Search box..

10x Picsart Gold Account Giveaway ০৩ মাসের জন্য

10x Picsart Gold Account Giveaway ০৩ মাসের জন্য


10x Picsart Gold Account Giveaway ০৩ মাসের জন্য

Posted:

Howdy Everyone,
Picsart একটি Editing App যা আপনি Android এ App Install করে কিংবা PC থেকে Picsart.com/create browse করে Photo Editসহ Thumbnail, Banner আরও অনেক কিছু Create করতে পারবেন। আজকে মূলত Picsart Gold Subscription এর 10টি Premium Account Giveaway করব।

 

✧Picsart Gold এর Features সমূহ:-

  • Thousands of premium stickers, fonts, frames,collages and masks
  • ADS FREE editing experience.
  • All effects unlocked
  • Premium Retouch Tool
  • Premium Photo & Video Filter
  • Remove Unwanted Object from Your photo এবং আরও অনেক কিছু

⚡বিস্তারিত জানতে Visit Picsart official Site

 


🎉 All Account Credentials:-[Protected🎉

Username:-maha******@o3live.com
Password:-########

➋yimaf*****5@firmjam.com-:Username
########-:Password

Username:-hida*****@labebx.com
Password:-########

➍remo*****8@dvdoto.com-:Username
########-:Password

Username:-vaj******@threepp.com
Password:-########

➏bon******@to200.com-:Username
########-:Password

Username:-jiko******@to200.com
Password:-########

➑yise*******5@troikos.com-:Username
########-:Password

Username:-wiye*******@to200.com
Password:-########

➊⓿boca*******@troikos.com-:Username
########-:Password

এই সকল Account এর Password/Email/Name Change করে ০৩ মাসের জন্য উপভোগ করতে পারবেন
Gold Subscription।

 

4,157 Giveaway Stock Photos, Pictures & Royalty-Free Images
⚠ Rules:- Comment Section এ প্রথম ১০ জনের Telegram Username Count করা হবে।
☹Don’t Knock me Personally‼

 

 

Bye⚡
Contact Me On Telegram [Telekit] [Discuss With Me]

The post 10x Picsart Gold Account Giveaway ০৩ মাসের জন্য appeared first on Trickbd.com.

���� এয়ারটেলে মাত্র ১২৯ টাকায় ১৫ জিবি নিন ১০ দিন মেয়াদে

Posted:

🔥🔥 এয়ারটেলে মাত্র ১২৯ টাকায় ১৫ জিবি নিন ১০ দিন মেয়াদে 

আপনি যদি এয়ারটেল গ্রাহক হন তাহলে আপনি নিতে পারবেন ১৫ জিবি ১০ দিন মেয়াদে মাত্র ১২৯ টাকায়😍😍 মানে ১জিবির দাম ৮.৬ টাকা😉

যারা রিটেইলার থেকে বড় প্যাক কিনেন তারা জানেন হয়তো বর্তমানে ইন্টারনেট প্যাকের দাম বেড়েছে।

৪১০টাকার প্যাক ৪৭০ টাকায় দাড়িয়েছে!😓

গ্রামীন ভালো অফার দিচ্ছে কিন্তু নেটওয়ার্ক খুব স্লো যার কারনে ৪০ জিবি নিলে ৩৯ জিবি থেকে যায়😂

যারা নিতে আগ্রহী  তারা দ্রুত যোগাযোগ  করুন।

০১৬০১১০২২১৯

সর্বোচ্চ ৬ জনকে দিতে পারবো 

বিঃদ্রঃ অনেকেই ভাবতে পারেন,প্রতারণা করতে পারি। ভাই আমি ২০১৭ সাল থেকেই অথর!খুব কষ্ট করে অথর হয়েছি।প্রমাণ সহ রিপোর্ট করলে আমার আইডি শেষ।😥 তাই বিশ্বাস করতে পারেন।

The post 🔥🔥 এয়ারটেলে মাত্র ১২৯ টাকায় ১৫ জিবি নিন ১০ দিন মেয়াদে appeared first on Trickbd.com.

নিজের বা অন্যের ফোন একটি নির্দিষ্ট সময় এর জন্য লক করে রাখুন। ঠিক পাসওয়ার্ড দিয়ে-ও খোলা যাবে না!

Posted:

আসসালামু ওয়ালাইকুম।
কেমন আছেন?
আশা করি ঈদ ভালোভাবে কেটেছে!

অনেক দিন পর ট্রিকবিডিতে লিখতে বসলাম।
নিজে একটি ছোটখাটো ব্যবসা শুরু করেছি তাই আগের মতো আর ইন্টারনেট-এ সময় দেওয়া হয়ে উঠে না।

যেহেতু ট্রিকবিডি আমার খুবই প্রিয়ো একটি সাইট আর এখানে ৬ মাসে কমপক্ষে ১ টি পোষ্ট করতেই হবে তাই আবারো চলে আসলাম।আশা করি এখন থেকে নিয়োমিত লিখা হবে।

এখন চলুন আসল কথাতে আসি!

এমন অনেক সময় আসে যখন আমাদের কোন একটা কাজ একটানা করতে হয়।

কিন্তু আমাদের যাদের অভ্যাস মোবাইল ছাড়া এক মুহূর্ত ও না থাকা,তারা কিন্তু সেই কাজের ফাকে পকেট থেকে মোবাইল টাকে বের করতে ভুলি না।

যেমন ধরুন:


আপনি রাতে নিয়ত করলেন ১ ঘন্টা পড়বেন।
পড়তে বসে ১০/১৫ মিনিট পড়ার পরে একটু ফোন বের করে সময় দেখলেন আর তখন দেখলেন ফ্রি ফায়ার থেকে আপনার এক প্রিয়ো বন্ধু ডাকতেছে।

আপনি ভাবলেন আচ্ছা একটু দেখে আসি।

কিছুক্ষন পর আপনার আম্মু এসে বল্লো, কিরে এতো সকাল সকাল উঠে পরলি!!!!!!!(আপনি বুঝলেন রাত শেষ,সকাল হয়ে গেছে)

আর তার পর আপনার মনে পরলো,আপনি পরতে বসেছিলেন!

এমন সমস্যা গুলো থেকে নিজে বাচতে এবং নিজের ছোট ভাইবোন দের বাচাতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার এপ।

এই এপ এর মাধ্যমে আপনি আপনার বা আপনার ভাই/বোন/বাচ্চার ফোন একটি নির্দিষ্ট সময় এর জন্য লক করে রাখতে পারবেন।

লক করার পর আপনি নিজে চাইলে-ও এই সময় এর মাঝে আর ফোন খুলতে পারবেন না।


App Name : Lock My Phone For Study
App size : 3.0 MB
Download Link : এপ টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।


প্রথমেই উপরে দেওয়া Link এ ক্লিক করে এপ টি ডাউনলোড করে ফেলুন।


এখন এপটি ওপেন করুন।
এডমিনিস্ট্রেশন পারমিশন চায়বে,দিয়ে দিন।

এখন + বাটনে ক্লিক করে One – Time এ ক্লিক করুন।

এখন আপনি আপনার ফোন কতক্ষন এর জন্য লক করে রাখতে চান তা দিন।

সব ঠিক ভাবে করলে এখন আপনি যখনি এই লক টি করতে চান করে ফেলতে পারবেন।

আশা করি পোষ্ট টি আপনার উপকারে আসবে।

ধন্যবাদ ট্রিকবিডির সাথে থাকার জন্য।

The post নিজের বা অন্যের ফোন একটি নির্দিষ্ট সময় এর জন্য লক করে রাখুন। ঠিক পাসওয়ার্ড দিয়ে-ও খোলা যাবে না! appeared first on Trickbd.com.

ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার লক্ষন গুলো দেখে নিন,যে লক্ষন দেখা দিলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার লক্ষন গুলো। কোনো রোগ হওয়ার আগে কিছু কিছু লক্ষন দেখে বোঝা যায়। তেমনি আজকে এমন কিছু শেয়ার করব,যে লক্ষন গুলো দেখা দিলে বুঝবেন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা শতভাগ। প্রতিটি মানুষের উচিৎ নিয়মিত ডায়াবেটিস পরিক্ষা করানো। ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। আজকের লক্ষন গুলো যদি কারো মাঝে থাকে তাহলে বুঝবেন ডায়াবেটিস এর আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তার। ডায়াবেটিস হলে সাধারণত বার বার প্রসাব হয়।ডায়াবেটিস এ আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেয়া উচিৎ। আমাদের অবহেলার কারনে সাধারণত এই রোগে আক্রান্ত হতে হয়। আমাদের সব সময় সাবধানে থাকতে হবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক,ডায়বেটিসে আক্রান্ত হওয়ার লক্ষনগুলোঃ

১) ত্বকের কালো ছোপঃ

ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আগে সাধারণত ত্বকে কালো ছোপ এর মতো দেখা যায়। ঘাড়ের পিছনে বা বগলের নিচে এই কালো দাগ বেশি হয়ে থাকে। অনেক সময় ক্যান্সার হওয়ার আগে এ রকম কালো দাগ দেখা দেয়। ডায়াবেটিস এ আক্রান্ত হওয়ার আগে এ রকম কালো ছোপ বেশি দেখা গিয়ে থাকে। তাই ত্বকে এরকম কালো ছোপ দেখা দিলে ডায়াবেটিস এর লক্ষন বুঝবেন।

২) হাত-পায়ের আঙুলে অসাড় অনুভূতিঃ

হাত বা পায়ের আঙুলে অসাড় বা অবশ এরকম হলে এটা ডায়াবেটিস এ আক্রান্ত হওয়ার লক্ষন। ৫০ শতাংশ ডায়াবেটিস রোগীদের এই লক্ষন দেখা দেয়,ডায়াবেটিস এ আক্রান্ত হওয়ার আগে। আমাদের নিয়মিত ডায়াবেটিস পরিক্ষা করা উচিৎ।

৩) ক্ষত সারতে অনেক বেশি সময় লাগাঃ

হাত-বা বা শরীরের বিভিন্ন অংশ যদি কেটে যায়,সেটা সারতে যদি দীর্ঘদিন সময় লাগে সেটা ও ডায়াবেটিস এর লক্ষন। কোনো ব্যাক্তির যদি এমন হয় তাহলে বুঝবেন এটা ডায়াবেটিস এ আক্রান্ত হওয়ার লক্ষন এটা। তাই এরকম হলে ডাক্তার এর সাথে যোগাযোগ করতে হবে।

৪) ক্লান্তি অনুভব করাঃ

অনেক সময় অনেক বেশি ক্লান্ত লাগে। রক্তের শর্করার পরিমান কমে যায়। এছাড়া ও অনেক সময় বমি বমি ভাব হয়,মুখে দুর্গন্ধ হয়,দম আটকে আসে। অনেক সময় একটু কাজ করলেই ক্লান্তি লাগে। এসব ডায়াবেটিস এ আক্রান্ত হওয়ার লক্ষন।

৫) চোখে ঝাপসা দেখাঃ

চোখে ঝাপসা দেখা, এই সমস্যার কারন হলো রক্তের শর্করার মাত্রার তারতম্য। রক্তে শর্করার মাত্রা বেশি হলে চোখে পানি জমে চোখ ফুলে যায়। অনেক সময় দেখা যায় চোখে ঝাপসা দেখা যায়। দীর্ঘদিন এই সমস্যা দেখা দিলে বুঝতে হবে এটা ডায়াবেটিস এর লক্ষন।

৬) ক্ষুধাভাব বেড়ে যাওয়াঃ

অনেক সময় শারীরিক পরিশ্রম বা কাজ করলে ক্ষুধা লাগা স্বাভাবিক। তবে কোনো কাজ না করে বার বার ক্ষুধা লাগলে বুঝতে হবে এটা ডায়াবেটিস এর লক্ষন। এরকম হলে দ্রুত ডায়াবেটিস পরিক্ষা করে নেয়া উচিৎ।

৭) প্রচন্ড তৃষ্ণা ও ঘন ঘন মুত্রত্যাগঃ

ডায়াবেটিস এ আক্রান্ত হওয়ার লক্ষন গুলোর মধ্য এই দুটি লক্ষন বেশি দেখা যায়। অনেক সময় বার বার প্রচন্ড তৃষ্ণা লাগে এবং ঘন ঘন মুত্রত্যাগ হয়ে থাকে। এই দুটি সমস্যা দেখা দিকে বুঝতে হবে এটা ডায়াবেটিস এর লক্ষন।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার লক্ষন গুলো দেখে নিন,যে লক্ষন দেখা দিলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। appeared first on Trickbd.com.

[Lifetime access] এবার নিয়ে নিন OneDrive 5TB Storage একদম ফ্রিতে তাও আবার .Edu mail ছারা

Posted:

ওয়েলকাম

ফ্রেন্ডস আবারো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি অসাধারণ ট্রিক তো ফ্রেন্ডস চলুন জেনে নেওয়া যাক এই ট্রিকে আমি কি দেখাতে চলেছি, এই ট্রিকটা হলো ‘[Lifetime access] এবার নিয়ে নিন OneDrive 5TB Storage একদম ফ্রিতে তাও আবার .Edu mail ছারা

ফ্রেন্ডস ওয়ান ড্রাইভ টা কি তা তো আমরা সকলেই জানি, ওয়ানড্রাইভ গুগোল ড্রাইভ এর মত একটি ফাইল সংরক্ষণের মাধ্যম, যেখানে সাইন আপের পর কিছুটা স্পেস দিয়ে থাকে স্পেস ফুল হয়ে গেলে আমাদের আরও স্পেসের দরকার পড়ে তখন কিন্তু আমাদের স্পেস কিনতে হয়, তো ফ্রেন্ডস এবার আমরা স্পেস না কিনেই কিভাবে ওয়ান ড্রাইভ থেকে 5TB Storage একদম ফ্রিতে নিব তাও আবার .Edu mail ছারা life time এর জন্য সেটা শিখব।

Next post: কিভাবে Google drive আনলিমিটেড স্টোরেজ একদম ফ্রীতে পাবেন

তো চলুন শুরু করা যাক
প্রথমে গুগল ক্রোম থেকে নিচের লিঙ্কে ঢুকুন
Click Here
তারপর নিচের স্ক্রিনশটে দেখানো সবগুলো স্টেপ একের পরে এক ফলো করুন⬇
















Proofs⬇

উপরের স্ক্রিনশট গুলো ভালোভাবে ফলো করুন।
কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর হ্যাঁ আপনার Positive মন্তব্য যেন আমাকে উৎসাহিত করে।
নিচে কমেন্ট বক্সে আপনার রিকুয়েস্ট কমেন্ট করতে পারেন আমি ট্রাই করবো আপনার রিকুয়েস্ট রাখতে।

যারা আমার আগের পোস্ট মিস করেছিলেন
😘 দেখে নিন যেভাবে Google Chrome এ Live Caption সিস্টেম Enable করবেন
😘 যেভাবে Google forms এ Quiz timer সিস্টেম এড করবেন
😘 যেভাবে Temporary edu mail তৈরি করবেন সেকেন্ডের ভিতর একদম ফ্রীতে।

so guest bye bye

The post [Lifetime access] এবার নিয়ে নিন OneDrive 5TB Storage একদম ফ্রিতে তাও আবার .Edu mail ছারা appeared first on Trickbd.com.

WiFi এর পাসওয়ার্ড জানা থাকা সত্ত্বেও আপনি না চাইলেও কেউ Connect করতে পারবে না !!

Posted:

হ্যালো বন্ধুরা,
আজ আমি দেখাবো কিভাবে আপনার কোনো বন্ধু আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড জানা থাকা সত্ত্বেও ওয়াইফাই ব্যবহার করতে পারবে না।
অনেক সময় নিজের না চাওয়া সত্ত্বেও বন্ধুকে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিতে হয় কিন্তু আপনি এই Setting করে রাখলে আপনার বন্ধু WiFi Password দেওয়ার পরও Connect করতে পারবে না ।। Denied দেখাবে ।।

প্রথমেই আপনি আপনার ওয়াইফাই এর সাইটে প্রবেশ করেন । Site

এরপর Username & Password দিয়ে লগইন করুন ।কোনো রাউটারে শুধু পাসওয়ার্ড চাইতে পারে।।

এরপর নিচে দেখবেন Wireless নামে একটি অপশন আছে ওটায় ক্লিক করেন।

এরপর Mac Filtering অপশন এ ক্লিক করুন।

এখন এখানে আপনাকে যতগুলো ফোন ওয়াইফাই কানেক্টেড রাখতে চান সেগুলোর Mac Address সেট করতে হবে ।। এর জন্য Mac address এ ফোনের Mac Address দিবেন ।। Description এ যেকোন Name দিতে পারেন , শুধু সংখ্যা অথবা Symbol দিতে পারবেন না ।। এরপর Add button এ ক্লিক করুন। এভাবেই সব ফোন Mac Address সেট করবেন।

আপনার ফোনের Mac Address কোথায় পাবেন !!

এরজন্য ফোনের Setting এ চলে যান ।সেখানে আপনি দেখতে পাবেন WiFi নামে একটি অপশন আছে ওটায় ক্লিক করুন।

এখন Additional Setting এ ক্লিক করুন।

একটু নিচে Scroll করলে দেখতে পাবেন।।

ভালো লাগলে লাইক করতে পারেন 🙂 !

ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা করবেন

The post WiFi এর পাসওয়ার্ড জানা থাকা সত্ত্বেও আপনি না চাইলেও কেউ Connect করতে পারবে না !! appeared first on Trickbd.com.

�� নিয়ে নিন ১০ টি জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান মুভির সদ্য রিলিজ হওয়া হিন্দি ডাবিং লিংক! ⚡

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

সদ্য অনেক গুলো জনপ্রিয় সাউথ মুভির হিন্দি ডাবিং রিলিজ হয়েছে। আজকে সেগুলোরই হালকা রিভিউ সহ ডাউনলোড লিংক নিয়ে এসেছি।তো চলুন শুরু করা যাক।

1. Mahanubhavudu (2017)

Genre: Comedy, Drama, Romance

Imdb rating: 6.4/10

কিছু রোগ আছে যা নিজের চেয়ে অন্যকে বেশী কষ্ট দেয়,তেমনি একটি রোগ হলো ocd(obsessive compulsive disorder)যাকে আমরা সুচিবায়ু বলি।এর অনেক ধরন আছে তন্মদ্ধে একটা হলো মাত্রাতিরিক্ত পরিচ্ছনতা।

ভয়াবহ বলার কারন হলো,ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডকে কিস করবেন,যখন কাছাকাছি হলেন তখন প্রশ্ন করলেন,সকালে ব্রাশ করেছ?রিলেশান থাকবে?এ জন্যই ভয়াবহ বললাম।

স্টোরি তেমন আহামরি কিছু না,দুজনের প্রেম,মান-অভিমান,ক্লাইমেক্সে একটু ইমোশন,ফ্যামিলি ড্রামা ইত্যাদি সিম্পল।

মুভির ভাললাগার দিক হলো নায়কের ঐ রোগটা,এটাই মুভিটাকে ভিন্ন মাত্রা দিয়েছে,কনসেপ্টে নতুনত্ব দিয়েছে।ওর প্রতিটা আচরন,প্রতিটা কথা হাস্যকর ছিল।আমার কাছে খারাপ লাগেনি।

Download Link

480p Link: Click Here

720p Link: Click Here

2.Kaappaan (2019)

Genre: Action, Thriller

Imdb: 6.4/10

সুরিয়া, মোহনলাল ও আরিয়া অভিনীত এটি একটি একশন থ্রিলার সিনেমা। ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিকিউরিটি হিসেবে নিযুক্ত হন সুরিয়া। অন্যদিকে কিছু আসাধু চক্র মিলে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে হত্যার চেষ্টা করে। সুরিয়া কি পেরেছিলো তাদের সবাইকে বাঁচাতে ? এমনই এক দুর্দান্ত কাহিনি নিয়ে নির্মিত হয়েছে মুভিটি।

Download Links:

480p: Click Here

720p: Click Here

3. Venky Mama (2019)

Genre: Drama, Comedy, Action

Imdb: 5.5/10

রাম-নারায়ান জ্যোতিষ বিদ্যায় বিশ্বাসী একজন মানুষ। তার মেয়ের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে রাজী ছিলো না , কারণ তাদের কুন্ডলীতে লেখা ছিল তাদের বিয়ে হলে সন্তান হওয়ার এক বছর পরেই তার মেয়ে ও জামাই মারা যাবে । তার মেয়ে কুন্ডলী বিশ্বাস করতেন না, পালিয়ে গিয়ে বিয়ে করে ,সন্তান হওয়ার ঠিক এক বছরের সময় দুজনেই মারা যান। মেয়ে মারা যাওয়ার পর নাতি কার্তিকে বাড়িতে নিয়ে আসতে চান না। কার্তিকের মামা মিলিটারি নাইডু বাবার কথা অমান্য করেই ভাগ্নে কার্তিককে বাসায় নিয়ে আসেন । একসময় মামা আর ভাগ্নি একজন একজনের প্রাণে পরিণত হয়। একদিন হঠাৎ করে কার্তিক তার মামা মিলিটারি নাইডুকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায় এবং পার হয়ে যায় তিন বছর।

কার্তিক কেন তার মামা মিলিটারি নাইডু কে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল? রামনারায়ন কেন তার নাতি কার্তিককে বাড়িতে রাখতে চান না? মামা ভাগ্নের সম্পর্ক কি আবার আগের রূপে রূপান্তিত হবে ?নাকি মামা ভাগ্নির মধুর সম্পর্কের সমাপ্তি এভাবেই শেষ হবে? জানতে হলে দেখে ফেলুন মুভিটি।

Download Links:

480p: Click Here

720p: Click Here

4. Ranarangam (2019)

Genre: Action, Crime

Imdb: 6/10

সাল ১৯৯৫।

দেবা (শরয়ানন্দ) ও তার কিছু বন্ধুরা সিনমার টিকেট ব্ল্যাক করে।অন্ধ্র প্রদেশের তত্কালীন মুখ্যমন্ত্রী এনটি রমা রাও মদের কালোবাজারি তৈরির জন্য মদ নিষিদ্ধ করেছিলেন। দেবা এবং তার বন্ধুরা একটি সুযোগ দেখে প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে রাজ্যে মদ পাচার শুরু করে।

এবং অল্প সময়ের মধ্যেই, দেবা এবং তার বন্ধুদের গ্যাং তৈরি করে এবং তারা অনেক টাকার মালিক হয়ে যায়।গল্পটায় দেবার অতীত এবং বর্তমান জীবন দেখানো হয়(অতীত বলতে ১৯৯৫ সাল) অতীতের কাহিনীতে দেখানো হয় দেবা কীভাবে বড় গ্যাংস্টার হয়েছিল, লাভ স্টোরি, ও তার বন্ধুদের। তারপর দেবা দেশের বাইরে চলে যায়।

বর্তমানের কাহিনীতে দেখানো হয় সে অনেকগুলো বড় বিপদের সম্মুখীন হয় তা থেকে সে কীভাবে বের হয়?

Download Links

480p: Click Here

720p: Click Here

5. Soorarai Pottru (2020)

Genre: Drama, Action

Imdb: 9.1/10

সুরিয়া যে কিনা মুভির লিড রোলে রয়েছেন ত তিনি খুবই গরিব ঘরের একজন ছেলে।গরিব হয়েছে ত কি হয়েছে নিজের প্রাপ্য অধিকার আদায় এর জন্য সবসময় লড়তে সর্বদা প্রস্তত থাকে সে.. ত ঘটনা ক্রমে সে এয়ার্ফোরসে জয়েন করেন, আর জয়েন করার পর তার মাথায় একটা জিনিস ঢুকে পরে যে
এই যে প্লেন – এই প্লেনে করে শুধুমাত্র তারাই কেনো আকাশে উড়ে বেড়াতে পারে যাদের পকেটে অনেক অনেক টাকা রয়েছে? তারা কেনো বঞ্চিত যারা আর্থিক ভাবে সচ্ছল নয়?
আর এই চিন্তা ধারা থেকেই কিন্ত মুভিটা শুরু হয়,
ত স্বপ্ন বিলাসী গ্রাম্য যুবক তখন থেকেই জেদ করে যে একদম সস্তায় গ্রাম সহ শহরের গরীব মানুষদের প্লেনে সফর করার সুযোগ করে দেবেই দেবে সেটা কিভাবে তা জানতে হলে মুভিটা দেখে ফেলুন।

Download Links

480p: Click Here

720p: Click Here

6.V (2020)

ডিসিপি আদিত্য (সুধির বাবু) দাঙ্গা সহ বেশ কিছু সাহসী সফল অভিযানের পর লাইমটাইটে চলে আসেন। সরকারি অনেকগুলো পুরষ্কার ও ঝুলিতে ভরেন । সব জায়গায় যখন তার সুনাম ছড়িয়ে পড়েছে তখনই এক অজ্ঞাত সাইকোর হাতে খুন হন তারই সহকর্মী ইনস্পেক্টর প্রসাদ । যেন তেন খুন নয় , ঠান্ডা মাথার খুন । ধারালো ছুরি দিয়ে শরীরের সব রক্ত বের করে খুন করে এই সাইকো । ইন্টারেস্টিং জিনিস হচ্ছে খুনি একটি ছোট চিরকুটে ডিসিপি আদিত্য কে চ্যালেঞ্জ করে এর রহস্য উদঘাটনের । সাইকো কিলার এও বলে যে সে আরো চারটি খুন করতে যাচ্ছে । নড়েচড়ে বসে পুরো পুলিশ প্রশাসন । তারা তৈরি হতে হতে আরেক খুন করে ফেলে সাইকো কিলার ।

এবার হত্যা করে বিজনেস টাইকুন মল্লিকার্জুন কে । এবার খুন করে মুখের ভিতর চিরকুটে এক ধাঁধা লিখে যায় খুনি , যার মধ্যে পরবর্তী খুনের ক্লু আছে । ডিসিপি আদিত্য কি পারবে পরবর্তী খুন করা থেকে এই সাইকো কে থামাতে ? আর এই খুনের রহস্যই বা কি ? জানতে হলে মুভির একদম শেষ পর্যন্ত দেখতে হবে। মুভি যতই শেষ দিকে আগাবে অনেক নতুন ঘটনা বেরিয়ে আসবে । সেই সাথে উন্মোচন হবে সকল রহস্যের । চোখ সরাতে পারবেন না একদম ।

Download Links

480p: Click Here

720p: Click Here

7. Kannum Kannum Kollaiyadithaal (2020)

Genre: Thriller, Comedy, Romance

Imdb: 7.7/10

সারারাত পার্টি করে বেড়ানো ধনীর দুলাল পরিচয়ের আড়ালে দুই বন্ধু সিদ্ধার্থ আর ক্যালিস আসলে বড় ধরনের প্রতারক। অনলাইনে ইলেকট্রনিক ডিভাইস কিনে সেগুলো থেকে ভেতরের যন্ত্রাংশ বিক্রি করে দিয়ে জিনিস ফেরত দেওয়া বা গাড়ি থেকে নকল চাবির মাধ্যমে জিনিস চুরি তাদের আসল পেশা। এরই মধ্যে তারা দুজন মীরা আর শ্রেয়ার সাথে পরিচিত হয় এবং পুলিশি তৎপরতার ভয়ে নতুন জীবন শুরু করতে দূরেও চলে যায়। কিন্তু ঘাপলা বাঁধে তখনই, নতুন জীবন শুরু করতে চাইলে কতগুলো বাঁধা ডিঙ্গোতে হবে তাদের।এভাবেই এগোতে থাকে কাহিনী।নতুন নতুন টুইস্ট এবং কমেডি আপনাকে বোরিং লাগতে দেবে না একটুও।

Download From Youtube

8.Neelakasham Pachakadal Chuvanna Bhoomi (2013)

কাশি, এক উদ্দেশ্যহীন যুবক।নিজের লক্ষ্য নিজেই ঠিক করতে পারেনা।বেরিয়ে পড়ে উদ্দেশ্যহীন এক পথে।

কিন্তু কেনো? শুধুই কি ঘুরে ঘুরে প্রকৃতি দেখার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?
সাথে তার প্রিয় বন্ধু সানি সফরসঙ্গী। সব কাজেই কাশির সাথে তার লেগে থাকা সেই কলেজের জীবন থেকেই সবকিছুতে সাপোর্ট করে সে। সেখানে কি এমন কিছু ঘটেছিলো যার জন্য কাশি মাঝে মাঝে নিশ্চুপ হয়ে পড়ে! ছবিতে ছোটো ছোটো দারুণ কিছু পাবেন যা বললেই মনে হয় স্পয়লার হয়ে যাবে।

চলতে চলতে নানান মানুষের সাথে পরিচয় হয় ওদের। নানান রকম চালচলন, জীবনযাত্রা সত্যিই মন কাড়ে। মুগ্ধতার একরাশ ছড়িয়ে দেয় আপনা আপনিই।

এতটুকু নিশ্চয়তা তো দিতেই পারি কখনও পস্তাবেন না মুভিটি দেখে।

Download Link

480p: Click Here

720p: Click Here

9. Oru Adaar Love (2019)

Genre: Romance, Drama

Imdb : 5.6/10

যদি রোমান্স পছন্দ করেন, তাহলে আপনার জন্য এই মুভি পারফেক্ট।মনোযোগ দিয়ে দেখলে এই মুভি আপনাকে হাসাঁতে বাধ্য।আর যদি স্কুল কলেজে কোন প্রেম থেকে থাকে,তাহলে হয়তো অতীত মনে করিয়ে দিবে।অন্যরকম একটা ফিল পাবেন।
আর যেটা সবচেয়ে বেশী মন কেড়ে নিবে সেটা হচ্ছে বন্ধুত্ব।অন্যরকম ভাবে এই দিকটা ফুটিয়ে তুলা হয়েছে।
“স্কুল বা কলেজ ছেড়ে গেলেই বন্ধুত্ব শেষ হয়ে যায় না” এন্ডিং মোমেন্টে আপনার এ কথাই মনে হবে ।

Download From Youtube

10.Forensic (2020)

Genre: Thriller, Crime.

Imdb: 6.5/10

কাহিনি টা ১০ বছরের ব্যবধানে ঘটনা সিরিয়াল মার্ডার নিয়ে, যার সবাইই শিশু! বর্তমান সময়ে যখন পরপর ২ জন শিশু খুন হয়,তখন সেই Investigation টিমের দায়িত্ব পড়ে Forensic Specialist cum গোয়েন্দা স্যামুয়েল এর উপর। কেস ঘাঁটতে গিয়ে তার সাথে দেখা হয় আরেক অবসরপ্রাপ্ত অফিসারের সাথে, যে বিশ্বাস করে ১০ বছর আগের সেই খুনী ই আবার ফেরত এসেছে।কিন্ত ভেজাল লাগল তখন, যখন সাক্ষীর কাছ থেকে জানা গেল যে ঐ লাশের সাথে দেখা গেছে একজন শিশু কে! তাহলে কি সব কিছুই যা ভাবা হয়েছিল আসলে তা নয়? DNA র কি ক্ষমতা আছে সেই খুনী কে বের করার?

জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে।তবে এটুকু গ্যারান্টি দিতে পারি যে,আপনি মুভিটি দেখে হতাশ হবেন না।

Download Links

480p: Click Here

720p: Click Here

আজকে এই পর্যন্তই।

আমার অন্যান্য পোস্টঃ

Haldaa Movie Download Link

Dirilis Ertugrul

Spotify Premium Unlocked App Download

Contract (2021) Bangla Web Series Download

Pirates Of The Caribbean

Dark Knight Trilogy

Kung Fu Panda Movies

The Matrix Trilogy

Joker (2019)

ঘুরে আসতে পারেন আমাদের নতুন সাইট: HealthAnyTips

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

The post 🔥 নিয়ে নিন ১০ টি জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান মুভির সদ্য রিলিজ হওয়া হিন্দি ডাবিং লিংক! ⚡ appeared first on Trickbd.com.

০৩টি Best Keyword Research Tool

Posted:

How To Do Keyword Research: The Complete SEO Training Guide. FATJOE

বর্তমানে Youtube, Blogger বা অন্যান্য Platform এর Content এর জন্য SEO একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই SEO করার জন্য অনেক Free Site থাকলেও নিচে বেশ ভালো কিছু Keyword Research Tool Share করা হল :-

 

1. Google Keyword Planner
এইটার কোন আলাদা Site নাই, Google ADS এর Bundle Pack এর সাথে Keyword planner থাকে। যেহেতু Google দ্বারা পরিচালিত তাই এর Keywordগুলো অনেক Genuine এবং Perfect। আর এটা Completely Free, শুধুমাত্র Google ADS Account Create করতে হবে।                          📌Site Link-https://ads.google.com/

 

 

2. KeYword ToolFree Keyword ResearchBlog, youtube, eBay, Amazon, bing, yahoo, etc. সাইটের জন্য আপনি Easily Keyword পেয়ে যাবেন এই Site থেকে।
📌Site Link-Keiwords | 100% Free SEO Tools | SEO Tools Suite for Everyone

 

 

 

3. H-Supertools

Best free keyword research tool হল এটি। খুব সহজেই প্রত্যেক সাইটের জন্য valueable Keyword generate করতে পারবেন কোন ধরনের ঝামেলা ছাড়াই।
📌Site Link-H-supertools :: Free SEO & Digital Marketing tools

 

 

 

Link Assessment - How To Examine The Quality Of A Link ?

এই ছিলো কিছু Keyword Research Site, আশাকরি Blog, Youtube এ SEO নিয়ে এগিয়ে থাকবেন।

 

-: DEXTER :-
Signing OFF🙋‍♂️

The post ০৩টি Best Keyword Research Tool appeared first on Trickbd.com.

[Hot] Robi সিমে কোনো ধরনের Recharge ছাড়াই ২১ দিন স্পেশাল কল রেট এ কথা বলুন প্রতি মিনিট ৬০ পয়সা করে!

Posted:

Robi সিমে কোনো ধরনের রিচার্জ ছাড়াই স্পেশাল কল রেট এ কথা বলুন প্রতিমিনিট ৬০ পয়সা করে বাংলাদেশের যে কোনো সিমে। Robi এর সকল প্রিপেইড গ্রাহকরা এই অফারটি গ্রহণ করতে পারবেন।

অফারটি গ্রহণ করার দিন থেকে ৩ দিন পর্যন্ত ৬০ পয়সা করে প্রতি মিনিট কথা বলতে পারবেন তার পর আপনার কল রেট প্যাক অনুযায়ী চার্জ কাটবে।

৩০ দিনে সর্বোচ্চ ৭ বার উপভোগ করতে পারবেম অফারটি

অফারটি উপভোগ MyRobi অ্যাপ লাগবে যাদের নেই তাড়া এখানে ক্লিক করে ডাউনলোড করুন

তার পর MyRobi অ্যাপ ওপেন করে এখানে ক্লিক করুন

তার পর Voice এ ক্লিক করুন।

তার পর Confirm Purchase এ ক্লিক করুন

তার পর আপনাকে একটি Confirmation Message দিয়ে জানিয়ে দিয়া হবে যে অফারটি চালু হয়েছে।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

The post [Hot] Robi সিমে কোনো ধরনের Recharge ছাড়াই ২১ দিন স্পেশাল কল রেট এ কথা বলুন প্রতি মিনিট ৬০ পয়সা করে! appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments