Search box..

ব্রনের কারনে ত্বকের দাগগুলো ঘরে বসে খুব সহজে দূর করার উপায়গুলো, জেনে নিন।

ব্রনের কারনে ত্বকের দাগগুলো ঘরে বসে খুব সহজে দূর করার উপায়গুলো, জেনে নিন।


ব্রনের কারনে ত্বকের দাগগুলো ঘরে বসে খুব সহজে দূর করার উপায়গুলো, জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,ব্রনের কারনে ত্বকের দাগ দূর করার উপায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ব্রন হয়ে থাকে। ব্রন বিভিন্ন কারনে হয়ে থাকে।ব্রনের কারনে আমাদের ত্বকে বিভিন্ন দাগ পড়ে যায়,এতে দেখতে ও খুব খারাপ লাগে। ব্রন হলে চুলকানো বা ঘষাঘষি করা থেকে বিরত থাকতে হবে। ব্রন হলে ঘষাঘষি করলে ও চুলকালে ত্বকে দাগ পড়ে যায়। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ব্রন থেকে সৃস্ট দাগ কিভাবে দুর করবেন। ঘরে বসে আপনি খুব সহজে এ দাগ গুলো দূর করতে পারবেন। ত্বকে যদি একবার দাগ পড়ে যায়,এবং দাগটি থেকে যায় তাহলে দেখতে খুব খারাপ লাগে। তবে আজকের আর্টিক্যালটি ফলো করলে খুব সহজে ত্বকের দাগ দূর করতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক, কিভাবে ব্রনের কারনের ত্বকের দাগ দূর করবেনঃ

১) লেবুর রসঃ

লেবুর রস ত্বকের মৃত্যু কোষকে সরিয়ে দিতে প্রচুর সাহায্য করে থাকে। লেবুর রসে রয়েছে আলফা হাইড্রক্সি এসিড।এছাড়া ও লেবুর রস নতুন কোষ সৃষ্টি করতে সাহায্য করে। লেবুর রস ত্বকে ব্যাবহার করলে দাগ হালকা হয়ে যায়।যাদের ত্বকে দাগ তারা লেবু ব্যবহার করতে পারেন।
ব্যাবহারের নিয়মঃ পথমে ত্বক পরিস্কার করে নিন।এবং তুলায় ১ চা চামচ লেবুর রস নিন,ত্বকের যেস্থানে দাগ আছে সেখানে লাগিয়ে দিন।এবং ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

২) মধুঃ

মধু ত্বকের দাগ দূর করতে ব্যাপক ভুমিকা পালন করে। মধু হলো প্রাকৃতিক অ্যান্টিসেফটিক।ত্বকের দাগ হালকা হয়ে ঠিক হয়ে যায় মধ্য দাগের উপর লাগালে।

ব্যাবহারের নিয়মঃ ২ টেবিল চামচ মধুর সাথে, ২ টেবিল চামচ সোডা মিশিয়ে নিন।কয়েক মিনিট মেসেজ করুন। একটি টাওয়েল গরম পানিতে ভিজিয়ে মুখের উপর রাখুন।টাওয়েল টি ঠান্ডা হয়ে গেলে মুখটি ধুয়ে ফেলুন।

৩) অলিভওয়েলঃ

অলিভওয়েলে আছে প্রচুর পরিমান অ্যান্টি এক্সিডেন্ট,যা ত্বকের দাগ হালকা করে। এছাড়া ও অলিভওয়েলে ভিটামিন ই ও কে আছে।

ব্যাবহারের নিয়মঃ এক টেবিল চামচ অলিভওয়েল নিন,এবং ৫ মিনিট দাগের উপর ম্যাসেজ করুন।১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

৪) শসাঃ

রুপচর্চাতে শসা খুব ই উপকারী। শসা সস্তা হওতে সহজে কেনে যায়,এবং রুপচর্চার জন্য ও অনেক কার্যকারী।শসা ত্বকে কোনো প্রকার প্বার্শপ্রতিক্রিয়া সৃষ্টি করে না।

ব্যবহারের নিয়মঃশসা ছিলে এর বীজ ফেলে দিন,এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।এবার এটি দাগে লাগিয়ে দিন,এবং ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। প্রতিদিন ব্যাবহার করলে ভাল ফল পাওয়া যাবে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post ব্রনের কারনে ত্বকের দাগগুলো ঘরে বসে খুব সহজে দূর করার উপায়গুলো, জেনে নিন। appeared first on Trickbd.com.

Ayoba আনলিমিটেড ফ্রি এসএমএস

Posted:

আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন,
একদম ফ্রিতে টাকা পয়সা ছারাই Free SMS করুন কোনো এডস এর জামেলা ছারাই, কোনো লিমিটেড এর জামেলা ছারাই এবং কোনো টাইমিং এর জামেলা নেই,
BD Go SMS, SoftClever এর চাইতে মুটামুটি ভালো আছে But এখানে হালকা পাতলা একটা জামেলা আছে,
প্রথমে বলি সব এপের মতও এই এপেও একটা জামেলা আছে, বিষয়টা পোস্টের পড়ে বলতেছি,
আজকের ফ্রি এসএমএস এপের নাম Ayoba হুবহু Whatsapp, Telegram এর মতই চেটিং এবং SMS করা যায়,
বিশেষ করে এই এপটি আপনি প্লেস্টোর পাবেন,But Country Available তাই আপনি চাইলে ব্রাউজার থেকেও ডাওনলোড করে নিতে পারবেন,অথবা নিচে দিয়ে দিছি,

তো পোস্ট শুরু করি,

তো প্রথম অবস্থায় আপনাকে একটা এপের প্রয়োজন হবে, এপের লিংক দিয়ে দিব অবশ্যই ডাউনলোড করে নেবেন, এপটি ডাউনলোড করার পর তারপর আপনাকে একটা সাইনআপ করে তারপর আপনাকে ফ্রিতে এসএমএস করতে হবে, তো আপনি যেকোন নাম্বারে আপনি ফ্রিতে এসএমএস করতে পারবেন কোন প্রকার ঝামেলা হবে না,

👇এপ ডাওনলোড করুন👇

Ayoba App Download

তারপর সাইনআপ. ভাষা সিলেক্ট করুন, English.

ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রার ক্লিক দিন.

ভেরিফাই কোড আসবে, অটু বসে যাবে,

ব্যাস নাম চাইলে নাম দিন তারপর এপে যান,

তারপর Start Chat ক্লিক দিন,

যাকে মেসেজ দিবেন তার নাম্বার সেইব করে নিবেন,

তারপর যা লিখবেন তা দেখেন ওই ফোনে চলে গেছে,

প্রুফ দেখানোর জন্য For Example কিছু লিখলাম,

মনে রাখবেন মেসেজ যেতে প্রথমে একটু লেইট হতে পারে,পরে আর লেই ট হবে না ট্রাই করতে পারেন,

বিরক্তিকর বিষয়

তো বরাবরের মতন সব এপের মতো, একটা ঝামেলা আছে তো সেই ঝামেলাটা হলো যে এই অ্যাপের মধ্যে আপনি যদি এসএমএস করেন তাহলে এসএমএস সাথে নাম্বার এবং নাম উল্লেখ থাকবে, তারপর নিচে দেখবেন আপনার এসএমএস এর সাথে কিছু লেখা চলে গেছে মানে এপ ডাওনলোড লিংক এগুলা বিরক্তকর ইনশাআল্লাহ Next Time এটার মুড এপ শোয়ার করার চেস্টা করবো,সে পযন্ত ভালো লাগলে ইউজ করবেন,

মানুষ মাত্রই ভুল, পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃস্টিতে দেখবেন,
এই ছিলো পোস্ট ভালো লাগলে একটা লাইক দিবেন, না বুঝলে ভিডিওটি দেখে আসুন
ভিডিও লিংক

So বন্ধুরা আমাদের একটি Website আছে নাম Techshohor24 চাইলে ঘুরে আসতে পারেন দাওয়াত রইলো
ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি
আল্লাহ হাফেজ,

The post Ayoba আনলিমিটেড ফ্রি এসএমএস appeared first on Trickbd.com.

ব্যবসার হিসাব-নিকাশ করুন মুহূর্তের মধ্যে।

Posted:

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।কেমন আছেন সকলে?আশা করি সকলে ভালোই আছেন।অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম।আজকের পোস্টে থাকছে এমন একটি এ্যাপ যা ব্যবসায়ীদের জন্য খুবই উপকারী।যাদের মুদি দোকান,ফার্মেসী আছে অথবা নানান ধরনের ব্যবসা করেন তাদের জন্য এ্যাপটি খুবই উপকারী হতে চলেছে।মহান আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের এই পোস্টটি।সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন।

Play store download link:ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন

এ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে এ্যাপটি ওপেন করে নিন।তাহলে এরকম ইন্টারফেস আসবে।

এখান থেকে আপনার কাছে যে কয়টি যে কয় টাকার নোট আছে তা নিচের Screenshots এর মতো বসান।যেমন আমার কাছে ৫ টি ৫ টাকার নোট/কয়েন,৬ টি ২ টাকার নোট/কয়েন এবং ৩ টি ২০ টাকার নোট আছে।তাহলে আমি তা যথাযথভাবে বসিয়ে দিচ্ছি।তাহলে দেখুন আমার কাছে কতগুলো টাকার মোট কতগুলো নোট আছে ও কতো টাকা আছে তা দেখুন নিচে লেখা উঠেছে।

আপনি যদি চান এই হিসাব সেভ করে রাখবেন তাহলে নিচের মার্ক করা ‘Option’ এ ক্লিক করুন।

তারপর এরকম আসবে।আপনি যেই নাম দিয়ে ওই হিসাবটি সেভ করতে চান। সেই নাম বসিয়ে দিন।তারপর ‘Save’ এ ক্লিক করুন।

পূর্বের সেভ করা হিসাব দেখতে এখানে ক্লিক করুন।

এ্যাপ সম্পর্কে বিস্তারিত:

আমরা এই এ্যাপ এ যে যে নোট ব্যবহার করতে পারবো:১ টাকা,২ টাকা,৫ টাকা,১০ টাকা,৫০ টাকা,১০০ টাকা,২০০ টাকা,৫০০ টাকা এবং ১০০০ টাকার।

[এটি মূলত বাংলাদেশী এ্যাপ।তাই বাংলাদেশে যেসকল টাকার নোট ব্যবহার করা হয় এখানেও সেই নোট গুলো ব্যবহার করে অতি সহজে হিসাব শেষ করে ফেলতে পারবেন।]

আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে।আমার পোস্ট এ যদি কোন ভুল-ভ্রান্তি থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।

ফেসবুকে আমি:For any problem

The post ব্যবসার হিসাব-নিকাশ করুন মুহূর্তের মধ্যে। appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন ২০২১ সালের সেরা কমেডি তেলুগু মুভি Jathi Ratnalu বাংলা সাবটাইটেল সহ!

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের জন্য ২০২১ সালের একটি নতুন তেলুগু মুভির ডাউনলোড লিংক ও রিভিউ নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক।

Movie Name : Jathi Ratnalu

Genre :Comedy / Drama
Director : Anudeep Kv
Cast : Naveen Polishetty ; Priyadarshi Pulikonda ; Rahul Ramakrishna ; Faria Abdullah
ImDb Rating : 7.9/10
personal Rating : 8.3/10

 

 

***হালকা স্পয়লার***

এই মুভি দেখার সময় লজিক আলাদা করে রাখবেন প্লিজ। দুই ধরনের মুভিতে লজিকের প্রয়োজন হয়না। এক; বাজেরকমের মাস মুভি, দুই; পিওর কমেডি রাইয়োট। এটা দুই নম্বর কাতারের। মন খুলে হাসতে চাইলে এই মুভি মাস্টওয়াচ।

 

 

এককথায় মন ভালো করার মতো ছবি।অনেক মুভি দেখেছি যেগুলোতে মনে হয় জোর করে হাসানো হয় দর্শককে।কিন্তু এটা পিওর কমেডি।প্রতিটি ডাইলোগ, প্রতিটি কাহিনিতেই হাসি আসবে আপনার।এক মিনিট ও বোরিং লাগবে না।তবে হ্যা,লজিক খুজতে যাবেন না।শুধু দেখা শুরু করুন আর আপনাকে হাসানোর এবং ২ ঘন্টা ২৮ মিনিট সুন্দর সময় উপহার দেয়ার দায়িত্ব এই মুভির।

 

 

তিন বন্ধু নিজেদের জীবন বদলাতে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়।
ব্যস! এরপর থেকে আপনাকে হাসানোর দায়িত্ব জাথি রাতনালু টিমের।

 

 

মুভির সবচাইতে প্লাস পয়েন্ট হলো, এক পাঞ্চলাইন শেষ হতে না হতেই আরেকটা পাঞ্চলাইন চলে আসে। আপনি বুঝে উঠতে পারবেন না আপনি ঠিক কোন লাইনটার জন্য হাসছেন। জোড় করে হাসানোর যুগে এরকম পিওর কমেডি মুভি পাওয়া দুষ্কর।

 

 

অভিনয় প্রসঙ্গে আসলে প্রত্যেকে প্রশংসার দাবিদার। কাউকে মেনশন করতে চাইনা। তবে নাভীন সম্পর্কে বলি দুয়েক লাইন। এই ছেলেটা নেক্সট বিগ থিং ফর ইন্ডিয়ান সিনেমা। স্ক্রিপ্ট চয়েজ এতো ভালো কি বলবো! মুভি লাভারসদের জন্য নাভিন একটা সম্পদ।

 

 

এনিওয়ে, নিজেকে ভালো সময় উপহার দিতে এই মুভি দেখতে পারেন। প্রচুর হাসবেন কথা দিচ্ছি।

দেখা কালে একবারের জন্যও টাইম ওয়েস্ট মনে হয় নি।যদিও প্রথম দিকে যদিও একটু বোর লাগতেছিল, কিন্তু নাভেন এর মাইন্ড ব্লোয়িং এক্টিং তা ঘুছিয়ে দিয়েছি সময়ের সাথে সাথে।এক এক টা টাইলোগ ছিল আমেইজিং।ভিজন দেবারাকুন্ডা আর কীর্তি সুরেসের ক্যামিও আর ক্যারেক্টার গুলার স্মুথ এক্টিং নিয়ে গেছিল অন্য ভুবনে।আর সাবটাইটেলও ছিল যথাযথ।

এবার ডাউনলোড করার পালা।

আমি নিচে গুগল ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি।আপনারা গুগল একাউন্টে লগিন করে ডাউনলোড করে নিবেন।

360p: Direct Download Link   Server 2

480p: Direct Download Link   Server 2

720p(Hevc): Direct Download Link  Server 2

720p: Direct Download Link   Server 2

1080p: Direct Download Link

Bangla subtitle link: Click Here

কিভাবে সাবটাইটেল ভিডিও তে এড দিবেন: এখানে ক্লিক করে দেখে নিন।

ঘুরে আসতে পারেন আমাদের নতুন সাইট: HealthAnyTips

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

 

The post ডাউনলোড করে নিন ২০২১ সালের সেরা কমেডি তেলুগু মুভি Jathi Ratnalu বাংলা সাবটাইটেল সহ! appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments