যেভাবে Windscribe VPN এর 20GB Bandwidth Voucher Code(49$) Purchase করবেন ফ্রিতেই |
- যেভাবে Windscribe VPN এর 20GB Bandwidth Voucher Code(49$) Purchase করবেন ফ্রিতেই
- আসুন বিকাশ,রকেট এবং নগদের মাধ্যমে ফিলিস্তিনি আহত মানুষদের আর্থিক সহযোগীতা করি।
- আয়মান সাদিক ও সাদমান সাদিক ভাইয়ের ৫ টি সেরা pdf বই
- অল্প বাজেটে সেরা ফিচার এন্ড্রয়েড ফোন, দেখে নিন বিস্তারিত।
যেভাবে Windscribe VPN এর 20GB Bandwidth Voucher Code(49$) Purchase করবেন ফ্রিতেই Posted: Howdy Everyone,
»»» তাছাড়া আরও যা যা থাকছে এই PACK এ- ┌একটা Account Unlimited Device এ Connect করা যাবে ফ্রিতেই Voucher Code Claim করতে Instruction Follow করুন Instruction 1. Icognito Tab Open করে এই Link এ প্রবেশ করুন
2.Download Windscribe VPN Now এ Click করুন
3. আপনি চাইলে এই Offer Social Platform এ Share করতে পারেন নতুবা “i don’t use…..” Option এ Click করুন
4.Email, Gender, Job , Country(USA) Select করে Give it To Me Option এ Click করুন
5.20GB Bandwidth এর Voucher Code পেয়ে যাবেন
6.এবার Scroll Down করে “New User” Section এ Sign Up Link এ প্রবেশ করুন
7. তারপর Username/Password/Email(অবশ্যই Email দিবেন) দিন এবং “Have A Voucher” এ Click করে Voucher Codeটি Copy & Paste করে দিন।
8.এখন Email Verify করে নিন
9. যদি 2gb Bandwidth Show করে তবে Browser Reload করুন 20GB Add হয়ে যাবে।
Tutorial:-
▒B▒Y▒E▒ The post যেভাবে Windscribe VPN এর 20GB Bandwidth Voucher Code(49$) Purchase করবেন ফ্রিতেই appeared first on Trickbd.com. |
আসুন বিকাশ,রকেট এবং নগদের মাধ্যমে ফিলিস্তিনি আহত মানুষদের আর্থিক সহযোগীতা করি। Posted: আসসালামু আলাইকুম। জানি সবার মন অনেক খারাপ, ফিলিস্তিনি অসহায় ভাই-বোনের রক্ত দেখে কারো মন ভালো থাকতে পারে নাহ। তাদেরকে জীবন দিয়ে হলেও সহযোগিতা করার প্রবল ইচ্ছে সবার মনেই রয়েছে। তবে পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে উঠছে নাহ। ফিলিস্তিনি বাংলাদেশের আম্বাসী বাংলাদেশের মানুষদের কাছে থেকে সহযোগিতার জন্য আর্থিক ফ্যান্ড তৈরী করেছে। যা ফিলিস্তিনি আহত মানুষদের চিকিৎসার জন্য খরচ হবে। আসুন মুসলিম ভাইয়েরা আমরা আমাদের সাধ্য মতো তাদেরকে সহযোগিতা করি। এখনকার বিপজ্জনক সময়ে, অনেক বাংলাদেশি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং অনেকে ফিলিস্তিনের জন্য অর্থ অনুদানে প্রবল উত্সাহ দেখিয়েছেন। নিচের নির্দেশনা অনুসরণ করে অনুদান দিতে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ০১৭১৫৮৩৩৩৩০২- রকেট (পারসোনাল) অনুদান দেয়ার পর ০১৯৮৮১৪১৪১৪ এই নম্বরে টাকার পরিমাণ ও প্রেরকের বিস্তারিত মেসেজের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে। অথবা, কেউ যদি হাতে হাতে টাকা দিতে চান তাহলে তাদের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। সোর্সঃ- Embassy of The State of Palestine, Dhaka Bangladesh Officials Page বিঃদ্রঃ- প্রচুর লেনদেনের জন্য তাদের বিকাশ একাউন্ট লিমিট হয়ে গিয়েছে, সাহায্য করার ইচ্ছে থাকলে তাদের অফিসিয়াল পেজে চোখ রাখুনThe post আসুন বিকাশ,রকেট এবং নগদের মাধ্যমে ফিলিস্তিনি আহত মানুষদের আর্থিক সহযোগীতা করি। appeared first on Trickbd.com. |
আয়মান সাদিক ও সাদমান সাদিক ভাইয়ের ৫ টি সেরা pdf বই Posted: 5+ Ayman Sadik pdf books download || Ayman Sadiq All pdf downloads স্টুডেন্ট হ্যাকস বই রিভিউঃপড়াশোনা নামটাই কেমন যেনো বিরুক্তি বিরুক্তি লাগে আমাদের সবার কাছেই। আমরা কেউই পড়াশোনাটাকে মিষ্টি রুচিতে উপভোগ করি না, সবাইই পড়ালেখাটাকে তেতোই মনে করি থাকি এবং তেতো হিসেবেই জোড় করে গিলে থাকি। পড়ার গতিকে কিভাবে বাড়ানো যায় সেই টিপস রয়েছে এ বইয়ে। নিজেকে দিয়েই নিজে টোপ দিয়ে কিভাবে পড়ালেখাটা আদায় করে নিবেন সেই হ্যাকস টি ও শিখিয়ে দিয়েছেন এ বইয়ে। ইত্যাদি ইত্যদি। এছাড়াও বইটিতে কয়েক পৃষ্ঠা পর পর নিজের ক্যারিয়ার সম্পর্কে কতোটুকু সচেতন তা যাচাই করার জন্য ছক রয়েছে যা পূরন করেই নিজের ক্যারিয়ারের প্রতি বা নিজের জ্ঞানকে যাচাই করা যাবে। আশাকরি প্রতিটি স্টুডেন্টের ক্ষেত্রেই স্টুডেন্ট হ্যাকস বইটি পথ প্রদর্শক হয়ে কাজ করবে। বইয়ের নামঃ স্টুডেন্ট হ্যাকসবইয়ের লেখকঃ আয়মান সাদিক ও সাদমান সাদিক কমিউনিকেশন হ্যাকস কি?কমিউনিকেশন হ্যাকস হলো, যখন কারো সাথে যোগাযোগ করা হয়, তখন তার মনের ভিতরে প্রবেশ করে নিজের সার্থ হাসিল করাই হলো কমিউনিকেশন হ্যাকস অথবা সহজ ভাষায় বলা যায়, কারো সাথে কথা বলে বা যোগাযোগ করার পরে আপনার নিজের সার্থ হাসিল করাকেই কমিউনিকেশন হ্যাকস বলে।কাদের জন্য কমিউনিকেশন হ্যাকস বইটি?১। আপনি যদি স্টুডেন্ট হনআপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কমিউনিকেশন স্কিলসে এক্সপার্ট হতে হবে। যেকোনো প্রতিষ্ঠানের সবচেয়ে কারিজম্যাটিক স্টুডেন্টের প্রতি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তার মুল কারিজমা হচ্ছে তার কমিউনিকেশন স্কিল। ২। আপনি যদি ডিজিটাল জগতে কাজ করেনকমিউনিকেশন সম্পর্কে যদি আপনি যদি শিখতে চান তাহলে আপনি যতো যা কিছু পাবেন। অর্থাৎ আপনি যতো ভিডিও এবং আর্টিকেল এবং যতো বই পাবেন সেগুলো সব এ্যানালগ যুগের। আর এই বইটিতে আপনি ডিজিটাল যুগের কথা মাথায় রেখে চাপ্টার গুলো সাজিয়েছে। অর্থাৎ ডিজিটাল জগতে কাজ করার জন্য যে কমিউনিকেশন স্কিলস গুলোর প্রয়োজন সেগুলো স্টেপ বাই স্টেপ লিখেছে।৩। যদি নিজেকে কমিউনিকেশনে এক্সপার্ট করতে চানআয়মান সাদিক ও সাদমান সাদিক অনেকগুলো কমিউনিকেশন, সাইকোলজি, সেলস বিষয়ের বইগুলো আগে তারা ভালোকরে পড়ে রিসার্চ করে তারপরে এই বইটি লিখেছেন। ৪। যদি পেশাগত জীবনে আরো ভালো করতে চানলিডারশিপের জন্য আপনি যে জায়গাতেই যাননা কেনো আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি অর্জন করতে হবে সেটি হলো কমিউনিকেশন স্কিলস। পেশাগত জীবনে আরো ভালো করতে হলে আপনাকে কমিউনিকেশন স্কিলস প্রয়োজন হবেই। লোকে কী বলবে? – আয়মান সাদিক ও সাকিব বিন রশীদ Loke ki bolbe by ayman sadiq sakib bin rashid pdf download আপনি যে কাজই করতে চাননা কেনো, আপনি সে কাজটি করার সময়ে কিছু সমালোচক দেখতে পাবেনই।সমালোচক একটা মানুযের পেছনে লাগা নাই এমন মানুষ খুজলে পাওয়া যাবেনা। প্রত্যেকটি লোকের পেছনেই রয়েছে কিছু সমালোচক। আর এই সমালোচকদের ভয়েই নিজের কাজ করতে পারতেছেন না? একটা মানুষের সফলতা অর্জন করার ক্ষেত্রে সমালোচকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।ধরুন আমি ইউটিউবিং শুরু করলাম, এখন আমার প্রতিবেশী এক চাচায় বললো হৃদয় তোর এই চ্যানেল ১ বছরের মধ্যেও গ্রো করতে পারবিনা, বলে দিলাম। কারন তোকে দিয়ে হবেনা। আমাকে এ কথাগুলো বললো। এখন আমার মনের মধ্যে জেদ আমাকে পারতেই হবে, পারবোনা কেনো আরো দশজনের পারলে আমিও পারবো। আবার অপরদিক থেকে চিন্তা করলে, ধুর প্রতিবেশীরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, আমি এই কাজ করবোই না। যে কাজ করলে লোকের হাসির পাত্র হবো সে কাজ না করাই ভালো, এতো কষ্ট করে কাজ করে সেই কাজের মূল্যায়ন না করে যদি উল্টো হাসাহাসি করে তাহলে সে কাজ কে করে? আমি আর করবো না? আমরা ৯৯% লোকেরাই কিন্তু এটা বলে থাকি, এবং আমাদের স্বপ্নের পথে আর অগ্রসর হওয়া হয়না। কখনো মাছ ধরার সময় বাইং মাছ দেখেছেন? পুকুরে বা নদীতে কাদা থাকতেও বাইং মাছের গায়ে কখনো কাদা দেখবেননা। আপনি যদি কাদার মধ্যে ওকে ছেড়ে ও দেন তাহলেও ওর গায়ে কাদা লাগবেনা কারন ওর গায়ে প্রচুর লোড জাতীয় পদার্থ থাকায় বাহিরের কিছু ওকে স্পর্শ করতে পারেনা। আপনি যদি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে বাইং মাছের স্বভাবের ন্যায় হতে হবে । বাহির থেকে যতই সমালোচকরা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করুক না কেনো সেটা যেনো আপনার মাথায় আর ব্রেইনে গিয়ে না পৌছায়।বইয়ের নামঃ লোকে কী বলবে? ভাল্লাগে না– আয়মান সাদিক ও আন্তিক মাহমুদ ভাল্লাগেনা বইয়ের রিভিউঃরিভিউ লিওে কি হবে! লোকজনতো এমনিতেও রিভিউ পড়ে না । মাথায় এখন বইটি সম্পর্কে ভালো কোনো আইডিয়াও আসতেছেনা । ধ্যাত আজকে সকালে আর ভূমিকা লিখতে ভাল্লাগছে না, বিকালে ভাল্লাগলে লিখবো।বিকাল বেলা………………(এখনও লিখতে ভাল্লাগছে না)বইয়ের রিভিউটা আর লেখা সম্ভব হলোনা। এই ভাল্লাগেনা বইটির রিভিউ টি দেখে যদি “ভাল্লাগে না, ভাল্লাগে না “” করে আপনার জীবনের নানা রকমের ফেলে আসা কাজগুলোর কথা মনে পড়ে যায়, তাহলে বইটি আপনার জন্য। রিভিউ একটু লিখি কি বলেন?আপনার কোনো কাজ করতে গেলে যদি ভালো না লাগে বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়তে যদি ভালো না লাগে। এই ভাল্লাগেনা রোগকে দূর করতে এই ভাল্লাগে না বইটি পড়ুন। আশাকরি আপনার ব্যাধি দূর হয়ে যাবে। নেভার স্টপ লার্নিং– আয়মান সাদিক। বাজারের একটি বেস্ট সেলার বই এটি।বইটিতে ৪৭ টি অধ্যায় রয়েছে, বা টপিক ও বলা যায়।[b] নেভার স্টপ লার্নিং বই রিভিউঃ[b]আয়মান সাদিক ভাই এ বইতে ছাত্রদের কিছু কৌশল শিখিয়ে দিয়েছেন যেগুলো লাখ টাকা মূল্যর। ১। প্রাসঙ্গিক থাকুনঃপিছনে রাখা হবে না। ট্রেন্ডগুলির সাথে আপ টু ডেট রেখে এবং আপনার দক্ষতার সেটটি মানিয়ে নিয়ে আপনি আপনার শিল্পের সাথে প্রাসঙ্গিক রয়েছেন তা নিশ্চিত করুন। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তিত বিশ্বের মধ্যে কার্যকরভাবে কাজ করার জন্য, মূল্যবান থাকার জন্য আপনাকে নতুন জিনিস শিখতে হবে।২। অপ্রত্যাশিত জন্য প্রস্তুতঃআজীবন শিক্ষা আপনাকে অপ্রত্যাশিত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে, উদাহরণস্বরূপ, আপনার চাকরি হারানো এবং কাজ সন্ধান করার জন্য নতুন দক্ষতার উপর নির্ভর করা শেখা চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনি আরও সহজেই আপনার আরাম অঞ্চল থেকে সরে যাবেন এবং নতুন কাজের সুযোগ গ্রহণ করবেন।৩। আপনার প্রোফাইল বুস্ট করুনঃআপনি যখন সর্বদা শিখছেন, আপনি আপনার ক্যারিয়ারে উন্নতি এবং বিকাশ চালিয়ে যাবেন এবং সহকর্মী এবং পরিচালকদের কাছ থেকে সুপারিশ পেতে শুরু করবেন। সম্ভাবনা হ'ল আপনি সারা জীবন একাধিকবার চাকরী স্যুইচ করবেন এবং সেই অনুসারে অভিযোজন করার জন্য আপনার নতুন দক্ষতা শিখতে হবে।৪। যোগ্যতা আত্মবিশ্বাসের দিকে পরিচালিত করেঃনতুন জিনিস শেখা আমাদের সাফল্যের অনুভূতি দেয়, যার ফলে আমাদের নিজস্ব ক্ষমতার প্রতি আমাদের আস্থা বাড়ে। এছাড়াও, আপনি চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে এবং নতুন ব্যবসায় উদ্যোগগুলি অন্বেষণ করতে আরও প্রস্তুত বোধ করবেন। ৫। নতুন ধারণার সূচনা করেঃনতুন দক্ষতা অর্জন নতুন সুযোগ উন্মোচন করবে এবং সমস্যার নতুনত্ব সমাধান খুঁজতে সহায়তা করবে। এটি আপনার আরও অর্থ উপার্জন করতে পারে। ৬। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুনঃঅবিচ্ছিন্ন পড়াশুনা আপনার মনকে উন্মুক্ত করে এবং আপনি ইতিমধ্যে যা জানেন তার উপর ভিত্তি করে আপনার মনোভাব পরিবর্তন করে। আপনি যত বেশি শিখবেন, একই পরিস্থিতির আরও দিকগুলি দেখার পক্ষে আপনি তত উন্নত হবেন, আপনাকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। ৭। এটি এগিয়ে দিতেঃঅবিচ্ছিন্ন শিক্ষা কেবল আপনার সম্পর্কে নয় আজীবন শিক্ষা আপনার নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করে যা পরবর্তী ব্যক্তিদের আরও জীবনযাত্রার জন্য উৎসাহিত করে আজীবন শিক্ষার উৎসাহ দেয়। এবার আরেকটু পড়ুন, পাঠকদের ২টি রিভিউ তুলে ধরলাম
পাঠক রিভিউ (১)পড়াশোনা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজনীয়। ঠিক যেমন খাদ্য আমাদের দেহ, তথ্য এবং অবিরাম শেখার দ্বারা আমাদের মনকে পুষ্টি জোগায়। আজীবন শিক্ষা প্রতিটি কর্মজীবন এবং সংস্থার জন্য একটি অপরিহার্য সরঞ্জাম। আজ, ক্রমাগত শেখা সমালোচনামূলক চিন্তা দক্ষতা অর্জন এবং বিভিন্ন সংস্কৃতি থেকে মানুষের সাথে সম্পর্কিত নতুন উপায় আবিষ্কার করার জন্য একটি প্রয়োজনীয় অংশ গঠন করে। অবিরাম শেখা ছাড়া জীবন যাপন করা কল্পনাতীত। নেভার স্টপ লার্নিং পাঠক রিভিউ (২)এটি কোনও ব্যক্তিকে জ্ঞান অর্জনে এবং আজীবন আত্মবিশ্বাসের স্তর উন্নত করতে সহায়তা করে। এটি আমাদের ক্যারিয়ারের বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত বৃদ্ধিতেও দুর্দান্ত ভূমিকা পালন করে। এর কোনও সীমাবদ্ধতা নেই; যে কোনও বয়সের লোক যে কোনও সময় শিক্ষা পেতে পারেন। এটি আমাদের ভাল এবং খারাপ জিনিস নির্ধারণে সহায়তা করে। বইয়ের নামঃ নেভার স্টপ লার্নিং The post আয়মান সাদিক ও সাদমান সাদিক ভাইয়ের ৫ টি সেরা pdf বই appeared first on Trickbd.com. |
অল্প বাজেটে সেরা ফিচার এন্ড্রয়েড ফোন, দেখে নিন বিস্তারিত। Posted: আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,অল্প বাজেটে সেরা ফিচার এন্ড্রয়েড ফোন।অনেকে কম বাজেটের মধ্য অনেক বেশি ফিচার এন্ড্রয়েড ফোন কিনতে চায়। কম বাজেট এর মধ্য ভাল ফোন না দেখে অনেকে এমনি এক ফোন কিনে নিয়ে আসে। আজকে আপনাদের মাঝে কম বাজেটের মধ্য অসাধারণ একটি ফোন এর বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি। যাদের কম বাজেট তাদের জন্য খুব ভাল একয়া ফোন। অনেকে চায় তাদের বাজেট একদম কম, এই বাজেটের মধ্য একটু ভাল ফিচার ফোন হলে অনেক ভাল হতো,তাদের জন্য আজকের পোস্ট। আজকে অসাধারণ একটি ফোন এর রিভিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ফোন টি দেখে, যারা কম বাজেটের মধ্য ফোন কেনার ইচ্ছা তাদের ভাল লাগবেই। কথা না বাড়িয়ে শুর করা যাকঃ- আজকে কম বাজেটের মধ্য যে সেরা ফিচার এন্ড্রয়েড ফোন এর রিভিউ নিয়ে হাজির হয়েছি,সে ফোন টিঃ Walton Primo R8 রিলিজ হয়েছেঃ মার্চ ২০২১। Color: Ocean Green,Gradiant Purple, magic Blue. Display: 7.5 inc Hd Display,Watar Drop Notch. Camera:. Back Camera: Dueal Camera 13Mp+2mp with PDAF. Battery: 5000 mAh Big Battery,Lithium Polimar,Non Removel Battery. Ram: 4GB ,2.3 GHz Rom: 64 GB. Sim: Duel Nano sim. Network; 2G,3G,4G,VoLTE. Weight: 192 geams. Reasulation: HD+ 1600*720 Pixel. Charging: 10 Wt Fast Charging. Official Price: 10,799 Tk. কম বাজেটে যারা ফোন কিনতে তাদের জন্য এই ফোনটা অসাধারণ, দেখতে পারেন। টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ আজ এ পযন্ত, যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon ধন্যবাদThe post অল্প বাজেটে সেরা ফিচার এন্ড্রয়েড ফোন, দেখে নিন বিস্তারিত। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments