Search box..

Samsung Galaxy M12 কি কি থাকছে একনজরে দেখেনিন ।।

Samsung Galaxy M12 কি কি থাকছে একনজরে দেখেনিন ।।


Samsung Galaxy M12 কি কি থাকছে একনজরে দেখেনিন ।।

Posted:

Shakil Ahmed Ovi

হাইলাইটস


স্যামসাং গ্যালাক্সি এম 12 6.5 ইঞ্চি পিএলএস আইপিএস এইচডি + স্ক্রিন সহ এসেছে। এটিতে একটি ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি পিএডিএফ, এলইডি ফ্ল্যাশ, গভীরতা সেন্সর, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ কোয়াড 48 + 5 + 2 + 2 এমপি। সামনের ক্যামেরাটি 8 এমপির। Galaxy M12 6000 এমএএইচ ব্যাটারি সহ 15w ফাস্ট চার্জিং সহ আসে। এতে 6 জিবি র‌্যাম রয়েছে, 2.0 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং মালি-জি 5 2 জিপিইউ পর্যন্ত। এটি এক্সিনোস 850 (8nm) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 128 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক রয়েছে।
এর দাম রাখা হয়েছে (৬-১২৮) ১৭ হাজার টাকা।

Samsung Galaxy M12 Full Specifications

Colors

Attractive Black, Elegant Blue, Trendy Emerald Green

Connectivity

Network 2G, 3G, 4G
SIM Dual Nano SIM

Body

Style Minimal Notch
Material Glass front, plastic body
Water Resistance ✖
Dimensions 164 x 75.9 x 9.7 millimeters
Weight 221 grams

Display

Size 6.5 inches
Resolution HD+ 720 x 1600 pixels (270 ppi)
Technology PLS IPS Touchscreen
Protection ✖
Features Multitouch, 90Hz refresh rate

Back Camera

Resolution Quad 48+5+2+2 Megapixel
Features PDAF, 123º ultrawide, depth, macro, LED flash, 1/2.0″, 0.8µm & more
Video Recording Full HD (1080p)

Front Camera

Resolution 8 Megapixel
Features F/2.2 aperture, HDR & more
Video Recording Full HD (1080p)

BatteryType and Capacity

Type and Capacity Lithium-polymer 6000 mAh (non-removable)
Fast Charging ✅ 15W Fast Charging

Performance

Operating System Android 11 (One UI 3.1)
Chipset Exynos 850 (8nm)

Ram & Processor

RAM 6 GB
Processor Octa core, up to 2.0 GHz
GPU Mali-G52

Storage

ROM 128 GB (eMMC 5.1)
MicroSD Slot ✅ Dedicated slot

Security

Fingerprint ✅ Side-mounted
Face Unlock ✅

Other Features

MicroSD Slot✅ Dedicated slot  Sound3.5mm Jack✅FeaturesLoudspeaker  SecurityFingerprint✅ On the backFace Unlock✅  OthersNotification LightSensorsFingerprint, Accelerometer, Proximity, Water Resistance✖
SIMWLAN✅ dual-band, Wi-Fi direct, WiFi hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅, A-GPSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C TouchscreenProtection,
Multitouch 

ব্যক্তিগত মতামত:

ফোনটিতে বড় 6.5 ″ স্ক্রিন, 90Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। Display তে কোনও প্রটেকশন নেই। এতে দুর্দান্ত ক্যামেরা ব্যবহার হয়েছে যা খুবই ভালো মানের ছবি তুলতে সক্ষম। তাছাড়া এতে ব্যবহার করা ফুল এইচডি ডিসপ্লে ছবিকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে। পাশাপাশি এর শক্তিশালী প্রসেসর চমৎকার পারফরম্যান্স দিবে এবং এটি রান হবে 11 ভার্সনে। আরো আছে স্টাইলিশ পার্শ্ব-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ।

এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ

The post Samsung Galaxy M12 কি কি থাকছে একনজরে দেখেনিন ।। appeared first on Trickbd.com.

মাত্র ১৭ হাজার টাকায় ৮র্যাম – ১২৮রম ও কোয়াড ৬৪+৫+২+২ এমপি ক্যামেরা । (Realme)

Posted:

Shakil Ahmed Ovi

হাইলাইটস

Realme 7i 6.5 ইঞ্চি এইচডি + আইপিএস এলসিডি স্ক্রিন সহ এসেছে। display টি গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। এটিতে স্টাইলিশ ব্যাক সহ বাম পঞ্চ-হোল নকশা করা hoyeche। পিছনের ক্যামেরাটি পিএডিএফ, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা, গভীরতা সেন্সর, আল্ট্রাওয়াইড ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সাথে কোয়াড 64 + 8 + 2 + 2 এমপির সামনের ক্যামেরাটি 16 এমপিের। Realme 7i 5000 mAh ব্যাটারি সহ 18W দ্রুত চার্জিং সহ এসেছে। এটিতে 8 জিবি র‌্যাম, 2 গিগাহার্টজ অক্টা-কোর সিপিইউ এবং অ্যাড্রেনো 610 জিপিইউ রয়েছে। এটি একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 (11 এনএম) হাই স্ট্রং চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 128 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ এসেছে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Realme 7i Full Specifications

Colors

Aurora Green, Polar Blue

Connectivity

Network 2G, 3G, 4G
SIM Dual Nano SIM

Body

Style Punch-hole
Material Gorilla Glass front, plastic body
Water Resistance ✖
Dimensions 164.1 x 75.5 x 8.9 millimeters
Weight 188 grams

Display

Size 6.5 inches
Resolution HD+ 720 x 1600 pixels (270 ppi)
Technology IPS LCD Touchscreen
Protection ✅ Corning Gorilla Glass
Features 90Hz refresh rate

Back Camera

Resolution Quad 64+8+2+2 Megapixel
Features PDAF, ultrawide, macro, LED flash, depth, HDR & more
Video Recording Full HD (1080p), gyro-EIS

Front Camera

Resolution 16 Megapixel
Features HDR, f/2.1, 1/3″, 1.0µm & more
Video Recording Full HD (1080p), gyro-EIS

BatteryType and Capacity

Type and Capacity Lithium-polymer 5000 mAh (non-removable)
Fast Charging ✅ 18W Fast Charging

Performance

Operating System Android 10 (Realme UI)
Chipset Qualcomm Snapdragon 662 (11 nm)

Ram & Processor

RAM8 GBProcessorOcta core, up to 2.0 GHzGPUAdreno 610

Storage

ROM 128 GB (UFS 2.1)
MicroSD Slot ✅ up to 256 GB (dedicated slot)

Security

Fingerprint ✅ On the back
Face Unlock ✅

Other Features

MicroSD Slot✅ Dedicated slot  Sound3.5mm Jack✅FeaturesLoudspeaker  SecurityFingerprint✅ On the backFace Unlock✅  OthersNotification LightSensorsFingerprint, Accelerometer, Proximity, Water Resistance✖
SIMWLAN✅ dual-band, Wi-Fi direct, WiFi hotspotBluetooth✅ v5.0, A2DP, LEGPS✅, A-GPSRadio✅ FMUSBv2.0OTG✅USB Type-C TouchscreenProtection,
Multitouch 

advantages & disadvantageof this phone:

স্টাইলিশ ট্রেন্ডি ডিজাইন করা আছে, 90Hz রিফ্রেশ রেট দেয়া হোয়েছে ফোনটিতে । ডিসপ্লেটিতে ফুল এইচডি প্লাস স্ক্রিন দেয়া হয়নি যা আমার খুব ই খারাপ লেগেছে । আপগ্রেড ক্যামেরা4 কিন্তু 4K ভিডিও রেকর্ডিং নেই✔ 5000 এমএএইচ বড় ব্যাটারি যা দিয়ে ২দিনের মত ব্যাকআপ পাওয়া যাবে, 18 ডাব্লু দ্রুত চার্জিং সুবিধা আছে যা দিয়ে ফোন চার্জ হতে ১১-২ ঘণ্টা সময় লাগতে পারে । স্ন্যাপড্রাগন 662 চিপসেট, 8 জিবি র‌্যামের সাথে ভাল পারফরম্যান্সExpected প্রত্যাশিত অ্যান্ড্রয়েড 11 আপডেট সহ অ্যান্ড্রয়েড 10 ।।। 8-128 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ, ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইউজ করা যাবে। অবশেষে সবকিছু বিবেচনা করে বলছি দামের তুলনায় ফোনটি বেস্ট performance দিবে ।

এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ

The post মাত্র ১৭ হাজার টাকায় ৮র্যাম – ১২৮রম ও কোয়াড ৬৪+৫+২+২ এমপি ক্যামেরা । (Realme) appeared first on Trickbd.com.

জাভা ইউজাররা দেখে নিন কি করলে আপনার অপেরাতে কেউ কপি পেষ্ট করতে পারবে না।

Posted: 05 Jun 2021 07:18 AM PDT

আসসালামু আলাইকুম,

আশা করি প্রিয়
ট্রিকবিডিবাসির সবাই ভালো
আছেন।আমিও আল্লাহর
রহমতে আর আপনাদের
দোয়ায় ভালো আছি।

প্রিয়
ট্রিকবিডির জন্য আজকে একটা পোষ্ট
লেখতে বসলাম।জানি না
আপনাদের কেমন লাগবে…..??

যদি পোষ্টটি পছন্দ হয়
তাহলে অবশ্যই পোষ্টে
লাইক ও কমেন্ট করবেন।
আজকের পোষ্টটা মূলত
জাভা ইউজারদের জন্য।

আমার আগের পোষ্টা নিচে থেকে দেখুন।

এখানে দেখুন

আমি অনেক দিন থেকেই অপেরামিনি মোড 4.20 নিয়ে লেখছি।আজও এটা নিয়েই একটা পোষ্ট থাকছি।আজকে জাভা ইউজারদের দেখাবো কি করলে তাদের কপি, পেষ্ট ও লিখে রাখা টেমপ্লেটগুলো অন্য কেউ ফোন নিয়ে অপেরাতে ঢুকলেও দেখতে পাবে না।আবার সে খুব সহজেই কপি ও পেষ্ট করতে পারবে।আর টেমপ্লেটগুলোতেও লেখতে পারবে।

এই পোষ্টটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে।পোষ্টে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।যাই হোক তাহলে শুরু করা যাক………..
প্রথমেই বলে রাখি এর জন্য লাগবে
অপেরামিনি মোড 4.20 বা
4.21 মোড . আশা করি সকলের
কাছেই আছে।তাই আর
লিংক দিলাম না তারপরও
যদি না থাকে তাহলে
এখান থেকে
ডাউনলোড করে নিন।

আর সকলের কাছেই আমার
একটা অনুরোধ পোষ্টের
শেষে দেওয়া আমার ছোট্ট
সাইট থেকে ঘুরে আসবেন।

এখন সকলেই আপনাদের
অপরেমিনিতে প্রবেশ করুন।
দেখুন নিচের স্ক্রিনশটের
মতো আসবে….

এরপর মেনু (menu) থেকে tools
লেখায়
ক্লিক করুন..

এরপর Settings এ যান।

এরপর 3 নাম্বারে থাকা text লেখায় ক্লিক করুন।

এরপর যে পেইজে যাবেন, সেখান থেকে একেবারে শেষে চলে যান।নিচের মতো দেখবেন…….
এরপর দুইটা লেখা থাকবো, copy/past commands in ‘edit>’ sub-menu ও other features commands ie ‘more>’ sub-menu. এগুলো আনমার্ক করা থাকবো।আপনি এইগুলো নিচের মতো মার্ক করে দিবেন।ব্যস শেষ…..
এরপর আপনারা Save করে দেন।তাহলেই হয়ে যাবে।এখন আপনি ছাড়া আর কেউ কপি পেস্ট আর আপনার লেখা টেপপ্লেটগুলো দেখতে পারবে না।আর যদি এগুলো না করতে চান তাহলে আনমার্ক করে দিবেন।


এবার প্রশ্ন হলো, “আপনি Copy, Paste & Templates এইগুলো অতি সহজে কোথায় পাবেন? ”

তাহলে এখন আপনি যেখানে লেখালেখি করেন, সেখানে যান। এখন দেখুন নিচের মতো More> আর Edit> লেখা থাকবো।

এবার more এ গেলে templates,clear etc অপশন পাবেন.

আর edit লেখাতে গেলে mark, copy and past অপশনগুলো পাবেন।আজ তাহলে এখানেই বিদায় নিলাম।আবার নতুন কিছু আসছে, খুব শীঘ্রই।

please visite my site
সকলকেই ধন্যবাদ, আমার সাইটটাতে ঘুরে একটা একাউন্ট খুলুন।






The post জাভা ইউজাররা দেখে নিন কি করলে আপনার অপেরাতে কেউ কপি পেষ্ট করতে পারবে না। appeared first on Trickbd.com.

আপনার ফেসবুক আইডির রিপোর্ট অপশন হাইড করুন!

Posted: 05 Jun 2021 07:17 AM PDT

আপনার ফেসবুক আইডির রিপোর্ট অপশন হাইড করুন!

আজ আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডির রিপোর্ট অপশন হাইড করবেন।
রিপোর্ট অপশন হাইড করলে আপনার আইডিতে কেউ রিপোর্ট করতে পারবে না। যার ফলে আপনার আইডি ডিজেবল,লক,ব্লকের হাত থেকে বেঁচে যাবে। তো চলুন শুরু করি

১ম ধাপঃ প্রথমে আপনাকে যা করতে হবে তা হল আপনার ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন।

 

২য় ধাপঃ তারপর ফেসবুকে Setting অপশনে যাবেন।

 

৩য় ধাপঃ এরপর আপনারা দেখবেন Profile Privacy বলে একটা অপশন আছে।

Profile Privacy এ গিয়ে দেখবেন যে who can send you friend requests বলে একটা অপশন আছে। ওখানে আপনি friends of friends করে দেবেন।

৪র্থ ধাপঃ তারপর একবারে নিচে চলে যাবেন গিয়ে দেখবেন
Do you want search engines in outside of Facebook to link to your profile লিখা আছে। এখানে Yes থাকলে No করে দিবেন।

৫ম ধাপঃ এবার আপনার প্রোফাইলে যান তারপর নিচে দেখেন See more about লিখা আছে ঐখানে ক্লিক করুন।

৬ষ্ঠ ধাপঃ Basic Info Edit অপশোনে ক্লিক করে বার্থডে চেন্জ করে ফেলেন। মনে রাখবেন আপনার বার্থডে 2006/2007 দিতে হবে। নাইতো হবে না। তারপর নিচে গিয়ে সেভ করুন। আপনার কাজ শেষ।

এখন অন্য আইডিতে গিয়ে আপনার আইডিটা চেক করেন যে আপনার রিপোর্ট অপশন হাইড হয়েছে কিনা। এমন দেখাবে

নোটঃ আমি এখন বলে রাখি যে রিপোর্ট অপশন হাইড আপনার ফেসবুক লাইট থেকে দেখতে পারবেন। তাছাড়া অন্য কোনো ব্রাউজার যেমন ফেসবুক এ্যাপস বা গুগল ক্রোম থেকে দেখলে আপনাদের রিপোর্ট অপশন দেখা যাবে। তবে একটা ভালো কথা আছে এটা যে, আপনি গুগল ক্রোম বা ফেসবুক এ্যাপসে সবসময় রিপোর্ট অপশন দেখতে পারবেন না। অনেক সময় রিপোর্ট অপশন দেখা যায় অনেক সময় রিপোর্ট অপশন দেখা যায় না। মনে করেন আপনাকে কেউ দশটা আইডি থেকে রিপোর্ট মারার টার্গেট করছে। সে যদি দশটা আইডি থেকে আপনার আইডিতে রিপোর্ট করতে যায়। সে যেকোনো ব্রাউজার দিয়ে রিপোর্ট মারতে যাক না কেন তারপরেও ১০০% রিপোর্ট মারতে পারবে না। কারণ ফেসবুক লাইট ছাড়া অন্য যে কোনো ব্রাউজারেও সব সময় রিপোর্ট অপশন দেখা যায় না। আর ফেসবুক লাইটে তো একদমই দেখা যায় না।

বুঝতে সমস্যা হলে কমমেন্ট করতে পারেন। অথবা আমার ভিডিওটি দেখে আসতে পারেন।

ধন্যবাদ,

The post আপনার ফেসবুক আইডির রিপোর্ট অপশন হাইড করুন! appeared first on Trickbd.com.

Ashik, Your account has been locked? টেনশন নাই আপনার লক আইডি আনলক করে নিন খুব সহজে।

Posted: 05 Jun 2021 07:16 AM PDT

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের লক ফেসবুক আইডি আনলক করবেন। ইদানিং দেখা যাচ্ছে আমাদের অনেক ফেসবুক আইডি লকে পড়ছে। এই সকল লক আইডি কিভাবে আনলক করবেন। এটা নিয়ে আমি আজ আলোচনা করবো।

তো চলেন শুরু করি

 

প্রথম ধাপঃ আপনাকে ফেসবুক লাইট ওপেন করতে হবে। তারপর আপনার যে আইডি টা লকে পড়েছে। সেটা আপনি অপেন করবেন। তারপর নিচে দেখবেন যে Learn More  বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন।

 

 

দ্বিতীয় ধাপঃ তারপর একদম নিজের চলে যাবেন নিচে চলে গেলে দেখবেন যে Yes এবং No বলে দুইটা অপশন আছে। আপনি No ক্লিক করবেন। No তে ক্লিক করার পর দেখবেন আবার Learn More  অপশন চলে এসেছে। আবার Learn More ক্লিক করবেন করবেন। আবার No তে ক্লিক করবেন। Learn More ও No তে এভাবে ক্লিক করতে করতে একসময় দেখবেন Get Started অপশোন চলে এসেছে।

 

তৃতীয় ধাপঃ এবার Get Started কিল্ক করুন

 

চতুর্থ ধাপঃ তার দেখেন  How to unlock your account লিখা আছ। এবার Next ক্লিক করুন।

 

পঞ্চম ধাপঃ তারপর দেখেন Confirm this us your account লিখা। আবার Next ক্লিক করুন।

 

ষষ্ঠ ধাপঃ এবার দেখেন Email চাইবে। এখন আপনি Email বক্সে E-mail দিয়ে confirm করেন।

 

সপ্তম ধাপঃ এবার Id Card চাইবে। choose এ ক্লিক করে আপনি Id Card Submit দিন। আপনি যেকোনো আইডি কার্ড সাবমিট করতে পারেন যেমন ভোটার কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।

অষ্টম ধাপঃ এবার আপনার account টি রিভিওতে চলে যাবে। যদি কার্ড ঠিকঠাক থাকে তাহলে কয়েক ঘন্টার মধ্যে আপনার আইডি আনলক হয়ে যাবে

 

 

The post Ashik, Your account has been locked? টেনশন নাই আপনার লক আইডি আনলক করে নিন খুব সহজে। appeared first on Trickbd.com.

[ hot post] জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম trickbd.com এর পেইট অ্যাপস

Posted:

বিসমিল্লাহির রহমানির রাহিম


প্রথমে আমার সালাম নিন আসসালামু আলাইকুম প্রিয় ট্রিক বিডি বাসি আপনারা সবাই কেমেন আছেন আশা করি ভালো ভালো না থাকলে কেউ ট্রিক বিডি ভিসিট করেনা যেমন আপনি ভিসিট করতেছেন! তার মানে আপনি ভালো আছেন


প্রথমে একটি কথা বলে নেই

আমি একজন মানুষ আর মানুষ মাত্রই ভুল তাই যদি কোন ভুল ক্রুটি হয় কমেন্টে গালা গালি না দিয়ে ভুলটা ধরিয়ে দিন

কেউ কেউ আমার পোষ্টের টাইটেল দেখে বুজে গেছেন আজ কি নিয়ে পোষ্ট করবো

আজকের পোষ্টের নাম : জাভা ইউজার দের জন্য নিয়ে আসলাম trickbd.com এর অরিজিনাল জাভা অ্যাপস কি ভাই অবাক হয়ে গেলেন আরে ভাই এই অ্যাপস টা আসলেই অরিজিনাল
আমি জানি অনেকেই বিশ্বাস করবেনা
জারা বিশ্বাশ করেন না তারা নিচের স্কির্নশর্ট দেখুন


তার পর নিচের ss দেখুন

তার পর নিচের ss দেখুন

ss তো দেখে নিলেন এবার পছন্দ হলে নিচ থেকে ডাউনলোড করুন ডাউনলোড লিংক

তো ভাই আমার এই পোষ্টটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না
ভালো ভালো পোষ্ট পেতে এই সাইটের সাথে থাকুন ভালো ভালো টিপ্স ট্রিক পেতে এই সাইট ভিসিট করুনvisit link
ভালো ভালো গেম পেতে এই সাইট ভিসিট করুন

ভিসিট লিংক খোদা হাফেজ

The post [ hot post] জাভা ইউজারদের জন্য নিয়ে আসলাম trickbd.com এর পেইট অ্যাপস appeared first on Trickbd.com.

Telegram Bot দিয়ে Image To Pdf যেভাবে করবেন

Posted:

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।

আজকের টপিক হচ্ছে কিভাবে Telegram Bot এর মাধ্যামে Image To Pdf করবের।

Telegram এর অনেক Bot অনেক কাজে আসে

এখানে Just Image টা Send করে Image To Pdf করতে পারেন

FIRST OPEN TELEGRAM APP

Search The Bot

BOT NAME @office2pdf_bot

CLICK START BUTTON

NOTE :- এখন আপনি যে Image To Pdf করতে চান ওইগুলা এখানে Send করেন।

আপনি যতটা চান ততটা Image Send করেন।

Send করার পর তারপর /ready2conv তে Click করুন।

তারপর দেখবেন Image To Pdf Converting Start হয়ে যাবে। একটু Wait করবেন তারপর দেখবেন আপনার Image To Pdf হয়ে যাবে

See Image To Pdf হয়ে গেছে

একটা কথা বলতে চাই আমি একটা Telegram Group Create করছি যেখানে আপনারা Movie বা Anime Request দিতে পারবেন

Join Korte চাইলে Join হবেন

Group Link :- @RequestCenter

Thanks For Today See U Soon

The post Telegram Bot দিয়ে Image To Pdf যেভাবে করবেন appeared first on Trickbd.com.

Help Post From Trickbd MD Nazmul Islam Author

Posted:

আসসালামু ওয়ালাইকুম ।

আমি নাজমুল ইসলাম । সেই ২০১৮ এর আগে থেকে ট্রিকবিডির সাথে আছি । অনেক কষ্ট করে 2018 তে ট্রিকবিডিতে একটা আইডি তৈরি করতে পেরেছিলাম ।

Id name : MD Nazmul Islam
Username : Nazmultm
Ac. Email : nazmulhuda9005@gmail.com ( id mail )
Link : Author Profile

New mail : princenazmul87@gmail.com ( for recovery )

তবে মাস কয়েক হচ্ছে সেই আইডি তে আমি প্রবেশ করতে পারছি না । কারণ আমার ওই ট্রিকবিডতে আইডির পাসওয়ার্ড ভুলে গেছি এবং যে জিমেইল ( ২০১৭ এর জিমেইল ছিল ) দিয়ে একাউন্ট খুলেছি সেটার পাসওয়ার্ড ও ভুলে গেছি এবং নাম্বার না থাকার কারণে রিকভারি করতে পারছি না ।

আমি ট্রিকবিডি আইডি টি রিকভারি করার জন্য Trickbd support Tram কে মেসেজ করলে তারা Rana Sir এর ইমেইল প্রভাইড করে বলল Admin সারা এটা সম্ভব না । ( সাপোর্ট টিম অনেক সাহায্য করেছে )

আমি rana sir কে ইমেইল করেছিলাম । কিন্তু এখনো কোনো রিপ্লে আসেনি ।

তাই এই পোস্ট টি মারুভ ভাইয়ের আইডি থেকে করে সবার নজরে আনার চেষ্টা করলাম । আশা করি ট্রিকবিডি এডমিন প্যানেল এ বিষয়ে সাহায্য করবে আমাকে ।

NOTE IMPORTANT MESSAGE :- THIS IS NOT MY MESSAGE
অামি Just Help করতে চাচ্ছি তাই পোষ্টি Publish করব।

ধন্যবাদ।।

The post Help Post From Trickbd MD Nazmul Islam Author appeared first on Trickbd.com.

মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? Can I do freelancing on mobile?

Posted:

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবোঃ বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অনলাইন ইনকামের মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহালে আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ অবশ্যই থাকতে হবে। তাহালে যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা কি ফ্রিল্যান্সিং করতে পারবে না?

এখন প্রশ্ন হলো “মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়?”

শুরুতেই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসুন প্রশ্নের উত্তরের মাধ্যমে বিষয়টি জেনে নেই।

ফ্রিল্যান্সিং মানুষ মূলত কি নিয়ে করে?

অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট (ওআইআই) অনুসারে বাংলাদেশ ইতোমধ্যে অনলাইন শ্রমের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী দেশে পরিণত হয়েছে । প্রায় 500,000 সক্রিয় ফ্রিল্যান্সাররা নিয়মিতভাবে কাজ করছেন, দেশে 650,000 নিবন্ধিত ফ্রিল্যান্সারের মধ্যে; তাদের মধ্যে তারা বার্ষিক ১০০ মিলিয়ন মার্কিন ডলার জোগাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের আইসিটি বিভাগ । অধিক মানুষ ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত রয়েছে যার সবচেয়ে বড় অংশই কাজ করেন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, এসইও এবং ডাটা এন্ট্রি নিয়ে। এছাড়া অনেকে আছেন এপস ডেভেলপমেন্ট সহ অন্যান্য কিছু কাজ করেন। তবে যে সকল কাজ মানুষের বিভিন্ন ব্যবসা-বানিজ্য, দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজন তার অধিকাংশ কাজ নিয়েই ফ্রিল্যান্সিং করা যায়।

আরো পড়ুনঃ আপনি যেভাবে শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং

এখন একটু ভেবে দেখুন তো, আপনি ডাটা এন্ট্রি নিয়ে ফ্রিল্যান্সিং করবেন। আপনি কি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট এর কাজ ঠিকভাবে, প্রফেশনালি মোবাইল দিয়ে করতে পারবেন? মোবাইলে এই এপস গুলো আছে, কিন্তু সেটা কি প্রফেশনালি ব্যবহার করা যায়? আপনার ক্লায়েন্ট এর ডাটা প্রেজেন্টেশনের জন্য গ্রাফ বা চার্ট লাগবে, সেটা কি আপনি মোবাইল দিয়ে সুন্দরভাবে প্রজেন্ট করতে পারবেন? যদি প্র্যাক্টিকালি করে আপনি দেখাতে পারেন, তাহলে নিশ্চিত হতে পারেন যে আপনি মোবাইলে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন !! তবে এটা সম্ভব না।

এবার একটু ভেবে দেখুন তো, আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করবেন। ফ্রিল্যান্সিং এর যারা ক্লায়েন্ট, মানে যারা আপনাকে কাজ দিবে, তারা ফাইল ডেলিভারি নিবে AI/PS/EPS ফরমেট এ। এর কোনোটাই আপনি মোবাইল এপস দিয়ে দিতে পারবেন না। কাজ তো দূরের কথা !!

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট করবেন মোবাইলে !!! সম্ভব না। কোডিং করবেন কিভাবে? মোবাইলে কোড করে কম্পিউটারের জন্য ওয়েবসাইট বানানো স্বপ্নে ভাবাও পাপ।

এসইও করবেন মোবাইলে !! সম্ভব না। কারন এলগরিদম এর কাজ করবেন কিভাবে?

এন্ড্রেয়েড বা আইওএস এপ বানাবেন মোবাইল দিয়ে? এটাও সম্ভব না। কারন এর জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, তা সম্পূর্ণ কম্পিউটারের জন্য বানানো। মোবাইলে কাজ করবে না।

ভিডিও এডিটিং, আফটার ইফেক্টস এই ধরনের যে হাই ডিমান্ড কাজগুলো আছে, এগুলোও আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না।

এতোক্ষন তো শুনলেন কি পারবেন না। আসুন এবার শুনি কি পারলেও পারতে পারেন।

মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? Can I do freelancing on mobile?কন্টেন্ট রাইটিং এর কিছু কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। যদি সেটা শুধু লিখার কাজই হয়। মোবাইলে মাইক্রোসফট ওয়ার্ড এর এপস নামিয়ে লিখতে পারেন, নোটসে লিখে তা ক্লায়েন্টকে দিতে পারেন। তবে খুব বড় পরিসরে কাজ করতে পারবেন না। তবে অনেক কিছু যাচাই বাছাই করার আছে। যেমনঃ আপনাকে কন্টেন্ট এর প্ল্যাগারিজম চেক করতে হবে । গ্রামাটিক্যাল এরর আছে কিনা সেগুলো চেক করে দেখতে হবে । মূয়লত কথা একটু বেশি কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে বটে!

আরো পড়ুনঃ ফ্রিল্যান্সারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর।

 

স্যোশাল মিডিয়ার অল্প কিছু কাজ যেমন হ্যাশট্যাগ রিসার্চ, স্যোশাল মিডিয়া পোস্ট এর কাজ মোবাইলে করতে পারবেন। তবে এইসব কাজের বাজেট এবং ভলিওম খুবই সীমিত।

মোদ্দা কথা হলো, ফ্রিল্যান্সিং কোনো ছেলেখেলা করার সেক্টর না। বিষয়টা এমন না যে পানিতে লেবু আর চিনি গুলিয়ে নিলাম, আর শরবত হয়ে গেলো। সম্পূর্ণ প্রফেশনাল একটি সেক্টর। তাই এই সেক্টরে আসতে হলে সেভাবেই তৈরি হয়ে আসতে হবে। আশা করি এই ব্যাপারে সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে।

যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন । আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সহায়তা করার চেষ্টা করবো ।

লেখা এবং রিসার্চঃ এম এইচ মামুন এবং নাসের ভাই ।

The post মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? Can I do freelancing on mobile? appeared first on Trickbd.com.

⚡️ দেখে নিন ভয়ানক প্রতিশোধের তিনটি কোরিয়ান মুভি [বাংলা সাবটাইটেল সহ] ��

Posted:

আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকে যে মুভি ৩ টি নিয়ে রিভিউ ও ডাউনলোড লিংক দিবো তা কোরিয়ান মুভির। তাও জঘণ্যতম প্রতিশোধ এর কাহিনী নিয়ে।তাই আগেই বলে রাখি, যাদের ভায়োলেন্স এ সমস্যা আছে বা হার্ট দুর্বল তারা মুভিগুলো এড়িয়ে যাবেন।

তো চলুন শুরু করা যাক।

1. I Saw The Devil (2010)

 

 

Genre: Action, Thriller
Language: Korean
IMDb: 7.8/10
Personal: 8/10

“আমি তোমাকে খুন করবো, আমি তোমাকে খুন করবো যখন তুমি ব্যথায় কাতরাবে তখন। ভয় তোমাকে আচ্ছন্ন করে রাখবে আর আমি তোমাকে ধীরে ধীরে খুন করবো। এটাই আমার প্রতিশোধ, সবচেয়ে সুন্দর এবং পরিপূর্ণ প্রতিশোধ।”

নাম থেকে বোঝা যায় কেউ একজন শয়তানরুপী কাউকে দেখেছে। সিনেমাটিতে আছে এক সাইকোপ্যাথ সিরিয়াল কিলার যে কিনা খুন করে অসম্ভব নৃশংসতায়। এমনকি খুন করার পর শিকারের শরীরের বিভিন্ন অংশ জঘন্যভাবে কেটে ফেলে রেখে যায়। শয়তানরুপী মানুষ বলতে কি তাহলে তাকেই বোঝানো হয়েছে?

সিনেমাটি আসলে ভয়ংকর এক প্রতিশোধের গল্প বলে। সবচেয়ে কাছের মানুষটির হত্যার বদলা নিতে একজন সিক্রেট এজেন্ট একটি বিচিত্র পরিকল্পনা করে। সে মনে করে, হত্যাকারীকে শুধু হত্যা করলেই সেটা উপযুক্ত প্রতিশোধ হয় না, তার জন্য দরকার আরও বেশি কিছু। আর এই পরিকল্পনাই তাকে পরিণত করে ভয়ানক এক দানবে, যার নৃশংসতা ছাড়িয়ে যায় ঐ সিরিয়াল কিলারের নৃশংসতাকেও।

 

 

সিনেমাটি সম্পর্কে শুধু এটুকুই বলা যায়, এটি একটি খাঁটি রিভেঞ্জ মুভি। এছাড়া সাইকোলজিক্যাল থ্রিলার, ক্রাইম কিংবা হরর সব উপাদান পাওয়া যাবে এতে। সাইকোপ্যাথ সিরিয়াল কিলার হিসেবে অসাধারণ অভিনয় করেছে ওল্ডবয় খ্যাত চয় মুন সিক। সাইকোপ্যাথ হিসেবে একটি চরিত্রের মধ্যে যা যা দরকার তার সবটুকুই সে ফুটিয়ে তুলেছে। সিক্রেট এজেন্টের চরিত্রে অসাধারণ অভিনয় করেছে লি বিইয়ুং হুন, যার চরিত্রের শীতলতায় আপনার মেরুদন্ড বেয়ে ভয়ের শীতল স্রোত বয়ে যাবে।

আগেই বলে রাখা ভালো সিনেমাটিতে রয়েছে প্রচুর ভয়াবহ অপরাধমূলক দৃশ্য। শুরু থেকে শেষপর্যন্ত প্রতি মুহুর্তে আপনার মানসিক শক্তির সর্বোচ্চ পরীক্ষা করবে আই স দ্য ডেভিল।

মুভির অন্যতম চরিত্রের কিম সু হিউং একজন এনআইসির সিক্রেট এজেন্ট।সাইকো কিলারের চরিত্রে অভিনয় করেন কিউং চুই যিনি পেশায় একজন স্কুল বাস চালক। মুভির শুরুতেই দেখা যায় কিম সু এর গার্লফ্রেন্ড অর্থাৎ জু-ইওন রাত্রি বেলায় একটি অনাথাশ্রম থেকে ফিরছেন হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায়, এবং এ কথা তিনি ফোনে জানাচ্ছিলেন তার বয়ফ্রেন্ড বা হবু স্বামী কিম সু কে, তাদের কথার মধ্যেই হঠাৎ সাইকো কিলার কিউং চুইয়ের আগমন এবং তিনি গাড়ি ঠিক করে দিবেন বলে জানায়। ঘটনার এক পর্যায়ে সাইকো কিলার জু-ইওনকে হত্যা করে, মৃত্যুর আগে তাকে বলেছিল যে সে প্রেগন্যান্ট তাকে যেন না মারা হয় এভাবে প্রাণ ভিক্ষে চেয়েছে কিন্তু রেহাই পায়নি সে। এখান থেকেই শুরু হয় রিভেঞ্জ।

 

 

এনআইসির এজেন্ট কিম সু আইনের তোয়াক্কা না করে পাগলের মতো ছুটে সাইকো কিলারের পেছনে প্রেমিকার হত্যার প্রতিশোধ নিতে। তাঁর ভেতরে আমি আমাদের ঘুমন্ত মান্না ভাই দেখেছি বুকের মধ্যে কিভাবে প্রতিশোধের আগুন জ্বলে। কিছু মারাত্মক সিন ছিল ভাইরে ভাই আমি ফোনের স্ক্রিন থেকে চোখ সরাতে বাধ্য হয়েছি।
প্রতিশোধ যে একটা মানুষকে কতটা ভয়াবহ করে তুলতে পারে এই মুভিতে আরেকবার দেখবেন।

Download Link

480p : Download Link Here      Server 2

720p:  Direct Download Link    Download Link Here      Server 2      Server 3

1080p: Direct Download Link     Server 2       3.59 Gb download link

Bangla Subtitle :  Download From Here

2. No Mercy (2010)

 

 

Genre: Thriller, Crime
Language: Korean
IMDb: 7.5/10

Personal: 8.5/10

সন্তানের জীবনের কাছে পৃথিবীর সকল জিনিস মূল্যহীন।
মুভিটি সন্তানের জীবন বাঁচানোর জন্য কঠিন অসৎ পন্থা অবলম্বনকারী এক বাবা এবং এক ধর্ষিতা বোনের মৃত্যুর অবিচার প্রাপ্ত ভাইয়ের গল্প।

নদীর তীরে থমথমে সকালে দুই ফটোগ্রাফার পাখির ছবি তোলার চেষ্টা করছেন। পারফেক্ট ক্যাপচার নিতে ব্যার্থ হয়ে ফিরে যাওয়ার জন্যে হাঁটা শুরু করেছেন।তখনই একটি কিছু তাদের চক্ষুগোচর হয়।কিছুক্ষণ পর পুলিশ এবং ফরেনসিক এক্সপার্ট এ নদীর তীরে ভিড় জমে।
একটি লাশ মাথা, হাত এবং পেট কাটা। কিন্তু অদ্ভুত বিষয়, সব অঙ্গ সাজিয়ে রাখা হয়েছে জায়গা মতো।তবে একটি হাত গায়েব।
শুরু হয় তদন্তের।ময়না তদন্তের জন্য লাশ যায় ফরেনসিক এক্সপার্ট কাং মিন হো এর কাছে।আর তদন্ত প্রেজেন্টেশন এর দায়িত্ব পালন করেন মিন সিও ইউং। মিন সিও ইউং উল্লেখ করে যে নদীর তীরে লাশ পাওয়া গিয়েছে ওই নদী রক্ষায় জন্যে আন্দোলন চলছে। সবচেয়ে অবাক করা বিষয় লাশের ছয়টি স্থান এ কাটা হয়েছে এবং নদী ছয়টি স্থানে কাটা পড়েছে।

 

 

নদীরক্ষা আন্দোলনের মূল হোতা লি সিয়ং হো কে সাসপেক্ট করা হয়। সে সব স্বীকার করে নেয়।কি মনে হয় কাহিনী শেষ?
না। কাহিনীর তো সবে শুরু। লি ফরেনসিক কাং এর সঙ্গে একা কথা বলতে চায়। কাং কে বলে তাকে যেভাবে হোক জেইল থেকে ছাড়াতে হবে নাহলে তার মেয়েকে মেরে ফেলা হবে।তারপর শুরু হয় এক বাবার তার মেয়েকে বাঁচানোর লড়াই। এবং এক ভাইয়ের প্রতিশোধের লড়াই।

মূল গল্পটি শুরু হয় এখান থেকে, এটা নিয়ে বিস্তারিত কিছু জানলে মুভি দেখা অর্থহীন মনে হবে আপনার। তাই লিখলাম না। অকল্পনীয় এক টুইষ্টের মধ্য দিয়ে এই মুভির ইতি টানা হয়। যা দেখে আপনার মাথা কিছুক্ষণের জন্য ঘুরপাক খাবে, আমার সারাদিন মাথা থেকে সরে নাই এই মুভির কাহিনী। যারা এখনও দেখেননি দেখতে পারেন অসাধারণ এই সিনেমাটি। কিছু এ্যাডাল্ট সিন আছে যারা দেখতে চান না এড়িয়ে যাবেন।

Download Link

480p: Download Link Here      Server 2

720p: Download Link Here      Server 2

Bangla Subtitle: Download From Here     Alternative Subtitle

 

3. Oldboy (2003)

 

 

Genre: Thriller,Mystery
Language: Korean
IMDb: 8.4/10

Personal: 8.5/10

প্রতিহিংসা নিয়ে অনেক ভালো থ্রিলার মুভি আছে। কিন্তু, আমার মতে সবচেয়ে নিকৃষ্ট প্রতিশোধ নেয়া হয়েছে এই মুভি তে।এটি আমার দেখা নিঃসন্দেহে সেরা একটি থ্রিলার মুভি। এই মুভিতে কি নেই?
স্টোরি,অ্যাকশন,রহস্য,টুইস্ট,থ্রিল – সব কিছুতে ভরপুর। এই মুভি তে হিরো কে আর ভিলেন কে সেটা আপনার চিন্তাধারা দিয়েই বিবেচনা করতে হবে।

হঠাৎ একদিন রাতে ডাই সু ওহ কে রাস্তা থেকে কিডন্যাপ করা হয়। তার জ্ঞান আসার পর দেখা যায় সে একটি জেলখানার মতো রুমে বন্দী পড়ে আছে। সে এখানে কেনো আসলো সেটা জানার অনেক চেষ্টা করলেও কোনো উত্তর পায়নি। প্রতিদিন তাকে ড্রাগ দেয় হতো এবং হিপনোটাইজ করা হতো। সে প্রতিজ্ঞা করে, যে এর পিছনে দায়ী তাকে সে বের হবার পর মেরে ফেলবে। কিন্তু এভাবেই করে ১৫ বছর তাকে আটকে রাখা হয়।

 

 

তারপর হঠাৎ একদিন তাকে ভালো কাপড়, কিছু টাকা এবং একটি মোবাইল ফোন হাতে দিয়ে, তাকে ছেড়ে দেয়া হয়। সে মুক্তি পাবার পর তাকে যা যা হিপনোটাইজ করে শিখানো হয় সে তাই করা শুরু করে।কিন্তু সে তা বুঝতে পারে না। তখন তার মিডো নামের একটি মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখা হয়। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়।তারপর, যে তাকে বন্দী করে রেখেছিলো সে তার সাথে যোগাযোগ করে বলে,যে তার কাছে আর মাত্র ৫ দিন আছে। এরমধ্যে তাকে এই রহস্য সমাধান করতে হবে যে কেনো তাকে বন্দী করে রাখা হয়েছিলো ,নাহলে মিডো কে সে মেরে ফেলবে।

 

 

এরপর সে একের পর এক প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে। কিন্তু শেষ পর্যায়ে সে এমন কিছু সত্য জানতে পারে যা তার পুরো জীবন বদলে দেয় ।আমি আবারও বলছি যাদের হার্ট দুর্বল তারা এ মুভিটি দেখবেন না। আর কিছু এডাল্ট সিন রয়েছে মুভিতে।

এই মুভিটি যদি এখনো কারো দেখা বাকি থাকে তাহলে তাড়াতাড়ি দেখে ফেলবেন। This is a pure Masterpiece Movie.

Download Link (Dual Audio Hindi Dubbed)

480p: Direct Download Link       Server 2     Server 3

720p:  Direct Download Link     Server 2     Server 3

1080p: Direct Download Link     Server 2

Bangla subtitle (If need): Download From Here

ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন।কোনো ডাউনলোড লিংক কাজ না করলে বা লোড পড়লে অন্য সার্ভার ট্রাই করবেন। ডাউনলোড লিংকে যাওয়ার পর অন্য পেইজে নিয়ে গেলে পুনরায় আগের পেইজে ফিরে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা  এই লিংকে  ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন।আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি।কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না।

আমার অন্যান্য পোস্টঃ

অনলাইনে ইনকাম করার ১৫ উপায়।

"Borof Koler Golpo"(বরফ কলের গল্প) Full Bangla Movie Download

Top 15 South Indian Thriller Crime Movies

Spotify Premium Unlocked App Download

Contract (2021) Bangla Web Series Download

Pirates Of The Caribbean

Dark Knight Trilogy

Kung Fu Panda Movies

The Matrix Trilogy

Joker (2019)

Charlie (2015) Download Link With Bangla subtitle

Despicable Me Movie Series Download Link

Pure Action Movie Raid Redemption

Harry Potter Movies

ঘুরে আসতে পারেন আমাদের সাইট: Tipsnewsbd

আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।বিদায়।

The post ⚡️ দেখে নিন ভয়ানক প্রতিশোধের তিনটি কোরিয়ান মুভি [বাংলা সাবটাইটেল সহ] 🔥 appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments