটমেন্ট কে না বলুনঃ

অনেকে এই কোঁকড়া চুলকে ভাল দেখানোর জন্য হিট দেয়,আসলে এটা ঠিক না। চুলে হিট দিলে চুলের স্বাস্থ্য নস্ট হয়ে যায়। চুলে হিট দিলে চুল রুক্ষ হয়ে যায়। কখনো সাময়িক সুন্দর দেখানোর জন্য চুলে হিট দেয়া উচিৎ না।

৫) অতিরিক্ত ক্যামিক্যাল এড়িয়ে চলুনঃ

কোঁকড়া চুল এমনিতেই শুস্ক ও রুক্ষ হয়ে থাকে।কোঁকড়া চুলে বেশি ক্যামিক্যাল জাতীয় কোনো কিছু ব্যাবহার করা থেকে বিরত থাকতে হবে। কারন এমন ও হতে পারে,বেশি ক্যামিক্যাল জাতীয় কিছু চুলে দিলে চুল ঝরে যেতে পারে।শ্যাম্পু,তেল এগুলা ব্যাবহার করার আগে যাছাই করে ব্যাবহার করবেন,যাতে এগুলাতে বেশি ক্যামিক্যাল না থাকে।

যাদের কোঁকড়া চুল, তাদের উপরের নিয়ম গুলো ফলো করে চলা উচিৎ, এবং যাদের কোঁকড়া চুল তাদের এভাবে যত্ন নেয়া উচিৎ।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post কোঁকড়া চুলের যত্ন যেভাবে নিবেন, জেনে নিন। appeared first on Trickbd.com.

মাত্র 10 হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন । পর্ব 1 (Redmi 9C গেমিং চিপসেট)

Posted:

হাইলাইটস

শাওমি রেডমি 9 সি 6.53 ইঞ্চি এইচডি প্লাস স্ক্রীন সহ লাঞ্চ হয়েছে। এটিতে ফুল-ভিউ ওয়াটার ড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা, ডিপ সেন্সর ইত্যাদির বৈশিষ্ট্য এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং এর সাথে ট্রিপল 13 + 2 + 2 এমপিের ক্যামেরা থাকছে। সামনের ক্যামেরাটি 5 এমপিের। শাওমি রেডমি 9 সি 10W ফাস্ট চার্জিং সহ 5000 এমএএইচ বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে 2 বা 3 জিবি র‌্যাম, 2.3 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং পাওয়ারভিআর জিই 8320 জিপিইউ রয়েছে। এটি মিডিয়াটেক হেলিও জি 35 (12 এনএম) চিপসেট দ্বারা চালিত যা গেমিং এর জন্য মোটামুটি উপযুক্ত পাবজি লাইট এবং ফ্রী ফায়ার এর মত গেম প্লে করতে পারবেন। ডিভাইসটি 32 বা 64 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Xiaomi Redmi 9C Full Specifications


ColorsMidnight Gray, Sunrise Orange, Twilight Blue 

ConnectivityNetwork2G, 3G, 4GSIMDual Nano

  BodyStyleMinimal NotchMaterialGlass front, plastic bobyWater Resistance✖Dimensions164.9 x 77 x 9 millimetersWeight196 grams 

DisplaySize6.53 inchesResolutionHD+ 720 x 1600 pixels (269 ppi)TechnologyIPS LCD TouchscreenProtection✖FeaturesMultitouch, 400 nits 

Back CameraResolutionTriple 13+2+2 MegapixelFeaturesPDAF, LED flash, HDR, macro, depth & moreVideo RecordingFull HD (1080p)

  Front CameraResolution5 MegapixelFeatures1.12µm, f/2.2, HDR & moreVideo RecordingFull HD (1080p) 

BatteryType and CapacityLithium-polymer 5000 mAh (non-removable)Fast Charging✅ 10W Fast Charging  PerformanceOperating

SystemAndroid 10 (MIUI 12)ChipsetMediaTek Helio G35 (12 nm)

RAM 2 / 3 GB

ProcessorOcta core, 2.3 GHzGPUPowerVR GE8320 

StorageROM32 / 64 GB (eMMC 5.1)

other features
MicroSD Slot✅ Dedicated slot  Sound3.5mm Jack✅FeaturesLoudspeaker  SecurityFingerprint✅Face Unlock✅  OthersNotification LightSensorsFingerprint, Accelerometer, Proximity

SIMWLAN✅ Wi-Fi Direct, Wi-Fi hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅ A-GPS, GLONASS, BDSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C✖

ব্যক্তিগত মতামত: ফোনটিতে যদিও 2gb যা্ম ব্যবহার করা হয়েছে তবুও এতে একটি শক্তিশালী চিপসেট ব্যবহার করেছে যা খুবই ভাল একটি দিক , এটি মিডিয়াটেক হেলিও g35 এর একটি শক্তিশালী চিপসেট।এটা আপনি ফ্রী ফায়ার এর মতন গেম অনায়াসে খেলতে পারবেন কোন ল্যাগ ছাড়াই তবে পাবজি লাইট এর বেলায় সামান্য কিছু ল্যাগ এর দেখা মিলতে পারে ।
তো এই ছিল আজকে আমাদের প্রথম পর্ব পরবর্তী পর্বগুলোতে আরো চারটি ফোন আসতে চলেছে ।

রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ

The post মাত্র 10 হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন । পর্ব 1 (Redmi 9C গেমিং চিপসেট) appeared first on Trickbd.com.

লিচু কেনার আগে, পাকা ও মিস্টি লিচু চেনার কিছু উপায় জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,পাকা ও মিস্টি লিচু চেনার উপায়। বাজারে তো লিচু বিক্রি শুরু হয়েছে। আমরা প্রায় তো বাজার থেকে লিচু কিনে থাকি,অনেকে পাকা ও মিস্টি লিচু চেনেন না। বাজারের বেশির ভাগ লিচু ই হতে পারে আধা পাকা ও কম স্বাদের। তবে আজকে আপনাদের কিছু টিপস দেব, যেটা ফলো করলে আপনি খুব সহজে জানতে পারবেন কোনটি পাকা ও মিস্টি লিচু।এখন বাজারে লিচুর দাম ও বেশি। দাম বেশি হওয়াতে আমাদের যাচাই বাছাই করে লিচু কেনা উচিৎ। লিচুর স্বাদ অনেক ও অনেক পুস্টি গুন ও রয়েছে। বর্তমান বাজারে ফরমালিনযুক্ত লিচুর ভরপুর। লিচু কেনার আগে আজকের এই বিষয়গুলো ফলো করলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কোনটি পাকা ও মিস্টি লিচু।কথা না বাড়িয়ে শুরু করা যাক, পাকা ও মিস্টি লিচু চেনার উপায়ঃ

১) লিচু কেনার আগে লিচুর মুখ দেখে কিনবেন।যে সব লিচু পচা, সে সব লিচুর মুখে ও পচা থাকে।লিচুর মুখে যদি ডালযুক্ত থাকে তাহলে বুঝবেন এটা ভাল লিচু।

২) লিচু ভাল নাকি মন্দ এটা লিচুর খোসা ছাড়িয়ে দেখুন।খোসা ছাড়াতে যদি দেখেন খুব সহজে খোসা ছড়িয়ে যাচ্ছে তাহলে বুঝবেন এটা পাকা ও মিস্টি লিচু।এবং যদি খোসা ছাড়াতে একটু কস্ট হয় ও লিচুর ভিতর বাদামি রঙের হয় তাহলে বুঝবেন এটা নস্ট ও পাকা লিচু নয়।

৩) লিচু কেনার আগে দেখবেন লিচুর খোসা বাদামি বা দাগযুক্ত কিনা। এছাড়া আরেকটা দিক লক্ষ্য রাখবেন সেটা হলো লিচুর গায়ে ফাটল ধরা বা গন্ধযুক্ত কিনা। এরকম হলে এমন লিচু কিনবেন না।

৪) লিচু কেনার আগে সব সময় চেস্টা করবেন গাঢ রঙের লিচু কেনার। এছাড়া ও লিচু যেন এক ইঞ্চি হয়, এমন লিচু ভাল মানের মিস্টি ও পাকা হয়ে থাকে।

৫) লিচু পাকা অবস্থায় গাছ থেকে অনেকে পাড়ে না।লিচু পাকার আগেই গাছ থেকে পাড়িয়ে আনা হয়।আধা পাকা লিচু কিনলেও ফ্রিজে ২-৪ দিন রেখে দিকে পেকে যাবে।

৬) অনেক বিক্রেতারা ক্রেতাকে আকৃষ্ট করতে লিচুর গায়ে রঙ মাখিয়ে বিক্রি করে থাকে। পরিক্ষা করতে বাজার থেকে লিচু কিনে এনে পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন।যদি রঙ মেশায় তাহলে রঙ পানিতে মিশে যাবে।

৭) লিচু কেনার আগে আরেকটি দিক লক্ষ্য রেখে লিচু কিনবেন৷ লিচু নাক দিয়ে গন্ধ শুকবেন। ভাল লিচু হলে নাকে পাকার গন্ধ পাবেন।আধা পাকা লিচুর গন্ধ পাবেন না।

৮) লিচু কেনার আগে আরেকটি দিক লক্ষ্য রাখবেন, লিচু হাত দিয়ে চাপ দিবেন যদি নরম হয় তাহলে সে লিচু কিনবেন না।এরকম লিচু বেশি পাকা হয়ে থাকে,এবং নস্ট ও হতে পারে।

৯) লিচু কেনার আগে সব সময় খোসার দিকে লক্ষ্য রাখবেন,খোসা যেন উজ্জ্বল হয়।পাকা ও মিস্টি লিচুর খোসা মিস্টি ও পাকা হয়।

১০) লিচু বিভিন্ন রঙের হয়ে থাকে লাল,কমলা,হালকা বাদামি ,তবে লিচু কেনার আগে লাল রঙের লিচু কিনবেন। লাল রঙের লিচু ভাল মানের হয়ে থাকে।

বিঃদ্রঃ ভুলেও লিচুর বিচি খাবেন না,কারন লিচুর বিচি বিশাক্ত হয়ে থাকে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post লিচু কেনার আগে, পাকা ও মিস্টি লিচু চেনার কিছু উপায় জেনে নিন। appeared first on Trickbd.com.

Infinix এর সেরা বাজেট কিলার ফোন ৯,৯৯০ টাকায় ৪/৬৪ ।

Posted:

হাইলাইটস

infinix hot 9 play 6.82 ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন সহ লঞ্চ হয়েছে । পিছনের ক্যামেরাটি ডুয়াল 13 এমপি + কিউভিজিএ লো-লাইট সেন্সর সহ ট্রিপল-এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। সামনের ক্যামেরাটি 8 এমপির। ইনফিনিক্স হট 9 প্লে তে 6000 এমএএইচ ব্যাটারি সহ 10W ফাস্ট চার্জিং থাকছে। এতে 2 / 4 জিবি র‌্যাম রয়েছে, 1.8 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং পাওয়ারভিআর জিই 8320 জিপিইউ রয়েছে। এটি 12 (nm) MediaTek helio a25 চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 32 বা 64 অভ্যন্তরীণ স্টোরেজ এবং dedicated মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Infinix Hot 9 Play Full Specifications

First Release:April 9, 2020

ColorsMidnight Black, Quetzal Cyan, Violet, Ocean Wave 

ConnectivityNetwork2G, 3G, 4GSIMDual Nano SIMWLAN✅ dual-band, Wi-Fi Direct, hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅, A-GPSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C✖
  BodyStyleMinimal NotchMaterialGlass front, plastic bodyWater Resistance✖

Dimensions171.8 x 78 x 8.9 millimetersWeight209 grams 
DisplaySize6.82 inchesResolutionHD+ 720 x 1640 pixels (263 ppi)TechnologyIPS LCD TouchscreenProtection✖FeaturesMultitouch 
Back CameraResolutionDual 13 Megapixel + QVGAFeaturesAutofocus, triple-LED flash, low-light sensor & moreVideo RecordingFull HD (1080p) 
Front CameraResolution8 MegapixelFeaturesVideo RecordingFull HD (1080p) 
BatteryType and CapacityLithium-polymer 6000 mAh (non-removable)Fast Charging✅ 10W Fast Charging  PerformanceOperating
SystemAndroid 10ChipsetMediaTek Helio A25 (12 nm)RAM2 / 4 GB

ProcessorOcta-core, up to 1.8 GHzGPUPowerVR GE8320 

StorageROM32 / 64 GB (eMMC 5.1)MicroSD Slot✅ up to 256 GB (dedicated slot) 
ফোনটির প্রসেসর যদি একটু কমা তার পরেও মোটামুটি পারফরম্যান্স পাবেন। আমি একসাথে 4 থেকে 6 টার মত মাল্টিটাস্কিং করেছি কিন্তু এখনো কোন প্রকার বাগ পাইনি । প্রাইস হিসেবে ক্যামেরা টা অনেক ভাল ছিল । আমি আপনাদের সাজেস্ট করব 4 জিবি র্যামের ফোনটি কিনার জন্য 2gb র্যাম এ লো পারফরম্যান্স পাবেন ।

৯,৯৯০ টাকার সেরা বাজেট কিলার ফোন এটি ।।
আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক দিবেন, খোদা হাফেজ


The post Infinix এর সেরা বাজেট কিলার ফোন ৯,৯৯০ টাকায় ৪/৬৪ । appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments