পবিত্র রমযান মাসে,ইফতারের তালিকায় ডাবের পানি রাখবেন,কেন রাখবেন ইফতারের তালিকায় ডাবের পানি, ডাবের পানির উপকারিতা গুলো জেনে নিন। |
- পবিত্র রমযান মাসে,ইফতারের তালিকায় ডাবের পানি রাখবেন,কেন রাখবেন ইফতারের তালিকায় ডাবের পানি, ডাবের পানির উপকারিতা গুলো জেনে নিন।
- আপনি কি কম্পিউটার দিয়ে ফেসবুক ইউজ করেন তাহলে জেনে নিন শর্টকাটগুলো ১০০% কাজে আসবে।।
- প্রতারণা থেকে নিজে বাঁচুন অন্যকেও বাঁচান যাদের ফেসবুক একাউন্ট আছে সবাই দেখবেন
- Wapkiz ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি wapkiz থিম একবার ব্যাবহার করলে বার বার ব্যাবহার করতে ইচ্ছা করবে
- [Facebook/Instagram/WhatsApp/TikTok] এর মতো ১৪ টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও/ছবি ডাউনলোড করুন কোনো প্রকার ঝামেলা ছাড়া।
- Enjoy Youtube Premium Cookies ২৫ মে পর্যন্ত [Openly Giveaway]
Posted: আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,কেন রাখবেন ইফতারের তালিকায় ডাবের পানি,ডাবের পানির উপকারিতাগুলো নিয়ে আজকে আলোচনা করব। কম-বেশি প্রায় আমরা অনেকে এই ডাবের পানি পছন্দ করে থাকি। গরমের সময় ডাবের পানি খেলে অনেজ প্রশান্তি এসে যায়। ডাবের পানিতে এমন কিছু উপাদান রয়েছে যা অনেকে জানে না। আজকে আপনাদের মাঝে এসব নিয়ে কথা বলব।এবং ইফতার এর তালিকায় এই ডাবের পানি রাখতে পারেন। সারাদিন রোযা রেখে ক্লান্ত অবস্থায় ডাবের পানি খেলে অনেক ভাল লাগবে ও উপকার তো আছেই। এই উপকার গুলো নিয়ে আজকে বর্ণনা করব। কথা বা বাড়িয়ে শুরু করা যাক, ইফতারের তালিকায় কেন রাখবেন ডাবের পানি ডাবের পানির উপকারিতাগুলোঃ ![]() ১) ডাবের পানিতে রয়েছে,সাইটোকিনিস নামের একটি উপাদান। যা আমাদের শরীরের উপর বয়স এর ছাপ পড়তে দেয় না। অনেকে বুড়ো হওয়ার আগেই বয়স্ক ছাপ পড়ে যায়। তাই ডাবের পানি খেলে এরকম হয় না। ২) ডাবের পানিতে রয়েছে,অ্যামাইনো এসিড ও ডায়াটারি ফাইবার,যা ইনসুলিন এর কার্যক্ষমতা অনেক বৃদ্ধি করে। এটি বাড়ার ফলে ব্লাড সুগার ও রক্ত চলাচল বেড়ে যায়। তাই আমাদের ইফতার এর তালিকায় ডাবের পানি রাখা উচিৎ। ৩) যাদের মুখে ব্রন রয়েছে,এছাড়া ও বিভিন্ন দাগ রয়েছে তারা যদি সকালে ডাবের পানি মুখে লাগায় তাহলে প্রতিকার পাওয়া যাবে।এছাড়া ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ও ডাবের পানি মুখে লাগালে ভাল ফলাফল পাওয়া যায়।এক কথায় ডাবের পানি খুব উপকারি। ৪) ডাবের পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রন রেখে শরীরকে ঠান্ডা রাখে। ডাবের পানি যেহেতু প্রাকৃতিক পানি,তাই এর ভিতর কোনো ক্ষতিকর উপাদান নেই। যেকোন কোমল পানীয়র থেকে শতগুন নিরাপদ এই ডাবের পানি। তাই ইফতার এর তালিকায় রাখা উত্তম এই ডাবের পানি। ৫) ডাবের পানিতে রয়েছে,ম্যাগনেসিয়াম,খনিজ লবন,ক্যালসিয়াম,ফসফরাস। এসব উপাদান দাঁত এর উজ্জ্বলতা বাড়াতে ভুমিকা পালন করে থাকে। এছাড়া ও দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোধ করতে ভুমিকা পালন করে থাকে। মাড়ি কালচে ও লাল হলে প্রতিকার করতে ভুমিকা পালন করে ডাবের পানি। ৬) ডাবের পানি আমাদের শরীর এর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।ডাবের পানিতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো শরীর এর শক্তি বাড়াতে প্রচুর ভুমিকা পালন করে থাকে।জীবানু কোনোভাবেই ক্ষতি করতে পারে না। তাই আমাদের উচিৎ এই পবিত্র রমযান মাসে ইফতারে তালিকায় ডাবের পানি রাখা। ৭) দেহে ক্যালসিয়াম ও পটাশিয়াম ওর অভাব হলেও কিন্তু ডাক্তার এর কাছে গেলে,ডাক্তার ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন।অনেকের ডায়রিয়া, পাতলা পায়খানা হয়ে থাকে। পানি ও খনিজ পদার্থ এর ঘাটতির ফলে এসব হয়ে থাকে। ডাবের পানি এসব ঘাটতি পুরন করে থাকে। তাই আমাদের ইফতার এর তালিকায় ডাবের পানি রাখা উচিৎ। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post পবিত্র রমযান মাসে,ইফতারের তালিকায় ডাবের পানি রাখবেন,কেন রাখবেন ইফতারের তালিকায় ডাবের পানি, ডাবের পানির উপকারিতা গুলো জেনে নিন। appeared first on Trickbd.com. |
আপনি কি কম্পিউটার দিয়ে ফেসবুক ইউজ করেন তাহলে জেনে নিন শর্টকাটগুলো ১০০% কাজে আসবে।। Posted: আসসালামু আলাইকুম আজকে আমি ফেসবুক এর কীবোর্ড শর্টকাট কী গুলো এবং তাদের কাজ আপনাদের জানাব। এতে করে ফেসবুক ব্যাবহার করার সময় আপনার সময় অপচয় কম হবে। ফেসবুক এর অনেক এরিয়াতে যেতে সময় লাগে অথবা আপনার ইন্টারনেট এর স্পীড খুব কম তখন আপনি এই পদ্ধতি ব্যাবহার করে খুব সহজ এ কাজটি করে নিতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কী বোর্ড এর শর্টকাট কী গুলোঃ Alt+2 – এই কী ব্যাবহার করে আপনি খুব সহজ এ আপনার ওয়াল এ যেতে পারবেন। Alt+3 – এই কী চাপলে আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট লিস্ট দেখাবে। Alt+4- এটি আপনাকে মেসেজ লিস্ট দেখাবে। Alt+5- এটি আপনাকে নোটিফিকেশান দেখাবে। Alt+6- এটি আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট সেটিং দেখাবে। Alt+7- এই কী আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট এর প্রাইভেসি সেটিং এ যেতে সাহায্য করবে। Alt+8- এই কী ব্যাবহার করে আপনি গ্রুপ লিস্ট দেখতে পারবেন। Alt+9- এই কী আপনাদের ফেসবুক এর নিয়ম ও নীতিমালা উপস্থাপন করবে। Alt+0- এটি আপনাদের ফেসবুক এর হেল্প সেন্টার এ নিয়ে যাবে। Alt+m- এই কি এর সাহায্যে আপনি নতুন মেসেজ তৈরি করতে পারবেন। Alt+? – এই বাটন চাপার সাথে সাথে আপনার মাউস কোর্সর সার্চ ফিল্ড এ চলে যাবে। তো এই গুলো ছিল আমার জানা ফেসবুক এর শর্টকাট কী। আরও অনেক ধরনের শর্ট কাট কী থাকতে পারে যা আমি জানি না। জানলে অবশ্যই আপনাদের জানাব। [কোন কারণে এবার কাজের কথাই আসি উপরের দেওয়া সব কী গুলো গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার এ কাজ করবে। যদি আপনি মোজিলা ফায়ার ফক্স ব্যাবহার করে থাকেন তাহলে দয়া করে সব গুলো কী ব্যাবহার করা পূর্বে shift বাটন ব্যাবহার করতে হবে। তাহলে সকল কীগুলো মোজিলা তে কাজ করবে। আজকের এই পোস্টটি কেমন লাগল আশাকরি কমেন্ট এ জানাবেন। সবাই ভাল ও সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে। The post আপনি কি কম্পিউটার দিয়ে ফেসবুক ইউজ করেন তাহলে জেনে নিন শর্টকাটগুলো ১০০% কাজে আসবে।। appeared first on Trickbd.com. |
প্রতারণা থেকে নিজে বাঁচুন অন্যকেও বাঁচান যাদের ফেসবুক একাউন্ট আছে সবাই দেখবেন Posted: আজকাল ফেসবুক যে আমাদের কত প্রয়োজনীয় তা বলে বুঝানো সম্ভন নয়। আমরা ফেসবুকে শুধুমাত্র চ্যাটিংই নয় আরো অন্যান্য কাজ করে থাকি যেমন বিভিন্ন গ্রুপ বা পেজ চালানো সহ অনেক সময় আমাদের পণ্য কিনতেও ফেসবুক প্রয়োজন হয়। ইদানিং ফেসবুকে অনেক গ্রুপ দেখা যায় যেখানে ফেসবুক পেজ সহ ফেসবুক আইডি, ফ্রি ফায়ার আইডি, পাবজি আইডি আরো অনেক কিছু বেচাকিনা হয়ে থাকে। কিন্তু এসব লেনদেনে আপনি নিরাপদ তো? আমি এক সময় ভাবতাম এসব গ্রুপ আমার কখনো কাজে আসবে না এদের মাধ্যমে আমি কখনো কিছু বেচা কিনা করব না। কিন্তু আমারো এসব গ্রুপ কাজে লাগে আর আমি আমার ৫০ হাজার ফলোয়ারের ফেসবুক পেজটি বিক্রির জন্য একটা গ্রুপে পোস্ট করি। সাথে সাথে কয়েকটা মেসেজ পাই এবং একটা মেয়ে আমাকে মেসেজ করে বলে আইডিটি সে নিবে। যারা পোস্টটি পরেছেন সবাই এই গ্রুপে রিপোর্ট মারবেন আসা করি গ্রুপ লিংক – প্রতারকের গ্রুপ লিংক গ্রুপের চোর এডমিনের ফেসবুক আইডি – এডমিনের আইডি লিংক এডমিনের সাথে যোগ দেয়া মেয়েটির আইডি – মেয়েটির আইডি লিংক আসা করি ট্রিকবিডির মেম্বারদের ফুল সাপোর্ট পাবো সবাই রিপোর্ট দিলে এদের মত চোরদের শিক্ষা হবে। সবাই প্লিজ রিপোর্ট করে দিবেন। আমি যেমন প্রতারণার শিকার হয়েছি এমন আরো অনেকে হয়েছে আর হবে তাই সবাই সাবধান। এসব গ্রুপ থেকে। The post প্রতারণা থেকে নিজে বাঁচুন অন্যকেও বাঁচান যাদের ফেসবুক একাউন্ট আছে সবাই দেখবেন appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম। SS Demo And Live Demo: জারা থিম আপলোড করতে পারেন না তারা নিচে দেখুন তো এবার নিচ থেকে ডাউনলোড করুন ভালো ভালো গেম পেতে আমার সাইট ভিসিট করুনসাইট লিংক The post Wapkiz ইউজারদের জন্য নিয়ে আসলাম দারুন একটি wapkiz থিম একবার ব্যাবহার করলে বার বার ব্যাবহার করতে ইচ্ছা করবে appeared first on Trickbd.com. |
Posted: আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।মহান আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের এই পোস্টটি।কেমন আছেন সকলে?আশা করি সকলেই ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভালোই আছি।আজ আপনাদের মাঝে এমন একটি এ্যাপ সম্পর্কে কথা বলবো যা আমরা বিভিন্ন জায়গায় খুঁজে থাকি কিন্তু এই রকমের এ্যাপ খুঁজে পাইনা।তো এ্যাপটির নাম হচ্ছে ‘Video Downloader’।এই এ্যাপ থেকে আমরা ১৪ টি ‘Social Media Site’ থেকে ভিডিও এবং ছবি ডাউনলোড করতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়া।বেশি কথা বাড়াবো না মূল বিষয়ে চলে যাই। তার আগে কিছু কথা বলে নিই,আমরা সকলেই কম বেশি হলেও কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম এর সাথে যুক্ত।অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমের নানান ধরনের পোস্ট আমারা নিয়মিত দেখে থাকি।এই পোস্ট গুলোর মধ্যে এমন অনেক পোস্টই আছে যা আমাদের হৃদয় স্পর্শ করে অথবা দেখা যায় এমন কিছু আমাদের সামনে চলে আসে যা আমাদের জন্য অতি প্রয়োজনীয়।আমরা সেই সকল ‘Contents’ ডাউনলোড করতে চাইলেও ডাউনলোড করতে পারিনা এই সমাধানের জন্যই আজকের এই পোস্টটি করা।তো অনেক বকবক করে ফেলেছি এখন আসি মূল কথায়।এমনিতেই আজকের পোস্টটি একটু দীর্ঘ হতে চলেছে।বুঝতেই পারছেন ১৪ টি সাইট নিয়ে কথা বলবো। নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন। Play store download link:ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন এ্যাপটিতে যেই যেই সামাজিক যোগাযোগ সাইট থেকে (Videos/Photos) ডাউনলোডের সুযোগ থাকছে:1.Facebook 2.Roposo 3.Instagram 4.Twitter 5.TikTok 6.Likee 7.ShareChat 8.Whatsapp 9.Josh 10.Chingari 11.Mitron 12.Snack Video 13.Moj 14.MX TakaTak এ্যাপটি ডাউনলোড হওয়ার পর ওপেন করে নিচে দেখানো পদক্ষেপ গুলো অনুসরণ করুন। ![]() তারপর একরকম ফন্ট আসবে।আমাদের কাজ শেষ।এবার এ্যাপ হতে বাইরে বের হয়ে আসুন। 1.Facebook এর ক্ষেত্রে:![]() এবার ধরুন আপনি ফেসবুক থেকে এই ভিডিও ডাউনলোড করতে চান। ‘Scroll down’ করে নিচে আসুন।নিচে থেকে শেয়ার ‘Option’ এ ক্লিক করুন। তারপর ‘Copy Link’ এ ক্লিক করে ভিডিও লিংকটি কপি করে নিয়ে এ্যাপ এ এসে পেস্ট করে ভিডিও টি ডাউনলোড করতে পারেন। অথবা ভিডিও এর নিচে শেয়ার ‘Option’ এ ক্লিক করে এবারে ‘More’ এ ক্লিক করুন। ![]() ‘More’ এ ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে।এখান থেকে আপনারা ‘Video Downloader’ এ্যাপটির ‘Icon’ এ ক্লিক করুন। তারপর এরকম আসবে।এখানে আপনি আপনার ফেসবুক একাউন্ট দিয়ে ‘লগ ইন’ করে নিতে পারেন।’লগ ইন’ না করলেও কোন অসুবিধা নেই। ফেসবুক দিয়ে ‘লগ ইন’ সম্পূর্ণ হলে দেখবেন এই ‘Option’ টি চালু হয়ে গেছে। তারপর নিচে মার্ক করা ‘Option’ এ ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ![]() ![]() ![]() ভিডিও টি ডাউনলোড সফল হয়েছে তার প্রমাণ দেখে নিন। ![]() 2.Roposo এর ক্ষেত্রে:![]() যেই ভিডিও/ছবি ডাউনলোড করতে চান সেই ভিডিও/ছবি এর শেয়ার ‘Option’ এ ক্লিক করুন। তারপর ‘Copy’ এ ক্লিক করে ভিডিও লিংকটি কপি করে নিয়ে এ্যাপ এ এসে পেস্ট করে ভিডিও টি ডাউনলোড করতে পারেন। অথবা ভিডিও এর নিচে শেয়ার ‘Option’ এ ক্লিক করে এবারে ‘Others’ এ ক্লিক করুন। ![]() ‘Others’ এ ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে।এখান থেকে আপনারা ‘Video Downloader’ এ্যাপটির ‘Icon’ এ ক্লিক করুন। নিচে মার্ক করা ‘Option’ এ ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ![]() ![]() ভিডিও টি ডাউনলোড সফল হয়েছে তার প্রমাণ দেখে নিন। 3.Instagram এর ক্ষেত্রে:![]() যেই ভিডিও/ছবি ডাউনলোড করতে চান সেই ভিডিও/ছবি এর শেয়ার ‘Option’ এ ক্লিক করুন। তারপর ‘Copy Link’ এ ক্লিক করে ভিডিও লিংকটি কপি করে নিয়ে এ্যাপ এ এসে পেস্ট করে ভিডিও টি ডাউনলোড করতে পারেন। অথবা ভিডিও এর নিচে শেয়ার ‘Option’ এ ক্লিক করে এবারে ‘Share to’ এ ক্লিক করুন। ‘Share to’ এ ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে।এখান থেকে আপনারা ‘Video Downloader’ এ্যাপটির ‘Icon’ এ ক্লিক করুন। তারপর এরকম আসবে।এখানে আপনি আপনার ইন্সটাগ্রাম একাউন্ট দিয়ে ‘লগ ইন’ করে নিতে পারেন।’লগ ইন’ না করলেও কোন অসুবিধা নেই। ইন্সাগ্রাম দিয়ে ‘লগ ইন’ সম্পূর্ণ হলে দেখবেন এই ‘Option’ টি চালু হয়ে গেছে। তারপর নিচে মার্ক করা ‘Option’ এ ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ভিডিও টি ডাউনলোড সফল হয়েছে তার প্রমাণ দেখে নিন। ![]() 1.Video Downloader app এ ভিডিও ভিউ: ![]() ফেসবুকে আমি:For any problem The post [Facebook/Instagram/WhatsApp/TikTok] এর মতো ১৪ টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও/ছবি ডাউনলোড করুন কোনো প্রকার ঝামেলা ছাড়া। appeared first on Trickbd.com. |
Enjoy Youtube Premium Cookies ২৫ মে পর্যন্ত [Openly Giveaway] Posted: Howdy Everyone,
×× Youtube Premium Account Direct দেয়া হবে না, কারণ মূহুর্তেই Password Change হয়ে যাবে তাই Cookies Share করছি। Cookies ব্যবহার জানতে Instruction Follow করুন ××
1. প্রথমে যেকোন PC Browser এ Cookies Editor Extentionটি Download + Install করে নিন।
2. এবার এই Site এ প্রবেশ করে Cookiesগুলো Copy করে নিন
3. যেকোন Free/Paid VPN এ Indian Server Connect করুন
4. তারপর Youtube.com এ গিয়ে cookies editor এ Click করে সকল Cookies delete করে 2নং এ Copy করা Cookies নতুন ভাবে Import করে দিন ![]() ![]() ![]()
5. Webpageটি Reload করুন
6. Enjoy Youtube Premium
▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓ ▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓▓
Bye Ü The post Enjoy Youtube Premium Cookies ২৫ মে পর্যন্ত [Openly Giveaway] appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments