২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য ১ম সপ্তাহের প্রকাশিত এ্যাসাইনমেন্ট ডাউনলোড করেনিন |
- ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য ১ম সপ্তাহের প্রকাশিত এ্যাসাইনমেন্ট ডাউনলোড করেনিন
- ডাউনলোড করে নিন নিথিন ও কির্থী সুরেস অভিনীত ২০২১ সালের নতুন মুভি Rang De [বাংলা সাবটাইটেল সহ]
- Thoughts About THE ALCHEMIST
- Portfolio Air WordPress Theme For Free Download
- Fabius – Resume WordPress Theme For Free Download
- Aki – Multipurpose Kids WordPress Theme for free download
- নিয়ে নিন টেন মিনিট স্কুলের “Pre Admission Medical Course” এবং “BCS Preli Course” কোর্স দুটির কুপন কোড আর স্পেশাল ডিসকাউন্টে নিয়ে নিন কোর্স দুটি!
- আসুন সবাই জেনে নেই ঘুম থেকে উঠে রাসুল (সাঃ) যে ৫টি কাজ করতে নিষেধ করেছেন
- সকলের কাছে ক্ষমাপার্থী, ট্রিকবিডির সকল ভিজিটর ও ট্রেইনারদের দেখার জন্য অনুরোধ রইলো।
২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য ১ম সপ্তাহের প্রকাশিত এ্যাসাইনমেন্ট ডাউনলোড করেনিন Posted:
খুব শীঘ্রই এ্যাসাইনমেন্টের উত্তরগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো সে পর্যন্ত অপেক্ষাই থাকুন। ★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃSK TECH VOICE সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}} The post ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য ১ম সপ্তাহের প্রকাশিত এ্যাসাইনমেন্ট ডাউনলোড করেনিন appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন নিথিন ও কির্থী সুরেস অভিনীত ২০২১ সালের নতুন মুভি Rang De [বাংলা সাবটাইটেল সহ] Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত নিথিন ও কীর্থী সুরেস অভিনীত মুভি Rang De (2021) এর হালকা রিভিউ ও ডাউনলোড লিংক। সাথে বাংলা সাবটাইটেল ।তো চলুন শুরু করা যাক।
Movie: RANG DE (2021)
Genre : Drama / Romance / Comedy
***হালকা স্পয়লার***আচ্ছা মনে করেন,আপনি একজন কে মানুষ কে মোটেও পছন্দ করেন না, তার চেহারা দেখলে তার সাফল্য দেখলে আপনার মেজাজ গরম হয়ে যায়। সব সময় চিন্তা করেন কিভাবে সে অন্য সবার কাছে বকুনি খায়। মানে এক কথায় তার ভালো আপনার সহ্য হয় না। কেমন হয় যদি সেই মানুষটি কে বিয়ে করে আপনার সারাজীবন সংসার করতে হয়! ভাবুন একবার। দেখে নিলাম Nithiiin এবং Keerthy Suresh অভিনীত রোম্যান্টিক কমেডি মুভি Rang De. তেলেগু মুভি গুলোর প্রতি আলাদা ভালোলাগা কাজ করে আমার। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি আপনারা মুভিটি দেখতে পারেন। পুরোটা সময় একটা পিওর বিনোদনে কাটবে।
মুভিটির ডিরেক্টর ছিলেন Venky Atluri. মুভির গান গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আর Rangule গান টি অসাধারণ ছিলো। মুভিটির মিউজিক কম্পোজ করেছেন Devi Sri. এছাড়া সবার অভিনয় ছিলো যথেষ্ট প্রশংসনীয়। মুভিটা যেহেতু একেবারেই নতুন।তাই আমি এর খুব বেশী স্পয়লার দিবো না। আমি আমার মত করে লিখে দিচ্ছি। বাকীটা আপনারা মুভিতেই দেখে নিবেন।
মুভির শুরুতে দেখা যায় সাল১৯৯৫, যেখানে একটা হসপিটালে একটা মেয়ে ইশ্বরের কাছে প্রার্থনা করছে যেন তার একটি ভাই হয়। এবং ইশ্বর তার প্রার্থনা শুনে নেন। একজন নার্স এসে তার বাবাকে জানায় তার একটি পুত্র সন্তান হয়েছে। তো মহা ধুমধাম করে ছেলে কে বাসায় নিয়ে আসেন তারা। বাচ্চা ছেলেটির নাম রাখা হয় আর্জুন। ছোট বেলা থেকেই আর্জুন সবার খুব আদরের ছেলে। তার প্রতি টা জন্মদিন ধুম ধাম করে পালন করা হয়। মানে বলতে গেলে আর্জুন মা বাবা আর বোনের কলিজার টুকরা। তো একদিন একটা বাচ্চা মেয়ে আর তার মা আর্জুন রা যেখানে থাকে সেই বিল্ডিং এ থাকতে আসে। সেই প্রথম বার আনুর সাথে আর্জুনের দেখা। ওহ্, বলে রাখি সেই বাচ্চা মেয়েটির নাম আনু। প্রথমে আর্জুন খুব খুশি হয়।
ধীরে ধীরে তাদের দুই পরিবারের মাঝে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। মানে এত টাই ভালো সম্পর্ক যেন মনে হয় সেখানে দুটো নয় একটি পরিবার।আনুর মা আর্জুন কে খুব ভালোবাসেন। নিজের ছেলের মতই আদর করেন। এভাবেই চলতে থাকে। তো ধীরে ধীরে আনু এবং আর্জুন দুজনেই বড় হতে থাকে।আনু পড়াশোনায় খুব ভালো। যেখানে সে ৯৫% মার্কস পায় সেখানে আর্জুন ৫ বিষয়ে ফেইল করে। আর্জুন আসলে আনু কে সহ্য করতেই পারে না। কিন্তু আনু তো মনে মনে ঠিকি পছন্দ করে আর্জুন কে। এদিকে আনুর মা আনুর বিয়ে দেওয়ার জন্য খুব তাড়াহুড়া শুরু করে। কিন্তু আনু মা কে বলে দেয় সে পড়াশোনা কন্টিনিউ করতে চায় বিয়ে করতে চায় না। এ নিয়ে মায়ের সাথে বেশ ঝামেলাও হয় তার। সে মুখ ফুটে বলতেও পারে না সে ভালোবাসে আর্জুন কে। কথায় কথায় আর্জুন আনু কে বলে বিয়ে করে নিতে। আনু এতে কষ্ট পায় এবং বিয়ে করতে রাজী হয়ে যায়। বিয়ের দিন ও চলে আসে।
কি হবে এবার!! আনু কি আর্জুন ছাড়া অন্য আরেক জনকে বিয়ে করতে পারে!! উহু, একদম পারে না। কি হয়েছিলো তার বিয়ের দিন জানতে ইচ্ছে করছে না? আমি তো মাত্র এক ঘন্টার গল্প বলে দিলাম। মুভি তো মাত্র শুরু। এর পর থেকেই মুভির আসল মজা শুরু। আমি অনেক বলে দিয়েছি। নতুন মুভির এত টা স্পয়লার দেওয়াও ঠিক না। তো আর দেরী না করে ঝটপট দেখে ফেলুন মুভিটি। সময় টা ভালো কাটবে আশা করছি। [রিভিউর কিছু অংশ অনলাইন থেকে নেয়া হয়েছে]
এবার ডাউনলোড করার পালা Download Links (© Mlwbd)360p (225 MB) : Direct Download Link Server 2 480p (421 MB) : Direct Download Link Server 2 720p(649 MB) : Direct Download Link Server 2 720p (1.2 GB) : Direct Download Link Server 2 Server 3 1080p (2.6 GB): Direct Download Link Server 2 Server 3
Bangla Subtitle Link: Click Here
ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন।কোনো ডাউনলোড লিংক কাজ না করলে বা লোড পড়লে অন্য সার্ভার ট্রাই করবেন। ডাউনলোড লিংকে যাওয়ার পর অন্য পেইজে নিয়ে গেলে পুনরায় আগের পেইজে ফিরে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা এই লিংকে ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন।আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি।কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না। আমার অন্যান্য পোস্টঃ Dirilis Ertugrul Bangla Download Link Kurulus Usman Bangla All Episodes Link Windows 7 Ultimate Cracked Download Charlie (2015) Download Link With Bangla subtitle Despicable Me Movie Series Download Link Pure Action Movie Raid Redemption
আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। The post ডাউনলোড করে নিন নিথিন ও কির্থী সুরেস অভিনীত ২০২১ সালের নতুন মুভি Rang De [বাংলা সাবটাইটেল সহ] appeared first on Trickbd.com. |
Posted: According to New York Times, The Alchemist is more of self-help than Literature. I don't think it's a self-help book or just a mere motivational book. In a sense, every book is a motivational book and every book is a self-help book. Because almost every book improves us, gives us strength, gives us motivation and shows us the way of the world.
This is a book that is hugely reviewed so I'm not going to review it. I'll just share something I felt during reading and feeling now after reading. It is a book of knowledge. As the writer says he got this story in his dream. It's not my thing to judge the truth or lie behind that logic. But the thing is, in this book, there are plenty of sentences that teach us many things about life, philosophy, death, magic, miracle, adventure, sadness, happiness, love, God and most importantly the core meaning of the world. All things are one and one thing is all. And what happens will happen and written already. Maktub. Love was one of the basic themes of this book. Love of happiness, love of pursuit dream, love of freeness, love of adventure, love wealth, love of knowledge, love of women, love of men and many more. While reading it felt like I will read this book again and again throughout my entire life, for this book is so rich with good quotes that will encourage me my whole life. The way this book talks about life, death, faith, religion and pursuing a dream is fabulous. Happy Reading The post Thoughts About THE ALCHEMIST appeared first on Trickbd.com. |
Portfolio Air WordPress Theme For Free Download Posted: OverviewAir is a lightweight portfolio responsive WordPress theme for professional creative. It is clean and minimal style theme with smooth user experience. Compatible with WordPress 5.7 and WooCommerce 5.2 Suitable Portfolio / Agency / Photography / Freelance / Blogging …The Air is a creative responsive WordPress portfolio theme for the professional creative. It's easy to use and concentrates on showcasing your work to potential clients and employers with interesting interactions. The self-developed drag&drop Page Builder makes it very intuitive and easy to create your pages. We do many coding works to make the interaction more smooth, lightweight, and polished, for all the details, for the perfect user experience. Features Overview
New FeatureFilter to slide the Category item description ShowcaseFeatured & TrustedFeatured on the famous web design and magazines. CreditThanks to the authors for the awesome demo images: Robinsson Cravents, Futura, Asís, Gunther Gheeraert Download LinkPost Source: Themeforest The post Portfolio Air WordPress Theme For Free Download appeared first on Trickbd.com. |
Fabius – Resume WordPress Theme For Free Download Posted: OverviewFabius is one page resume WordPress theme which is perfect for personal portfolio website or any other digital professionals. Theme comes with two eye-catching demos and different color combinations. There are pre-made demos with awesome smooth element transitions. The content is made with visual drag & drop Elementor Page Builder – one of the best user-friendly page builder for WordPress. All you need to do is to drag and drop elements and in just few clicks you can change all text, images, fonts and colors. You will love Fabius for sure. Fabius comes with a lot of pre-made sections (Home, Services, Portfolio, Skills, etc…) which are placed in one long page. You can add or remove sections from One Page or to move some section from One Page to a separated / stand alone page. Features
Download LinkPost Source: Themeforest The post Fabius – Resume WordPress Theme For Free Download appeared first on Trickbd.com. |
Aki – Multipurpose Kids WordPress Theme for free download Posted: OVERVIEWEmbracing a special love for children and always contemplating what kids insightfully like and admire, we've designed a perfect template called Aki which covers everything for kids favourability, such as kids play zones, kids fashion store, Toys store, Renting toys, Arts classes, Online courses and so on. Aki comes up with more than 10 pre-made layouts made with a sense of modern and cuddliest vibe running through all the pages. Aki will doubtlessly meet & fit all of your dreaming websites dedicated for kids. Aki is also based on the Redux framework and empowered by a robust admin panel and a lot of other popular plugins such as Visual composer, Slider revolution, Ultimate addons for Composer, WPML, Mega Menu, Ajax Search, Ajax product filter…. So, it is an assurance that Aki will bring you a super powerful features of WordPress Theme. Aki: Core features
Aki: The best popular plugins integrated
Aki: The best features for WooCommerce
Aki : brings a lot of options for layouts
Aki: other features list
Compatible with plugins
Sources and CreditsFonts Used
Images:
Please Note: All images are just used for Preview Purpose Only. They are not part of the template and NOT included in the final purchase files Download LinkPost Source: Themeforest The post Aki – Multipurpose Kids WordPress Theme for free download appeared first on Trickbd.com. |
Posted: আজকে একসাথে দুটি কোর্সের কুপন কোড শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে । কোডগুলো ইউজ করে স্পেশাল ছাড়ে নিয়ে নিন আপনার প্রয়োজনীয় কোর্সটি — ২৫০০ টাকার "Pre Admission Medical Course" এখন কুপন কোড ইউজ করে ৫০০ টাকা ছাড়ে পাচ্ছেন মাত্র ২০০০ টাকায়!
কোর্সে কি কি থাকছে বিস্তারিত জানতে এবং কিনতে [এখানে ক্লিক করুন] ২৫০০ টাকার "BCS Preli Course" এখন কুপন কোড ইউজ করে ৭০০ টাকা ছাড়ে পাচ্ছেন মাত্র ২০০০ টাকায়!
কোর্সে কি কি থাকছে বিস্তারিত জানতে এবং কিনতে [এখানে ক্লিক করুন]
বিঃ দ্রঃ কুপনগুলির মেয়াদ বেশিক্ষণ থাকে না তাই আর দেরি না করে কুপন এপ্লাই করে নিয়ে নিন আপনার পছন্দের কোর্সটি ★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ ★★এক ক্লিকেই ফেসবুক গ্রুপে আপনার সকল ফ্রেন্ডকে ইনভাইট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ★★এক ক্লিকেই ফেসবুক গ্রুপের সব পোস্ট ডিলিট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন ★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন! ★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন ! ★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! ★★৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে The post নিয়ে নিন টেন মিনিট স্কুলের “Pre Admission Medical Course” এবং “BCS Preli Course” কোর্স দুটির কুপন কোড আর স্পেশাল ডিসকাউন্টে নিয়ে নিন কোর্স দুটি! appeared first on Trickbd.com. |
আসুন সবাই জেনে নেই ঘুম থেকে উঠে রাসুল (সাঃ) যে ৫টি কাজ করতে নিষেধ করেছেন Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । ঘুম থেকে উঠে রাসুল (সাঃ) যে ৫টি কাজ করতে নিষেধ করেছেনঘুমের সময় জীবনটা কেমন যেন থেকে থাকে। ঘুম থেকে উঠেই জীবনের গতি শুরু হয়।এই শুরুটা যেন ঠিকঠাক হয় সে জন্য ঘুম থেকে উঠার পরেও কিছু আয়োজন থাকে। এক্ষেত্রে নবী করীম (সাঃ) এর কিছু নির্দেশনা ও আদর্শ আছে। এবং ঘুম থেকে উঠে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না তো চলুন জেনে নেই সেই পাঁচটি কাজ কি… এক নাম্বারঃ ঘুম ভাঙ্গার পর অলসতা করা যাবেনা। বর্তমানে আমাদের একটি বাজে অভ্যাস হয়ে দাড়িয়েছে যে মানুষ ঘুম ভাঙ্গার পর মোবাইল নেয় টাইম দেখতে। কিন্তু টাইম দেখার পর মোবাইলটা রেখে না দিয়ে মোবাইল ঘাটাঘাটিতে ব্যস্ত হয়ে যাই।যার ফলে আমাদের দেহে অলসতা যেকে বসে। এমরকি আমাদের ফজরের নামাজ ক্বাজাও হয়ে যায়। তাই এই কাজটি করা যাবে না। এজন্য ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় এবং রাসূল (সাঃ) এর নির্দেশ হলো হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা। ( বুখারী হাদিস ১৮৩) এবং হাদিসে আরো এসেছে, হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত কাটালাম দেখলাম নবী করীম (সাঃ) ঘুম থেকে উঠে ঘুম দূর করার জন্য চেহারায় হাত বুলিয়ে নিচ্ছেন। ( বুখারী হাদিস নাম্বার ৪৫৭) বস্তুত দেরী করে ঘুম থেকে উঠলে বা ঘুম ভাঙ্গার পর অলসতা করে শুয়ে থাকলে সময়ের বরকত হয় না। অলসতা ও ক্লান্তির সৃষ্টি হয়।এবং নামাজ ছুটে যাওয়ার আশংকাও তৈরি হয়। দ্বিতীয় নাম্বারঃ ঘুম থেকে উঠে কোনো কথা না বলে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা।অর্থাৎ ঘুম থেকে উঠে দোয়া পড়তে হবে। প্রিয় নবী করীম (সাঃ) আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা একটি দোয়া পড়তেন। হযরত হুজায়ফা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন রাসূল (সাঃ) রাতে যখন শয্যায় যেতেন গালের নাবালে হাত রাখতেন। তারপর বলতেন → “আল্লাহুম্মা বিইছমিকা আমুতু ওয়া আহইয়া।” আর যখন ঘুম থেকে উঠতেন, তখন বলতেন বস্তুত ঘুম কিছুটা সাময়িক মৃত্যুর মতোই। এই সাময়িক মৃত্যুর পর আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। বস্তুত তিনিই তো আমাদের আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দেন। শারীরিক সুস্থতা দান করেন। প্রকৃত পক্ষে ঘুম তো মানুষের সামনে জীবন মৃত্যু ও সুস্থতার বাস্তবতা প্রকাশ করে এর থেকে শিক্ষা গ্রহনের প্রেরণা যোগায়। তাই ঘুম থেকে উঠে দোয়া পড়তে ভুলবেন না। তৃতীয় নাম্বারঃ মুখ পরিস্কারের জন্য ঘুম থেকে উঠে মিসওয়াক করা আবশ্যক। হুজায়ফ রা. থেকে বর্ণিত তিনি বলেন → নিশ্চয়ই রাসূল (সাঃ) রাতে ঘুম থেকে জাগার পর মিসওয়াক দ্বারা নিজের পবিত্র মুখ ও হাত পরিস্কার করতেন।( আবু দাউদ ৫৫) অথচ আজকাল আমাদের আধুনিক সমাজের তথাকথিত সভ্য মানুষ গুলো মেসওয়াকের গুরুত্ব প্রায় ভুলতে বসেছে। নবী করীম (সাঃ) বলেছেন → ঘুম থেকে উঠে তিনবার হাত না ধুয়ে পানির পাত্রে হাত দিও না। ( মুসলিম ১৬২) তিনি আরো বলেন → তোমাদের কেউ ঘুম থেকে উঠলে আযু করো এবং তিনবার নাক পরিস্কার করো।( বুখারী ৩২৯৫) ইসলাম পরিচ্ছন্নতা ও পরিশিলতার ধর্ম।ঘুম থেকে ওঠে প্রথমেই মেসওয়াক করার মাধ্যমে মুখ পরিচ্ছন্ন করে নিবে।কেননা মুখে খাদ্যকনা লালা ইত্যাদি জমে থাকে৷ এতে দূগন্ধ ও জীবাণুর সৃষ্টি হয়। চতুর্থ নাম্বারঃ ঘুম থেকে ওঠে আজু করতে ভুলবেন না। এবং গোসল ফরজ হলে গোসল করে নেবেন। পঞ্চম নাম্বারঃ জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করবে। হাদিস শরিফে এসেছে, যে ব্যাক্তি এশা ও ফরজ জামাতের সঙ্গে পড়ল সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। ( মুসলিম ৬৫৬) আর সম্ভব হলে শেষরাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবেন। তাহাজ্জুদ সালাত আদায় করলে কুপ্রবৃত্তি দমন ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায়। ইরশাদ হয়েছে → অবশ্যই দলনে রাত্রিকালীন উত্থান প্রবলতর এবং বাকস্ফুরণে সঠিক হয়। ( সূরা মুজ্জাম্মিল আয়াত ৬) অর্থাৎ উচ্চারণ সঠিক হয় ও দেহের শক্তি পূর্ণ থাকে, যখন তাড়াতাড়ি ঘুমানোর পর শেষ রাতে ওঠে তাহাজ্জুদ পড়া হয়। অর্থাৎ আজকের আলোচনার মূল সারাংশ হলোঃ ১.ঘুম থেকে উঠে অযথা মোবাইল নিয়ে পড়ে থাকবেন না। ২. ঘুম থেকে উঠে দোয়া পড়তে ভুলবেন না। ৩.ঘুম থেকে উঠে মিসওয়াক করতে ভুলবেন না। ৪. ঘুম থেকে ওঠে অযু করতে ভুলবেন না এবং গোসল ফরজ হলে ফরজ গোসল করে নিবেন। ৫. জামায়াতে ফজরের নামাজ পড়বেন এবং অবশ্যই সময়ে মতো নামাজ পড়ে নিবেন এবং সম্ভব হলে একটু আগে ঘুম থেকে ওঠে তাহাজ্জুদ নামাজ পড়ে নিবেন। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post আসুন সবাই জেনে নেই ঘুম থেকে উঠে রাসুল (সাঃ) যে ৫টি কাজ করতে নিষেধ করেছেন appeared first on Trickbd.com. |
সকলের কাছে ক্ষমাপার্থী, ট্রিকবিডির সকল ভিজিটর ও ট্রেইনারদের দেখার জন্য অনুরোধ রইলো। Posted: আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন। যারা ট্রিকবিডি ভিজিট করেন ও ট্রেইনার সকলে আমাকে কম-বেশি চেনেন। আমি ২০১৬ সালে ট্রিকবিডির ট্রেইনার পদ পাই। ট্রিকবিডিকে নিয়ে বলতে গেলে অনেক বললে ও বলা শেষ হবে না। বাংলাদেশ এর মধ্য ট্রিকবিডি টপ একটি ফোরাম সাইট, বাংলাদেশের আনাচে কানাচে যারা টেকনিক্যাল বিষয় নিয়ে ঘাটে তারা সবাই এই সাইট ভিজিট করে ও চেনে। বাংলাদেশে অনেক ফোরান সাইট আছে,কিন্তু ট্রিকবিডির মতো এমন টপ সাইট একটা ও নেই। কথা না বাড়িয়ে আসল কথায় ফিরে যাইঃ আমি ২০১৬ সাল থেকে ট্রিকবিডিতে পোস্ট করে আসছিলাম৷ কিন্তু একটা সমস্যার কারনে পোস্ট করা বিরতি দিই,এবং ২০২০ সাল এর শেষের দিক থেকে আমি আবারো পোস্ট করা শুরু করি, প্রায় ১৭০+ পোস্ট করেছি। বাংলাদেশের হাজার হাজার লোক জন এই সাইটের মাধ্যাকে উপকৃত হচ্ছেন। কয়েকদিন আগে আমি একটা পোস্ট করি, রিংআইডি কমিনিটি জবস রেফার নিয়ে। পোস্ট টি প্রচুর লোক দেখছেন,এবং অনেকে আমার ফেসবুক ইনবক্সে নক দিয়েছেন। আমার রেফার এ অনেকে জয়েন হয়৷ আমি একটা কথা দিয়েছিলাম সেটা হলো, আমার রেফার এ জয়েন হলে,আমি যে রেফার বোনাস পাব,তার ৫০% তাকে ফেরত দেব। অনেক জনকে ফেরত দিয়েছি,কিন্তু,দুঃখের বিষয় রিংআইডি তো সাথে সাথে পেমেন্ট করে না,১০ দিন অপেক্ষা করতে হয়। এজন্য ৫০% এ টাকা টা ফেরত দিতে ব্যার্থ হই,এবং আমি টাকা টা ফেরত দিই নাই,কারন আমার বিকাশ একাউন্ট এ টাকা ছিল না। ট্রিকবিডি সাপোর্ট টিম, জেনে আমার ট্রেইনারশীপ বাতিল করে দেয়। এবং আমি ট্রিকবিডি সাপোর্ট টিম কে বলেছি, এবং প্রতিস্রুতি দিয়েছি এর পর এমন কাজ কখনো হবে না,এবং আমাকে ট্রেইনারশীপ ফিরে দেয়। ট্রিকবিডিতে প্রতারনা ও অন্যায় করে কেউ কখনো টিকে থাকতে পারবে না ও পারেনি। মানুষ মাত্রই ভুল! আমি নিজে অনেক বড় ভুল করেছি, আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। এবং সেই সাথে ধন্যবাদ জানাই, ট্রিকবিডির সাপোর্ট টিম কে,কারন ট্রিকবিডিতে কে কি করছে,প্রতারণা করছে,ও নিয়ম না মেনে পোস্ট করছে, সাপোর্ট টিম সব সময় খেয়াল রাখে এবং একশন নেয়। এছাড়া ও সকল ভিজিটর ও ট্রেইনার দের উদ্দেশ্য বলছি, ট্রিকবিডিতে প্রতারনা ও নিয়ম ভঙ্গ করবেন না,কারন সাপোর্ট টিম সব সময় খেয়াল রাখে। আবারো, আপনাদের মাঝে আমি ক্ষমা চাচ্ছি,আমি অনেক অন্যায় করছি, প্লিয সবাই আমাকে ক্ষমা করে দিবেন, ও এমন ভুল আর কখনো করব না। আপনাদের নিয়মিত ভাল কিছু পোস্ট উপহার দেব ইন্সাল্লাহ! সবাই ভাল থাকবেন,ট্রিকবিডির সাথে থাকবেন। ধন্যবাদ। The post সকলের কাছে ক্ষমাপার্থী, ট্রিকবিডির সকল ভিজিটর ও ট্রেইনারদের দেখার জন্য অনুরোধ রইলো। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments