Search box..

এন্ড্রয়েড এর স্বাদ এবার বাটন ফোনে নিন,অসাধারণ একটি বাটন ফোন,দেখুন বিস্তারিত।

এন্ড্রয়েড এর স্বাদ এবার বাটন ফোনে নিন,অসাধারণ একটি বাটন ফোন,দেখুন বিস্তারিত।


এন্ড্রয়েড এর স্বাদ এবার বাটন ফোনে নিন,অসাধারণ একটি বাটন ফোন,দেখুন বিস্তারিত।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,এন্ড্রয়েড এর স্বাদ এবার বাটন ফোনে নিয়ে নিন। বর্তমান ডিজিটাল যুগ,এই ডিজিটাল যুগে সব ই সম্ভব। যত দিন অতিবাহিত হচ্ছে,প্রযুক্তির অগ্রযাত্রা ততো বাড়ছে। আজকে আপনাদের মাঝে এমন একটি ফোন এর বিস্তারিত নিয়ে হাজির হয়েছি,যেটা দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আজকে এমন একটি বাটন ফোনের বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব,যেটাতে এন্ড্রয়েড এর স্বাদ পাবেন। শুনে একটু অবাক হওয়ার ই কথা,কারন বাটন ফোনে কিভাবে এন্ড্রয়েড এর স্বাদ পাবেন। আজকের পোস্টে আমি আপনাদের মাঝে সব বিস্তারিত আলোচনা করব। কথা না বাড়িয়ে শুরু করা যাক,কি সেই ফোন,যে বাটন ফোনে এন্ড্রয়েড এর মতো স্বাদ পাবেনঃ

যে ফোনটার রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সে ফোনটি হলোঃ-

Geo Phone -Model-T19

কি থাকছে এই বাটন ফোনে, যার জন্য বলছি এন্ড্রয়েড এর স্বাদ পাবেন এই বাটন ফোনে তার বিস্তারিত এখন আলোচনা করবঃ

আপনারা যদি ভাবেন,যে এন্ড্রয়েড এর সম্পন্ন স্বাদ পাবেন এই বাটন ফোনে, তাহলে ভুল ভাবছেন। কারন,সম্পন্ন স্বাদ পাবেন না এন্ড্রয়েডের , তবে যে টুকু ফিচার এড করা হয়েছে এই ফোনে,আপনি দেখলে অবাক হয়ে যাবেন।

Geo-T-19ঃ

*Display -2.8 inc

এই ফোনে ডিসপ্লে হিসাবে থাকছে ২.৮ ইঞ্চি।ফোন হিসাবে মোটামুটি ভাল মানের ডিসপ্লে দেয়া হয়েছে।

*Camera- 2+2 MP

বাটন ফোন হিসাবে কিন্তু ক্যামেরা টি মোটামুটি অনেক ভাল মানের দেয়া হয়েছে।

* Ram-512 MB

আগের এন্ড্রয়েডের র‍্যাম কিন্তু ৫১২ দেয়া থাকত। দেখুন মজার বিষয় এই বাটন ফোনে ৫১২ র‍্যাম দেয়া হয়েছে।যেটাতে এপ্স ইন্সটল করতে পারবেন।kiOs স্টোর থেকে।

*Rom-4 GB

রম হিসাবে থাকছে ৪ জিবি। যেটা আগের এন্ড্রয়েডের কিন্তু থাকত। ভেবে দেখুন বাটন ফোনে ৪ জিবি রম।

*Bettary 2000 mAh

ব্যাটারি কিন্তু অনেক ভাল মানের ব্যাবহার করা হয়েছে। সাধারণ বাটন ফোনে কিন্তু 700-1200 mAh ব্যাটারি ব্যাবহার করা হয়ে। কিন্তু এটাতে অনেক বেশি এম্পিয়ার ব্যাটারি ব্যাবহার করা হয়েছে।

*Network -4G-VoLTE

ভেবে দেখছেন,অনেক এন্ড্রয়েডের কিন্তু ৪জি নেটওয়ার্ক থাকে না৷ কিন্তু আপনি বাটন ফোনে পাচ্ছেন ৪জি নেটওয়ার্ক। কতটা উন্নত এই ফোনটি। আবার VoLTR ও ব্যাবহার করতে পারবেন।আপনি ভাবেন এখন বাটন ফোন এ কিভাবে সম্ভব এত গুলো ফিচার।

*Processor Qued-Core

প্রসেসর কিন্তু অনেক ভাল মানের ব্যাবহার করা হয়েছে।যা সাধারণ এন্ড্রয়েডের মতোই।

*Wifi,Hotspot,GPS

আপনি এই বাটন ফোনে ওয়াইফাই ব্যাবহার করতে পারবেন। এবং আপনি হটস্পট ও দিয়ে অনেকগুলো ডিভাইস চালাতে পারবেন। হটস্পট সুবিধা। গুগল ম্যাপ ও পাবেন।
দেখুন,কত টা ফিচার ব্যাবহার করা হয়েছে। বুঝছেন তো বাটন ফোনে এন্ড্রয়েডের স্বাদ।

* 500+ apps kiOS Store

এন্ড্রয়েডের প্লে স্টোরের মতো এই ফোনে ৫০০+ এপ্স kiOS স্টোরে পাবেন। যা ইন্সটল দিয়ে ব্যাবহার করতে পারবেন।

*Youtube,Facebook,Whatsapp,Download

ইউটিউব, ফেসবুক,সহ ডাউনলোড দিতে পারবেন যে কোন ফাইল ৪জি স্পীডে। দেখুন বাটন ফোনে আপনি ইউটিউব ব্যাবহার করতে পারবেন,ফেসবুক ডাউনলোড করতে পারবেন।

ফোনটির বর্তমান দামঃ ৩১০০ টাকা।

কেমন লাগলো ফোনটি, প্রায় এন্ড্রয়েডের স্বাদ পাবেন,এই বাটন ফোনে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post এন্ড্রয়েড এর স্বাদ এবার বাটন ফোনে নিন,অসাধারণ একটি বাটন ফোন,দেখুন বিস্তারিত। appeared first on Trickbd.com.

আপনার ব্লগ সাইটের জন্য নিয়ে নিন নতুন বছরের শুভেচ্ছা কোড ২০২২

Posted:

 


সালামু
লাকু


ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ

শুভেচ্ছাঃ-

আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও ভালো আছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো আপনার ব্লগ সাইটে নতুন বছরের শুভেচ্ছা জানানো। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

 

বিষয়ঃ আপনার ব্লগ সাইটের জন্য নিয়ে নিন নতুন বছরের শুভেচ্ছা কোড ২০২২

চলুন শুরু করিঃ-
প্রথমে HTML Cord File টি ডাউনলোড করেন।HTML Cord Text Link→↓←


Ss অনুযায়ী কাজ করুন→↓←


প্রথমে আপনার ব্লগ এ প্রবেশ করুন। (www.blogger.com)

১. L ayout এ কিলিক করুন।
২. Add a Gadget এ কিলিক করুন।
৩. HTML/JavaSctipt এ কিলিক করুন।

৪. Visible (টিক মার্ক দিন) show HTML/JavaSctipt লেখার উপর।
৫. Title দিন (UP Comeing N ew Year 2022)
৬. Content এ HTML Cord দিন।
৭. Save করুন।
৮. previwe দেখুন।

সফল ভাবে প্রদর্শ হয়েছে।

আজ এপর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। Like দিতে ভুলবেন না। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই থাকুন।
অবশ্যই নামায পরতে ভুলবেন না।


প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-

নাম: MD
Badhon
ফেসবুক: Click Here ওয়েব সাইট: Click Here

🌹ন্যবা🌹

The post আপনার ব্লগ সাইটের জন্য নিয়ে নিন নতুন বছরের শুভেচ্ছা কোড ২০২২ appeared first on Trickbd.com.

Mad Skills BMX 2 Hacked Verson(Unlimited Coin+Cash)

Posted:

আস সালামু আলাইকুম।কেমন আছেন সকলে?আশা করি সকলে অনেক ভালো আছেন।ট্রিকবিডির সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

আমার গত ‘Mad Skills BMX 2’ গেমটি সম্পর্কে যেই পোস্টটি ছিল আপনাদের অনুরোধে গেমটির ‘Mod Verson’ নিয়ে আসলাম।আর যারা আগের পোস্টটি দেখেননি অর্থাৎ যেখানে আমি গেমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম তাদের জন্য এই পোস্টটির শেষে আমি আগের পোস্টের লিংক দিয়ে দেব।সেখান থেকে আপনারা গেমটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।আজকের পোস্টটি খুবই সংক্ষিপ্ত হতে চলেছে।আর কথা বাড়াবো না পোস্টটি শুরু করছি।

নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন।

Mod apk download link:এখানে ক্লিক করুন

গেমটি ওপেন করার পর সকল Permission ‘Agree’ করে দিন।

গেমটির মুড ভার্সনে যা যা থাকছে:
1.Unlimited Coin
2.Unlimited Cash

এই Coin/Cash দিয়ে আপনারা যত ইচ্ছা Rocket কিনতে পারবেন।আনলিমিটেড রকেট কিনুন আর সবাইকে হারিয়ে গেম এ বাজিমাত করুন।

আশা করি সকলেই বুঝতে পেরেছেন।আজকের পোস্ট আর দীর্ঘ করব না।আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।সকলে ভালো থাকেবেন সুস্থ থাকবেন।নিত্যনতুন আপডেট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।

আগের পোস্ট:এখানে ক্লিক করুন

ফেসবুকে আমি:For any problem

The post Mad Skills BMX 2 Hacked Verson(Unlimited Coin+Cash) appeared first on Trickbd.com.

Freelancer.com এ একাউন্ট খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত নতুনদের জন্য।

Posted:

আসসালামু আলাইকুম । মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা পর্ব । এই পর্বটা মূলত তিনটি মার্কেটপ্লেস ঘিরে লেখা হবে । ফ্রিল্যান্সার ডট কম, ফাইভার ডট কম এবং আপওয়ার্ক ডট কম।

ফ্রিল্যান্সিং রিলেটেড সব ধরণের পোস্ট পাবেন আমার ওয়েব সাইটে চাইলে ভিজিট করতে পারেনঃ মামুন্স ব্লগ ডট নেট এবং মামুন্স ব্লগ ডট কম। 

আজকে আলোচনা করবো Freelancer.com কে নিয়ে । তাহলে চলুন শুরু করা যাক।

Freelancer.com কে?

ফ্রিল্যান্সার ডটকম হ'ল বিশ্বের বৃহত্তম ফ্রিল্যান্সিং এবং ক্রাউডসোর্সিং মার্কেটপ্লেস । বর্তমানে Freelancer.com এর  ব্যবহারকারী সংখ্যা 51,761,347 জন এবং প্রজেক্টের সংখ্যা 19,789,850 (আর্টিকেল লেখা চলাকালীন)

আপনি এখানে প্রচুর কাজ পাবেন কিন্তু কম্পিটিটর এর পরিমাণও প্রচুর । সুতরাং স্কিল্ড পার্সন ছাড়া এখানে ভ্যালু নেই বললেই চলে।

ফ্রিল্যান্সার ওয়েবসাইটি মুক্ত পেশাজিবীদের জন্য বেশ জনপ্রিয় মাধ্যম, বিশেষ করে নতুনদের জন্য । নতুনরা সাধারনত এই ওয়েবসাইটেই প্রথম একাউন্ট খুলে থাকেন। তবে মার্কেটপ্লেসে একাউন্ট খোলার আগে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখা জরুরীঃ

  • ভালোভাবে কাজ শিখার আগে কোন মার্কেটপ্লেসে একাউন্ট খুলবেন না, অন্যথায় আপনার প্রোফাইল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা ৯৯%!  (বেশিরভাগ মার্কেটপ্লেসে আপিনি নেশনাল আইডিকার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই করতে হবে তাই জীবনে দ্বিতীয়বার আপনার নামে একাউন্ট খুলতে পারবেন না)
  • একাউন্ট খোলার সময় কোন ফেক তথ্য দিবেন না
  • আপনার একাউন্টের নাম, এন আইডি এবং ব্যাংক একাউন্ট সব যাগায় নাম জন্ম তারিখ ইত্যাদি একই হতে হবে
  • অন্যদের প্রোপাইলের তথ্য বা প্রোটফোলিও কপি পেস্ট করবেন না। (রিপোর্ট করলে প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে)

কিভাবে Freelancer.com এ একাউন্ট করতে হয়?

প্রথমে আপনাকে Freelancer.com.bd এই লিংকে যেতে হবে এবং নিচের ছবি অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে । 

Freelancer.com

ইমেইজ সোর্সঃ Mamunsblog.net

আপনি দুই ভাবে একাউন্ট করতে পারেন । যদি আপনি ফেসবুক দিয়ে সাইন আপ করতে চান তাহলে “Continue with Facebook” দিয়ে সাইন আপ করতে পারেন । 

আরো পড়ুনঃ যে সকল কারণে ফ্রিল্যান্সার আইডি ক্লোজ হতে পারে ।

Freelancer.com

ইমেইজ সোর্সঃ Mamunsblog.net

অথবা আপনি যদি আপনার ইমেইল দিয়ে সাইন আপ করতে চান সেটাও পারবেন । 

নিচের ছবির মত আপনার ইমেইল এবং একটা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। এবং ইমেইল ও পাসওয়ার্ড সংরক্ষণ করুন পরবর্তিতে সাইন ইন করার জন্য। 

Freelancer.com

তবে আপনাকে অনুরোধ করবো Freelancer.com এর  User Agreement and Privacy Policy পড়ে নেওয়ার জন্য। 

দ্রঃ আপনাকে অবশ্যই আগে থেকে একটা ফ্রেশ জিমেইল বা ইমেইল একাউন্ট ওপেন করে রাখতে হবে । এবং একটা ফোন নাম্বার দরকার হবে । একাউন্ট এর প্রাথমিক ভেরিফিকেশন এর জন্য প্রয়োজন হবে ।

কিভাবে Freelancer.com এ একাউন্টের ইমেইল ভেরিফাই করতে হয়?

ব্যাস আপনি সাইন আপ বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি সফল ভাবে সাইন আপ করতে পেরেছেন । এবার আপনাকে আপনার একাউন্ট এর ইমেইল ভেলিড কিনা এটা ভেরিফাই করতে হবে । আপনার ইমেইল একটা মেইল পাঠিয়ে দেবে । মেইলটা দেখতে এমনঃ 

Freelancer.com

ইমেইজ সোর্সঃ Mamunsblog.net

আপনি "Verify your email" বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার ইমেইল ভেরিফাই হয়ে যাবে ।

কিভাবে ফ্রিল্যান্সার ডট কম একাউন্টের ফোন নাম্বার ভেরিফাই করতে হয়?

সফল ভাবে ইমেইল ভেরিফাই করার পরে আপনাকে আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে ।
আপনি আপনার ড্যাশবোর্ডে গেলে এই রকম একটা নোটিফিকেশন পাবেনঃ

Freelancer.com

ইমেইজ সোর্সঃ Mamunsblog.net

আপনাকে ফ্রিল্যান্সার ডট কম থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে । আপনি ঐ কোড দিয়ে ভেরিফাই করে নিবেন।

কিভাবে ফ্রিল্যান্সার ডট কম আইডিতে ওভার ভিউ লিখতে হয়?

এবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো । আপনি কি করেন? আপনি কোন বিষয় নিয়ে কাজ করনে? আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট আপনার পড়া লেখা কতদূর । আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? এইসব কিছু আপনাকে আপনার প্রোফাইলে সুন্দর ভাবে সাজাতে হবে । যাতে করে কোনো ক্লায়েন্ট আপনার আইডিতে গেলেই বুঝতে পারে আপনি নতুন হলেও প্রোফেশনাল ।

Freelancer.com

ইমেইজ সোর্সঃ Mamunsblog.net

আপনাকে একটা সুন্দর Professional Headline লিখতে হবে । আপনি কি বিষয়ে এক্সপার্ট এই ব্যাপারে।
আপনি কে/ কোথায় থাকেন? কি কি জানেন? কোথায় কোথায় কাজ করেছেন? আগের কোনো ক্লায়েন্টের গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে লিখতে পারেন Summary এর মধ্যে ।
আপনার নিজের একটা সুন্দর ছবি আপলোড করবেন আপনার প্রোফাইলে। দেখতে নতুন হলেও ছবি দেখে যেন মনে হয় আপনি আসলেও প্রফেশনাল ।
এরপরে যেটা বাদ থাকলো সেটা হলো আপনাকে একটা সুন্দর বাজেট দিতে হবে আউয়ারলি চার্জ হিসেবে। আপনি কত ডলার প্রতি ঘন্টা চার্জ নেন। এইটা আপনার দক্ষতার উপরে নির্ভর করে।

কিভাবে ফ্রিল্যান্সার ডট কম আইডিতে পোর্টফোলিও এড করতে হয়?

এখন আসুন আপনার কাজ বা আপনি আগে যে কাজ গুলো করেছেন সেগুলোকে পোর্টফোলিও বানিয়ে আপলোড করা যাক। প্রথমে আপনার প্রোফাইলে গিয়ে নিচের দিকে চলে আসুন । এরপরে এই রকম দেখতে পাবেনঃ 

Freelancer.com

ইমেইজ সোর্সঃ Mamunsblog.net

ম্যানেজে ক্লিক করার পরে আপনাকে প্রোর্টফোলিও এড করার জন্য নিয়ে যাবে অন্য একটা পেজে । সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মত পোর্টফোলিও যুক্ত করতে পারবেন । তবে অন্যদের প্রোপাইলের তথ্য বা প্রোটফোলিও কপি পেস্ট করবেন না। (রিপোর্ট করলে প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে)

শেষ কথা 

আপনার এক্সপেরিয়েন্স, এডুকেশন বা কোয়ালিফিকেশন এসব গুলো যুক্ত করে নেওয়ার অনুরোধ থাকবে । কারণ, একটা প্রোফেশনাল একাউন্টে এসব থাকা জরুরী । আরেকটা ব্যাপারে বলি, আপনি যদি স্কিল্ড না হন তাহলে আপনাকে অনুরোধ করবো মার্কেটপ্লেসে আসার দরকার নেই । যদি আসতে চান তাহলে কিছু একটা জেনে আসুন কাজে লাগবে । নিউবিদের কাজ দিতে চায় না অনেক ক্লায়েন্ট কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যারা নতুনদের অনেক প্রাধান্য দেয় । যাতে করে তারাও নিজেদেরকে প্রমাণ করার মত সুযোগ পায় । 

আজকের মত আলোচনা এখানেই শেষ করছি । যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । 

দেখা হবে আগামীতে নতুন কোনো আর্টিকেল নিয়ে আবার হাজির হবো ইনশাহ আল্লাহ্‌ । সে পর্যন্ত সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, মাস্ক ব্যবহার করুণ । আল্লাহ্‌ হাফেজ । 

লেখাঃ এম এইচ মামুন ।

The post Freelancer.com এ একাউন্ট খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত নতুনদের জন্য। appeared first on Trickbd.com.

পবিত্র রমযান মাসে, ইফতারের পর মাথা ব্যাথা হওয়ার কারন ও প্রতিকার জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,ইফতারের পর মাথা ব্যাথার কারন ও প্রতিকার। চলছে পবিত্র রমযান মাস,এই মাসে ৩০ দিন সারাদিন উপোস থাকতে হয়৷ অনেকের ইফতার এর পর মাথা ব্যাথা শুরু হয়। আজকে আপনাদের মাঝে শেয়ার করব, কেন ইফতার এর পর মাথা ব্যাথা হয় ও এর প্রতিকার কিভাবে করা যায়।আমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ইফতার এর সময় স্যলাইন রাখতে হবে। এই গরমে সারাদিন না খেয়ে রোযা রাখার ফলে পানিশূন্যতা ও ক্লান্তি বোধ হয় শরীরের। অনেকের আবার মাথা ব্যাথা ও হয়ে থাকে, ইফতার এর পর। কথা বা বাড়িয়ে শুরু করা যাক,ইফতার এর পর মাথা ব্যাথার কারন ও প্রতিকারঃ

ইফতার এর পর মাথা ব্যাথার কারনঃ

১) সেহরি না খেয়ে রোযা রাখাঃ

অনেকে সেহরি না খেয়ে পানি খেয়ে রোযা রাখে। এর কারনে অনেকের মাথা ব্যাথা হয় ও অনেকে অসুস্থ হয়ে পড়ে। এই গরমে সারাদিন এমনি উপোশ থাকতে হয়,কিন্তু কেউ যদি সেহরির সময় না খেয়ে রোযা রাখে,তাহলে ইফতার এর পর মাথা ব্যাথা হতে পারে।

২) ঘুমের চাহিদাঃ

অনেকে সেহরি শেষ করে একবারে ঘুমাতে যায়,এর কারনে অনেকের ইফতার পর মাথা ব্যাথা হয়ে থাকে। ঘুমের ঘাটতি থাকার কারনে ইফতার এর পর মাথা ব্যাথা হয়ে থাকে।

৩) বেশি ক্ষুধার্ত অবস্থায় দ্রুত খেলেঃ

অনেকে ইফতার এর সময় ক্ষুধার্ত অবস্থায় অনেক দ্রুত খেয়ে থাকে। এই দ্রুত খাওয়ার ফলে মাথা ব্যাথা হয়ে থাকে। দ্রুত খাওয়ার ফলে আমাদের রক্তে সর্করার মাত্রা বেড়ে যায়,এ কারনে অনেকের ইফতার এর পর মাথা ব্যাথা হয়ে থাকে।

৪) দীর্ঘসময় খাবার বিরতি থাকার ফলেঃ

সারাদিন রোযা রাখতে হয়,সকল পানাহার ও খাবার থেকে বিরত থেকে। না খেয়ে শরীর এর ক্যালরির মাত্রা কমে যায়, এ কারনে অনেকের ইফতার এর পর মাথা ব্যাথা হয়ে থাকে।

এবার জানা যাক,কিভাবে ইফতার এর পর মাথা ব্যাথা থেকে প্রতিকার পাওয়া যায় ও সুস্থ থাকা যায়ঃ

১) মোবাইল, আলো,উচ্চশব্দ এগুলো থেকে দূরে থাকতে হবে,কারন এগুলো মাথা ব্যাথা বাড়িয়ে তোলে।

২) অনেকে ইফতার এর পর ই চা বা কফি এবং তামাক জাতীয় সিগারেট এগুলো খেয়ে থাকে। এগুলো মাথা ব্যাথার তীব্রতা বাড়িয়ে তোলে।তাই এগুলো থেকে বিরত থাকতে হবে।

৩) শরীর এর পানি শূন্যতার কারনে ইফতার এর পর পর ই ক্যাফেইন গ্রহন না করাটাই অনেক ভাল।

৪) রোযা রেখে, রোদে বাহিরে ঘোরাঘুরি বা ভারী পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে।কারন এগুলার কারনে ইফতার এর পর মাথা ব্যাথা হয়ে থাকে।

৫) রোযা রেখে পর্যাপ্ত ঘুমাতে হবে,ঘুমের ঘাটতি কোনো ভাবে রাখা যাবে না।সময় অনুযায়ী ঘুমাতে হবে। দুপুরে ঘুমানো যাবে না।

৬) ইফতার এর পর ও সেহরির সময় প্রচুর পানি পান করতে হবে। পানি আমাদের শরীর এর ভারসাম্য ঠিক রাখে।

৭) সেহরি ও ইফতারে আশ আমাদের খাবার খেতে হবে।

৮) রাতে সঠিক সময়ে সেহরি খেতে হবে।পুস্টিকর খাবার খেতে হবে।

এগুলো মেনে চললে আশা করি ইফতার এর পর মাথা ব্যাথা হবে না,এবং আপনি সুস্থ থাকবেন।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post পবিত্র রমযান মাসে, ইফতারের পর মাথা ব্যাথা হওয়ার কারন ও প্রতিকার জেনে নিন। appeared first on Trickbd.com.

বাংলালিংক সিমে ২টাকাতে ৫০মিনিট যতখুশি ততবার না দেখলে পুরাই লস

Posted:


আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন! তো আজকে আমি আপনার সঙ্গে বাংলালিংকের একটা মাথা নষ্ট করা মিনিট অফার শেয়ার করব যেটা অলরেডি আপনারা থামনাইল অথবা টাইটেল দেখেই বুঝতে পারছেন, যে আজকে কি অফার শেয়ার করতে যাচ্ছি, তো আজকে আমি আপনার বাংলালিংকের 2 টাকায় 50 মিনিটের একটা অফার করব যেটা আপনারা প্রত্যেকেই নিয়ে নিতে পারবেন,
এই অফারটা কিন্তু আজ থেকে প্রায় ছয় থেকে সাত মাস আগের একটা অফার কিন্তু দুর্ভাগ্যবশত অফার টা বন্ধ হয়ে গেছিল, কারণ যখন বাংলাদেশের সকল সিমের কল রেট বেড়ে গিয়েছিলো, এবং এই অফারটা তখন ভাইরাল হয়ে গেছিলো, যার কারণে অফার টা বন্ধ করে দেয়া হয়েছিলো, কিন্তু এই অফারটা আবারও চালু হয়েছে, আপনারা আবারো চাইলে যেকোন নাম্বারে আপনারা এই সার্ভিসের মাধ্যমে কল দিতে পারবেন, কিভাবে কল দেবো সেটা দেখাই দিব আর একটা কথা বলে রাখা ভালো এটা কিন্তু একটা সার্ভিস এই সার্ভিসের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোন বাংলালিংক নাম্বারে আপনি কল দিবতে পারবেন, আমি আপনাকে আবারও বলতেছি আপনি শুধু বাংলালিংক টু বাংলালিংক কল দিতে পারবেন,
আর এটায় প্রতি মিনিটে ৪পয়সা খরচ হবে,
আর হ্যাঁ এটা দিয়ে কিভাবে কল দিতে হয় সেটা দেখাই দিব আর দ্বিতীয় কথা হল যে এটা কিন্তু একটা সার্ভিস এই সার্ভিসটা দিয়ে যদি আপনাকে কল দিতে চান তাহলে অবশ্যই আপনি যাকে কল দিবেন তাকেও এই সার্ভিসটা এনাবল করতে হবে,মানে ২জনেই ২টাকায় ৫০মিনিট প্যাক ক্রয় করতে হবে সেক্ষেত্রে ভ্যাট সহকরে ৫টাকায় ১০০মিনিট কথা বলতে পারবেন, এটা নিয়ে আপনাদেরকে তেমন বলার কিছু নেই সার্ভিস সম্বন্ধে আপনারা অনেকে ধারনা আছে,

তো অনেক বকবক করে ফেললাম এখন কিভাবে এই প্যাকেজটা কিনবেন তো সেটা দেখাই দিব, প্রথমে চলে যাবেন আপনার ডায়ালপ্যাডে তারপর একটা কল করতে হবে এমন কি সেই কোডের মাধ্যমে আপনাকে একটা কল দিতে হবে,

এই নাম্বারে সরাসরি কল দিয়ে দিবেন, তো কল দেওয়ার পর আপনাকে কিছুক্ষণ বকবক করবে, তো তারপর আপনি ডাইরেক্টলি 1প্রেস করে দেবেন, ব্যাস
সাথে সাথে কল কেটে গিয়ে তারা ফিরতি একটা মেসেজ আসবে,

তারপর A লিখে সেন্ড করতে হবে,

তারপর সাথে সাথেই সার্বিস চালু হয়ে যাবে, ব্যাস এখন দেখেন একটা নিক আইডি দিয়ে দেয়া হয়েছে এটা দিয়ে কল দিতে হবে,

কল দেয়ার জন্য আপনি যার সাথে কথা বলবেন তাকেও বলবেন এই নিয়মে সার্ভিসটি চালু করতে, সে যখন চালু করবে তাকেও একটা নিক আইডি দেয়া হবে তারপর তারকাছ থেকে নিক আইডিটি নিবেন,
কল দেওয়ার জন্য আপনাকে প্রথম অবস্থায় নিয়ে সার্ভিস কোডটি বসাতে হবে, তারপর আপনাকে আইডিটি বসে তারপর কল দিতে হবে,

উপরে স্ক্রিনশটে মধ্যে দেখেন যেভাবে আমি নাম্বারটা দিলাম ঠিক সেভাবে আপনাকে নাম্বারটা বানায় নিতে হবে, তারপর আপনাকে কল দিতে হবে এখানে দেখেন প্রথমে সার্ভিস কোড তারপর নিক আইডি এভাবে নাম্বার বানাবেন,তারপর যারসাথে কথা বলবেন তাকে আপনার নাম্বার দিন অথবা তার নাম্বার নিন, ব্যাস
নোটিশঃ যদি সার্ভিসটি আপনার ভালো না লাগে অথবা সার্ভিস টা যদি আপনি ইউজ করতে মন না চায়, তাহলে অবশ্যই সার্ভিস টা অফ করে দেবেন কারণ এই সার্ভিসটা যদি আপনি এনাবল রাখেন তাহলে প্রতিদিন আপনার একাউন্ট থেকে ২ঃ৬৭পয়সা কেটে নিবে কারন এটা অটু রেনুয়াল,
23690 নাম্বারে STOP VC সেন্ড করুন ব্যাস বন্ধ হয়ে যাবে

তো প্যাকেজটা কিন্তু আপনি প্রতিদিন একবারই নিতে পারবেন, আমি আনলিমিটেড প্যাকটি নেয়ার একটা ট্রিক বলি, এই প্যাকেজ আনলিমিটেড নেওয়ার জন্য আপনাকে প্রথম অবস্থায় আপনি যখন 2 টাকা 50 মিনিট কথা বলি শেষ করে ফেলবেন, তারপর সার্ভিসটা বন্ধ করে দেবেন, সার্ভিসটা বন্ধ করে দিয়ে নতুন ভাবে এই সার্ভিসটা চালু করবেন, তাহলে কিন্তু আপনার এই সার্ভিসটা আনলিমিটেড আপনারা নিতে পারবেন সেটা আপনার প্রায় ভ্যাট সহকারে 30 টাকায় 1000 মিনিট এর মতন নিতে পারবেন,আর নিদিষ্ট মেয়াদ বারানোর ট্রিক নেই,তো এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের বন্ধুবান্ধবের কাছে যেন তারাও এই পোস্টটা পড়ে এই অফারটি নিতে পারে।।
@@@@@@@@@@@@@@
পোস্টটি পড়ে যারা এখনো বুঝতে পারেন নাই তারা ভিডিওটি দেখে নিতে পারেন।

ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বড় ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন । ও আমার নিজের বড় ভাই রাকিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।।
আমাদের একটি ওয়েবসাইট আছে সকলকে ভিজিট করার আমন্ত্রণ রইলো techshohor24 .
আজকের মত বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।
@@@@@@@@@@@@@

The post বাংলালিংক সিমে ২টাকাতে ৫০মিনিট যতখুশি ততবার না দেখলে পুরাই লস appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments