Search box..

তাওবা করার সবচেয়ে ছোট দোয়াটি সবাই শিখুন নিন। যেকোনো গুনাহ হওয়া মাত্রই বলে ফেলুন।

তাওবা করার সবচেয়ে ছোট দোয়াটি সবাই শিখুন নিন। যেকোনো গুনাহ হওয়া মাত্রই বলে ফেলুন।


তাওবা করার সবচেয়ে ছোট দোয়াটি সবাই শিখুন নিন। যেকোনো গুনাহ হওয়া মাত্রই বলে ফেলুন।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

তাওবা করার সবচেয়ে ছোট দোয়াটি শিখুন

প্রিয় পাঠক আজ আমি আপনাদের তওবা করার সবচেয়ে ছোট দোয়াটির বিষয়ে বলবো যা বুখারী শরীফ কিতাবে এসেছে। হাদিস নাম্বার ৫৯৫৮

মহান আল্লাহ তায়ালা বান্দাদেরকে তওবা করার নির্দেশ দিয়ে সূরা নূরের ৩১ নাম্বার আয়াতে এরশাদ করেন → হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, যাতে তোমরা সফলকাম হও। ( সূরা নূর আয়াত ৩১)

একজন মুমিন বান্দার সবচেয়ে বড় গুন হবে যখনই সে কোনো গুনাহের কাজ করবে পাপের কাজ করে ফেলবে, ইস্তেগফার করবে আল্লাহ তায়ালা নিকটে তওবা করবে। হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত তিনি একটি রাসূল (সাঃ) এর জন্য বালিশ কিনেছিলেন যার মধ্যে ছিল প্রানীর ছবি রাসূল (সাঃ) তাঁর ঘরে প্রবেশ করার জন্য দরজার দাঁড়ালেন কিন্তু ঘরে প্রবেশ করলেন না।

হযরত আয়েশা (রাঃ) আনহা এই ঘটনাটি দেখে বললেন → আমি যে অপরাধ করেছি যে গুনাহ করেছি তা থেকে আল্লাহর কাছে (এখুনি) তওবা করে নিচ্ছি। রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন → তুমি কি জন্য এ গদি ( বালিশ) কিনেছিলে…?

তখন আয়েশা (রাঃ) বললেন → আপনি এতে আরাম করবেন ও টেক লাগাবেন এজন্য কিনেছি।তখন রাসূল (সাঃ) বললেন → এসব ছবির প্রস্তুতকারীদের কিয়ামতের দিন ‘আযাব’ দেয়া হবে এবং তাদেরকে বলা হবে যা তোমরা তৈরি করেছিলে সেগুলো জীবিত করো। আর মনে রাখবে, যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। ( বুখারী হাদিস নাম্বার ৫৯৫৭)

প্রিয় পাঠক এই সামান্য ভুলটির কারণে অর্থাৎ যে বালিশের মধ্যে প্রাণীর ছবি ছিল সেই ছবিওয়ালা বালিশ ক্রয়ের কারণে হযরত আয়েশা (রাঃ) আনহা যে তওবার দোয়াটি করেছিলেন তাহলোঃ

প্রিয় পাঠক যখনই ছোট বড় যেকোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে অন্তরে গভীর থেকে বলে ফেলবেন → আতূবু ইলাল্লাহি মিম্মা আযনাবতু

অর্থাৎ আমি যে গুনাহ করেছি এর জন্য আল্লাহর কাছে তওবা করছি।

আল্লাহ তায়ালা সকলকে সঠিকভাবে তওবা করে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করুন এবং ভবিষ্যতে পাপাচার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এবং শয়তানের ওসোয়াসা থেকে নিজেকে যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ যেন আমাদের সহায় হোন আমিন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post তাওবা করার সবচেয়ে ছোট দোয়াটি সবাই শিখুন নিন। যেকোনো গুনাহ হওয়া মাত্রই বলে ফেলুন। appeared first on Trickbd.com.

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জেনে রাখুন অ্যান্ড্রয়েডের জন্য গুরুত্বপূর্ণ ৮ টি নিরাপত্তা টিপস [হট টিউন]

Posted: 30 May 2021 02:14 AM PDT

নিরাপত্তা নিশ্চিত করার টিপস…….

সারা বিশ্বে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সংখ্যা অনেক বেশি। আমরা সকলেই আমাদের এন্ড্রয়েড ফোনে নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করি। কিন্তু কখনও কখনও এই তথ্য নিরাপত্তা ভেদ করে চলে যায় হ্যাকারদের হাতে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কিভাবে যায়? যদি আপনি একটু সতর্ক থাকেন তাহলে হ্যাকারদের জন্য আপনার এই নিরাপত্তা ভেদ করা কষ্টসাধ্য বটে। তো চলুন জানব কিভাবে অ্যান্ড্রয়েডের নিরাপত্তা বৃদ্ধি করা যায়।

নিরাপত্তা নিয়ে কথা শুরু করা যাক-

১. শক্তিশালী পাসওয়ার্ড তৈরি।

নিরাপত্তা মূলক শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন

আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। সোশ্যাল মিডিয়া আমাদের যোগাযোগের একটা বড় মাধ্যম। হ্যাকাররা বিশেষ করে ব্যবহারকারীর দুর্বল নিরাপত্তা ভেদ করে ফেসবুক, জিমেইল, অনলাইন ব্যাংক একাউন্ট ইত্যাদির পাসওয়ার্ড বিভিন্ন প্রক্রিয়ায় হ্যাক করে থাকে। যার মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে ব্রুট ফোর্স। ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি যদি অনুমানযোগ্য হয়, তবে ব্রুট ফোর্স এর মাধ্যমে খুব সহজেই আপনার পাসওয়ার্ড তাদের হাতে চলে যাবে। কয়েকটি শক্তিশালী পাসওয়ার্ড এর উদাহরণ: Morsu&@1, Kabin#$6 । আরো বেশি শক্তিশালী করতে চাইলে অবশ্যই ১২ থেকে ১৫ ডিজিটের কমপ্লেক্স  পাসওয়ার্ড ব্যবহার করবেন।

২. প্লে স্টোর এর বাইরে থেকে অ্যাপস ইনস্টল না করা। 

প্লে স্টোর থেকে সফটওয়্যার

সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে বাহিরের কোন সোর্স থেকে ডাউনলোড করবেন না। অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। এক্ষেত্রে আপনার ফোনে কোন প্রকার ভাইরাস বা খারাপ প্রোগ্রাম প্রবেশ করবে না। কারণ প্লে স্টোর এর সকল সফটওয়্যার প্লে প্রটেক্ট এর মাধ্যমে যাচাইকৃত।

৩. ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ ইনস্টল ও তা একটিভ করা।

ফাইন্ড মাই ডিভাইস অবশ্য ইন্সটল করবেন

গুগল প্লে স্টোর থেকে ফাইন্ড মাই ডিভাইস সফটওয়ারটি ইনস্টল করে একটিভ করে রাখবেন এতে করে আপনার ফোন হারিয়ে গেলেও আপনার ফোনের লোকেশন ট্র্যাকিং, ফোনের নোটিফিকেশন পাঠানো, ফোনের সবকিছু মুছে দেওয়ার সুবিধা পাবেন।

৪. নিয়মিত সিকিউরিটি প্যাচ আপডেট

সিকিউরিটি প্যাচ আপডেট

এন্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের আপডেট আসে। যেমন অ্যান্ড্রয়েড আপডেট, ইউ আই আপডেট, সিকিউরিটি প্যাচ আপডেট। অনেকেই সিকিউরিটি প্যাচ আপডেট দেন না। এক্ষেত্রে ফোনের সিকিউরিটি প্যাচ আপডেট আসার সাথে সাথেই আপডেট দিয়ে দিবেন। এতে করে আপনার ফোনের সিকিউরিটি আরো বেশি শক্তিশালী হবে।

৫. ইউএসবি সংযোগের সর্তকতা

ইউএসবি চার্জিং কানেকশন

অনেক সময় দেখা যায় আমাদের ফোনে চার্জ না থাকলে এবং আমরা দূরে কোথাও গেলে যেকোনো ইউএসবি কেবল পেলেই চার্জে লাগিয়ে দেই। এক্ষেত্রে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে। কেবল ঢুকানোর পর কোন পারমিশন চাইলে শুধুমাত্র চার্জিং অনলি অপশন বাছাই করবেন। এক্ষেত্রে আপনার ডেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না।

৬. অ্যাপ পারমিশন দেওয়ায় সর্তকতা।

অ্যান্ড্রয়েড অ্যাপ পার্মিশন

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অ্যাপ পারমিশন।

আমরা যেকোনো সফটওয়্যার ইন্সটল করার পর তা ওপেন করলে বিভিন্ন ধরনের পারমিশন চায়। যেমন: ফোন কল পারমিশন, ভিডিও পারমিশন, স্টোরেজ পারমিশন, মাইক্রোফোন পারমিশন, লোকেশন পারমিশন ইত্যাদি। যেমন ধরেন একটা ক্যালেন্ডার অ্যাপস ইনস্টল করার পর ওপেন করলেন এবং তখন দেখলেন ওই অ্যাপ এ ক্যামেরা পারমিশন চায়, মাইক্রোফোন পারমিশন চায়। তখন অবশ্যই ডিনাই করতে হবে। প্রয়োজনে সফটওয়্যারট ইন্সটল করে দিতে হবে। কারণ ওই সফটওয়্যার অবশ্যই ক্ষতি করার উদ্দেশ্যে তৈরি।

৭. ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকা

ফ্রি ওয়াইফাই ব্যবহার এর ঝুঁকি

বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই ফ্রি ওয়াইফাই। তখন আমরা অনেকেই সে ওয়াই ফাই তে কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করি। কিন্তু একবারও কি নিজেকে জিজ্ঞেস করেছেন তার ফ্রি ওয়াইফাই ব্যবহার করার সুযোগ দেওয়ার মূল কারণটা কি? হতে পারে সেই ওয়াইফাই এর মাধ্যমে আপনার অনেক গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য সে প্রোভাইডারের হাতে চলে যেতে পারে। তা আমি মনে করি ফ্রি ওয়াইফাই ব্যবহার না করাই ভালো।

৮. অপ্রয়োজনে ওয়াইফাই ও ব্লুটুথ অফ রাখা

ওয়াইফাই ও ব্লুটুথ অফ

প্রয়োজন শেষে অবশ্যই ওয়াইফাই ও ব্লুটুথ চালু রাখবেন না। কারণ এগুলোর মাধ্যমে খুব সহজেই অন্য কেউ আপনার তথ্য হ্যাক করতে পারে এমনকি আপনার ফোনে ভাইরাস বা ক্ষতিকর প্রোগ্রাম ঢুকিয়ে দিতে পারে।

ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ফেইসবুকে আমি : Muhammad Morsalin

The post অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জেনে রাখুন অ্যান্ড্রয়েডের জন্য গুরুত্বপূর্ণ ৮ টি নিরাপত্তা টিপস [হট টিউন] appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন Picsart Premium For Android 11 With All Version Working

Posted:










কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ App এর Mod Version শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন

আমরা অনেকেই Picsart App সম্পর্কে জানি এবং ব্যবহার করে থাকি এটি একটি জনপ্রিয় App ,এই এটি একটি জনপ্রিয় Editing App , আর আমার জানি যে এই এপ এর মোড ভার্সন Android 10 এবং Android 11 Version এ সাপোর্ট করে না , আমার অনেক জায়গায় থেকে এই এপ এর Premium Mod Version Download করেছি কিন্তু কাজ করে না , তাই আমি আপনাদের জন্য এই App এর Mod Premium Version নিয়ে এসেছি ।

তাহলে Picsart Premium App এর Mod Features দেখা যাক


✪ Picsart V17.2.4 [Gold] [Arm8+arm7] [Android 11]


✪ Premium Features Unlocked.


✪ Login not required, but recommended to get rid of login page.


✪ Supports Android 11


✪ Note – uninstall old apk install new



Picsart Premium Download Form Telegram




Picsart Premium Drive Download

চলুন কিছু Screenshot দেখে নেই :














Free তে যেকোনো Premium App, Account, Netflix Amazon prime Nord Vpn, Bin, Udemy Course And Other Premium Course লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন



PremiumAppsAccount Free




আজ এ পর্যন্তই ,যে কোন Premium Apps লাগলে বলতে পারেন দেওয়ার চেষ্টা করবো । এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করবো ।
ধন্যবাদ সবাইকে ।

The post ডাউনলোড করে নিন Picsart Premium For Android 11 With All Version Working appeared first on Trickbd.com.

Free Fire FFWS রিডিম কোড। ফ্রি গ্লো ওয়াল, গান স্কিন যেভাবে পাবেন!!

Posted:

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আজকের এই পোস্ট আমরা কথা বলব FFWS এর রিডিম কোড নিয়ে। কিভাবে রিডিম কোড পাবেন!! আর কিভাবে রিওয়ার্ড গুলো ক্লেইম করবেন তা জানতে পুরো পোস্টটি দেখুন। তবে, আপনি চাইলে ইউটিউব থেকে সরাসরি এই নিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। ইউটিব থেকে সরাসরি দেখতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। ইউটিউব থেকে দেখলে ভালো ভাবে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

Watch this Video on Youtube


এটি একটি শর্ট পোস্ট। ফ্রি ফায়ার নিয়ে এর আগে দুইটা পোস্ট করেছি। সেখানে অনেকে বলছে ফ্রি ফায়ার নিয়ে ছোট-খাট আপডেট গুলো পোস্ট করার। তাই আজকের এই পোস্ট আরকি। তবে যাই হোক, আজ ৩০ তারিখ আজকে ফ্রি ফায়ার E-sports এর ফাইনাল ম্যাচ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হব। করোনা না হলে বাংলাদেশেও এই ই-স্পোর্টস টিম অংশগ্রহন করত।

যাই হোক না কেন, আজকে সন্ধ্যা ৭ টায় লাইভ স্ট্রিমিং শুরু হবে। এই লাইভ স্ট্রিমিং এর সর্বোচ্চ মাইল ৪ লাখ ৫০ হাজার। যদি এই মাইলস্টোন পূরণ হয় তবে, গান স্কিন, গ্ল ওয়াল, ইমোট এর মধ্য থেকে যে কোন একটা আইটেম ফ্রিতে ক্লেইম করে ফেলতে পারবেন।

৪ লাখ ৫০ হাজার ছাড়াও ৩ লাখ ও দেড় লাখের মাইল স্টোন রয়েছে। বিস্তারিত গেমের মধ্যে পাবেন।

মাইল স্টোন পূরণ হলে গেমে লগিন করার মাধ্যমে যেকোন একটি রিওয়ার্ড রিডিম করে ফেলতে পারবেন। আর যদি রিডিম কোড দেয় তাহলে এই পোস্টের কমেন্ট সেকশনে পেয়ে যাবেন।

আর এই গিফট গুলো কিন্তু মিস করবেন না। আপডেট জানতে ও আপডেট পেতে এই পোস্টের নিচে কমেন্ট করুন।

The post Free Fire FFWS রিডিম কোড। ফ্রি গ্লো ওয়াল, গান স্কিন যেভাবে পাবেন!! appeared first on Trickbd.com.

ব্রনের কারনে ত্বকের দাগগুলো ঘরে বসে খুব সহজে দূর করার উপায়গুলো, জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,ব্রনের কারনে ত্বকের দাগ দূর করার উপায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ব্রন হয়ে থাকে। ব্রন বিভিন্ন কারনে হয়ে থাকে।ব্রনের কারনে আমাদের ত্বকে বিভিন্ন দাগ পড়ে যায়,এতে দেখতে ও খুব খারাপ লাগে। ব্রন হলে চুলকানো বা ঘষাঘষি করা থেকে বিরত থাকতে হবে। ব্রন হলে ঘষাঘষি করলে ও চুলকালে ত্বকে দাগ পড়ে যায়। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ব্রন থেকে সৃস্ট দাগ কিভাবে দুর করবেন। ঘরে বসে আপনি খুব সহজে এ দাগ গুলো দূর করতে পারবেন। ত্বকে যদি একবার দাগ পড়ে যায়,এবং দাগটি থেকে যায় তাহলে দেখতে খুব খারাপ লাগে। তবে আজকের আর্টিক্যালটি ফলো করলে খুব সহজে ত্বকের দাগ দূর করতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক, কিভাবে ব্রনের কারনের ত্বকের দাগ দূর করবেনঃ

১) লেবুর রসঃ

লেবুর রস ত্বকের মৃত্যু কোষকে সরিয়ে দিতে প্রচুর সাহায্য করে থাকে। লেবুর রসে রয়েছে সাইট্রিক এসিড।এছাড়া ও লেবুর রস নতুন কোষ সৃষ্টি করতে সাহায্য করে। লেবুর রস ত্বকে ব্যাবহার করলে দাগ হালকা হয়ে যায়।যাদের ত্বকে দাগ তারা লেবু ব্যবহার করতে পারেন।
ব্যাবহারের নিয়মঃ পথমে ত্বক পরিস্কার করে নিন।এবং তুলায় ১ চা চামচ লেবুর রস নিন,ত্বকের যেস্থানে দাগ আছে সেখানে লাগিয়ে দিন।এবং ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

২) মধুঃ

মধু ত্বকের দাগ দূর করতে ব্যাপক ভুমিকা পালন করে। মধু হলো প্রাকৃতিক অ্যান্টিসেফটিক।ত্বকের দাগ হালকা হয়ে ঠিক হয়ে যায় মধ্য দাগের উপর লাগালে।

ব্যাবহারের নিয়মঃ ২ টেবিল চামচ মধুর সাথে, ২ টেবিল চামচ সোডা মিশিয়ে নিন।কয়েক মিনিট মেসেজ করুন। একটি টাওয়েল গরম পানিতে ভিজিয়ে মুখের উপর রাখুন।টাওয়েল টি ঠান্ডা হয়ে গেলে মুখটি ধুয়ে ফেলুন।

৩) অলিভওয়েলঃ

অলিভওয়েলে আছে প্রচুর পরিমান অ্যান্টি এক্সিডেন্ট,যা ত্বকের দাগ হালকা করে। এছাড়া ও অলিভওয়েলে ভিটামিন ই ও কে আছে।

ব্যাবহারের নিয়মঃ এক টেবিল চামচ অলিভওয়েল নিন,এবং ৫ মিনিট দাগের উপর ম্যাসেজ করুন।১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

৪) শসাঃ

রুপচর্চাতে শসা খুব ই উপকারী। শসা সস্তা হওতে সহজে কেনে যায়,এবং রুপচর্চার জন্য ও অনেক কার্যকারী।শসা ত্বকে কোনো প্রকার প্বার্শপ্রতিক্রিয়া সৃষ্টি করে না।

ব্যবহারের নিয়মঃশসা ছিলে এর বীজ ফেলে দিন,এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।এবার এটি দাগে লাগিয়ে দিন,এবং ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। প্রতিদিন ব্যাবহার করলে ভাল ফল পাওয়া যাবে।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post ব্রনের কারনে ত্বকের দাগগুলো ঘরে বসে খুব সহজে দূর করার উপায়গুলো, জেনে নিন। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments