Search box..

বড় পাঁচটি রোগ থেকে মুক্তি পেতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন

বড় পাঁচটি রোগ থেকে মুক্তি পেতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন


বড় পাঁচটি রোগ থেকে মুক্তি পেতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

বড় পাঁচটি রোগ থেকে মুক্তি পেতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন

আজকে এমন একটি আমল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যে আমলটি আল্লাহ তায়ালা আপনাকে বড় বড় চারটি রোগ থেকে হেফাজত করবেন।প্রিয় পাঠক নবী করীম (সাঃ) বলেছেন → যে ব্যক্তি ফজরের পর এই দোয়াটি পড়বেন ঐ ব্যক্তিকে আল্লাহ তায়ালা বড় ধরনের চারটি রোগ থেকে হেফাজত করবেন।

যেকোনো রোগশোক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আসে পরিক্ষা স্বরূপ আবার মহান আল্লাহ তায়ালার হুকুমে তাঁর সাহায্যেই আমরা রোগ থেকে মুক্তি পাই।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন → এই কোরআন মুমিনদের অন্তরের জন্য রহমত ও সকল রোগের শিফা। সুতরাং আসুন জেনে নেই সেই চারটি রোগ সম্পর্কে আমরা জেনে নেই। যে চারটি রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই আমলটি মাধ্যমে।

১.পাগলামি। যদি কারো মানুষিক সমস্যা হয় অথবা কোনো জিনিস ভুলে যায় স্বরণ শক্তি কম মনে থাকেনা। মোটকথা ব্রেইনের সাথে সম্পৃক্ত যেকোনো সমস্যা হোক না কেনো উক্ত আমল করলে তা আর হবেনা সুবহানাল্লাহ।

আমরা আজকে এই দুনিয়াতে অধিকাংশ যুবক মধ্যবয়সী বৃদ্ধ মানুষ এমনটি ছাত্রছাত্রীরা পর্যন্ত এই ভূলে যাওয়ার রোগে আক্রান্ত। এর মূল কারণ হচ্ছে আজকালে মানুষ স্মার্টফোন প্রয়োজনের অধিক পরিমাণে সময় ব্যয় করা। এটি আমাদের স্মরণশক্তি ৫০ ভাগের মত লোপ করে ফেলে।

২.দ্বিতীয় রোগটি হচ্ছে চেহারার আকৃতি নষ্ট হয়ে যাওয়া। যেমন অনেকেরই চামড়ার এক প্রকার সাদা হয়ে যায় চেহারার আকৃতি অনেক খারাপ হয়ে যায় অথবা কখনো কখনো চেহারাতে পিম্পল বা ব্রণ অথবা শ্বেতরোগের মতো বিভিন্ন ধরনের রোগ হয়।

যায় কারণে চেহারার আকৃতি নষ্ট হয়ে যায় বা চেহারার কালো দাগ পড়ে যায়। অথবা বয়সের দাগ পড়ে যায় মুখে। মোটকথা শরীরের চামড়া সম্পর্কীত যতো রোগ আছে সেটা কুষ্ঠ রোগ হোক না কেনো আমলটি করলে উহা হবেনা সুবহানাল্লাহ।

৩. তৃতীয় নাম্বার হলোঃ অন্ধত্ব। চোখের দৃষ্টি ক্রমে ক্রমে নষ্ট হয়ে যাওয়া অথবা চোখের দৃষ্টি কম হওয়া চোখের দৃষ্টিশক্তি একবারে নেই এই রোগে আক্রান্ত না হলেও চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়া এই রোগ অধিকাংশ মানুষ আক্রান্ত হচ্ছে বাংলাদেশ এবং বিশ্বে।

যার কারণে তাদেরকে চশমা ব্যবহার করতে হয় আর যেটি ব্যক্তিগত জীবনে বড় ধরনের একটি বোঝাও অনেকের কাছে মনে হয়। কিন্তু উপায় নেই যেহেতু দৃষ্টিশক্তি কম আপনাকে তা ব্যবহার করতেই হবে।
সুতরাং উক্ত আমলটি করলে চোখের কোনো রোগ থাকবেনা ইনশাআল্লাহ।

৪. নাম্বার হলোঃ ফাজিলের রোগ। ফাজিল এমন রোগকে বলা হয় যার ফলে মানুষের হাত, পা, অবশ হয়ে যায়, মোটকথা শরীরের সকল কমজুরি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন প্রকার কমজুরি থাকবেনা ইনশাআল্লাহ।

প্রিয় পাঠক এবার চলুন জেনে নেই, এতো বড় বড় রোগ থেকে বাঁচার দোয়াটি কি…? মুসনাদে আহমদ ও তাবারানি শরীফে হাদিসটি উল্লেখ রয়েছে নবী করীম (সাঃ) বলেন → যে ব্যক্তি ফজরের নামাজের পর তিনবার এই দোয়াটি পড়বে। আল্লাহ তাকে এই চারটি রোগ থেকে মুক্তি দিবেন।

দোয়াটি হলেঃ সুবাহানাল্লাহিল আজিম ওয়া-বি-হামদিহী, ওয়া লা-হাওলা অলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ।

অর্থঃ আমার পুত পবিত্র রব, মহান শ্রেষ্ঠ। আমি তাঁর প্রশংসা করছি। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ব্যতিত ইবাদতের জন্য আর কোনো ইলাহ নেই আর কোনো স্রষ্ঠা নেই।

প্রিয় পাঠক প্রতিদিন এই দোয়াটি ফজরের পর তিনবার পড়লে আল্লাহ তায়ালা চেহারাকে নূরানী বানিয়ে দিবেন, ব্রেনশক্তি মজবুত করে দিবেন, দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবেন। শরীরের দূবর্লতা দূর করে দিবেন এবং শরীরের শক্তি বাড়িয়ে দিবেন।

অন্য হাদিসে নবী করীম (সাঃ) বলেন →” লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ ” হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন। ( সহিহ বুখারী ১১/২১৩)

আল্লাহ তায়ালা বেশি বেশি সহিহ আমল করার তৌফিক দান করুন এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত সত্য সরল পথে অবিচল থাকার তৌফিক দান করুন আমিন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post বড় পাঁচটি রোগ থেকে মুক্তি পেতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন appeared first on Trickbd.com.

রিংআইডিতে যারা কাজ করেন,যাদের এড আসে না preparing সমস্যা, সমধান নিয়ে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,রিংআইডিতে এড না আসার ও preparing সমস্যার সমাধান। আমরা অনেকে রিংআইডিতে টাকা ইনভেস্ট করেছি,কিন্তু ঠিক ঠাক ভাবে এড দেখতে পারছি না আজকের পোস্ট ফলো করলে সমাধান হয়ে যাবে এই সমস্যা। অনেকে বার বার বলছে তাদের এড আসছে না বার বার preparing লেখা আসতেছে, আজকের পোস্ট ফলো করলে এই সমস্যা হবে না এড আসবে ঠিক ভাবে। কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

অনেকের এরকম লেখা আসে এবং এড আসে না

এই সমস্যা থেকে মুক্তি পেতে,নিচের ডাউনলোড লিংক থেকে ভিপিএন টা ডাউনলোড করে নিনঃ

Download

এবার ওপেন করুন

তার পর এখানে ক্লিক করুন

ইউ এস এর যেকোন একটা দেশ সিলেক্ট করুন

কানেক্ট হয়ে গেলে বের হয়ে আসুন,

এবার দেখুন preparing সমস্যা শেষ! এড দেখুন এবার

রিংআইডি তে ইনভেস্ট করে ভাল পরিমান ইনকাম করুন,বিস্তারিত জেনে নিন। ( Update

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post রিংআইডিতে যারা কাজ করেন,যাদের এড আসে না preparing সমস্যা, সমধান নিয়ে নিন। appeared first on Trickbd.com.

ক্র্যাক (2021) তেলেগু মুভি রিভিউ সহ এবং হিন্দি ডাবড লিঙ্ক

Posted:

চলচ্চিত্রের নামঃ ক্র্যাক (2021)

তারকারা: রবি তেজা, শ্রুতি হাসান, সমুথিরাকানী | 

পরিচালক: গোপীচাঁদ ম্যালেনি

আইএমডিবি রেটিং:7.3 / 10  কাহিনী :(রবি তেজা) অন্ধ্র প্রদেশের একজন পপুলার ইন্সপেক্টর যিনি 'Background'(পটভূমি) শব্দটি একদমই শুনতে পছন্দ করেন না। শঙ্কর রাজ্যের যেখানেই নিযুক্ত হন, তিনি তার এলাকার সমস্ত কুখ্যাত গুন্ডা দের তাদের হাঁটুতে নেমে নিয়ে আনেন। শঙ্করকে যখন Ongole নিযুক্ত করা হলে তখন সেখানের গুন্ডা কাতারি (Samuthirakani) মেরুদণ্ড হীন ভাবে এক পুলিশ অফিসার কে খুন করে এবং শঙ্করকে ক্রুদ্ধ করে তোলে। পোথুরাজু বীরা শঙ্কর এবং কাতারির মধ্যে বিরোধ কীভাবে আরও খারাপ হয়ে উঠেছে এবং সেটা কি পর্যায়ে চলে গেছে তাই হলো Krack Movie এর মূল কাহিনী। তবে মুভিটিতে তিনটি প্লট রয়েছে। তবে প্রতিটি কাহিনির একটি ছোট কারন রয়েছে যেটা আসলেই অনেকটাই আকর্ষণীয় ।

রিভিউ:প্রতিটি মুভিতে পুলিশ চরিত্র গুলো প্রায়শই নির্মম পুলিশিং দিয়ে স্টাফ দিয়ে করা হয় এবং এই মুভিটিও তার ব্যতিক্রম নয়। তবে পরিচালক  গোপীচাঁদ ম্যালেনি সফলভাবে মুভিটিতে নতুন উপাদান যুক্ত করেছেন এবং এটি কোথাও আপনি একই পুরানো মুভি গুলোর মতো পাবেন না।একদম নতুন ধাচের মুভি। মুভিটি শুরু হয়েছিল একজন সুখী স্বামী(রবি তেজা) , স্ত্রী (শ্রুতি হাশান) এবং ছেলের সাথে জীবন উপভোগ করার মাধ্যমে। পারিবারিক দিকটি অত্যন্ত আকর্ষনীয় ভাবে তুলে ধরা হয়েছে এবং বিবাহিত দম্পতির মধ্যে রোম্যান্সটিও অসাধারণ ভাবে লেখা হয়।

তবে মুভিটিতে খুবই সংক্ষিপ্ত  রোম্যান্স রয়েছে এবং মুভিটি আস্তে আস্তে দেখায় যে শঙ্কর তার অপরাধী ও গুন্ডাদের সাথে আচরণ করার ক্ষেত্রে কত নির্মম কাজ করতে চলেছে।জয়ম্মা (ভারালক্ষ্মী সারথকুমার)মুভির একজন নিষ্ঠুর মহিলা হিসেবে অভিনয় করেছেন। কারণ তেলেগু সিনেমায় তাঁর মতো নিষ্ঠুর মহিলা প্রতিপক্ষের সন্ধান পাওয়া অনেকটাই বিরল। মুভিটিতে Katari র একটি বিশেষ দিক রয়েছে যেটা ব্যাখ্যা করে যে প্রতিটি প্রতিদ্বন্দ্বী এই ছবিতে কোনও চরিত্রের চেয়ে কম নয়। মুভিটির অন্য উল্লেখযোগ্য এবং ভীতিজনক অংশ হ'লভেটাপ্লেম গ্যাং, যারা তাদের মধ্যে নিষ্ঠুরতা ও হিংস্রতা বজায় রাখার জন্য গাধার রক্ত পর্যন্ত পান করে। যেটা আসলেই ভয়ংকর।

মুভির পারফর ম্যান্সের কথা যখন আসে,রবি তেজা সবসময়ই তার নিজ যায়গায় ফিরে এসে প্রমাণ করেছেন যে তাঁকে কেন মহারাজ বলা হয়ে থাকে। মুভির অন স্ক্রিনে কম সময় থাকা সত্ত্বেও শ্রুতি হাসান এর প্রতিভা ভালভাবে মুভিতে কাজে লাগানো হয়েছে। অন্য অভিনেতারাও তাদের কাজটি সঠিকভাবে করেছেন।

 

ক্র্যাক  মুভিটি – এই বছর এর একটি দুর্দান্ত শুরু হিসেবে ধরা হবে। এটি একটি ব্লক বাস্টার মুভি।

এই সিনেমা Google Drive শেয়ার করা হয়েছে, খুব অল্প সময়ে ডাউনলোড করে দেখতে পারবেন।

যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P Quality Google Drive

এরকম নতুন নতুন মুভি পেতে আমাদের মুভি সাইটে নিয়মিত ভিজিট করুন

The post ক্র্যাক (2021) তেলেগু মুভি রিভিউ সহ এবং হিন্দি ডাবড লিঙ্ক appeared first on Trickbd.com.

Watch Facebook video without ads 2021 | এ্যাড ছাড়া ফেসবুকের ভিডিও দেখুন

Posted:

– আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ?
আশা করি ভালো আছেন!

তো আজকে আমি আপনাদের মাঝে ফেসবুকের নতুন একটা ট্রিকস শেয়ার করতে যাচ্ছি. টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন।

তো এজন্য প্রথমেই আমরা ফেসবুকে চলে যাব (FB app or Lite / Web version)
তারপর Watch section -এ গিয়ে একটি ভিডিও দেখি.
(অ্যাড না আসা পর্যন্ত অপেক্ষা করবো)

এখন স্ক্রিনশটে খেয়াল করুন.
অ্যাড আসার সময় একটি পপ-আপ টেক্সট এবং সার্কেল বার শো করে. মূলত এখানেই আমাদের ট্রিক টি এপ্লাই করতে হবে।

সার্কেল টা পুরোপুরি লোড হওয়ার ঠিক একটু আগে, যত দ্রুত সম্ভব স্ক্রল করতে হবে। দেন আবার আগের জায়গায় ফিরে এসে দেখবেন অ্যাডটা ব্রেক/স্কিপ হয়ে গেছে।

ভিডিও চলাকালীন সময়ে অন্য কোন পেইজে যাইয়েন না বা ভিডিওর উপর ক্লিক করবেন না! তা না হলে কিন্তু আবার অ্যাড টা চলে আসবে।
তো বলতে পারেন এটা একটা নিনজা ট্রিক।
দেরি না করে এখনই ট্রাই করে দেখুন!

বিস্তারিত ভালো ভাবে বুঝার জন্য ভিডিওটি দেখতে পারেন।

কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন.
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

প্রয়োজনে যোগাযোগ করুন- (click on icon)

The post Watch Facebook video without ads 2021 | এ্যাড ছাড়া ফেসবুকের ভিডিও দেখুন appeared first on Trickbd.com.

আসুন জেনে নেই যে ৩ শ্রেনীর পুরুষের নামাজ কবুল হয় না।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

যে ৩ শ্রেনীর পুরুষের নামাজ কবুল হয় না।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন → তারপর সে নামাজিদের জন্য ধ্বংস। যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিলতি করে। ( সূরা মাউন ৪-৫)

আল্লাহ তায়ালা অন্য আয়াতে বলেন → হে মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্বরণ থেকে গাফেল না করে। যারা এ কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। ( সূরা মুনাফিকূন ৯)

এ আয়াতে আল্লাহর স্বরণ বলতে পাঁচ ওয়াক্ত নামাজকে বুঝানো হয়েছে। অতএব যে ব্যক্তি ব্যবসা-বাণিজ্য, খেত-খামার এবং পরিবার -পরিজনের প্রয়োজন মিটানোর ব্যস্ততার দরুন যথাসময়ে নামাজ আদায় করে না সে ক্ষতির সম্মুখীন হবে।

রাসূলে পাক (সাঃ) বলেছেন → কিয়ামতের দিন প্রথমেই বান্দার আমল সমূহের মধ্যে নামাজের হিসাব নেয়া হবে। নামাজ সঠিকভাবে আদায় করে থাকলে পরিত্রাণ পাবে নচেৎ ব্যর্থতা অবধারিত। ( আবু দাউদ ৮৬৪,তিরমিজি ৪১৩,৪৬৫ ইবনে মাজাহ ১৪২৫ মুসনাদে আহমদ ৭৮৪২ দারেমি ১৩৫৫)

একদা এক মসজিদে তিন বন্ধু একসাথে পাশাপাশি দাঁড়িয়ে জামায়াতে নামাজ পড়ছিল। তাঁরা নামাজে মনোযোগী হওয়ার চেয়ে আশেপাশে কে কি করছে এবং দুনিয়ায় কথা বেশি চিন্তা করতে ব্যস্ত।

তাঁদের মধ্যে প্রথম একজন তাঁর দোকানের আজকের বেচা বিক্রির কথা ভাবছিল এবং এক পর্যায়ে মনের ভুলে খানিকটা বিড়বিড় করে শব্দ করে কথা বলে উঠলো। তো তাঁর পাশে থাকা দ্বিতীয় বন্ধু তাঁকে বলছে বন্ধু নামাজের মধ্যে কথা বলিস কেন! নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না। এ কথা শুনে তৃতীয় বন্ধু (তখন নামাজ অবস্থায়) বলছিল, ভাগ্যিস ওদের দুজনের সাথে কথা বলিনি! তাহলে তো আমার নামাজ হতো না!

তো প্রিয় পাঠক এই তিন বন্ধুর গল্প থেকে কি বুঝলেন..? আদৌতে ওদের তিন জনের একজনেরও কি নামাজ হয়েছে..? এটি একটি গল্প হলেও বাস্তবেও কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা ভাবেন যে তাদের ইবাদত পরিপূর্ণ ভাবে আদায় হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তারাও একই ভুল করে তাদের ইবাদতের উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছে এবং ইবাদতের উদ্দেশ্য নষ্ট হচ্ছে।

তাই তারা তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল করিয়ে নিতে পারছেনা। আবার তারা এও বুঝচ্ছেনা কি জন্য তাদের ইবাদত কবুল হয়না৷ যার কারণে পরকালে তাদের ইবাদত ব্যার্থতায় পর্যবসিত হতে পারে। আজ আমরা আলোচনা করবো যে তিন শ্রেণীর নারী ও পুরুষ নামাজ কবুল হয় না। তো চলুন জেনে নেই।

এক নাম্বার হলোঃ যে নামাজী ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজ চুরি করে।অর্থাৎ দায় সারা ভাবে নামাজ পড়ে। ঠিকমতো রুকূ সিজদাহ করে না। রুকূতে স্হির হয় না সিজদায় স্হির থাকে না। কোমর বাঁকানো মাত্র তুলে নেয়। তাড়াহুড়ো করে দুআ পড়ে চটপট উঠে যায়। কোমর ঠিকমতো বাঁকে না। মাথা উঁচু করেই রুকূ করে। কারো সিজদার সময় নাক মুসাল্লায় তথা জমিনে স্পর্শ করেনা। কারো পা দুটি উপর দিকে পাল্লায় হাল্কা হওয়ার মত উঠে যায়। কেউ রুকূ ও সিজদার মাঝে স্হির হয়ে দাঁড়ায় না। হাফ দাঁড়িয়ে সিজদায় চলে যায়।

মহানবী (সাঃ) বলেন → হে মুসলিম দল! সে ব্যক্তির নামাজ হয়না যে ব্যক্তি রুকূ ও সিজদাতে নিজ পিঠ সোজা করেনা ( আহমদ, মুসনাদ,ইবনে মাজাহ, সুনান ইবনে খুযাইমাহ, সহীহ, ইবনে হিব্বান, সহিহ তারগিব হাদিস নাম্বার ৫২৪)

তিনি আরো বলেন → আল্লাহ সেই বান্দার নামাজের দিকে তাকিয়েও দেখেনা, যে রুকূ ও সিজদার মাঝে নিজ পিঠকে সোজা করে ( দাঁড়ায়) না ( আহমাদ, মুসনাদ ৪/২২, ত্বাবারানী, সহিহ তারগিব ৫২৫,সিলসিলাহ সহীহাহ, আলবানী হাদিস নাম্বার ২৫৩৬)

রাসূলে পাক (সাঃ) আরো বলেছেন → মানুষ ৬০ বছর ধরে নামাজ পড়ে অথচ তার একটি নামাজ ও কবুল হয়না কারণ হয়তো বা সে রুকূ পূর্ণরূপে করে কিন্তু সিজদাহ পূর্ণভাবে পূর্ণ করে না। অথবা সিজদাহ পূর্ণরূপে করে কিন্তু রুকূ ঠিকমতো করেনা ( আসবাহানী, সিলসিলাহ সহীহাহ, আলবানী হাদিস নাম্বার ২৫৩৫)

তিনি আরো বলেন → নামাজ তিন ভাগে বিভক্ত। এক তৃতীয়াংশ পবিত্রতা, এক তৃতীয়াংশ রুকূ এবং আর এক তৃতীয়াংশ হল সিজদাহ্। সুতরাং যে ব্যক্তি তা যথার্থরূপে আদায় করবে তার নিকট থেকে তা কবুল করা হবে এবং তার অন্যান্য সমস্ত আমলও কবুল করা হবে। আর যার নামাজ রদ করা হবে তার অন্য সকল আমলকে রদ্দ করে দেওয়া হবে। ( বাযযার সিলসিলাহ সহীহাহ, আরবানী হাদিস নাম্বার ২৫৩৭)

অর্থাৎ আমাদের নামাজ পরিপূর্ণ ভাবে ধীরস্থির ভাবে সম্পন্ন করতে হবে। দোয়া কিরাত এবং সূরাতে তাড়াহুড়ো না করা, রূকুতে তাড়াহুড়ো না করা। এবং সিজদা পরিপূর্ণ ভাবে সম্পন্ন করা।

দ্বিতীয় নাম্বার হলোঃ যে তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার নামাজ কবুল হয় না। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত রাসূলে পাক (সাঃ) বলেন→ তিন ব্যক্তির নামাজ তাদের মাথার এক বিঘত ওপরেও ওঠেনা ( অর্থাৎ কবুল হয়না) ১. যে ব্যক্তি জনগণের অপছন্দ হওয়া সত্ত্বেও তাদের ইমামতি করে। ২. যে নারী তার স্বামীর অসন্তুষ্টিসহ রাত যাপন করে এবং ৩. পরস্পর সম্পর্কে ছিন্নকারী দুই ভাই। ( ইবনে মাজাহ হাদিস নাম্বার ৯৭১)

এখানে ইমামতি বলতে শুধু নামাজের ইমামতিকেই বুঝানো হয়নি। ইমামতি দ্বারা নেতৃত্বকেও বুঝানো হয়। কারণ ইমাম অর্থ নেতা। যেমন আপনি যদি অফিসের বস হয়ে থাকেন, তাহলে আপনার অধঃস্থিত যারা কাজ করে তারা যেন আপনার আচরণে সন্তুষ্ট থাকে, আপনি যদি সমাজের নেতা হন তাহলে লোকেরা যেন আপনার নেতৃত্বে খুশি থাকে ইত্যাদি।

আবার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা বলতে শুধু ভাইয়ের সাথে নয় আত্নীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করাও বুঝিয়ে থাকে। ইসলামে নিঃসন্দেহে আত্নীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। পবিত্র কোরআনে হাদিসে অসংখ্য দলিলে আত্নীয়তার সম্পর্ক রক্ষা করার প্রতি নির্দেশ হয়েছে।

যে সব দলিল আমাদের মহান শরিয়তে এ বিষয়টির মহা মর্যাদার প্রমান বহন করে। কারণ ইসলাম শরিয়ার মহান উদ্দেশ্য গুলোর মধ্যে রয়েছে —- মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক ও মেল বন্ধন টিকিয়ে রাখা।

আল্লাহ তায়ালা বলেন → এবং যারা আল্লাহ যা সংযুক্ত রাখার নির্দেশ দিয়েছেন তা সংযুক্ত রাখে।( অর্থাৎ আত্নীয়তা সম্পর্ক বজায় রাখে) নিজেদের প্রভুকে ভয় করে ও কঠিন হিসাবের আশংকায় থাকে ( তারাই সফলকাম হবে)। ( সূরা আর-রাদ আয়াত ২১)

মানুষ যদি আত্নীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার কারণ কী তা ভেবে দেখে তাহলে দেখতে পাবে যে এ ক্ষনস্থায়ী দুনিয়ায় তুচ্ছ স্বার্থই এর কারণ, কেয়ামতের দিন আল্লাহর কাছে যার কোন মূল্য নেই। কিংবা এর কারণ হচ্ছে ____ তাদের মাঝে শয়তানের প্ররোচনা। শয়তান হীন সব কারণে তাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ তৈরি করে যে সব কারণে ভ্রুক্ষেপ করার মতো কিছুই নয়।

এমন কি সম্পর্ক ছিন্ন করার যথাযথ কারণও যদি থাকে তারপরেও ইসলামী শরিয়া সম্পর্কে রক্ষা করে চলার নির্দেশ দেয়। এবং ভুলগুলো এড়িয়ে যাওয়া মাফ করে দেয়া ক্ষমা করে দেওয়া ও সহনশীল হওয়ার প্রতি মুমিনদেরকে উদ্বুদ্ধ করে ভুলের পিছে লেগে থাকার ও হিংসা বিদ্বেষ যেন জিইয়ে না রাখে সেটার প্রতি নির্দেশ করা হয়েছে।

হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন → এক ব্যক্তি বলল ইয়া রাসুলুল্লাহ! আমার কিছু আত্নীয় আছে আমি তাদের সাথে সম্পর্ক রেখে চলি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের সাথে সদ্ব্যবহার করি তারা আমার সাথে দুব্যবহার করে। আমি তাদের সাথে সহিষ্ণু আচরণ করি তারা আমার সাথে মূর্খের মতো আচরণ করে।

তখন নবী করীম (সাঃ) বললেন → যতক্ষণ তুমি এর উপর অটল থাকবে ততক্ষণ তাদের বিরুদ্ধে তোমার সাথে আল্লাহ পক্ষে থেকে একজন সাহায্যকারী থাকবে। অর্থাৎ আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারন করে তাদের সাথে উত্তম ব্যবহার করে যেতে বলা হয়েছে। ( সহিহ মুসলিম (২৫৫৮) সহিহ বুখারী ( ৫৯৮৭)

রাসূল (সাঃ) আরো বলেন → সম্পর্ক রক্ষাকারী সে ব্যক্তি নয় যে ব্যক্তি অন্যে সম্পর্ক রক্ষা করলে তারপর সম্পর্ক রক্ষা করে বরং ঐ ব্যক্তি হল সম্পর্ক রক্ষাকারী যার সাথে সম্পর্ক ছিন্ন করা হলেও সে সম্পর্ক রক্ষা করে। ( সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৯৯১)

হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত নবী করীম (সাঃ) সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল আপনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রেখে থাকেন। এর কারণ কি…?

তিনি বলেন → আল্লাহ তায়ালা সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন পরস্পর সম্পর্কে ছিন্নকারী দুই ব্যক্তি ব্যতিত প্রত্যেক মুসলমানকে ক্ষমা করেন। তিনি ( ফেরেশতাদের) বলেন,তারা সন্ধিতে আবদ্ধ হওয়া অবধি তাদের ত্যাগ করো। অর্থাৎ যদি আপনার আত্নীয় স্বজনদের সাথে আপনার দ্বন্ধ ফ্যাসাদ থাকে, মনোমালিন্য মিটিয়ে না ফেলছেন তাদের সাথে ভুল বুঝাবুঝির অবসান না করছেন এবং তাদের যতক্ষণ না ক্ষমা করছে ততক্ষণ আল্লাহ তায়ালা আপনাকে ক্ষমা করবেন না। ( ইবনে মাজাহ হাদিস নাম্বার ১৭৪০)

তিন নাম্বার হলোঃ একনিষ্ঠ ইবাদত না করে লোক দেখানো ইবাদতকারীর নামাজ আল্লাহ কবুল করেন না। আল্লাহ বলেন → তাদের কেবল একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে। ( সূরা বাইয়িনাহ আয়াত ৫)

ইবাদত বাহ্যিক ত্রুটি হলো তা রাসূলে পাক (সাঃ) এর সুন্নত অনুযায়ী না হওয়া ইবাদতের পূর্বশর্ত পূরণ না করা। আর ইবাদতের অব্যন্তরীণ ত্রুটি হলো নিয়তের অসততা। তা হলো আল্লাহর সন্তুষ্টি ব্যতিত অন্য কোনো উদ্দেশ্য ইবাদত করা।

যেমন — মানুষের প্রশংসা, সামাজিক প্রভাব -প্রতিপত্তি, কারো দৃষ্টি আকর্ষণ ইত্যাদি মোহে ইবাদত করা। ইসলামী পরিভাষায় একে রিয়া বলে এবং বাংলা ভাষায় লোক দেখানো বা প্রদর্শনপ্রিয়তা বলা হয়। এবং ইংলিশে যাকে Show up বলা হয়।

প্রর্দশন প্রিয়তা হলো নিয়তের অসততা যা ইবাদতকে মূল্যহীন করে দেয়। নিয়ত ঠিক না হলে আল্লাহর কাছে বান্দার কোনো কাজই গ্রহনযোগ্য নয়। নিয়ত শুদ্ধ হলে আল্লাহ জাগতিক কাজকে ইবাদতের মর্যাদা দান করেন। আবার নিয়ত শুদ্ধ না হলেও ইবাদতসমূহ প্রত্যাখ্যান করেন।

রাসূল (সাঃ) বলেছেন → বান্দার সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষ তার নিয়ত অনুসারে তার বিনিময় পাবে। ( সহিহ বুখারী হাদিস নাম্বার ১) অর্থাৎ কাজের ফলাফল নিয়তের ওপরই নির্ভরশীল৷

আশাকরি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তায়ালা আমাদের সঠিক বুঝ দান করুন আমিন।

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post আসুন জেনে নেই যে ৩ শ্রেনীর পুরুষের নামাজ কবুল হয় না। appeared first on Trickbd.com.

Telegram Bot দিয়ে যেকোনো Telegram Movie Forward করে Screenshot বের করবেন

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।

আজকে আমার পোষ্টের টপিক হচ্ছে কিভাবে Movie Telegram Bot এ Forward করে Movie এর Screenshot বের করবেন।

Guys আজকের পোষ্টি অনেকের জন্য Helpful
হকে যাচ্ছে।

কারণ অনেকেই Movie এর Resolution ও অনেকের Movie এর Site আছে তাদেরকে Movie এর Screenshot দিতে হয় তাদের অনেক কাজে আসবে বুটটি।

Bot Nameii:- @screenshotit_bot

OPEN TELEGRAM

START THE BOT

এখন আপনি যে মুভিটার Screenshot বের করতে চান সেটা Forward করে Send করেন

NOW কয়টা SCREENSHOT বের করবেন সংখাা SELECT করুন।

See Bot Working

The post Telegram Bot দিয়ে যেকোনো Telegram Movie Forward করে Screenshot বের করবেন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments